এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r.h | 198.175.62.19 | ১৪ এপ্রিল ২০১১ ১৯:৩৬471646
  • অশ্রুগ্রন্থিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া- এই ত্রুটি।

    এককথা বার বার বলতে কে-ই বা চায় বলুন।
  • san | 14.96.7.56 | ১৪ এপ্রিল ২০১১ ১৯:৩৭471647
  • সুচেতাদির ছটা বাহান্নর পোস্ট । বিস্ময়ের সময় কোথায়। কাল আমারো এটাই প্রথম রিয়্যাকশন ছিল। আগে তো নিজে হাতপা চালাবে মেয়েটা নিজেকে বাঁচাতে, নয় কি ? কী আশ্চর্য !

    পরে মনে পড়ল অনেক পুরোনো কথা। এতোদিনে অনেক শকপ্রুফ হয়ে গেছি, হতে হতে আজকে প্রতি-আক্রমণ কারো প্রথম রিয়্যাকশন হলনা দেখলেই অবাক লাগে। কিন্তু, একটা ভালনারেবল সময় আমাদেরও অনেকের ছিল যখন বিস্ময় এবং শক অন্যকিছুকে ওভারপাওয়ার করেছে। (অন দ্য আদার হ্যান্ড অনেক মেয়ে হয়তো প্রথম থেকেই প্রতিরোধ করবার মতন শক্তসবল ছিল ) আজ সেইটা পেরিয়ে এসেছি বলেই , কারোর 'এখনো' না পেরোনোটা যেন খুব বেশি হার্শলি জাজ না করি। মানুষ পাল্টায়। বয়েসের সঙ্গে সঙ্গে ।

    অবশ্যই সবাই প্রথম থেকেই শক্তসবল হলে আইডিয়াল হত , বা ছোট থেকেই শক্তসবল হতে শেখানো দরকার বা এসবের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই। থাকার কথাও না।
  • sucheta | 202.63.56.114 | ১৪ এপ্রিল ২০১১ ১৯:৪৪471648
  • এখানে এখন ঘড়ির কাঁটা হাতজোড় করে তাকিয়ে আছে কটকট করে। কিছু আর মাথায়ও ঢুকছে না। আগামীকাল লিখবো কিছু যদি লেখার মনে হয়।
  • pi | 128.231.22.150 | ১৪ এপ্রিল ২০১১ ১৯:৪৪471649
  • আমি কিন্তু হুচির সাথে একমত। এরকম ঘটনার আকস্মিকতার অভিঘাতে কারুর প্রাথমিকভাবে একটা সম্পূর্ণ নাম্বনেস ও চলে আসতে পারে। রিফ্লেক্স অ্যাকশনে হাত পা চালানো না ই তো আসতে পারে।

    আর হুচি, বল্লাম তো, ব্যাপারটা আদৌ পষ্ট না, কীভাবে কী হয়েছে। কাব্লিদা যা বল্লো, এটা জনতার খেয়ালে না ই আসতে পারে। আর বন্ধুবান্ধবদের মধ্যে অনেক রকম উদ্ভট কান্ডকারখানা ই হয়ে থাকে। অন্তত জে উ তে যা দেখেছি।
  • xyz | 117.194.97.195 | ১৫ এপ্রিল ২০১১ ০০:০১471650
  • বেশ কয়েক বছর আগের কথা, বছর সাত তো হবেই। ছানা দুটি বেশ ছোট, ছোটটি তো একেবারেই ছোট। শাহরুখ খানের সিনেমা রিলিজ হয়েছে, বড়ছানার বায়নায় তিনজনে গিয়েছি মেট্রো সিনেমায়। টিকিট না পেয়ে ফিরে আসছি বড় রাস্তা ধরে। এসপ্ল্যানেড মেট্রোর কাছাকাছি তখন, সামনে থেকে একটা লোক হেঁটে আসছিলো, পাশ কাটিয়ে যাওয়ার সময় বাজে-বিচ্ছিরি ভাবে হাত চালিয়ে এগিয়ে গেল। ধর ধর ওকে বলে চেঁচিয়ে পেছন ফিরে ছুট্টে গিয়ে ঘাঁড়ের পেছনটায় শার্টের কলার ধরে টানতেই ভয় পেয়ে ঘুরে দাঁড়ালো। মাঝবয়েসী একটা লোক। নাকে-মুখে বুকে প্রাণপনে কিল চড় ঘুষি আর সঙ্গে চিল চীৎকার ছানা দুটির উদ্দেশ্যে, মার ওকে মার, মার। দুজনেই ভ্যাবাচ্যাকা। ছোটটি বুঝতেই পারেনি কি হয়েছে, কেন মা ওরকম করে দৌড়ে গিয়ে একটা লোককে মারছে।

    বড়টি প্রথমে ভেবেছিল লোকটা মায়ের ব্যাগ টেনে নিয়ে পালাচ্ছিল। সে কাছে এসে দেখল ব্যাগ তো মায়ের কাঁধেই আছে, বরং ঐ মারপিট করতে গিয়ে সেটা রাস্তায় ছিটকে গেছে। লোকটা দুই হাত তুলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে আর সমানে বলে চলেছে, মাফ কর দিজিয়ে, গলি্‌ত হো গয়ি, অউর নেহি করেঙ্গে, জিন্দেগিমে নেহি করেঙ্গে। ততক্ষণে বড়সড় ভীড় জমে উঠেছে। ফুটপাথের সব দোকানদারাদের ভীড়, পথচলতি মানুষদের ভীড়। এবং, এবং সেই ভীড়ের মধ্যে থেকে যে প্রশ্নটি বারে বারেই আমার দিকে উড়ে আসছিল, সেটি হচ্ছে, - কোথায় হাত দিয়েছে? কি করেছে?

    তখনও চেঁচিয়ে যাচ্ছি, মার ওকে মার। সঙ্গে যোগ হয়েছে কান্নাও। বড় ছানাটি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাকে ওখান থেকে সরিয়ে নেওয়ার, মা, লোক জমে গেছে, ছেড়ে দাও ওকে, শান্ত হও, বাড়ি চল। ফুটপাথের দোকানদারেরা পক্ষ নিল লোকটির, দিদি ছোড় দিজিয়ে, পী’কে হ্যায়, অউর নেহি করেগা, ছোড় দিজিয়ে! এবং ছাড়ানোর জন্যে দু-একজন আমার হাত ধরেও টানাটানি করল।

    খানিকটা ধাতস্থ হতে দেখলাম, প্রচুর প্রচুর মানুষ! সক্কলে, সক্কলে দাঁড়িয়ে তামাশা দেখছে। শহরের ব্যস্ততম রাস্তায় বেলা দুটো-র ধর্মতলার মোড়ে জমে ওঠা ভীড়ের একটা হাতও সেদিন ঐ লোকটির গায়ে ওঠেনি। যে হাতগুলো এগিয়ে এসেছিল, সেগুলো লোকটিকে ছাড়ানোর জন্যে, মারার জন্যে বা শাস্তি দেওয়ার জন্যে নয়।

    ছোট ছানাটি অনেকক্ষণ ধরেই কাঁদছিল। সেদিকে চোখ যেতে হুঁশ ফিরল। বড়টির হাতে দেখলাম আমার ব্যাগ, একই কথা বারে বারে বলে যাচ্ছে, মা লোকজন বাজে বাজে প্রশ্ন করছে, চলো এখান থেকে! চলে এলাম।

    আমি যে ওরকম করে কাউকে ধরে পেটাতে পারি নিজেও জানতাম না। সেদিন জীবনে প্রথমবার অমন অভিজ্ঞতা হয়েছিল এমনটা নয়। রাস্তায়, বাসে, হাট-বাজারে বহু জায়গায়, বহুবার হয়েছে, প্রায় সকল মেয়েরই হয় কম বা বেশি। সেদিনের আগে পর্যন্ত কোনদিন ওভাবে রিয়্যাক্ট করিনি, নিজেকে বাঁচিয়ে-যতটা সম্ভব গুটিয়ে নিয়ে ভীড়ে-রাস্তায় চলার চেষ্টা করতাম, করি -কেউ যাতে অসভ্যতা না করতে পারে। তবুও, তারপরেও অসভ্যতা হতো, হয় এবং হবে। হতেই থাকবে আর হতেই থাকবে।অ।

  • Suvajit | 59.177.197.51 | ১৫ এপ্রিল ২০১১ ০০:৪৪471651
  • মোলেস্টেশন নিয়ে কিছু তথ্য।
    http://www.molestation.in/laws-against-molestation
    একটু অবাক লাগলো Signs of Molestation পড়ে। আশাকরি এগুলো শুধু উদাহরণ হিসেবেই দেওয়া, পুলিশে অভিযোগ করতে গেলে বা আদালতে গেলে ঐ সব না ঘটলে যদি অভিযোগ নস্যাৎ হয়ে যায় তাহলে খুবই চিন্তার কথা।

    সায়নের Date:14 Apr 2011 -- 07:04 PM এর পোস্টটা কথার কথা আর উত্তেজনার বশে লেখা বলে ধরে নিলাম। সায়ন যদি সিরিয়াসলি এরকম ধারণা রাখে তাহলে আমার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ রইলো।

  • Tim | 198.82.16.82 | ১৫ এপ্রিল ২০১১ ০১:৫১471652
  • হ্যাঁ এইটা উত্তেজনার বশে বলা বলেই মনে হয়েছিলো, আমিও লিখতে গিয়ে থেমে গেছিলাম তাই।
  • sayan | 98.225.180.78 | ১৫ এপ্রিল ২০১১ ০৪:১৯471653
  • শুভজিৎ, আমার মন্তব্যের জন্য দু:খিত।
  • sucheta | 202.63.56.114 | ১৫ এপ্রিল ২০১১ ০৫:২০471654
  • r.h এর ৭।৩৬ এর পোষ্টে -

    "অশ্রূগ্রন্থিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া - এই ত্রুটি" - কখন বলা হলো অশ্রুগ্রন্থিকে অস্ত্র হিসেবে ব্যবহার করাটা ত্রূটি? অশ্রুগ্রন্থিকে ব্যবহার করাটাই দুর্বলতা সেটাই কি বোঝানো হচ্ছে না?

    ৬।৫৪ এর পোষ্ট এ -

    "আপনারা কেউ অপরাধ লঘু করতে চাইছেন না বলেই আমার ধারণা; আমি শুধু কেন প্রতিরোধ করতে পারলোনা, এই প্রশ্নে আপত্তি জানালাম"-- এখানে মেয়েটিকে অপরাধী হিসেবে কখন এবং কিভাবে দেখতে চেয়েছি? প্রতিরোধ কেন করতে পারলো না এই প্রশ্নেই কি আলোচ্য বিষয়টি ঘোরাফেরা করছে না? একেক সময় একেক রকম ভেগ কথা বলে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা দেখতে পাচ্ছি, কিংবা বিষয় থেকে বিষয়ান্তরে গিয়ে অহেতুক জটিলতার সৃষ্টি করা হচ্ছে। "ধারণা' এবং ফ্যাক্ট সমার্থক নয়।

    এখন আর না ---
  • sucheta | 202.63.56.114 | ১৫ এপ্রিল ২০১১ ০৫:২২471656
  • Suvradip,

    আপনি কি মৈনাকের ডিপার্টমেন্টের?
  • r.h | 67.96.80.214 | ১৫ এপ্রিল ২০১১ ০৬:১৬471657
  • ওহ সরি। গুলিয়ে দেওয়ার ইচ্ছে ছিলনা অন্তত। বোঝাতে পারিনি নিশ্চয়, দু:খিত তার জন্যে।
  • d | 14.96.164.114 | ১৫ এপ্রিল ২০১১ ০৮:৩০471658
  • http://timesofindia.indiatimes.com/city/kolkata-/New-Article/articleshow/7986503.cms

    খবর বলছে মেয়ে'টি' নয় মেয়ে'গুলি' এবং বোতল থেকে তাদের ওপরে মদ ঢেলে দিয়ে একজনের পায়ে পড়ে যায়। খবর আরও বলছে মেয়ে'গুলি' চীৎকার শুরু করে।

    হুতো, আজ নয় পরে কখনও ইচ্ছে হলে এই নিয়ে বলব।
  • Suvradip Dasgupta | 116.193.132.199 | ১৫ এপ্রিল ২০১১ ০৯:৪২471659
  • সকলের কাছে একটা অনুরোধ : এই খবরটা যত জনের মধ্যে সম্ভব ছড়িয়ে দিন। বিশেষত ঐ লোকটা সম্পর্কে আরো আরো বেশী মানুষ জানুক। মুখোসগুলো খসে যাক।
  • Suvradip Dasgupta | 116.193.132.199 | ১৫ এপ্রিল ২০১১ ১১:৪৩471660
  • সুচেতা, না, আমি মৈনাকদার বিভাগের নই। মৈনাকদা তো ফিল্ম স্টাডিস। আমি তুলনামূলক সাহিত্য। আর এই ব্যাপারটা ঘটে বাঙ্গলা বিভাগ আয়োজিত এক "কবিতা পাঠের আসরে"। ইদানিং "বাম" বাংলার সংস্কৃতির যথার্থ নমুনা।
  • de | 203.197.30.2 | ১৫ এপ্রিল ২০১১ ১২:০০471661
  • পড়লাম! "অশ্রুগ্রন্থির ব্যবহার" কথাটায় শুধু আপত্তি রইলো! কোন কোন সময় ওটাও রিফ্লেক্সেই আসে -- তবে মারার অভ্যাসটাও রিফ্লেক্সে আসা জরুরী, অত্যন্ত জরুরী। বেশীর ভাগ সময়েই মেয়েরা সামান্য প্রতিরোধটুকুও করতে পারে না। প্রথম থেকেই এই অভ্যাসটা হওয়া দরকার।

    পেপার স্প্রে -- অপ্পন যা লিখলো, বড্ডো হতাশ হই এটা ভাবতে যে আমাদের ঠিক আর কতোগুলো পরের জেনারেশানে এই জিনিসটার আর দরকার থাকবে না মেয়েদের? নাকি পরের পর প্রজন্ম ব্যাগে পেপার স্প্রে নিয়ে বেরনোটাই অভ্যাসে পরিণত করবে?
  • sucheta | 202.63.56.114 | ১৫ এপ্রিল ২০১১ ১৩:২৯471662
  • শুভ্রদীপ,

    হ্যাঁ, ঠিক মৈনাক ফিল্ম স্টাডিসে। ভুলে গেছিলাম।
    আপনার জন্যই এরকম একটা খবর জানতে পারলাম ঘটনা ঘটার সাথে সাথে। TOI ও আজকাল ও ছাপিয়েছে। অনেক ধন্যবাদ প্রাপ্য আপনার।
  • sucheta | 202.63.56.114 | ১৫ এপ্রিল ২০১১ ১৩:৩৩471663
  • pi, san, kd,

    আপনাদেরও কিছু বলার ছিল কিন্তু একই লুপে ঘুরছি দেখে আপাতত: বিরতি। পরে যদি রেলেভেন্ট মনে হয় কথা হবে অবশ্যই এই নিয়ে।
  • sucheta | 202.63.56.114 | ১৫ এপ্রিল ২০১১ ১৩:৩৭471664
  • xyz,

    আপনাকে সালাম। অন্তত একজনও তো দুবার ভাববে আবার একটা মেয়ের দিকে হাত বাড়াতে। কনফ্রন্ট করেছেন যে এটা ভাবতেই ভাল লাগছে। লোকটাতো ভয় পেয়েছিলো, তাইনা।
  • Koyel | 58.68.66.84 | ১৫ এপ্রিল ২০১১ ১৪:৩২471665
  • এ ধরনের ঘটনায় কান্না স্বাভাবিক reaction বলেই আমার মনে হয়। তবে যা situation হাত-পা চালানোর অভ্যেস থাকা মন্দ নয় !
    আর, xyz কে সত্যি অভিনন্দন যে তিনি ঐভাবে সেদিন প্রতিবাদ করেছিলেন।
  • Ishan | 117.194.37.208 | ১৫ এপ্রিল ২০১১ ২০:৪৪471667
  • এই টইটা পড়ে কটা কথা মনে হল। বলেই ফেলি।

    ১।
    লোকটিকে মেরে-ধরে আইন হাতে না নিয়ে যারা থানায় নিয়ে গেছেন, তাদের অত্যন্ত সাধুবাদ প্রাপ্য। চার-পাশে কিছু অপকম্ম ঘটতে দেখলে আমরা সাধারণত দুটো জিনিস করি। কোনো দায়দায়িত্ব না নিয়ে হলে চান্স পেলেই মেরে-ধরে হাতের সুখ করা নিই। কিংবা কি দরকার ফালতু অন্যের ঝামেলায় জড়িয়ে বলে, কিচ্ছুই না করে পাশ কাটিয়ে চলে যাই। ওখানে যারা ছিলেন, এর কোনোটাই করেন নি। পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। একদম ঠিক করেছেন।

    সাধারণভাবে ভারতীয় পিনাল কোড মেয়েদের "অধিকার'এর ব্যাপারে খুব "আধুনিক' কিছু না। তবে নারীর "মর্যাদা' রক্ষার প্রশ্নে তুলনায় অনেকটাই শক্তপোক্ত (যদিও সর্বদা সেটা সাফিশিয়েন্ট নয়, সে প্রশ্নে পরে আসছি)। তেমন অপরাধ হলে বছর দুই জেলবাসেরও সুবন্দোবস্তো আছে। তবে স্পেসিফিক এই কেসে অতো কিছু হবেনা। সেটা অস্বাভাবিক কিছুও না। অপরাধের মাত্রা অনুযায়ী ফাইন, কয়েকরাত্তির হাজতবাস, এবং কোর্টের বাইরে ক্ষমা চেয়ে সেটলমেন্ট, এই সবই হয়ে থাকে। যারা ধরেছে তারা নির্ঘাত এক-দুটো চড়-চাপাটিও দিয়েছে। সেটাও ইনক্লুডেড। এই ধরণের অপরাধে এইটুকু হলেই অনেক মনে হয়। এগুলোর কোনোটাই তো বেশিরভাগ কেসে হয়না।

  • Ishan | 117.194.37.208 | ১৫ এপ্রিল ২০১১ ২০:৫৪471668
  • ২।

    যেটায় বেশ শক পেলাম, সেটা হল জনতার রিয়্যাকশন দেখে। আলাদা করে কেউ কিছু বলেছেন তা না। কিন্তু আমার পড়ে পুরো ইম্প্রেশন টা এরকম হল, যে, যা হইয়াছে তা অতি অল্প হইল। লোকটাকে মেরে-ধরে মুখে চুন-কালি দিয়ে গাধার পিঠে চড়িয়ে উল্টো করে ধুরিয়ে ইউনিভার্সিটি থেকে দূর করে দিলে বেশ হত। যেন এই চত্বরে আর কোনোদিন মুখ দেখাতে না পারে। ইত্যাদি প্রভৃতি।

    এই ধরণের রি-অ্যাকশনের অনেকগুলো দিক আছে। একটা হল, মহিলাদের "মর্যাদা' প্রতিনিয়ত এই দেশে লঙ্ঘিত হয়। আইন-কানুন-সমাজ কিচ্ছু করেনা। এই "কিচ্ছু করেনা'র বিরুদ্ধের ক্ষোভটার সবটাই রাগ আকারে ঝরে পড়ছে।

    আইন-কনুন যে কিচ্ছু করেনা, সে নিয়ে বিশেষ সন্দেহ নেই। আমাদের পিনাল কোড মান্ধাতার আমলের। ১৮৬০ সালের। কত সরকার এল গেল, পিনাল কোডের কোনো আমূল সংস্কার গত দেড়শো বছরে আর হল কই।

    মহিলাদের ক্ষেত্রে কোন মান্ধাতার আমলে আমাদের পিনাল কোড বিরাজ করে, তার এক-আধটা পরিচয় দিচ্ছি। পরের পোস্টে।
  • Ishan | 117.194.37.208 | ১৫ এপ্রিল ২০১১ ২০:৫৮471669
  • ধারা ৪৯৭। অ্যাডাল্টারি।


    Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


    লক্ষ্য করে দেখবেন। অন্যের "স্ত্রী'র সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন হল গিয়ে পানিশেবল অফেন্স। মহিলাটির ইচ্ছা-অনিচ্ছার কোনো দাম নেই।
  • Ishan | 117.194.37.208 | ১৫ এপ্রিল ২০১১ ২১:০২471670
  • ধারা ৪৯৮। অন্যের বৌ ভাগানো।


    Whoever takes or entices away any woman who is and whom he knows or has reason to believe to be the wife of any other man, from that man, or from any person having the care of her on behalf of that man, with intent that she may have illicit intercourse with any person, or conceals or detains with that intent any such woman, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.


    লক্ষ্য করে দেখবেন। "স্বামী'র অমতে অপকম্মো করলে কি হাল হবে। আরও স্পষ্ট, এখানেও "স্ত্রী'র মতামতের কোনো মূল্য নেই।
  • dukhe | 117.194.241.31 | ১৫ এপ্রিল ২০১১ ২১:০৪471671
  • দাম আছে তো । অনিচ্ছায় হলে রেপ, ইচ্ছায় হলে অ্যাডাল্টারি । তাই তো মনে হল পড়ে ।
  • Ishan | 117.194.37.208 | ১৫ এপ্রিল ২০১১ ২১:০৭471672
  • ধারা ৩৭৫। ধর্ষণ কারে কয়।


    A man is said to commit "rape" who, except in the case hereinafter excepted, has sexual intercourse with a woman under circumstances falling under any of the six following descriptions –
    Firstly – Against her will.
    Secondly – Without her consent.
    Thirdly – With her consent, when her consent has been obtained by putting her or any person in whom she is interested in fear of death or of hurt.
    Fourthly – With her consent, when the man knows that he is not her husband, and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married.
    Fifthly – With her consent, when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by him personally or through another of any stupefying or unwholesome substance, she is unable to understand the nature and consequences of that to which she gives consent.
    Sixthly – With or without her consent, when she is under sixteen years of age.
    Explanation.-Penetration is sufficient to constitute the sexual intercourse necessary to the offence of rape.
    Exception.-Sexual intercourse by a man with his own wife, the wife not being under fifteen years of age, is not rape.


    অনেক লম্বা। পুরো পড়ার দরকার নেই। চতুর্থ পয়েন্ট, এবং শেষ "ব্যতিক্রম'টি পড়ুন। বুঝতে পারবেন:
    মেয়েটির ইচ্ছা থাক বা না থাক, স্বামী যা খুশি করতে পরেন। কিন্তু মেয়েটির ইচ্ছে থাকলেও "পরপুরুষ' সর্বদাই ধর্ষণই করেন।
  • dukhe | 117.194.241.31 | ১৫ এপ্রিল ২০১১ ২১:১৩471673
  • না, মেয়েটির ইচ্ছে থাকলে ধর্ষণ মনে হচ্ছে না । চতুর্থ পয়েনের মানে তো প্রতিশ্রুতি দিয়ে সহবাস টাইপের কিছু মনে হচ্ছে ।
  • Ishan | 117.194.37.208 | ১৫ এপ্রিল ২০১১ ২১:১৪471674
  • আগের পোস্টের শেষ বাক্যটি সিরিয়াসলি নেবেন না। ওটা বৈপরীত্য আনতে গিয়ে লেখা। :) কিন্তু মোদ্দা কথা হল, মহিলা যদি কোনো কারণে ভাবেন যে "পরপুরুষ'টি "স্বামী', এবং সে কারণেই সম্মতি দেন, তাহলে সেটি ধর্ষণ। এবং তার সঙ্গে ফুটনোটটি মিলিয়ে পড়বেন, যে, স্বামীর সাত-ধর্ষণ মাপ।

    বেশি ম্যাখ্যর প্রয়োজন নাই। এর প্রতিটিতেই "স্বামী'কে যে উচ্চাসনে বসানো হয়েছে, এবং "মহিলা'র ইচ্ছা-অনিচ্চার প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে সে নিয়ে কোনো সন্দেহ নাই।
  • dukhe | 117.194.241.31 | ১৫ এপ্রিল ২০১১ ২১:১৬471676
  • অথবা যদি অন্য লোক আসে মেয়েটি যাকে ভুল করে বর ভাবছে - সেটাও ।
  • Ishan | 117.194.37.208 | ১৫ এপ্রিল ২০১১ ২১:১৬471675
  • কমরেড দুখে। শেষ করি। ওটা আসছে। :)
  • dukhe | 117.194.241.31 | ১৫ এপ্রিল ২০১১ ২১:১৭471678
  • সরি । শেষ করুন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন