এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোর ডায়েরি: ২০১১

    chanDaal
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ৭৮০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 123.242.248.130 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৬484947
  • হেউ।
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৬485043
  • লিখছে না কেউ!

    সবাই কি বুড়ো হয়ে গেল নাকি?
    আর যে মাত্র চোদ্দ দিন বাকি!
  • . | 121.242.63.60 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১২:১৩485054
  • ছোট্টবেলা থেকে এইদিন বিশ্বকর্মা পুজো দেখে আসছি। এই প্রথম পুজো গেছে কাল সরে। অফিস আসার সময় দেখে এলাম করুণাময়ী অটোস্ট্যান্ড এ প্যান্ডেল। সব্বাই জটলা করছে। আমরা অটো ভরালে বেজার মুখে এসে স্টার্ট দিচ্ছে । ঠিক যেমন গোমড়া মুখে আমরা সপ্তমীর দিন কোড লিখি।
    তারপর এসে পৌঁছলাম নিউটাউন অটোস্ট্যান্ড । সেখানে তো অটো ভর্তি। তাও ছাড়ে না। কি করে ছাড়বে? তাদের পুজোর বাজার এসে পৌঁছলো যে সবে। দারুণ ফুল পেয়েছে অনেক কম দামে। "হেব্বি খুশ" ।
    ওদিকে মাকে ফোন করলাম বাড়িতে। তিনি বল্লেন "এখন রাখ। আমি তোর দিদার বাড়ি কচুর শাক কেটে গুছোচ্ছি। কাল রান্নাপুজো।"
    পুজো তো আসছেই। প্রতিবারের মত। উল্লাসে।
  • S | 90.200.14.8 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৪485065
  • হ্যাঁ কে কি শপিং করলে আগে ভাগে সেটা লেখ, আর আমি শুনে সার্থক হই। আমার তো যাবারো উপায় নেই আর শপিং এর ও না। আগে বলো কি কি শাড়ী বেরিয়েছে এবছর?
  • . | 14.99.110.122 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৪485076
  • নতুন শাড়ি? আমি এবার খুব মধ্যপ্রদেশের রমরমা দেখলাম। এক্সপেরিমেন্ট উইথ চান্দেরি, এক্সপেরিমেন্ট উইথ কোষা। সাধারণ বাড়িতেও গিচা তসর। এমনকি আমার দেখা কয়েকটি বুটিকেও বেস হিসেবে এগুলো ব্যবহার হচ্ছে। বেশ এথনিক হাওয়া আছে এবার।
  • Megh | 117.18.231.5 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৮485087
  • #২৪৩৭;#২৪৭২;#২৪৯৫;#২৪৮০;#২৫০৯;#২৪৭৬;#২৪৫৮;#২৪৭২;#২৪৯৬;#২৫২৭;

    #২৪৫৬;#২৪৯৭;#২৪৭৮; #২৪৭৭;#২৪৯৪;#২৪৫৭;#২৪৬৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭২;#২৪৮০;#২৪৭৮; #২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৪১;#২৪৩৩;#২৪৫৩;#২৪৯৫; #২৪৭৮;#২৫০৩;#২৪৮০;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩; #২৪৫৫;#২৫০৩;#২৪৮২;#২৫০৭; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৫২৭;#২৪০৪; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৭০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৮৯;#২৪৯৪;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪;#২৪৩৯; #২৪৬৩;#২৪৯৪;#২৪৭২;#২৪০৪; #২৪৮৮;#২৫০৩; #২৪৬৩;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৭৭;#২৫০৩;#২৪৮৮;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৩৯; #২৪৭৬;#২৪৯৭;#২৪৭২;#২৫০৭;#২৪৬১;#২৫০৭;#২৪৭৪;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮৬;#২৫০৩;#২৪০৪; #২৪৩৭;#২৪৫৮;#২৫০৩;#২৪৭২;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৭;#২৪৭২;#২৫০৭;#২৪৭৫;#২৪৯৭;#২৪৮২; #২৪৮৯;#২৪৮২;#২৪৯৭;#২৪৭০;#২৫০৩; #২৪৩৮;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৪৭২;#২৫০৯;#২৪৭২; #২৪৩৮;#২৪৮০; #২৪৮০;#২৪৫৭;#২৪৫৮;#২৪৫৭;#২৫০৩; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬০;#২৪৯৪;#২৪৭৪;#২৪৬৮;#২৪৯৫; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৭;#২৪৭৪;#২৪৯৮;#২৪৮০;#২৫০৯;#২৪৭৬; #২৪৬৫;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪; #২৪৭৮;#২৫০৩;#২৪৮২;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৮৮;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;#২৪০৪; #২৪৩৮;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮৬; #২৪৪৭;#২৪৭৮;#২৪৭২;#২৪৫৩;#২৪৯৫; #২৪৮০;#২৫০৭;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৮০;#২৪৫৭;#২৪৫১; #২৪৫৩;#২৫০৩;#২৪৭৮;#২৪৭২; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮২;#২৪৬৩;#২৫০৩; #২৪৫৫;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৮৮;#২৫০৭;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০;#২৪৫৭;#২৪৯৪; #২৪৮০;#২৫০৭;#২৪৭০;#২৫০৩; #২৪৩৮;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮৬;#২৪৭২;#২৪৯৬;#২৪৮২;#২৫০৩; #২৪৮৮;#২৪৯৪;#২৪৭০;#২৪৯৪; #২৪৭৮;#২৫০৩;#২৪৫৬;#২৫০৩;#২৪৮০; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪; #২৪৩৮;#২৪৮৮;#২৪৯৪; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৫; #২৪৩৮;#২৪৮০; #২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৫; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; #২৪৬০;#২৪৯৪;#২৪৭০;#২৪৯৭;#২৪৫৩;#২৪৮০;#২৪৯৬; #২৪৫৯;#২৫০৭;#২৪৩৩;#২৫২৭;#২৪৯৪;#২৫২৭; #২৪৪৭;#২৪৭৮;#২৪৭২; #২৪৮৮;#২৫০৯;#২৪৭২;#২৪৯৫;#২৪৫৫;#২৫০৯;#২৪৭১;#২৪৬৮;#২৪৯৪;#২৪০৪; #২৪৫৯;#২৫০৭;#২৪৬৩;#২৫০৭;#২৪৭৬;#২৫০৩;#২৪৮২;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৫;#২৪৮৬;#২৪৯৪;#২৪৮২; #২৪৭২;#২৪৭০;#২৪৯৬; #২৪৪৭;#২৪৫৪;#২৪৭২; #২৪৮৬;#২৪৯৬;#২৪৮০;#২৫০৯;#২৪৬৭; #২৪৬৮;#২৪৭৬;#২৪৯৭; #২৪৭৬;#২৪৯৭;#২৪৬১;#২৪৯৫; #২৪৬৮;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩;#২৪৫১; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬০;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭; #২৪৫৩;#২৫০৩;#২৪৪১; #২৪৩৭;#২৪৭৪;#২৪৮০;#২৪৯৮;#২৪৭৪;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪০৪; #২৪৫৩;#২৪৯৬; #২৪৮৮;#২৫০৯;#২৪৭২;#২৪৯৫;#২৪৫৫;#২৫০৯;#২৪৭১;#২৪৬৮;#২৪৯৪;#২৫২৭; #২৪৭৬;#২৫২৭;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৮৮;#২৫০৩; #২৪৮৬;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮; #২৪৬৬;#২৫০৩;#২৪৪১; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪০৪; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮২;#২৪৬৮;#২৫০৭;#২৪৮২;#২৪৯৪; #২৪৭২;#২৫০৮;#২৪৫৩;#২৫০৭;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৭০;#২৪৯৮;#২৪৮০; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৭৯;#২৪৯৪;#২৫২৭;#২৪০৪; #২৪৫৪;#২৪৯৭;#২৪৭৬; #২৪৫৮;#২৫০৩;#২৪৭২;#২৪৯৪; #২৪৪৭;#২৪৫৩; #২৪৭৮;#২৪৯৫;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৫; #২৪৫৫;#২৪৭২;#২৫০৯;#২৪৭১; #২৪৮৯;#২৪৯৪;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪;#২৪৮০; #২৪৬৩;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৭৭;#২৫০৩;#২৪৮৮;#২৫০৩; #২৪৩৮;#২৪৮৮;#২৫০৩;#২৪০৪; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৭৪;#২৫২৪;#২৫০৩; #২৪৮৬;#২৪৯৭;#২৪৭৭;#২৫০৯;#২৪৮০;#২৪৬৮;#২৪৯৪; #২৪৭৮;#২৪৯৪;#২৪৫৪;#২৪৯৪; #২৪৬০;#২৪৯৪;#২৪৭৫;#২৪৮০;#২৪৯৪;#২৪৭২;#২৪৩৮;#২৪৮২;#২৫০৭;#২৫২৭; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৯;#২৪৭৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৮৯;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪;#২৪০৪; #২৪৫৩;#২৪৮০;#২৪৬৮;#২৪৮২;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৭;#২৪৮২;#২৫০৩; #২৪৭২;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৮০; #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৬০;#২৫০৩;#২৪৭২;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৮৬;#২৪৯৫;#২৪৪১;#২৪৮২;#২৪৯৫;#২৪০৪; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭৭;#২৫০৭;#২৪৮০; #২৪৮৯;#২৪৬৮;#২৫০৩; #২৪৮৯;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৭৪;#২৫২৪;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৮৬;#২৪৮০;#২৪৬৮; #২৪৪৭;#২৪৮৮;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৪৭;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৬৮;#২৪৯৭;#২৪৭৮;#২৪৯৫; #২৪৩৮;#২৪৮৮;#২৪৭৬;#২৫০৩;#২৪০৪; #২৪৬০;#২৪৯৪;#২৪৭৫;#২৪৮০;#২৪৯৪;#২৪৭২;#২৪৮০;#২৪৫৭;#২৪৯৪; #২৪৭৮;#২৪৯৪;#২৫২৭;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৬; #২৪৭৭;#২৫০৭;#২৪৮০;#২৫০৩; #২৪৭৮;#২৪৫৪;#২৪৭৮;#২৪৮২;#২৪৯৫; #২৪৫৬;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৩; #২৪৬৮;#২৫০৭;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৮;#২৪৮০;#২৪৬৭; #২৪৭৪;#২৫২৪;#২৪৮২;#২৫০৩;#২৪৩৯; #২৪৩৮;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮৬;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৬০;#২৫০৩; #২৪৮৮;#২৫০৩; #২৪৮৮;#২৪৯৭;#২৪৮০;#২৪০৪; #২৪৭৬;#২৪৯৪;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৩; #২৪৫৯;#২৫২৪;#২৪৯৪;#২৫২৭; #২৪৬৮;#২৫০৭;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৭;#২৪৭৮;#২৪৮২;#২৪৯৫;#২৪৭২; #২৪৮৯;#২৪৯৪;#২৪৮৮;#২৪৯৫;#২৪০৪;

    #২৪৮৮;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮২;#২৫০৩;#২৪৮০; #২৪৭২;#২৪৭৬;#২৪৯৬;#২৪৭২; #২৪৩৮;#২৪৮২;#২৫০৭;#২৫২৭; #২৪৩৮;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮৬;#২৪৭২;#২৪৯৬;#২৪৮২;#২৫০৩; #২৪৭৪;#২৫০৩;#২৪৩৩;#২৪৬০;#২৪৯৪; #২৪৭৮;#২৫০৩;#২৪৫৬;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৪;#২৪৬৮;#২৪৭২; #২৪৫৯;#২৪৯৭;#২৪৩৩;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৯;#২৫০৩; #২৪৫৬;#২৪৯৭;#২৫২৪;#২৪৯৫; #২৪৮৮;#২৫০৩;#২৪৫১; #২৪৮৬;#২৪৯৭;#২৪৭২;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৮৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৭৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৪৮২;#২৪৭১;#২৫০৯;#২৪৭৬;#২৪৭২;#২৪৯৫; -

    #২৪৬৮;#২৪৯৭;#২৪৭৮;#২৪৯৫; #২৪৩৮;#২৪৮৮;#২৪৫৯;#২৫০৭;#২৪০৪;
  • Megh | 117.18.231.5 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৩485098
  • অনির্বচনীয়

    ঘুম ভাঙতেই একটা নরম দিন উঁকি মেরে দেখে গেলো আমায়। মনে দিয়েছে হাওয়াই টান। সে টানে ভেসে যাই বুনোঝোপের পাশে। অচেনা বুনোফুল হলুদে আচ্ছন্ন আর রঙচঙে প্রজাপতি তার অপূর্ব ডানা মেলেছে সেখানে। আকাশ এমনকি রোদের রঙও কেমন পালটে গেছে। সোনারঙা রোদে আকাশনীলে সাদা মেঘের যাওয়া আসা দেখি আর ভাবি কোন জাদুকরী ছোঁয়ায় এমন স্নিগ্‌ধতা। ছোটোবেলার বিশাল নদী এখন শীর্ণ তবু বুঝি তাকেও সাজালো কেউ অপরূপা করে। কী স্নিগ্‌ধতায় বয়ে যাচ্ছে সে শান্ত ঢেউ নিয়ে। পালতোলা নৌকোগুলো দূর থেকে দেখা যায়। খুব চেনা এক মিষ্টি গন্ধ হাওয়ার টানে ভেসে আসে। মনে পড়ে শুভ্রতা মাখা জাফরানআলোয় প্রথমবার দেখা হবার কথা। করতলে তুলে নিতে যার নাম জেনেছিলাম শিউলি। বিভোর হতে হতে মনে পড়ে যায় শরত এসেছে। এবার তুমি আসবে। জাফরানরঙা মায়াবী ভোরে মখমলি ঘাসে তোমার চরণ পড়লেই আকাশে বাজে সে সুর। বাতাসে ছড়ায় তোমার অমলিন হাসি।

    সকালের নবীন আলোয় আকাশনীলে পেঁজা মেঘের পাটাতন ছুঁয়েছে যে ঘুড়ি সেও শুনেছে সেই মঙ্গলধ্বনি -

    তুমি আসছো।
  • Paramita | 198.95.226.40 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২২:১১485109
  • উপরের জন আমার মেঘবালিকা নন, বলাই বাহুল্য।

    আমার এবার একটি চমৎকার শাড়ি লাভ হয়েছে। ঢাকাই-এর মত ফিনফিনে আর হালকা, দক্ষিণী কিন্তু, সপ্তগিরি না সপ্তমপুরা শাড়ি(নামটা একবার ভেরিফাই করতে হবে)। নরম পিংক আর পেছনে মভ সুতোর কাজের আভা, ফলে পিংক-এর ক্যাটকেটে ব্যাপারটা নেই মোটেই।

    এছাড়া একটি অহমিয়া সিল্ক তোলা আছে, ধবধবে সাদা, বেগুণী পাড়ে দিব্য কারুকার্য। দু-এর দেশে গিয়ে পাওয়া।

    একটি জ্যামিতিক চক্রাবক্রা শিফন।

    আর শাড়ি হয়নিকো।
  • nb | 14.99.49.246 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২২:১৬485120
  • #২৪৮৬;#২৪৮০;#২৪৬৮;#২৫০৩;#২৪৮০; #২৪৩৭;#২৪৮৮;#২৪৯৭;#২৪৫৪;

    #২৪৭৬;#২৪৯৯;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৫; #২৪৫৬;#২৪৯৭;#২৪৭৮; #২৪৫৩;#২৫০৩;#২৫২৪;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৮৬;#২৪৮০;#২৪৬৮;#২৫০৩;#২৪৮০;
    #২৪৫৩;#২৪৯৪;#২৪৮২; #২৪৭৮;#২৫০৩;#২৪৫৬; #২৪৫৮;#২৫০৭;#২৪৫৪; #২৪৮০;#২৪৯৪;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৪৯৪;#২৫২৭;
    #২৪৭৭;#২৫২৭;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭; #২৪৮৯;#২৪৬৩;#২৫০৩; #২৪৮৬;#২৪৮০;#২৪৬৮;#২৫০৩;#২৪৮০; #২৪৭২;#২৪৯৬;#২৪৮২;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮৬;#২৪০৪;
    #২৪৭৬;#২৪৬০;#২৫০৯;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৫৫;#২৪৮০;#২৫০৯;#২৪৬০;#২৪৭২;#২৫০৩;
    #২৪৫৩;#২৪৯৪;#২৪৮৮;#২৪৭৫;#২৪৯৭;#২৪৮২; #২৪৭৮;#২৪৯৭;#২৪৫৪; #২৪৫৫;#২৪৯৭;#২৪৬০;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৩৩;#২৪৭০;#২৫০৩;
    #২৪৮৬;#২৪৯৫;#২৪৪১;#২৪৮২;#২৪৯৫; #২৪৭০;#২৪৯৮;#২৪৮০; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৩৮;#২৫২৪; #২৪৫৮;#২৫০৭;#২৪৫৪;#২৫০৩; #২৪৫৮;#২৪৯৪;#২৫২৭;#২৪০৪;
    #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮০; #২৪৪১;#২৪৭৪;#২৪৮৯;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৩;
    #২৪৮৬;#২৪৯৪;#২৪৮০;#২৪৭০;#২৪৯৬;#২৫২৭;#২৪৯৪; #২৪৮০;#২৪৯৮;#২৪৭৪; #২৪৭৬;#২৪৭০;#২৪৮২;#২৪৯৪;#২৫২৭;#২৪০৪;
  • hu | 12.34.246.73 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২২:১৭484948
  • শেষ পুজো দেখেছি ২০০১ এ। এবছর নেইপুজোর দশ বছর পূর্তি। সে যাই হোক, আমার একখানি জামা হয়েছে। বছরতিনেক আগেও পুজোসংখ্যা আনাতাম। ইদানিং আর সাহস করি না। তবে সকালবেলা চোখে পড়ল গাছের পাতায় হলুদ-কমলা আভা। 'আমার নয়ন ভুলানো এলে...' :-)
  • nava | 14.99.49.246 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২২:২১484959
  • শরতের মন কেমন

    বৃষ্টি ঘুম কেড়েছে শরতের
    কাল মেঘ চোখ রাঙ্গায়
    ভয়ে পিছু হটে শরতের নীলাকাশ।
    বজ্রের গর্জনে
    কাসফুল মুখ গুজে কাঁদে
    শিউলি দূর থেকে আড় চোখে চায়।
    প্রকৃতির উপহাসে
    শারদীয়া রূপ বদলায়।
  • Paramita | 198.95.226.40 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৪484970
  • শাড়ির নাম "মদনপুরা"।
  • S | 90.200.14.8 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২৩:০১484981
  • মদনপুরা কি কোলকাতা থেকেই কেনা? Description শুনেই মনে হচ্চে দারুন।
  • Paramita | 198.95.226.40 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৬484992
  • না, লুরুর "প্রসিদ্ধি সিল্ক" থেকে।
  • byaang | 122.167.79.200 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২৩:২০485003
  • পামিতা, বানেরঘাটা রোডের প্রসিদ্ধি সিল্ক থেকে নিলে? একবার বাড়ি থেকে ঘুরে যেতে পারতে তো? :-(
  • Paramita | 198.95.226.40 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৩485014
  • না, কমার্শিয়াল স্ট্রিটেরটায় গিয়েছিলাম।
  • byaang | 122.167.79.200 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৭485025
  • ও তাহলে ঠিক আছে। নয়তো খুব রেগে যেতাম।
  • ppn | 122.252.231.10 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩২485036
  • মানে এমজি রোডেরটা?
  • Paramita | 198.95.226.40 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৮485042
  • কমার্শিয়ালে ঘুরতে যে কি ভালো লাগে। বিশেষত: ঘাড়ের কাছে বন্দুকধারী(রা) না থাকলে। অলি-গলিতে ঘুরে ঘুরে মুক্তো খোঁজা। কমার্শিয়াল, জয়নগর - পুরোনো ব্যাঙ্গালোরের এইসব রাস্তায় হাঁটতে পারলে তবু এই শহরটা যে এখনো বেঁচে আছে, পুরোপুরি যন্ত্র হয়ে যায় নি, তা বোঝা যায়। বিভিন্ন রকমের লেস, পুঁতিই কিনে ফেললাম এক গোছা, কোথায় লাগাবো জানি না। কামিজের ওপর মেটালিক কাজটুকু শুধু। একরঙা কাপড় কিনে বানিয়ে লাগিয়ে নিলেই হোলো। থান সিল্ক বেশ সস্তায়। এখান থেকে নিয়ে কলকাতায় পছন্দসই কাজ করিয়ে নেওয়া। ব্যাগের বাহার। একটা গলি তো শুধুই দুপাট্টা গলি। রঙবেরঙের কিনে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরো। মেয়েদের জন্য আরেক গলি থেকে কিনলাম আনারকলি পোশাক। আজকাল তারা সবসময় নাচের ভঙ্গীতেই বিদ্যমান, কি ঘরে কি পার্কে কি লিফটের মধ্যে। ঐটাই বড় রাস্তায় কিনলে দেড় দু গুণ দাম। কানের ঝোলা মেটালিক দুল আর ম্যাচিং হার এক কথায় দেড়শো থেকে পঞ্চাশে নেমে এলো। নরম নরম স্টোল, হালকা শীতে দারুণ, দেড়শো থেকে আড়াইশো। এই কিনি না সেই কিনি। খিদে পেয়ে গেল। ওরাই এক কাপ মশল্লা চা দিয়ে যায়, বেশী মিষ্টি দিয়ে। গলির ভুট্টা সেদ্ধ আর কলকাতা স্টাইল রোল একটু আধটু চেখে দেখি। সন্ধে হয়ে যায় এইসব অকাজ করতে করতে।
  • Paramita | 122.172.163.63 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪০485044
  • বলছি না ক: স্ট্রি:। এম জি রোড কি এক হোলো?
  • ppn | 122.252.231.10 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪১485045
  • কম: স্ট্রিটে আছে আগে জানতাম না। খালি কাভেরীর সাথে যেটা আছে সেটা চিনি।
  • Paramita | 122.172.163.63 | ২০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৫485046
  • দেখে ও চেখে এসো। তবে বন্দুক নিয়ে যেও না।
  • pi | 128.231.22.133 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০০:০৮485047
  • পামিতাদির এই শপিং টা কে ভারি লাইকিয়ে গেলাম। ঐ পোস্টটা পড়ে আমার মুম্বইএর ঐ কোলাবা কজওয়ে , ফ্যাশন স্ট্রীট আর নানা নাম ভুলে যাওয়া অলি গলি মনে পড়ে গেল। ঠিক এমনিই ঘোরাঘুরি, এমনিই ভালোলাগা ছিল। এবং অবশ্যই এমনি বন্দুকবিহীন। :)
    কোলকাতাতেও আছে এমনি কতক জায়গা।
    বলতে গেলেই লোকে একগাদা কথা শুনিয়ে দ্যায়, তবু না বলে পারছিনা। ঐ কেতাদুরস্ত হিমশীতল শোরুমের ব্র্যাণ্ডেড সম্ভার ছোঁয়াছুঁয়ি করে এ মজা নেই ই নেই।

  • pi | 128.231.22.133 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০০:০৯485048
  • আর প্রায় হলপ করে বলতে পারি ঐ আনারকলি বড় দোকানঘরের আনারকলির থেকে মোটেও কিছু মন্দ হবেনা। দুল, হার, স্টোল কোনোটাই নয়।
  • byaang | 122.167.79.200 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০০:১১485049
  • হুঁ, পামিতার গপ্পো পড়ে আমার জিয়াও কিঞ্চিৎ নস্টাল হয়ে উঠেছে। বন্দুকের যখন নামগন্ধও ছিল না, সেই সব সময়ে টুক করে লাঞ্চ আওয়ারে এক্‌দঙ্গল মেয়ে মিলে ঘুরে ঘুরে হতক্লান্ত হয়ে হি হি করে হাসতে হাস্তে আফিসে ফেরা। একজন শপিং করলে অন্তত পাঁচজন যেত তার সঙ্গে নিউমার্কেট ঘুরে আসতে।
  • Paramita | 198.95.226.40 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০০:২৩485050
  • খুব ইচ্ছে হচ্ছিল আরেকদিন ক্যামেরা নিয়ে যাই, অজস্র মুখ আর সারি সারি দোকানের লাবডুবটুকু তুলে রাখি। নয়তো মোবাইল ক্যামেরাতেই যা পারি তাই। কিন্তু আজকাল সময় বড় ধরাবাঁধা, বাড়িতে ফিরলেই জানি দুটো মুখ দৌড়ে আসবে, উইকেন্ডে ওদের সময় থেকে প্রায় ছ ঘন্টা চুরি করেছি। তাই ডকুমেন্টেশনের কার্য - সে আমার নহে। কিন্তু নিজে খুব আনন্দ পেলাম, সত্যি বলছি।
  • Lama | 117.194.232.246 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০০:২৬485051
  • কলেজ থেকে যে বছর বেরিয়ে গেলাম, সে বছর আমরা সবাই ছিলাম ট্রেনি। ছুটিছাটা কম ছিল, ট্রেনিং এর শেষে কনফার্মেশনের চিন্তা ছিল। এসব কারণে কলকাতা আসা হয় নি। সুতরাং তার পরের বছর পূজোয় কলকাতায় আসার ইচ্ছে অনেকেরই ছিল। এবং সারা বছর ছুটি জমিয়ে রাখার ফলে অনেকে পূজোর সময় ছুটি পেয়েও গিয়েছিলাম।

    সেবার সপ্তমীতে আমরা জনাদশেক একটা সুমো ভাড়া করে পূজো দেখতে বেরিয়েছিলাম। (ছিলাম সতেরো জন, কিন্তু ঘুরতে বেরোবার আগেই গ্যাম্বোর মামার পরিত্যক্ত বাড়িতে কিঞ্চিৎ সুরাপানের পর সংখ্যাটা সতেরো থেকে দশ হয়ে গিয়েছিল) অনেকটা ঘোরাঘুরির পর লোকজন ভাবল এবার একটু বিশ্রাম নেওয়া যাক। তো, সেই বিশ্রামটা নেয়া হবে কোথায়? কেন, বি ই কলেজে?

    রাত সাড়ে তিনটেয় ক্যাম্পাসে ঢুকলাম। পুরনো মুখচেনা সিকিউরিটি গার্ডরা উষ্ণ অভ্যর্থনা জানাল। গড়িটাকে মাঠের ধারে দাঁড় করিয়ে রেখে ওভালের ঘাসে শুয়ে ঘুমিয়ে পড়লাম আমরা কজন।

    অষ্টমীর ঢাকের আওয়াজে শিশিরভেজা ঘাসের বিছানায় ঘুম ভাঙ্গা মনে থাকবে চিরকাল।
  • Paramita | 198.95.226.40 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০০:২৯485052
  • এইবার পায়ে হেঁটে হোল নাইট করার খুব ইচ্ছে। যদি সঙ্গী পাই..
  • Lama | 117.194.232.246 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৪485053
  • পায়ে হেঁটে শেষ পূজো দেখেছিলাম ২০০১ এর ষষ্ঠীতে, গিন্নির সঙ্গে। তার আগের দিন চাকরিটা চলে গিয়েছিল। খবরটা গিন্নির কাছে ভেঙ্গে বলার আগে ভাবলাম একদিন একটু আনন্দ করে নিই...

    তবে খারাপ খবরটা শেষ পর্যন্ত দিয়েছিলাম বিজয়াদশমীর পরদিন।
  • byaang | 122.167.79.200 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০০:৫০485055
  • পামিতা, এটা আমারও খুব লোভ। আমি রাজি। এখন তুমি যদি রজি থাক তাহলেই হয়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন