এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোর ডায়েরি: ২০১১

    chanDaal
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ৭৭৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 112.133.206.18 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৯485122
  • হ্যাঁ, কাঞ্জিভরমের থান কেটে জামা হয়ে যাক। তার সাথে কালো সিল্কের লুঙ্গি।
  • pi | 72.83.92.218 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৩485123
  • :D
  • pi | 72.83.92.218 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৪485124
  • বার্বিকিউ নেশনে সিকিকে এই ডেরেসে দেখতে চাই। পাবলিক ডিমান্ড !
  • dukhe | 117.194.239.39 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৬485125
  • সিকি লিচ্চয় স্বার্থপর নয় । কুমুদির জন্যে লুঙ্গি (চেন-নাই যাহার) নিয়ে যেতে ভুলবে না ।
  • pi | 72.83.92.218 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৩485126
  • কুমুদির জন্য কালো নয়, ক্রিম :)
  • madhuchhandapaul | 14.99.20.82 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৯485127
  • ----------------------------------- , ,
    , , , , , ,

    ////

  • r2h | 198.175.62.19 | ২৮ সেপ্টেম্বর ২০১১ ০১:১৩485128
  • ড্রাইভিংএর রিটেন টেস্টে যারা ফেল করে তাদের নিয়ে খিল্লী করা যে ডিস্ক্রিমিনেশন, তা বেশী লোক জানেনা। দুরে যাওয়ার দরকার নেই, ডিস্ক্রিমিনেশন বিগিনস অ্যাট হোম।
    কিন্তু নিনাদি অমিতদা সেরকম নন। তাই তাঁরা নিয়ে গেছিলেন আমাদের প্রথম মার্কিন পুজো দেখাতে, নানাবিধ পায়েস রান্না, বিয়ে বাড়ি, জিপিয়েসবিভ্রাট এইসব সামলে, সেও এক্কেবারে তিনদিন পরপর। সেখানে বেশ করে পুজো দেখা আডা দেওয়া মাচের ঝোল সিঙাড়া পাঁঠার মাংস খাওয়া এইসব হলো। সে বেশ আমোদ।
  • kumu | 122.177.27.27 | ২৮ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪৫485129
  • কিন্তু আম্রা সবাই ""সেরকম""।
  • dd | 122.167.17.10 | ০৪ অক্টোবর ২০১১ ১০:১৪485130
  • হ্যাঁ,হ্যাঁ, সেই পঞ্চমী থেকেই পুজো শুরু।

    তবে এবারের বং অ্যাসের আনন্দমেলার মতন নিÖপ্রভ আনন্দমেলা আর দেখি নি। গুটি কয়েক স্টল,নিতান্ত সামান্য সম্ভার। এক পেশাদার কেটারার চিকেন বিরিয়ানি আর লুচি আলুদ্দম নিয়ে না বসলে শয়ে শয়ে অভুক্ত বাঙালি এক রক্তাক্ষয়ী সংগ্রামে লিপ্ত হতেন। কোথায় সেই হোম মেড ফুডের মেলা,সহাস্য মাসীমা ও বৌদিরা? সুখাদ্য ও অখাদ্যের পাঁচমেশেলি আয়োজন?

    আমাদের পাড়া নাচে গানে সংস্কৃতিতে ভর্পুর। একটানা কলশো থাকে ,বোথ ফর নাচা ও গানা। মেয়ে নাচের দলে বং অ্যাস তো মা গ্যালেন গাইতে সোরবায়। স্বামী স্ত্রী নাচে ও গানে বিভক্ত হয়ে দুই পাড়ায়,আলাদা ফাংশানে। সাড়ে তিন বছুরে বাচ্চাটারই মুষ্কিল। ছবি ই বা তুলবে কে?

    আমি ১০০% ফেমিলি ড্রিভেন। মেয়ে যেথায় যেথায় নাচে তো আমি ও হোথায় হোথায় যাই। গতকাল বং অ্যাসে গাইলেন চন্দ্রাবলী রুদ্র নামে এক গায়িকা। প্যান্ডাল শুদ্ধু মেয়ে মদ্দায় নাচলো,গানের সাথে। অবাক হয়ে দেখি সুবেশা পৃথুলা বৌদি ও ভুঁড়িয়াল দাদাদের ড্যান্স। কিন্তু টিনেজারেরা কই? খুঁজে পাওয়াই দুষ্কর। তারা ভুঁড়ু কুঁচকে মা বাবাদের ছেলে মানুষী দ্যাখে। "ম্যান, ইট্‌স বোরি্‌র্‌র্‌রং" বলে দীর্ঘশ্বাস ফ্যালে।

    খেলাম? চপ কাটলেট মোগলাই পরোটা রোল। কচুরী আলুদ্দম। প্রন পোলাউ।

    আরো দু দিন আছে। উফ।
  • abastab | 61.95.189.252 | ০৪ অক্টোবর ২০১১ ১০:৫১484949
  • এই পুজোটা কোথায় হয়? এ কি বেসন (বসন্ত) নগরের পুজো?

  • dd | 122.167.17.10 | ০৪ অক্টোবর ২০১১ ১১:১৮484950
  • বং অ্যাসের পুজো এখন হয় প্যালেস গ্রাউন্ডে। জানি না ভু ভারতে এর থেকে বড়ো কাভারড প্যান্ডাল আর হয় নাকি ?

    পুজোর প্রতিমার পিছনেই হাজার দেড়েক লোক বসতে পারে এমন আগাগোড়া কার্পেটিত হল,পুরোটাই এয়ার কন্ডিশনড। গদি আঁটা চেয়ার। বিশাল মঞ্চ ও এক্কে বারে প্রফেশনাল মিউজিক ও অ্যাকাউস্টিক সিস্টেম।

    এর পরে এক বিশাল ফুড মেলা, চল্লিশ পঞ্চাশটা স্টল। মাঝে মধ্যেই লনের উপর গ্লাস টপ টেবিল, রীতিমতন লিনেনের টেবেল কভার। আকাশের নীচেও খেতে পারেন বা চাঁদোয়ার নীচে। অঢেল খাবার আর হাড় হিম করা দাম।ভয়ে থক ঠক করে খেতে হয়।

  • PM | 86.96.228.84 | ০৪ অক্টোবর ২০১১ ১১:৫৯484951
  • কাল দুবাই-এ বাঙালী কম্যুনিটির দুর্গাপুজো দেখলাম। আমার ধারনা ছিল মুসলিম দেশে Idol worship নিষিদ্ধ। কিন্তু দেখলাম দিব্বি পুজা হচ্ছে এখানে। আমি জানতাম না। পাশের শহর শারজা থেকে আমার আপিসের দুজন হাজির পুজো দেখতে ...... একজন বাঙালি আর একজন অসমিয়া।

    আমার হোটেল থেকে পুজো স্থান বেশি দুরে নয়। গেলুম সকলে। পুজো ইন্ডোর----- এসি ঘরে। ঠাকুর খুব বড়ো নয়। সামনে বসার জায়গা। ছেলেদের আলাদা... মেয়েদের আলাদা।প্রচুর সুবেশা মহিলা। অনেক বাংলাদেশের লোক-ও ছিলেন।

    পুজোতে কলকাতার বাইরে থাকায় একটু মন খারাপ লাগছিল। কিছুটা মিটল।
  • dd | 122.167.17.10 | ০৪ অক্টোবর ২০১১ ১২:০৫484952
  • ওমানেও দুর্গা পুজা হয়। হুলিয়ে।
    মন্দিরও আছে একাধিক।
    মালয়েশিয়া ইন্দোনেশিয়ায়(লার্জেস্ট মুসলিম কাϾট্র)হিন্দু পুজোতে কোনো ধর্মীয় বাধা নেই।

    ঐ জোর জবরদোস্তি মুলত: সৌদি ও কুয়েতে।
  • kc | 194.126.37.78 | ০৪ অক্টোবর ২০১১ ১২:৩০484953
  • কুয়েতে মুর্তি নিয়ে ফুর্তি হয়না। তবে দুগ্গা ঠাকুরের একখান বড় পেইন্টিং নিয়ে তার সামনে ঐসব হয়। গোট মিট, রংচঙে কুর্তা, সোনার চেয়েও দামী শাড়ি, বিশ্বকবি, আর ল্যান্ডক্রুজার, প্র্যাডোর গপ্পের ধুম খুব। গত দুবছর ধরে যাইনা।
  • ppn | 112.133.206.22 | ০৪ অক্টোবর ২০১১ ২০:০২484954
  • চন্দ্রাবলী তো আজ সন্ধেতে আমাদের পুজোতে আসছেন। কাটিয়ে দিলাম।

    সকালে উঠলাম দেরি করে। বাড়ির বাকি লোকজন অভুক্ত অবস্থায় অঞ্জলি দেবে। এদিকে আমার ওসবের হ্যাপা নেই। আস্তে ধীরে ম্যাগি বানিয়ে আমি আর মেয়ে খেলাম। দুপুরে ভালোই খ্যাঁটন হল। ভোগের খিচুড়ি, আলুদ্দম, বেগুনি, পাঁপড়, চাটনি, পায়েস, রসগোল্লা, বোঁদে। পাত পেড়ে বসে গেলেই হল। খেয়েদেয়ে কিছু নিয়মমাফিক কিছু ছবি তোলা। বিশেষ একজনের ছবি তুললাম খানকতক। পরনে ঢাকাই আর খোঁপায় জড়ানো ফুল। কেন যে বছরের এইসব দিনগুলিতেই শুধু শ্রীমতীর দেখা পাই?

    লুরুর আকাশ আজ ঝকঝকে নীল। ছেঁড়াখোঁড়া অলস মেঘের ভেলা। সকালে পার্কিং লটে যাবার সময় হাল্কা শিউলিরও গন্ধ পেলাম যেন। বউ বলল ভীমরতি।

    বয়স হচ্ছে!
  • siki | 117.194.6.68 | ০৪ অক্টোবর ২০১১ ২০:৪৪484955
  • চোখে ছানিও নয়, পেটে পানিও নয়। কাশফুল দেখবেন তো হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে ট্রেনে চাপুন। রিষড়ে স্টেশন ঢোকার মুখে নালকো ফ্যাক্টরির পেছনের বিস্তীর্ণ মাঠে থোকায় থোকায়, ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে কাশফুল।

    এর আগে কোনও বছর দেখি নি। পরিবর্তনের বছর কিনা।
  • ppn | 112.133.206.22 | ০৪ অক্টোবর ২০১১ ২০:৫৮484956
  • শুনেছি সিঙ্গুরে ন্যানো ফ্যাক্টরিতেও ফুটছে। কাশফুল।
  • siki | 117.194.6.68 | ০৪ অক্টোবর ২০১১ ২১:৫৬484957
  • ওটা মামু কইতে পারবে। সিঙ্গুর আমাদের লাইনে পড়ে না :)
  • ppn | 112.133.206.22 | ০৪ অক্টোবর ২০১১ ২১:৫৮484958
  • না:, এইটা মহর্ষি লিখেছিলেন। গত শরতে।

    মহর্ষি কে মনে আছে তো?
  • Lama | 117.194.229.155 | ০৪ অক্টোবর ২০১১ ২২:০৮484960
  • আমাদের আপিসের পেছনেও এন্তার কাশফুল ফুটেছে
  • sayan | 115.241.71.159 | ০৪ অক্টোবর ২০১১ ২২:৩০484961
  • এইমাত্র আপিস করে ফিরলাম। মহাষ্টমী হয়ে গেল! কাল সকাল পাঁচটা পঁয়তাল্লিশে ডিডি বাংলায় বেলুড় মঠ থেকে নবমীর পুজোর লাইভ টেলিকাস্ট দেখবো। কাল এখানে আয়ুধু পুজোও বটে। গাড়ি ঘোড়া স্নান করানো হবে। প্রচুর কলাগাছ বিক্রী হচ্ছে। চালকুমড়োও বোধহয় কালই আছাড় মেরে ভাঙা হয়, তাই না প্পন্দা?
  • ppn | 112.133.206.22 | ০৪ অক্টোবর ২০১১ ২৩:১০484962
  • জানি না রে। ঘাতকের অভাব, নাকি?
  • ppn | 112.133.206.22 | ০৪ অক্টোবর ২০১১ ২৩:২১484963
  • তবে বলি হয় কালই।
  • sayan | 115.241.71.159 | ০৪ অক্টোবর ২০১১ ২৩:৩৯484964
  • ঘাতক নয়, বলদ চাই।
    যাগ্গে, কাল কি বিটিএম মুখো হচ্ছ?
  • ppn | 112.133.206.22 | ০৪ অক্টোবর ২০১১ ২৩:৪৮484965
  • ঠিক নেই কিছু। দেখি বাড়ির লোকজন কতটা চাপ নিতে পারে।
  • siki | 117.194.6.68 | ০৫ অক্টোবর ২০১১ ০০:২০484966
  • আমার এইমাত্র মনে পড়ল আজ ভাট শুরুর মুখে নেতাই ফোন করেছিল দীঘা থেকে। আমি শুনতে পচ্ছিলাম না বলে বলেছিলাম, একটু পরে কল্‌ ব্যাক করছি। তারপরে বেমালুম ভুলে মেরে দিয়েছি।

    ভেরি সরি নেতাই। কাল সকালে ফোনাচ্ছি।
  • Suvajit | 59.177.201.140 | ০৫ অক্টোবর ২০১১ ০২:২১484967
  • আজ সি আর পার্ক ঘুরে ঘুরে ঠাকুর দেখলাম। অনেক দিন পর। অনেক কিছু বদলে গেছে। তবু নস্টালজিয়া। ভাল লাগলো। এত হেঁটে পায়ে ব্যাথা হয়ে গেছে। বুঝতে পারছি বুড়ো হচ্ছি। বুঝতে পারছি তিনি আসছেন। কাছে এসে হাতে হাত ধরে নিয়ে যাবেন জীবনের বানপ্রস্থে।

  • rimi | 75.76.118.96 | ০৫ অক্টোবর ২০১১ ০৭:০৬484968
  • সেকি এত তাড়াতাড়ি বুড়ো হলে চলবে কি করে? জীবন তো সবে শুরু শুভজিৎদা :-) রোজ সকালে উঠে আধঘন্টা দৌড়ও, তাহলে তিনি ভয়ে পালাবেন।

    আমার দিল্লির পুজো দেখার, সি আর পার্কের পুজো দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু যে দু বছর দিল্লিতে ছিলাম, বন্ধুরা সব কলকাতার পুজো দেখার জন্যে হেদিয়ে গেছল। ছুটি পাবার এমনিতে উপায় ছিল না। দুজন ছেলে জ্বর বাধালো, আই এস আইএর সুবিখ্যাত ডাক্তার (এঁকে নিয়ে প্রচুর গল্প আছে) জানালেন ডেঙ্গু হয়েছে। ব্যস, প্রফেসাররা ভয়ে ছুটি দিয়ে দিলেন। কলকাতা গিয়েই দুই বালক সুস্থ হয়ে গেল। আর আমারো কোনোদিন দিল্লির পুজো দেখা হল না। :-((
  • siki | 117.194.0.17 | ০৫ অক্টোবর ২০১১ ১৫:০৫484969
  • http://www.anandabazar.com/5desh2.html

    আনন্দবাজার আবার প্রমাণ করল সেখানে কিছু সবজান্তা ছাগল চাকরি করে। বসুন্ধরা এনক্লেভ নাকি নয়ডাতে! এরা নতুন ভূগোল লিখবে।
  • siki | 117.194.3.115 | ০৫ অক্টোবর ২০১১ ২২:২২484971
  • তিনদিন ধরে সামূহিক বলাৎকার হয়ে গেল আমাদের পাড়ায়। যত চেনা অচেনা বাংলা গান আছে, তাই দিয়ে বিচিত্রানুষ্ঠান চলল তিনদিন ধরে। আজ লোকগীতি দিয়ে শেষ হল, গান-ধর্ষণ।

    বাপ রে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন