এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ড: এস পি গড়াই এর ওপর দিদিগিরি .

    Biplab Pal
    অন্যান্য | ২৭ মে ২০১১ | ৯৬০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 63.118.38.200 | ২৭ মে ২০১১ ০১:৪৭473372
  • আমি কালকেই লিখেছিলাম নাটক, ক্যামেরা চিত্রনাট্য এসব দিদির পছন্দ বেশী। হুমায়ুন আজাদের অমোঘ বাণী- সস্তার জনপ্রিয়তা নেমে যাবার সিঁড়ি, মনে হচ্ছে ভুলে গেছেন মমতা ব্যানার্জি।

    ড: এস পি গড়াই একজন স্বনামধন্য নিউরোসার্জন এবং অধ্যাপক। উনার মতন একজন প্রতিষ্ঠিত ডাক্তার এখনো সরকারি হাঁসপাতালে আছেন এবং জনগনের চিকিৎসা করছেন-সেটাই এই তীব্র ভোগবাদি জীবনযাত্রায় একটা বিরাট ব্যাতিক্রম। আর এই ধরনের ব্যাতিক্রমী মানুষরাই বোধ হয় মুখ্যমন্ত্রীকে মুখের ওপর বলতে পারেন, সার্জারী ছেরে তারপক্ষে মহাকরনে মুখ্যমন্ত্রী দরবারে যাওয়া সম্ভব না। রুগীকে যারা ঈশ্বর বলে মানেন-তাদের কাছে রুগীদের গুরুত্ব মুখ্যমন্ত্রীর ওপরে হবে সেটাই স্বাভাবিক-সেটাই একজন মহান ডাক্তারের ধর্ম। অবশ্য সেটা বোঝার ক্ষমতা মমতাদেবীর নেই। তিনি ছুটছেন সস্তার জনপ্রিয়তার পেছনে। তাই ড: গড়াই এর সাসপেনশন।

    এবং সেটা তিনি ভালো করেই পেলেন। আমি ফেসবুকে পোল খুলেছিলাম-অন্তত তিনগুন লোকে মমতাদির সিদ্ধান্ত সমর্থন করছেন। কেন করছেন-সেটাও স্বাভাবিক। পশ্চিম বঙ্গের স্বাস্থ্য ব্যাবস্থা সম্পুর্ন অচল। টাকা নেই- কর্মচারীরা পার্টি করে-ভাল ডাক্তাররা নার্সিং হোমে। ৩৪ বছরের অনেক ব্যার্থতার সব থেকে বড় ব্যার্থতা এই স্বাস্থ্য। ফলে সব রাগ ড: গড়াই এর ওপর! কেও একবারো দেখল না, ড: গড়াই নার্সিং হোমে না গিয়ে জনগনের জন্যে এখনো এই ভগ্ন স্বাস্থ্যব্যবস্থার মধ্যেই জনগনের সেবা করছেন। কোথায় তার মতন ডাক্তারের সাথে বসে মমতা সমস্যাগুলোর মেথডিক্যাল সমাধান করবেন, সেটা না করে, উনি সাসপেনশন করলেন! জনগণের পালস মমতাদেবী ভালো করেই জানেন-কিন্ত এই ভাবে ডাক্তার সমাজকে শত্রু বানিয়ে কি উনি পশ্চিম বঙ্গের স্বাস্থ্যের হাল ফেরাতে পারবেন? ডাক্তাররা কেরানী বা আমলা না-এই চাকরি তাদের না করলেও চলে। দিদি এই সহজ সত্যটা ভুলে গেলেন?

    আমি জানি না এই সস্তার স্টান্টবাজি কদিন চলবে। এখন মার্কেট খাচ্ছে- কিছুদিন বাদে লোকেরা কিন্ত রেজাল্ট দেখতে চাইবে। ডাক্তারদের চটিয়ে দিদি সেটা পারবেন?

    এখন দিদির চারিধারে স্তাবক। জনসাধারন, মিডিয়া। দিদির বিরুদ্ধে কিছু বললেই যদি এইভাবে বে আইনি সাসপেনশন এবং অপমান জোটে, এই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ সঙ্কটাপন্ন।

    .
  • aka | 168.26.215.13 | ২৭ মে ২০১১ ০১:৫৪473422
  • একেবারেই বুঝলাম না।

    মমতা কি কোন নির্দিষ্ট সময়ে মিটিং করতে চেয়েছিলেন? (যা কিনা মিউচুয়ালি এগ্রিদ আপন)।

    নাকি অ্যাডহক ডেকে পাঠিয়েছিলেন?

    প্রথমটা হলে ডা: গড়াইয়ের যাওয়া উচিত ছিল, কিন্তু দ্বিতীয়টা হলে না বলাই উচিত। যদি সত্যিই সেই সময়ে রোগী দেখার সময় হয়ে থাকে তাহলে সম্ভবত এই সাসপেনশন আইনত অবৈধ।
  • pipi | 66.205.171.97 | ২৭ মে ২০১১ ০৪:২১473444
  • হ্যারি পটারের গল্পের প্রফেসর আমব্রিজ কে কারোর মনে পড়ে? :-)
  • pipi | 66.205.171.97 | ২৭ মে ২০১১ ০৪:৩৭473455
  • আমি তো এখনো মাথা চুলকে বোঝার চেষ্টা করে যাচ্ছি যে পিছন ফিরতে গিয়ে পিছনে দাঁড়ানো রক্ষীর পায়ে লেগে হোঁচট খেলে তাতে মহাকরণের পরিকাঠামোকে কেন গাল দিতে হয়। এর মধ্যে আবার গড়গড়িয়ে গড়াই বাবু এসে পড়লেন! ল্লেহ!
  • lcm | 192.12.85.174 | ২৭ মে ২০১১ ০৫:৩৭473466
  • গিজগিজ করছে পোশ্নো....

    বিভিন্ন জায়গায় সিএম-এর ঘন ঘন সারপ্রাইজ ভিজিটে কি কর্মসংস্কৃতির পরিবর্তন ঘটে?

    দুম করে সাসপেন্ড করলে কি মানুষ মন দিয়ে কাজ করার প্রেরণা পায়?

    রাজ্যের উচ্চপদস্থ মানুষদের ভদ্র, বিনয়ী তোলার দপ্তর কি সিএম-এর আন্ডারে?

    স্বাস্থ্যমন্ত্রীর একটা পদ আছে না? ডেলিগেশন বলে একটা শব্দ আছে না ম্যানেজমেন্টে?

    আরো পোশ্নো আছে - বার বার ভাজলে কি একই সিঙ্গারা সুস্বাদু হয় ওঠে?
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ০৫:৫৪473477
  • আর এদিকে আমি মাথা চুলকে বোঝার চেষ্টা করে যাচ্ছি, এই কেসটাতে আসলে হয়েছে টা কী।
    বিপদা, রিডিফ আর আবাপ পড়ে পুরো ঘেঁটে গেলাম।

    She curtly asked Gorai to meet her at the secretariat on Friday, but he replied that he would be unable to do so as he had some operations to perform.

    Banerjee then instructed Gorai to meet her after the the operations and left the hospital.

    Secretariat sources said Gorai did not attend a meeting of all principals and superintendents of state-run medical colleges and hospitals summoned by the Chief Minister in the evening.

    "Garai was suspended for non-cooperation and indecent behaviour with the chief minister when she visited the institute to see the state of affairs there," the sources said.

    এখানে তো বলছে, বৃহস্পতিবার সন্ধের একটা মিটিং এ , যেটাতে সব প্রিন্সিপাল আর সুপারিন্টেন্ডেট এর আসার কথা, সেটাতে উনি যাননি।
    সাসপেন্ড কি সেজন্য হয়েছেন ?

    বিপদা লিখলেন, সার্জারি ছেড়ে যাবেন না বলে সাসপেণ্ড হয়েছেন।

    আবাপ ও ঐ সন্ধের মিটিং এ না যাওয়া নিয়ে কিছু লেখেনি !
    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=27swasth1.htm
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ০৫:৫৮473488
  • লসাগুদা,
    স্বাস্থ্যমন্ত্রী কে ? দিদি ই না ?

    সারপ্রাইজ ভিসিটে কোন কাজ হয়না, এমনটা ও কি বলা যায় ?

    এই সারপ্রাইজ ভিসিট তো মনে হচ্ছে সব মন্ত্রী ই চালু করলেন :
    unicode.appspot.com/proxy?p=27swasth2.htm
  • aka | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ০৬:৩৯473499
  • মমতা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যাই হোন না কেন পৃথিবীর সমস্ত কিছুর ডেকোরাম আছে।

    মিটিং করতে চাইলে তার ডেকোরাম হল মিউচুয়ালি এগ্রিড আপন টাইম। তা না করে যদি বলা হয় "কালই দেখা করুন' সেটা হল বোঝানো আব্বে আমি তোর বস বলছি আসবি না সাসপেন্ড করব?

    এরকম অবস্থায় আমি তো দেখা করবই না। যাব্বে ফোট পারলে আমার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেখা।

    এগেইন সমস্যার সমাধানের থেকে অতি নাটকীয়তা বেশি। যদি সত্যিই বিক্রমাদিত্য হবার সাধ যাগে তাহলে বিক্রমাদিত্যর মতনই গভীর রাতে ছদ্মবেশে বেরোলে অন্তত অরাজকতা কম হয়।
  • aka | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ০৬:৪১473373
  • আর যদি উনি মানে ডা: গড়াই আগের কোন মিটিংয়ে নাই গিয়ে থাকেন স্ট্যান্ডার্ড প্রসিজার অনুযায়ী মোস্ট প্রোবাবলি শোকজ করা উচিত। তাহলে সিএমের প্রতি অভিযোগটা আরও বেশি উনি পুরোটা স্টেজ করলেন।
  • tatin | 117.226.133.143 | ২৭ মে ২০১১ ০৭:১০473384
  • তেড়েফুঁড়েই নামা হয়েছে ঘুঘুর বাসাগুলো ভাঙতে

    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=27swasth2.htm
  • arindam | 59.93.193.127 | ২৭ মে ২০১১ ০৮:০৪473395
  • অপারেশানের সময় ডেকে পাঠালে অত্যন্ত অনৈতিক কাজ কিন্তু সেরকম তো দেখলাম না বরং উল্টে ৪:৩০ টের পর আসুন বলেছে কারণ টা ঠিক কী ?

    আর মূখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী কী আগে থেকে ঢাক ঢোল পিটিয়ে দেখতে যাবে?
    যাতে ভাল করে লাল কার্পেট বিছিয়ে রোগীদের সেদিন ভাল ভাল খাবার দিয়ে বসিয়ে রাখা যায়, আর ডা: এস পি গড়াই হাতে মালা নিয়ে আসুন আসুন ম্যাডাম বলে দেঁতো হাসি হাসবে...
    বুদ্ধবাবু গেছেন কোনদিন? নাকে দুর্গন্ধ লাগত মনে হয়, দারিদ্রের দূষণ তো ওনার সহ্য হয়না।
    ৩৪ দিনে কী সব সমস্যার সমাধান করে দিতে হবে? সমস্যা সমাধানের আগে সমস্যা দেখা ও তার গভীরতা বোঝাও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
  • rimi | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ০৮:২৭473406
  • আমারো দুপয়সা: মমতা আচমকা পরিদর্শনে গেছেন, বেশ করেছেন। এরকম কোনো আইন বা অলিখিত নিয়ম আছে নাকি যে মুখ্যমন্ত্রী হলে আচমকা পরিদর্শন করা যাবে না?
    তবে গড়াইবাবুর সঙ্গে মমতা বেশ বাজে ব্যবহার করেছেন, অন্তত আনন্দবাজার পড়ে তো তাই মনে হল। তবে কি না, ভালো ব্যবহার করা, বাড়ির ঝি থেকে শুরু করে বস পর্যন্ত সবার সংগেই একইরকম শ্রদ্ধা রেখে কথা বলা - এগুলো আমাদের সংস্কৃতির অঙ্গ তো নয়। অধস্তন ব্যক্তির সঙ্গে "দরকার হলে" চোখ রাঙিয়ে কথা বলাটা আমাদের অধিকার ! তাই এসব বলে লাভ নেই।

    দু বছর দেখা যাক। এই সব করেও যদি হসপিটালগুলোর হাল ফেরে, তবে মন্দ কি? :-)
  • i | 137.157.8.253 | ২৭ মে ২০১১ ০৮:৫০473416
  • যদ্দূর মনে পড়ছে প্রশান্ত শূর যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন হাসপাতাল পরিদর্শন করেছেন এভাবেই। আচমকা।নাটকীয়তার কথা শুনি নি তখন।
    আসলে ইদানিং আমরা মন্ত্রীদের নির্লিপ্তিতে অভ্যস্ত হয়ে গেছি।
    তথাকথিত নাটকীয়তা যদি ফলপ্রসূ হয় তবে নির্লিপ্তি বনাম নাটকীয়তার লড়াইয়ে কে জেতে তার উত্তর দেওয়ার জন্য কোনো পুরস্কার নেই।
  • aka | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ০৮:৫২473417
  • সেদিন কে যেন লিডারশিপ নিয়ে ওবি পড়তে বললেন (কে ভুলে গেছি)। এই লিডারশিপকে কি বলে?

    ট্রানজকশনাল লিডারশিপ - ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। (Transactional leaders actively monitor the work of their subordinates, watch for deviations from rules and standards and taking corrective action to prevent mistakes.)

    এই ধরণের লিডার

    - খুব রেসপন্সিভ
    - যে কালচার সেই কালচারের মধ্যেই কাজ করে। কালচার চেঞ্জ করে না
    - এই ধরণের লিডাররা কর্মীদের রিওয়ার্ড দিয়ে (যেমন মহাকরণের ১.৬ কোটি টাকা) বা শাস্তি দিয়ে (যেমন এই সাসপেনশনের ঘটনা) কাজ করে থাকেন।

    একটা ডি: দিয়ে রাখি এসব আমি বলছি না ওবির বই থেকে বাংলা করছি।

    The transactional leaders overemphasize detailed and short-term goals, and standard rules and procedures. They do not make an effort to enhance followers’ creativity and generation of new ideas. This kind of a leadership style may work well where the organizational problems are simple and clearly defined. Such leaders tend to not reward or ignore ideas that do not fit with existing plans and goals.

    যেমন ধরুন "ঐ তো ওখানে একটা খাট পাতা যাবে, এখানে দুটো চেয়ার" (আবাপ থেকে প্যারাফ্রেজ করলাম)

    প:ব:য়ের হেলথকেয়ারের সমস্যা কি শুধুই সিম্পল অপারেশানাল? নাকি মমতাও পারবেন বহু গ্রেট লিডারদের মতন নিজেকে খানিকটা ট্র্যানজাকশনাল এবং খানিকটা ট্র্যান্সফরমেশনাল লিডার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে? পারবেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে? তারজন্য মমতার এবং আমাদের সঙ্গে থাকুন।

    কিন্তু আপাতত এই অটোক্রেটিক ভাবভঙ্গী নাটুকে রিয়ালিটি শো বন্ধ করাই যায়। বিংশ শতাব্দীতে কাউকে কড়কে কাজ আদায় করতে বা সিচুয়েশন বুঝতে নাটক করার দরকার নেই। তারজন্যও সঙ্গে থাকতেই হবে, এখন টিআরপি বাড়ছে।
  • rimi | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ০৯:০৩473418
  • আরে কি মুশকিল !!!! মমতাদি কি এমবিএ পড়েছেন নাকি? তাও আম্রিগায়? :-(

    বল্লাম তো, দু বছর দেখাই যাক না - আমাদের নিম্নমধ্যবিত্ত অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী কেমন করেন।
  • aka | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ০৯:১২473419
  • কি মুশকিল। এমন নয় যে এমবিএ পড়ে এমন লিডারশিপ হয়। ম্যানেজমেন্টের গুরুরা অনেক অ্যানালিসিস টিসিস করে লিডারশিপকে দুই ধরণের খোপে ভাগ করেছেন (এক ধরণের মতে)। ওনার বর্তমান কাজকম্মো এক খোপের সাথে খাপে খাপ মেলে। তাই কইলাম, আর আমি কইতেও চাই নি, কিন্তু কে জানি ওবি পড়তে কইল, তাই পড়ে টড়ে দেখলাম দিব্যি খাপে খাপে মিলে গেল।
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ০৯:১৩473420
  • প:বঙ্গের স্বাস্থ্যসমস্যা শুধুই সিমপল অপারেশনাল না হলেও সিম্পল অপারেশনাল সমস্যা ও তো আছে । সেগুলোর জন্য ঐ তো ওখানে খাট পাতা যাবে, এখানে দুটো চেয়ার .. ঠিক ই তো আছে।
    আর শুধু ই এটা কে বল্লো ?
    কেন এখানে কিছু ঠিকঠাক চলছে না, কাল ডিটেল রিপোর্ট নিয়ে বসবো, ( আবাপ কে প্যারাফ্রেজ করে বল্লাম) এগুলো কে তোমার ম্যানেজমেণ্টীয় পরিভাষায় কী কয় ? :)

  • Suvajit | 59.177.200.51 | ২৭ মে ২০১১ ০৯:২২473421
  • ফেসবুকে / অর্কুটে / গুরুতে মমতার এইসব আচরণের বিরুদ্ধ মতামত দেখে অবাক হচ্ছি না। ভীমরুলের চাকে ঘা মারলে এরকম হুল খেতেই হবে।

    পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা শুধু অপারেশনাল নাও হতে পারে কিন্তু মেজরলি অপারেশনাল। যে কেউ যারা এর সঙ্গে যুক্ত একই কথা বলবে।

    আর বিপবাবুকে অনুরোধ করব, টই খুলে খোলামেলা ও সব পক্ষের মতামত পেতে চাইলে টই-এর নাম তথা শুরুর কন্টেন্টটাও নিরপেক্ষভাবে দিতে চেষ্টা করুন।

    ইনস্টিটিউট ওব নিউরোলজিতে এমার্জেন্সি রোগী দেখা হয় না, গুরুতর অসুস্থ রোগীর বেড পায় না। সেখানে বিপবাবু ড: গড়াই-এর রোগীপ্রেমের গদগদ আরাধনা করলেন আলোচনার শুরুতেই।
    ন্যকামির আরো একটা উদাহরণ।
  • 9 | 61.90.164.27 | ২৭ মে ২০১১ ০৯:২৩473423
  • সারপ্রাইজ ভিজিট করেছেন বেশ করেছেন। করাই উচিত। কিন্তু তারপরের চোখ-রাঙানি, হুমকি, সাস্পেনশনের কথা পড়ে কয়েকজন বিভীষিকাময় প্রোজেক্ট ম্যানেজারের কথা মনে পড়ল, যাদের যাকে বলে "ক্ষমা করি নি"। এই বেনেভোলেন্ট ডিক্টেটরশিপ মডেল দেখা যাক কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়।
  • Ishan | 117.194.35.136 | ২৭ মে ২০১১ ০৯:২৪473424
  • দুটি কোশ্নো:

    ১। "ঘুঘুর বাসা'র ম্যানেজমেন্ট টার্মিনোলজি কি? সেটা ভাঙার ব্যাপারে কি গাইডলাইন আছে? :)

    ২। ম্যানেজমেন্টে শোর মাচানো কি মানা? নাকি সেটা ইন এফেক্টিভ?
  • Suvajit | 59.177.200.51 | ২৭ মে ২০১১ ০৯:৩৫473426
  • মামু কি question আর প্রশ্নর মিক্স করে কোশ্নো শব্দটা তৈরি করলেন? :-)
  • Netai | 121.241.98.225 | ২৭ মে ২০১১ ০৯:৩৫473425
  • আমার তো নায়ক সিনেমার কথা মনে পড়েগেলো। অনিল কাপুর।
  • Netai | 121.241.98.225 | ২৭ মে ২০১১ ০৯:৪১473427
  • আরো একজন ছিলেন। মহম্মদ বিন তুঘলক।
  • aka | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ০৯:৪৩473428
  • নেতাইকে জ্জিও। আমারও মনে পড়ে গেল। এরপরে মনে হয় শ্যালদা স্টেশনে বোমা উদ্ধার করবেন।
  • Lama | 117.194.237.7 | ২৭ মে ২০১১ ০৯:৪৭473429
  • দিদি নিজেই ডাক্তার না? পি এইচ ডি...
  • rimi | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ০৯:৫১473430
  • আচ্ছা, মমতার কাছে তোমাদের এক্সপেক্টেশনটা ঠিক কি? প্রথমবার ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েই তিনি নিজের পুরোনো স্টাইল বদলে, তাঁর অতীত, সামাজিক অবস্থান বদলে দুম করে আমাদের মতন বেজায় লেখাপড়া করা শিক্ষিত ভদ্রলোক হয়ে উঠবেন? একি ম্যাজিক না হিন্দি সিনেমা?

    এখনো পর্যন্ত উনি যা কিছু করেছেন, সবই তো শুনছি "আগেই জানা ছিল এরকম করবেন"। অন্যরকম স্টাইলে কিছু করবেন এই আশা করে যদি মানুষ তাঁকে ভোটে জিতিয়ে থাকে, তাহলে তাদের বুদ্ধির দোশ।

    আর যদি কিছু আউটকাম এক্সপেক্ট করে ভোটে জিতিয়ে থাকে, তাহলে উচিত সমালোচনাটা আর কিছুদিন পরে শুরু করা। সমালোচকদের এত অধৈর্য্য দেখে মনে হচ্ছে, এরকম সার্কাস দেখার আশাতেই তাঁরা তৃণমূলকে সাপোর্ট করেছিলেন, আর সেই আশা পূর্ণ হওয়ায় এখন বেশ রেলিশ করছেন ব্যপারটা। "আমি তো বলেইছ্‌লাম"..... তো তাহলে তিলক কেটে টিয়াপাখি নিয়ে ফুটপাথে বসলেই তো হয়? :-)))))

  • aka | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ০৯:৫৫473431
  • বোঝো! ম্যানেজমেন্টে কোন কিছুই মানা নাই। শুধু খোপে ফেল, বিভিন্ন খোপ, আপাতত মমতা একটা খোপে খাপে খাপে ধরে গিয়েছেন।

    তা সার্কাস দেখতে কার না ভাল লাগে। :)))

    কমরেডস একে বলে কনস্ট্রাকটিভ অপোজিশন। তাবলে কি সিপিএম ভালো? না। তাহলেই কি মমতা যা করছেন তাই ঠিক? তাও না। এইসব আর কি।
  • Netai | 121.241.98.225 | ২৭ মে ২০১১ ১০:০০473432
  • সারপ্রাইজ ভিজিট তো ভালৈ। অনিয়ম দেখলে ব্যাবস্থা নিন না। কিন্তু কথার লড়াইয়ে জড়িয়ে পড়ার জন্যে সাসপেন্ড করা অন্যায়। মিটিংয়ে না হাজির হওয়ার কারনে হলেও একটা সো কজ হিসেব মত ধরানোর কথা। তারপর নয় সাসপেন্ড করতেন।
  • rimi | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ১০:০২473434
  • সার্কাস দেখার জন্যে ভোট?

    তাহলে বেচারি মমতার আর দোষ কি? জনগণের আশা পূর্ণ করছেন তো ;-))

    যাক, এসব বাজে কচকচিতে মমতার কিছুই এসে যাবে না। উনি রেলা নিয়ে মুখ্যমন্ত্রীত্ব করে যান। যদি সরকারি হাসপাতালের হাল ফেরাতে পারেন, তখন এইসব সমালোচকরাই মমতার গুণগানে মুখর হয়ে বলবেন, "আগেই জানতাম.."।
    আর যদি না পারেন, তখন আবার ভোট তো আছেই।

    ব্যস!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন