এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতার কাছে চাহিদাসমূহ

    Samik
    অন্যান্য | ১৭ মে ২০১১ | ৯৯৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 123.242.248.130 | ১৮ মে ২০১১ ১১:৪৯474958
  • আমিও দেখলাম। আমার ১ নং দাবিটাকে কেউ সমর্থন জানালোই না!
  • siki | 123.242.248.130 | ১৮ মে ২০১১ ১১:৫১474959
  • পাগল মেহের আলি / দুই হাতে দিয়ে হাততালি
    এই রাস্তায়, ঐ রাস্তায় / এই নাচে, ঐ গান গায়
    সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়/ সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায় ...
  • Souva | 122.248.183.1 | ১৮ মে ২০১১ ১২:০৯474961
  • Siki-বাবুর বক্তব্য নিয়ে আমি মোটামুটি একমত। তবে কয়েকটা ফান্ডামেন্টাল কনফিউশন আছে।

    ১। ৪০০ একর যে ফেরত দেওয়া হবে, সেই জমি কি কৃষিযোগ্য আছে? বা, সেই জমি কি এক লপ্তে ৪০০ একর না ছড়িয়ে ছিটিয়ে?

    ২। পরিবহণ সমস্যা কমানোর জন্যে গাড়ি কেনার ওপরে ফতোয়া জারি করলে তার অন্য ব্যাক-ল্যাশ আছে, আশঙ্কা করি। গাড়ি কোম্পানির তরফেও, ক্রেতার তরফেও। বরং, লন্ডন বা অন্যান্য ব্যস্ত শহরগুলির মতো কলকাতার বিভিন্ন অঞ্চলে কনজেশান ফি চালু করা হোক, অনেকটা টোল ট্যাক্সের মতো। য্যামন ধরুন, আপিশের সময়ে বিবাদি বাগে, সেক্টর ফাইভে, ধর্মতলায় ঢুকতে গেলে গাড়ি পিছু ১০০/- ট্যাক্সো দিতে হবে। সেটা আমার মনে হয় জনতাকে প্রয়োজনে-অপ্রয়োজনে গাড়ি ব্যবহার করা থেকে নিরস্ত করবে, কিছুটা হলেও।

    ৩। আর শুধু মেট্রো রুট বাড়ালেই হবে না, মেট্রো স্টেশনের সঙ্গে যথেষ্ট পরিমাণ পার্কিং-এর ব্যবস্থা রাখতে হবে, যাতে লোকজন কাছের মেট্রো স্টেশনে গাড়ি পার্ক করে মেট্রো ধরে কাজের জায়গায় যেতে পারেন। এরকমটা কিন্তু দিল্লিতে হচ্ছে।

    ৪। সবচে বড় বক্তব্য এই যে, পাইয়ে দেওয়ার রাজনীতি সমূলে উচ্ছিন্ন না হলে, হাজার সদিচ্ছা নিয়েও হালে পানি পাওয়া মুশকিল হবে। এ কথা শিক্ষা, শিল্প ইত্যাদি প্রভৃতি সব ক্ষেত্রেই প্রযোজ্য।

    ৫। আর কলকাতা ছাড়িয়ে অন্য অঞ্চলগুলিকেও লাইমলাইটে আনা না গেলে এই কৃষি-শিল্প দ্বৈরথ থেকে মুক্তি পাওয়া চাপ। পুরুলিয়া-বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে, যেখানে চাষ-বাস হয় না, উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলে শিল্পক্ষেত্রে বিনিয়োগ টেনে আনা কি অসম্ভব? অভিজ্ঞ জনতা জানাবেন।
  • siki | 123.242.248.130 | ১৮ মে ২০১১ ১২:১৩474962
  • শৌভর কাছে আমি বাবু কবে হলাম?

    ১। ওটা মমতার মাথাব্যথা। আমার নয়। ভোটের আগে এটাই ওঁর দাবি ছিল। দাবিপূরণ এখন ওঁকেই করতে হবে।

    ২। একমত

    ৩। একমত

    ৪। একমত

    ৫। একেবারে একমত।
  • pi | 72.83.97.171 | ১৮ মে ২০১১ ১২:১৪474963
  • ৫ অসম্ভব না বলেই মনে করি, আর খুব প্রয়োজনীয় ও ।
    অন্য টই তে, এই নিয়েই অলোচনা হচ্ছিলো তো।

    শৌভ, মেইল দেখিস।
  • ranjan roy | 122.168.253.191 | ১৮ মে ২০১১ ১৩:১৩474964
  • আমার দু'পয়সা:
    -------------------
    ১) ব্যয় সংকোচ:
    ক) প্রায় অসম্ভব। বরং কিছু কিছু পরিষেবা বা সাধারণ মানুষের জন্যে বীমা ও অন্যান্য সুবিধে দেয়ার জন্যে ব্যয় বাড়াতে হতে পারে। বাড়ানো দরকার সরকারী বিনিয়োগ ও।
    খ) কিন্তু মন্ত্রীদের ও বিধায়কদের ক্ষেত্রে কিছু ""পপুলিস্ট'' জেশ্চার একদিকে সামান্য ব্যয় কমাতে পারে। তারচেয়েও বেশি ম্যাংগো পাব্লিকের কাছে "" বিশেষ বার্তা'' বহন করিতে পারে।
    যেমন,অ) লালবাতি-হলুদ বাতির ব্যাপরটা খুব সীমিত করে দেয়া।
    কাজের সময়ে রাস্তার ভীড় থামিয়ে হুটার বাজিয়ে যেভাবে কনভয় গুলো যায় তাতে যে এলিটিস্ট ঔদ্ধত্যের প্রকাশ তাতে আমার মতন অনেক ম্যাংগোর -- জ্বলে যায়।
    "" মা-মাটি-মানুষ''এর নামে ভোট পেয়ে আসা বিধায়কদের কোড অফ কন্ডাক্ট সেইমত হওয়া উচিৎ।
    ব) তেমনি বিভিন্ন ক্যাটেগরির সিকিউরিটি দেয়া বন্ধ করা উচিৎ। এগুলো কাজের কাজ কম,অত্যধিক খরচায় করা স্ট্যাটাস সিম্বল্‌ মাত্র। পরাজিত বুদ্ধদেবের কাছ থেকেও কিছু শেখা যেতে পারে। আজ উনি সিকিউরিটি ছাড়াই নিজেকে নিরাপদ মনে করছেন। তালে মা-মা-মা'র নেতারা কেন ন'ন?
    ২) আয় বৃদ্ধি:
    ক) শান্তনু,৯ এঁরা যথার্থ বলেছেন।
    নতুন নতুন ট্যাক্স বসানোর জায়গা কম, রিগ্রেসিভ নেচার,--- তাই দরকার ট্যাক্স অ্যাডমিনে উন্নতি করা।
    ফুড, এন্টারটেনমেন্ট, এক্সাইজ এগুলোতে পুকুরচুরি হয়। সমস্ত আদায় করার ও লাইসেন্স দেবার বিভাগের অধিকাংশ কর্মচারি, কর্পোরেশনের ট্যাক্স আদায়ের কর্মচারি, বিজলির বিল এগুলোতে বে-আইনী ব্যবহার করে লোকে ইনস্পেক্টরদের পকেটে নিয়মিত গুঁজে দেয়। তারপর আছে স্থানীয় রাজনৈতিক ক্ষমতার সংরক্ষণ।
    গুরুর একজন সক্রিয় লেখকের কাছ থেকে জেনেছি কিভাবে ওনার বাড়িতে ক্যান্সাররোগী বাবার অসুবিধের কথা বলেও নীচের গ্যারাজে বেআইনী ভাবে চালু ফেব্রিকেশন ইউনিটকে স্থানীয় ক্ষমতাশালী রাজনৈতিক দলের অসাধু হস্তক্ষেপের ফলে বন্ধ করা যায়নি।
    এখন এই সর্ষের মধ্যে ভূতকে তাড়ানোর উপায় কি? আমি জানি না।
    খ)একটা হতে পারে কর আদায় বিভাগগুলোর ব্যক্তিগত সম্পত্তির স্টেটমেন্ট প্রতিবছর সার্বজনিক করা।
    যেমন সরপঞ্চ( প্রধান এবং উপ)ও অন্যান্য সমিতির সদস্যের আয়ের উৎস ও সম্পত্তির বিবরণ প্রতিবছর এপ্রিল মাসে পন্‌চায়েতের নোটিসবোর্ডে টাঙাতে হবে। তাতে গত বছরের ও এবারের অবস্থা পাশাপাশি দেখাতে হবে।
    অনুভব থেকে আমি যা শিখেছি----transparency হল চুরি ঠেকানোর সবচেয়ে বড় হাতিয়ার। কারণ সবাই সমাজে সম্মান চায়। সমস্ত ছিরু পাল শ্রীহরি ঘোষ হতে চায় , সব হরিদাস পাল রঞ্জন রায় হতে চায়।:))))))
    তাই সোশ্যাল অডিট হওয়া খুব জরুরি, রাজস্থানে পশ্চিম মধ্যপ্রদেশে কিছু কিছু শুরু হয়েছে। বঙ্গের খবর জানিনা।
    গ) তাই দরকার সূচনার অধিকার বা Right to Information Act(RTI)এর ব্যাপারে ম্যাঙ্গো পাবলিককে শিক্ষিত করা। এব্যাপারে এন জি ও রা অনেক কাজ করতে পারে। পাব্লিককে জানানো দরকার যে অধিকতম তিনদিনের মধ্যে আবেদিত ইনফর্মেশন না দিলে সম্ভন্ধিত অফিসারের প্রতিদিন ২৫০/- হিসেবে অধিকতম ২৫০০০/- অব্দি জরিমানা হতে পারে, ওনার সার্ভিস রেকর্ডে ওই শাস্তির খবর এϾট্র করা যে্‌বতে পারে।
  • dukhe | 122.160.114.85 | ১৮ মে ২০১১ ১৩:১৯474965
  • শৌভ-র ৫ - অসম্ভব হবে কেন ? জামশেদপুর হল কী করে ?
  • pi | 72.83.97.171 | ১৮ মে ২০১১ ১৩:২৫474966
  • ২০১০ এ বেরোনো ল্যান্ড ইউজ ম্যাপ টা কোথাও পাইনি। জানিনা পাবলিক ডোমেনে আছে কিনা।কেউ পেলে একটু জানাবেন।
    ২০০৫ এর একটা হিসেব পাওয়া যায়।
    http://dolr.nic.in/WastelandsAtlas2005/West_Bengal.pdf
    পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এধরণের জমি তো যথেষ্ট ই আছে মনে হয়।
    ঐ, কৃষিজমিতে না হলে শিল্প কোথায় হবে, আকাশে ? সিপিএম এর এই যুক্তি অনেকটাই বাতাসে ভাসানো কথা।
  • dd | 124.247.203.12 | ১৮ মে ২০১১ ১৩:৪৪474968
  • জানেন, আমার না মমতার কাছে একটাও দাবী নেই। নান।
  • ranjan roy | 122.168.253.191 | ১৮ মে ২০১১ ১৩:৫৪474969
  • ৩)
    গ্রামীণ রোজগার ও আয় বৃদ্ধি:
    ভুললে চলবে না যে এখনো বঙ্গদেশ কৃষি প্রধান ( সিঙ্গুর-নন্দীগ্রাম ভুলতে দেবে না।:))))))--অর্থনীতি।
    কাজেই মা-মা-মা স্লোগান যদি সেরেফ কথার কথা না হয় তাহলে কৃষি ও কুটির/লঘু শিল্প গাঁয়ে তৈরির কথা ভাবতেই হবে।
    ক) প্রথমে খাদ্য উৎপাদন বৃদ্ধি:- ফুড
    --------------------------------------
    সিকিওরিটি সর্বোচ্চ প্রাথমিকতা
    --------------------------------------
    এ ব্যাপারে আমার কিছু হাতে-কলমে করার অভিজ্ঞতা আছে।
    ছত্তিশগড়ের অনুন্নত আদিবাসী ব্লকে যে এনজিওর সঙ্গে আছি তারা করে দেখিয়েছে।
    পুরনো সবুজ বিপ্লবের সীমাবদ্ধতা আজ প্রকট( উচ্চফলনশীল হাইব্রীড বীজ, রাসায়নিক সার ও পেস্টিসাইড) ব্যবহারের দীর্ঘকালীন ক্ষতিকর দিকের ব্যাপারে সবাই জানেন।
    আমরা ২০০০ কৃষকের মধ্যে গত তিনবছরে কাজ করে দেখেছি--
    শ্রী-পদ্ধতি(SRI, ম্যাডাগাস্কার মডেল)তে একই বীজে পাশাপাশি ক্ষেতে কাজ করে ফসল উৎপাদন দুই থেকে আড়াই গুণ বাড়ানো সম্ভব হয়েছে। আর কম ব্যয়ে। কারণ, আমরা জৈব সার আর নিজেদের তৈরি জৈব কীটনাশক ( হান্ডি দাওয়াই) ব্যবহার করেই ওই ফল পাচ্ছি।
    আমাদের তৈরি ডকুমেন্টেড বুকলেট (হিন্দিতে) ছত্তিশগড় সরকারের কৃষিমন্ত্রী নাবার্ডের রাজ্যস্তরীয় বৈঠকে প্রকাশ করেছেন। গত নভেম্বরে কাকদ্বীপের কাছে আই সি সি আর এর সর্বভারতীয় বৈঠকে নাবার্ডের পরামর্শে আমাদের প্রতিনিধি দীপনারায়ণ ব্যানার্জিকে এই নিয়ে পেপার পড়তে দেয়া হয়েছিল। এখন রাজ্য সরকার সমস্ত কৃষিমেলায় আমাদের স্টল দিয়ে শ্রীপদ্ধতির ডেমো দেয়াচ্ছে।
    খ)
    গাঁয়ের গরীবগুর্বোর জন্যে আয় এবং ক্ষমতাবৃদ্ধির (এর মধ্যে দক্ষতা বা স্কিল বৃদ্ধিও আছে) এক Sustainable & Replicable Model তৈরি করা।
    কৃষি ছাড়াও কৃষি সম্পর্কিত অ্যাক্টিভিটি, যেমন দুগ্‌ধব্যবসায়, পোÏÒট্র, শুওর পালন ইত্যাদি। বা কুটির শিল্প ও অন্যান্য পরিষেবার বিকাশ।
    আজকে আর তিরিশ বছর আগের গাঁ নেই। তাই চাই দুধ-ডিম-ফল মিস্টির সঙ্গে ওষুধের দোকান। খাবার ও খবরের কাগজের স্টল। ইলেক্ট্রিক সাজ-সরঞ্জামের দোকান। ইলেক্ট্রনিক্স গুডস্‌ ও টিভি/মোবাইল রিপেয়ারের দোকান। স্কুলে এই ধরণের কারিগরি শিক্ষা চাই। দরকার হলে ট্রেনিং আউটসোর্সিং করা যেতে পারে।
    এভাবে কৃষিজমির ওপর ক্রমাগত বর্দ্ধিত চাপ কমানো যেতে পারে।
    গ) উদ্দেশ্য: যাতে গাঁয়ে শহরের মত রাস্তাঘাট-জলসরবরাহ-বিজলী -স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। তাহলে আর লোকে শ্যামলবাবুর মডেলের মত গাঁ ছেড়ে শহরে ভীড় জমাবে না।
    অর্থাৎ উন্নয়নের মডেল হবে ""গাঁ কে শহর বানানো"" নয়, বরং গ্রামগুলোকে "" উন্নত পরিষেবাযুক্ত উন্নত গ্রাম বানানো।'' বলে রাখি-- এর জন্যে নাবার্ডের কাছে আলাদা ফান্ড আছে। কেউ ব্যবহার তো করুক!
    ( খানিকটা আরও উন্নত বামফ্রন্টের মত শোনাচ্ছে কি?:))
    ঘ)
    ডেলিভারি সিস্টেম কি হবে? আবার সেই সর্ষের মধ্যে ভূত!
    বেশ, অ্যাদ্দিন হয়নি কেন?
    তাহলে দেখতে হবে অ্যাদ্দিন কি হয়েছে।
    আমি কোন নতুন কথা বলছি না। কোন যুগান্তকারী/ ক্রান্তিকারী তো নয়ই।
  • ranjan roy | 122.168.38.174 | ১৮ মে ২০১১ ১৪:০৫474970
  • শৌভ'র ৫ নম্বরের ব্যাপারে দুখের সঙ্গে পুরো আছি।
    ১৯৫৯ থেকে ভিলাই স্টীল প্ল্যান্টকে গড়ে উঠতে দেখেছি।অ্যাকেবারে ধ্যাধ্‌ধেড়ে গোবিন্দপুরের মত রুখা-সুখা দুটি গাঁ-- ভিলাই এবং বোরিয়াকলাঁ, তাই নিয়ে গড়ে উঠলো শিল্পনগরী ভিলাই।
    পুরোটাই শুকনো মোরাম জমি। ভাটা মানে বাঁজা জমিন। কিছু ছড়ানো ছিটোনো হ্যামলেট। ব্যস্‌। প্লাস পয়েন্ট হাওড়া-মোম্বাই রেললাইনের পাশে, ১৩ কিমি দূরে রেলস্টেশন।২০ কিমি দূরে রাজাড়া মাইনসে লৌহ আকরিক। -প্রায় অতটা এবম বিলাসপুরের কাছে হিররি মাইনস্‌ ( ১৪০ কিমি)এ লাইম স্টোন। কয়লা আসে ২৫০ কিমি দূরের কোরবা বেল্ট থেকে।
    সিপিএম এর যুক্তিটি গা-জোয়ারি মাত্র।
  • lcm | 69.236.162.248 | ১৮ মে ২০১১ ১৪:২৮474971
  • কী কী চাই ----
    লোহা-হীন পরিষ্কার খাবার জল, কচুরি খেয়ে শালপাতা ফেলার কিছু ড্রাম, মোটামুটি পরিষ্কার হিসু করার জায়গা, ক্লাস ওয়ান থেকে এবিসিডি

    কী কী চাই না ----
    অন্ধ্রের দামড়া পাকা পোনা, হাসপাতালে শেয়াল, ঘরছাড়া ফ্যামিলি
  • dukhe | 122.160.114.85 | ১৮ মে ২০১১ ১৪:৩৩474972
  • ক্লাস ওয়ান থেকে এবিসিডি ! ই কি আম্রিগা নাকি ?
    আপার কেজিতে this, that, up, down শেখাচ্ছে । সামনের বছর ওয়ান হবে ।
  • Paramita | 202.3.120.9 | ১৮ মে ২০১১ ১৪:৩৯474973
  • আম্রিগায় ক্লাস ওয়ানে এ বি সি ডি শেখায়?
  • Bratin | 122.248.183.1 | ১৮ মে ২০১১ ১৪:৪৭474974
  • ডি ডি দা , খুব ভালো। কোন দাবি দাবা নেই :-))
  • dukhe | 122.160.114.85 | ১৮ মে ২০১১ ১৪:৫৬474975
  • পারমিতা, জানি না । lcm দাবি তুললেন কিনা ।
    উত্তরটা কী ?
  • Bratin | 122.248.183.1 | ১৮ মে ২০১১ ১৫:২০474976
  • সাধে কি কবি বলেছেন Love is blind' :-))
  • Paramita | 202.3.120.9 | ১৮ মে ২০১১ ১৫:৪০474977
  • lcm যা দাবী করলেন সব কি আম্রিকায় আছে? আম্রিকায় কচুরিই নেই তায় শালপাতা ফেলার ড্রাম।

    উত্তর হোলো, না।
  • quark | 202.141.148.99 | ১৮ মে ২০১১ ১৫:৪৭474979
  • ইয়ে, মানে আদ্ধেক অটো (ইউনিয়ন) কিন্তু সবুজ (না, এল্পিজির সবুজ নয়) হয়ে গেছে ..... সুতরাং
  • aka | 24.42.203.194 | ১৮ মে ২০১১ ১৬:০৮474980
  • কলকাতা থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের ইনফ্রাস্ট্রাকচার গড়ে শিল্প আনতে গেলে মোটামুটি মমতার তিন থেকে চারটে টার্ম লাগবে। তাহলে আর কি সঙ্গে থাকুন। সম্ভব অবশ্যই।
  • dukhe | 122.160.114.85 | ১৮ মে ২০১১ ১৬:১২474981
  • হেইডা অনেকটা "মমতায় কিসু করতে পারবে না" গোছের কনফি হয়ে গেল ।
  • til | 114.198.34.82 | ১৮ মে ২০১১ ১৬:১৭474982
  • আরে আরে, আপনারা কি ভাবছেন মহায়রা? দুটো ভোট দিয়েই মাথা কিনে নিয়েছেন? হ্যানো চাই ত্যানো চাই, ব্যগারা, ব্যগারা। ৩৪ বছর ধরে তো ট্যাঁ ফুঁ করেননি।
    মমতা সব এনে দেবেন রাতারাতি , কিসের যেন মোয়া নাকি!
  • bb | 117.195.168.253 | ১৮ মে ২০১১ ১৬:১৭474983
  • বাঁকুড়া, পুরুলিয়া তে শিল্পস্থাপন অত সহজ নয়।
    আপাতত: সোজা রাস্তা কোলকাত অব্দি, পানীয় জল, স্বাস্থ কেন্দ্র আর কিছু স্থানীয় স্তরে চাকরীর বন্দোবস্ত করলেই হবে।
    বেসিক ইনফ্র্যা আগে হোক তারপর শিল্প আসবে।

  • dukhe | 122.160.114.85 | ১৮ মে ২০১১ ১৬:২০474984
  • সিঙ্গুরে শিল্পস্থাপন সহজ?
  • til | 114.198.34.82 | ১৮ মে ২০১১ ১৬:২১474985
  • সহজ নয় সিডা হক্কলে জানে। তো, ৩৪ সাল কি ঘোড়া কি ঘাস কাট রহা থা? অর নন্দন মে নিভৃত ক্রন্দন?
  • aka | 24.42.203.194 | ১৮ মে ২০১১ ১৬:২৬474986
  • বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে হতে মোটামুটি বছর দশেক লেগেছে।

    কল্যাণী এক্সপ্রেস (?) হাইওয়ে হতে ঐরকমই কত একটা সময় লেগেছিল,

    তবে হতেই পারে এসব সিপিএমের আকর্মণ্যতা। অন্য রাজ্যে কেমন সময় লাগে সেটাও দেখা যায়।
  • dukhe | 122.160.114.85 | ১৮ মে ২০১১ ১৬:২৯474987
  • এই প্যাকেজ দেওয়াই কি সহজ নাকি ?
    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=archive/1110517/17edit5.htm
    কলকাতা ছাড়া কোথাও কিছু হবে না - এই মডেলটা চাপের ।
  • quark | 202.141.148.99 | ১৮ মে ২০১১ ১৬:৪৫474988
  • একটা কূট প্রশ্ন মনে জাগে। সেদিন বড় কাগজে দেখলাম দিল্লীতে নাকি দারিদ্র নামমাত্র (মানে পার্সেন্টেজের অঙ্কে আর কি)। তা শেষ ত্রিশ বছরে সত্যি দিল্লীর সব গরীব লোক দারিদ্রসীমার ওপরে উঠে গেছে নাকি তারা জাস্ট ভ্যানিশ হয়ে গেছে (যথারীতি সেটা বলা ছিল না), এইটা দিল্লীবাসীরা যদি এট্টু কনফার্ম করেন!
  • Bratin | 122.248.183.1 | ১৮ মে ২০১১ ১৭:৩৫474990
  • বাম/ অ-বাম নির্বিশেষে সবাই যেমন দাবি জানাচ্ছে তাতে মনে হচ্ছে বাম পতন ঘটে আরো আগে মমতা এলে ই ভালো হত :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন