এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ড: এস পি গড়াই এর ওপর দিদিগিরি .

    Biplab Pal
    অন্যান্য | ২৭ মে ২০১১ | ৯৬০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 59.161.186.6 | ২৮ মে ২০১১ ০০:১৩473501
  • আর ডাক্তারি জগতের সঙ্গে এর কিসুই মিল নাই, বিশেষ করে নামী ডাক্তার হলে। অ্যাগবার নাম হয়ে গেলে চাইলে যখন তখন সরকারী চাগ্রি থেকে রিজাইন করা যায়, বিশেষত: আজকের কলকাতার বাজারে। এক খুব নামী কার্ডিওলজিস্ট (পিজি'র--আমি তাঁর হাউস স্টাফ ছিলাম) প্রায়ই বলতেন-"সরকার যা মাইনে দেয় তা একঘন্টায় রোজগার করতে পারি'। বস্তুত: আমি তো বুঝতেই পারি না, এঁরা তাও এইরকম ঝুঁকিপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে কেন যান।
    যাক, আমার এই কার্ডিওলজিস্টকে নিয়ে একটা গল্প বলি।ইনি রাজ্যপালের ডাক্তার ছিলেন এবং বুদ্ধবাবু'র মা এঁর আন্ডারে চিকিৎসিত হয়েছিলেন একবার। মহিলা মাঝেমধ্যে মিঠেকড়া ভাষায় এঁকে ভর্ৎসনা করতেন, আর উনি কেবিন থেকে বেরিয়ে এসে আমাদের বলতেন-শি ইজ আ নাইস লেডি, ইউ নো ! বুদ্ধবাবু'র কোনো এক অপারেশনের সময় ওঁর মায়ের দেওয়া প্রসাদী ফুল বুদ্ধবাবু'র মাথার কাছে রেখে/ ছুঁইয়ে দেওয়ার দায়িত্ব পড়েছিল ওঁর ওপরে এবং উনি হাসিমুখে সে দায়িত্ব পালন করেছিলেন।
    সাধারণভাবে মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে সুপার করা হত সেইসব লোককে যাঁরা ক্লিনিকসের সঙ্গে জড়িত নন (প্রি-ক্লিনিক্যাল বা প্যারাক্লিনিক্যাল সাবজেক্টের লোক) এবং যাঁরা চামচা গ্রুপের বড় হাতা বিশেষ। হয়তো ব্যতিক্রম আছে। কাজেই বাঙ্গুরের কেসটা আমি বুঝতে পারছি না। বাঙ্গুর সম্বন্ধে আমার কোনো ধারণাও নেই। ড: গড়াই সম্বন্ধে কিছুই জানি না।
    কিন্তু আমাদের মাননীয়া স্বাস্থ্যমন্ত্রী কাল যা করেছেন, তাকে অসভ্যতা বললেও খুব ভদ্রতা করা হয়। মন্ত্রী আগে নিজেকে সারান। সস্তা পপুলিজম না দেখিয়ে হাসপাতালে হাসপাতালে আপনার চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের লোকেদের নিয়ন্ত্রণ করুন, তাঁদের কর্মসংস্কৃতি ফেরান-মুরোদ বুঝবো। এঁদের কথাই আগে বলছি -কেননা এঁরা হচ্ছেন হাসপাতালের সবচেয়ে বড় ন্যুইস্যান্স--সে আপনারা আমায় যতই ভদ্দরলোক বলে গাল দিন না কেন।
    আর একটা অদ্ভুত জিনিষ দেখছি। মন্ত্রী মহোদয়ার আচরণের নিন্দা করা মাত্র কেউ কেউ হামলে পড়ে বলছেন-আমরাই কি অমুকের সঙ্গে ভালো ব্যবহার করি ! আরে মুশকিল ! আমরা খারাপ কাজ করি বলে মন্ত্রীর কুকম্মকে কুকম্ম বলা যাবে না! উদ্বাহু নেত্য করতে হবে !
  • Sibu | 66.102.14.1 | ২৮ মে ২০১১ ০০:১৩473502
  • @Tim। হ্যাঁ, খারাপ গাইড টিএ-র ওপরেও চাপ দিতে পারেন, দেনও। কিন্তু আমি যাঁদের সাথে এরকম সিচুয়েশন ফেস করেছি, তাঁরা সবাই রুখে দাঁড়ালে পিছিয়ে গেছেন। এটা খানিক ডিপার্টমেন্টের কালচারের ওপরেও ডিপেন্ড করে।
  • siki | 122.162.75.220 | ২৮ মে ২০১১ ০০:২৫473503
  • ইন্দোদাদাকে ক।

    এখন জেলায় জেলায় পুলিশ সুপার বদলি হচ্ছে। পুলিশের বিভিন্ন পদে বদলি টদলি হচ্ছে।

    মায়াবতীর সঙ্গে খুব একটা তফাত দেখতে পাচ্ছি না।
  • I | 59.161.186.6 | ২৮ মে ২০১১ ০০:২৯473504
  • আজ বললে কি পেত্যয় যাবেন-জীবনে আমি অন্তত: একবার একজন রোগীর প্রাণ বাঁচিয়েছিলাম। ভদ্রলোক লিটার‌্যালি খাবি খাচ্ছিলেন, কমপ্লিট হার্ট ব্লক, মুহূর্মুহু অজ্ঞান হচ্ছেন, প্রত্যেকবার থাম্পিং করে জ্ঞান ফেরাচ্ছি। হড়হড়িয়ে বমি করছেন, অচৈতন্য। তখন মাঝরাত। পিজি'র কার্ডিওলজি বিভাগে আমি একমাত্র হাউস স্টাফ। ট্রলি ঠেলে রোগীকে নিয়ে ক্যাথ ল্যাবে ঢুকি টেম্পোরারি পেসমেকার লাগাবার জন্য। কর্তব্যরত ফোর্থ ক্লাস স্টাফদের পায়ে ধরতে বাকি রেখেছিলাম সি-আর্ম মেশিনটা অপারেট করার জন্য(কিছুই না, আমিই চালাবো, সে শুধু যন্ত্রটা ঘোরাবে; সেটা অপারেশনরত ডাক্তারের পক্ষে কিছুতেই সম্ভব নয়)। একজনও ঘুম থেকে উঠল না। প্রত্যেকে মহারসের ঘোরে অজ্ঞান ( মদ খেয়ে নাইট ডিউটি করতে আসা নর্ম ছিল-জানি না এখন পাল্টেছে কিনা)। একজন শুধু চক্ষু রক্তবর্ণ করে বলল-উ কাম হামার না আছে।
    নিরুপায় হয়ে একবার রোগীর অসহায় স্ত্রীকে পর্যন্ত বলেছিলাম -আপনি মেশিনটা শুধু ঠেলবেন আমার কথা মত। ভদ্রমহিলা তখন ভয়ে থরথরিয়ে কাঁপছেন। সেযাত্রা ব্লাইন্ড পেসিং করি এবং রোগী বেঁচে যান।

    তো, এই গ্রুপ ডি স্টাফেদের কোন সুপার ক®¾ট্রাল করবেন, কে আছে তেমন জোয়ান? ঘেরাও করে, চেয়ার-টেবিল লণ্ডভন্ড করে চড়-চাপাটি মেরে চোখে অন্ধকার দেখিয়ে দেবে না? সুপারের একটিমাত্র ভোট, এদের অগুন্তি; এছাড়াও দরকারের সময় পেটো-দেশী বন্দুক-সোর্ড। আজ পর্যন্ত এন আর এসের ডোমপট্টিতে শুওরপালন বন্ধ করা গেছে? হাসপাতালের ভেতর মাইক বাজিয়ে ছটপূজা-শনিপূজা বন্ধ করা গেছে? বডি ছাড়ার সময় ডোমদের টাকা খাওয়া বন্ধ করা গেছে? এরা সবাই সিপিএম সমর্থক?
  • 9 | 14.96.183.136 | ২৮ মে ২০১১ ০০:৩৬473505
  • এইভাবে সাসপেনশন কর্পো জগতেও খুব একটা দেখি নি বা শুনি নি। তাও কাজের মূল্যায়ন নিয়ে কিছু নয়, স্রেফ কারুর কথাবার্তা তার বসের খারাপ লেগেছে বলে! এবং এইধরনের কাজকর্ম মধ্যবিত্ত শ্রেণীর একটা বড়ো অংশের সমর্থনও পেয়ে যাবে। বেশি বিপজ্জনক সেটাই।
  • M | 59.93.193.13 | ২৮ মে ২০১১ ০০:৪৩473506
  • ইন্দ্রকে সম্পুর্ন বিশ্বাস করছি, নিজেও দেখেছি বলেই,মোট পাঁচটা হসপিটাল, চিত্তরঞ্জন,পিজি,আর জি কর,নীলরতন,বিদ্যাসাগর। বিভিন্ন সময়, ভাগ্যিস বললেন। আমি বলতে গিয়ে কেস খেলাম কিছুদিন আগে।কিন্তু ইন্দ্র, আজ গড়াই চিফ মিনিস্টারের উপর রাগ করে চাগরি ছাড়লেন, কিন্তু ফোর্থক্লাস স্টাফদের উপর সুপাররা কখন ও রাগ করেন না কেন? ফোর্থক্লাস স্টাফদের মাথায় চড়ানো হয়েছে বললেই লোকের আঁতে লেগে ওঠে কেন? একে তো মাথায় চড়ানোই বলে নাকি?
  • Tim | 198.82.20.229 | ২৮ মে ২০১১ ০০:৪৭473508
  • এইসব অভিজ্ঞতা জাঁরাই কখনও না কখনও সরকারী হাসপাতালে গেছেন, তাঁদেরই হয়েছে।
    সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চতুর্থ শ্রেণির কর্মীদের এইরকম ছবি পাওয়া যায়। নেহাৎ মূল পরিষেবায় তাঁদের ভূমিকা একটু কম, তাই চোখে লাগেনা।
  • I | 59.161.186.6 | ২৮ মে ২০১১ ০০:৪৭473507
  • এখন মনে হচ্ছে ডাক্তাররা সত্যি বোধ হয় সফট টার্গেট। একজন সুপারকে খিস্তি করলে পরদিন খবরের কাগজে অ্যাত্তো বড় স্টোরি হয়, লোকে বগল বাজায় অর্কুটে-গুরুতে-ফেসবুকে। একজন কর্মচারী ইউনিয়নের নেতাকে গালাগাল করলে কিসু হত? মিডিয়া মুখ মুছে ঘরে চলে যেত।
    এগুলি কাজ করার কোনো সদিচ্ছা না, ঠিক তার উল্টোটা। কান্তি গাংগুলি যেমন। কোন এক ভোটের আগে (এবার নয়) ক্যামেরার সামনে একজন পুলিশ কর্মীকে সে কী ধমকানো রে বাবা ! জেনেগেণকে চোখে আঙুল দিয়ে দেখানো- আমি তোমাদেরি লোক, পুলিশের নই।
    এই কান্তিবাবুই এক প্রাইভেট হাসপাতালে জনৈক ডাক্তার মাঝরাতে তাঁর ঘুম ভাঙিয়ে চিকিৎসা করতে এসেছিলেন বলে হুমকি দিয়েছিলেন-জানেন , আমি কে? আমি চাইলে এক্ষুণি আপনাকে গ্রেপ্তার করতে পারি !
  • I | 59.161.186.6 | ২৮ মে ২০১১ ০০:৫০473509
  • গড়াই কি চাকরি ছেড়ে দিয়েছেন?
  • aka | 168.26.215.13 | ২৮ মে ২০১১ ০০:৫২473374
  • বিগাইয়ের সবকটা পোস্টে বড় হাতের ক দিলাম।
  • pi | 128.231.22.150 | ২৮ মে ২০১১ ০০:৫৯473375
  • ইন্দোদা, একজন কর্মচারী ইউনিয়নের নেতাকে গালি করলে কি এত সমালোচনাও হত ? এখানে তো সমালোচনা করেই টই খোলা হয়েছে। সংবাদপত্র , মিডিয়াতেও কি এটাকে প্রশংসা করে সব স্টোরি হচ্ছে নাকি।

    হ্যাঁ, কর্মচারীদের কাউকে এভাবে বল্লে বা শাস্তি দে্‌ল মিডিয়াও স্টোরি করত না। কারণ কর্মচারীদের এইভাবে বলাটা কানে লাগেনা। হাসপাতালের সুপারকে বল্লে লাগে।
    সেটাই বলতে চেয়েছিলাম।
    এভাবে বলাটা বাজে না, এত একবার ও বলিনি । মমতার বলার ভঙ্গি খারাপ, পোস্টে পস্ট লিখেছিলাম। কিন্তু তুমি বলে দিলে যে , মন্ত্রীরা করছেন বলে সেটাকে কুকম্ম বলা যাবেনা বলেছি।
  • pi | 128.231.22.150 | ২৮ মে ২০১১ ০১:০৮473376
  • আর একটা প্রশ্ন করি। এটা অনেকদিন ধরেই জানতে চাই।
    ভিতরের সমস্যাটা তোমরা বেটার বলতে পারবে।
    চতুর্থ শ্রেণীর কর্মচারীদের এহেন আচরণ নিয়ে ডাক্তাররা কিছু করেন না কেন ? সরব হন না ক্যানো ?
    তাঁদের তো যথেষ্ট ক্ষমতা আছে। অন্তত মিডিয়া ইত্যাদিতে এ নিয়ে মুখ তো খুলতেই পারেন।
  • Tim | 198.82.20.229 | ২৮ মে ২০১১ ০১:০৯473377
  • ইন্দোদার সাথে অক্ষরে অক্ষরে ক। 9 এর সাথেও। কাজটা যে উচিত হয়েছে সেটা এই পাতায় আসা যাওয়া করা কেউ কেউ অলরেডি বলেছেন। এবং এঁদের মধ্যে অনেকেই কর্পোরেট জগতের, প্রফেশনাল ডেকোরাম তাঁদের জানা থাকা সঙ্কেÄও বলেছেন। যাঁরা জানেন না তাঁরা তো আরোই সমর্থন করবেন। কারণ ঐটাই, ডাক্তাররা সফট টার্গেট।
    প:বঙ্গে কিন্তু হাসপাতালে রুগি মারা গেলেও ডাক্তারদেরই ঘেরাও করা হয়, গায়ে হাত দেওয়া হয়। চতুর্থ শ্রেণীর লোকজনকে কাজ না করার জন্য জনরোষের মুখে পড়তে হয়েছে এমন শোনা যায়নি।
  • Update | 117.194.33.104 | ২৮ মে ২০১১ ১০:২৫473378
  • Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:28May2011 -- 01:09AM

    হয়ত ডাইরেক্টলি কেউই কিছু বলে নি, কিন্তু মমতার দূর্ব্যবহারের যাস্টিফিকেশন অবশ্যই এসেছে।

    আসল ঘটনা হল রি-অর্গানাইজেশন চলেছে। সিপিএম হঠিয়ে নিজের লোক ঢোকানো। সবাই করে থাকে। যদিও মুখে বলা হয়েছে প্রশাসন ও দল আলাদা। কিন্তু তাও নিজেদের লোক ঢোকানো চলবে। অন্তত কড়া সিপিএম তাড়ানো চলবেই। এটা খুব একটা কিছু করার নেই। মূল হেলথকেয়ার সমস্যার সাথে এই ঘটনার সম্পর্ক ট্যানজেনশিয়াল অথচ প্যাকেজ করার চেষ্টা হচ্ছে সেটাই। এতে ক্ষতি বাড়ছে বই কমছে না।

    আমার মতন ভূক্তভোগীদের জ্বলছে। নটৌঙ্গী বিরক্তিকর।

    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:28May2011 -- 01:14AM

    দেখি তো!

    Name:IMail:Country:

    IPAddress:59.161.186.6Date:28May2011 -- 01:27AM

    প্রশ্নটাতো সহজ অর উত্তরও জানা। কিছু ডাক্তার বলেন না তাঁদের স্বার্থ জড়িত আছে বলে; আর একটা বড় অংশ বলেন না অশান্তির ভয়ে। এদের বিরুদ্ধে বলা মানে , মাইন্ড ইউ, পার্টির বিরুদ্ধে বলা। আর সোনার প: বঙ্গের যা অবস্থা দাঁড়িয়েছে, তাতে পার্টি মানেই সরকার। (দিদি এলে কিচ্ছুটি বদলাবে, এমন ভরসা পাই না। শুরুর যা নমুনা ! )যাঁদের এই ভয়টয় নেই তাঁরা দু-একপিস শহীদ হন অথবা ছত্তিসগড় যান।
    ঐ আকা'র কথাই ঠিক, সিপিএমের চামচা সরিয়ে দিদি'র চামচা ঢোকানো হবে।
    প্রসঙ্গত:, গত বছরই বোধ হয় পিজি'র ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো এন্টেরোলজি'র ডাক্তার শুভঙ্কর চৌধুরী ত্রিপুরার মন্ত্রী মানিক সরকারকে অন্য সাধারণ রোগীদের আগে দেখতে অস্বীকার করেছিলেন। মানিকবাবু তাতে তর্জনগর্জন অনেক করেছিলেন; কিন্তু শুভঙ্করবাবুর গায়ে আঁচড়টি পড়ে নি।
    দিদি সিপিএমেরো এককাঠি বাড়া।

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.150Date:28May2011 -- 01:36AM

    এই সব পদে এক পার্টির চামচা সরিয়ে আরেক পার্টির চামচা আনা হবে মানে তো ডাক্তারদের ও ইউনিয়ন আছে আর সেটাও পার্টির ধামাধরা। তাই না ?
    তোমার পোস্ট থেকেই মনে হল এইসব উচ্চপদ গুলি
    তো, উপরের পদে যারা আছেন, আর নিচের পদে, সবাই এক ই পার্টির লোক তো। তো, তাঁরা ( মানে সুপার স্তরের যাঁরা আছেন ) তাঁরা নিজের পার্টির লোকেদের ( চতুর্থ শ্রেণীর কর্মচারী, যাঁদের বিরুদ্ধে বলা মানে তুমি বল্লে, পার্টির বিরুদ্ধে বলা) ঠিকঠাক কাজ করার নির্দেশ দিতে পারেন না ?

    Name:IMail:Country:

    IPAddress:59.161.186.6Date:28May2011 -- 01:43AM

    পাইয়ের সারল্য দেখে অবাক হয়ে যাই। পার্টি যেন একটা মহা হায়ারার্কিময় তেল-খাওয়া মেশিন। তাহাতে যেন কাহারো কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। বাবু -কমরেড আর "ইস্টাফ আছি' কমরেড সকলেই এক সুশীতল বংশদণ্ডের প্রতাপে লালিত। (আমাদের গ্রুপ-ডি স্টাফগণ ও তাঁহাদের শালাজ-ভাতিজা-অতি গ্রামসুবাদ মাতামহ, সকলেরি হাসপাতালে ছিল অপ্রতিহত গতি। সকলেই ছিল "ইস্টাফ আছি'।)

    Name:IMail:Country:

    IPAddress:59.161.186.6Date:28May2011 -- 01:46AM

    তাছাড়া সবাই এক পার্টির লোক, এটা আবার কখন বললাম? ১২টা ২৯-এর পোস্ট দ্রষ্টব্য।

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.150Date:28May2011 -- 01:55AM

    সব কিছু ফোর্থ ক্লাশ স্টাফের দায়, ডাক্তার , সুপারদের কিছুই কিছু করার থাকে না, এই ওয়ান ডাইমেনশানাল ব্যাখ্যাতেও অবাক হয়ে যাই।

    Name:TimMail:Country:

    IPAddress:198.82.20.229Date:28May2011 -- 01:56AM

    সব কিছু ফোর্থ ক্লাস স্টাফেদের দায় এটাই বা কোন পোস্টে আছে?

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.150Date:28May2011 -- 02:06AM

    এই তো, আকাদার মডেলে এটা অন্য পার্টির চামচা সরুয়ে নিজের পার্টির চামচা ঢোকানোর প্রস মাত্র। তাহলে ধরে নিতে হয়, ড:গড়াই সিপিএম এর চামচা ছিলেন। সেজন্য ই কোপ টা তাঁর উপর পড়ল, তাই না ?

    তো, আর, ঐ অন্য দলদাস সরিয়ে নিজের দলদাসদের ডেরা তৈরি ই মমতার একমাত্র উদ্দেশ্য, এই থিয়োরী নাহয় মেনে নিলাম। কিন্তু তাইলে সেই থিওরী অনুযায়ী তো চতুর্থ শ্রেণীর ঘুঘুর বাসায় ও ঢিল ছুঁড়বেন উনি, কারণ তোমাদের কথামত তাঁরা মূলত: সব সিপিএম :)
    আর তাহলে, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সিপেইম নেতাকে উনি কিছুই কিছু বলবেন না, এই আশঙ্কাও অমূলক। :)

    Name:TimMail:Country:

    IPAddress:198.82.20.229Date:28May2011 -- 02:17AM

    পাই ইন্দোদার পোস্টটা দ্যাখো।

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.150Date:28May2011 -- 02:17AM

    বলা হয়েছে, এরাই হাসপাতালের সবচেয়ে বড় নুইসান্স। তাঁদের কর্মসংস্কৃতি ফেরানোর চেষ্টা বাদে বাকি কাজকম্ম শস্তা পপুলিজম।
    এঁদের কর্মসংস্কৃতি ফেরানোর উদ্যোগ নিয়ে আমার কোন আপত্তি নেই, অবশ্যই করা উচিত, কিন্তু অন্যদের কর্মসংস্কৃতি ফেরানোর উদ্যোগ নিলে সেটা কোন কাজের কথা না, কেবল শস্তা পপুলিজম, এটা মেনে নিতে আপত্তি আছে।
    দুটো জিনিশ ই কি একসাথে করা যায়না ?

    হাসপাতালের মেশিন কাজ করছে না ক্যানো, খারাপ হয়ে ক্যানো পড়ে আছে, রোগীকে কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে, আর ও বেডের ব্যবস্থা করা সত্তেও করা হচ্ছে না ক্যানো, এই প্রশ্নগুলি একজন সুপারকে করা অন্যায়, আর এই কাজগুলি কেবল চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দৌরাত্ম্যেই সুপাররা করে থাকতে পারেন না, এটা মানতেও আপত্তি আছে।

    আর, সবকিছুতে দলদাস ঢুকিয়ে এই এক ই অবস্থা চলতে দিলে তাই নিয়ে ও আপত্তি জানাবো।
    এখন নানা হাসপাতাল ঝটিকা পরিদর্শনে গিয়ে প্রশাসকদের তাই নিয়ে প্রশ্ন করাতে আপত্তিকর কিছু পাইনি।
    বলার ভঙ্গি আর শো কজ না ধরিয়ে এই গ্রাউণ্ডে সাসপেণ্ড করা আপত্তিকর লেগেছে, সেটা বলেওছি।

    Name:huMail:Country:

    IPAddress:12.34.246.72Date:28May2011 -- 02:32AM

    হাসপাতালের কথা কিছুই জানি না। তবে বাবা-মা শিক্ষকতার সাথে যুক্ত থাকার জন্য জানি চতুর্থ শ্রেনীর কর্মচারীদের ওপর শিক্ষক বা প্রধান শিক্ষকদের বিশেষ নিয়ন্ত্রণ থাকে না। ম্যানেজিং কমিটির ওপরেও থাকে না। বছরের পর বছর ম্যানেজিং কমিটি থেকে নির্দেশ আসে জোর করে পাশ করিয়ে দেওয়ার জন্য। সেটা না মেনে উপায় নেই। আর সেটা জানা থাকায় অনেক স্টুডেন্ট পড়াশোনা করার চাপটা নেওয়ার দরকার মনে করে না। এই কর্মসংস্কৃতি অন্যত্রও চলে এমন আশংকা অমূলক নয়। লাইন দিয়ে প্রধান শিক্ষকদের সাসপেন্ড করলেই পড়াশোনার হাল ফিরে যাবে মনে হয় না।

    Name:DuMail:Country:

    IPAddress:216.110.92.7Date:28May2011 -- 02:42AM

    ১:৪৬ মিস গ্যাছে

    Name:MmuMail:Country:

    IPAddress:93.9.77.229Date:28May2011 -- 03:31AM

    সবাইকে একটা কথা বলি-----
    ডা: গরাই যে ব্যাবহার করেছিলেন সেটা মমতার সাথে না প:ব:র মুখ্যমন্ত্রীর সাথে করেছিলেন ।
    অতএব ডা: গরাইএর মতো মানুষকে সমর্থন করবেন না। তাতে উন্নয়েনের কিছুই হবে না ।

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.150Date:28May2011 -- 04:04AM

    ম্মু, আপনাকে একটা প্রশ্ন করেছিলাম। দেখবেন।

    Name:ranjanroyMail:Country:

    IPAddress:122.168.217.234Date:28May2011 -- 04:19AM

    ম্মু,
    ডা: গড়াই মমতা দেবীর সঙ্গে কথা বলেছেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে তাতে কি এসে গেল?
    এমন কিছু বলেন নি যাতে কোন মহিলার প্রতি অসৌজন্য প্রকাশ পায়।
    আর কোন ব্যক্তিগত আক্রমণ তো করেন নি,প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর ভিজিটের ব্যাপার নিয়ে।
    ড: গড়াইয়ের বক্তব্যের কনটেন্ট ঠিক কি ভুল আলাদা প্রশ্ন, কিন্তু মুখ্যমন্ত্রী কিছু বললেই চুপ করে শুনতে হবে? নইলে কর্মসংস্কৃতি বিপন্ন, এ কেমন কথা!
    উনি কেমন মানুষ জানিনা। তাই ওনার মত""মানুষকে সমর্থন'' বা বিরোধের প্রশ্ন ওঠে না।
    এটুকু বুঝছি যে যখন মিডিয়া এবং আম জনতা মমতা দেবীকে নিয়ে ইউফোরিয়ায় ভুগছে তখন তাঁকে পাল্টা প্রশ্ন করতে অনেক গাটস লাগে।
    এখানে প্রশ্ন উঠেছে নতুন মুখ্যমন্ত্রীর বেনেভোলেন্ট প্যাট্রিয়ার্ক ইমেজটি নিয়ে।
    কোথায় যেন( অর্কুট বা ফেসবুকে) জনৈক সিপিএম সমর্থকের বক্তব্য দেখেচিলাম -----একজন অ্যাংকরের এত সাহস কি করে হয়?
    ( প্রসঙ্গ: তারানন্দে সুমন ও মন্ত্রী গৌতম দেব)।

    মুখ্যমন্ত্রী/মন্ত্রী/ বিধায়ক একজন নির্বাচিত জনপ্রতিনিধি। জনতার কাছে তাঁদের কাজকম্মের জন্যে দায়বদ্ধ।
    তাঁদের পাল্টা প্রশ্ন করা ব্লাসফেমি কেন হবে?
    ম্মু বরং খোঁজ নিয়ে দেখুন ড: গড়াই নিজের ডিউটি কেমন করেন, ডাক্তার হিসেবে কেমন? তার পর ওনার ব্যাপারে কর্মসংস্কৃতি নিয়ে কথা বলুন।

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.150Date:28May2011 -- 04:37AM

    শীর্ষস্থানীয় স্বাস্থ্যকর্তা থেকে শুরু করে চতুর্থ শ্রেণির কর্মী সকলে তটস্থ! ঘড়ির কাঁটা ধরে ঝপাঝপ কাজ হচ্ছে হাসপাতালে। ময়লা সাফ করে ফেলা হয়েছে। .... বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঝটিকা-সফরেই ভোজবাজির মতো বদলে গিয়েছে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজির (বিআইএন) শুক্রবারের দৃশ্যপট।

    http://anandabazar - unicode.appspot.com/proxy ? p=28swasth1.htm

    Name:achintyarupMail:Country:

    IPAddress:59.93.242.142Date:28May2011 -- 05:01AM

    শুধু কিছু জরুরী সার্জারি, যেগুলো শুক্রবার হওয়ার দরকার ছিল, হয়নি।

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.150Date:28May2011 -- 05:01AM

    এছাড়া, এসেসকেমেও শুনলাম চতুর্থ শ্রেণীর কর্মচারীর্দের নির্দেশ দেওয়া হয়েছে প্রতি আধ ঘণ্টা অন্তর বাথরুম পরিষ্কার করার।

    তো, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কিছু বলা হচ্ছে না, শুধু সফট টার্গেট হিসেবে ডাক্তারদের ধরা হচ্ছে, এ কথাটার কী বেসিস ?

    হুচি, হাসপাতালে সুপার কি এরকম কোনো ম্যানেজমেন্ট এর নাগপাশে আবদ্ধ ? এই তুলনাটা কি ঠিক চলে ?

    লাইন ধরে সুপারদের সাসপেণ্ড করে দিলেই অবস্থাটা ঠিক হয়ে যাবে, এরকম কোনো কথা কিন্তু আমি বলিনি।
    বরং এভাবে সাসপেণ্ড করানোতে আমার আপত্তির কথা জানিয়েছি।

    কিন্তু তাই বলে, এই সারপ্রাইজ পরিদর্শন মানেই নাটুকেপনা, শস্তার গিমিকবাজি , এর কোনো লাভ নেই, আর অন্য কিছু করা হচ্ছে না, এগুলো ও মানতে পারছিনা। সুপারকে হাসপাতালের দেখভাল নিয়ে চাপ দিলে কোন লাভ নেই, সেও মানতে পারছিনা।
    সুপারকে বলা হচ্ছে বলে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কিছু বলা হচ্ছেনা/বলা হবেনা। তাদের উপর কোন প্রভাব পড়ছেনা/পড়বেনা, এগুলো ও মানতে পারছি না।

    ম্মু র মত মমতাকে ভগবান বলে পুজো করা বা, আকাদা ও আরো অনেকের মত সবেতেই মমতার নাটকবাজির ভূত দেখা, আপাতত কোনোটাই করতে পারছিনা :)

    ও হ্যাঁ, আকাদার জন্য পরের পোস্টে একটি পেস্টিং আসিতেছে :)

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.150Date:28May2011 -- 05:05AM

    "এখানে সব নতুন করে শুরু করতে হবে। h ঐ হাসপাতালের সুপার তাঁকে জানান, তিনি ইতিমধ্যেই পূর্ত দফতরে পরিকল্পনা জমা দিয়েছেন। পাশে দাঁড়ানো সুব্রতবাবুকে দেখিয়ে মমতা তাঁকে বলেন, g পূর্তমন্ত্রী তো আমার পাশেই আছেন। আপনি পরিকল্পনার আনুমানিক খরচ কত, তা জানিয়ে চিঠি দিন। দ্রুত কাজ শুরু হয়ে যাবে। h

    মমতার এত ক্ষোভের কারণ কী?

    ক্ষোভ মূলত দু f টি কারণে।
    œ পরিকাঠামোর অভাব।
    œ যা আছে, সেটুকুকেও ব্যবহার না-করা।

    এসএসকীম হাসপাতালের মেঝেতেও উপচে পড়ে রোগী। অথচ তার কাছেই শম্ভুনাথে ৫০০ শয্যার অর্ধেকেরও বেশি খালি পড়ে থাকে। বাম জমানায় এই নিয়ে বহু বার আলোচনা হয়েছে। এসএসকীমের ভিড়ের কিছুটা শম্ভুনাথেও স্থানান্তরিত করার ব্যাপারে একাধিক পরিকল্পনাও তৈরি হয়েছিল। কিন্তু তার পরে বিষয়টি আর মোটেই এগোয়নি। পরিকাঠামোর দিক থেকে পিছিয়েই থেকেছে এই হাসপাতাল। পরিকাঠামোর উন্নয়নে কী কী করা যেতে পারে, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এ দিন সেই বিষয়ে সুপারের সঙ্গে আলোচনা করেন। কেন আইটিইউ নেই, তোলেন সেই প্রশ্নও। ঐ হাসপাতালের কোন অংশে নতুন ব্লক তৈরি করা যেতে পারে, সেই অনুযায়ী কী ভাবে শয্যা বাড়বে, সেই ব্যাপারেও আলোচনা হয়েছে।

    http://anandabazar - unicode.appspot.com/proxy ? p=28swasth2.htm

    aakaadaa , keebaktaby ?

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.150Date:28May2011 -- 05:10AM

    taai , Achintyada ? arektudetailsebolben ? timeseberieche ?
    tahalekiABPtelekhaeikathagulobanano ? seriouslyjantechaichhi.astropocharniyenaamdhamdiekonokagojjodiemnijalojyantomithyebale , taletosanghatik !!

    "তাঁকে সাসপেণ্ড করার পর শ্যামাপদবাবুর অস্ত্রোপচারগুলি এদিন ঠিকঠাক হচ্ছে কিনা, সে দিকে সকলের নজর ছিল। পরিস্থিতি বিচার করে প্রত্যেকটি অস্ত্রোপচার শেষ করার ব্যাপারে কড়া নির্দেশ দেন স্বাস্থ্যসচিব মানবেন্দ্রনাথ রায়। সকাল থেকে যুদ্ধকালীন ত্‌ৎপরতায় একের পর এক সেই অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা।

    যাঁদের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল তাঁরা হলেন সহদেব বিশ্বাস, অশোক দাস, সুমিত্রা দে, অমর ধাড়া, আব্দুল রফি মোল্লা, রজনী প্রধান এবং কামদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, একমাত্র কামদেববাবুর বাড়ির লোক চেয়েছিলেন, তাঁরা শ্যামাপদবাবুর কাছেই অস্ত্রোপচার করাবেন। বাকিরা অন্য চিকিৎসকদের হাতে অস্ত্রোপচারে রাজি হয়ে যান। বর্ধমানের মেমারির বাসিন্দা কামদেববাবুর মস্তিষ্কে টিউমার হয়েছে। এ দিন বেলা দেড়টা নাগাদ হাসপাতালে তাঁর আত্মীয়েরা জানান, অন্য কারও কাছে অস্ত্রোপচার করানো নিয়ে তাঁরা চিন্তাভাবনা করছেন। অন্য এক রোগী খাবার খেয়ে ফেলায় তাঁর অস্ত্রোপচার আগামী মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। "

    http://anandabazar - unicode.appspot.com/proxy ? p=28swasth1.htm

    Name:ranjanroyMail:Country:

    IPAddress:122.168.203.135Date:28May2011 -- 06:10AM

    আমি ম্যানেজমেন্টের ব্যাপারে খুব ভালো বুঝিনে। ছোট ব্যাংকের সামান্য অভিজ্ঞতা নিয়ে বলছি।
    আমাদের চেয়ারম্যান/ জেনারেল ম্যানেজার আউটপুট কম বা অন্য হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট প্রবলেম হলে ঝাড়টা রিজিওনাল ম্যানেজারদের দেবেন। রিজিওনাল ম্যানেজার সেই ঝাড়টা ব্রাঞ্চ ম্যানেজারদের মিটিংয়ে রিভিউ করে তাদের মধ্যে আনুপাতিক বন্টন করবেন। ম্যানেজাররা তাঁদের শাখার স্টাফদের। অর্থাৎ যে যাদের থেকে কাজ নেয়ার জন্যে রেসপন্সিবল।
    সেই হিসেবে মুখ্যমন্ত্রীর চিফকে ঝাড় দেয়া ঠিকই আছে মনে হয়। উনি কেন ডাইরেক্টলি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবেন? কেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ঝাড় দেবেন? সেই কাজ করার দায়িত্ব ড: গড়াইয়ের, মুখ্যমন্ত্রীর নয়। ছত্তিশগড়েও স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে এসে হাসপাতালের সাফ-সাফাই, ওষুধের সাপ্লাই ইত্যাদির জন্যে সি এম ও অথবা সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানকেই ঝাড় দেন।
    এখানে একটা ছোট প্রশ্ন আছে।
    যা ইন্দ্রডাক্তার তুলেছেন।
    যদি চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই মেসেজ পান যে হাসপাতালের ম্যানেজমেন্টের নেয়া অ্যাকশনের পেছনে সরকারের সক্রিয় সমর্থন আছে, দলের নেতাদের ধরে পার পাওয়া যাবে না, তবেই হাসপাতলের( বা যে কোন সরকারি বিভাগের) কর্মসংস্কৃতির উন্নতি হতে পারে। নইলে প্রধানেরা বলি কা বকরা হয়ে থাকবেন।
    কাজের কাজ কিছুই হবে না। এখানে তৃণমূল পার্টি ডাউন দি লাইন কর্মীদের কী নির্দেশ দিচ্ছে সেটা ধর্তব্য।

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.150Date:28May2011 -- 06:27AM

    রঞ্জনদা, চতুর্থ শ্রেণীর কর্মীরা সব তৃণমূলের হলে তবেই তো আপনার লাস্ট লাইনটা প্রযোজ্য, তাই না ?
    বাকিটা একমত।

    Name:MRMail:Country:

    IPAddress:76.185.100.9Date:28May2011 -- 07:43AM

    আনন্দবাজার যা বলে সব সত্যি। ওরা বলে দিলো আর আমরা জেনে নিলাম।

    Bytheway এটা বুঝলাম না কিছু লোকের অসময়ে মৃত্যু আটকাতে বিরোধী দলনেতারা চেষ্টা চালানোতে ওনাদের এতো গায়ে লাগছে কেন? আজকের খবর। উনি তো সবারই CMRepublican রাও এতটা ছোটলোক নয়।

    Name:kdMail:Country:

    IPAddress:99.38.123.8Date:28May2011 -- 08:24AM

    MR , বেশ ভালৈ তো চলছিলো। এর মধ্যে Republican দের নিয়ে আবার টানাটানি কেন?

  • SC | 24.3.17.103 | ২৮ মে ২০১১ ১১:৩৮473379
  • দুটো কথা। এক, অন টপিক, কাগজে পড়ে, আর আনন্দে এক ঝলক দেখে আমার মনে হয়েছে এটা মমতার ইগোট্রিপ। "আমার মুখে মুখে তর্ক করছে, সাহস কি", এরকম আচরণ। হয়ত গড়াই সিপিএম করা লোক বলে মমতাকে নাপসন্দ, একটু সেইজন্যে বিরক্ত হয়ে কথা বলছিলেন। কিন্তু বসের সঙ্গে খারাপ ব্যাবহারের জন্য শাস্তি একটা খারাপ নিদর্শন হয়ে থাকলো।

    তবে দুই, এবং খুব গুরুত্বপূর্ণ, মমতা যে হাসপাতাল, পুলিশ লাইন্স, এসব জায়গা পরিদর্শন করতে যাচ্ছেন, এতে আমি খুশী।
    বিগার পিকচার, মমতার হাত ধরে বাংলার রাজনীতি হেঁসেলের আটপৌড়ে জমানাতে প্রবেশ করল। মমতার সাথে কথা কাটাকাটি, শাস্তি এসব তো হলো মমতা হাসপাতালে গেলেন বলেই। ওনার আগে যিনি সরকার চালাতেন, সেই ভদ্রলোক তো এসব জায়গায় পদধূলি দেওয়ার প্রয়োজনই মনে করতেন না। ফিলিম ফেস্টিভালে ওনাকে দেখা যেত। ঘরে বসে মায়াকভস্কি, আর ফিল্ম ফেস্টিভাল মাড়ালে কারুর সাথে ঝগড়া, কথা কাটাকাটি, এসব হবার কোনো সিচুয়েশনই তৈরী হয় না। ফলে বাঙ্গালি এসব দেখতে অভ্যস্ত নয়।
    আমার জীবদ্দশায় যে দুজন মুখ্যমন্ত্রীকে দেখেছি, এরা দুজনই ভীষণ ডিস্ট্যান্ট, রিমুভড মনে হয়েছে। বামপন্থী আভিজাত্য নিয়ে নিজেদের অনেক দূরে সরিয়ে রেখেছিলেন বাঙ্গুর কিংবা পুলিশ লাইন্স থেকে। জ্যোতিবাবুর অতিআলোচিত সত্তর আমি দেখিনি, তবে নব্বইএর জ্যোতিবাবু এরকমই। চেম্বার অফ কমার্স, শিল্পপতিদের মিটিং, কিংবা নন্দন এসব ফ্যাশনেবল বিলাসী মধ্যবিত্তের হায়গায় এদের অবাধ বিচরণ। অথচ সরকারী হাসপাতাল, যেখানে যাওয়া মানুষের একটা বড় অংশ নিম্ন মধ্যবিত্ত (এটা আর ইলাবোরেট করলাম না) সেখানে কোনোদিন এদের গিয়ে হইচই,তর্কাতর্কি, ঝগড়া করা, কিংবা চুমু খাওয়া কোনোটা করতেই দেখা যায়নি।
    মমতা সেই সংস্কৃতি যে বাংলার রাজনীতিতে আনতে পারলেন, যেখানে মুখ্যমন্ত্রী দুমদাম হাসপাতালে ঢুকে পড়ছেন, এটার জন্য মমতাকে ধন্যবাদ। মমতা দীর্ঘদিন রাজনীতি করেছেন, মানুষের পালস বোঝেন। এবং স্বাস্থ্য ব্যাবস্থা নিয়ে এই যে হাহাকার, এটা কিন্তু উনি একদম ঠিকই বুঝেছেন। জানিনা করমন্ডলে বহুবার যাতায়াত করার ফলে এটা আমার আরও বেশী বায়াসড ওপিনিয়ন কিনা, কিন্ত বেহাল স্বাস্থ্যের কথা আমরা সকলেই শুনে শুনে কেমন যেন হাল ছেড়ে দিতে বসেছিলা। অথচ, সিপিয়েম দীর্ঘদিন নির্বিকার। জানিনা কেন। মার্ক্সসাহেবের পাঁজিতে লেখা ছিলো না নাকি এসব ছোটখাটো ব্যাপার জানবার প্রয়োজন মনে করতেন না।

    তো সে যাই হোক, আইডোলজি নিয়ে থিওরি কপচানো রাজনীতির থেকে "হাসপাতাল থেকে যেন রুগী না ফেরে দেখতে হবে" রাজনীতিতে উত্তরণকে অভিনন্দন। মমতা যতটা ভালো আন্দোলনের নেত্রী, ততটা ভালো প্রশাসক নন,অন্তত কেন্দ্রের মন্ত্রীত্ব দেখে তাই মনে হয়েছে। দেখা যাক কদ্দুর কি করতে পারেন। তবে সাধু উদ্যোগ। আমার মুখ্যমন্ত্রী মায়াকোভস্কি না বুঝলেও চলবে, হাসপাতালের মেশিন কাজ করছে কিনা সেটা নিয়ে খোঁজ রাখুন, এটাই কাম্য।
  • Mir | 59.90.135.107 | ২৮ মে ২০১১ ১৩:৫৯473380
  • তোবা তোবা, টইটা বেশ গড়গড়িয়ে চলছে।
  • Bratin | 117.194.98.42 | ২৮ মে ২০১১ ১৪:০৩473381
  • আচ্ছা আমি আরেকটা পয়েন্টার দিচ্ছি। এই বেহাল স্বাস্থ্য ব্যবস্থার মাঝখানে একটি হাস্পাতল সুন্দর কাজ করে চলেছে। চিকিৎসা হয় ঘড়ির কাঁটা মেনে, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ব্যবহার, অন্যান্য সমস্যা ও নেই। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। আমাদের এক সময়ের বিদ্যামন্দিরের অতি প্রিয় বিজন মহারাজ এখন দায়িত্বে। আমার ২ টো প্রশ্ন

    ১। যেটা মিশন পারে সরকারী হাসপাতাল তা কেন পারে না ?সেটা কী চতুর্থ শ্রেণীর সংঘঠন শক্তিশালী করতে দোয়ার পেছনে আমদের আপাত নিষ্ক্রিয়তা কাজ করে?
    ইন্দো ভালো বলতে পারবে।

    ২। তার মানে আমাদের সামনে সফল মডেল আছে? সেটা ইমপ্লিমেন্টশনের অসুবিধা কোথায়?

  • Bratin | 117.194.98.42 | ২৮ মে ২০১১ ১৪:০৫473382
  • এই 'নীপা' র সাথেই কি এবারের বই মেলায় ব্যাটে বলে হল?
  • Mmu | 93.9.77.229 | ২৮ মে ২০১১ ১৭:৪০473383
  • দেখুন-: ' দ্রুত ভোল বদল বাঙ্গুরের........'
    ranjan
    দা তাহলে সার্প্রাইজ ভিসিটে কাজ হয়!
    আমার এক বন্ধুর সাথে গতকাল টেলেফোনে কথা হচ্ছিল ডা: গড়াইএর ব্যাপারটা নিয়ে, বন্ধু বলছিল উনি খুব ভাল / বড় ডাক্তার, বন্ধুকে প্রশ্ন করেছিলাম ভাল ডাক্তার বলে কি নিয়ম / সৌজন্য সবকিছুর উর্ধ্বে ? বন্ধু উত্তর দেয় নি। (যদিও আমি বা আমরা কেউই ঐ সময় ওখানে ছিলাম না )।
    ranjanদা আপনি ঠিকই বলেছেন, একজন মুখ্যমন্ত্রী জনতার কাছে তার কাজ কর্মের কৈফিয়ত দিতে বাধ্য,আর ঠিক তেমনই একজন সরকারী কর্মচারীও মুখ্যমন্ত্রীর কাছে কৈফিয়ত দিতে বাধ্য , সে তিনি একজন ডাক্তার হোন বা চতুর্থ শ্রেনীর কর্মচারী (মুখ্যমন্ত্রীর জায়গায় মমতা হোন বা অন্য কেউ) ।

    pi আপনারও একটা ছবি দেবেন বাড়ীতে মমতার ছবির পাশে রাখব , :)
  • Mmu | 93.9.77.229 | ২৮ মে ২০১১ ১৭:৪২473385
  • "দ্রুত ভোল বদল বাঙ্গুরের " আ: বা: , 28/5
  • achintyarup | 121.241.214.38 | ২৮ মে ২০১১ ১৮:২৬473386
  • BINP-তে সার্জারি প্রসঙ্গে:

    আমারই আরেকটু খোঁজ নিয়ে লেখা উচিত ছিল। তবে বিভিন্ন সূত্রে যা জানা গেছে নিচে লিখছি।

    ১। স্বাস্থ্য সচিব কাল বলেছিলেন: অবস্থা স্বাভাবিক আছে। আজ দুটি সার্জারি হয়েছে।

    নাকি মোট ছ'টি সার্জারি হওয়ার কথা ছিল। একজন রোগীর বাড়ির লোক রাজি হননি ঘড়াইকে (গড়াই নয়) ছাড়া অন্য কাউকে দিয়ে অপারেশন করাতে। আরেকজন রোগী ভুল করে খেয়ে নিয়েছিলেন তাই তাঁর সার্জারি করা যায়নি। বাকি দুজনের কি হল বুঝলাম না।

    ২। টেলিগ্রাফ লিখেছে: “He (Ghorai) had six surgeries out of which four were done by other doctors. While one patient’s relatives had refused surgery by other doctors, another had taken food and so these had to be deferred,” said Pradip Mitra, the director of the Institute of Post Graduate Medicine and Research at SSKM Hospital, who was given additional charge of Bangur Institute.

    ছ'টা সার্জারি করার কথা ছিল ঘড়াইয়ের, মিত্রমশাই বলেছেন। দু'জনকে বাদ দিয়ে বাকি চারটি সার্জারি হয়ে গেছে। স্বাস্থ্যসচিব কিন্তু মহাকরণে অন্য কথা বলেছেন।

    টেলিগ্রাফ পত্রিকার ঐ রিপোর্টেই বলা হয়েছে: At least one surgery was done after an eight-hour wait.

    ৩। BINP-র পরিবর্তিত অবস্থা বিষয়ে টেলিগ্রাফের ঐ রিপোর্ট:
    http://www.telegraphindia.com/1110528/jsp/frontpage/story_14040964.jsp

    ৪। টাইমস অব ইণ্ডিয়াকে ঘড়াই ডাক্তার বলেছেন: I had six major operations lined up for Friday. I have been told that though the spine surgeries were conducted, the three critical brain surgeries did not take place.

    সে যাগ্গে, ঘড়াই তো নিজের কোলে ঝোল টেনে বলতেই পারেন।

    গতকাল টাইমস অব ইণ্ডিয়ার ফটোগ্রাফারের তুলে আনা ছবিতে দেখেছি BINP-র মেঝেতে, স্ট্রেচার বা বেডে নয়, শুয়ে আছে পেশেণ্ট, গাছতলায় শুয়ে আছে পেশেণ্ট, হাসপাতাল কম্পাউণ্ডের মধ্যে ঝাঁটা দিয়ে জড়ো করে পাতা পোড়ানো হচ্ছে।

    আনন্দবাজার কয়েকজন পেশেণ্টের নাম দিয়ে লিখেছিল তারা অন্য ডাক্তারকে দিয়ে অপারেশন করাতে রাজি হয়েছে। কটি অপারেশন হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু লেখা ছিল না।

    ঐ সংখ্যা নিয়ে আমি ব্যক্তিগতভাবে এখনও ধোঁয়াশায়। সবগুলি সার্জারি যদি হয়ে থাকে ঠিক সময়ে, তাহলে খুশি হব সত্যিই।
  • achintyarup | 121.241.214.38 | ২৮ মে ২০১১ ১৮:৪৩473387
  • আরেকটা কথা। হাসপাতালে হাসপাতালে দিদির সারপ্রাইজ ভিজিটে আমার পূর্ণ সমর্থন আছে। এর যথেষ্ট দরকার আছে মনে করি। কিন্তু বেশি লোকজন নিয়ে না গেলেই ভাল। এমনভাবে পরিদর্শনে যাওয়া উচিত যাতে রোগীদের এবং চিকিৎসকদের অসুবিধা না হয়।
  • Mmu | 93.9.77.229 | ২৮ মে ২০১১ ২০:১৭473388
  • achintyarup আপনার কথায় পূর্ন সমর্থন।
  • Ishan | 117.194.36.92 | ২৯ মে ২০১১ ০০:০১473389
  • সরকারি হাসপাতালে ভিড় হলে চিকিৎসার অসুবিধে হয়? চিকিৎসকদের সুবিধের জন্য সর্বক্ষণ হাসপাতাল খাঁখাঁ করে বলে তো দেখিনি। :)

    scর সঙ্গে আমি একমত। শোকজ ইত্যাদি না করে সাসপেন্ড করাটা নি:সন্দেহে একটা বাজে নজির হয়ে থাকল। এর রিপিটেশন না হলেই ভালো হয়।

    কিন্তু বিমূর্ত আইডিওলজি তত্ব আর পরিসংখ্যান কপচানো (আগের স্বাস্থ্যমন্ত্রী তো স্রেফ পরিসংখ্যান আওড়ানো ছাড়া আর কিছু করেছেন বলে শুনিনি) থেকে নেমে এসে সিধে হাসপাতালে সারপ্রাইজ ভিসিট, এর চেয়ে সাধুবাদযোগ্য আর কিছু হয়না। এমন ভিসিট আরও হোক।
  • nandini | 59.93.219.61 | ২৯ মে ২০১১ ০১:১৮473391
  • আমার এক সরকারী চাকুরে বান্ধবীকে ফোন করে বললাম - সামনের সপ্তাহে কাজ আমার কিছু কম আছে, লাঞ্চ করতে যাবি? (এমনিতে সে আমাকে যেতে বলে, আমি সময় পাই না।) সে বলল - না রে, এখন আর ওরকম বেরোনো যাবে না, কখন আবার মমতা এসে পড়বে ডিপার্টমেন্ট-এ। :D

    শুনলাম নাকি এখন দশটা পরের ট্রেন গুলো ফাঁকা যাচ্ছে, যেগুলো তে আগে সরকারী কর্মচারীরা অপিস যেত। জিও মমতা।
  • SC | 24.3.17.103 | ২৯ মে ২০১১ ০২:৪৯473392
  • বাবার কাছেও একই গল্প শুনলাম। মহাকরণে কোনো একটা কাজে গিয়েছিলো, বলল এখন পাঁচটার সময়তেও নাকি মহাকরণে সকলে অফিসে বসে আছে, আগে যেখানে চারটের পরে খাঁ খাঁ করত। আগে যেরকম "চলুন দাদা একটু চা খেয়ে আসি" করে লোকে হুটহাট বেরিয়ে পড়ত, এখন অফিসার, কেরানী কেউ নাকি চেয়ার থেকে নড়ছে না অফিসটাইমে। যদি হঠাৎ কেউ এসে খোঁজ করে, সেই ভয়ে।

    রুটির সাইড পালটে এইটুকু লাভ হয়ে থাকলে খুব ভালো হয়েছে। আশা করি এটা এখন কয়েকদিন চলবে। আর শুধু তাই নয়, মমতার পিছনেও যদি ভয় থাকে পাঁচ বছর পরে গণেশ ওল্টাতে পারে, তাহলে এটা বেশ অনেকদিনই চলবে।
  • Mmu | 93.9.77.229 | ২৯ মে ২০১১ ০৩:০২473393
  • এই মাত্র প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের সাথে "নিউজ টাইমের" অর্কপ্রভর interview দেখলাম । দেখে বিশ্বাস হচ্ছিল না, সত্যি ?????
    গৌতম বাবু কি অপ্রকিতিস্থ (নেশা করে) ছিলেন ?
    যদি কেউ দেখে থাকেন তাহলে বলবেন । আমার কিন্তু ওনার কথা শুনে আর ওনার বডি ল্যংগুয়েজ দেখে তাই মনে হয়েছে । আপনাদের কি মনে হয়?
    আমি নিউজ টাইমের অর্কবাবুর কাছথেকেও জানব ব্যাপারটা।
  • Mmu | 93.9.77.229 | ২৯ মে ২০১১ ০৩:২৯473394
  • http://www.anandabazar.com/29med1.htm এই ঘটনার পরে কমরেড কি বলবেন ?
    এর পরে যদি বিরুপ ঘটনা (প্রতিহিংসা) ঘটে কি বলবেন কমরেড ? তখন মাইক নিয়ে পাড়ার মোড়ে মোড়ে পথসভা করবেন তাই না ?
    ঠিক এরকমটাই করেছিলেন ১৯৭১ সালে।
  • til | 136.153.2.6 | ২৯ মে ২০১১ ০৭:৩০473396
  • ডাক্তার আই এর বক্তব্যের প্রসঙ্গে:
    হাসপাতালের সুপার বা GM ডাক্তার হতে হবে এমন কোন বাধ্যবাধকতানা থাকাটাই ভাল। ডাক্তার হলে ভাল, না হলে আপত্তি নেই। অর্থনীতিতে PhD অর্থমন্ত্রী হলে যে সফল হবেন না তার প্রমাণ তো আমরা দেখেছি।
    আমি যেসব হাসপাতাল বিদেশে দেখেছি, তার CEO সবই অ্যাডমিনিস্ট্রেটর; আজকাল তো শুনি Hospital mgt. এর ওপর MBA কোর্সও হয়েছে।
    --
    নার্স ও চতুর্থশ্রেণীর চিকিৎসার মেরুদন্ড; ভাল সার্জারীর পর কেয়ার যে কি গুরুত্বপূর্ণ তা সকলেই জানেন।
    --
    প্রসঙ্গত: আমার এক বন্ধুর সম্প্রতি স্ট্রোক হয়, ধীরে ধীরে সেরে উঠছেন। ডাক্তাররা তো বটেই, নার্স ও ফিজিও দের সহযোগিতার কথা বলে শেষ করা যাবে না। গত চার মাস ধরে হাসপাতালে, এখানে চতুর্থ শ্রেণী বলে কিছুই নেই, General Duty Officer তাদের পদ। এদেরও তো মাঝে সাঝে স্ট্রাইক হয়, কিন্তু কাজে অবহেলা? "Duty of care" এ অবহেলা করলে আইনের চোখে তা অপরাধও বটে।
    --
    আর ব্রতীন যা বলেছে, এক্কেবারে ক। রামকৃষ্ণ মিশনের হাসপাতালে তো আমরা/ আপনারাই তো চাকরী করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন