এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিবাহিত পুরুষরা কখন চিরতরে গৃহত্যাগী হয়?

    byaang
    অন্যান্য | ১৩ জুলাই ২০১১ | ৭৭৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 203.197.30.2 | ১৫ জুলাই ২০১১ ১৬:৪৯476917
  • না:! এইবার বুঝেচি :)) -- জলের মতো পোস্কার !
  • santanu | 91.226.168.2 | ১৫ জুলাই ২০১১ ১৬:৫০476918
  • আমার ধারনা ছিল মোচা খেতে হলে ভজহরি মান্নাতে যেতে হয়।
  • dukhe | 122.160.114.85 | ১৫ জুলাই ২০১১ ১৬:৫২476919
  • আরে ছ্যা: ছ্যা: । আজকালকার মেয়েরা এত বরমুখাপেক্ষী ! সামান্য এট্টু এঁচোড় কুটতেও পারে না । কে এদের মানুষ করবে ? বর গৃহত্যাগী হলে সব না খেয়ে মরবে ।
  • siki | 123.242.248.130 | ১৫ জুলাই ২০১১ ১৬:৫৬476920
  • দে, ওসব বোঝাপড়ার কাজ সংসার জীবনের প্রথম দিনেই হয়ে গেছে। আমার বউ ভাত রাঁধতেও জানত না। চা করতেও পারত না। কেবল গ্যাস ওভেন লাইটার দিয়ে জ্বালাতে পারত। প্রাথমিক শিক্ষাদীক্ষাটা আমিই দিই, তারপরে ইন্টারনেটের দয়ায় ডাল, মাছের ঝোল, ঝাল, তরকারি সব শিখি দুজনে মিলেই। এখনও ডিমের কারি বা চিকেন মাটনের মত স্পেশাল পদ হলে রান্নাটা আমিই করি, সন্ধ্যের চা-টাও বলতে নেই, আমিই বানাই রোজ।

    বাড়ি থেকে বেরিয়ে যাবার ভয়ে তাই কম্পিত নয় এ বীরের হৃদয়। রান্নাবান্না নিয়ে আমি একেবারেই টেনসিত নই। :)
  • de | 59.163.30.4 | ১৫ জুলাই ২০১১ ১৭:১০476921
  • সিকি,

    আমাদের বাড়িতে সকালের রান্না, মেয়ের টিফিন, ডাব্বা গুছনো তিনজনের ইত্যাদী আমার কাজ -- রাত্তিরের রান্না বর করে! সকাল আর রাত্তিরের পষ্টাপষ্টি ভেদাভেদ -- উইকেন্ডে ঐসব স্পেশাল কাটাকুটি বর সেরে দেয়, রান্না আমিই করি!

    তোমাদের এখন মেয়ে ছোট তাই হয়তো তার পড়াশুনো নিয়ে ভাবনাচিন্তা বেশী নেই -- আমাদের ক্ষেত্রে ও দায়িত্বটি পুরোপুরিই আমি সামলাই, বিকেলে রান্না করতে গেলে তাতে কমতি হবে! :))
  • til | 124.169.5.110 | ১৫ জুলাই ২০১১ ১৭:১৭476922
  • বাহ, সবাই কেমন দু:খ দু:খ খেলাতে মশগুল, দিস্টার্ব করলাম না।
  • dukhe | 122.160.114.85 | ১৫ জুলাই ২০১১ ১৭:২২476923
  • আমি শিবাংশুবাবুর সঙ্গে একমত । এত কিছু পারলে কৌশানীতে হঠযোগই করতাম ।
    বাড়ি যাই, রাত্রে আবার লুচি আলুদ্দম হবে । সঙ্গে ছোলার ডাল আর বেগুনভাজা । মায়াবদ্ধ জীব ।
  • M | 59.93.197.142 | ১৫ জুলাই ২০১১ ১৭:৩৬476924
  • দে,
    আর কি? ঐ এক ছেলে দেখিয়ে কত লোক যে কত কিছু করিয়ে নিলো:((

    তবে আমার ছেলেটা এত পেটুক যে নিজেই রান্না কত্তে শিখবে, বাকি ও শিখিয়ে দিচ্ছি।বিয়ে না করার সুপরামর্শ ও দিয়ে চলেছি।কিন্তু সে আবার কোন ছোটবেলা থেকেই ছোট ঋভুর জন্য নিজের খেলনাপাতি জামাকাপড় গোছাচ্ছে, বউয়ের জন্য আমার গয়নাগাঁটির খোঁজ রাখছে।আচ্ছা ঝামেলা।
  • Kaju | 121.244.209.245 | ১৫ জুলাই ২০১১ ১৭:৩৮476925
  • আমাদের শতসহস্র চক্ষের পোবোল নজর দেয়া রইল ওই সমস্তের ওপর।
  • Kaju | 121.244.209.245 | ১৫ জুলাই ২০১১ ১৭:৩৯476927
  • ওপরের পোস্টটা দুখেদার জন্যে।
  • M | 59.93.197.142 | ১৫ জুলাই ২০১১ ১৭:৪১476928
  • আরে একি, ইন্দ্রানী কি সবাইয়ের মধ্যে পরে না? আর গম্ভীর মানুষদের আমি ডাকতে ভয় টয় পাই।মানে সরাসরি নাম ডেকে।আর অনেক সময় ই অনেক নাম গুলো মনে আসে না, তার মানে এই নয় তাদের ডাকতে চাইছি না, তারা আসলেও দারুন লাগে, যেমন টিম পামিতার কথা বলে দিলো।মানে আমি ও সবাইকে ডাকছিলাম কিনা তাই উত্তর দিলাম, যদিও ওটা আমায় বলা কিনা সিওর নই।:)
  • til | 124.169.5.110 | ১৫ জুলাই ২০১১ ১৭:৪৭476929
  • বড়ম,
    ছেলেকে বলুন বিয়ে নয়, লিভ টুগেদারই শ্রেষ্ঠ পন্থা, ভিভ বলে গেছেন।
  • dukhe | 122.160.114.85 | ১৫ জুলাই ২০১১ ১৭:৪৮476930
  • কাজুভায়া ঠিকানা দিন, ক্যুরিয়র করি । কবে যে এসব ইমেলে পাঠানো যাবে ।
  • til | 124.169.5.110 | ১৫ জুলাই ২০১১ ১৭:৫৫476931
  • আম্মো প্রধানমন্ত্রীনি ও লিভ টুগেদার, বয় ফেরেন্ড হেয়ার ড্রেসার, তাঁর (হেয়ার) একটা বড় সড় বাচ্চাও আছে অন্য না বিয়ে করা থেকে!
  • pi | 128.231.22.142 | ১৬ জুলাই ২০১১ ০০:১৪476932
  • বা:, দেদির সাথে অনেক মিল পেলুম।
    আর সিকির সাথে রান্নার আইটেমগুলি নিয়ে ।
    যদিও আমার মতে ঐ ডিমের কারি, চিকেন , মাটনই সবচে সহজ ( ম্যাগির পরে) , তাই ওগুলো আমি করি :)

    আর হ্যাঁ, ওগুলোতে মনের সুখে এক্ষপেরিমেন্ট ও করা যায়।

    মুগডালে একবার রসুন , ধনেবাটা দেবার পর থেকে আমার ডাল ছোঁয়াতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ভালোই হয়েছে অবশ্য।

    তবে, ইদানীং দেখছি মাংসের ব্যাপারেও খুঁতখুঁতানি শুরু হয়েছে।
    আমি কালোজিরে দিয়ে চিকেন রাঁধতে যাওয়াতে সে প্রায় গৃহত্যাগের উপক্রম !

    ব্যাংদি, এই রেসিপিগুলো একবার ট্রাই করে দেখতে পারো। অভীষ্ট পূর্ণ হতেও পারে।
  • hu | 12.34.246.72 | ১৬ জুলাই ২০১১ ০০:২৫476933
  • পাইএর রান্না খাওয়ার আমার বহুদিনের শখ। তা সে আমায় নেমন্তন্নই করে না!!
  • nk | 151.141.84.194 | ১৬ জুলাই ২০১১ ০০:৩৪476934
  • আমায় নেমন্ত করেছিলো পাই। যাওয়া হইলো না। :-(
  • sahana | 117.194.237.223 | ১৬ জুলাই ২০১১ ০২:৪১476935
  • যেদিন একসাথে থাকতে থাকতে ঘর ও বাহিরের ভেদ ঘুচে যাবে, যেদিন জীবন অন্তরযাত্রামুখী হয়ে নিজের আয়নায় নিজেকে দেখে বিশ্বের আয়নায় নিজেকে চিনতে চাইবে, যেদিন নিজের বৌ পরের বৌ সবাইকেই ভগিনি সম বোধ হবে, সেদিন পুরুষ চিরতরে গেহত্যাগী হবে। এতসব কি আর সাধন ভজন ছাডা হয়! জগত মায়াময়। পালান বরন্‌চ সোজা, ত্যাগী হওয়া অত সহজ না। ভাগানো যাবে, ত্যাগানো নামুম্‌কীন না হলেও বেশ চাপ । ইয়ে সব অন্দর কা মামলা হ্যায় ! বুদ্ধ জানেন গোপন তঙ্কÄটি!
  • rimi | 24.42.203.194 | ১৬ জুলাই ২০১১ ০৩:০০476936
  • ওহো তাই বলো। ব্যাং আসলে জানতে চায় বিবাহিত পুরুষকে কি করে ঘাড়ে ধরে বাড়ির কাজ শেখানো যায় :-))
    আমার ইস্কুলে অবশ্যই সেটাও সিলেবাসে থাকবে।
    বাই দ্য ওয়ে, সিবুদা কিম্বা যারা আমার ইস্কুল নিয়ে জানতে চাইছিলে - আমার ইস্কুলের আইডিয়াটা পরশুরামের গপ্প থেকে পাওয়া। সেই যে আরব্য রজনীর গুলবুলিস্তানের গপ্প মনে আছে নিশ্চয়ই? অনেকটা সেরকমই ইন্সেন্টিভ, আর শিক্ষাটাও অনুরূপ কড়া ধরণের। :-)))
  • Sibu | 66.102.14.1 | ১৬ জুলাই ২০১১ ০৪:০২476938
  • কাজ করতে হবে তো বিয়ে করা কেন? গেম থিওরি কয়েছে দুদিকের ইন্টারেস্ট থাকলে তবেই সেই সল্যুশন স্টেবল হবে। তো বিয়েতে পুরুষের তো একটিই ইনসেন-টিভ, একটি রাঁধুনী।

    বউ যদি রান্নাই না করবে তো আর বিয়ে কেন? এই আমার মত ডোমেস্টিক পার্টনার হলেই তো হয়।
  • nk | 151.141.84.114 | ১৬ জুলাই ২০১১ ০৫:০২476939
  • হায় রে, রান্নার মত একটা সোজা কাজের জন্য কৌমার্য বিসর্জন দিলেন স্বয়ং শিবু! রান্না হেন সোজা কাজ নেই, সব্জি টব্জি কাটুন কুটুন ধুয়ে নিন, তার্পরে আগুন জ্বেলে কড়া বসিয়ে তেল দিয়ে সব দিয়ে নাড়ুন চাড়ুন, মশলা দিন লবণ দিন, জল দিন হয়ে গেল। এমনকি লবণ না দিলেও হয়, পরে মিশিয়ে নেবেন! :-)
  • i | 124.149.40.80 | ১৬ জুলাই ২০১১ ০৬:২৯476940
  • বিগেম আমারে ডরায়! :))))
  • biplab pal | 69.250.67.136 | ১৬ জুলাই ২০১১ ০৭:৫৫476941
  • বিবাহিত পুরুষ কেন গৃহত্যাগী হবে-সেটাই বুঝলাম না।
    কারন আমরা গৃহে বসবাস করিয়াও গৃহত্যাগী। সেটাই অপটিমাইজেশন। কারন যে গরু দুধ দেয়-তার লাথিও দু একটা খেতে হয়। গরু অধিক লাথি মারা শুরু করলেও উপায় কি? তার থেকে লাথি হজম করে, গালি সহ্য করে -সব মায়া বলে স্বীকার করে, সংসারে সন্নাসী জীবন গৃহীর জন্যে শ্রেয়। কথামৃত পড় নি?

    সংসারে সন্ন্যাসীর ন্যায় জীবন কাটাতে পুরুষকে যা যা শিখতে হবে
    [] বাল্য ও যৌবনে স্ট্রাইকার পজিশনে খেলে, অসংখ্যা লাথি এবং চোরাগোপ্তা মার খাওয়ার অভ্যেস
    [] বিপিও কল সেন্টারে কমকাস্ট বা ভারাইজনের কাস্টমার সার্ভিসে ৬ মাস ট্রেনিং নেওয়া-প্রতিদিন টন টন গালি খেতে খেতে, গালির বিরুদ্ধে সেন্সিটিভিটি লেভেলটাকে কমিয়ে আনতে হবে
    [] ভারতীয় দর্শনের চর্চার জন্যে রামকৃষ্ণ মিশনের সাধু সঙ্ক বা নগ্ন সন্নাসীদের সাধু সঙ্গ করে বুঝতে হবে সবই মায়া-বৌ খেতে দিলেও মায়া, ঝাঁটা মারলেও মায়া। সবাই মায়া।

    ১+২+৩ এর সফল ট্রেনিং এর পরে একজন পুরুষের বিবাহিত জীবনে ঢোকা উচিত। সেই জীবন এবং বিবাহ সার্থক হবে, তা নিয়ে কোটি টাকার বেটিং এর রাজী আছি।
  • aka | 24.42.203.194 | ১৬ জুলাই ২০১১ ০৭:৫৬476942
  • ওরে বাবা বউয়ের রান্না? হেলদি (পড়ুন ফাঁকিবাজি) রান্না খেতে খেতে (পড়ুন উপোস করতে করতে) কবে বিলীন হয়ে যাব কোন ঠিক আছে?
  • dukhe | 117.194.235.170 | ১৬ জুলাই ২০১১ ০৯:২৭476943
  • বৌ আমাকে রান্না করতে বললে আমি নির্ঘাত একটি পুরুষ-রাঁধুনী খুঁজে হোমো হয়ে যাব ।
  • abastab | 61.95.189.252 | ১৬ জুলাই ২০১১ ১১:০৬476944
  • কালোজিরে ফোড়ন দিয়ে সরষে বাটা, ক্রীম আর ধনে পাতা দিয়ে খাসা চিকেন হয়।
  • Shibanshu | 117.195.175.48 | ১৬ জুলাই ২০১১ ১১:৪৬476945
  • সাহানার কতা শুনলে মরার পর চিত্রগুপ্ত স্বর্গে পোস্টিং দিয়ে দেবে। ওখানে বড্ডো চাপ। ওসামা থেকে ঊর্বশী, সব ওখানে গাদাগাদি করচে। আর nk আর abastab নুকিয়ে শটকে শেকাতে চাইচে। শিবু, দুখে, সব সাধুরা সাবধান হও। গীতায় ঠাকুর বলেচেন, স্বধর্মে নিধনম শ্রেয়, পরোধর্ম ভয়াবহ'। পরের মেয়ের কতায় পড়ে ধর্ম বদলালে তো এক্কেরে স্বর্গবাস।
  • arindam | 59.93.169.106 | ১৬ জুলাই ২০১১ ১৩:১৯476946
  • সংসারের সব ত্যাগ মহিলাদের শুধু গৃহত্যাগ পুরুষের...
    :)
  • siki | 122.162.75.15 | ১৬ জুলাই ২০১১ ১৫:২০476947
  • সাহানার কথায় খুব আতঙ্কিত হলুম। নিজের বৌ কে ভগিনি-সম মনে হলে যে জীবনে ক্ষুব চাপ!! :-)))

    পরের বৌ সম্বন্ধেও আমি খ্রিস্টানদের নীতি অক্ষরে অক্ষরে মেনে চলি। এ ব্যাপারে আমি খুব ধার্মিক। যিশুঠাকুর বলে গেছেন, love thy neighbour... (স্পেশালি হোয়েন হার হাসব্যান্ড ইজ নট অ্যাট হোম)।
  • til | 124.169.5.110 | ১৬ জুলাই ২০১১ ১৬:৩০476949
  • একটা ছবি মনে পড়ছে; প্রেসিডেন্ট ইয়েস আমেরিকার প্রেসি স্বয়ং .. র দৃষ্টি একজনের ইয়ে আই মীন cleavage দিকে নিক্ষিপ্ত , কতটা got up কেস জানিনে, তবে ইহাই পরম সত্য!
    মুখে যে যাই বলুন না কেন, .................................
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন