এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাটেশ

    w
    অন্যান্য | ১৭ মার্চ ২০১১ | ২৫৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • for dd | 78.47.250.76 | ২২ মে ২০১৩ ২০:২৫469141
  • ঈ আদ্দ্রেস্স ঃ ১৩২।১৬৭।৩১।১৩৭ (*) ডতেঃ২২ অয় ২০১৩ -- ০৮ঃ১৫

    ব্যাকরণ শিংএর ডাক নাম ব্যা শিং। এবং ব্যা শিং একেবারে পুরুষ। তার দাড়ি আছে। স্ত্রী ব্যাশিংএর কোনো প্রমানযোগ্য অবস্থান নেই।

    দেখুন, আপনেদের আলোচোনায় এরম একটি ছাগোল ঢুকিয়ে দেওয়ায় আমি খুবই দুঃখিতো কিন্তু সত্যি ঘটনা চেপে রাখতেও পাল্লেম না।
  • Deb | 212.142.122.173 | ২৩ মে ২০১৩ ০৩:০৭469142
  • অসামান্য !!
  • ঐশিক | 132.181.132.130 | ২৩ মে ২০১৩ ১১:০০469143
  • মহান ডিডিদার কথামৃত
    না পড়িলে আপুনি জীবন্মৃত
  • Abhyu | 107.81.103.243 | ১০ মে ২০১৪ ০০:২৬469144
  • Name: Rana

    IP Address : 131.241.218.132 (*) Date:06 May 2014 -- 08:09 PM

    ইয়ে, চিলের কি দাঁত হয়?

    Name: dd

    IP Address : 132.171.82.112 (*) Date:06 May 2014 -- 08:52 PM

    হয়। চিলের দাঁত হয় তো।

    অ্যাক্চুয়ালি চিলের ধারালো শিং দুটিকেই কবির দৃষ্টিতে দাঁত বলা যায়।

    Name: rabaahuta

    IP Address : 172.136.192.1 (*) Date:06 May 2014 -- 09:18 PM

    হাঁসের দাঁত হয়, আমি জানি।

    Name: pi

    IP Address : 24.139.209.3 (*) Date:06 May 2014 -- 09:31 PM

    আমিও। আমি হাঁসের দাঁত খিঁচুনি খেয়েছি।

    Name: দ

    IP Address : 24.97.15.146 (*) Date:06 May 2014 -- 09:45 PM

    পাই তো হাঁসের মুখ ব্যাঙ্চানির ছবি লাগিয়েছিল একবার। দাঁত খিঁচুনিও ছিল নাকি সঙ্গে?

    Name: dd

    IP Address : 132.171.82.112 (*) Date:06 May 2014 -- 10:16 PM

    সজারুর কি দাঁত হয় ?

    মধুসুদনপুরের এক আবছায়া সন্ধ্যায় এক সজারুকে দেখেছিলাম, আমার দিকে ঘাড় ফিরিয়ে, বাঁকিয়ে দুই ভুঁড়ু, শুট করে আশবাবলার ঝোপে ঢুকে পরেছিলো। ভালো মতোন খ্যাল কত্তে পারি নি। কিন্তু মনে হচ্ছিলো যেনো একটু মুচকি হাসি লেগে ছিলো আলতো করে।বোধয় দাঁত ও ছিলো।

    তবে জিরাপের দাঁত আছে। এটা আমি এক বিজ্ঞাপনে সুস্পষ্ট দেখেছি।

    Name: Ekak

    IP Address : 24.99.196.85 (*) Date:06 May 2014 -- 10:19 PM

    সজারুদের হাত দেখেছেন ? উল্টে দিলে দেখা যায় । একদম অবিকল দু-তিন মাসের মানুষের বাচ্চার মত নরম ছোট ছোট আঙ্গুল ওয়ালা হাত । দারুন দেখতে !

    Name: dd

    IP Address : 132.171.82.112 (*) Date:06 May 2014 -- 10:23 PM

    ন্না রে একক।

    এতোটা বয়স হোলো অথচো কখনো কোনো সজারুকে উল্টে দেই নি। জীবনে কতো কাজ যে বাকী থেকে গেলো.........হরি হে।

    Name: Ranjan Roy

    IP Address : 24.99.196.64 (*) Date:06 May 2014 -- 11:13 PM

    কোলাব্যাঙের হাসি ও দাঁত।
    আমি তখন আদিবাসী গাঁয়ে ব্যাংকের ট্রেনী। রাত্তিরে সাপের ভয়ে লাইট জ্বেলে রেখে টেবিলের ওপর চাদর পেতে ঘুমুতাম। আর লাইটের কত রকম পোকামাকড়! একটা হুমদো মত কোলা রাতভর ঘুরে ঘুরে ওইসব পোকা ধরে খেত। তখন ওর জিভ ও ছোট ছোট দাঁতের মত দেখেছিলাম বলে মনে হয়।
    কিন্তু আমার সঙ্গে চোখা চোখি হলেই লাজুক হেসে মাথা নীচু করে একটা গর্তে সেঁধিয়ে যেত। আমি চোখ ফেরালেই আবাঅর যে কে সেই। এভাবে প্রায় ওর প্রেমে পড়ে যাচ্ছিলাম, ও তো মনে হয় পড়েই গেছল।
    এমন সময় ট্রান্সফার ! ট্রান্সফার!
  • Atoz | 161.141.84.164 | ১০ মে ২০১৪ ০১:৪৪469145
  • name: Ekak mail: country:

    IP Address : 24.96.73.183 (*) Date:09 May 2014 -- 12:45 PM

    ওই তুলনার তর্কের ট্র্যাপে যাবনা । বরং অন্য একটা প্রশ্ন নিয়ে অনেকদিন মাথা কুতকুত কচ্ছে ।
    ক্লাসিক কি বানানো যায় না স্বীকৃতি পেতে পেতে হয় ?
    শুধু গান যদি ধরি । রবিবাবুর অনেক গান ক্লাসিকের মর্যাদাপ্রাপ্ত । ধ্রুপদী রাগ সঙ্গীতের সঙ্গে গোলাবেন্না অবশ্যই । সেটা ওনার উদ্দ্যেশ্য ছিল না ।
    এবার এই সময়। সুমন ইত্যাদি ।

    এবার আমি যদি একটা এনটিটি কে ভাবি যেমন খুচুং যে কিনা বুচুং গ্রহে থাকে সে এক দিন পৃথিবীতে এসে ল্যান্ড করলো । গান শুনতে চাইল । প্রচুর সাউন্ড স্যাম্পল থেকে স্কেল-মিটার ইত্যাদি ধরে আগেই কোনগুলো গান সেটা আলাদা করে নিল । নিধুবাবু থেকে রবিবাবু হয়ে সুমন অবধি ।

    এবার খুচুং এর প্র্যাক্টিকালি কোনো ইন্টারেস্ট নেই মিনিবাসের ড্রাইভার নিয়ে -রাস্তার ঘাম নিয়ে -লাল নিশান নিয়ে-নির্দিষ্ট কোনো সময়ের অন্তর্লীন কোলাহল নিয়ে । আবার আছেও । একটা উন্নত গ্রহের প্রতিনিধি হিসেবে সে সমস্ত ইতিহাস -বর্তমান কে একটা সুপার এগ্রিগেতেদ ফিলিং এর জায়গা থেকে দেখা == সঙ্গীত এরকম মনে করে ।

    খুচুং কি মন দিয়ে সুমন শুনবে ? নাকি একটু শুনেই বালখিল্য মনে করে বন্ধ করে দেবে ? আমার মনে হয় খুচুং , সে যবেই আসুক সে আজ থেকে একশ বছর পরেও , যদি বাংলা ভাষা দিকোদ করতে পারে তাহলে রবিবাবুর গান শোনাই প্রেফার করবে । দ্যাট সুপার এগ্রিগেশন । যাতে কাল আছে সময় নেই । খুচুং তার মাথায় আলোজ্বলা এন্টেনা দুলিয়ে মাল্তিদায়মেন্সনে নেচেও উঠতে পারে বাদল বাউল বাজায় বাজায় রে !

    এরকম মনে হয় । এটা শুনে রবিভক্তরা খুশি ই হবেন । তবে এর পরে যা মনে হয় শুনে হয়ত হবেননা । রবিবাবু এই পুরো জিনিষটা ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করেছিলেন । খুচুং এর কথা ভেবেই । কোথাও সময় রাখেননি শুধু কাল । কোথাও প্লেস নেই শুধু স্পেস । চিরকালের খুচুং দের জন্যে । দ্য সুপার এগ্রিগেতেদ ইমো রবস ।
  • Atoz | 161.141.84.164 | ১০ মে ২০১৪ ০১:৪৬469146
  • name: Tim mail: country:

    IP Address : 188.89.98.254 (*) Date:09 May 2014 -- 01:13 PM

    একক পরের গল্পটা বলেনি। খুচুং যখন দেশে ফিরে যাবে। সেখানে তার বেজায় সম্মান হবে। লোকে হাঁ করে সভায় তার গান শুনতে আসবে। গ্রিংতারুং বলে একটা মাল্টিচ্যানেল ইন্স্ট্রুমেন্ট বাজিয়ে খুচুং গাইবে বুচুঙে বুচুঙে খুচুঙোচিহ্ন দিয়ে যাও। হাত্তালি পড়বে খুউব। প্রথম অ্যালবাম বেরোবে, বুচুঙে চাই, বাই খুচুং খিউখম্বার। সেই অ্যালবাম বুচুডিয়াম ডিস্ক পাবে, তখন খুচুং অবলীলায় বলবে আমি রবিবুচুঙের চ্যালা, ঐ ডিস্কে ইসে করি। পরে বয়স বাড়লে অবশ্য এসব কথা মনে থাকবে না। ইত্যাদি।
  • Atoz | 161.141.84.164 | ১০ মে ২০১৪ ০১:৫০469147
  • name: একক mail: country:

    IP Address : 24.96.73.183 (*) Date:09 May 2014 -- 02:18 PM

    @পাই
    যে গানটা কোট করলি সুমনের ওই গানটা আমার বেশ প্রিয় । কিন্তু যে সুদুর ভবিষ্যত কে আমি দেখি (বা দেখতে চাই ) সেখানে আলো-অন্ধকারের পসিটিভ -নেগেটিভের গম্যাগম্যতা অলরেডি সল্ভড । কগনিটিভ স্কেলে দাঁড়িয়ে আইদেন্তিফিলেষণ জিনিসটা ক্রাইসিস নির্ভর একটা প্রসেস । ক্রাইসিস না থাকলে কগনিশন নেই । যেমন রবিবাবুর "আছে দুঃখ আছে আছে মৃত্যু " খুচুং এর বোরিং লাগবে । এর মানে এই নয় যে খুচুং রা অমর । আসলে খুচুং তো একজন অভতার যার মধ্যে শুধু নলেজ বেস তৈরী হয়ে চলেছে । মরে যাওয়া তার কাছে একটা সার্ভিসিং করানোর মত । তাই জাতিস্মর ও আলাদা করে ক্রাইসিস কে হিট করেনা । এপ আপগ্রেড করার মত করে দেখে ব্যাপারটা কে । ইন্টার্ফেসামসি জীর্নানি যথা বিহায় ঃ)) তার একটাই মূল ক্রাইসিস । এবল টু কপার্নিকালি রিজেনেরেট অর নট । ডিডাকটিভ সেট এর বাইরে বেরোনো । চাইনিস রুম কে হারিয়ে দেওয়া । কী সেই ভায়োলেন্স যা চাইনিস রুম কে হারাতে পারে ? ওল্ড ,অর্ন আউট লজিক সেট থেকে এক ধাক্কায় বের করে আনতে পারে ? "যে শাখায় ফুল ফোটেনা ফল ধরেনা একেবারে তোমার ঐ বাদলবায়ে দিক্ জাগায়ে সেই শাখারে " ঃ))
    আর হ্যা যার যেখানে স্ফুলিন্গ্য স্বীকার করতেই হবে ।।।।।সুমনের লেখা আমার সবচে প্রিয় লাইন "এই যে দেখছি কাগজ দিয়ে তৈরী ফুলে / পরাগরেণু আপনি জাগে তোমায় ছুঁলে " সুপার । জাস্ট সুপার । দ্য সেম ক্রাইসিস । খুচুং এর ভাল্লাগবে । ইমো-রব দের জগতের লাইন একদম ।
  • Atoz | 161.141.84.164 | ১০ মে ২০১৪ ০১:৫৩469148
  • name: একক mail: country:

    IP Address : 24.96.38.0 (*) Date:09 May 2014 -- 04:57 PM

    একটা রাগের অনুভূতি তে ঘেঁটে যাই ।মানে ব্যাপকতা এত বেশি যে সময় দিয়ে ধরতে মন খুঁত খুঁত করে । মারওয়া । বিকেল গড়িয়ে সন্ধে আসছে এই ত্যাক্তাইল অনুভূতির বাইরে গিয়েও মারওয়া একটা অসম্ভব চাপা টেনসন আর আন্সর্তেইনিতি তৈরী করে । কিন্তু প্রচন্ড ফাইন । খুব প্রিয় রাগ আর ফিরে ফিরে শুনি । তোর্সা র ধারে বসে আছি কমলালেবু ডিপ- তে । বাড়ি ফেরার ঠিক নেই । তখন । ঝুঝ বরপ পরে রাস্তা বন্ধ । পেটে খিদে । এদিকে সন্ধে নাবছে মিলিটারির মত দ্রুততায় । তখন । উদ্দেশ্যহীন ভাবে হেদ র ধারে ধাপি তে বসে একা একাই শুকনো পাকিয়ে খাচ্ছি বন্ধুগুলো আসতে দেরী করছে তখন । মাঝরাত্তিরে শহরে নেবেছি । জনশূন্য । একটা কুত্তা আড়চোখে দেখে হাই তুলে পাশ ফিরল ।কাল একটি মেয়েকে মিট করব যাকে কোনদিন চোখে দেখিনি শুধু কথা । তখন । শিল্পী হয়ত পাল্টে যাচ্ছেন । কখনো সুলতান খাঁ , কখনো আমির খাঁ ।সবারই নিজের জায়গা আছে । কিন্তু বারবার একটাই কথা মনে হয় । মারওয়া ইস মোর সাইকোলজিকাল । পুরো ঝুঝবুভহুম করে দেওয়া জিনিশ । একে শুধু ওই গোধুলি লগ্নের রাগ বলে বাঁধতে পারবোনা । পুরো মাথার মধ্যে চেপে চেপে বসে ।
  • Atoz | 161.141.84.164 | ১০ মে ২০১৪ ০১:৫৮469149
  • name: Ekak mail: country:

    IP Address : 24.99.202.211 (*) Date:09 May 2014 -- 06:17 PM

    পাই
    এই সময়ের লেখা টা আমি পড়িনি । তবে রবিবাবুর এই সঙ্গীতে প্রাণ থাকা নিয়ে চিহ্ন নির্ভর ব্যখ্যা কিছু পড়েছি যেগুলো বোকা বোকা মনে হয়েছে । আসলে কেস টা কি যে রবিবাবু প্রাথমিক ভাবে কবি যিনি কিছুটা দার্শনিক । এবার এই কিছুটা দার্শনিক হওয়ার একটা থার্ড পার্টি ড্রাইভার ইন্কম্পাতিবিলিতি আছে । দার্শনিক এর কাজ তো সহজ করা নয় । বরং উল্টোটা । প্রবলেম কে রিদিফাইন করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে তা অফ্বাং কে প্রশ্নের মুখে ফেলে । সেটা করলে কবির চলেনা । কবি হলো তান্ত্রিক । সে তোমাকে দিয়ে হ্রীং থেকে ফট স্বাহা সব বলিয়ে নেবে এমন এক সহজিআ কায়দায় যা তুমি পারসনাল ট্রুথ হিসেবে এক্সেপ্ট করে গিলে নিতে পারো । এবার পেটে গিয়ে কি গোলমাল পাকাবে সে খোদাই মালুম । কাজেই রবীন্দ্রনাথ যদি এদর্নোর স্কুলিং এ দাঁড়িয়ে বলতেন হওয়াত টু উইথ দিস হেগেলিয়ান শিট তাহলে সেটা কেও বুঝতনা এবং কতিপয় মাথা মারা দার্শনিকের বাপের সম্পত্তি তে পরিনত হত । তাই তাঁকে "ঘরেও নহে পরেও নহে যে জন থাকে মাঝখানে " বলতে হয় । এতে কী হয় ? হাব্সল খাওয়া একটি মেয়ে যে এক পুরুষ থেকে সরে গিয়েছিল আরেকজনকে ভালোবেসে এবং সেইখান থেকেই সদ্য পরিত্যক্ত সে বেশ জানলার ধরে বসে গান টা শুনে ফবঁত ফবঁত করে কান্না-সর্দি মুছতে পারে !! এতে অসুবিধে নেই । কিন্তু এটারে কয় ল্য ত্রেইত ইউনেয়ার ( লাক্য ) । মাল্তিচিউদ টাকে প্রিদমিনেত করছে । কন্টেন্ট গেটিং রিদিউস্দ টু নিয়ারেস্ট পসিবিলিটি ।
    এই কারণে শুধু রবি বাবু নন কবি দের ওপরেই দার্শনিক রা হেব্বি খাপ্পা । রবিবাবুর ভাষা আলাদা । ওই যে লাইন টা কোট করলি ওটাকে প্রাণ দিয়ে বলা হয়েছে বলেই লোকে বেশেকটা প্রান -বেঁচে থাকা -ধুকপুক এরকম গোলা গোলা মিষ্টি সিরাপের মত খেয়ে নিয়েছে । এবার দেখ এরকম করে বলছি " দ্য মিউসিক ( সং ) শুড বি দিকন্স্ত্রাক্তেবল ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য ভেরি এক্সিস্তেনস অফ ঔফেন্বাগ (অবজেক্ট ) ক্যান রেগেইন ইটস এব্সলিউত্নেস থ্রু টাইম ইভন আফটার সয়ালৈং দ্য ইন্দায়জেস্তিব্ল আদর " । এভাবে লিখলে কবির চলেনা । কোনো শালা পড়বেনা । তাই তাকে কাশির সিরাপে ক্যারামেল মেশাতে হয় । ঘুম পারানি গান মেশাতে হয় । এবার তাতে প্রচুর লোক করেক্স খেয়ে নেশা করে । সে করবে । কবির পথ আর দার্শনিকের পথ তো এক না ।
  • Atoz | 161.141.84.164 | ১০ মে ২০১৪ ০২:০১469151
  • এই "ইন্দায়জেস্তিবল আদর" আমি চুরি করে নিয়ে রেখে দিলাম, পরে কাজে লাগানোর চেষ্টা হবে। ঃ-)
    পারলাম না, না বলে আর পারলাম্না, যদিও ফ্লো আর কন্টিনুইটি ঘাঁটলো, কিন্তু বলেই দিলাম। ঃ-)
  • Ekak | 24.96.51.204 | ১০ মে ২০১৪ ০৪:৪৭469152
  • একদম ওপরে ডিডি দার গাড়ি ভাঙ্গা সংক্রান্ত পোস্ট পরে হেব্বি আমোদ পেলুম :)) দারুন অব্সার্ভেশন । ভবিষ্যতে তো এরকম ই হবে । ড্রন ওয়ার । ভিজ্যুয়াল প্লেন টা খানিক মাটির ওপরে উঠছে । উড়ে উড়ে যুদ্ধ হবে । এইজন্যেই পুরান জিনিসটাকে ডকুমেন্টারি নয় সিনেমা বেশি মনে হয় । হয়েছিল বলে লেখা হয়নি । লেখা হয়েছে বলে হয়েছিল ।
  • - | 109.133.152.163 | ১০ মে ২০১৪ ০৮:০২469153
  • এই সব ভাটেশ ফিরে পড়তে গিয়ে মনে পড়ল, লামা একবার অসাধারন কিছু দোকানের নাম লিখেছিলেন। তার মধ্যে রবীন্দ্রনাথের নামেও কি বেশ একটা দোকান ছিল। আর কিচ্ছুটি মনে পড়ছে না, তাই সার্চাতেও পারছি না। সেই পোস্টটা কেউ খুঁজে দেবেন? আর কিছু না, ফিরে পড়ে একটু আপন মনে ফিকফিকিয়ে হাসব -- এইটুকু মাত্র। ধন্যবাদ ঃ-)
  • | ১০ মে ২০১৪ ১৭:২৬469154
  • আঃ এই টইটা একেবারে যে কোনও সময় সব বিরক্তি ভুলিয়ে দেয়।
  • সিকি | 131.241.127.1 | ০৩ জুন ২০১৪ ১৪:৪৫469155
  • তাপসের জন্য তুলে দিলাম।
  • san | 113.245.14.209 | ০৩ জুন ২০১৪ ১৫:০৪469156
  • খুচুং সুমন ও রবিঠাকুর পড়ে বেশ পছন্দ হল।
  • তাপস | 233.29.202.194 | ০৩ জুন ২০১৪ ১৬:০৪469157
  • Name: Ekak

    IP Address : 24.99.73.189 (*) Date:03 Jun 2014 -- 12:48 PM

    জীবন এনজয় করেই বা কিই হবা । সেই তো মরে যাবেন ।
    তাচ্চে একপাতা লোরাজোপাম খেয়ে খ্যাস কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ুন ।জেগে উঠলে আরেক পাতা ।
  • Du | 230.225.0.38 | ১৮ জুন ২০১৪ ১৬:৫৭469158
  • নমেঃ দ্দ মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ১৩২।১৭২।২০৯।৪৫ (*) ডতেঃ১৮ যুন ২০১৪ -- ১২ঃ১২

    "ব্রাসিলের ৫০% লোকের ক্ষোভ আছে" - এই ক্ষোভের ডেফিনিশন চাই।

    এট্টু ভ্রু কুঁচকানো বিরক্তি, বাস আসতে দেরী হলে যেমনটি হয়, না কি বেশ ঘন ঘোর রাগ ,যেমনটি হয় কোনো ১০০% ভেজেটারিয়ান পাট্টীতে আমন্তিতো হলে, না ক্ষি একেবারে মাথায় ক্ষুন চেপে যায় যেমনটি হয় টিভির ফেবারীট শোয়ের চরম ক্ষনে আদ্যোপান্তো লোড শেডিং হলে?

    ঠিক ঠিক ব্যাখ্যানা চাই। নইলে মতামতে ভ্যাজাল পরে যাবে।
  • Abhyu | 81.12.53.79 | ৩০ জুন ২০১৪ ১৮:২৯469159
  • name: dd mail: country:

    IP Address : 125.241.17.200 (*) Date:30 Jun 2014 -- 02:01 PM

    আর কেনাকাটা।
    লাঞ্চ টাইম আসলেই মুখ শুকিয়ে যায়। বুক ধড়্ফড় করে। আজ খেলাম চিচিংগে দিয়ে পরোটা। দুটই সবেজেটে। বেশ কচ কচ করলো। আম্মো দেবযানী মুখে খে নিলেম। রাতের ব্যালায়? সেই প্লেন দোসায় স্বর্গভ্রমন।

    আপনেরা বুঝি টেস্ক রিটার্ন নিয়ে খাবি খাচ্ছেন ? তো খান। আমার ও বালাই নেই। যা রোজগার করি তা টেক্স হেবেনে রাখি। মরিসাস, ছুইজার্ল্যান্ড, লিখেনস্তেইন।
  • Abhyu | 85.137.0.31 | ০২ জুলাই ২০১৪ ০৯:৫০469160
  • Name: DD Mail: Country:

    IP Address : 122.167.23.180 Date:24 Jul 2009 -- 11:40 PM

    ও:
    প্লীজ প্লীজ । চুজ ইয়োর পেরেন্টস কেয়ারফুলি। খাংড়া মার্কা চিমসানো বাপ আর দড়ি পাকানো মা।
    আমি করসি।
    মাই লাইফ ইজ মেড।
    যা খুসী খাই। যত্তো খুসী। আয়াম স্টিল নট হোঁৎকআ।
  • Abhyu | 85.137.5.100 | ০৫ জুলাই ২০১৪ ২২:১৮469162
  • Name: dd

    IP Address : 132.171.118.139 (*) Date:05 Jul 2014 -- 09:51 PM

    আর উইন্ডপাওয়ারকেও অ্যাতো সহোজে ছাড় দিবেন্না।

    প্রচন্ডো গোঁগোঁ আওয়াজে মানুষ ও ক্যাটেলের শরীল খারাব হয়। বহু বহু বাদুর ও পাখী মারা যায়। মাইগ্রেটরী বার্ডদের গতায়াতে মারাত্মক অসুবিদে হয়। প্লাস এটা জানেন? টার্বাইনের পার্মানেন্ট ম্যাগনেটে কি ইউস হয়? জানেন্না তো। আপনেরা যে নোটবুক পড়েন্না, Neodymium(Nd) নামে অতি দুর্মুল্য ও দুর্লভ ধাতু ব্যাভার করা হয়। এতে করে হাজার হাজার একর উর্বর চাষী জমি নষ্টো হয়, প্রচুর ছুঁচো মরে যায়। এইভাবেই শিল্পের কালো হাত কৃষকের টুঁটি টিপে ধরে।
  • Abhyu | 118.85.88.75 | ০৯ মার্চ ২০১৫ ২২:৪১469163
  • Name: dd

    IP Address : 132.172.22.68 (*) Date:09 Mar 2015 -- 05:49 PM

    "একজনের কেস দিয়ে আরেকজনের কেস জাস্টিফাই করা হচ্ছে নাকি? মুসলিম ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে বলতে গেলে তাকে বাধ্যতামূলক হিন্দু ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধেও বলতে হবে নাকি?"

    অবকোর্স। সারাক্ষন করতে হবে। নইলে আর আপনি মহান কিসে? হিলেলি কিসে? লোকে বুঝবে কি করে আপনি ক্যামোন নিরপেক্ষতম? হাত্তালি চাননা?

    করেক্ট থাকতে হবে না?গুচ'র আঙিনা তো এক আদিগন্ত শ্বশুরবাড়ী। রুপে গুনে কলচরেতে ১০০% না থাকলে চলে?

    যেমতি কবীর সুমনের বাণীর বিরুদ্ধে লিখতে হলেই ডিঃ দিতে হয় "জানেন, আমি কিন্তু উনার গানের অসম্বোব ভক্তো। অসম্ভোব। খুব"। নইলে লোকে খোঁটা দিবে।চাড্ডী বোলবে।

    তাই এইসব ও করুন। মুম্বাইতে টেরর এটাকের কথা উঠলেই লিং দিনে যে কেউ কেউ কিরম ভাবেন এটা আসোলে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রো। মালালার কথা উঠলেই ছোবি দিন আপঘানিস্তানে আম্রিগান ড্রোনের আঘাতে নিহতো এক শিশুর (পাকিস্তানী কামান/গোলা/বোমায় কিন্তু তালিবানী সিবিলিয়ান মারা যায় না, মাইন্ড ইট) । খাগড়াগড় নিয়ে গলা কাঁপানো পদ্য লিখুন। আইসিস বা তালিবান পুরাতনী স্কালচার টাপচার গুঁড়িয়ে দিলে চিৎকার করে বলুন এ সবই সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন। কোরপান আর ফারাবীর মধ্যে মিল খুঁজে দেখুন। ফারাবীকেই আবেগী সমর্থন করুন।

    তবে না হাত্তালি। আর স্টেন্ডিং ওভেশন।
  • Abhyu | 118.85.88.75 | ১২ জুলাই ২০১৫ ১২:২৬469164
  • name: - mail: country:

    IP Address : 109.133.152.163 (*) Date:12 Jul 2015 -- 11:36 AM

    "ভাবের ঘরে চুরি"-র ইংরিজি কী হবে?

    name: dd mail: country:

    IP Address : 116.51.130.214 (*) Date:12 Jul 2015 -- 11:37 AM

    Vinoba's house got burgled একেবারে যথাযথ।
  • Abhyu | 85.137.13.237 | ০৮ নভেম্বর ২০১৫ ০০:০০469165
  • Name: dd

    IP Address : 116.51.30.172 (*) Date:07 Nov 2015 -- 10:33 PM

    চশমার সাথে একটা অ্যাটাচড রিং টোনের বন্দোবস্ত করতে পারেন? না কি অলরেডী আছে? কী যে মুষ্কিল হয়, চশমাকে খুঁজে বার করতে।
  • ফেউ | 342323.186.675612.206 | ১৯ জুন ২০১৮ ১০:৪৬469166
  • /\
  • | 453412.159.896712.72 | ১৯ জুন ২০১৮ ১০:৫৬469167
  • ভিকিদার পাঁইট্পুরাণ এর মত ডিডির একটা ডিডিপুরাণ কেউ বের করলে পারত। খাসা অ্যান্টি ডিপ্রেসান্ট।
  • T | 565612.69.1290012.252 | ১৯ জুন ২০১৮ ১১:১০469168
  • উফ ওই শজারু সংক্রান্ত আলাপটা, ডিডিদা আর এককের মধ্যে। হাসতে হাসতে খচে যাই পুরো। :)
  • π | ১৯ জুন ২০১৮ ১৩:১৭469169
  • ডিডির একটা ডিডিপুরাণ, এটা আমারো বেশ কিছুদিন ধরে খুব মনে হচ্ছে।

    কিন্তু সব লেখাপত্তর কোথায়? এখানে তো অল্পই আছে।
  • খাতাঞ্চী | 232312.167.123412.35 | ২৪ জুন ২০১৮ ০০:১০469170
  • পোদো বিরক্তো হয়ে কইলো "ওরম ভ্যাদামার্কা কোলাব্যাঙের মতম বসে থাকো ক্যানো সব সময়? দাঁতে হাসি নেই, আঙুলে মুদ্রা নেই, মুখে বানী নেই'

    ঠাকুর বিমর্ষ হয়ে কইলেন "মগজে ঝিঁঝিঁপোকা তায় হাড় মুড়মুড়ি ব্যারাম। সারা অংগে ব্যাদনা। তায় দাঁতে কন কন, চোখে কট কটানি"

    "তো ডাক্তার দেখাও" পোদো কয়
    "মহেনকে দ্যাখালাম তো। সে কইলো পোস্ট মর্টেম না করে ভালো বোঝা যাচ্ছে না। "
    "মায়ের নজর নেই? না কি তিনি আর আসেন্না?"
    "আসেন তো। মা আসেন। কেষ্ট বিষ্টু, ব্রহ্মাবাবু,শিবদা। সবাই আসেন"

    পোদো ভয় পেয়ে কয়' না না,নিজে কিছু চাইতে যেও না। সেবারে কইলাম মায়েরে কইও লাল পার্টী যেনো আসে। আর তুমিও কাব্যি করে মা মা মা। মা টি আমার। মানুষ করে দে - বলে এম্নি কাঁদলে যে মা শেষে বুঝবুম্ভুল হয়ে মামাটিমানুষ পাট্টিকে বসিয়ে দিলো।
    আর পরের বারেও আমায় পাগোল করে দে মা তারা না বলে খামোখা সবারে ছাগোল করে দে মা গে' টে` আরো পার্মানিন্ট করে দিলে"।

    ঠাকুর দুঃখিত হয়ে মূর্চ্ছা যাবার চেষ্ট কারলেন কিন্তু মুর্চ্ছা পেলো না, সমাধিও হলো না। শেষ মেষ অ্যালপ্র্যাক্স (0.25 mg) খে' ঘুমায়ে পড়লেন
  • pi | 162.158.167.193 | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৯729650
  • ভাটেশ ঠাকুর আর তাঁ্র গণেশ ঠাকুর ফিরলে এ টই আবার তরতরায়!
  • ন্যাড়া | 172.69.22.85 | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৮729657
  • ডিডিদার রিটার্ন টিকিটের দিবক্ষণ জানা গেল বইমেলায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন