এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯৩৬৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 116.76.104.110 | ১৫ মার্চ ২০১৪ ১০:০৫486829
  • ইউক্রেনের অস্ত্রাগার থেকে লুঠ হল ৫০০০ কালাশনিকভ, ২৭৪১ মাকাকভ হ্যান্ডগান, ১২৩ লাইট মেশিনগান, এমনকি ১২ রকেট লঞ্চার।

    http://rt.com/news/arms-stolen-ukraine-threat-006/

    ইস্ট ইউক্রেনে গুন্ডামি আরো বাড়বে। একটা ফলস ফ্ল্যাগের কথা অনেকেই বলাবলি করছে।

    On Wednesday the Crimean Prime Minister Sergey Aksenov announced he had information that the Right Sector might be planning an attack on one of the Ukrainian army units in the peninsula under the guise of Russian servicemen as a provocation to disrupt the referendum.
  • lcm | 118.91.116.131 | ১৫ মার্চ ২০১৪ ১১:০৭486830
  • একটু অন্য দিকের গপ্পোও হোক ---

    দনিয়েত্স বর্ডারে রাশিয়া ম্যাসিভ ফোর্স জড়ো করছে - উদ্দেশ্য পরিষ্কার। একই ট্যকটিক্স আগে বিভিন্ন প্রতিবেশী দেশে করেছে। এতদিন বসবাস করা শান্তিপ্রিয় রাশিয়ান ভাশাভাষী ইউক্রেনিয়ানরা এবার ভায়োলেন্ট হয়ে উঠল বলে।

    প্রতিবেশী দেশগুলোতে রাশিয়ার তুমুল দাদাগিরি অব্যাহত ---

    ১) মলডোভা - বড়দার দাদাগিরির চাপ গলায় ফাঁসের মতন
    When Moldova tried to strengthen ties with Europe, it encountered obstacles from Russia. In Moldova, Russian deputy prime minister Dmitri Rogozin told reporters in September that Moldova may lose part of its country if it went ahead with joining a European trade alliance.

    ২) জর্জিয়া - বড়দা থাপ্পড় মেরে খাবলে নিয়ে গেছে
    Georgia encountered trouble with Russia when it sought closer ties with Europe. Russia literally prepared the ground for intervention by repairing railroads years before major fighting broke out in 2008 and Russian troops came in by train. .. Irregular forces who had served in the Russian military joined separatists. Also getting involved were ethnic Cossacks and other volunteers from Russia to reinforce the separatists against the Georgian military.
    Russia also issued Russian passports to Abkhazians and South Ossetians and many of the separatist regime leaders were former officials in Russian intelligence and defense ministries.

    ৩) লিথুয়ানিয়া - খুব ছোট্ট দেশ, দাদা চোখ রাঙালেই জুজু
    Lithuania paid $500 per thousand cubic metres (tcm) of Russian gas, while Germany paid only $400.

    ৪) কাজাকস্তান - দাদাগিরির রাহু থেকে বেরোতে চাইছে
    In January 2013, Kazakhstan proclaimed that it would limit its imports of oil products from Russia, a prospect that invoked skepticism among several Russian analysts. Yet in April 2013, Kazakhstan limited Russia’s gasoline sales in the country and took other restrictive measures related to oil in dealing with Russia. Moscow assumed that Kazakhstan would have no choice and would finally cave into Russia’s demands. However, Moscow was wrong and China presented a viable alternative. Kazakhstan now sends its oil to Chinese refineries instead of Russian ones. From the West, Astana expects some investment, technological and scientific expertise, and a possible military backup in case of a conflict not just with Islamists and China but even Russia, if Moscow would on certain historical junctions try to use force or threats of force in dealing with Kazakhstan.
  • lcm | 118.91.116.131 | ১৫ মার্চ ২০১৪ ১১:১৩486831
  • We know how crooked West is, but East is no saint either - লেসার এভিল বলে কিছু নাই।
  • lcm | 118.91.116.131 | ১৫ মার্চ ২০১৪ ১১:১৪486832
  • মালয়েশিয়ান এয়ারলাইন্স - ৪নং হয় নি, ২নং হয়েছে বলছে।
  • | 127.194.86.148 | ১৫ মার্চ ২০১৪ ১১:২০486833
  • এই টই টা পড়ে অনেক কিছু শিখতে পারছি। dri>,<lcm দা, মিনি দি এবং বাকি দের সবার লেখা পড়তে ভালো লাগছে।
  • ম্যামি | 69.93.253.102 | ১৫ মার্চ ২০১৪ ১১:৪২486834
  • এই রে কাজাখস্থানও বেরোতে চাইছে।
  • দ্রি | 116.76.119.18 | ১৫ মার্চ ২০১৪ ১১:৪৯486835
  • ইস্টার্ন ইউক্রেনের আরেকটি শহরে (খারকভ) গানম্যান, গুলি, ও মৃত্যু।

    Two people were killed overnight in Ukraine's Kharkov, where gunmen from the radical Right Sector movement attacked self-defense activists and took hostages. Police eventually detained the armed people and the hostages were released.

    http://rt.com/news/ukraine-kharkov-radicals-attack-982/

    ক্রিমিয়া সীল করে দিয়ে রাশিয়া একদম ঠিক করেছিল।
  • দ্রি | 116.76.119.18 | ১৫ মার্চ ২০১৪ ১২:০২486836
  • আর জর্জিয়ার যুদ্ধ কিন্তু জর্জিয়ার শুরু করেছিল। যুদ্ধ যখন শুরু হল তখন সমস্ত ওয়েস্টার্ন প্রেস এমন একটা ভাব করেছিল যেন রাশিয়ার সব দোষ। কিন্তু এক বছর পর, ই ইউ স্পন্সর্ড রিপোর্ট কনক্লুড করে যে যুদ্ধ শুরু করেছিলেন মিস্টার শাকাসভিলি।

    The war in Georgia last year was started by a Georgian attack that was not justified by international law, an EU-sponsored report has concluded.

    http://news.bbc.co.uk/2/hi/8281990.stm

    যাই হোক, জর্জিয়া একটা বিরাট টপিক।
  • ম্যামি | 69.93.253.102 | ১৫ মার্চ ২০১৪ ১২:০৯486837
  • দ্রি মার্কেল বিষয়ে জানতে এইটা জানতে? যে উনি (অপোজিশনে থাকাকালীন) আমেরিকার ইরাক অ্যাকশন সমর্থন করেছিলেন?
  • দ্রি | 116.76.119.18 | ১৫ মার্চ ২০১৪ ১২:১১486839
  • না। আপনি কাল বললেন, তখনই জানলাম।
  • ম্যামি | 69.93.253.102 | ১৫ মার্চ ২০১৪ ১২:১৬486840
  • শুনেছি ইউতেও ওনার রোল বেশ খারাপ।
  • দ্রি | 116.78.191.24 | ১৫ মার্চ ২০১৪ ২২:১৩486842
  • সেই, ইউক্রেনের চক্করে সিরিয়া বাদ পড়ে যাচ্ছিল।

    সিমিলারলি, ভেনেজুয়েলায় এখন একমাসব্যাপী 'প্রোটেস্ট' চলছে। সেখানেও কেরি রয়েছেন।

    Foreign Minister Elias Jaua has called US Secretary of State John Kerry a murderer and accused him of inciting violence in Venezuela. Jaua’s words came in retaliation to Kerry’s accusation that the Venezuelan government is terrorizing its own people.

    He added that Venezuela would not back down until the US ordered its “lackeys” in Venezuela to cease their violent activities.

    "Every time we're about to isolate and reduce the violence, Mr. Kerry comes out with a declaration and immediately the street protests are activated," Jaua said in a speech carried on state TV. He added that the protests had not succeeded, however, in achieving their aim of triggering a coup d’etat in Venezuela.

    http://rt.com/news/venezuela-maduro-kerry-killer-034/
  • দ্রি | 116.66.43.76 | ১৫ মার্চ ২০১৪ ২২:১৭486843
  • এবং গ্রীস, যদিও এখন মিডিয়ার আলো আর এখন নেই। কিন্তু সমস্যাগুলো জাস্ট মেটেনি।

    Thousands of striking public sector workers marched through Athens on Wednesday to protest against planned job cuts demanded by foreign lenders as unemployment in the country holds near record highs.

    Teachers, municipal workers and pensioners joined the 24-hour walkout by the country's biggest public sector union ADEDY, which shut schools and left hospitals staffed by emergency workers while lawmakers debated a bill on public sector reforms.

    http://www.reuters.com/article/2014/03/12/us-greece-strike-idUSBREA2B0WZ20140312
  • দ্রি | 116.79.160.3 | ১৫ মার্চ ২০১৪ ২২:৪৮486844
  • খারকভ শুটিংএ রাইট সেক্টরের হাত।

    Two people were killed overnight in Ukraine's Kharkov, where gunmen from the radical Right Sector movement attacked self-defense activists, Ukraine’s Interior Ministry said in a statement.

    http://rt.com/news/ukraine-kharkov-radicals-attack-982/

    অথচ নতুন গভর্মেন্টে এই রাইট উয়িং জাতীয় পার্টির লোক প্রচুর আছে। বিশেষ করে সিকিউরিটিতে (ইন্টার্নাল অ্যান্ড এক্সটার্নাল)।

    The creation of Ukraine’s National Guard – the custodian of the coup-imposed government – has raised concerns that it may later be deployed to eastern regions of Ukraine to suppress the population increasingly standing up against Kiev.

    Ukraine has established a National Guard which will be comprised of former and current Ukrainian troops and volunteers from Maidan self-defense squads. Its declared goal, according to the statement of the country’s parliament, is the protection of Ukrainians against external and internal aggression as well as ensuring territorial integrity of the country.

    The new secretary of Ukraine's Security Council, Andrey Parubiy, was one of the founders of the Neo-Nazi Social-National Party of Ukraine (SNPU), known as Svoboda party. Parubiy, according to numerous reports was in control of the building, from which snipers attacked the central Kiev in February.

    Deputy Prime Minister Aleksandr Sych is also a member of Svoboda, which reportedly uses Nazi symbols, flying WWII era nationalist flags from the time when Ukrainian Nazis collaborated with Berlin. The self-imposed prosecutor general of Ukraine, Oleg Makhnitsky is also a member of Svoboda.

    On Friday, Moscow launched a criminal investigation into Svoboda’s leader Oleg Tyagnibok for his alleged role in fighting Russian forces in Chechnya.

    Another key figure is Dmitry Yarosh, the leader of the Right Sector, which was instrumental in setting up the National Guard forces. The Right Sector is an alliance of neo-fascist groups including UNA-UNSO, Patriot of Ukraine who allegedly fought against Russian troops in Chechnya and Moldova.

    Russia placed Yarosh on an international wanted list and charged with inciting terrorism, after the Right Sector’s social page published an address to Doku Umarov, Moscow’s most wanted man, to attack Russia. Yarosh later said the page was hacked and the address was fabricated.

    http://rt.com/news/ukraine-national-guard-squadrons-974/
  • দ্রি | 116.79.160.3 | ১৫ মার্চ ২০১৪ ২২:৫৫486845
  • চোসুদভ্‌স্কির মতে,

    What's happened in Ukraine is part of a military and intelligence agenda, it is part of a global economic agenda, and is in fact an act of warfare, because it is a coup d'état, which was supported by foreign powers and there ample evidence to that effect, in addition, the US and NATO have been practicing the worst case scenario of the World War III, Michel Chossudovsky, professor of economics at the University of Ottawa, Canada, and an advisor to governments of developing countries, told the Voice of Russia.

    We are observing the confrontation between the two major nuclear powers, namely the US and Russia. The worst case scenario is World War III. I’m not suggesting that it is going to occur, but I should also mention, having reviewed military documents over the last 10 years, that WWIII, form the point of view of US military planners – Pentagon and NATO – is not an abstract concept.

    They have been involved in various exercises with the so-called WWIII scenario. One of these famous exercises was called TIRANNT, which stands for Theater Iran Near Term. That's when Iran was the object of military threats from the West. But in fact, this particular WWIII scenario involved several countries, including Russia, China and Iran, and North Korea. These were the stated enemies of the Western military alliance.

    That particular WWIII scenario was leaked to the Washington Post. It is well-documented and it is a very detailed simulation of different actions and failures of diplomacy leading up to a WWIII scenario. So, let's be under no illusions – the weapons systems are devastating, the decision-making processes are very complex and errors and misjudgments can take place.

    ...

    But what is revealing is the fact that that the neo-Nazi parties, including Svoboda and the Right Sector, control the National Committee on Defense and National Security, which oversees the armed forces, the police, intelligence. And ultimately, it is this committee which is now calling the shots on the deployment of the Ukrainian forces.

    http://voiceofrussia.com/news/2014_03_12/What-happened-in-Ukraine-is-act-of-warfare-coup-detat-supported-by-foreign-powers-Canadian-prof-Chossudovsky-4287/
  • দ্রি | 233.196.228.207 | ১৬ মার্চ ২০১৪ ০০:০৯486846
  • ইন্টার্নেটের ওপর শক্ত গ্রিপ কিছুটা রিলিজ করতে বাধ্য হচ্ছে আমেরিকা। ডোমেন নেম অ্যাসাইন করার কাজটা এরপর শুধু ইউ এসের দায়িত্ব হবে না।

    Pressure to let go of the final vestiges of U.S. authority over the system of Web addresses and domain names that organize the Internet has been building for more than a decade and was supercharged by the backlash last year to revelations about National Security Agency surveillance.

    The change would end the long-running contract between the Commerce Department and the Internet Corporation for Assigned Names and Numbers (ICANN), a California-based nonprofit group. That contract is set to expire next year but could be extended if the transition plan is not complete.

    http://www.washingtonpost.com/business/technology/us-to-relinquish-remaining-control-over-the-internet/2014/03/14/0c7472d0-abb5-11e3-adbc-888c8010c799_print.html
  • দ্রি | 233.196.228.207 | ১৬ মার্চ ২০১৪ ০০:২৮486847
  • মালয়েশিয়ান এয়ারলাইন্স তো রেডিও সাইলেন্সে চলেছিল অনেকক্ষণ। নাকি ৭ ঘন্টা! বোঝাই যাচ্ছে হাইজ্যাকিংএর কেস। কিন্তু কে করল?

    Malaysian Prime Minister Najib Razak said Saturday that a missing passenger jet was steered off course after its communications systems were intentionally disabled and could have potentially flown for seven additional hours.
    ...
    U.S. officials have said that the plane, shortly after being diverted, reached an altitude of 45,000 feet and “jumped around a lot.” But the airplane otherwise appeared to operate normally. Significantly, the transponder and a satellite-based communication system did not stop at the same time, as they would if the plane had exploded, disintegrated or crashed into the ocean.
    ...
    A U.S. official with knowledge of the investigation on Friday said the only thing the satellite can tell is how much it would need to adjust its antenna to get the strongest signal from the plane. It cannot provide the plane’s exact position or which direction it flew, just how far the plane is, roughly, from the last good data-transmission location when the digital datalink system was actually sending data up to the satellite.

    দিয়েগো গার্সিয়া?
  • lcm | 118.91.116.131 | ১৬ মার্চ ২০১৪ ০১:১৭486848
  • আজ সকালে কোন একটা চ্যানেলে একটা ম্যাপ-ও দেখিয়ে দিল - কাজাকাস্তানের দিকে ডটেড লাইন...
  • lcm | 118.91.116.131 | ১৬ মার্চ ২০১৪ ১৫:০৬486850
  • ক্রিমিয়ায় পুটিনের এজেন্ট হলেন সের্গেই আক্সিয়্নভ্‌। কয়েক সপ্তাহ হল রাতারাতি ক্রিমিয়ার প্রাইম মিনিস্টার হয়ে গেছেন। গত ভোটে যিনি ক্রিমিয়ার ৪% ভোটও পান নি ( 4% of votes warranting 3 seats of total 100 in Crimean parliament during elections into Supreme Council of Crimea )
    অক্সিয়নভ্‌, নব্বুইয়ের দশকে ইনি ক্রিমিয়া এলাকায় গবলিন নামে পরিচিত ছিলেন, ক্রিমিনাল লিডার - অর্গানাইজ্‌ড ক্রিমিনাল গ্যাং সালেম-এর লিডার। নব্বুই-এর দশকে রাইভ্যাল গ্যাং বাসমাকির ৩০ জনকে এক মাসের মধ্যে খুন করে এরা। এর পরে গবলিনের গ্যাং ফুলে ফেঁপে ওঠে।

    http://www.kyivpost.com/content/ukraine/pro-kremlin-crimean-leader-aksyonov-denies-allegations-of-criminal-past-339503.html

    http://en.wikipedia.org/wiki/Sergey_Aksyonov
  • lcm | 118.91.116.131 | ১৬ মার্চ ২০১৪ ১৫:১৯486851
  • এবার খোদ রাশিয়াতেই প্রতিবাদ শুরু...

    মস্কো-তে পুতিন-এর ইউক্রেন দখলের প্রতিবাদে সমাবেশে ৩০,০০০ রাশিয়ান হাজির -- -

    In Moscow, a large crowd estimated by witnesses at some 30,000 demonstrated against Russia's action in Ukraine, in the biggest protest against Putin in two years - a sign his moves against Ukrainian leaders brought to power by street protests might be a rallying point for the jaded Russian opposition.

    http://news.yahoo.com/thousands-moscow-protest-russias-action-crimea-003037662.html
  • lcm | 118.91.116.131 | ১৬ মার্চ ২০১৪ ২৩:২৭486852
  • ডোনেত্স্ক থেকে আইরিনা-র ডায়েরি --

    Busloads of People Are Coming From Across the Border of Russia, Armed With Bats and other unpleasant things, who come to beat Ukrainians who support their new government. They came to Kharkiv and beat the students there, and now they have come here.

    http://www.newrepublic.com/article/116960/letter-donetsk-not-pro-russia-its-menaced-russian-tourists

    এইখানে কিছু ভিডিও আছে --

    The morning after journalists, including my colleague Andrew Roth, watched a pro-Russia mob attack peaceful protesters in the eastern Ukrainian city of Donetsk, leaving at least one young demonstrator dead, Russia’s foreign ministry released a statement on Friday claiming that the exact opposite had occurred, and warning ominously that Russia “reserves the right to protect” ethnic Russians in Ukraine.

    http://thelede.blogs.nytimes.com/2014/03/14/witnesses-share-video-and-accounts-of-deadly-attack-on-anti-war-rally-in-eastern-ukraine-by-russian-separatists/?_php=true&_type=blogs&ref=world&_r=0

    ডোনেত্স্ক-এর গুন্ডারাজের খবর চেপে দেবার জন্যে ক্রেমলিন রেডিও/ইন্টারনেট এডিটর বদলে দিল। দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভের একটি অ্যান্টি-করাপশন ব্লগ সাপোর্ট করত, সেটিও ব্লক করে দিয়েছে।
  • lcm | 118.91.116.131 | ১৭ মার্চ ২০১৪ ০৪:০৪486853
  • ক্রিমিয়ার ভোটের রেজাল্ট অ্যাজ এক্সপেক্টেড - ৯৫.৫ % ভোট টু জয়েন রাশিয়া। ১২% তাতার পপুলেশন (মুসলিম) ভোটদান থেকে বিরত থাকে, তাদের নেতার মতে রেফারান্ডাম রেজাল্ট ফিক্স্‌ড -
    Tatar leader: referendum's results 'predetermined' -
    http://www.dw.de/tatar-leader-referendums-results-predetermined/a-17500078
  • lcm | 118.91.116.131 | ১৭ মার্চ ২০১৪ ০৫:৪০486854
  • মালয়েশিয়ান এয়ারলাইন্স নিয়ে রুপার্ট মার্ডক টুইট করেছে --

    "World seems transfixed by 777 disappearance," Murdoch tweeted late Friday. "Maybe no crash but stolen, effectively hidden, perhaps in Northern Pakistan, like Bin Laden."
  • দ্রি | 116.66.7.229 | ১৭ মার্চ ২০১৪ ০৭:৩৪486855
  • এখনও পর্য্যন্ত ৭৫% ভোট কাউন্ট হয়েছে। তার মধ্যে ৯৫.৭% রাশিয়া, ৩.২% ইউক্রেন। ১.১% ভোট বাতিল।

    টার্নাউট ৮১.৩৭%। ৪০% ক্রিমিয়ান তাতার ভোট দিয়েছে, আক্সিওনভের কথা অনুযায়ী।

    http://rt.com/news/crimea-vote-join-russia-210/
  • দ্রি | 116.66.7.229 | ১৭ মার্চ ২০১৪ ০৭:৪৫486856
  • ভেনিস ও সংলগ্ন এলাকা এবার ইতালির থেকে আলাদা হওয়ার জন্য রেফারেন্ডাম শুরু করল, ৫ দিন ব্যাপী।

    Voting began on Sunday in the northern Italian region of Veneto, the former Republic of Venice, on whether it should secede from the rest of Italy.

    The main question is "Do you support the creation of an independent, sovereign and federative Republic of Venice?" But voters will also have to express their views about whether the Republic of Venice should remain part of the European Union and NATO.

    Voting will continue for five days, from March 16 through 21.

    http://voiceofrussia.com/news/2014_03_16/Veneto-region-launches-five-day-referendum-on-secession-from-Italy-4762/
  • | ১৭ মার্চ ২০১৪ ০৭:৫৭486857
  • আগামীর অবয়বে মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্লেনটার কোনও ভূমিকা নাই দ্রি?
    ক্কি অদ্ভুত ঘটনা রে বাবা!!
  • দ্রি | 116.66.7.229 | ১৭ মার্চ ২০১৪ ০৮:১৮486858
  • না, না। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ঘটনা খুবই অদ্ভুত। এবং কারো একটা গ্র্যান্ড প্ল্যান নিশ্চয়ই ছিল। কিন্তু জাস্ট বোঝা যাচ্ছে না কেসটা কি। এখন পর্য্যন্ত যেসব স্টোরি মিডিয়ায় এসেছে সেগুলো আমার খুব একটা সাউন্ড মনে হয়নি, ডিস্ট্র্যাকশান মনে হয়েছে। এই যেমন, পাসপোর্ট চুরি, ইরানী অ্যাসাইলাম সীকার, কিংবা ইভেন ফ্লাইটের পাইলট মালয়েশিয়ান অপোজিশানের প্যাশনেট সাপোর্টার ইত্যাদি।

    শুধুমাত্র ফ্লাইট ডেটাই সলিড ইনফো। ট্রান্সপন্ডার বন্ধ করে ডিরেকশান চেঞ্জ করেছিল প্লেন। কোনও মিলিটারী রেডার এটা ডিটেক্ট করেনি। কোনো মেডে কল ছিল না।

    আমার ভীষনই মনে হচ্ছে এই প্লেনটা কোথাও একটা ল্যান্ড করেছে। কিন্তু মোটিভ একদম বোঝা যাচ্ছে না।

    কিন্তু এই গোলমালে অনেক দেশই কিন্তু তাদের রেডার ডেটা (যেটা সিক্রেট, এবং দেশের সুরক্ষার জন্য ইম্পর্ট্যান্ট) অনেকের সাথে শেয়ার করতে বাধ্য হচ্ছে।
  • দ্রি | 116.66.7.229 | ১৭ মার্চ ২০১৪ ০৮:৫২486859
  • রাইট সেক্টর লীডার ইয়ারশ গ্যাস পাইপ উড়িয়ে দেওয়ার ডাক দিল।

    “We cannot allow the enemy to carry out a blitzkrieg attack on Ukrainian territory. We mustn’t forget that Russia makes money sending its oil through our pipelines to the West. We will destroy these pipelines and deprive our enemy of its source of income,” Yarosh said.

    http://rt.com/news/yarosh-destroy-russia-pipelines-186/
  • দ্রি | 116.66.7.229 | ১৭ মার্চ ২০১৪ ০৮:৫৮486861
  • এবার তো খারকভ ফেডারালাইজেশানের কথা বলছে।

    Demonstrators in Kharkov, north-east Ukraine, have appealed to Russia to pass to the UN their demands over a referendum on the federalization, while hundreds of protesters in Donetsk stormed a prosecutor’s office demanding to free a local “governor”.

    http://rt.com/news/ukraine-kharkov-rights-donetsk-202/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন