এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ড: এস পি গড়াই এর ওপর দিদিগিরি .

    Biplab Pal
    অন্যান্য | ২৭ মে ২০১১ | ৯৬০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.97.171 | ২৭ মে ২০১১ ১০:০৩473435
  • এও ঠিক না। ও ও ঠিক না।
    কিন্তু আপনি ঠিক সেটা কীকরে ঠিক হল কমরেড ?
    আর ঠিক না হলে অন্যেরা ঠিক নয় , তাও ঠিক হতে পারে না। ঠিক কিনা ? :)

  • aka | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ১০:১১473436
  • ঠিক ভুলের ব্যপারই না, ব্যক্তিগত অভিজ্ঞতা। কলকাতা থেকে ৪০ কিমি দূরত্বে সকাল পাঁচটায় হার্ট অ্যাটাক হলে চিকিৎসা শুরু হয় বিকেল ছটায়। এই সমস্যা যদি শুধু বাঙুরের কোথায় খাট পাতা হবে তাতেই সমাধান হয়ে যায় তাহলে দেখতে রাজি আছি।

    কথা হল কোথাও সারপ্রাইজ ভিজিট করা মানেই কি লং টার্ম গোলের জন্য কাজ হচ্ছে না? এখানেই ম্যানেজমেন্টের খোপ। আজ এই মুহূর্তে উনি যে খোপে রয়েছেন তাতে খুব আশা নেই। এবং উপদেষ্টা মণ্ডলীর খুব কিছু কথাবার্তা শুনবেন তাও মনে হয় না। কারণ ওনার কনসিসটেন্ট অটোক্রেটিক ব্যাভার।
  • Update | 72.83.97.171 | ২৭ মে ২০১১ ১০:৪৯473437
  • Name:arindamMail:Country:

    IPAddress:14.139.193.50Date:27May2011 -- 10:10AM

    যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ সবসময়ই তাই ...

    ১)ঝটিকা সফর ভালো। নিজের চোখে সমস্যা দেখা ভাল।

    ২)আবার সম্পূর্ণ কথোপকথন পড়ে মনে হয় গনতান্ত্রিক পরিকাঠামোয় "সহকর্মী' বা সহযোদ্ধা শব্দগুলো ব্যবহার করতে শিখেছি কিন্তু তাকে অন্ত:করণ দিয়ে গ্রহণ করতে শিখিনি ...
    চেয়ারের ক্ষমতায় মানুষকে "মানুষ' মনে করতে ভুলে যাই, ভুলে যাই সব মানুষেরই একটা প্রপ্য সম্মান আছে।

    মমতার ১ নং কাজ ভাল, ২) নং কাজ অত্যন্ত খারাপ
    ________________________________________

    Name:MMail:Country:

    IPAddress:59.93.196.77Date:27May2011 -- 10:11AM

    আমি কিছু না বুঝেই কিছু বলে যাবো, গড়াই বাবুর ডিটেইলস জানিনা , তাই বেশি কিচু কইতে পাচ্চিনা, কিন্তু দিদিকে বেশ ভালোবেসেই ফেলছি, আর তা এই ছিটেলপনার জন্য, বাঙুর আমি নিজে দেখেচি,কি অবস্থা হসপিটালটার, দিদি আরো কয়েকটা বড় চাঁইয়ের কান মুলে দিয়ে আসতে পারতো, হবে, এই ছোটাছুটিতেই কাজ হবে।অআচ্ছা দিদিকে চিরকাল যেভাবে দেখা গেছে আজ ও সেভাবে দেখা যাচ্ছে, এথেকে এটা ওনার নাটুকেপনা নয়, বেসিক নেচার এটা ভাবা কি খুব কঠিন? আমি রিয়েলি এই তুঘলকি কারবারের জন্যই দিদিকে লাইকিয়ে গেলাম। যাই বলো বাপু।
    ________________________________________

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:27May2011 -- 10:13AM

    কিন্তু আমাগো ডাগদার গেল কই ? সে কিছু কয় না ক্যান ?
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:72.83.97.171Date:27May2011 -- 10:14AM

    ভুল টা হচ্ছে তোমার অ্যানলিসিসে 'শুধু' কথাটা জুড়ে।
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:72.83.97.171Date:27May2011 -- 10:14AM

    বম্মার পোস্টটাকে লাইকিয়ে গেলাম :)
    ________________________________________

    Name:tilMail:Country:

    IPAddress:210.193.178.129Date:27May2011 -- 10:15AM

    সরাকারী স্বাস্থ্য পরিষেবার বেহালের ফলেই না সরকারী কর্মচারীদের জন্যেবেসরকাকারী ব্যব্‌সথর অনুমোদন দেন ভূতপূর্ব সরকার!
    পাইদি কে ক। সিম্পিল সমস্যাগুলো দূর করলেই পরিষেবার অনেকটাই উন্নতি হবে- জথা দালালের উৎপাত বন্ধ করা।
    আচ্ছা এই যে সব গুরুবন্ধুরা লিখছেন এদের মধ্যে কজন নিজে বা তাদের পরিজনের জন্যে সরকারী হাসপাতালের দ্বারস্থ হয়েছেন?
    তবে হ্যাঁ, যদি আইন না মেনে কাউকে সাসপেন্ড করা হয়ে থাকে তবে তাকে সমর্থন করিনা। অবশ্য আমাদের তো কাগজই ভরসা, আসলে কি ঘটেছে খোদায় মালুম।
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:72.83.97.171Date:27May2011 -- 10:21AM

    আকাদা, তোমাদের ম্যানেজমেন্টে তো ঘটনা ঘটার পর মডেলে ফিট করা হয়। তাহলে আর এক্সিটিং মডেলে ফিট করানোর চাপ নিচ্ছো ক্যানো ? ক'দিন যেতে দাও। কেমন কী দাঁড়ায় দেখে নাও। তারপর সেই মত মডেল বানিয়ে নাও। আর তারপর তাতে দিদিকে খাপে খাপ ফিট করিয়ে নাও। আমরা পারফেক্টো বলে হাত্তালি দেবো :)
    ________________________________________

    Name:tilMail:Country:

    IPAddress:210.193.178.129Date:27May2011 -- 10:23AM

    ধ্যুস, এখনই আমার কম্প্যুটারে গন্ডোগোল।
    বরমকে আমিও লাইকিয়ে গেলাম। জেমন রোগের যেমন ওষুধ! আমি লাইনে দাঁড়িয়ে থাকবো, রোগী ব্যথায় কষ্ট পাবে আর ওদিকে নার্সদিদি পুজোর বাজারের গল্প করবেন; যদি এই অবশ্‌থায় কাউকে পড়তে হয় তখন মনে হবে দিদি যা করেছেন বেশ করেছেন!
    চাচীর ঝোলে তো জায়গায় জায়গায় ঝাল হয় ন!
    ________________________________________

    Name:quarkMail:Country:

    IPAddress:202.141.148.99Date:27May2011 -- 10:31AM

    তবে "টপ ডাউন" এর চেয়ে "বটম আপ" অ্যাপ্রোচটাই বোধ হয় বেটার ছিল। মানে বলতে চাইলাম ঐ নার্স দিদি, পিয়ন, কিম্বা ঝাড়ুদারের অসহযোগিতার অবশান ঘটানে সুপারকে সাসপেন্ড করে "ঝিকে মেরে বৌকে শেখানো"র চেয়ে সোজাসুজি নীচের দিক থেকে ঘুঘুর বাসাটা ভাঙার চেষ্টা কল্লে ভালো হত না? এরা কি সবাই উর্ধ্বতনদের কথা শুনে কাজ করে?
    ________________________________________

    Name:kallolMail:Country:

    IPAddress:220.226.209.2Date:27May2011 -- 10:32AM

    কোন আইন মানা হয়েছি কি হয়নি, সেটার চেয়েও বড় কথা ড: গড়াইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নি। এটা অন্যায়। মমতার হারুণ-আল-রসিদ লক্ষণের খারাপ দিক। অনেকে অবশ্য এটা পছন্দ করবে, বিশেষ করে ভুক্তভোগীরা। কিন্তু আত্মপক্ষ সমর্থন করতে না দিয়ে শাস্তি দেওয়া অন্যায়।
    আজ ওনার মমতার সাথে দেখা করার কথা। আশা করি সেটা উনি করবেন ও ওনার যা বলার আছে বলবেন।
    ব্যাক্তিগতভাবে আমি মনে করি হাসপাতালের অব্যবস্থার জন্য প্রাথমিকভাবে হাসপাতালটির মাথা হিসাবে উনিই দায়ী। কিন্তু তা বলে মুখ্যমন্ত্রী হাতে মাথা কাটবেন তা মানা যায় না। কারন সব সময় সুপার জাতীয় লোকেদের হাতে সবকিছু থাকে না। পিজিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একাংশ শুওর পুষতেন। সেটা প্রশান্তবাবুর আমলেই ধরা পরে। তারপর অনেক কাল গেছে কিন্তু হাল ফেরেনি, তার পুরোটার জন্য শুধু সুপার দায়ী নন।
    ড: গড়াই ব্যাক্তিগতভাবে কতটা ভালোমানুষ তাই দিয়ে কোন কিছ মাপা যায় না। তেমনি হারুণ-আল-রসিদগিরির এই হঠকারীতাও সমর্থনযোগ্য নয়।
    ________________________________________

    Name:quarkMail:Country:

    IPAddress:202.141.148.99Date:27May2011 -- 10:33AM

    নাকি হাসপাতাল সুপার, ডিএম কি পুলিশ সুপার সফট টার্গেট ছিল বলির পাঁঠা হওয়ার ব্যাপারে, সেটা রয়েই গেল?
    ________________________________________

    Name:lcmMail:Country:

    IPAddress:69.236.175.29Date:27May2011 -- 10:33AM

    কিন্তু, ইয়ে মানে, দিনে একটা করে সারপ্রাইজ ভিজিট দিলেও .... এত জায়গা কভার করা ... একটা সারপ্রাইজ ভিজিট দপ্তর হলে ভাল হয়, যেখানে অনেক মমতার ডামি রিক্রুট করা হবে ... রোজ তারা রাজ্য জুড়ে র‌্যান্ডমলি নানা জায়গায় হাজির হবে ...

    মিডিয়ার লোকেদের ঝামেলা বেড়ে যাবে .... কাঁধে ইয়া দামড়া ক্যামেরা, হাতে মুগুর সাইজের মাইক নিয়ে তেনারা পাগলের মতন সারপ্রাইজের ভিজিটের সন্ধানে ঘুড়ে বেড়াবেন, আর, খবর পেলেই ঝাঁপিয়ে পড়ে সেখানে হাজির হবেন ... সেই খবর মিডিয়ায় আসার কয়েক ঘন্টার মধ্যে বিপ্লব পাল নতুন টই থ্রেড (ওয়ান পার ভিজিট) খুলবেন (ভাটে ডিডিস্যর যেমন বলেছেন) ... ফেসবুকের পোল রেজাল্টের লাইভ আপডেট দেবেন ....

    উফ ! রোমাঞ্চকর ....
    ________________________________________

    Name:quarkMail:Country:

    IPAddress:202.141.148.99Date:27May2011 -- 10:35AM

    যাক বাবা! বেজায় ভয়ে ভয়ে ছিলাম।
  • quark | 202.141.148.99 | ২৭ মে ২০১১ ১০:৫২473438
  • 1. http://tinyurl.com/3v4c3cl

    এখানে বলছে :

    West Bengal chief minister Mamata Banerjee's surprise visit to a state-run hospital on Thursday led to a sharp exchange with its head who was later suspended for objecting to the presence of the media which followed her in.

    State-run Bangur Institute of Neurology director SP Gorai was suspended on the charge of non-cooperation and indecent behaviour, state secretariat sources said.

    2. http://tinyurl.com/3q8395x

    এটাও "মনে হ'ল" একই রকম বলছে।
  • tatin | 210.212.18.226 | ২৭ মে ২০১১ ১০:৫৬473439
  • ফেসবুক থেকে

    PunyabrataGoon:

    MamataBanerjeesuspendedBINdirectorDr.ShyamapadaGhoraionyesterday.
    Thegovthospitalsareinshambles, manyofthedoctorsandstaffarecorrupt, patientsaresuffering.Butdemocraticnormsshouldbefollowed.DrGhoraishouldhavebeengivenachargesheetandachancetopresenthiscase.
    AndtheCMshouldnotfollowedbyalargecontigentofmediapersonsinthewards, opdsordiagnosticfacilities.
  • kallol | 220.226.209.2 | ২৭ মে ২০১১ ১১:০১473440
  • যা ব্বাবা, আমার, কোয়ার্কের, তিলের পোস্ট উড়ে গেলো।
    কি আর করা, আবার লিখি।
    আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোন শাস্তি দেওয়া অন্যায়। ড: গড়াইকে আজ ডাকা হলো। উনি অপারেশন সেরে যাবেন। ওনার কথা না শুনেই সাসপেন্ড করা হাজারবার অন্যায়। এটা মমতার হারুণ-আল-রসিদ লক্ষণের খারাপ দিক। মুখ্যমত্রী বলে কারুর হাতে মাথা কাটার অধিকার জন্মায় নি।
    ব্যাক্তিগতভাবে আমি মনে করি কোন প্রতিষ্ঠানের অব্যবস্থার জন্য প্রথম দায়ী, তার উচ্চতম কতৃপক্ষ। ঐ হাসপাতালটির অবস্থা আমি ৬ বছর আগে দেখেছি। এক কথায় রোগী ও তার স্বজনের বিভিষীকা। কিন্তু যে যতবড় অপরাধীই হোক না কেন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।
    আমি জানি ভুক্তভোগীরা এই কাজকে দুহাত তুলে সমর্থন করবেন। তাদের সে কাজ করার যুক্তিও আছে। আমাদের দেশে বড় কত্তাদের গায়ে হাত পড়ে না। তদন্ত-টদন্ত ম্যানেজ করে শেষ-মেষ চুনোপুটিদের ঘাড়ে কোপ পড়ে। অবস্থা পাল্টায় না।
    কিন্তু সবসময়েই কি চূড়ান্ত কিছু হতে হবে। হয় প্রকৃত দোষী শাস্তি পাবে না, নয় হাতে মাথা কাটা যাবে!!
  • pi | 72.83.97.171 | ২৭ মে ২০১১ ১১:০৩473441
  • কল্লোলদা, আপডেট দেখুন।

    আর হ্যাঁ, আপনাকে ক।
  • pi | 72.83.97.171 | ২৭ মে ২০১১ ১১:০৫473443
  • বিপদা, ড: গড়াই কতটা ব্যতিক্রমী মানুষ তা যখন জানেন ( হতেই পারেন, তা নিয়ে প্রশ্ন করছিনা), তখন বাঙুর হাসপাতালের অবস্থা নিয়েও আপনার জানা আছে বলেই মনে হয়।
    একটু সেটা নিয়ে লিখবেন ? :)

  • quark | 202.141.148.99 | ২৭ মে ২০১১ ১১:০৫473442
  • আজ্ঞে যখন "বড় কত্তা" দের কিছু করার থাকেনা, তখন তাঁরাই তো আসল "চুনোপুঁটি"। আপনার আগের পোস্টেও তো তাই বল্লেন, নাকি?
  • pi | 72.83.97.171 | ২৭ মে ২০১১ ১১:০৯473445
  • কিন্তু রিডিফের খবরটা তাহলে ভুলভাল ?
    এই যে কীসব সব প্রিন্সিপাল দের নিয়ে মিটিং অ্যাটেন্ড না করা নিয়ে লিখলো ....তবে, টেলিগ্রাফের সাংবাদিক, দেখা যাচ্ছে, দিদির সবচে বেশি কাছে যাবার সুযোগ পেয়েছিলেন।:)
  • Biplab Pal | 72.81.226.222 | ২৭ মে ২০১১ ১১:৩৪473446
  • @Pi

    WhyinBangur? IsthereanyGovt.hospitalwhichisworthcallingahospital?

    EvenCPMleadersdonotgothere.HealthisthebiggestfailureofLFgovt.Thereisnodoubtaboutit.ButwhyDrGoraishouldpaythepriceforLFfailure?? WhynotAshimandSuryakanta?
  • kallol | 220.226.209.2 | ২৭ মে ২০১১ ১১:৩৫473447
  • কোয়ার্ক।
    কিন্তু প্রথম দায়িত্ব উচ্চতম কতৃপক্ষের। তাই অব্যবস্থা থাকলে তকে শাস্তি পেতেই হবে। অন্য যারা দায়ী তাদেরও শাস্তি পেতে হবে। কিন্তু সকলের ক্ষেত্রেই আত্মপক্ষ সমর্থনের পর, বিচারে/তদন্তে অপরাধী সাব্যস্ত হলে তবেই শাস্তি। বিচার/তদন্ত চলাকালীন সাসপেন্ড থাকতেই পারেন সংশ্লিষ্ট অভিযুক্ত/রা, যাতে তারা সাক্ষীদের প্রভাবিত না করতে পারেন, পদের সুযোগ নিয়ে তথ্য হাপিশ করতে বা বিকৃত না করতে পারেন। কিন্তু সেটা বিচার/তদন্ত চলাকালীন, তার আগে নয়।
  • quark | 202.141.148.99 | ২৭ মে ২০১১ ১১:৪৯473448
  • বেশ তাহলে সবচেয়ে "উচ্চ" কর্তৃপক্ষ (সরকার) কে তো মানুষই সরিয়ে দিয়েছেন। এবার তার নীচে যাঁরা আছেন তাঁদের "প্রথম" শাস্তি হোক। দেখা যাক কোথায় গিয়ে থামে।
  • arindam | 14.139.193.50 | ২৭ মে ২০১১ ১২:১৩473449
  • কল্লোল দাকে
    ক্ক দিলাম।
  • Manish | 59.90.135.107 | ২৭ মে ২০১১ ১২:১৪473450
  • আমার একটা ব্যাপার দেখে মজা লাগছে যে প্রতিদিন সকালে টই খুললে দেখতে পাই বিপ্লব বাবু মমতাকে নিয়ে একটি নতুন সুতো খুলেছে।সুতো খুলেই উনি হাওয়া হয়ে যান আর বাকি আমরা সেই নতুন বিষয় নিয়ে আকচা আকচি করতে থাকি।:-))
  • saikat | 202.54.74.119 | ২৭ মে ২০১১ ১২:২৬473451
  • মণীশবাবু বুঝলেন না !

    টইগুলো সব দিদির "নাটক"-এর রিভিউ। :-)
  • nyara | 203.110.238.17 | ২৭ মে ২০১১ ১২:৩২473452
  • আমি আকার সঙ্গে একমত। ম্যানেজমেন্টের নিয়ম মেনে কিছু করা হয়নি। অন্তত: ২০ পাতার পিপিটি না হলে কোন সিদ্ধান্ত সিদ্ধান্ত নয়, এ কথা সবার জানা উচিত। এছাড়া 'স্ট্র্যাটেজি', 'প্যারাডাইম', 'সিনার্জি' এই শব্দগুলোও অনুপস্থিত।

    ম্যানেজমেন্ট জিন্দাবাদ।
  • kallol | 220.226.209.2 | ২৭ মে ২০১১ ১২:৩৯473453
  • কোয়ার্ক।
    এটা ""দেখা যাক""এর ব্যাপার নয়। মমতা যে পদ্ধতিকে অপারেট করেন, সেটা এরকম ইম্পালসিভ। ঐ যে বল্লাম হারুণ-আল-রসিদ বা বিক্রমাদিত্য লক্ষণ। কিন্তু শেষ পর্যন্ত দোষী খুঁজতে খুঁজতে প্রতিষ্ঠানই সাফ। সেটা করতে গেলে বিপদ। তাই মাথায় মেরে বাকি শরীর কে বার্তা দেওয়া যেতেই পারে।
    তবে এইসব হাসপাতাল, সরকারী অফিস ইত্যাদির অব্যবস্থা পাকাপাকি দূর করতে অন্য দাওয়াই দরকার। কোথাও হৃদয় পরিবর্তন দরকার। বাংলায় যাকে মাইন্ড সেট চেঞ্জ।

    আমি আবারও বলছি শাস্তির এই পদ্ধতি অন্যায়। কিন্তু শাস্তি না পেয়ে পার পাইয়ে দেওয়া, আরও খারাপ। যে লোকগুলো ৬৯-৭৭ বেআইনীভাবে মানুষ মারলো, বর্বরচিত অত্যাচার করলো, তারা পার তো পেয়েই গেলো, উল্টে তাদের পদোন্নতি হলো - এর ক্ষমা হয় না। মমতারটা পদ্ধতিগত ভুল এবং নিন্দার যোগ্য। অন্যটা ক্ষমাহীন অপরাধ।

    আমার ধারনা এই যে মিডিয়ার লাফঝাপ, এবং সে কারনে যেখানে মমতা যাবেন সেখানে বিশৃঙ্খলা হবে, এটা এড়াতে এরপর বোরখা পরেও যেতে পারেন মমতা। এনিওয়ে মিডিয়ার প্রচারতো পাওয়াই যাবে।
  • kallol | 220.226.209.2 | ২৭ মে ২০১১ ১২:৪৯473454
  • কোয়ার্ক।
    আপনার প্রথম লাইন সরকার কে সরিয়ে দেওয়া ইত্যাদি। অ্যানালজিটা ঠিক হলো না। সরকার আর হাসপাতাল এক ব্যাপার নয়। ওখানে পোলিটিকাল অ্যাপয়েন্টিরা নিজে থেকেই সরে যান, বা আনুগত্য বদল করেন বা ঘাড় ধাক্কা খান। তাই নিয়ে বিশেষ উচ্চবাচ্চ্য হয় না, ওগুলো "ধরে নেওয়া হয়"।

    এরা তো বলছে সাঁই বাড়ির সাথে সাথে ছোট আঙ্গরিয়া, এমনকি কশীপুর-বরানগরের কেসও রিওপেন করবে। এদের পক্ষে কাশীপুর-বরানগর রিওপেন করা সুইসাইডাল। কি জানি!! তা যদি হয় তো সাংঘাতিক।
  • quark | 202.141.148.99 | ২৭ মে ২০১১ ১২:৫৯473456
  • কল্লোলদা,

    তার মানে আপনি 10:32 AM এ যা লিখেছিলেন ("সব সময় সুপার জাতীয় লোকের হাতে সবকিছু থাকে না। পিজিতে চতুর্থ শ্রেণীর ....." ইত্যাদি) সেটা মেনে নিয়েও বলছেন "মাথায় মেরে বাকি শরীরকে বার্তা দেওয়া যেতেই পারে" ?

    পরের পোস্টের বিষয়ে:

    আপনার আর আমার কথা বলার ধরণে পার্থক্য থাকবেই। আপনি রাজনৈতিক পড়াশোনা (থিওরি এবং প্র্যাকটিক্যাল) করা মানুষ, আর আমি পাতি ভোটার। পাতি ভোটারের চোখে ব্যাপারটা এই রকম : দিনের পর দিন হাসপাতালে পরিষেবা পাওয়া যায় না। নার্স দিদি যন্ত্রণাকাতর রোগীকে লাইনে দাঁড় করিয়ে রেখে পুজোর বাজারের গল্প করেন, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ট্রলি ঠেলে নিয়ে যাওয়ার জন্যে টাকা চায়। এই সবই হচ্ছে "উচ্চতম কর্তৃপক্ষ" সরকারের চোখের সামনে। তাই অন্য সরকার আনা, যারা এই সমস্যার সমাধান করতে পারবে। এবার সেই সরকার এসে দেখল এইসবই তো হচ্ছে হাসপাতালের "উচ্চতম কর্তৃপক্ষ" সুপারের সামনে। তাহলে তাকেই সরিয়ে দেওয়া যাক। এইভাবে আস্তে আস্তে রোগের "গোড়া" অবধি যদি যাওয়া যায় তো মন্দ কী?
  • Suvajit | 120.56.228.209 | ২৭ মে ২০১১ ১৩:০৯473457
  • ন্যাড়াদা: :-)
    আর দরকার DAR (Decision Analysis & Resolution)

    সবকিছু হয়ে গেলে তখন পিসিআই অডিট। তব্বে না ম্যানেজমেন্ট।
  • nandini | 122.176.165.202 | ২৭ মে ২০১১ ১৩:১৯473458
  • inefficiency-র জন্য suspend করলে হাততালি দিতাম, misconduct আর insubordination টা শুনে কেমন ভয় লাগছে।
  • kallol | 220.226.209.2 | ২৭ মে ২০১১ ১৫:১১473459
  • কোয়ার্ক।
    নিশ্চই গোড়া পর্যন্ত যেতে হবে। কিন্তু আগা আর গোড়ার সমস্যা সমাধান পদ্ধতি এক হতে পারে না।
    তাই আমার মনে হয় গোড়ার সমস্যার সমাধান হৃদয় পরিবর্তন। যাকে বাংলায় চেঞ্জ ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে।

    আমি আপনার বর্ণনা মতো ওরকম তালেবর কেউ নই। ঘটনা চক্রে ৫০এর দশকের মাঝামাঝি জম্মে পড়েছি। তাই নানান কিছু দেখেছি, নানান কিছুর সাথে জড়িয়ে গেছি।

    আমি তো লিখলামই যারা ভূক্তভোগী তাদের ভালো লাগবেই। উপরন্তু তারা চাইবেন একই সাথে নার্স থেকে শুরু করে ট্রলি ঠেলা কর্মচারী পর্যন্ত একই শাস্তি পাক। সেটা বাস্তবত: সম্ভব নয়। তাহলে হাসপাতাল তো ফাঁকা হয়ে যাবে। এখানেই সত্যিকারের মানবসম্পদ উন্নয়নের কাজ - ঐ কর্মীদেরই ভিতর থেকে পাল্টাতে হবে।
  • Mmu | 93.9.77.229 | ২৭ মে ২০১১ ১৬:০৫473460
  • সাসপেন্ড করাটা একদম ঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি। যদি তা না হত তাহলে অন্য সবাই সুযোগ পেয়ে যেত তখন এই সার্প্রাইজ ভিসিটের কোনো মানেই থাকতো না। আর যদি আত্মপক্ষ সমর্থনের কথা বলা হয় তাহলে আদালততো আছেই ড: গড়াই সেখানেও যেতে পারেন। যারা এই সাসপেন্ডের বিরুদ্ব্যে তারা কজন ভুক্তভোগি (স: হাসপাতালে) আমার জানা নেই।
    আমার মনে হয় (স্পট ফাইনের মত) সাসপেন্ড করা উচিত। যদিও মুখ্যমন্ত্রীর টাইপরাইটার সাথে রাখতে হবে। অনেকটা অনিল কাপুরের ছবিটার মত, কি যেন ছবিটার নাম..............
  • tatin | 210.212.18.226 | ২৭ মে ২০১১ ১৬:০৬473461
  • গড়াইডাক্তারের পদোন্নতির গল্প পাওয়া গ্যালো:
    http://indiankanoon.org/doc/1279769/

  • . | 14.99.235.233 | ২৭ মে ২০১১ ১৬:১৬473462
  • হা হা হা। সেই চিরাচরিত পদ্ধতি। সিপিএমাইজেশন হতে দুই হপ্তাও লাগলো না।
  • kallol | 220.226.209.2 | ২৭ মে ২০১১ ১৬:৩২473463
  • ম্মু - বোঝার চেষ্টা করুন, সাসপেশন একটা শাস্তি। কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শাস্তি দেওয়াটা অন্যায়।
    মমতা ওনাকে আজ বিকাল ৪.৩০এর পর ডেকে পাঠিয়েছেন। তার আগেই শাস্তি হয়ে গেলো কেন?
    ঐ মিটিংএ তো আরও কয়েকজন যান নি। কোই তাদের শাস্তি হলো না কেন?
    পরিবর্তনের নামে আর একটা সিপিএম চাই না আমরা।
  • aka | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ১৬:৪০473464
  • ইকিরে এই যে সেদিন কে কইল ওবির বই খুলে দেখে নিতে দিদির লিডারশিপ স্টাইল কেমন, ইতিহাসের ছাত্র হিসেবে দেখে যাওয়া উচিত এখন কি হচ্ছে। তাই আমি টুকলাম।

    এনিওয়ে কলকাত্তাইয়া লোকজন একটু বাইরে চেয়ে দেখুন, আপনাদের বাঙুর আছে, এসএসকেম আছে, আরজিকর আছে, মেডিক্যাল কলেজ আছে। আপনাদের স্ট্যাটাসের সাথে ম্যাচ করে না কিন্তু আছে। হার্ট অ্যাটাক বা সেরিব্রাল হলে ১২ ঘন্টা পরে চিকিৎসা শুরু হয় না।

    কলকতা থেকে বেশি না ৪০ কিমি দুরে ১৯৮৬ সনে সেরিব্রাল হলে আসতে হত কলকাতায়, ২০১১ সনেও আসতে হয় কলকাতায়। ডাক্তার, গাড়ি, ছেলেপুলে ইত্যাদি যোগাড় করে আসতে সময় লাগে ১২ ঘন্টা। ও হ্যাঁ যদি ডাক্তার সেরিব্রাল হয়েছে বুঝতে না পেরে কল্যাণী হার্ট হসপিটালে পাঠিয়ে দেয় তাহলে সময় লাগবে ২৪ ঘন্টার বেশি। তা প্রায়োরিটি হিসেবে এসব না এসে কলকাতা, শিলিগুড়ি তে চ্যাংড়ামো দেখলে ভুক্তভোগী হিসেবে বিরক্ত লাগে। প্রসঙ্গত কলকাতা এবং শিলিগুড়িতে স্বাস্থ্য পরিষেবা প:ব:য়ের মধ্যে সেরা।

    ন্যাড়াদা ভুল বলল, এও ম্যানেজমেন্টের নিয়ম মেনেই চলছে। একটু অন্ন শাখা, মার্কেটিং বলে। এখন টিআরপি বাড়ানো চলছে কম খরচে। রোজ ৪০ কিমি সারপ্রাইজ ভিজিট দিলে টিআরপি বাড়বে কিন্তু হেবি কস্ট।

    গানের ওপারে দেখে বাঙালী এই শিখল, শিগ্গির সেদিন দুজনে দেখো।
  • aka | 24.42.203.194 | ২৭ মে ২০১১ ১৬:৪৮473465
  • ব্রুটাস তুমিও হায় (হতাশা ইমো)

    Name:SuvajitMail:Country:

    IPAddress:120.56.230.160Date:23May2011 -- 10:51PM

    মমতার ভাষাহীনের ভাষা পড়ে খিল্লি করছি বলে মমতার ক্ষমতা তথা অতীত বর্তমান ভবিষ্‌য়্‌ৎ সব জেনে গিয়েছি, এই মিথ্যা অহমিকাবোধ থেকে কমরেডরা বেরিয়ে আসুন।
    আগেও প্রচুর কথা বলে পরে ঢোঁক গিলেছেন, কথা কম বলুন নয়ত আরো অনেকবার ঢোঁক গিলতে হবে।
    কে যেন বল্লেন না এখন স্রেফ ইতিহাসের ছাত্রের মত দেখার সময়। সুতরাং দেখুন।
    পারলে ও বির লিডারশীপ চ্যাপটারটা একবার ঝালিয়ে নিন :-)

    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=8&porletPage=2&contentType=content&uri=content1305305400499&contentPageNum=13

    গুগুল কি জিনিষ দাদা।
  • PT | 203.110.243.21 | ২৭ মে ২০১১ ১৭:১৭473467
  • গত ১০ বছর ধরে যে প্যাসেন্‌জার ট্রেনগুলোতে যাতায়াত করি সেগুলোর মধ্যের গা-সয়ে-যাওয়া স্তুপাকৃত আবর্জনা কোনদিন পরিষ্কার হয় বলে তো মনে হয়না। তার জন্য কোন বড়, মেজ বা ছোটকর্তা কিংবা নিদেন যার ঝাড়ু মারার কথা সেরকম কাউকে কোনদিন সাসপেন্ড হতে শুনেছি বলে মনে হয়না তো.....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন