এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতার কাছে চাহিদাসমূহ

    Samik
    অন্যান্য | ১৭ মে ২০১১ | ৯৯৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.26.215.135 | ১৭ মে ২০১১ ২২:৩৬474925
  • আরে ইন্দোদাদা একদম আমার মনের কথাটাই বলে দিয়েছ। শিল্প টিল্প পরের কথা। সবার আগে এই সন্ত্রাসের সংস্কৃতি বন্ধ হোক।
  • aka | 168.26.215.13 | ১৭ মে ২০১১ ২২:৪৯474926
  • সন্ত্রাস, মারামারি, চমকানো রুখতে

    ফোন লাগান ১-৮৮৮-চমকাই-তলা।

    মোবাইল ফোনে ছবি তুলে মেলিয়ে দিন দিদি@টিএমসি.কম।
  • aka | 168.26.215.13 | ১৭ মে ২০১১ ২২:৫৫474927
  • মারামারি করলে পাতি তুলে নিয়ে গিয়ে হপ্তাখানেক আটকে রাখলেই চলবে। তবে গুন্ডা ছাড়া কি আর পার্টি চলবে? প:ব:য়ে সেই কালচারটাই নেই।
  • sda | 117.194.200.249 | ১৭ মে ২০১১ ২৩:৪৬474928
  • কে তুলে নিয়ে যাবে ? পাবলিক , না কি লাইসেন্সড গুন্ডারা ?
  • aka | 168.26.215.13 | ১৭ মে ২০১১ ২৩:৫৭474929
  • পুলুশ পুলুশ, থানায় বাসি রুটি আর গুড় সাতদিন খেলেই শখের মস্তানি উড়ে যাবে। তবে খানদানি মস্তানি রোখা মুশকিল। সমস্ত রাজনৈতিক দলই এতো গুন্ডা ডিপেন্ডেট।
  • sda | 117.194.200.249 | ১৭ মে ২০১১ ২৩:৫৮474930
  • লাইসেন্সড গুন্ডা তো পুলিশকেই বল্লাম।
  • dri | 117.194.230.64 | ১৮ মে ২০১১ ০০:১১474931
  • এই যে এত এত বায়না এগুলো মেটাতে গেলে মোট কত টাকা লাগবে তার হিসেব চাই।

    আর রাজকোষে খরচের জন্য কত টাকা পড়ে আছে সেই সংখ্যাটা চাই।
  • pi | 72.83.97.171 | ১৮ মে ২০১১ ০০:২১474932
  • এই ঘাটতি মেটানো, ব্যয়সঙ্কোচ কীভাবে সম্ভব ?

  • aka | 168.26.215.13 | ১৮ মে ২০১১ ০০:২২474933
  • ব্যায় সঙ্কোচ নয় আয় বাড়ানো।
  • aka | 168.26.215.13 | ১৮ মে ২০১১ ০০:২৪474935
  • না কম্বিনেশ অফ বোথ।

    ছোট সরকার সুখী সরকার বানাও।

    নন প্রোডাক্টিভ লোকজনকে তাড়াও। লং টার্মে টেকনলজির ইউজ বাড়াও। তবে ইমিডিয়েটলি কেন্দ্রীয় সরকারের থেকে টাকা নিতে হবে। মানে বামফ্রন্টকে তাড়ানোর প্রাইজ মানি। নইলে চাপ আছে। বছর শেষে কিছু অজুহাত শুনতে হবে।
  • rimi | 168.26.215.135 | ১৮ মে ২০১১ ০০:২৮474936
  • মমতা বলেছেন চট করে কাউকে তাড়াবেন না। উনি বিশ্বাস করেন কাজ করাতে জানলে সবাইকে দিয়েই কাজ করানো সম্ভব। :-)
  • aka | 168.26.215.13 | ১৮ মে ২০১১ ০০:৩২474937
  • এই এত টাকার খরচের ডিস্ট্রিবিউশন্টা আছে? মানে কোথায় এত খরচ হয়?
  • pi | 72.83.97.171 | ১৮ মে ২০১১ ০১:০০474938
  • দ্রি র পোস্টকে এপাড়ায় ধরে নিয়ে এলাম।

    Name:driMail:Country:

    IPAddress:117.194.230.64Date:18May2011 -- 12:33AM

    আয় বাড়ানো সোজা নয়। আম্রিকা তো পারছে না। বরং আয় কমছে।

    আয় বাড়ানোর একটা উপায় হল নানা রকম ট্যাক্স বসানো/বাড়ানো। (আম্রিকায় যেটা ডেমোক্‌র্‌যাটরা প্রোপোজ করছে, আর রিপাবলিকানরা অপোজ করছে)। কিন্তু বেশী ট্যাক্স বসালে মানুষ স্কুইজ্‌ড হয়ে যাবে। সেভিংস কমবে। এবং তার ফল হিতে বিপরীত হতে পারে। মানুষ কেনাকাটা করবে কম। ব্যবসা মার খাবে। এটসেট্রা।

    একটা কমিউনিটির আয় বাড়তে পারে। ধীরে ধীরে। যদি সে নতুন নতুন প্রোডাকশান করে। যেমন ধরুন, পশ্চিমবঙ্গের মানুষ আগে ইলেক্ট্রনিক চিপ বানাতো না। বানানো শুরু করল। দেশে বিদেশে এক্সপোর্ট করল। বিদেশী মুদ্রা কামালো। তারা ট্যাক্স দিল। সরকারের ঘরে পয়সা এল। বা ইভেন ধরুন, চাষে এক্সেস সাপ্লায় পচে যাচ্ছিল, সেটা বিদেশে সাপ্লাই করে প্রফিট আনলেও আয় বাড়তে পারে। কিন্তু এসব করতে সময় লাগে। জিনিষটার একটা ল্যাগ টাইম আছে। হুট বলতেই হবে না। অনেক প্ল্যানিং, ক্লায়েন্ট ধরা। ডাব্লু টি ও তে লবি করা। ইজি না।
  • dri | 117.194.227.162 | ১৮ মে ২০১১ ০১:২১474939
  • আকাদা কি ছোট সরকার অ্যাজ ইন সরকারী কর্মচারী ছাঁটানোর পরামর্শ দিচ্ছেন?

    গুড লাক! ওটা একদম শিওরশট পলিটিকাল সুইসাইড হবে। পরের টার্মে বামের প্রত্যাবর্তন (নাকি পরিবর্তন?) নিশ্চিত হবে।
  • aka | 168.26.215.13 | ১৮ মে ২০১১ ০১:২৭474940
  • ছোট মন্ত্রীসভার কথা বলছিলাম। কাঁড়ি কাঁড়ি মন্ত্রী, তাদের সিকিউরিটি, ঘোরা, বেড়ানো ইত্যাদি কমবে। সরকারী কর্মচারীরা বোঝা, ভোটের কথা চিন্তা করে করা যাবে না। বুদ্ধবাবু শিল্প আনতে গিয়ে আত্মাহুতি দিলেন আর মমতা পারবে না? :)
  • aka | 24.42.203.194 | ১৮ মে ২০১১ ০৭:২৮474941
  • তবে মমতার কাল হবে এই একটা বামপন্থী হিউম্যানিস্ট অ্যাটিটুড। সবার ভালো হয়ে কারুর ভালই করা যায় না। শিল্প করব কারুর জমি নেব না, সবাই ওনার কথা শুনেই কাজ করবে। ওবামা টাইপ হাবভাব, সবকিছুই সম্ভব শুধু দরকার সদিচ্ছার। ওভার সিমপ্লিফিকেশন অফ দা রিয়েল ইস্যু।
  • pi | 72.83.97.171 | ১৮ মে ২০১১ ০৮:০০474942
  • তালে কার ভলোর চেষ্টা করা উচিত ?
  • santanu | 82.112.6.2 | ১৮ মে ২০১১ ০৮:০১474943
  • খরচা কমানো যাবে না, সবটাই যায় মাইনে, পেনসন আর ধারের সুদ দিতে।

    আয় বাড়ানোর একটা রাস্তা হলো বকেয়া কর গুলোকে উশুল করা - এটা করা যায়। আমার এক আত্মীয় WBSEB তে আছে, সে ঐ হিমঘর পরিধর্শন এ যায় আর ১০,০০০ এর বান্ডিলে নিয়ে ফেরে। হিমঘর মালিক সরকার কে ১ লাখ কম দিয়ে ঐ সরকারী কর্মচারী কে ১০,০০০ দেয়। আরো একটা উপায় হলো সুব্রত স্টাইল, প্যান্টালুনের সামনে ময়লার গাড়ি রেখে দেওয়া।

    তবে এটা মাথায় রাখতে হবে, শোভনবাবু একবার জলে ঝাঁপ মারা ছাড়া, গত দেড় বছরে মেয়র হয়ে কিসু করেন নি।

    আর লোকজনের এই ভয়ংকর চাহিদা দেখে, সোমনাথের কনি্‌স্‌পরেসি থিয়োরী প্রায় মেনে নিলাম।
  • pi | 72.83.97.171 | ১৮ মে ২০১১ ০৮:০৩474944
  • আচ্ছা, এই যে বকেয়া কর, এগুলো কোথাও তো ডকুমেন্টেড থাকবে, তাই না ? অডিট রিপোর্টে থাকে কি ?
    অডিট রিপোর্টে যে গাফিলতিগুলো ধরা পড়ে, তার ফলো আপ ই বা কে কীভাবে করে ? আদৌ হয় কি ?
  • aka | 24.42.203.194 | ১৮ মে ২০১১ ০৮:০৯474946
  • এই তো শান্তনু দা বলে দিয়েছে। মানে এই পুরো ৪০০০ হাজার হাজার কোটি টাকা যায় মাইনে দিতে? আর ট্যাক্স বলতে শুধু দুচারটে চাকুরের মাইনে থেকে যা কাটে? এতে তো সকলের একটা করে নকুল্‌দানাও হবে না।
  • santanu | 82.112.6.2 | ১৮ মে ২০১১ ০৮:২২474947
  • না না চাকুরের মাইনে থেকে তো ইনকাম ট্যাক্স, ও কিছু না।

    Sales Tax, Excise Duty এগুলো আসল। আর এই নাম গুলো শুনলেই Sales Tax Inspector, Excise Inspector এইগুলো মনে পরে না? খেলাটা ওখানেই।
  • pi | 72.83.97.171 | ১৮ মে ২০১১ ০৮:২৪474948
  • শান্তনুদা,আমার 08:03 AM এর প্রশ্নগুলোর জবাব জানলে একটু বোলো।
  • santanu | 82.112.6.2 | ১৮ মে ২০১১ ০৯:১০474949
  • না পাই ডিটেল জানিনা। তবে এটা শুনেছি, এই সব খোজ খবর নিতে গেলেই অনিবার্য্য শোনা যায়, 'ফাইল হারিয়ে গেছে'।

    তবে আমার বিশ্বাস, ঐ বুদ্ধজয়ী মনীষ বাবু নিশ্চই জানবেন। উনি যদি এই সব জায়গায় কিছু hand picked, ruthless, Officers on special duty বসান, তারা ঠিক খুঁজে বার করবে।
  • siki | 123.242.248.130 | ১৮ মে ২০১১ ০৯:১২474950
  • অয়ন @ গতকাল ৯:০২ পিএম --

    ছুটি কেটে দাও বলা এত সহজ নয়। আত্মপক্ষ সমর্থনের রাস্তা রাখতেই হয়। আমি ব্যান্ডেল থেকে ডেলি প্যাসেঞ্জারি করি, বন্‌ধে বা সমাবেশে আমার কোনও দায় সমর্থন ছিল না, কিন্তু রেল রোকো হয়ে গেছিল তাই আমি কলকাতায় আপিসে এসে পৌঁছতে পারি নি। সেটা জানানোরও সুযোগ পাব না, আর আমার ছুটি কেটে নেবে?
  • a | 125.16.135.194 | ১৮ মে ২০১১ ১০:১৩474951
  • আরে সিকি সব গুলায়ে ফেলেসে। বলছি তুমি অপিসে এলে, এসে মিটিং করতে গেলে ইত্যাদি। সেক্ষেত্রে, শো কজ কিসের? সো ও ও জা ছুটি কেটে দাও।

    আর, কেউ ব্যন্ডেল থেকে আসে কি সল্লেক থেকে, কাজে না আসলে হয় ছুটি নাও নয় শনিবার এসো। যেদিন তুমি আপিসে এলেনা, সেদিন তুমি কাজ করলে না, তো সেটা account for করতে হবে তো!!
    না পোষালে, সিধে রাস্তা দেখো।

    একটু স্ট্রিক্ট হওয়া দরকার। অনেকদিন হয়েছে "আসি যাই মাইনে পাই, কাজ করলে উপরি চাই"।

    মুশকিল হল, ভোট :) সরকার আর দলকে আলাদা রাখা। সেটাই হল চ্যালেন্‌জ :)
  • pi | 72.83.97.171 | ১৮ মে ২০১১ ১০:৩২474952
  • আচ্ছা, বামফ্রন্ট সরকারের কাছে এই দাবি-দাওয়া গুলো রাখা হত না কেন ?
    বিশেষ করে a কে জিগালাম। বাকি অনেকের তো ঐ সরকারের উপর কোন আশা-ভরসা আর অবশিষ্ট ছিল না। কিন্তু আপনার তো আর তাই না :)
  • 9 | 14.96.201.160 | ১৮ মে ২০১১ ১০:৪৮474953
  • ট্যাক্সের ব্যাপারে কয়েকটা ব্যাপার- সংবিধনের সপ্তম পরিচ্ছেদে পরিষ্কার করা আছে রাজ্য কোন কোন কর চাপাতে পারে। আয়কর সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের আওতায়। রাজ্য সরকার যে সব কর সাধারণত: ঠিক করতে পারে তা হল বিক্রয় কর, স্টেট এক্সসাইজ ডিউটি, স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি, মোটোর ভেহিকল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, কৃষিজাত আয়কর, এন্টারটেনমেন্ট/প্রোফেশন ট্যাক্স, ইলেক্ট্রিসিটি ডিউটি ইত্যাদি। এর মধ্যেও বিভিন্ন রেসট্রিকশন আছে। আর্টিকল ২৬৮ অনুসারে কিছু বিক্রয়করের আয় রাজ্য সরকারের ঘরে এলেও তার হার এবং নিয়মাবলী ঠিক করে কেন্দ্রীয় সরকার। মোটামুটি হিসেব অনুযায়ী করজাত আয়ের ৫৫% আসে বিক্রয়কর থেকে, ১৮% আসে স্টেট এক্সসাইজ থেকে। কাজেই করজাত আয় বাড়ানোর ক্ষেত্রে রাজ্যের ক্ষমতা সীমিত। দ্বিতীয়ত: যেহেতু এই ট্যাক্সের বেশির ভাগ অপ্রত্যক্ষ কর, এবং যেহেতু অপ্রত্যক্ষ কর সাধারণত: রিগ্রেসিভ, অর্থাৎ করের হার বাড়ার বোঝা বহন করতে হয় অপেক্ষাকৃত নিম্ন আয়ের শ্রেণীকে, অতএব করের হার বাড়ানোর স্কোপ খুব একটা বেশি নেই, বিশেষত: এইরকম ক্রমাগত মূল্যবৃদ্ধির সময়ে। কাজেই প্রথম প্রায়রিটি দিতে হবে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনে- অর্থাৎ ঠিকঠাক কর আদায় এবং করফাঁকি বন্ধ করা। অদূর ভবিষ্যতে অন্য কোনোভাবে করজাত আয় বাড়ানোর খুব একটা সুযোগ নেই।
  • santanu | 82.112.6.2 | ১৮ মে ২০১১ ১১:০৭474954
  • উরি শালা, প্রায় ঠিকঠাক বলেছি, আর নিদান ও ঠিকঠাক দিয়েছি।
    দিদি তো আমায় রাখতে পারে সব করের হিসেবের ফাঁকি বার করার জন্য - ও কাজটা আমি খুব ভালো পারি।
  • kallol | 220.226.209.2 | ১৮ মে ২০১১ ১১:৩০474955
  • শনিবার/রবিবার এসো-টা সরকারী দপ্তরে সমাধান নয়। শনি-রবি একজন কাজ করতে চাইলে তাকে কাজ করার নূন্যতম সুবিধাগুলো দেওয়া যাবে কি?
    সে ক্ষেত্রে সিএল অ্যাপ্লাই করবে, যেমন বেসরকারী দপ্তরে হয়।

    একটা দাবী গুরুতে ওঠে নি। আমিও আগে তুলিনি। খেয়াল ছিলো না। সিকি আংশিকভাবে তুলেছিলো - সমস্ত রাজনৈতিক বন্দীর মুক্তি চাই।

    গতকাল এই দাবী নিয়ে মিচিল হয়েছে কলকাতায়। যদিও যাদের এটা করার কথা সেই এপিডিআর ও সুজাত ভদ্র বলছে - চুপ!! কথা চলছে। এখন মিটিং-মিছিল নয়।
    রাজা আসে যায় / আসে আর যায় / লাল জামা গায় / নীল জামা গায় / জামা কাপড়ের রং বদলায় / দিন বদলায় না -
    ১৯৭৭ এ বন্দীমুক্তি আন্দোলনের সময় বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা।
  • bb | 117.195.168.253 | ১৮ মে ২০১১ ১১:৪২474957
  • আয়ব্যয় বাড়ানোর গল্পটা অত সোজা না। তথ্য বলছে যে যে কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী স্বল্প সঞ্চয়ের টাকা সংশ্লিষ্ট রাজ্য খরচ করতে পায় আর তা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দীর্ঘমেয়াদী লোন হিসাবে পরিগণিত হয়।
    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ঋণ অনেকটাই ১২-১৩% সুদে নেওয়া যা বর্তমানে ৯-১০% হারে পাওয়া যাচ্ছে। তাই সরকারে উচিত একটা Debt Restructuring করা, তাহলেই এক ধাক্কাই Outstanding এর পরিমাণ অনেকটা কমে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন