এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোর ডায়েরি: ২০১১

    chanDaal
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ৭৮০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 122.252.231.10 | ০৫ অক্টোবর ২০১১ ২৩:৫৮484972
  • নবমী নিশি - শেষ হইয়াও হয়নাকো শেষ। লোকের পুরকি দেখে আক্কেল গুড়ুম। তার ওপর ছিল ক্যাকটাসের লাইভ কনসার্ট। শিখিলাম নাদই ব্রহ্ম। উহাই সারসত্য।
  • T | 117.194.96.149 | ০৬ অক্টোবর ২০১১ ০৮:১৬484973
  • সবাইকে 'দশুমী'র শুভেচ্ছা।
  • kd | 59.93.255.215 | ০৬ অক্টোবর ২০১১ ১০:০১484974
  • এইবারে নানাজায়গার ঠাকুর দেখে একটা ব্যাপারে নিশ্চিত হ'লুম - দুগ্গাঠাকুরের কনুই নেই। :)

    ডিডি, এ'টা কি ব্যাদে আছে?
  • bb | 117.195.177.225 | ০৬ অক্টোবর ২০১১ ১১:২৫484975
  • হায়েদ্রাবাদে দুটি গানের অনুষ্ঠানে ছিলাম, অষ্টমীতে 'কুনাল গাঁজাওলা' আর নবমীতে 'কেকা ঘোষাল'। দুজনেই সুকুমার রায়ের গানের গুঁতোর কথা মনে করিয়ে দিলেন। আর সেকি উদ্দাম নাচ জনতার। বুঝলাম generation gap
    শিবাংশুদা শুনলাম সপ্তমীতে ফাটাফাটি গান গেয়েছেন Keyes HighSchool এর পুজায়।
    শিবাংশুদা ফোটো কোথায়?
  • dd | 122.167.18.109 | ০৬ অক্টোবর ২০১১ ১১:৩৯484976
  • রাগারাগির কিছু তো নেই।
    কিন্তু সব দেখে শুনে বুঝি ক্ষি ভয়ানক এক রিচুয়ালমান্যতা হয় এই পুজো নিয়ে। (রিচুয়্যালমান্যতা - এই কথাটি এই এক্ষুনি আবিষ্কার করলাম, আমার তো খুব ভালো লাগলো)।

    ইউ মাস্ট বি সীন অ্যাট দ্য রাইট প্লেস। শুধু সেই লেমিং মনষ্কতায় আমরা প্যান্ডাল হপিং করি, বিকট মুখ করে সশব্দ হাই তুলি - তাও রাত দেড়টার আগে প্যান্ডাল ছাড়ি না। লোকে পাছে এলেবেলে ভাবে। ভাবে আঁতেল বড়ো সামাজিক নয়, প্লাস নিজের গাড়ীও নেই।
    এই ভাবেই একুত্রিশে ডিসেম্বরে রাত বারোটায় এসেমেস করি আর বিজয়ার কোলাকুলি করি আর ইসে পান করি। য্যানো বছর শেষ হতে আমি কি হনু ই না হলেম।

    নবমীর নিশি পোহালো, পাড়া জুড়ালো।
  • dd | 122.167.18.109 | ০৬ অক্টোবর ২০১১ ১১:৪৪484977
  • কেডি, মা দুগ্গার কুনুই আছে তো। একটু আগের দিনে ছিলো, ঐ রমেশ পাল (মনে আছে?) - এদের সময়ে। মা আরামসে কনুই বেঁকিয়ে অসুরের বুকে ত্রিশুল বেঁধাতেন। অসুরের দিকে ঘাড় ঘুড়িয়ে কটমট করে তাকাতেন। এক হাঁটু বেঁকিয়ে সিংগির উপরে দাড়িয়ে থাকতেন। সিঁহের ন্যাজ থাকতো। অসুর ছিলো আফ্রো অমেরিকান। কার্লি হেয়ার,কালো,ফ্যাটানাক।

    এখন এই পোস্ট মডার্ন যুগে আর কনুইএর দরকার হয় না, হাঁটুর ও না।
  • kd | 59.93.255.215 | ০৬ অক্টোবর ২০১১ ১২:৫৩484978
  • আমার মাথায় একটা আইডিয়া এলো। আইডিয়াটা এতই ভালো যে ""খসড়া''তে যেতেই পারে।

    পুজোয় ক্লাবগুলি লক্ষলক্ষ টাকা খরচ করে। পুরসভাগুলিকেও অনেক টাকা খরচ করতে হয় পুলিস ইত্যাদিতে। এখন পুরসভা যদি ক্লাবগুলিকে সরকারী এরিয়া ব্যবহারের জন্যে ভাড়া দেয়, তাহ'লে শহরের খরচার অনেকটা উঠে আসবে।

    ধরা যাক দিনে হাজার টাকা পার স্কোয়ার ফুট ঘেরা জায়গার জন্যে আর আনুসঙ্গিক (মানে ওই মাইল লম্বা গেটের সারি, ফুট্‌পাথ বা রাস্তার ওপর পোস্ট দিয়ে)) জায়গার জন্যে দিনে দু'শ টাকা পার লিনিয়ার ফুট রাস্তা আর বিসর্জনের জন্যে দশ হাজার টাকা পার কিউবিক ফুট (মূর্তির)।
    "দিন' বলতে শুধু পুজোর দিনগুলো না, যে ক'দিন ব্যবহার হবে, মানে ম্যারাপ তৈরী শুরু থেকে খোলা অবধি।

    আর এই নিয়ম চালু হবে লাস্ট মিনিটে নায়, ১লা এপ্রিল থেকে, যাতে ক্লাব সেই অনুযায়ী প্ল্যান করতে পারে।

    আমি এত সিরিয়াস ভাবতে পারি। ভাবা যায়!
  • Debaprasad Bandyopadhyay | 42.109.45.29 | ০৬ অক্টোবর ২০১১ ২১:১৮484979
  • হ্‌ত্‌ত্‌প://একি্‌দন।ওর্গ/এঅপের/০৬/ইন্দেক্ষ।হ্‌ত্‌ম্‌ল?পগেণুম্বের=৪
  • Kaju | 121.244.209.245 | ০৭ অক্টোবর ২০১১ ১১:১৬484980
  • কী শক্ত ধাঁধা !!
  • Nina | 12.149.39.84 | ০৭ অক্টোবর ২০১১ ১৮:৩৮484983
  • ২০১১ দুগ্গা মায়ের বাপের-বাড়ীর পালা সাঙ্গ হল । আসচে বছর আবার হবে ।
    হুতো-সুতো ও কচির বিদেশবাড়ীর দুগ্গিঠাকুর নিয়ে কিছু লেখা দেখার অপেক্ষায় রইলাম।
    সুতো, মা অন্নপুন্না , যারে দেখে তারেই বলে এখানে খেয়ে যাও---
    হুতো কবতে সব সোসোনে স্তব্ধ
    কচি আপন মনে খেলে যায়
    কিন্তু তারা দু দুটো দুগ্গাপুজো দেখে ফেল্ল--একডাও কিস্যু লিখলো না :-((

  • MR | 76.185.100.9 | ০৮ অক্টোবর ২০১১ ০০:১৯484984
  • অসাধারণ animation


  • Shibanshu | 59.90.221.5 | ১০ অক্টোবর ২০১১ ১১:২৩484985
  • @bb
    মুখবইতে কিছু ছবি দিলুম। গতকাল উত্তরায়ণের বিজয়া সম্মেলনেও কিছু গান বাজনা হয়েচে।
  • bb | 117.195.180.173 | ১০ অক্টোবর ২০১১ ২২:৪৩484986
  • শিবাংশুদা আমি খবর পেলাম আপনি মান্না দের কিছু গান উত্তাল গেয়েছে। উচ্চ প্রশংসিত হয়েছে আপনার গান ও গায়কি।
  • bb | 117.195.180.173 | ১০ অক্টোবর ২০১১ ২২:৪৪484987
  • *গেয়েছেন
  • Nina | 12.149.39.84 | ১০ অক্টোবর ২০১১ ২২:৪৭484988
  • :-(((((
  • kumu | 122.160.159.184 | ১২ অক্টোবর ২০১১ ১১:২৯484989
  • এবার পুজোর সময় প্যান্ডেলে বসে বসে আমি ও আরো কয়েকজন একটা গান বানালাম,সে এক দীর্ঘ ব্যাপার, কীর্তনের সুরে গেয়।কিছুটা শেয়ার করি?

    তবে খ্যাল কর্বেন,এটা অনেকে মিলে বানানো।আগেই জান্তাম,কুমু আর কী লিখবে,-এই বলে তেড়ে আসবেন্না।
  • pi | 128.231.22.133 | ১২ অক্টোবর ২০১১ ২২:২৪484990
  • পামিতাদির হোলনাইট হণ্টণ হইলো ?
  • Paramita | 198.95.226.40 | ১২ অক্টোবর ২০১১ ২২:৩৯484991
  • তা হোলো। দুধের সাধ খানিক ঘোল খানিক দুধে। তবু রাতভোর রাস্তার রাস্তায় কাটানো হোলো।

    এবারের পুজোর সিলভার লাইনিং ওটাই। ২৩ বছর পর এক ঝাঁক ইশকুলের বন্ধুর সঙ্গে কিছু সময় কাটানো। ছ বছর পর প্রিয় কাজিনের সঙ্গে দেখা। আর অষ্টমীর গুরুতর খ্যাঁটন ও আড্ডা।

    রাস্তার ট্র্যাফিক এবার দারুণ ম্যানেজড ছিল। ভীড ছিল কিন্তু কোথাও গাড়ি আটকে যায় নি এমনকি বড় ঠাকুরগুলোতেও। এটা যদি দিদির কীর্তি হয় তাহলে আমি বেশ ইমপ্রেসড। বিশেষত: গতবার পুজোর অভিজ্ঞতার তুলনায়।
  • siki | 123.242.248.130 | ১৩ অক্টোবর ২০১১ ১৫:৪৪484993
  • পটাশম্যাম, শেয়ার করেন। পিলিজ।
  • kumu | 122.160.159.184 | ১৩ অক্টোবর ২০১১ ১৬:৩৩484994
  • যদি কোন পঞ্জিকা বিধান লিখিত-" বৎসরে পূজা চার",
    সেই পাঁজি আমি মাথায় নিতাম দিনে সাতান্ন বার।

    (কোরাস,কীর্তনের সুরে),
    সেই পাঁজি আমি ছাড়তাম না হে,
    জেনারেটরের মতন শব্দে পাঁজির মহিমা গাইতাম যে হে,
    পুলুশ আসিত ছুটিয়া,দৌড়ে,মোটে তাহে ডরিতাম না হে,
    ওগো,মহাসুখে অষ্টপ্রহর চ্যাঁচাতাম হে।
  • Netai | 121.241.98.225 | ১৩ অক্টোবর ২০১১ ১৬:৫৩484995
  • আগেই জানতাম.............
    :-)
  • dd | 124.247.203.12 | ১৩ অক্টোবর ২০১১ ১৬:৫৯484996
  • আরে, যে কোনো বাক্যের পরে একটা হে জুড়ে দিলেই কেত্তন হয়ে যায়?

    তাইলে এটাও কেত্তন ....

    সাত দুকুনে চোদ্দো হে,
    তিন সাত্তে একুশ হে,
    হে দয়াময়,চার সাত্তে আটাষ
    পাচ সাত্তে ঠিক জানি না, হরি হে, হরি হে।
  • kumu | 122.160.159.184 | ১৩ অক্টোবর ২০১১ ১৮:১০484997
  • আগেই বলেচি,এটা আমার ল্যাখা নয়,আমারে কিচু কইবেন্না হে।
  • kumu | 122.160.159.184 | ১৩ অক্টোবর ২০১১ ১৮:১৬484998
  • পেত্যেকটা লাইনের শেষে মিল রয়েচে,তাম হে দিয়ে।

    একুশ,পঁয়তিরিশ-এদের মধ্যে মিল নাই কোনো।

    এই জন্যেই ইতস্তত করছিলুম,কেবল সিকির কথায়----------
  • Netai | 122.161.3.253 | ১৪ অক্টোবর ২০১১ ০১:২০484999
  • সিকিদা ফুট খাইয়েছে আর কুমুদিও কপকপ করে খেয়েছে।
    খ্যা খ্যা।
  • kumu | 122.161.27.140 | ১৪ অক্টোবর ২০১১ ০৮:০৬485000
  • হ্যাঁ।নেতাই ঠিকই কয়েচে,এত তুচ্ছ জিনিসটা এখানে তুলে দেয়া ঠিক হয় নি।
  • i | 137.157.8.253 | ১৪ অক্টোবর ২০১১ ০৮:১৯485001
  • কুমু! ঠ্যাঙ টানছে নেতাই.. বুঝলে না? ঠোঁট ফোলালে হবে?
    নটীর পুজোর গল্প কই? ঘাতকের পার্টের ইন্টার্ভিউ দিতে গেছিল ছোটাই মস্তান-সে গল্প কই? আরে সেই যে -তাকে বলা হল-ঘাতকের নাচ জানো? সে কৈলো-জানি। ঘিসিংএর কুকরি নৃত্য (কুট্টি খ্যাত) আর গুলগুল্লা গুলগুলগুল্লা জানি। তখন বোল্লো- নটীর পুজোর গল্প জানো? সে বোল্লো ...

    লিখবে না?
  • pi | 128.231.22.133 | ১৪ অক্টোবর ২০১১ ০৮:৩০485002
  • হ্যাঁ, নেতাই ঠ্যাং টানতে চাইলো আর কুমুদিও দুমদাম করে ঠ্যাং বাড়িয়ে দিল।

    ঘাতকের গপ্পো আমারো চাই।
    তবে ছোটাই মস্তানকে তোলা তোলার জন্য একেবারে কোনো তোল্লাই নয়।
  • kumu | 122.161.27.140 | ১৪ অক্টোবর ২০১১ ০৮:৪২485004
  • দাঁড়াও হে,সময় একেবারেই নাই।

    লিখব,একটু দ্বিধা হয় এই ভেবে প্যান্ডেলের পরিবেশটি তুলে আনা কটিন কাজ,সেও অল্প সময়ে এবং এত বাঘা বাঘা লেখকদের সামনে।

    আপাতত প্ল্যান্টে ঘুরে আসি----
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন