এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯১৯২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 78.190.40.9 | ১৯ মার্চ ২০১৪ ০১:৫০486962
  • কোথায় দেব বুঝে পেলাম না, এটাই মনে হয় সবথেকে ঠিকঠাক টই। বিল গেটসের ফেভারিট ১৩ খানা টেড টক। সময় করে দেখে/শুনে নিন।

    http://www.ted.com/playlists/35/bill_gates_my_13_favorite_tal#b03g11f20b14
  • lcm | 60.242.74.27 | ১৯ মার্চ ২০১৪ ০৭:০৩486963
  • টাকা গায়েব।

    Ukraine's new leaders begin search for missing billions ---

    Over $20bn of gold reserve were embezzled. They took $37bn of loans that disappeared," Yatsenyuk said. "Around $70bn was moved to offshore accounts from Ukraine's financial system in the last three years," he claimed.
    ...
    "The money in Yanukovych's personal accounts and in the accounts of his family would be enough to cover many current needs of Ukraine," he said.
    ...
    ...billions of dollars they say went missing under his kleptocratic regime...

    ইয়ানুকোভিচের রাজত্বকে ক্লেপটোক্রেটিক রেজিম বলছে ---
  • দ্রি | 233.196.131.114 | ১৯ মার্চ ২০১৪ ০৭:১৪486965
  • "পরে বুঝবে রাশিয়া টুডে পড়ে।" না, পরে বুঝবে, ভিক্টোরিয়া ন্যুল্যন্ড আর ডেভিড প্যাটের লীক্‌ড ফোনকল শুনে, যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্টারি এভিডেন্স। আপনি কি শুনেছেন? না শুনলে শুনে নিন। এই থ্রেডেই আছে।
  • দ্রি | 233.196.131.114 | ১৯ মার্চ ২০১৪ ০৭:২৩486966
  • “People will, of course, swallow anything. But if we keep lowering the bar and drop morals we will, one day, find ourselves splashing in the dirt like pigs and eating each other, along with this dirt, and then we would not be able to sink any lower”.

    এই চমৎকার লেখার কোন এভিডেন্স কি ইকনমিস্ট দিয়েছে? যেমন পিপ্‌ল কি সোয়ালো করল, মরাল কত নীচে নামল, ইত্যাদি? যে কটা এক্সাম্প্‌ল ঐ লেখায় আছে, তার ম্যাক্সিমামই আমার ঠিকঠাক ইনফো লেগেছে। মিছিমিছি ভিউয়ারদের কেন শুয়োর বলা?
  • lcm | 118.91.116.131 | ১৯ মার্চ ২০১৪ ০৯:০৬486967
  • এই বায়্স্‌ড, ওয়ান-সাইডেড অ্যানালিসিস, তক্কাতক্কির বাজারে, স্টিফেন জোন্‌স ট্রুথ-আউটে ভালো অ্যানালিসিস করেছেন - আপিসে একজন পড়তে বলেছিলেন। ইরাক ওয়ার নিয়ে এনার অ্যানালিসিসে আমেরিকান রাইট ইউং-কে ইনি সমালোচনায় একসময় ধুইয়ে দিয়েছিলেন।
    ---
    Russian Aggression Deserves a Response, But US Lacks Credibility to Lead It

    যে কথাটাই বলার চেষ্টা করছিলাম কদিন ধরে --

    To claim that U.S. aid was responsible for the Orange Revolution of 2005 or the more recent revolt is as ludicrous as President Reagan's claims in the 1980s that Soviet aid was responsible for the leftist revolutions in Central America.

    আরো, দশ/বারো বছরের একটা আন্দোলনকে এভাবে ট্রিভিলাইজ করা যায় না --

    The protesters were primarily liberal democrats who engaged in legitimate acts of nonviolent resistance against severe government repression, many of whom spent months in freezing temperatures in a struggle for a better Ukraine dominated by neither Russia nor the West. To label them as simply puppets of Washington is as unfair as labeling peasant revolutionaries in El Salvador as puppets of Moscow.

    যে পদ্ধতিতে ইউক্রেনে নতুন সরকার বসে গেল সেটা আনডেমোক্রেটিক, ইলেজিটিমেট ---

    At the same time, given that the new government includes corrupt neoliberal oligarchs along with representatives of the far right, it would be equally wrong to assume that the change of government represents some kind of major progressive democratic opening. And the refusal of the opposition to abide by the compromise agreement of February 21—which called for early elections and limited presidential powers—and seize power directly raises questions regarding the legitimacy of the new government.

    তবে, ব্যাপারটা তো পুরো পশ্চিমের ঘাড়ে চাপানো যায় না --

    Whether for good or for ill, however, and despite whatever attempts Western powers have made to influence the outcome, the change of government is ultimately the responsibility of Ukrainians, not the Obama administration.

    আর, এইটা হল হক কথা --
    Just as U.S. military action in the greater Middle East in the name of protecting Americans from Islamist extremism has ended up largely encouraging Islamist extremism, Russia's actions in the name of protecting Russians from right-wing Ukrainian ultranationalists will likely only encourage that tendency as well.

    মোদ্দা ব্যাপার হল ইউএসের এ ব্যাপারে নাক গলানোর মরাল রাইট আছে কি না --
    In short, the history of U.S. support for its allies' land grabs and its own history of illegal invasions, the United States has little credibility to take leadership in this crisis.

    http://truth-out.org/opinion/item/22532-russian-aggression-deserves-a-response-but-us-lacks-credibility-to-lead-it
  • এমেম | 69.93.254.67 | ১৯ মার্চ ২০১৪ ১০:২৬486970
  • ঐ কথাগুলো ভালো লাগে নি তো? ওনারই বলা। ১৯৯৯ সালে।
  • ম্যামি | 69.93.254.67 | ১৯ মার্চ ২০১৪ ১০:৫৯486972
  • That moment has come -- কি বেসিসে বলা হয়েছে তা লেখাটাতে আছে।

    ১) এই ভদ্রলোক বলেছিলেন, আমরা (সাংবাদিকরা) যেন নিজেদের মধ্যে 'eating each other' না করি। কিন্তু ওখানে রিয়া নভোস্তিতে হটিয়ে দেওয়া হয়েছে. এই লেখার এটাই মেইন বক্তব্য।

    ২) রিপোর্টিং করার সময় দুটো দিনকে আগু পিছু করে দেওয়া।

    ৩) কিসেলেভ নিজে যেভাবে কাভার করেছিলেন, তাঁবুর বর্ণনা, রাতে কী খাচ্ছে তার বর্ণনা, insinuating tone এ ..

    (অকুপাই নিয়ে এরম কাভারেজ দিলে ভালো লাগত?)
  • দ্রি | 116.66.73.95 | ১৯ মার্চ ২০১৪ ২০:৪৬486973
  • কিসেলেভের তাঁবুর বর্ণনার কোন ফুটেজ আপনি দেখেছেন? একবার লিংকটা দেবেন তো। ইনসিনুয়েশানটা কিরকম একবার দেখতাম। ইউক্রেনের প্রাক্তন সিকিউরিটি চীফ ইন্টারভিউতে জানিয়েছিলেন, পরোশেঙ্কো, পিনচুকরা প্রোটেস্টারদের টাকা দিয়েছিলেন। তার লিংক আগেই দিয়েছি।

    দুদিনের আগু পিছুর সিমিলার কোন ফুটেজ, সাপোর্টিং নিজক্লিপ আছে? ভেরিফাই করেছেন? আমি পাইনি।

    কিন্তু যেটুকু আমি ভেরিফাই করতে পেরেছি সেটাতে দেখছি লেখকই মিথ্যে বলছেন। যেমন তিনি বলার চেষ্টা করেছেন এই ক্যুটিতে আমেরিকা, ই ইউ অপোজিশানকে মদত দেয় নি। অথবা জার্মান ফরেন মিনিস্টারের ময়দানে আসায় উত্তেজিত হওয়ার কিছু নেই।
  • দ্রি | 116.66.82.59 | ১৯ মার্চ ২০১৪ ২১:০৩486974
  • আমার মনে হয় সব সময় অরিজিনালটা দেখার চেষ্টা করা উচিত, অন্যের মুখের ঝাল না খেয়ে।

    'নিউক্লিয়ার অ্যাশের' ভিডিওটার প্রপার ইংলিশ সাবটাইট্‌ল পাচ্ছি না। রাশিয়ানে আছে। সে যদি ভিডিওটার একটা ইংলিশ ট্রান্সক্রিপ্ট করে দেন তো ভালো হয়।

    কিসেলিয়ভের কিছু খাপছাড়া কোট এইরকমঃ

    "Russia is the only country in the world realistically capable of turning the United States into radioactive ash,"

    "Even if people in all our command posts after an enemy atomic attack cannot be contacted, the system will automatically fire our missiles from mines and submarines in the right direction,"

    "Americans themselves consider Putin to be a stronger leader than Obama,"

    "Why is Obama phoning Putin all the time and talking to him for hours on end?

    তো এইসব পড়ে আমার মনে হয়েছে, কিসেলিয়ভ আলোচানা করছিলেন, আমেরিকার রাশিয়াকে 'শাস্তি' দেওয়ার কেপেবিলিটির কথা। বলছিলেন ওবামা পুতিনকে স্মীহ করেন ইত্যাদি। এবং এই সিচুয়েশানে আমেরিকা যে রাশিয়াকে অল-আউট অ্যাটাক করছে না (অন্য কোন দেশ হলে অতি অবশ্যই করত) তার কারণ নিউক্লিয়ার ডেটারেন্ট। কথাটা এইভাবে (capable of turning the United States into radioactive ash) না বলে has nuclear capability বললে একটু বেশী পোলাইট শোনাতো। মিষ্টিমুখোরা একটু বেশী খুশী হতেন। কিন্তু কেউ কেউ একটু শার্প টাংড হয়। কিন্তু এখানে আমেরিকাকে আনপ্রোভোক্‌ডভাবে অ্যাটাক করার ইংগিত নেই, ইউক্রেনকে তো নেইই।
  • দ্রি | 116.66.104.67 | ১৯ মার্চ ২০১৪ ২২:১১486975
  • To claim that U.S. aid was responsible for the Orange Revolution of 2005 or the more recent revolt is as ludicrous as President Reagan's claims in the 1980s that Soviet aid was responsible for the leftist revolutions in Central America.

    U.S. aid was responsible for the Orange Revolution of 2005 কিনা জাজ করতে হবে একমাত্র এভিডেন্সের ভিত্তিতে। সেন্ট্রাল আমেরিকায় সোভিয়েতের রোল ছিল কি ছিল না সেটা ইম্মেটিরিয়াল। কথা হল, যথেষ্ট এভিডেন্স আছে।

    The protesters were primarily liberal democrats who engaged in legitimate acts of nonviolent resistance against severe government repression, many of whom spent months in freezing temperatures in a struggle for a better Ukraine dominated by neither Russia nor the West. To label them as simply puppets of Washington is as unfair as labeling peasant revolutionaries in El Salvador as puppets of Moscow.

    প্রাইমারী প্রোটেস্টাররা কেমন সেটা তো আউটকামকে ডিটারমিন করেনি। মারামারি স্পাইপিং তো প্রাইমারী প্রোটেস্টাররা করেনি। শুধু প্রাইমারী প্রোটেস্টাররা প্রোটেস্ট করলে এখনও ইয়ানুসেভিচ গদিতে থাকত। সেটাই পয়েন্ট।

    Whether for good or for ill, however, and despite whatever attempts Western powers have made to influence the outcome, the change of government is ultimately the responsibility of Ukrainians, not the Obama administration.

    না। ইউক্রেনিয়ানরা তো ভোট দিয়ে এই গভর্মেন্টকে আনেনি। লোকেরা বিরক্ত হয়েছে প্রোটেস্ট করেছে। সেই সুযোগ নিয়ে কিছু সুযোগসন্ধানী ইউ এস, ই ইউর সাহায্য নিয়ে সরকার সরিয়ে নিজেরা বসেছে। এবং কারা বসেছে সেটাতে ইউ এসের ডাইরেক্ট মেড্‌লিং আছে। ইয়াৎসেন্যুকের কতটা পপুলার সাপোR্ত সে ব্যাপ্রে কি আমরা নিশ্চিৎ?
  • এমেম | 69.93.254.67 | ১৯ মার্চ ২০১৪ ২২:১৩486976
  • Mr Kiselev showed the pictures (people warming up by log fires, sleeping in tents, giving away food) and provided commentary: “Here are fighting brigades – there is fear and emptiness in their eyes; and here is food preparation – a dish for gourmands: a piece of lard fried on the side of a rusty tin.” His intonation was nasty and sneering.

    ইন্টারপ্রিটেশনের জায়গাটা হল intonation। সেটা যার কানে যেমন সুরে বাজে। বাকি কথা ইজিলী ভেরিফায়েবল। মিথ্যে হলে লিখত না। অনেক কমেন্ট পড়েছে। কেউ বলে নি যে এগুলো কিসিলিইয়েভ বলেন নি বা দেখান নি।
  • এমেম | 69.93.254.67 | ১৯ মার্চ ২০১৪ ২২:২৮486977
  • দিন আগুপিছুর অভিযোগ এরকম।

    এক পক্ষের বক্তব্য -- প্রথমে সংঘর্ষ হয়েছে, ছাত্ররা ময়দানে এসেছে পরে।
    অন্য পক্ষ -- ছাত্রদের মারা হয়েছিল ভোরবেলা। সংঘর্ষ হয়েছে তার ১২ ঘন্টা পর।
  • দ্রি | 116.66.127.4 | ১৯ মার্চ ২০১৪ ২২:৪০486978
  • সেইজন্য নিজের কানে কেমন সুর বাজে সেটা শুনে নেওয়ার চেষ্টা করাই ভালো। আন্যের কানে বাজা সুরের ওপর নির্ভর না করে।
  • এমেম | 69.93.254.67 | ১৯ মার্চ ২০১৪ ২২:৪৬486979
  • এগুলো আমি শুনিনা। গানের 'রাগ' ভেরিফাই করার সময়ে কারো কথা শুনব না। কারো কথাই না।
  • দ্রি | 116.66.101.188 | ১৯ মার্চ ২০১৪ ২৩:০৩486980
  • মালয়েশিয়ান এয়ারলাইন সম্বন্ধে একটি থিওরী হলঃ হয় ফ্লাইট ছাড়ার আগে বা পরে প্লেনকে প্রোগ্রাম করা হয়েছে পার্টিকুলার ফ্লাইট পাথের জন্য।

    Missing Malaysia Airlines flight MH370 changed direction at least 12 minutes before its co-pilot signed off, sources told NBC News. The diversion was based on a programming command to the plane’s cockpit computer used to guide the flight plan.
    ...
    If true, the theory supports the belief of investigators – first voiced by Malaysian officials – that the flight was deliberately diverted. The New York Times reported as much late on Monday, adding that it was not clear whether the system was reprogrammed before or after takeoff.

    http://rt.com/news/malaysian-airlines-programmed-course-690/

    মিস্ট্রি গাঢ়তর হল।
  • দ্রি | 116.77.147.171 | ১৯ মার্চ ২০১৪ ২৩:০৯486981
  • বেশ কিছুদিন আগে একটা আলোচনা হয়েছিল ফেসবুক নিয়ে। তাতে বলেছিলাম, ফেসবুক আসলে ফেস রেকগনিশান সফটওয়্যরের টেস্ট বেড।

    আজকের নিউজঃ

    ‘DeepFace’ could provide instantaneous facial recognition via Facebook

    Along with owning the largest stockpile of photos in the world, Facebook has announced it now plans to unleash facial recognition technology with a new program that promises to identify the subject of an untagged image with nearly unparalleled accuracy.
    ...

    http://rt.com/usa/deepface-instantaneous-facial-recognition-facebook-706/
  • দ্রি | 116.77.147.171 | ১৯ মার্চ ২০১৪ ২৩:১৬486983
  • DeepFace was developed by Facebook artificial intelligence (AI) analysts Yaniv Taigman, Ming Yang, and Marc' Aurelioa Ranzato, along with Lior Wolf, a faculty member at Tel Aviv University in Israel. Their research paper was first published last week in the Massachusetts Institute of Technology's Technology Review.

    “This deep network involves more than 120 million parameters using several locally connected layers without weight sharing, rather than the standard convolutional layers,” the company announced.

    “This we trained it on the largest facial dataset to-date, an identity labeled dataset of four million facial images belonging to more than 4,000 identities, where each identity has over a thousand samples. The learned representations coupling the accurate model-based alignment with the large facial database generalize remarkably well to faces in unconstrained environments, even with a simple classifier.”
    ...
    With this announcement, Facebook's acquisition of Face.com clarifies concerns about an Orwellian future inspired by news of the 2012 deal.

    “As Facebook's database develops, it's conceivable that within a few years you could see someone on the street, point your iPhone at her, and pull up a list of possible identity matches within seconds,” Slate technology blogger Will Oremus wrote at the time.
  • দ্রি | 116.77.147.171 | ১৯ মার্চ ২০১৪ ২৩:৪১486984
  • সিরিয়া ডিস্টেবিলাইজেশানের দুই বড় কো-স্পন্সর সৌদি আরব ও কাতারের মধ্যে ডিভোর্স হয়ে গেল। একটা সময় দুজনেই মুসলিম ব্রাদারহুড, আল-নুসরা ব্রিগেড, আল-জাজিরা এদের পৃষ্ঠপোষক ছিল।

    এখন সৌদি আরব এদের থেকে সাপোর্ট সরিয়ে নিচ্ছে। কিন্তু কাতার এখনও এদের পেছনে আছে। তাই নিয়ে টেনশন।

    Saudi Arabia demanded that Qatar shut down Al-Jazeera and two think tanks during a recent meeting of the Gulf Cooperation Council, a source close to someone who attended the talks told AFP Friday.

    Riyadh demanded the closure of the pan-Arab broadcaster as well as the Brookings Doha Center and the Arab Center for Research and Policy Studies, the source said on condition of anonymity.

    After the reportedly heated March 5 GCC meeting, Saudi Arabia, Bahrain and the United Arab Emirates recalled their ambassadors from fellow member Qatar, which they accuse of interfering in their internal affairs and supporting the Muslim Brotherhood.

    http://news.yahoo.com/saudi-demands-qatar-shut-down-al-jazeera-154601165.html
  • দ্রি | 116.77.34.69 | ২০ মার্চ ২০১৪ ০০:০৭486985
  • ব্রেকিং নিউজঃ ইউক্রেন সিআইএস ছাড়তে চায়, এবং রাশিয়ানদের জন্য ভিসার ব্যবস্থা করতে চায়।

    এর আগের খবর ছিল, ক্রিমিয়ায় রাশিয়ান পাসপোর্ট বিলি করা শুরু হয়েছে। এবং ন্যাশানাল জিওগ্রাফিক ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবেই দেখাবে।

    টেরিটরি ভাগ হওয়া শুরু হয়ে গেছে। কিয়েভে ইউক্রেনিয়ান খুশী, ক্রিমিয়ায় রাশিয়ানও খুশী। শুধু ডোনেৎস্ক, খারকিভে রাশিয়ানরা একটু দুঃখে থাকবে।

    যুদ্ধ যেন না হয়।
  • এমেম | 69.93.200.40 | ২০ মার্চ ২০১৪ ১১:০৩486986
  • সিআইএস ছাড়বে অবভিয়াসলি। সদস্যরা ক্রিমিয়া ইস্যুতে রাশিয়াকে সমর্থন করেছে। তবে সিআইএস সেভাবে কোনও সংগঠন নয়। মাঝে মাঝে সামিট হয়। ডিসিশন মেকিং পাওয়ার নেই। জর্জিয়া আগে ছেড়েছে। .
  • lcm | 118.91.116.131 | ২০ মার্চ ২০১৪ ১১:২২486987
  • বেশ, তাহলে স্টিফেন জোন্‌স-এর ব্যাখ্যা ---

    First of all, it's not true that the United States government " spent $5 billion to destabilize Ukraine ," as some agitators have claimed. That figure is the total amount of money provided to the country since independence in 1991, which includes aid to pro-Western Ukrainian administrations (which the United States presumably would not have wanted to destabilize).

    ১৯৯১ থেকে এর মধ্যে ৫ জন প্রেসিডেন্ট এসেছে গেছে ইউক্রেনে, সব ক্ষেত্রেই ফান্ড গেছে।

    Like most U.S. foreign aid, some of it went for good things and some for not so good things. There was also some funding through the National Endowment for Democracy and other organizations to some opposition groups that were involved in the recent insurrection, but this was in the millions of dollars, nothing remotely close to $5 billion.

    অতিরঞ্জন তো আছেই

    And this aid went primarily to centrist groups, not the far right, so claims that the United States "supported fascists" in Ukraine are without foundation.

    সব টাকা নিও-নাজিদের সাপোর্টের জন্য নয়।

    It's also unfair to imply that such aid was somehow the cause of the uprising, thereby denying agency to the millions of Ukrainians who took to the streets in an effort to determine (for better or worse) their own future.

    লক্ষ লক্ষ ইউক্রেনিয়ানদের লড়াইটাকে শুধু উপেক্ষাই করা হয় না, অপমানও করা হয় ।
  • এমেম | 69.93.200.40 | ২০ মার্চ ২০১৪ ১১:২৪486988
  • মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে, রাশিয়াতে সবারই আইডেন্টিটি কার্ড আছে, সেটা দিয়েই তারা উক্রানিয়া আসত। আপাতত যেটা করবে, only Russians with travel passports can enter the country।
  • এমেম | 69.93.200.40 | ২০ মার্চ ২০১৪ ১১:৩৫486989
  • আমার ওপরের কমেন্ট আগের কমেন্টের কন্টিনুয়েশন। মোর ইম্পর্ট্যান্ট মানে স্টিফেন জোন্‌স যেটা বলেছেন তার চেয়ে না। :)
  • এমেম | 69.93.200.40 | ২০ মার্চ ২০১৪ ১১:৪৪486990
  • রাশিয়া টুডের এক পাঠক আইরিশ টাইমস থেকে কোট করেছেন

    "But Russia, having never allowed the kind of self-examination that Germany went through after the second World War, does not understand how it is perceived by its neighbours: Far easier to believe that Ukraine has been infected by the disease of fascism than that it is sick of being dominated by Russia and wants to achieve real independence and move towards Europe".
  • lcm | 118.91.116.131 | ২০ মার্চ ২০১৪ ১২:২৭486991
  • ইউরোপিয়ান ইউনিয়নের AA (অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট) -এ সাইন না করার জন্যে, অর্থাৎ ইউ-তে না ঢোকার জন্যে, গত ডিসেম্বরে পুতিন অ্যাওয়ার্ড হিসেবে ১৫ বিলিয়ন ডলার ইয়ানোকোভিচকে (তথা, তৎকালীন ইউক্রেন সরকারকে ) দেবার কথা ঘোষনা করেন।

    তাই দেখে, ১১ বিলিয়ন ইউরো দেবার প্রতিশ্রুতি দেয় ইউ (যদি ইউক্রেন AA সাইন করে ইউ-তে ঢোকে)। এর ভাগ ছিল,
    - ১.৬ বিলিয়ন ইউরো ছিল লোন এবং মাইক্রো ফাইন্যান্স হিসেবে
    - ১.৪ বিলিয়ন গ্রান্ট
    - ৩ বিলিয়ন দেবে বলছিল ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক
    - ৫ বিলিয়ন European Bank for Reconstruction and Development (EBRD), কিন্তু এটা ২০২০ সাল অবধি ধাপে ধাপে দেওয়া হবে

    এখন, পরিস্থিতি বদলে গেছে - মস্কো এখন উল্টে ২ বিলিয়ন ডলার লোন (গ্যাজপ্রম-এর লোন) শোধ করার জন্যে চাপ দিচ্ছে ইউক্রেন সরকারকে। সেটি মকুব করবার জন্য নতুন সরকার ক্রেমলিনকে অনুরোধ করেছে (এটিকেই দ্রি বলেছিল যে নতুন সরকার টাকা চেয়েছে, ঠিক চায় নি, লোন মকুব করে দিতে বলেছে)।

    ইউ-র ১১ বিলিয়ন ইউরোর অফার (অবশ্য এককালীন নয়) এমনিতে দেখতে ভালই, তবে ঘাপলা আছে, সেটা হল ইউক্রেনকে IMF-এর আওতায় আসতে হবে। কিন্তু IMF-এর নিয়মের আওতায় এলে প্রবলেমটা কি? মুশকিল হল, ইউক্রেনের ইকনমিক পলিসি কিছুটা হলেও IMF ডিকটেট করবে, এই যেমন, চারটে প্রধান শর্ত
    - বাজেট ডেফিসিট ছেঁটে ফেলতে হবে
    - মানি সাপ্লাই এর গ্রোথ লো হতে হবে
    - ইন্টারেস্ট রেট বেশী রাখতে হবে
    - কারেন্সি এক্সচেঞ্জ রেট-টা ফ্লোটিং রাখতে হবে
    IMF-এর এই শর্তগুলো সহজ নয়, একটি দেশকে একটা অর্থনৈতিক ফাঁদের চক্করে ফেলে দিতে পারে। এছাড়াও, প্রথম শর্তটি খুবই বিপজ্জনক হতে পারে - বাধত্যামূলক বাজেট ছাঁটের ফলে অনেক সরকারি জরুরী অনুদান বন্ধ হয়ে যেতে পারে।

    এই হল ঘাপলা - ইউ র ঘাপলা।

    এখন কথা হচ্ছে, ইউক্রেনের কাছে কোনটা বেটার - অলমোস্ট রাশিয়ার একটা স্টেট হয়ে যাওয়া, না, শর্ত মেনে ইউ-তে যাওয়া।
  • lcm | 118.91.116.131 | ২০ মার্চ ২০১৪ ১২:৩৩486992
  • ইউক্রেনকে নিয়ে ইউ-রাশিয়ার এই কাজিয়ায়, ইউক্রেনের মানুষের দীর্ঘদিনের অ্যান্টিকরাপশন আন্দোলনটি ভোগে গেল - টোট্যালি হাইজ্যাক্‌ড।
  • এমেম | 69.93.200.40 | ২০ মার্চ ২০১৪ ১২:৩৯486994
  • ইউক্রেন এমনিতেও অর্থনৈতিক ফাঁদে পড়ে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন