এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিবাহিত পুরুষরা কখন চিরতরে গৃহত্যাগী হয়?

    byaang
    অন্যান্য | ১৩ জুলাই ২০১১ | ৭৭৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.167.221.131 | ১৩ জুলাই ২০১১ ১৩:৪৬476994
  • বোঝো! ও দে, সেগুলো ও আমাকেই করে দিতে হবে! ঐটুকুও নিজে করে নিতে পারবে না!!!
  • de | 59.163.30.3 | ১৩ জুলাই ২০১১ ১৩:৪৮476995
  • আহা -- প্রবলেমটাও তোমার উপকারটাও তোমার হবে -- সে ক্যানো করবে? :))
  • byaang | 122.167.221.131 | ১৩ জুলাই ২০১১ ১৩:৪৯476996
  • এই টই দেখে আমার এক বন্ধু (নীরব পাঠিকাও বটে) আমাকে এই মাত্র মেসেজ করলেন - ""মুখে জ্বলন্ত নুড়ো নয়, পিছনে অলিম্পিকের জ্বলন্ত মশাল শক্ত করে আটকে দিলেই হবে।'' :-)
  • dukhe | 122.160.114.85 | ১৩ জুলাই ২০১১ ১৩:৫১476998
  • শ্বশুর কেন কী বলবেন হেয়া আমি ক্যামনে কমু ? আমি কি সর্বাগ্য ? তবে পৃথিবীতে কিছুই অসম্ভব না । ছেলেরা তো অনেকসময় বিয়েও করে ফেলে ।
    বিকল্পে আকাবাবুর সময়শকট ক্লাবে ভর্তি করে দিন । মনে হয় না ফিরে আসবে ।
  • dd | 122.165.62.104 | ১৩ জুলাই ২০১১ ১৩:৫১476997
  • তাও ও ভালো,অ্যাদ্দিনে একটা সিরিয়াস অপিচ জীবনমুখী টই খোলা হোলো।

    শুনুন,বাজে খাইয়ে কিছু ফোর্স করতে পারবেন্না। সেরম হলে তো আমি কবেই চাগরী ছেড়ে দিতাম।

    প্রায় এক বছর হয়ে গ্যালো সেন্নাই এয়েছি,মাসে অ্যাটলিস্ট দুটো মিটিন থাকে হেডোপিসে, সেই একই জিনিস। একটা সাদা পেলাস্টিকের বাস্কো ভর্তি করে খোপে খোপে রসম রাইস,কাড রাইস,একটি লাজুক সাপাথি,সম্বার আর হালুয়ার ঘ্যাঁট। দিনের পর দিন।

    তাই বলে আমি ক্ষি অভিমান করে চাগরী ছাল্লাম? নো স্যার।

    তবে আপুনেরা বন্ধুমানুষ তাই অতোটুকু না বলেও পারি না।
  • ph | 220.227.148.193 | ১৩ জুলাই ২০১১ ১৩:৫৮476999
  • পেয়েছি পেয়েছি।

    প্রথমে একদিন বৃদ্ধাশ্রম ঘুরিয়ে আনুন, পরের দিন হাসপাতাল তারপরের দিন শ্মশান দেখিয়ে দিন - বুদ্ধবাবু এতে ঘর ছেড়েছিলেন।

    কাজ না হলে টাটা নিয়ে আসুন - পরের দিন টাটা খেদান - অরেক বুদ্ধবাবু এতে ঘর ছেড়েছিলেন।
  • siki | 123.242.248.130 | ১৩ জুলাই ২০১১ ১৩:৫৯477000
  • টইটা শেষ হলে কেউ আমায় খবর দিও। ফাইনাল সল্যুশনটা এসে পড়ে যাব। আমিও খুব কৌতূহলী। :)
  • dukhe | 122.160.114.85 | ১৩ জুলাই ২০১১ ১৪:০৮477001
  • ph কী যে বলেন! ঘর ছাড়া দূরস্থান, বুদ্ধবাবু তো পাকাপোক্ত ঘরে ঢুকে খিল দিয়েছেন ।
  • ph | 220.227.148.193 | ১৩ জুলাই ২০১১ ১৪:১৫477002
  • দুখে, সে তো অন্য "ঘর"। এখানে না ফিরে আসার কথাও আছে কমরেড, সেটা ভুলবেন না :)
  • de | 59.163.30.6 | ১৩ জুলাই ২০১১ ১৪:১৮477004
  • কুড়িখ্যাঁদানো সিকির কৌতূহলটা এগবার দ্যাকো! :))
  • ph | 220.227.148.193 | ১৩ জুলাই ২০১১ ১৪:২২477005
  • ইয়েস ইয়েস, অফিসে নতুন ঊনিশ কুড়ি আমদানি করে ঘর ছড়ানো যেতে পারে।

    এই টই শেষ হলে আমি "গোপনে ঘর ছাড়ান - গ্যারান্টি !!! " হ্যান্ডবিল ছাপাব :)
  • Netai | 121.241.98.225 | ১৩ জুলাই ২০১১ ১৪:২৫477006
  • এই টইতে কি বিপুল লোক সমাগম, কি প্রবল উৎসাহ উদ্দীপনা। এখানে কি মমতা ব্যানার্জী আসচেন?
  • kc | 194.126.37.78 | ১৩ জুলাই ২০১১ ১৪:২৬477007
  • আমি কিচ্ছুতেই ঘর ছাড়ব না। আমাকে ঘর ছাড়ানো যাবেনা। অনেক মন্ত্র পড়ে, তন্ত্র খাটিয়ে, ভগমান আর কোর্টের কাছে হত্যে দিয়ে ঘরের হাফ ভাগ পেয়েছি। কিছুতেই ছাড়বনা।
  • ph | 220.227.148.193 | ১৩ জুলাই ২০১১ ১৪:৪৩477008
  • আর একটা উপায়। লুকিয়ে লুকিয়ে ঘরের তলায় চাকা লাগানর কাজ করতে থাকুন। একদিন কোনো ছুতোয় সে ঘরের বাইরে গেলে নিজে নিজে ড্রাইভারের সীটে বসে ঘর চালান। মেড ইজি মেথড।

    শুধু খ্যাল রাখবেন চাকার দাগ যেন না থাকে।
  • Netai | 121.241.98.225 | ১৩ জুলাই ২০১১ ১৪:৫৫477009
  • বাপ মা কে ঘরে বসিয়ে বরকে ঘরজামাইয়ের ফিলিংস দেওয়া জায়না? ছিঁচকে চোরের মর্যাদা দিয়ে অনুরূপ ব্যাবহার করুন।
  • Netai | 121.241.98.225 | ১৩ জুলাই ২০১১ ১৫:০১477010
  • ফবাবুর পন্থাও বেশ ইনোভেটিভ। বরকে ঘরছাড়া করা কঠিন হলে ঘরকে বরছাড়া করুন। দাড়িদাদুর জুতা আবিস্কারের মতন।
  • Bratin | 122.248.183.1 | ১৩ জুলাই ২০১১ ১৫:০২477011
  • ঘরের মিষ্টি বউ কে ছেড়ে গৃহত্যাগ করতে যাবো কোন দু:খে?
  • siki | 123.242.248.130 | ১৩ জুলাই ২০১১ ১৫:০৮477012
  • ইহা পোড়খাওয়া সংসারী মানুষদের জন্য। পুরুষসিংহদিগের জন্য নহে। :)
  • siki | 123.242.248.130 | ১৩ জুলাই ২০১১ ১৫:০৯477013
  • কিন্তু ফাইনাল সল্যুশন এখনো আসে নি? আর কতক্ষণ ওয়েট করতে হবে?
  • dukhe | 122.160.114.85 | ১৩ জুলাই ২০১১ ১৫:১৭477015
  • ফাইনাল সল্যুশন তো কুড়ি । সে আর আজ আসবে কোথথেকে ?
  • Arpan | 202.91.136.71 | ১৩ জুলাই ২০১১ ১৫:১৮477016
  • কুড়ি আসলেই সিকির গৃহত্যাগ নিশ্চিত? হায় রাম।
  • siki | 123.242.248.130 | ১৩ জুলাই ২০১১ ১৫:২৪477017
  • আরে দূর! আর এক নারীর জন্যেই যদি গৃহত্যাগ করতে হত তা হলে তো আজ পর্যন্ত জীবনে আমি অন্তত তেরোবার গৃহত্যাগ করে ফেলতাম।

    গৃহত্যাগে থাকবে কেবল আপনি আর কপনি। আর ল্যাপটপ। আর ইন্টারনেট। আর বইয়ের বাণ্ডিল। শুধু নিজের ইচ্ছেয় জল খাবো, নিজের ইচ্ছেয় দাঁত মাজব, নিজের ইচ্ছেয় চান করব, নিজের ইচ্ছেয় টিভির ইচ্ছেমত চ্যানেল দেখব, নিজের ইচ্ছেয় ল্যাদ খাব, নিজের ইচ্ছেয় বাজার যাব কি যাব না ঠিক করব, নিজের ইচ্ছেয় ঘুমোতে যাবো, নিজের ইচ্ছেয় রাত জাগবো। অপার শান্তি বিরাজ করবে চরাচর জুড়ে। চায়ের নেশা নেই, না পেলেও চলবে, না চললেও নিজে বানিয়ে নেবার ধক রাখি।

    শুদু ফাইনাল সল্যুশনটার অপেক্ষা। কুড়ি ফুড়ি তো ক্ষণিকের মায়া। অন্তিমে তো সেই মকরের দাঁত।
  • kumudini | 122.160.159.184 | ১৩ জুলাই ২০১১ ১৫:২৭477018
  • পঁয়ষট্টি বছরের অভিজ্ঞতাপ্রসূত উপদেশ-

    বিবাহিত স্বামী/স্ত্রী কেহই ঘর ছাড়ে না,ছাড়াই যায় না।
    বচর পঁচিশেক কাটার পরেই সমস্ত ব্যাপারটা এক্টা উদাসীন অভ্যেসে পরিণত হয়।

    তদ্দিন ওয়েট করো,হে বালকবালিকার দল।

    সত্যি সত্যি ছেড়ে গেলে তোমরাই মুক্তকচ্ছ হয়ে খুঁজতে দৌড়বে।
  • Arpan | 202.91.136.71 | ১৩ জুলাই ২০১১ ১৫:২৮477019
  • পঁচিশ!? হবেও বা। আগের জেনারেশনের লোকেদের সব কিছুতেই সময় লাগে। : P
  • de | 59.163.30.4 | ১৩ জুলাই ২০১১ ১৫:২৯477021
  • এই ল্যাপটপ, ইন্টারনেট, বান্ডিল, দাঁত ইত্যাদী থাগবে কোথায়? রাস্তায় না ঝোপড়িতে?
  • siki | 123.242.248.130 | ১৩ জুলাই ২০১১ ১৫:৩১477020
  • জেনারেশন ধরে জেনারেলাইজেশনও করা উচিত নয়। চৈতন্যদেব বা বুদ্ধদেব আরও আগের জেনারেশনের লোক ছিলেন। বর্তমান বা সদ্যপ্রাক্তন জেনারেশনেও এমন উদাহরণ বিরল নয় :-)

    তবে পটাশম্যামের দ্বিতীয় প্যারা অ্যাকদম সত্যি। উদাসীন অভ্যেস। :)))
  • de | 59.163.30.4 | ১৩ জুলাই ২০১১ ১৫:৩২477022
  • এই ল্যাপটপ, ইন্টারনেট, বান্ডিল, দাঁত ইত্যাদী থাগবে কোথায়? রাস্তায় না ঝোপড়িতে?
  • ph | 220.227.148.193 | ১৩ জুলাই ২০১১ ১৫:৫২477023
  • নিপীড়িত, শোষিত বন্ধুগণ,
    ফাঁদে পা কিছুতেই দেবেন না। এই টইতে আলোচিত উপায়সমূহ কাল কিম্বা পরশু আপনার ওপরেই প্রয়োগ হতে পারে মনে রাখবেন। আসুন এই চক্রান্তের প্রতিবাদে আমরা খিল্লি করে উঠি। মোমবাতি মিছিল টিছিল ও চলবে :))অভাবে পাউরুটি !!

    অনেক চেষ্টা সঙ্কেÄও আমরা ঘর বা ঘাড় থেকে নামি না। অফিসে আমাদের বস খেদায় বাড়িতে বসতর। আমরা টিকে যাই ঝঞ্ঝাবহুল সমুদ্রে - আলো নেই - চাল ডাল তেল নুন কিচ্চু নেই - শুধু ল্যাদ খেতে খেতে দঁতে দাঁত চেপে লড়ে যাই কুটোটি না নেড়ে।

    লাল সেলাম, জয় হিন্দ, বন্দে মা তরম !!!
  • kallol | 220.226.209.2 | ১৩ জুলাই ২০১১ ১৫:৫৩477024
  • সিকির Date:13 Jul 2011 -- 03:24 PM পোস্ট মতো এগজনরে আমি জানি। আপনি-কপনি-ল্যাটপট-বই-সিডি এমনকি নো টিভি। রান্নার লোক রান্না করে। সে খায়দায় বগল বাজায়। মাঝে মাঝে বন্ধুদের বাড়িতে নিজেই নিজেকে নেমন্তন্ন করে বন্ধুকে খবর দ্যায়। ইচ্ছে হলে বাড়ি ফেরে, নয়তো বন্ধুর বাড়িতেই সে রাত..........। কখনো অন্য শহরের বন্ধুদের টিকিট কাটিয়ে বা গ্যাস খাইয়ে নিয়ে আসে। তারা থাকে কিছুদিন, নরক গুলজার করে।
    অপিসটা এখনো কাটাতে পারে নি। তক্কে তক্কে আছে।
    তবে এসব কত্তে তার পঁচিশ পঁচিশ বছর কেটে গ্যাছে।
    মাঝে মাঝে পরিবার আসে বছরে দুবারে দিন কুড়ি। ব্যস।
  • ph | 220.227.148.193 | ১৩ জুলাই ২০১১ ১৫:৫৪477026
  • নিপীড়িত, শোষিত বন্ধুগণ,
    ফাঁদে পা কিছুতেই দেবেন না। এই টইতে আলোচিত উপায়সমূহ কাল কিম্বা পরশু আপনার ওপরেই প্রয়োগ হতে পারে মনে রাখবেন। আসুন এই চক্রান্তের প্রতিবাদে আমরা খিল্লি করে উঠি। মোমবাতি মিছিল টিছিল ও চলবে :))অভাবে পাউরুটি !!

    অনেক চেষ্টা সঙ্কেÄও আমরা ঘর বা ঘাড় থেকে নামি না। অফিসে আমাদের বস খেদায় বাড়িতে বসতর। আমরা টিকে যাই ঝঞ্ঝাবহুল সমুদ্রে - আলো নেই - চাল ডাল তেল নুন কিচ্চু নেই - শুধু ল্যাদ খেতে খেতে দঁতে দাঁত চেপে লড়ে যাই কুটোটি না নেড়ে।

    লাল সেলাম, জয় হিন্দ, বন্দে মা তরম !!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন