এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাটেশ

    w
    অন্যান্য | ১৭ মার্চ ২০১১ | ২৫৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 123.242.248.130 | ০৬ জুলাই ২০১১ ১৫:৫১469108
  • দীপুর অধ্যবসায় প্রশংসনীয় :-))
  • kc | 194.126.37.78 | ০৬ জুলাই ২০১১ ১৫:৫৮469109
  • আরে, ডিডির সেই প্ল্যাটিপাসের গপ্প, তীর্থং এর সেই পুরোনো রাবন্দা আর রান্নার টিপ্স আর রঙ্গনের হরেকরকম ফুটকাটাগুলো ক্ষেউ খুঁজে দেখোনা। সবগুলো এক একটা জেম ছিল।
  • siki | 123.242.248.130 | ০৬ জুলাই ২০১১ ১৬:০৮469110
  • মজলিশের আর্কইভ ঘাঁটতে হবে। কিন্তু সে জিনিসটা নিজেই এমন বিশাল ঘাঁটা।
  • choti | 123.242.248.130 | ১১ জুলাই ২০১১ ১৩:১২469111
  • হ্যাঁ,হ্যাঁ। আমারো বেশ ইন্টেরেস্টিং লাগছে কিন্তু।

    ঐ যে,একটা থান ইঁট ছিলো,তার বারোটা মুখ। আহ্লাদ করে নাম রাখা হলো পলি হেড্রন। রডোডেড্রনের সাথে মিল দিয়ে। কিন্তু কি হলো এক কিউবান এসে বল্লে বন্ড যদি হবেতো তার ল্যাটিস নেই ক্যানো? আর অম্নি একটা অ্যাটম তাকে কামড়ে দিলো।

    সবাই মিলে জুলে লিখছেন বেশ ভাল্লাগছে। এবারে একটা সুর টুর দিয়ে গান বাঁধলেই স্বচ্ছন্দে একটা চটি বই প্রকাশ করা যায়।
  • nolen | 61.12.12.83 | ১১ জুলাই ২০১১ ১৬:০৯469112
  • "কেমিস্ট্রি আমার খুব ফেবারিট সবজেক্ট ছিলো। যদ্দিন পড়েছি।

    ঝাঁকে ঝাঁকে মার্ক্স পেতাম। মোটা মোটা সব নম্বর।

    বেশ কয়েকবার তো একবারেই পাস হয়ে যেতাম। তবে এখন বোধয় কেমিস্ট্রির আইন কানুন সব বদলে গেছে।

    আচ্ছা,হাইড্রোজেন কি এখনো আছে?"

    ~ডিডি
  • nolen | 61.12.12.83 | ১৪ জুলাই ২০১১ ১০:১৭469114
  • "বতিন তুমি রাগ কোরো না, রাগ হলেই আরো ফপা হবে। তুমি বরং আমাকে মাল খাওয়ানোর একটা ডিটেল প্ল্যান করো। আমি তখন তোমায় গভীর জ্ঞান দিয়ে এতো বোর করে দেবো, যে বোম ব্লাস্ট হলে, আমার কথা মনে পড়বে এবং রাগ হবে না, প্রচন্ড ভয় হবে, আবার জ্ঞান দিতে পারি বলে :-))"

    ~
  • pi | 72.83.103.132 | ১৮ জুলাই ২০১১ ০০:২৫469115
  • name:ddmail:country:

    IPAddress:122.167.21.209Date:18Jul2011 -- 12:09AM

    এই হেমন্তের অ্যাপেল অর্চার্ডে আমি এক মুর্ত্তিমান ধপাস।

    না পুঁছলো আমায় অ্যাডাম, না পরলাম নিউটনের মাথায়। ম্যাক আমায় আদখানাও কামড়ালো না।

    স্রেফ পোকায় খে' গ্যালো।
  • pi | 72.83.103.132 | ২০ জুলাই ২০১১ ১৫:৩৯469116
  • name:ddmail:country:

    IPAddress:124.247.203.12Date:20Jul2011 -- 03:31PM

    তোমার খোলা হাওয়া ... বন্ধ করো। দেখছো না হেঁচে মরছি।
    বিরহ মধুর হলো আজি .... আর ইদিকে ডায়াবিটিসের ঠ্যালায় মরি
    বিদায় করেছো যারে ..... সে ব্যাটা ফিরে এয়েছে। কইছে দু মাসের মাইনা বাকি।
    চিনিলে না আমারে কি? ..... এই পাচ বছরেই এতো মুটিয়ে গ্যালাম,তায় টাক পরে। ঈ:।
    আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ... সর্দি খুব বসে গ্যাসে। কর্টিজান ছাড়া উপায় নেই।
    যখন নীরব দুরে .... তখন বুঝবে কানেকটিভিটি নেই।

    কিন্তু সবাই এমন লিস্ট বানাচ্ছে ক্যানো? থিমটা কি ?

  • A | 99.183.187.229 | ২০ জুলাই ২০১১ ১৮:৪৩469118
  • উফ ডিডির হেমন্তের অ্যাপেল অর্চার্ড টা জাস্ট যাতা :)
  • sinfaut | 121.241.218.132 | ২৯ জুলাই ২০১১ ০৯:৫৪469119
  • name:ddmail:country:

    IPAddress:124.247.203.12Date:29Jul2011 -- 09:47AM

    আর গতোকাল আমি দেখলাম সিংগম।
    সে যে কি বিচ্ছিরি বই ভাবা যায় না। আরে ছ্যা ছ্যা।

    আসলে আমার দু চোখ জুড়িয়ে আছে রজনীকান্তের এন্থিরান আর ট্‌র্‌যান্সফর্মার টু। অজয় দেবগন তো তার কাছে নস্যি ও নয়।

    তাহোক, জেনে রাখুন আমাদের ছোটোবেলায় এমন সিনেমা ক্যামন হতো।

    এক তো ঘুঁষির আওয়াজ ছিলো পষ্টো ঢিশুম। আর এখন পুরো অর্কেস্ট্রা বাজে।

    আর আমাদের হীরোরা মাটীতে দাঁড়িয়েই ডজন খানেক ভিলেনকে মেরে ফর্দা ফাঁই করে দিতেন। আর এখন সবাই পাখীর মতন ওড়ে। ৯০% মার্পিট আকাশে উড়ে। অজয় দেবগন একটা গুন্ডোর মাথায় মরলো রাম গাঁট্টা, সে কিন্তু মুখ থুবড়ে পরলো না,স্রেফ আকাশে উড়ে শুন্যে দিগবাজী খেলো। অজয় ও আকাশে উড়ে স্লো মোশানে তাকে হুলিয়ে লাথালো।

    আর তখন মার্পিট হতো বড়ো ওয়ারহাউসে। এক এক ঘুঁষিতে (ঢিশুম) কার্টনের পাহাড় ভেঙে পরতো(ক্যার ক্যার ক্যার) অথবা প্লাস্টিকের ব্যারেল(গর্‌র গর্‌র গর্‌র)। আর এখন শুধু গাড়ী ভাঙে। একেক সিনেমায় পঞ্চাশ ষাঠটা গাড়ী অর্কেস্ট্রা সহযোগে চুর্চ্চুর হয়। অক্লেশে।

    কোনো "সোসাইটি ফর দি প্রিভেনশন অব ক্রুয়েলিটি টু অটোমোবিল" নেই বুঝি?
  • k | 61.12.12.83 | ০৩ আগস্ট ২০১১ ১১:০৮469120
  • 'নিয়মিত thedawn কাগজটি পড়ি। বোঝাই যায় পাকিস্তানের মধ্যেও এক বিশাল আন্দোলন আছে আধুনিকমনষ্কতার। এমন সাহসী মৌলতন্ত্র বিরোধী লেখাও পড়েছি মনে হয় সেরকম লেখা ভারতবর্ষের মেইন লাইন পত্রিকা ছাপাতে সাহস পাবে না। আজমল কাসভের আইডেনটিটি প্রথমেই খুঁজে বার করে এক পাকিস্তানি টি ভি। যা ছিলো সে সময়ের সরকারি লাইনের একেবারে উল্টোপথে হাঁটা।

    তবে ওয়াক্কাস মীর যখন শুরুই করেন " ধর্মের মূল কথাই হলো মানবিকতা" তখন নিতান্তই ভক্তি চটে যায়। ধর্ম ও ধর্ম ভিত্তিক সব কিতাবই নিছক নিজের দলের পরিপুষ্টি ও অন্য দলের বিনাশ/অন্তর্ভুক্তির বাইরে কিছু নয়। বিজ্ঞান মনষ্কতায় জিরো,প্রচন্ড নারী বিদ্বেষী ও মোল্লা পুরোহিতের হাতের পুতুল। ভালো কথাও আছে, নইলে পপুলার হয়েছিলো কি করে? কিন্তু খারাপও প্রচুর।

    ঐ,সব ধর্মই ভালো, সবাই ভালো। ধর্মীয় কিতাবের কথা ঈশ্বরের বানী,শুধু সুব্যাখ্যাতেই বিশ্বাস রাখুন আপনারা। অথচ অলংঘনীয় শাস্ত্রে নিয়মিত অজাচার,পরী,পক্ষীরাজ এবং সর্বাংশে ভুল অ্যাস্ট্রোনমি গিজগিজ করছে। তাও মানতে হয় এগুলি অলংঘনীয়, গুরু যা বলেন সেটা অক্ষরে অক্ষরে মানতে হবে,ইত্যাদি ?

    কি জানি? হয়তো আরেক জেনারেশন লাগবে। যখন দিব্বি প্রবন্ধ লেখা শুরু হবে "সব ধর্মই একটি ঢপের চপ"বলে।'

    ~dd
  • Kaju | 121.244.209.245 | ০৩ আগস্ট ২০১১ ১১:৩৩469121
  • name:ddmail:country:

    IPAddress:124.247.203.12Date:03Aug2011 -- 11:03AM

    দেড়েল বালকটি কুরির বড় ছেলে।

    কুরি প্লাস্টিক সার্জারী,বোটোক্স ও গাধার দুধে ছান করার সুফল। প্লাস সিকির উঠতি বয়স ও চালসের কাছাকাছি।

    এই সব যোগ করে দুই দিয়ে ভাগ করে দেখুন,অংক একেবারে মিলে গেছে।
  • On behalf of | 59.163.201.173 | ০৩ আগস্ট ২০১১ ১৭:০৫469122
  • name:ddmail:country:

    IPAddress:124.247.203.12Date:03Aug2011 -- 04:59PM

    দেড়েল আর কুরি যমজ ভাই। তারপর বছর দশেক বয়সে কুরি (তখন নাম ছিলো মনোপ্রীত,এখনো তাই)সেক্স চেঞ্জ করে তার বোন হয়ে যায়।

    এখন অল্প স্বল্প প্রপ ইউস করতে হয়, হাতের গুলি ঢাকবার জন্য কাঁচের চুরি, মাথায় লম্বা উইগ ইত্যাদি।

    ভাই বোনের আলাদা সংসার,আলাদা ক্যাব,কিন্তু ফুসুর ফাসুর তো থাকবেই।

    এই সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যায় না।

  • pi | 72.83.100.43 | ০৪ আগস্ট ২০১১ ১৬:৫৬469123
  • name:ddmail:country:

    IPAddress:124.247.203.12Date:04Aug2011 -- 04:52PM

    এরকম হতে পারে

    কুমুদিনি আনলিমিটেড

    সকল প্রকার পুজার যাবতীয় কাজ করিয়া থাকি,নরবলি ইস্তক।

    আপ্নে শুধু গ্যাঁট হয়ে বসে থাকুন আর স্ট্রবেরি সিন্নি (চিলড) খান, সব কাজ আমরাই করবো। সাষ্টাংগ প্রনাম থেকে দন্ডি দেওয়া, কোনো চিন্তা নেই। আমরা আছি। চাইলে ডিগবাজিও পাবেন।

    উপবাস কর্বেন তো আমাদের খপর দিন। আপনি সপাটে গিলুন, আমরা আপনের হয়ে নির্জলা উপবাস করে দেবো।

    পয়সা আপনের,পুণ্যও আপনের।
  • pi | 128.231.22.99 | ০৬ আগস্ট ২০১১ ০০:৪৭469124
  • Name:ddMail:Country:

    IPAddress:122.167.4.104Date:06Aug2011 -- 12:34AM

    অ্যাট পাইদি
    আমি কি ভাবলাম? ঐ হুলুর ডকু আমি খুলতে গ্যালে আমারে চোক রাঙায়ে কয়, আম্রিগা ছারা এই ভিডিও তোমার দ্যাখবার রাইট নাই। চোপ রও।

    আমি,আমি না, ভয়ে সিঁটিয়ে ভাবলাম এটা বুঝি সুদু আমারেই কইলো। নাথিং স্ট্রেঞ্জ। প্রকৃত বাস্তবে ইট ইজ, কিনা, স্টোরি অব মাই লাইফ( সো ফার সো ব্যাড)।

    শ্রী ব্যাঙের পোস্টিং পড়ে বোঝলাম, এটা কিনা, সকলেরি হয়েছে। কাস্ট,ক্রীড, জেন্ডার,আনন্দমেলা ভাল্লাগে কি না, নট উইথ স্ট্যান্ডিং।

    হিজল ছায়ায় চাঁদে ..... বিশ্বাস ফিরে এলো।
  • j | 123.242.248.130 | ০৯ আগস্ট ২০১১ ১৫:৫৪469125
  • অতো নজর দেবার কিছু নেই ল্লামা হে। জাহাজ ভর্তি কিছু কিনি নি। ঐ টুক টাক। আজ এক কেজি,কাল দেড় কেজি। ওম্নি।

    মাসকাবারী বাজারে গিয়ে হথাৎ করে ভালো লাগলো তো বাচ্ছাদের জন্য কয়েকটা সোনার বাঁট নিয়ে এলাম।

    অথবা ফর্দে ছিলো আড়াইশো জিরে, চশমা নিয়ে যাই নি। ফর্দ দেখে বুঝবুম্ভুল হয়ে সোজা আড়াইশো গ্রাম হীরে কিন্যে নিএ বাড়ীতে ঢুকলাম।
    সেদিন তো রুইমাছের ঝোলের টেস্টটাই য্যাচ্ছেতাই হলো।

    সে সব করুন উপাখ্যান শুনে আর কি করবে?
  • dohor | 42.109.84.93 | ০৯ আগস্ট ২০১১ ১৮:১৭469126
  • :-)))))
  • a | 204.138.240.254 | ০৯ আগস্ট ২০১১ ১৮:৫২469127
  • ইয়েস সোনার দোকানে ট্রলি পাওয়া যায়।

    হ্যাঁ (বাচ্চারা) পিট্টু খেলে,পেপার ওয়েট হিসেবে ইউজ করে,ঘর সাজায়, দু হাতে দশটা দশটা সোনার বাঁটের বারবেল বানিয়ে এক্সাইজ করে। বন্ধুদের এপ্রিল ফুল বানাতে চকোলেটর রাংতা মুড়ে গিফট দেয়। রাত্রে বেড়াল চেঁচালে ছুঁড়ে মারে।

    আরে হাতের কাছে দু চারটে সোনার বাঁট রাখলেই বুঝবে সংসারের খুঁটিনাটি কতো কাজে লাগে।

    সোনা খুব উবগারী জীব।
  • pi | 128.231.22.133 | ২০ আগস্ট ২০১১ ০০:০২469129
  • name:ddmail:country:

    IPAddress:122.167.21.90Date:19Aug2011 -- 11:54PM

    হয়তো, হয়তো এমন একদিন আসবে যেদিন লোকে কইবে আন্না বাংলায় ডিডিকে দ্যাখো।

    সেই আগামী দিনের কথা ভেবে আমি আপ্লুত হই, আপাতত।
  • w | 123.242.248.130 | ৩০ আগস্ট ২০১১ ১০:৪৬469130
  • পুলুশ এসে জিগাইলো "খপোর পেয়েছি, আপনি আই এস আইএর এজেন্ট। তো এ বিষয়ে আপনার কি বক্তব্য আছে?"
    পাইদি কইলেন "বটেই তো। কিন্তু দু মাসের মাইনা এখনো দেয় নি, তাছাড়া বোনাস নিয়েও ডিস্পুট চলছে।"
    পুলুশ বল্লে "আমি কিন্তু সি আই এ। এখন বলুন আপনি কি করবেন?"
    পাইদি নির্ভয়ে কইলেন "আমি চাই এজেন্টের প্রতি এজেন্টের মতন ব্যবহারই করবেন।" মশা মেসো হাঁ হাঁ করে উঠে বল্লেন "ইয়েস, রূল বুকে তেম্নি কথা আছে। আমি দেখিচি। নিজের চোক্ষে পরিষ্কার" এই বলেই বলে উত্তেজিত হয়ে ঘুমিয়ে পরলেন।
    পুলুশ বল্লো "ঠিকাছে। তাইলে কিছু বলার নেই। আর এই সিভিটা রাখুন। আমার ভাইগ্নার। দেখুন যদি ছোটো খাটো স্পাই ফাইএর চাকরী করে দিতে পারেন।"

    দু দিন পরে খুব ঝড় বৃষ্টির সময় নিজেরাই খোঁজ নিয়ে গেছিলেন, বড়ো বড়ো সবুজ আলোর টর্চ জ্বালিয়ে । বল্লাম না? সি আইএর লোকেরা খুব দরদী হয়।
  • w | 123.242.248.130 | ৩০ আগস্ট ২০১১ ১৪:৩৮469131
  • ধরুন আমাকে বস ডেকে কয়ে দিলো, হে ডিডি, তুমি সে আবসে ছাপ্পান্নো। লাখ। বছরে।
    সে বেশ।

    কিন্তু এক মাসে শুকনো মুখে এসে বল্লো, চেকের পাতা একটাও নেই (বা কলমের নিব ভেঙে গ্যাছে বা কুনুইতে আঙুলহারা হয়েছে), তুমি এ মাসের মাইনেটা ক্যাশেই নাও। তখন ? কি ভনক আতান্তরে পরবো ? কোথায় পাবো ছালা? কোথায় পাবো মুটে?
    টানাটানি করতে গ্যালে গায়ে হাতে হেঁচকা টান পরতে পারে। বাআঙুল মটকে যেতে পারে। স্পন্ডিলাইটিস।

    সব ব্যাপারেই অতো নাচানাচির কিছু নেই। অকুপেশনাল হ্যাজার্ড সর্বত্রই রয়েছে।
  • w | 123.242.248.130 | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৯469132
  • হ্যাঁ, ঐ হেল্প লাইনে নিজেরাই যতোটা পারেন পোস্ট কর্বেন।
    যেমতি পইলা জানুয়ারীতে ....

    ..... প্রসন্ডো হ্যাং ওভার,প্রসন্ডো ....
    ... আমি জেলে আছি, পুলুশে টাইপ করে দিচ্ছে,শুনুন .....
    ..... পেট খারাব। উত্তজনার মাথায় একটু টেবেল ক্লথও খে' ফেলেছি কি না। তবে ....
    ... সে কি, দোসরা জানুয়ারী অলরেডী হয়ে গ্যালো? .....
    .... পরে টের পেলাম সে আমার স্ত্রী নয়, আর মামাশ্বশুরও একেবারে আনকোড়া, তখন তো ....
    ... আর হতচ্ছাড়া কুকুরটাও ,বোধয় লুকিয়ে ছিলো মশারীর মধ্যে। আর আমি কি না .......

    ইত্যাদি। সবাইকে আর আলাদা আলাদা জিগাতে হয় না।
  • r2h | 198.175.62.19 | ১১ অক্টোবর ২০১১ ১৮:৩৪469133
  • name:ddmail:country:

    IPAddress:124.247.203.12Date:11Oct2011 -- 11:47AM

    প্যাঁচাটিরে ধমকাইলো লক্ষীর প্যাঁচালি
    "আমি থাকতে,রে বেহায়া, তুই ক্যানো চেঁচালি?"
    "নারদ বাবু যে কইলেন" করে মুখ কাঁচুমাচু
    প্যাঁচা কয়। "ক্ষী আক্কেল! কোনো আগু পিছু
    না ভেবেই কথা কস? বেয়াক্কেলে হাঁদু,
    যাগ্গে এবার শোন। চুপটি করে যাদু
    বসে থাকো ঘাপটি মেরে, কোরো না ক্যাঁচালি"
    অত:পর গলা খাঁকড়ে আরম্ভ পাঁচালি।"

    এইটা ছিলো পরের প্যারা।

  • r2h | 198.175.62.19 | ১১ অক্টোবর ২০১১ ১৮:৩৫469134
  • name:ddmail:country:

    IPAddress:124.247.203.12Date:11Oct2011 -- 12:03PM

    ইদিকেতে মেধাগন ধাইছে বিলাতে
    এনারাই শিরোমণি মাতিলা লীলাতে।অ।

    দিশীদের কহিলেন ঈশ্বরী পাটনি
    "আর তো পারি নে বাপু, ম্যা গো ক্ষি খাটনি।
    ওরা কর্বে হুলোহুলি,আমার বসে রই
    ছিপ নিলো বোয়ালেতে,নেপো মারলো দই।
    আমারেও বিলাতিত করে দাও বস
    চিত্ত হবে প্রফুল্লিত,ব্যাগে ভরবে রস"
    কাতরিত আকুতিতে দেবীর ভেজে মন।
    ফটাফট আম্রিগাতে সাইটেতে অন।

    প্যাঁচালি শুনিবে যদি দিয়া মন ধ্যান
    ডলারে স্যালারী হবে,ভাগ্য পুরো ট্যান।অ।
  • pi | 128.231.22.133 | ১১ অক্টোবর ২০১১ ২২:৩৯469135
  • Name:ddMail:Country:

    IPAddress:59.97.120.61Date:11Oct2011 -- 04:40PM

    কলকেতা এক সুবিশাল বৃদ্ধাশ্রম।

    সেইসব প্রবাসী ও কিছু অনাবাসী যারা রিটায়ার্ড বা তার কাছাকাছি দাঁড়িয়ে আছেন, তারা সবাই পৌঁছে গেছেন কলকেতায় বা আঁটঘাট বাঁধছেন ফিরে যাবেন বলে। ছেলে পুলেরা বিদেশে বা ভিন শহরে, চাকরী করছে বা পড়াশুনা। মা বাবাদের এখন প্রত্যাবর্ত্তনের সময়।

    সস্তা ও পুষ্টিকর। গাড়ী না থাকলেও চলে যায়। 'কাজের লোক" সুলভ। আর অন্য শহরে যারা বাস করেছেন তারা জানেন ঠাট রাখার ক্ষী ভনক হ্যাপা ও পীয়ার প্রেসার। কলেকেতায় লুঙী পরে শেভ না করে বাজারের থলি বগলে দিব্যি ঘুড়ে আসা যায়। চল্লিশোর্ধ কেউ জিমে যায় না,ভুঁড়ি না থাকলেই আশ্চর্য্য হয়। খাওয়া দাওয়া ইত্যাদির দৈনন্দিন রুটিন বেশ ঢিলে ঢালা,দুপুর সাড়ে বারোটায় বা তারো পরে স্বচ্ছন্দে রবাহুতেরা এসে পরে,জাঁকিয়ে আড্ডা হয়,চা পান। কালচারই আলাদা।

    এক হাই তোলা শহর। আর কটা বছর যেতে দিন,টিঁকে থাকলে ওখানেই যেতে হবে।

  • dd | 202.91.136.3 | ১৯ অক্টোবর ২০১১ ১৭:০০469136
  • না:, বিয়ে করাটা অতো খারাব কিসু না হে নেতাই।

    ছেলেরা এট্টু মষ্করা করে, বিশ্বজুড়ে। তা বলে বিয়ে করতেও ছাড়ে না। ঢং।

    তবে বিয়ের এগেই প্রচুর ইসে পান করে নাও,সিগ্রেট খে' নাও, গাঁজা,চরস। জিন্দেগী নয় এই সব সেস, বিয়ের পরে সেস। আর আরো কিছুদিন পরেই শুরু হবে মাখোম খেও না, মাংসো খেও না,উ ক্কি এতো ভাজা খাচ্ছো ? সেগুলো ও খে' নিও প্রান ভরে।

    আর কপালে দু:খু থাগলে কাক জাগানো টাইমে হাব প্যান্টুল আর জগিং জুতো পড়িয়ে ছুটাবে দিগ দিগন্তে। তো কি আর করা ?

    সে বড়ো সুখের সময় নয়।
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৮469137
  • ঢিঁচ্‌ক্যাঁও ...
  • w | 61.12.12.84 | ০৭ নভেম্বর ২০১১ ১৮:২৭469138
  • "সরস্বতী এসে কেঁদে পরলো "ও ডিডিদা, দেখুন না সবাই মিলে আমায় বিদ্যাদেবী করে দিলো,বল্লো মেয়ে মানুষ, এই সব কাজই ভালো। অথচ কোনো টেক্‌স্‌ট বুক নেই। একটা ছোটোদের নীতিকথা টথা কিছু লিখে দিন প্লীজ'

    নিমরাজী হয়ে লিখতে গিয়ে দেখি মিস ম্যানেজমেন্টের চুড়ান্ত। লিপি তখনো শুরু হয় নি, ভাষাটাও খুব খড়খড়ে।

    তাহোক, সরোর কথায় ঐ সব দিয়েই দু একটা কিতাব লিখেছিলাম, ছাত্রমহলে বেশ চলতো। জানি না ছাত্ররা এখনো ঋগ্বেদ পড়ে কি না।"
  • Kaju in bokolma of dd | 121.242.160.180 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৫469140
  • আমি অমরত্বকে তাচ্ছিল্য করে দিয়েছি অনেকদিন। স্বচ্ছন্দে বগ দেখাই আর গালি দেই।

    কবিতার খচ্চরের পিঠে উঠে ভবিষ্যের হাওয়াকলে লাগাই বর্শার রং বের,ং অতীত থেকে খাবলে আনি অলীক রসোগোল্লা(নন ডায়াবিটিক), আমার বর্তমান ফুলে ওঠে ভিটামিনে।

    ** দেখলেন তো ? আমি ও ক্যামন পদ্দো লিখতে পারি।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন