এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিবাহিত পুরুষরা কখন চিরতরে গৃহত্যাগী হয়?

    byaang
    অন্যান্য | ১৩ জুলাই ২০১১ | ৭৭৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 220.226.209.2 | ১৪ জুলাই ২০১১ ১২:১৪477060
  • আমার পোস্টটা উড়ে যাওয়াটা আমি মোট্টেই ভালো ভাবে নিচ্ছি না। ওটাতেই সল্যুশন ছিলো। এটা নিয্যেস ষড়যন্ত্র।
  • siki | 123.242.248.130 | ১৪ জুলাই ২০১১ ১২:২৪477061
  • না উড়ে যায় নি। কীভাবে ওটা ফরিদার পোস্টের আগে চলে গেছে। আছে, আছে।
  • kallol | 220.226.209.2 | ১৪ জুলাই ২০১১ ১২:৩২477062
  • যাক। ফিরে এসেছে।
  • kallol | 220.226.209.2 | ১৪ জুলাই ২০১১ ১২:৪৫477063
  • হে সমব্যাথীজন,
    একবার শুধু অ্যাকবার বলো :
    তোমার সাথে আমার তুলনা !!
    হয় না হয় না হয়ই না।
    তুমি আছো তাই
    বেঠিক হবার যো নাই
    আমি তো নেহাৎ বোঝা-ই
    তবে যাই, তবে যাই।।

    এই বলে,
    অন্য কোথা অন্য কোনখানে
    এ দোকানে বা অন্য দোকানে
    চলো যাই।

    তবে, ঐ যে বল্লাম - এটা কত্তে বছর পঁচিশেক লাগে। তার কমে হয় না।
  • Shibanshu | 117.195.186.209 | ১৪ জুলাই ২০১১ ১৩:১৫477064
  • আমি যখন পাটনায় ছিলুম, আমার একজন বাড়িওয়ালা ছিলেন 'জ'বাবু। তিনি পেশায় ছিলেন ইনজিনিয়র এবং এককালে পিডবলিউডিতে কাজ করে প্রচুর মূলধন সঞ্চয় করেছিলেন। তারপর এক শুভক্ষণে সেই চাকরিটি ছেড়ে বিদ্যার ব্যবসায় নামেন। পাটনা এবং বিহারের অন্যান্য জায়গায় তিনি তিনটি স্কুলের মালিক ছিলেন।

    তাঁর সরকারিমতে বিবাহ হয়েছিলো প্রায় বাল্যকালে একজন বিহারশরীফের গ্রামীণ কন্যার সঙ্গে। পরবর্তীকালে তাঁর একটি স্কুলের প্রিন্সিপাল এক বঙ্গীয় মহিলার পাণিগ্রহণ করেন। এছাড়াও এক আধটা যাবার চুলো ছিলো। আমি যখন দেখেছি তখন তাঁর বয়েস সত্তরের কাছাকাছি হবে। কিন্তু সে কী তেজ। যে বৌ একটু বেশি ট্যাঁ ফোঁ করে, উনি তৎক্ষণাৎ তিনি ড্রাইভারকে ডেকে অন্য বাড়িতে রওনা দেন।

    কার হিম্মত আছে এই সব পুরুষ সিংহের সঙ্গে পাঙ্গা নেবার? স্বপ্নের জীবন....
  • kallol | 220.226.209.2 | ১৪ জুলাই ২০১১ ১৭:০৬477065
  • প্রিকন্ডিশনটি ফুলফিল কত্তে পাল্লে - এ তো বচ্চোঁ কা খেল।
    পাটনায় পিডব্লিউডির ইনঞ্জিনি হতে হবে। তব্বে না।
  • Lama | 203.132.214.11 | ১৪ জুলাই ২০১১ ১৭:৫২477066
  • কেঁদে কঁকিয়ে ইঞ্জি পর্যন্ত হওয়া গেছে, পাটনা বা পিডাব্লুডি আর হবে না এ জীবনে। পরেজ্জম্মে যদি পাটনায় জন্মও হয়, পিঁপঋহে বা শালিকপাখি হয়েই হবে হয়তো... ইঞ্জি হওয়া আর হবে না
  • sayan | 121.242.29.160 | ১৪ জুলাই ২০১১ ১৮:০৭477067
  • ..... নাহ্‌, থাক।
  • siki | 80.239.243.70 | ১৪ জুলাই ২০১১ ২০:০২477068
  • কাটিয়ে দে। :-)
  • byaang | 122.178.193.161 | ১৪ জুলাই ২০১১ ২০:১৪476861
  • না রে সায়ন, কাটিয়ে দিবি না। উত্তরটা জানা থাকলে এক্ষুনি বল আমাকে।

  • aka | 168.26.215.13 | ১৪ জুলাই ২০১১ ২১:০১476862
  • হ্যাঁ সান্দা শিগ্গির, আর তো পারা যায় না।
  • byaang | 122.178.193.161 | ১৪ জুলাই ২০১১ ২১:০৬476863
  • আকা আর সিকির এত তাড়া কীসের কে জানে!
  • Tim | 198.82.21.123 | ১৪ জুলাই ২০১১ ২১:০৮476864
  • শুদু পাটনায় পিডব্লিউডির ইঞ্জিনি হলেই হবে না লামাদা। পাটনাই ইঞ্জিনি হতে হবে। ;-)
  • byaang | 122.178.193.161 | ১৪ জুলাই ২০১১ ২১:২৫476865
  • তিমি কোন সাহসে এই টইতে লিখতে এসেছিস!!!
    আগে অধিকারী হ।
  • Nina | 12.149.39.84 | ১৪ জুলাই ২০১১ ২১:২৮476866
  • তব্বে ! পাটনার পাটন দেবীর মহিমা ---বিদ্যে, পয়সা সব কিছু অর্জন করেও একবার নয় তিন তিন বার "জ"বাবু তিনজনের কাছে মাথা মুড়োল ;-) বেচরা টেনিস বল ও এই কোর্টে চাঁটা খেয়ে ঐ কোর্টে গিয়ে পড়ে--দুটো কোর্টে লুটোপুটি খায়--:-)))
    তা শিবজি কে গো এই মাথামোটা "জ'বাবু? চেনা চেনা ঠ্যাকে ;-)
  • Tim | 198.82.21.123 | ১৪ জুলাই ২০১১ ২১:৩৩476867
  • লোকশিক্ষে দুভাবে হয়

    দেখে আর ঠেকে। :-)
  • byaang | 122.178.193.161 | ১৪ জুলাই ২০১১ ২১:৩৫476868
  • ঠিক বলেছ নীনাদি। আম্মো এটাই ভাবছিলাম যে ভদ্রলোকের কী ভীষণ দুর্দশা! এনাকে আবার পুরুষসিংহ বলা কেন?
  • Nina | 12.149.39.84 | ১৪ জুলাই ২০১১ ২১:৪৫476869
  • পুরুষসিংহ তো সিংহীর ল্যাজে ল্যাজেই ঘোরে রে ব্যাং ;-) সিংহীরা মেজাজে থাকে --ইচ্ছে হলে ঘেঁষতে দেয় নইলে ভাগিয়ে দেয় ;-)) নিজের শাবককুল নিয়ে ব্যস্ত থাকে সিংহীরা---সিংহদের মতন একলা একলা ফ্যা ফ্যা করে নাকি--;-))))
  • Nina | 12.149.39.84 | ১৪ জুলাই ২০১১ ২১:৫১476870
  • এই যো টিম্ভাই আর বাংলায় একটা প্রবাদ আছে-----
    'না বিইয়ে কানাইয়ের মা"
    ;-))
  • siki | 122.162.75.158 | ১৪ জুলাই ২০১১ ২১:৫৪476872
  • সিংহ দিনভ্যর ল্যাদ খায়, সিংহী শিকার টিকার করে এনে খেতে দ্যায়।
  • Nina | 12.149.39.84 | ১৪ জুলাই ২০১১ ২২:০৪476873
  • ল্যাদ তো খায়ই, টি ভি রিমোট নেই , তবু! আর সিংহী শিকার করে আনে নিজের ও শাবককুলের জন্য, সিংহ ও ভাগ পায়--সিংহীর মায়ার শরীর ।
  • siki | 122.162.75.158 | ১৪ জুলাই ২০১১ ২৩:০১476874
  • কোনও বিতর্কে যাবো না, আমার সল্যুশন চাই, অ্যাস্যাপ :-)))
  • dukhe | 117.194.228.183 | ১৪ জুলাই ২০১১ ২৩:০৭476875
  • গৃহত্যাগী হলেও কি শান্তি পাবেন কমরেড ? নজরুলের সেই হুমকি মনে করুন - আমি চিরতরে দূরে চলে যাব তবু / আমারে দেব না ভুলিতে - অর্থাৎ একটি স্মৃতিময় ভৌতিক পরিবেশ । মজা টের পাবেন ।
  • aka | 168.26.215.13 | ১৫ জুলাই ২০১১ ০০:২৮476876
  • আ: গৃহত্যাগী কে হবে? এক গৃহ থেকে উন্নততর গৃহে যাবে।

    ব্যাঙ বউ তাড়িয়ে দিলে মানে এই উপায়ে তাহলে পলিটিকালি ঠিক থাকা যায়, আইনগত ভাবেও। নইলে সারা পৃথিবীর আইনি বন্দোবস্ত এমনই মেয়েদের দিকে টিল্টেড যে শান্তিতে গৃহত্যাগী হবারও উপায় নেই।
  • sayan | 115.184.52.84 | ১৫ জুলাই ২০১১ ০০:৩৪476877
  • আগে একটু ই®¾ট্রাস্পেক্ট করো, আসলে কী চাও, খ্যাদাতে না শিক্ষা দিতে। শিক্ষা দেবার হলে পোচুর পন্থা অলরেডি ডকুমেন্টেড হয়ে গেছে, ওগুলোর যে কোনওটা কাজ করে যাবে।

    ফর গুড আপদ বিদায় করতে চাইলে কম: দুখে নি:শব্দে একটি ব্রহ্মাস্ত্র ঝেড়ে গেছেন বেরাদরের দোহাই দিয়ে, যেটা ফেইল-সেফ এবং ফুলপ্রুফ, কিন্তু বেরাদরের প্রতি সততার পথ থেকে বিচ্যূত হতে পারলাম। বাকি রইলো আমার দুই নয়া-পয়সা। আগাপাশতলা বাটাম দাও, লিটার‌্যালি না, অন্যভাবে মানে খেতে বসতে ইত্যাদি। পুরুষেরা ভাতের থালায় পোচুর রাগ দেখায়, খাবার বেড়ে মুখে ঠুসে না দিলে তাদের রাগ যায় না, সো শো নো মার্সি দেয়ার। গেট এ জব, আ ওয়েল-পেইড ওয়ান, অ্যান্ড শো-অফ। ডু লেট নাইটস। সন্দেহের জন্য পসিবল সমস্ত অ্যাভিন্যু খোলা রাখো। কোনও প্রশ্নের উত্তর নয়, অভিমান তো নয়ই, লেট গো রাগ। খোঁচা খেলে জাস্ট ইগনোর করো। একদিন বাড়ির লক বদলে নাও। জিগেস করলে বোলো আগেরটা কাজ করছিল না, আর ডুপ্লিকেট কী-সেট নেই, আপাতত। লেট হিম ওয়েট আউটসাইড। জয়েন্ট যা কিছু সব আন-জয়েন করতে লাগবে। মনে রেখো, পুরুষের সফটেস্ট স্পট তার মেল-ইগো, সো হিট দেয়ার হার্ড।

    ঠিক এই পয়েন্টটায় এসে বুঝে যাবে তুমি কী চাইছো। যদি সে ব্রেক ডাউন করে যায়, তোমাকে প্লীড করে আর সেগুলো দেখে তুমি কষ্ট পাও, দেন দিস ইজন্ট ফর ইউ। তুমি এগুলোর কোনওটাই করতে চাও না। এখন, তার এই ব্যবহারের দুটো মানে হতে পারে। এক, সে রিয়্যালি তোমাকে ছেড়ে থাকতে চায় না আর তার যেই যেই অভ্যাসের জন্য তুমি তাকে ঘরছাড়া করবে ঠিক করেছো সেগুলো সে শুধরে নিতে চায়। তাকে একটা চান্স দেবে কি দেবে না সেটা তোমার ব্যাপার। আর যদি একবারও মনে হয় এই ভেঙে পড়া ইত্যাদি তার বড়ো নাটকের পার্ট, তাহলে আরও কিছুদিন পুরনো পন্থায় চালাও, একটু মিহিতর ঝাঁঝে, যদি সে সত্যিই গিল্টি ফীল না করে, তার স্বরূপ বেরিয়ে আসবেই। অ্যান্ড ইউ উড নো ইট।

    বাড়ি থেকে কাউকে তাড়িয়ে দেওয়া সোজা। এরকম ক্ষেত্রে কিছু সময় পর সব্বাই ফিরে আসে। কিন্তু ফিরে এসে থাকতে পারবে কিনা সেটা ডিপেন্ড করছে এর মাঝে তুমি নিজের জীবনে কী কী করেছো। সেগুলো তার ভাবনা চিন্তার বিরূদ্ধে হলে সে নিজের ইগোর জ্বালাতেই সব ছেড়ে যাবে, এবং আর ফিরে আসবার কথা ভাববে না। মানুষ ততদিন কাছে আসতে চায় যখন কাউকে সে "নিজের' মনে করে। ব্যাপারটা তার "নিজের' যদি আর না থাকে, গেটিং ব্যাক বিকামস টূ গুড টু বি ট্রু।

    ..................

    এই পর্যন্ত পড়ে যদি নিতে পারো, পরে কখনও বাকিটা লিখবো।
  • rimi | 168.26.215.135 | ১৫ জুলাই ২০১১ ০০:৫৩476878
  • ব্যাং কি একেবারে চিরতরে বিদায় করার রাস্তা চাইছিস?

    আমার একটা বিজনেস আইডিয়া আছে - বিবাহিত পুরুষদের জন্যে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার। বিবাহিত জীবনে বেশি বেগড়বাই করলেই তাকে সেখানে ভর্তি করে দেওয়া হবে। নানা উপায়ে তাকে শিক্ষা দেওয়া হবে কি ভাবে সে বৌএর সঙ্গে মানিয়ে চলতে পারে। শিক্ষার শেষে পরীক্ষা - থিওরি এবং প্র্যাকটিকাল। পাস করলে বারি ফেরত, আর ফেল করলে আরো একবছরের কোর্স। পরপর তিনবার ফেল করলে ডিভোর্স।

    আমার হাতে একটু পয়সা হলেই এ ব্যপারে ইনভেস্ট করব। নানারকম হ্যান্ডস-অন টিচিং আইডিয়াও আছে - যাতে বিবাহিত পুরুষদেরও নানা ইন্সেন্টিভ থাকবে, থাকবে "প্লে" টাইম ইত্যাদি।
  • aka | 168.26.215.13 | ১৫ জুলাই ২০১১ ০১:০২476879
  • পয়সাটা কার যাবে? অবশ্য পয়সা দিয়ে থাকতেও আপত্তি নেই। আহা এই বিজনেস ফুলে ফেঁপে উঠুক।
  • Sibu | 66.102.14.1 | ১৫ জুলাই ২০১১ ০১:০৫476880
  • এই প্লে টাইম আর ইন্সেনটিভের ব্যাপারটা ভাল শোনাচ্ছে :)।
  • S | 90.217.112.217 | ১৫ জুলাই ২০১১ ০১:১৩476881
  • সেই centre এর faculty তে কারা থাকবেন শুনি ? বৌ রা কি? তাহোলে কি কিছু লাভ হবে? তবে বিভিন্ন বৌ বিভিন্ন subject এর ওপরে নিলে আলাদা কথা anyway রিমির idea টা এক্‌ঘর। আমি আগাম একখান application form চেয়ে রাখ্‌লুম। মেয়ের admission মেয়ের বাপের admission. এতকিছু আর মনে রাখতে পারি না বাপু
  • Paramita | 202.3.120.9 | ১৫ জুলাই ২০১১ ০১:১৭476883
  • এই সুতোয় যাবে কিনা জানি না, কিন্তু আমার ছ বছরের কন্যার কাছ থেকে আজ একটা অজানা অ্যাক্রোনিম জানলাম। বাড়ি ফিরতেই ফিক ফিক করে হেসে বললো, "আই হ্যাভ সামথিং টু টেল ইউ বাটস ইটস এমবারাসিং।" আমি বললাম, কি প্যান্টে পিপি করে ফেলেছিস? "গ্রেড ওয়ানের পর আর কখনো করেছি?" "তবে? টাইম আউট পেয়েছিস?" "নো, ইটস সর্ট অফ ফানি। সামবডি টোল্ড সামবডি টু টেল মি সামথিং।" তারপর অনেক চাপাচাপির পর জানা গেল বিদ্যালয়ের অর্ণভনামধারী বালক অন্য একটি বালককে দিয়ে মেঘকে BMW বলতে বলেছে। বলেই আবার ফিক। তারপর গম্ভীর হয়ে বললো, আই হেট সাচ থিংস। আমিও অর্নভকে বলেছি, ইউ আর ব্রেনলেস। বলে পেছন পেছন রান করেছি, তারপর ও টেবিলের নিচে ঢুকে গেছে।

    BMW-এর ফুল ফর্ম জানার পর থেকে খুব চিন্তায় আছি। এখন ব্রেনলেস বলে কাটিয়ে দিয়েছে আর মাকে এসে বলেওছে, কিন্তু সে আর কদ্দিন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন