এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Suvradip Dasgupta | 116.193.133.30 | ১৩ এপ্রিল ২০১১ ১৬:৫৪471559
  • স্থান : যাদবপুর বিশ্ববিদ্যালয়।

    কাল : দুপুর বারোটা। ১৩ এপ্রিল, ২০১১।

    ইউনিভার্সিটির টেকিপ বিল্ডিং-এর সামনে এক পুরুষ উলটো দিক থেকে হেঁটে আসা একটি মেয়ের গায়ে তার হাতে ধরা খোলা বোতল থেকে মদ ছুঁড়ে মারল। দুপুর বারোটা। ভারত সরকারের পাঁচতারা স্বীকৃতি প্রাপ্ত ঝাঁ চকচকে যাদবপুর ইউনিভার্সিটিতে প্রকাশ্য দিবালোকে একজন ছাত্রীর গায়ে মদ ঢেলে দিল একজন পুরুষ। আর তার সাথে সাথেই মেয়েটির কাছে ছুটে গিয়ে সেই পুরুষটি মেয়েটির পায়ের উপর পড়ে গেল –‘আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন’। মুখে এই আর্তি, ক্ষমা প্রার্থনা, আর পুরুষালি হাতদুটো মেয়েটির পা হয়ে ক্রমশ উপর দিকে উঠে আসছে। বোকা মেয়েটা কি করবে? পাঁচ বছরের চেনা ইউনিভার্সিটি। “উই টেক প্রাইড ইন কলিং আওয়ারসেল্‌ব্‌হস অ্যাস স্টুডেন্টস অফ দিস ইউনিভার্সিটি। যাদবপুর! আওয়ার সেকেন্ড হোম!”। সেই যাদবপুরে। ক্লাস করে কি একটা কাজে পোস্টাফিস যাবার জন্য পা বাড়িয়েছিস। আর, কি কান্ডটাই না বাঁধালি, ছুড়ি! দুপুর বারোটা। চারিদিকে পরিচিত অপরিচিত কত মুখ। কত জন হেঁটে যাচ্ছে। ঐ তো, তোরই ক্লাসের জনা পাঁচেক যাচ্ছে। কি করবি তুই, বোকা মেয়ে? কিচ্ছু না বুঝতে পেরে, ভ্যাবাচাকা মেরে, এভাবেই পাথর হয়ে থাকবি? লোকটার মুখে থেকে অসহ্য মদের গন্ধ, তোর মাথায়, হাতে, গায়ে লেগে আছে মদ, সেই গন্ধ, লোকটা তোর পায়ের কাছে উপুর হয়ে, লোকটার হাত দুটো ক্রমশ... কি করবি তুই?

    চিৎকার! প্রচন্ড চিৎকার করে উঠলো মেয়েটা। কান ফাঁটানো চিৎকার। ছুটে আসলো বেশ কিছু ছাত্রীছাত্র। মেয়েটির সহপাঠি একজন ক্লাশে বন্ধুদের ফোন করলো। ছুটে আসলো তারাও। লোকটাকে ধরে নিয়ে যাওয়া হলো রেজিস্ট্রারের কাছে। যাদবপুর থানায় ফোন। পুলিশ আসলো। ধরে নিয়ে গেল লোকটাকে। আপাতত সে জেল হাজতে।

    কে এই লোকটা? এ তো এই ইউনিভার্সিটির কোনো ছাত্র নয়। শিক্ষক বা শিক্ষাকর্মীও নয়। তাহলে? কে এই লোকটা? কে এই পুরুষ? ইনি যে সে মানুষ নন। কবি। বহুদিন ধরে লেখালেখি করছেন। অন্তত বারো-চোদ্দ বছর তো হবেই। কমবেশী লেখালেখি করে থাকেন যাঁরা, প্রত্যেকেই চেনেন এঁকে। অন্তত নাম তো জানেনই। অরূপ ঘোষ। লিটল ম্যাগাজিনের পরিচিত নাম। বাংলার সাংস্কৃতিক জগতের উঠতিদের একজন। যে সে মানুষ নন। আর তাই তো ইউনিভার্সিটির বাংলা বিভাগ আয়োজিত কবিতা উৎসবের কবিতাপাঠের আসরে আমন্ত্রিত ছিল এই কবি, এই অরূপ ঘোষ। সবে কবিতা পাঠ করে কবিতাপ্রেমী ও জ্ঞানীগুণী মানুষের বাহ্বা আর হাততালি কুড়িয়ে বিল্ডিং থেকে বেরিয়ে এই খোলা জায়গাটায় এসেই ঝোলা থেকে মদের বোতল বার করে ঢকঢক করে বোতলের আধখান। কবি কিঞ্চিৎ রিল্যাক্স করছেন আর কি! ইতিমধ্যেই উলটোদিক থেকে হেঁটে আসা মেয়েটি দৃশ্যমান হলো। আর কে পায়! মার শালা ছুড়ে। সত্য সেলুকাস! এ ভারতবর্ষ নিত্যদিন তাঁহার নারীকুলের নির্যাতনের নিমিত্ত কত নিত্যনূতন উপায়ই না ভাবিয়া ভাবিয়া বাহির করিয়া থাকে।

    আর মেয়েটি? এই আখ্যানের লেখক পুরুষটি শেষ যখন মেয়েটিকে দ্যাখে, লেখকের পরিচিত মুখ, তারই বিভাগের ছাত্রী, ঘটনার আড়াই-তিন ঘন্টা কেটে গেছে তখন, বিভাগে স্যার-ম্যামদের কাছে ফিরে এসেছে মেয়েটি, দূর থেকে লেখক দেখতে পেল – মেয়েটির চোখে জল, তখনো জল ঝরছে। ভেজা চোখে, মেয়েটির সারামুখে ছড়িয়ে আছে বিষ্ময়, তীব্র বিষ্ময়, আর ধীরে ধীরে জন্মে ওঠা এক নামহীন ক্ষত...

  • aka | 168.26.215.13 | ১৩ এপ্রিল ২০১১ ১৭:৫৭471600
  • আমার মনে হয় মদের সাথে ফেন্সিডিলও মেরেছিল। বেশি না ঘন্টা খানেকের দাওয়াই আর যাদবপুরে মাথায় ঘোল ঢেলে ঘোরালে কবিতা লেখা সহ সব দোষই নির্মূল হবে।
  • u | 61.12.12.83 | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০১471611
  • কী কেলো!!
  • kumudini | 59.178.48.116 | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০৫471622
  • মিডিয়া এসেছে?লোকটা আর কোনদিন রাস্তায় বেরোতে না পারে,এমন ব্যবস্থা হওয়া উচিত।
  • M | 59.93.195.79 | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০৯471633
  • নামটা খুব চেনা,আরেকটু ডিটেইল পাওয়া যাবে?
  • d | 14.99.118.97 | ১৩ এপ্রিল ২০১১ ১৮:১৫471644
  • স্রেফ বিছুটিপাতা দিয়ে দলাইমলাই করে দিলেই হবে।
  • m | 117.194.36.174 | ১৩ এপ্রিল ২০১১ ১৮:৩৭471655
  • লোকটাকে যা শাস্তি দেওয়া হবে হোক- যে সকল নীরব জনতা চিৎকারের আগে এগিয়ে আসেনি ,তাদেরকে নাকখত দেওয়ানো হোক।
  • sucheta | 202.63.56.114 | ১৩ এপ্রিল ২০১১ ১৯:০২471666
  • মেয়েটার চোখে জল ঝরলো কী বলে, আগুন ঝরা উচিত ছিলো তো। আমাদের দেশের মেয়েগুলো আর বড় হলো না। জল ছাড়া আর কিছু নেই। অপদার্থ। আর ঐ মেয়ের কি হাত পা কিছু ছিলো না? রিফ্লেক্সের কল্যাণেই তো আগে মাথায় বোতলটা ভাঙ্গতে হতো। এই রকম পরিস্থিতিতেও কারও তীব্র বিস্ময় হতে পারে? রাগ ক্রোধ এই শব্দগুলো কী এখন আর নেই বাংলা অভিধানে?

    জিরো টলারেন্স দেখানো উচিত শাস্তির জন্য এইসব ক্ষেত্রে। ঐ লোকের শাস্তি ওকে disable করে দেওয়া প্লাস নির্বীজকরণ। এইবার নিশ্চয় একটা ঘোরতর বন্ধ হবে। কী আর হবে।
  • Arpan | 122.252.231.10 | ১৩ এপ্রিল ২০১১ ২০:০৪471677
  • টেকিপ বিল্ডিং কোনটা?
  • kc | 89.203.49.18 | ১৩ এপ্রিল ২০১১ ২০:১৪471560
  • মনে হচ্ছে সিএলের পিছনের বিল্ডিংটা। কিন্তু ঐ লোকটাকে পুলিশে দিয়ে দিল? যদুপুরের লোকজন শান্ত হয়ে গেছে দেখছি। আমাদের সময় হলে মেরে আধমরা করে দিত।
    'সংস্কৃতি'র সময় একবার এক বেশ নামকরা শিল্পী এক ছাত্রীর সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিলেন। ব্যাপক উত্তমমধ্যম দেওয়া হয়েছিল।
  • Tim | 198.82.19.169 | ১৩ এপ্রিল ২০১১ ২১:২১471571
  • ভুলভাল মানুষ আর শিল্প-সাহিত্যিকদের একটা অদ্‌ব্‌হ্‌ৎ ওভারল্যাপ আছে। ঘেন্না হয় এবং কনফিউজ্‌ড লাগে। শিল্পের আড়াল বড়ি ভয়ানক। অতি সহজেই তা অনেক সময় ক্রাইমের লাইসেন্স দেয়।
  • d | 14.96.222.71 | ১৩ এপ্রিল ২০১১ ২১:৩২471582
  • ও: টিমি একেবারে আমার মনের কথাটা বলেছে। এর সাথে আমি অ্যাড করব, বিভিন্ন মিডিয়া বিশেষত: ভিজ্যুয়াল মিডিয়ায় থাকা লোকজনেদের কথা।
  • m | 117.194.36.174 | ১৩ এপ্রিল ২০১১ ২১:৪২471593
  • তিমি,ভারী পছন্দ হলো।
    শিল্পের আড়ালে সৃষ্টিশীল মানুষদের ক্ষেত্রে ওটা পোয়েটিক লাইসেন্স।
  • SS | 131.193.195.128 | ১৩ এপ্রিল ২০১১ ২১:৪৮471594
  • হুঁ, এইধরণের ঘটনা শুনলে গা চিড়বিড় করে। কিছুদিন পরেই দেখা যাবে এই মর্কট মাথা উঁচু করে আবার কোনো স্টেজ শো করছে।
  • dukhe | 117.194.238.113 | ১৩ এপ্রিল ২০১১ ২২:৩৩471595
  • সাব্বাস - নাজিম হিকমতের পর এই মাল এবার 'জেলখানার চিঠি' লিখবে !
  • kumudini | 122.163.144.72 | ১৩ এপ্রিল ২০১১ ২২:৫৪471596
  • সুচেতা ঠিক। একদম ।
    পায়ে হাত দেয়া মাত্র সপাটে একটি কিক মারা উচিত ছিল।

  • d | 14.96.87.78 | ১৩ এপ্রিল ২০১১ ২৩:০০471597
  • এইটা আসলে মানসিক গঠনের ওপরে নির্ভর করে। আমার যেমন বাই ডিফল্ট হাত পা চলে অনেকের তেমনি বাই দিফল্ট আশ্রুগ্রন্থি চলে।

    কিন্তু সুচেতাদি যেটা বলেছ, আমি অন্য কেসেও ভেবে দেখেছি, সুযোগ থাকলেও অধিকাংশ মেয়েরা হাত পা চালায় না কেন, ভাল করে খিমচে দ্যায় না কেন ---- মনে হয় ঐ অশ্রুগ্রন্থি সবল হলে মনে হয় হাত পায়ের কথা মনে থাকে না।
  • kumudini | 122.163.144.72 | ১৩ এপ্রিল ২০১১ ২৩:১২471598
  • মেয়েদের মানসিক ভাবে শক্ত হওয়া খুব দরকার।
    চোখের জল অপচয় করলে নিজের ক্ষতি ছাড়া লাভ নেই।
  • kc | 89.203.49.18 | ১৩ এপ্রিল ২০১১ ২৩:২৫471599
  • কে জানে, মেয়েটি হয়ত এই উঠতি কবিটিকে আগে থেকে হয়তো একটু চিনত!!! তাই হয়ত এই বীরপুঙ্গবের এরকম আচরণে এতটাই ঘাবড়ে গেছে যে কী করবে ভেবেই পায়নি। তাই অবশেষে কান্না ছাড়া আর কীই বা করার আছে?
  • pi | 128.231.22.150 | ১৩ এপ্রিল ২০১১ ২৩:২৭471601
  • কিন্তু কেসিদা, গণধোলাইয়ের 'সংস্কৃতি' ও কি ভালো ? :)
  • kc | 89.203.49.18 | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৩৯471602
  • পাই, যেসব গণধোলাইএ আমিও হাত লাগাতে রাজি, সেই সব কেসে এই 'সংস্কৃতি' খুব ভালো। ;-)
  • r.h | 198.175.62.19 | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৪৭471603
  • হাত পা চালাতে অভ্যস্ত হলেও এই ধরনের ঘটনাগুলোতে রিঅ্যাক্ট করাটা অনেক সময়, আকস্মিকতার জন্যে সম্ভব হয় না- মলেস্টেশনের ঘটনাগুলো বেশীরভাগ সময়ই এতোটাই অপ্রত্যাশিত আর অভাবনীয় হয়, যে রিঅ্যাক্ট করা অসম্ভব হয়ে পড়ে - আর তারপর আবার এই রিঅ্যাক্ট না করার ও নানানরকম ব্যাখ্যা বেরোয়। চুরি ছিনতাই পকটমারের সঙ্গে মলেস্টেশন হ্যারাসমেন্টকে একাসনে বসাতে না পারলে বোধয় এই চাপটা থেকেই যাবে।
  • kumudini | 122.163.144.72 | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৫৬471604
  • একাসনে?না তার থেকে নীচে?
  • r.h | 198.175.62.19 | ১৪ এপ্রিল ২০১১ ০০:১৬471605
  • কুমুদি, ওপরে কিংবা নীচে ভাবি বলেইতো রিঅ্যাকশনগুলো পাল্টে যায়। কতগুলো হ্যারাসমেন্ট বা মলেস্টেশনের ঘটনা সামনে আসে বা বিচার পায়? নিকটজনের মধ্যে যেসব ঘটনা ঘটে সেসব তো বেশীরভাগ ক্ষেত্রে আদৌ কেউ জানতেই পারেনা। প্রাণের বন্ধু পয়সাকড়ি ঝেঁপে দিলে কিন্তু আমরা ছেড়ে কথা বলিনা। ওখানে যে ঝেঁপেছে সে-ই একমাত্র দোষী। কিন্তু এই ঘটনাগুলোতে ভিক্টিমের ওপরও কিছুটা দায় চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি চারদিকে আছে।

    আমি একবার আদালতে শ্লীলতাহানির কেসের শুনানি দেখেছিলাম/শুনেছিলাম, একটি নিতান্ত গ্রাম্য ঘটনা, স্বাভাবিক ভাবেই সেলুলয়েডের গ্ল্যামার নেই, জাস্ট নিতে পারিনি, বেরিয়ে এসেছিলাম এবং এখনো ভাবলে কিরকম বিস্ময় আতঙ্ক এইসব হয়। যাকে এই ঘটনা, এবং পরবর্তী প্রবাহের মুখোমুখি হতে হয়েছে তার অবস্থাতো ভাবতে পারার কোন জায়গাই নেই; তো আমার মনে হয়, ভিক্টিমের এই রক্তপাত নেহাৎ অপ্রয়োজনীয়।
  • Sushanta Kar | 117.198.59.240 | ১৪ এপ্রিল ২০১১ ০০:৪৯471606
  • ঐ অস্‌ৎ কবিটি দেখুন গে , হাজতে বসে ঐ নিয়ে এক কবিতা লিখবে, কিম্বা দিনলিপি। আর কোনো কাগজ তা ছাপবেও। সাহিত্যের অঙ্গনে এমন অসভ্যতা নতুন কিছু নয়। কিছু কবি শিল্পী মেয়েদের মোটেও মানুষ বলে জ্ঞানই করে না। ও নিশ্চয় তার কোনো বৌদ্ধিক প্রেরণার থেকেই কাজটা করছিল। sucheta ঠিকই বলছেন, মেয়েটির চোখ দিয়ে জল বেরুলো কেন? অপদার্থ! কবিটিকে প্রকাশ্যে জোতা পেটানো আর ছবি তোলে তা পোস্টার করে টানানো উচিত ছিল।
  • Sushanta Kar | 117.198.59.240 | ১৪ এপ্রিল ২০১১ ০০:৫৪471607
  • এই আখ্যানের লেখক SuvradipDasgupta কি সত্যি যাদবপুরের বাংলা বিভাগের শিক্ষক ? গেল ডিসেম্বরে গেছিলাম সঞ্জীবনী পাঠক্রমে। আপনি ছিলেন তখন?
  • pi | 128.231.22.150 | ১৪ এপ্রিল ২০১১ ০১:০৪471608
  • ঘটনাটি অতি নিন্দনীয়,নি:সন্দেহে। ঐ কবির শাস্তি ও প্রাপ্য।

    কিন্তু শাস্তি হিসেবে এই গণক্যালানি ট্যালানির কথা উঠে এলে সেই মোড নিয়েও আপত্তি জানাবো।

    এই লেখাটার কথা মনে পড়ে গেলো :
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=1&pid=jcr://content/guruchandali/guruchandali5/1188426643278
    এখানে তা ও অন্য একটা দিক আছে, অপরাধ প্রমাণিত ই নয়।
    কিন্তু অপরাধ প্রমাণিত হলেও কি গণপিটুনির ভ্যালিডিটি এসে যায় ? তাহলে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারাই বা আর কী দোষ করলো ? সেটা মধ্যযুগীয় বর্বরতা হলে এই গণপিটুনি টা নয় ক্যানো ?

    কেসিদা, এক্ষেত্রে তো বলবো, আপনার সময়ের থেকে যাদবপুরের জনতা অনেক বেশি সেন্সিবল হয়েছে।
  • pi | 128.231.22.150 | ১৪ এপ্রিল ২০১১ ০১:১৪471609
  • একটা এক্ষপেরিমেন্ট করলেই হয়। সার্ভে কোম্পানী থেকে বাড়িতে বাড়িতে ক্যালিব্রেটেড বিকার বা ফ্যালকন দেওয়া হবে। সিরিয়ালের প্রতি এপিসোডের পর সেখানে কালেকসনের পরিমাণ নোট করতে বলা হবে। এই ডাটাটা পরে কাজে লাগবে। টি আর পি র সাথে কোররিলেট করণার্থে।
    আকাদা, শুনছো ?
  • pi | 128.231.22.150 | ১৪ এপ্রিল ২০১১ ০১:২০471610
  • দু:খিত। ভাটের পোস্ট টইয়ের ঘাড়ে চেপেছে।
  • badur | 143.111.80.27 | ১৪ এপ্রিল ২০১১ ০৩:০৩471612
  • এক্সপেরিমেন্ট বলতে চাইলেন কি? ক্ষ না টিপে ক স টাইপ করুন |

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন