এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লেখালেখি নিয়ে একটি প্রস্তাব: প্লিজ পড়ুন এবং বলুন

    r
    অন্যান্য | ২০ মার্চ ২০০৬ | ২৯৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 202.144.91.204 | ২০ মার্চ ২০০৬ ১২:০৪497306
  • প্রথমেই বিক্রমকে ধন্যবাদ, এই ব্যাপারটা নিয়ে ভাবানোর জন্য। বিক্রমের প্রশ্ন ছিল: আমাদের এই লেখালেখি কি ভাবে আরও শক্তি সঞ্চয় করবে, আরও স্থায়িত্ব পাবে?

    প্রস্তাব রাখার আগে যা মনে হয়েছে, সে রকম কতগুলো কথা বলছি। জানতে ইচ্ছুক যে অন্যরা সহমত কিনা:

    ১) "দেশ" আপাতত: বাংলা ভাষার (পশিমবঙ্গের) সব থেকে জনপ্রিয় সাহিত্য পত্রিকা।
    ২) অথচ "দেশে" লেখার গড় মান অত্যন্ত খারাপ।
    ৩) বেশির ভাগ লিট্‌ল ম্যাগে এর থেকে অনেক বেশি ভালো লেখা বেরোয়, কিন্তু সেই লেখাগুলো মুষ্টিমেয় লোকজন পড়ে থাকেন।
    ৪) গুরুচন্ডালী এবং আই-পত্রিকায় যারা লেখেন, তাদের অধিকাংশের লেখার মান "দেশের" লেখার গড় মানের থেকে অনেক ভালো।
    ৫) কিন্তু গুরুচন্ডালী বা আই-পত্রিকার পাঠক সংখ্যা সীমিত।
  • pharidaa | 203.101.31.249 | ২০ মার্চ ২০০৬ ১২:৫১497351
  • পাঁচটা পয়েন্টেই সহমত পোষণ করলাম। সেই রাস্তা দিয়েই আর একটু এগিয়ে গিয়ে বলি-

    ১ জনপ্রিয়তা কিন্তু উৎকর্ষের একমাত্র মাপকাঠি নয়।

    ২ কালজয়ী সৃষ্টি কে একটা পরীক্ষাতেই পাস করতে হয় - সেটা সময়।

    ৩ উৎকর্ষের বিচারে "দেশ" কিন্তু গুরু বা আই পত্রিকার চেয়ে এগিয়ে নেই - এ'কথা বিশ্বাস করি আমি, আমরা, যারা এগুলো নিয়মিত দেখি। কিন্তু, বাকীরা? এখানেই সমস্যা হয়ে যায় - "দেশ" যেভাবে বাড়ির দরজায় কড়া নাড়ে সেটা তো এঁরা পারবেন না। কাজেই জনপ্রিয়তার অ্যাসিড টেস্ট এ "দেশ" এর সঙ্গে আপাতত: লড়াই চলে না।

    কিন্তু দেশের বাইরেও যে বিশাল পাঠকগোষ্ঠী আছেন তাঁদেরকে ধরলে আবার সে হিসেব ও উল্টে যাবে।

    ৪ আর একটা কথা, লিটিল ম্যাগ এর ভালো ভালো লেখা পশ্চিমবঙ্গের সীমা পেরোতে পারে না, প্রায়শই। গুরু বা আই পত্রিকা পারে না সেইসব দুরন্ত লেখা গুলোর ই-সংস্করণ পৌঁছে দিতে আমাদের সবার কাছে?

    মামু কি বলে?

    ৫ এই বাজারে "দেশ" কেন পনের টাকা থেকে একলপ্তে পাঁচ টাকা হয়ে গেল - সে প্রশ্নও কিন্তু প্রাসঙ্গিক এ-পাতায়
  • r | 202.144.91.204 | ২০ মার্চ ২০০৬ ১৩:১৬497362
  • জনপ্রিয়তা আর উৎকর্ষের এই ব্যাপারটা নিয়ে সবাই একমত হবেন। কিন্তু উৎকর্ষ আর জনপ্রিয়তা যদি যুগপৎ লাভ করা যায়, সেটাই মনে হয় সবার কাম্য। আমরা যে বিকল্প নতুন লেখকদের কথা বলছি, তাদের উৎকর্ষ নিয়ে আধফোঁটাও সন্দেহ নেই। কিন্তু সেই উৎকর্ষ বৃহত্তর পাঠকমন্ডলীর কাছে পৌঁছাবে কি করে? এই আলোচনা সেইখান থেকেই শুরু।
  • pharidaa | 203.101.31.249 | ২০ মার্চ ২০০৬ ১৩:৫১497373
  • গত সপ্তাহে একটা মজা হয়েছে - অ্যাটাচমেন্ট পাঠানো এক বন্ধুর কাছ থেকে .jpg format এ পেলাম মামুর লেখা "গরুর রচনা"। সেটা সে পেয়েছিল তার কলকাতার শহরতলির এক কলেজে পড়া ভাইয়ের কাছ থেকে।

    এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেখতে চাইছি না। লোকজন কিন্তু "গুরু", "আই-পত্রিকা" গুলো দেখছে - ভালো লাগছে, তবেই না পাঠাচ্ছে। তবু, স্বীকার করে নি - ১) হ্যাঁ, এখনো খুব বেশি জনতা এগুলো এখনো দেখেনি, কারণ তারা জানেই না এঁদের উপস্থিতি, আর ২) পাঠকসংখ্যা বৃদ্ধির হার এখনো তেমন বেশি নয়।

    কিন্তু এর সাথে যদি chain reaction এর সঙ্গে তুলনা করি তবে দেখবো গুরু বা আই পত্রিকার সম্ভাবনা কিন্তু অসীম, উৎকর্ষের তো কমতি এখানে নেই - নেই কোনো তাঁবেদারি আর নেই কোনো প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ধান্দা।

    আর একটা কথা, আমি কিন্তু অনেক কে চিনি যাঁরা "দেশ" শুধুই "রাখেন" - গুরু বা আই পত্রিকার পাঠকসংখ্যায় কিন্তু কোনো জল মেশানো নেই - এটাও দেখার।
  • dam | 202.54.214.198 | ২০ মার্চ ২০০৬ ১৪:২৪497384
  • আই-পত্রিকার একটা সুবিধা আছে, তারা বাইপাসের ধারে হোর্ডিং লাগিয়ে, 'দেশে' বিজ্ঞাপন দিয়ে বা চিংড়িহাটার মোড়ে হ্যান্ডবিল বিলিয়ে হয়ত একটু বেশী সংখ্যক পাঠকের কাছে পৌঁছতে পারবে। এই সুবিধাটা গুরু বা পরবাস এর নেই।

    তবে এটা ঠিক, যখন সৈকতকে আদৌ চিনতাম না, স্রেফ বাংলা ফন্টের খোংজে গুগল এ আরবিট সার্চ মেরে গুরু দেখেছিলাম, দিব্বি ফন্ট নামিয়েও নিয়েছিলাম। একইভাবে বাংলা সাইট খুঁজতে গিয়ে পরবাস পেয়েছিলাম।

    কাজেই এইভাবেও বেশ কিছু লোক খুঁজে পায়। কিন্তু সেটা কতজন? আর তা বাড়ানো ই বা যাবে কিভাবে?
  • dam | 202.54.214.198 | ২০ মার্চ ২০০৬ ১৪:২৭497395
  • ভাল কথা, 'প্রস্তাব'টা কী?
  • r | 202.144.91.204 | ২০ মার্চ ২০০৬ ১৪:৫০497406
  • মূল প্রস্তাব: এই নতুন, অনামী লেখকগোষ্ঠীর লেখা বহু বহু পাঠক-পাঠিকার কাছে পৌঁছে দিতে হবে।

    একটু vague আপাতত:। কারণ কি ভাবে সেটা এখনও নিজে জানি না। সেইজন্যই সবার পরামর্শ চাই। কিন্তু যে কটা কথা মনে হয়:

    ১) শুধু ওয়েব এই কাজের জন্য উপযুক্ত নয়। ছাপার অক্ষর চাই। কারণ লেখালেখি সব বাংলায়।

    ২) তাগড়াই মার্কেটিং চাই। তাগড়াই ডিস্ট্রিবিউশন চ্যানেল চাই। লিট্‌ল ম্যাগের মতো ছিঁচকাদুনি অভিমানী প্রতিষ্ঠানবিরোধী হয়ে কিস্যু লাভ নেই।

    ৩) মামুর "নিজস্ব চারণভূমি" আপাতত: ঠিক আছে। কিন্তু লক্ষ লোকের কাছে যেতে গেলে সম্পাদনা, হায়রার্কি, প্রতিষ্ঠান- সমস্ত কিছু দরকার।

    ৪) প্রাথমিকভাবে কিছু হত্তাকত্তাদের পিঠ চাপড়ানি চাই।

    পয়সাকড়ির কথা পরে।
  • dam | 202.54.214.198 | ২০ মার্চ ২০০৬ ১৭:০৫497417
  • দেখো 'অলিন্দ' নিয়ে লোকের কাছে যেতে গিয়ে একটা জিনিষ খুব বুঝেছি। সেটা হল ওয়েবের সম্ভাবনা কতটা সে সম্বন্ধে অনেকেরই ঠিকঠাক ধারণা নেই। অনেক তাগড়াই হত্তাকত্তাই স্রেফ e-চেনাচিনির জোরে একটা বই নামিয়ে দিতে দেখে খুব অবাক হয়েছেন।

    কাজেই হত্তাকর্তাদের পিঠ চাপড়ানি পেতে গেলে প্রথমে ওঁদের ঘুম থেকে জাগাতে হবে। সে কিভাবে হবে?
  • r | 202.144.91.204 | ২০ মার্চ ২০০৬ ১৭:১৭497428
  • e-চেনাচিনির ব্যাপারটাই উহ্য। আমরা একে অন্যকে ভালো চিনি, ভালো লিখি, ভালো পড়ি এবং ভালো পড়াই। কি সূত্রে সেটা গৌণ। এইবার এই হল আমাদের লেখালেখি। এইবার বলুন।

    এর জন্য পুরোনো network-গুলো আবার activate করতে হবে ;-)
  • mita | 24.163.123.37 | ২০ মার্চ ২০০৬ ১৮:৩৫497307
  • রঙ্গন, এদেশের বিভিন্ন স্টেটের বাঙ্গালি কম্যুনিটিগুলোর কাছে পৌছনোর ব্যাপারে, মানে মার্কেটিং, ডিস্ট্রিব্যুশন এসব এ আমি কিছু করতে পারি।
  • amit | 203.200.95.130 | ২০ মার্চ ২০০৬ ১৯:৪০497318
  • দেশের প্রচ্ছদ আগে আঁকা হত,আঁকতেন নামী শিল্পীরা,এখন ছাপা হয়, আর পাঁচটা পত্রিকার মত। ছাপা হয় তাদের ছবি,যাদেরকে আমরা সংবাদপত্রে, টেলিভিশনে দেখি প্রায়শই, আলোচনা ও করি সেইসব নিয়ে। আগে তা ছিলনা। সেই change যখন হল তখনই বোঝা যাচ্ছিল একে আর কিছু selected পাঠকদের মধ্যে সীমাবদ্ধ না রেখে পাঠকের বৃহত্তর অংশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।ভিতরে তাকালাম যখন,তখন দেখলাম সেখানেও পরিবর্তনের ঢেউ,আর তা কোন নতুন সাহিত্যরীতির প্রবর্তনের জন্য নয়, বাণিজ্যিক কারণে,কারণ অত্যন্ত স্বাভাবিক। পত্রিকাটা চালাচ্ছে একটি প্রতিষ্ঠান, তারা তাদের লাভ দেখবে নাই বা কেন।আগে যত লোকে দেশ কিনত, এখন আমি চারপাশে তার থেকে অনেক বেশী লোককে কিনতে দেখি,কারণ এটা এখন আর পাঁচটা popular ম্যাগাজিনের মতই। দাম প্রথমে ১০ থেকে বেড়ে হয়েছিল ১২ টাকা, পড়ে কমে হল ১০ টাকা, এখন ২ রা মার্চ থেকে কমে হল পাঁচ টাকা। দুশ্চিন্তার কোন কারণ নেই,আবার বাড়বে,শুধু এর মধ্যে আরো কিছু লোককে জানিয়ে দেওয়া যাবে (৫ টাকা দাম দেখে অনেকেই কিনবেন) যে তোমরা সবাই দেশ পড়তে পারো, রাজনীতির খবর পাবে,খেলার খবর পাবে, সিনেমার আলোচনা পাবে,দুটো গল্প পাবে ইত্যাদি। লেখার মান তো আজ পড়েনি, বহুদিন থেকেই পড়ে গেছে।আর লিটল ম্যাগাজিন এও বহু ঢপের লেখা বের হয়। মাঝে মধ্যে কিছু ভালো লেখা অবশ্যই চোখে পড়ত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যা মনে হত, তা হল অনর্থক পরিশ্রম, কষ্ট করে এক অদ্ভুত style আমদানী করার চেষ্টা। এমনকি তখন এমনও দেখেছি যে লেখা শুনেও বলতে পারতাম আমরা যে এটা নিশ্চ্যয় কোন লিটল ম্যাগাজিনের লেখা কবিতা বা গল্প।আর লিটল ম্যাগাজিনের দাম কি খুব কম, আমার তো সেরকম মনে পড়ে না। " কবিতা পাক্ষিক", "হাওয়া", "প্রথম আলো" ,আরো কিসব ছিল যে (অর্ধেন্দু বাবুদের তার নাম মনে পড়ছে না)। এগুলোর বা আরো কিছু, এই মূহুর্তে নাম মনে পড়ছে না,এদের দাম তো খুব একটা কম ছিল না (১০-১৫ টকার উপরে)।
    এসব অবশ্য আমার মনে হওয়া, আর তার সাথে আমার মানসিক গঠন ও জড়িত। সমগ্রিক ভাবে বলা একটু মুশকিল হয়ে পড়ে, তোমরা বল, দেখা যাক, কোথায় গিয়ে দাঁড়ানো যায়।
  • r | 59.92.150.65 | ২০ মার্চ ২০০৬ ২০:৫৮497329
  • মিতাদি, অসংখ্য ধন্যবাদ। তবে ভাবনাচিন্তা আরও একটু দানা বাঁধুক। তারপর খুঁটিনাটির দিকে এগোব।
  • raatri | 59.93.196.171 | ২০ মার্চ ২০০৬ ২৩:০৮497340
  • দেশ কেন দাম কমালো বিষয়ে ভাবতে গিয়ে মনে হচ্ছে যে আনন্দ গোষ্ঠী ইদানীং বাকি সবাইকে গিলে ফেলার নীতিতে বিশ্বাস করে,তাই হয় তো...তাছাড়া,এবার বিশেষ সংখ্যার পরিমাণ বাড়াবে,ঘনঘন হবে দামী সংখ্যাদের আনাগোণা।
    এবার মূল বিষয়ে আসি,আমার মতে marketing,marketing এবং only marketing হল উত্তর।তবে নির্লজ্জ ভাবে যে কোনো মানুষের কাছে
    শুধুমাত্র পৌছনোর চেষ্টা নয়,বিশেষ মানের পাঠকশ্রেণীর কাছে পৌছনোর জন্য প্রয়াস।কিভাবে সেটাই ভাবার।ভাবছি।
  • dam | 61.246.43.170 | ২১ মার্চ ২০০৬ ০০:৩৮497345
  • সুমনের কথায় এই আলোচনাটা একটু ঘেঁটে যাচ্ছে মনে হচ্ছে। দেশ কেন পাঁচ টাকা হল তার উত্তর ঐ অরিজিৎ যেটা বিশ্বায়নের থ্রেডে সুপারস্টোরের উদাহরণ দিয়েছে তাতেই আছে। এই থ্রেডে না চালিয়ে আমরা সেটা অন্য থ্রেডে চালাতে পারি।

    আরেকটা যেটা সুমন বলেছে লিটল ম্যাগ পশ্চিমবঙ্গের বাইরে পৌঁছান, সেটাও ঠিক এটায় যায় না। তবে --- গুরু তে তো শপিং নেই, কি করে তাহলে পৌঁছাবে? আর শপিং ম্যানেজ করাও বহুত ঝামেলা। ই-কমার্সের হদ্দমুদ্দ। আর লিটল ম্যাগওয়ালারা ই-ভার্সান বের না করলে তো আর বাকীদের সেটা পাবলিশ করা সম্ভব নয়। কপিরাইটেও আটকাবে।

    এবারে চলুক বাকী আলোচনাটা।
  • dam | 61.246.23.64 | ২১ মার্চ ২০০৬ ১০:২৬497346
  • হ্যাঁ ভাল কথা--- হত্তাকত্তা মানে কাদের কাছে যাওয়া হবে? কজনের কাছে? আমার ব্যক্তিগত মত একসাথে অনেকের কাছে গিয়ে লাভ নেই।

    তাহলে কজন? এবং তাঁরা কারা?

    এটা ঠিক হলে দেখা যাবে কোথায় network আছে।
  • dd | 61.17.243.58 | ২১ মার্চ ২০০৬ ১৫:০০497347
  • দল বেঁধে ও প্রবল উৎসাহে অলিন্দ বার করা যায় - one time effort. কিন্তু সার্থক কমার্শিয়াল ম্যাগাজিন নয়। সেটা দলবেঁধে হয় না। সাহিত্য সৃষ্টির সাথেও থাকে পয়সার তাগিদ।

    হত্তাকতা আবার কি ? মালিক চাই। পীয়ারলেস বা সাহারা /রিলায়েন্স/আই টি সি। এইরকম। তারা পয়সা ঢালবে, তুলবেও। প্রত্যেক ইস্যুর জন্য স্পন্সর খুঁজতে গেলে পরতায় পোষাবে না ।

    আর কোনো গুরুমুখী কেউ সম্পাদক হলে আহ্লাদের সীমা থাকবে না বাকীদের। " আগেই বলেছিলাম"। সবাই বলবে। আম্মো।
  • r | 202.144.91.204 | ২১ মার্চ ২০০৬ ১৫:৩০497348
  • দীপ্তেনদা যা বলেছেন তার সাথে ১০০% একমত। আগেই ভেবেছি। কাজেই আরও খোলসা করে বলি কি করতে চাইছি:

    ১) ১০০% শতাংশ কমার্শিয়াল পত্রিকা নয়। ধক নেই। প্রথমে কে পয়সা দেবে? আমরা কেউ অশোক দাশগুপ্ত কি অনির্বাণ চট্টোপাধ্যায় নই।

    ২)স্টিরিওটাইপ লিট্‌ল ম্যাগাজিনের আত্মরতি নয়। আমার এই বের করাতেই আনন্দ! তারপর কে পড়ল, কে পড়ল না তা নিয়ে কোনো মাথাব্যথা নেই।

    ৩)দেশে যারা লেখেন তারা নিজেরা যে দেশ পছন্দ করেন তা নয়। কিন্তু লিখলে সেই লেখা লাখ লাখ লোকের কাছে পৌঁছায়। কাজেই সবাই দেশেই লিখতে চায়। এই রকম একটা বিকল্প প্ল্যাটফর্ম দরকার।

    ৪) আগে যে হয় নি তা নয়। তখন দেশ পাত্তা পেতো না। পরিচয় ছিল, শনিবারের চিঠি ছিল। নিদেনপক্ষে কৃত্তিবাসও খারাপ নয়। কিন্তু এখন হঠাৎ কি হল? আনন্দমেলার উলটো পিঠে সন্দেশ রম্‌রম্‌ করে চলত। এমন কি শুকতারা কি চাঁদমামা। সানন্দা, আনন্দলোকের কথা ধরছিই না। তাহলে দেশের ব্যাপারটা কি?

    জানি একবারে কিছুই হবে না। এগোতে হবে ধাপে ধাপে, ছোটো ছোটো পায়ে। কাজেই একটু বাক্সের থেকে বেরিয়ে চিন্তা ভাবনা ( out of the box) চাইছি।
  • r | 202.144.91.204 | ২১ মার্চ ২০০৬ ১৫:৩৪497349
  • দমুর নেটওয়ার্কের প্রশ্নে। আজকাল বাংলা সংস্কৃতির গুটিকয়েক হত্তাকত্তাবিধাতা আছেন। তাদের দরকার। পাঁচজনের নাম বলছি: সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, নবনীতা দেব সেন। কিভাবে এদের কাজে লাগানো যাবে আরও ভেবে বলছি।
  • Arijit | 128.240.229.3 | ২১ মার্চ ২০০৬ ১৬:৫০497350
  • "মালিক" প্রসঙ্গে একটাই বক্তব্য - তার ফাংশান শুধু পয়সা ঢালা-তোলা, নাকি আরও বেশি কিছু? মানে যারা লিখবে/চালাবে তাদের ওপর কতটা ছড়ি ঘোরাবে এই মালিক?
  • dd | 61.17.243.58 | ২১ মার্চ ২০০৬ ১৭:৪০497352
  • মালিকের পাটোয়ারী বুদ্ধিটাই সব। অহৈতুকী দেশসেবা নয়। সিনেমা, থেটার ইস্তক সবেতেই লাভের গুড় দেখা চাই।
    তবে বড় কর্পোরেট হাউস মালিক হলে প্রচারটাই আসল, লাভ নাহোক ক্ষতি নাহলেই চলে যায়। আর ইন্টার্ফেরেন্স ? মাঝে মাঝে তো হবেই। কিন্তু ওতেই ভয় পেলে তো এগোনই যাবে না - এক পাও।

    আর যে এটা নিয়ে এগোতে চায় (রঙ্গন বা ঈশেন বা যে কেউ) তাকে একাগ্র হয়েই এগোতে হবে, নইলে এই টইপত্তরেই এর ইতি।

    কিন্তু এতো সম্পাদক বা কৃষ্টিবাহক হলে সি ই ও কম পরবে না ? ভারতকে শাইন কে করাবে ?

  • indrani | 202.128.112.252 | ২১ মার্চ ২০০৬ ১৭:৫০497353
  • যদিও আমার মাথা এই মুহূর্তে খুব স্বাভাবিক অবস্থায় নেই, ভাবাভাবি করতে পারছি না; একটা কথা হঠাৎ মনে এলো...
    সুমন চট্টো আ বা প ছেড়েছেন, নতুন টিভি চ্যানেল শুরু করছেন শুনছি-এঁর সঙ্গে কথা বলা যায় কি 'দেশ'-এর বিকল্প প্ল্যাটফর্মের ব্যাপারে?
  • r | 202.144.91.204 | ২১ মার্চ ২০০৬ ১৮:০০497354
  • দীপ্তেন্দা, এখন সি ই ও-সম্পাদকদের পালা।

    টি:বৌ:, কতটা কাজ হবে জানি না। কারণ নতুন টি ভি চ্যানেল নিয়ে ভীষণ ব্যস্ত থাকবেন নিশ্চয়। এ ছাড়াও ঠিক ভরসা পাই না।

    সহৃদয় টাকাপয়সাওয়ালা একজন লোক চাই। সহৃদয় ভেঞ্চার ক্যাপিটালিস্ট। কারো সন্ধানে আছে?
  • dd | 61.17.243.58 | ২১ মার্চ ২০০৬ ১৮:০৬497355
  • আমার পোচুর হৃদয়, কিন্তু পয়সা নেইকো মোটে।
    আর সুমন চট্টরে আমি চিনি। সে যদি ইন্টেরেস্টেড হয় (বা সুনীল বা শংখ ঘোষ ) তাইলে কিন্তু উপদেষ্টা হিসেবে নাম দিয়েই ক্ষান্ত হবে না। কখনো না। সেই সি ই ও হয়ে যাবে।
    সে হ্যাপা কে সামলাবে - অঙ্গন ?
  • Arijit | 128.240.229.3 | ২১ মার্চ ২০০৬ ১৮:১৬497356
  • সহৃদয় ভেঞ্চার ক্যাপিটালিস্ট - অনেকটা সোনার পাথরবাটি:-( তাপ্পরে আবার ভেঞ্চার ক্যাপিটালিস্টরা ইদানীং শুধু আইডিয়া শুনে মাঠে নাবে না, প্রোটোটাইপ চায় - ডট কমে ঠেকে শিকেচে কিনা।
  • vikram | 147.210.156.39 | ২১ মার্চ ২০০৬ ১৮:২৩497357
  • আমিও এ কথা ভেবেছি।
    লিখে উঠতে পারিনি, আর মাঝে এই বিষয় বিষয়ান্তরে চলে যাচ্ছিলো।
    এবারে একটু বলি। আমরা এইটাতে খুব দিজর্গ্যানাইজড ভাবে কথা বলছি। ব্যাপারটা সিরিয়াসলি কত্তে চাইলে আট্টু গুছিয়ে বলতে হবে। আমার দু পয়সা জেনারাল ভাবে দিয়ে নেই:

    ১) একটা জিনিস খেয়াল রাখার দরকার যে কুকুরে পেছনের দু পায়ে হেঁটে গেলে তাকে অনেকে বাহবা দেয়, কারন সে জেনারেলি ওটা পারে না। কিন্তু মানুষে হাঁটলে তাই নিয়ে উচ্চ বা নীচ কোনো বাচ্যই হয় না। এখানে চেষ্টাটা হচ্ছে কার কতো সময় আছে, কে ব্যস্ত, কে সি ই ও ইত্যাদি কাটিয়ে মাইনষের মতো হাঁ টা, পেছনের পা দুটো তুলে সার্কাস করা নয়।

    ২) লেখাগুলো নিয়ে স্বচ্ছ ক্রিটিসিজম এখোনো গুরু তে দেখিনি। পার্সোনালি না নিয়ে একটু ইন্ট্যার‌্যাকশান বাড়ানো দরকার।

    ৩) আগেই মুরুব্বি ধরার দরকার নেই। গুরুচণ্ডালী ই রেগুলার বেরুতে শুরু করে নি সুনীল, শংখ আ বা প! তবে এবারে গুরু দেখে অন্তত এটুকু প্রতীতি জন্মেছে যে আমরা পারবো। এবং পারাগুলো এইরকম আর্বিট ভাবেই শুরু হয়।

    ৪) শংকরলাল বাবুর মতামত নিলে কেমন হয় এই লেখাগুলো বিষয়ে? এবং আরেকটা কথা বলছি যদি হস্তীদের দিয়ে চাট্টি নামডাক হয় খুব ভাও।

    ৫) কিন্তু কে কি করতে পারবে না পারবে এরম গুলিয়ে না লিখে প্রিষ্কার লিস্ট করো। ঠিক কি করতে চাও পয়েন্ট করে বলো। ঠিক কিসে সাহাজ্য করবে বলো।

    ৬) বাই দা ওয়ে। এই ধরনের যেকোনো সংগঠন জেনারালি বন্ধ হয় খেয়োখেয়িতে। বা মন কষাকষিতে, বা ঐ আদর্শগত তফাতে। আমরা সেই টা কাটিয়ে উঠতে পারবো কি?

    এরম ঘেঁটে গোবর না করে আট্টু গুছিয়ে বলো।

    ঈশেনকে সম্পাদক হিসাবে আবেদন করছি দু কথা বলতে।

    বিক্রম
  • r | 202.144.91.204 | ২১ মার্চ ২০০৬ ১৮:৪৪497358
  • ১) লেখালেখি নিয়ে "স্বচ্ছ ক্রিটিসিজ্‌ম্‌" দরকার। গু চ ৭ নিয়ে করার ইচ্ছা আছে কারণ এই প্রথম গু চ প্রায় পূর্ণাঙ্গ আকার পেয়েছে।

    ২)শঙ্করলাল নিয়ে ভরসা নেই।

    ৩) মুরুব্বি প্রথমেই ধরতে বলছি না। প্রথমে এক পিস বের করো। খুব সাবধানে, বহু যত্নে, কিন্তু নির্মম পেশাদারিত্ব নিয়ে। ওয়েবে নয়, ছেপে। শুধু ভালো লেখা নয়, ভালো প্রোডাক্‌শন, ভালো প্রিন্টিং, ভালো প্রচ্ছদ, ভালো ইলাস্‌ট্রেশন। তারপর মুরুব্বিদের ঘ্যাঁক করে ধরো। পাতি মতামত নয়। হাতে কোয়েশ্চেনেয়ার ধরাও। বলো ভালো করে পড়ে উত্তর দিন। যত সময় নেবেন নিন।

    ৩)সংগঠনের কথা। একটা ছোটো কোর টিমের লিস্টি হোক। সাথে সাথে সাপোর্টিং টিমের। কোর টিমের একাগ্রতা চাই। তিনজনকে অবশ্যই কোনো না কোনো টিমে চাই কারণ এরা কোনো না কোনোভাবে পত্রিকা/ সংকলন বের করেছে- মামু, উমকি, দময়ন্তী।

    ৪)মনকষাকষি নিয়ে এখনই ভেবে লাভ নেই। ওটা যখন হয়, তখন হয়।

    ৫) পয়সাকড়ির ব্যাপার নিয়ে আমি নিজে এখনও ক্লিয়ার নই। অনেক ভাবতে হবে।
  • Arijit | 128.240.229.3 | ২১ মার্চ ২০০৬ ১৯:১১497359
  • ওই প্রথম পিসটাই হল "প্রোটোটাইপ"।

    যাকগে - স্বচ্ছ রিভিউ তো "অলিন্দ" নিয়েই শুরু হল, মাঝপথে সব বন্ধ। সময় একটা বড় কারণ - গত এক মাস একটাও বই হাতে নিতে পারিনি।

    আমি কি করতে পারবো?

    (১) লিখতে পারি না, সুতরাং প্রথমেই ওখান থেকে বাদ।

    (২) সাংগঠনিক কাজ করতে পারতুম - কিন্তু এখান থেকে ইমেলে সেসব হয় না, আর ওটা উইন্ডোজ বা লিনাক্স নয় যে রিমোট ডেস্কটপ বা সিকিওর শেল মেরে করে ফেলবো।

    (৩) বাকি গাধার খাটুনি কিছু থাকলে সানন্দে করবো - যেমন প্রুফ দেখা ইত্যাদি। এমনকি টাইপ করে দেওয়াও। কিন্তু একটু বেশি সময় লাগবে।

    (৪) টাকা-পয়সার কথা ভাবো - আছি।
  • Arijit | 128.240.229.3 | ২১ মার্চ ২০০৬ ১৯:১২497360
  • ও, একটা ইম্পরট্যান্ট কাজ ভুলে গেছি - খুব পারবো - মনকষাকষি হলে ক্যাল দিতে।
  • vikram | 147.210.156.39 | ২১ মার্চ ২০০৬ ২২:২৫497361
  • বঙ্গ বসুন্ধরা বলে একটা দ্বিমাসিক কাগজ বেরোতো, তাদের গেট আপ খুব ভালো ছিলো।

    চোললো না। কিন্তু শুরু করেছিলো ভালো করে। জাহিরুল হাসান এনিয়ে ভালো কাজ করেছিলেন।

    প্রচ্ছদ গুলো খুবই ভালো ছিলো। কেউ দেখেছে?

    বিক্রম
  • Ishan | 24.166.170.155 | ২২ মার্চ ২০০৬ ০১:৫৮497363
  • আমার ফিলোজফি খুব পরিষ্কার।

    ১। কিছু যদি করতে চান আগে ভাবুন, কেন করতে চান, এবং কি করতে চান। দেশ-আবাপ অমুক তমুক কি করছে এসব নিয়ে ফালতু সময় নষ্ট করবেননা। ওরা ওদের কাজ গুছিয়ে করছে, আমাদের নিয়ে তো ওদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই?

    ২। কেন এবং কি করতে চান টা খুউব খুউব জরুরী, কারণ "বিকল্প' চিন্তাভাবনা করাটা খুউব খুউব কঠিন। বিকল্প মানে "খেলার সুযোগ পেলে আমি ও তেন্ডুলকার হতে পারি, আমাকে গাইতে দাও গো রেডিও ইস্টিশানে' নয়। বরং বিকল্প মানে হল, আমার যা নেই তাই ই আমার শক্তি। অর্থাৎ ট্রলি না থাকলে হ্যান্ড হেল্ড ট্র্যাকিং করবেন, কাঁপা কাঁপা নিউজরিল মার্কা চলচ্ছবি ই হবে আপনার শক্তির পরিচয়। মঞ্চে যদি আলো না থাকে, তাহলে "ভালো আলো পেলে আমিও দেখিয়ে দিতাম' জাতীয় বাগাড়ম্বর না করে আপনাকে লিখতে হবে ভুতুড়ে নাটক, যা আলোর পরোয়া করেনা।

    এক কথায়, পয়সা কম, দাদারা পাত্তা দিচ্ছেনা, এগুলো আপনার সমস্যা। এবং এগুলোকেই আপনাকে নিজের জোরের জায়গা বানাতে হবে। কারণ আপনি নিজেকে "বিকল্প' বলে দাবী করছেন।

    ৩। এখানেই আসে ঔদ্ধত্যের প্রশ্ন। আমার যা নেই, তা নেই। নেই তো নেই। আমি যা আমি ঠিক তাইই। আপনি ও যা আপনি ও ঠিক তাই ই। অর্থাৎ আপনি সুতানুটির বেগম জনসন হতে পারেন, আমি ও বারাসাতের হরিদাস পাল। এই খান থেকে শুরু হলে কোনো মার্কেটিংএই আমার কোনো আপত্তি নেই। নচেৎ আছে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন