এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লেখালেখি নিয়ে একটি প্রস্তাব: প্লিজ পড়ুন এবং বলুন

    r
    অন্যান্য | ২০ মার্চ ২০০৬ | ২৯৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tan | 131.95.121.251 | ২২ মার্চ ২০০৬ ০৩:৩৪497364
  • উ:,ঈশান,এইজন্যেই আমি তোমাকে এত ভালোবাসি।কি তেজ,কি দার্ঢ্য,কি থ্রো,কি যুক্তিজাল!
    ন্যাড়া ন্যাড়ামার্কা নাকিসুরে "আমাকে গাইতে বোলো না ভাই" ন্যাকামি বাদ দিয়ে সোজা কথাটা টং টং করে বলে দেয়া জিনিসটাই তো খুউব খুউব কঠিন কাজ!!!
    সোজা কথাটা হলো,সহজে কিছুই হবে না।অনেক হোমওয়ার্ক টিমওয়ার্ক নেটওয়ার্ক করে তবে নামতে হবে।আর থাকতেই গেঁড়ে বসে থাকা মৌরুসীপাট্টাওলারা কেন পাত্তা দেবে উড়ে আসা আপস্টার্টকে? তারা তো চাইবেই ছেঁটে ফেলে দিতে বাই হুক অর ক্রুক! এখন সেটা জেনেই যুদ্ধক্ষেত্রে মাপজোক প্রতিকার কষে নামা উচিৎ।
  • Ishan | 24.166.170.155 | ২২ মার্চ ২০০৬ ০৩:৪৮497365
  • এতো গেল থিওরির কথা। এর বাংলা ইমপ্লিকেশনটা হল এরকম:

    এক। লেখা নিয়ে না ভেবে প্রথমে ছাপা নিয়ে ভাবুন। সস্তায়, কতো সস্তায় ছাপা যায় খুঁজে বার করুন। খুঁজে বার করা মানে শুধু প্রেসে প্রেসে দৌড়নো নয়। ছাপার পুরো পদ্ধতি জানুন। মাথা খাটান। কথার কথা বলছি, হয়তো সস্তা নিউজপ্রিন্টকেই এমন ভাবে ব্যবহার করলেন, যে তাইই আপনার সিগনেচার হয়ে গেল।

    দুই। টাকা। ভেঞ্চার ক্যাপিটাল ফ্যাপিটাল ছাড়ুন। ছাপার কথা ভাবা হয়ে গেলে গোটা দশেক লোক জোগাড় করুন, যারা টাকা দিয়ে যাবে নিয়মিত। মানে, ধরুন সস্তায় পাঁচশো কপির একটা মাল নামাতে, কথার কথা, দশ হাজার টাকা লাগে। জনা কয়েক লোক চাই, যারা মাসে হাজার টাকা করে দেবে। দিয়েই চলবে। আমি আপনি মিলিয়ে জনা দশেক হলেই হবে, তার বেশি না।

    তিন। প্রফিটের কথা একদম ভাববেননা। পুরোটাই গাঁটের কড়িতে চলবে। বই পত্তর যা বেরোবে ফ্রি দেওয়া হবে। বা নামমাত্র মূল্যে।

    চার। এর পরে আসবে আপনার মার্কেটিং ইত্যাদি। যেমন বই ফ্রিতে কাকে কাকে দেব ইত্যাদি। কিন্তু সেসব পরের কথা। আগের তিনটে ধাপ মাস্ট। এর পরে যা হবে দেখা যাবে। রাস্তায় নামার আগেই শেষটা দেখে ফেলব এই আশা করবেননা। ওটা কেবলমাত্র রাস্তা চলতে চলতেই জানা যায়। এরকম করে শুরু করলে কিছু হলেও হতে পারে, সব ভেবে নিয়ে তারপর শুরু করব ভাবলে কিছুই হবেনা। কোনোদিন।
  • tan | 131.95.121.251 | ২২ মার্চ ২০০৬ ০৪:১৩497366
  • কি সাংঘাতিক!!!!
    বইপত্তর যা বেরোবে ফ্রীতে দেয়া হবে? লোকে ফোকটে পড়বে? ফ্রীতে পাওয়া বইয়ের কোনো মূল্য কেউ দেবে? ভাববে ব্যাটাদের টাকার গাছ আছে,কাজকম্ম কিসু নাই,সারাদিন ভ্যাজর ভ্যাজর করে বোর হয়ে গিয়ে দুত্তোর বলে বই ছাপিয়েছে! ঢং করে আবার বিলিয়ে গেচে!
    কথাটা হলো ফ্রীতে যেকোনো কাজ করে দিলেই যেমন সেটা খেলো হয়ে যায়, এইব্যাপারেও তা হওয়ার পুরোপুরি সম্ভাবনা। থিওরি না,একেবারে প্র্যাকটিকাল কথা।

  • tan | 131.95.121.251 | ২২ মার্চ ২০০৬ ০৪:১৯497367
  • আর সস্তা আধাভাঙা প্রিন্ট করে কোনো লাভ নেই,ভালো কাজ না হলে ফ্রী দিলেও লোকে বাঁকা হাসে।
    ভালো ঝকঝকে কাজ,দামও তেমনি।নো প্রফীট নো লস হলেও চলবে,কিন্তু ফ্রী না।
    (এইগুলো আমার ব্যক্তিগত মত)
  • trq | 203.63.147.13 | ২২ মার্চ ২০০৬ ০৬:৪৩497368
  • লেখা থেকে ছাপা হয়ে বের হওয়ার পুরো প্রক্রিয়াটার ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, অল্পবিস্তর নয়, বেশ ভালো রকমের। শুধু লেখাগুলো আমার ঘাড়ে চাপিয়ে দিলে সকাল থেকে রাত অবদি প্রেসে বসে থেকে কী করে সেগুলো সময় মতন বই হিসেবে বের করে আনা যায়, এ ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারি।
    কিন্তু মেলবোর্নে বসে কতদুর কী করা যাবে বুঝে উঠতে পারছি না। অন্তত অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি।
    সে যাই হোক, আমি এ ব্যাপারে আছি, একদম এক নম্বরে, তোমরা যে কোন পোস্টে নির্দ্বিধায় আমাকে রাখতে পারো।
    জাস্ট আওয়াজ দিও।
    আরো কিছু বক্তব্য আছে, ডানে বাংলা নেই, পরে আরো বিস্তারিত লিখছি।
  • trq | 211.28.199.68 | ২২ মার্চ ২০০৬ ০৭:৫৭497369
  • অর্থ জোগানের চিন্তাটা সবার আগে মাথায় রাখা উচিত।
    আমাদের পত্রিকা বের করার সময় দেখেছি, ছোট আর অপরিচিত সংগঠন বলে কেউ বিজ্ঞাপন দিতে চাইছে না।
    অনেকের কাছ থেকে মুখের ভরসায় বিজ্ঞাপন এনেছি, কিন্তু সেসবের টাকা তুলতে জান বেরিয়ে গেছে, এবং বলা বাহুল্য , অনেকগুলো তোলাই হয় নি।

    আর, খুব মূল্যবান প্রশ্ন-
    পাঠক কারা?
    বা আরো ভালো করে বললে - আমাদের "টার্গেট পাঠক' কারা?
  • trq | 211.28.199.68 | ২২ মার্চ ২০০৬ ০৮:২৮497370
  • আরো কিছু বিষয় শুরুতেই ঠিক করা দরকার।
    যেমন:
    জিনিসটা কি হবে? বই , না পত্রিকা?
    মানে, সহিত্য সংকলন , নাকি পাঁচমিশালি ম্যাগাজিন?
    ক্যাটাগরি ঠিক করা দরকার প্রথমেই, তারপর এগুনো যাবে।

    আমার মনে হয় কতগুলো স্টেপে ভাগ করে নেয়া উচিত আমাদের কাজগুলোকে।
    ১। পাঠক কারা- এটা ঠিক করা। (মানে ঐ একই হলো, বই না ম্যাগ।)
    ২। তারপরে ঠিক করতে হবে গেট-আপ কেমন হবে।
    ৩। কোথয় কোথায় মার্কেটিং করা হবে? শুধু পশ্চিমবঙ্গ, নাকি বাংলাদেশেও? ( এটা খুবই গুরুত্বপূর্ণ। কারন যেহেতু এখানকার বেশিরভাগই দেশের বাইরে থাকেন, সুতরাং এ প্রশ্নের উত্তরের উপর কর্মপদ্ধতি ঠিক করতে হবে।)

    ৪। এ সমস্ত কিছু ঠিক হলে পরে ফিনান্সার খুঁজতে হবে। মানে , মালিক, কারো ডোনেশন, বিজ্ঞাপন নাকি নিজেদের চাঁদা- কোন ব্যাপারটার উপর নির্ভর করবো আমরা- এটা ঠিক করতে হবে।
  • dam | 61.246.45.20 | ২২ মার্চ ২০০৬ ০৯:৫৮497371
  • জিনিষটা ম্যাগাজিন। তাই তো র?

    ১। প্রথমদিকে চাঁদা তুলেই চালাতে হবে। আমি অন্তত কোন সহৃদয় ভেঞ্চার ক্যাপিটালিস্টকে চিনি না।

    ২। টার্গেট আমার মনে হয় সাধারণভাবে আমাদের মত লোকজন। আমাদেরই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, চেনাপরিচিত।

    ৩। ফ্রী তে দেওয়াটা কতদিন দেওয়া হবে, এবং কাদের? আমার মতে একটা সংখ্যা বের করে কিছু লোকজনকে ঐ কোয়েশ্চেনেয়ার শুদ্ধ ফ্রী তে দেওয়া হল। তারপর .....

    ৪। স্বচ্ছ রিভিউ খুব দরকারী জিনিষ। "খুব ভাল লেগেছে" অথবা "যাচ্ছেতাই" এগুলো কোন কাজের কথা নয়। আর অন্তত ২-৩ টে বাক্য থাকা দরকার ভাললাগা বা খারাপ লাগা সম্পর্কে।
  • r | 202.144.91.204 | ২২ মার্চ ২০০৬ ১০:৫৮497372
  • ইশেনের উত্তরে:

    ১) নিজের দুর্বলতাকে নিজের জোর বলে প্রতিষ্ঠা করা কর্পোরেটত্বের প্রথম কথা। :-)তবে তার আগে দেখে নেবো কোনটা দুর্বলতা আর কোনটা নয়। কিন্তু সব দুর্বলতাই তো আর জোরের জায়গা হয় না। অসম্ভব বাজে প্রুফরিডিং হল। আমরা বললাম নতুন বানানপদ্ধতি চালু করছি। লোকে পাতি প্যাঁক দেবে।

    ২) কে কি করছে না দেখে কিছু করা নিয়েও সায় নেই। কারণ, সে যার কাছে পৌঁছাবে আমিও তার কাছেই পৌঁছাব। কাজেই কোনো না কোনো স্তরে আমরা প্রতিদ্বন্দ্বী। যেখানে অজস্র মানুষের কাছে যাওয়া নিয়ে কাজ, সেইখানে স্বয়ম্ভূ হওয়া কি আদৌ সম্ভব?

    কিংবা আমার মনে হয়, ঈশেন বলতে চাইছে- আমরা আমরাই হব। দেশ বা অন্য কিছু হব না। এই যদি হয় মোদ্দা কথা, তাহলে পরিপূর্ণ সায় আছে।

    এবার পয়সাকড়ি।

    প্রথমে গাঁটের কড়ি খসবে। প্রথমে ফ্রিতে দিতে হবে। কিন্তু সেটাই ধ্রুব আদর্শ হলে তনু যা বলেছে একদম একমত। কোনো বড়ো প্ল্যাটফর্ম তৈরি করাই অসম্ভব। সেই হাজার লিট্‌ল ম্যাগাজিনের ভিড়ের অন্যতম, যা পাড়ার পাঁচুদা-খুন্তিবৌদি-রসিকমামারা ছাড়া কেউ পড়বে না। সামনে দেখা উদাহরণ থেকে বলছি- গ্রুপ থিয়েটার। ম্যাগাজিন করে পয়সা করতে চাই না। কিন্তু ম্যাগাজিন যাতে বিক্রি করে পরের ইস্যু ছাপানোর জন্য স্বয়ম্ভর হয়ে ওঠে সেই কথা অবশ্যই ভাবব। দাতব্যের পয়সার উপর আমার কোনো দীর্ঘমেয়াদী আশা নেই।

    যেটা নিয়ে একদম একমত: রাস্তায় নামার আগেই শেষ দেখা যাবে না। বস্তুত:, শেষ বলে কিছু দেখতেও চাই না।
  • r | 202.144.91.204 | ২২ মার্চ ২০০৬ ১১:৫১497374
  • প্রথমে তারেককে ধন্যবাদ। তারপর তারেক আর দমুর উত্তর:

    ১) আমি ম্যাগাজিনের কথাই ভেবেছি। তবে মোদ্দা কথা হল একটা বিরাট প্ল্যাটফর্ম দরকার। কারো যদি মনে হয় সেটা বই, তাহলে সেটাও ভেবে দেখতে পারি। কিংবা ম্যাগাজিন আর বইয়ের মাঝামাঝি কিছু- মানে বছরে একটা কি দুটো সংখ্যার বই।

    ২) টার্গেট পাঠক "বাঙালী স্বাক্ষর মধ্যবিত্ত"। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ- কলকাতা এবং কলকাতার আশে পাশে। তবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং অন্যত্র বিক্রি হলে আরও ভালো।
  • dd | 61.17.243.246 | ২২ মার্চ ২০০৬ ১১:৫২497375
  • r.

    আমি ও লিস্টি করে উত্তর দিচ্ছি।

    ১। মালিকের শর্ট লিস্ট করো। পীয়ারলেস। সাহারা। আজকাল।

    ২।কি রকম পত্রিকা হবে, কারা টার্গেট তার কমপ্লীট ডামি করো। কিছু অরিজিনাল লেখা দিয়ে করতে হবে।

    ৩। সুমন চট্টোর মতন মুরুব্বী ধরো। মালিক ধরা সহজ হবে। কিন্তু মুরুব্বী কে সেটা তোমার টার্গেটের উপর ডিপেন্ড করছে। যেমন চন্দ্রিল হলে একরকম পাব্লিক, নবনীতা হলে অন্য রকম।

    ৪।মাসীমার আশীর্বাদ নিতে ভুলো না।

    ৫। লড়ে যাও
  • sayan | 59.160.140.1 | ২২ মার্চ ২০০৬ ১৫:১৮497376
  • যে কোনও কাজের জন্য আছি, লেখা, প্রুফ রিডিং, টাইপ করা, এবং যতটা সম্ভব আর্থিক সহায়তা করতে পারি। কলেজের সময় "কেনোসিস' অনেক কিছু শিখিয়েছে, তার থেকে সামান্য হলেও অভিজ্ঞতা ভাগ করে নিতে পারি, রাঙাদা, আমি আছি।

    আর একটা কথা, বিভিন্ন শহরে যতসব "বেঙ্গলী অ্যাসোসিয়েশন' আছে, তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধলে কিছুটা উপকার হতে পারে কি? অন্তত ইনিশিয়ালি ম্যাগের আত্মপরিচয় স্টেপে?
  • b | 194.202.143.5 | ২২ মার্চ ২০০৬ ১৬:১৩497377
  • আমি কোনো ই কাজের নই বলে কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না।

    এর আগে এই ধরণের প্রচেষ্টায় প্রচুর বাজে বকা ছাড়া কিছুই দিতে পারি নি! বন্ধুরা আমায় তাড়িয়ে বেঁচেছে।

    সাধারণ ভাবে এই কটা কথা মনে হয়:

    ১। aesthetic, সামাজিক, রাজনৈতিক আদর্শ খুব কাছাকাছি না হলে এক সঙ্গে পত্রিকা করা ঝাড় আছে। যদি না role ভাগ করা থাকে বা debate এবং contentious engagement এ আপত্তি না থাকে।
    ২। editorial control এর ব্যাপারে সিদ্ধান্তে আসা সবচেয়ে কঠিন। তবে design এও বড় বড় সমস্যা হয়। যৌথ editing ব্যাপারটা ছোটো পত্রিকায় চালানো মুশকিল, জতদিন না পর্জন্ত পত্রিকা বেশ বড়া হছে।

    তবে কগজের মত editiing এ ভাগ করা যেতে পারে:

    1. politics and political economy

    2. economics
    3. literature
    3.a. review
    3.b. original contribution

    etc.


    ৩।পত্রিকা/কাগজ কেন করব, কাদের জন্য করব খুব পরিস্কার থাকা দর্কার। যাকে বলে পত্রিকার আদর্শ সময় সাপেক্ষে্‌ক্ষ বদ্‌লায় ঠিক কিন্তু বেসিক ফ্রেম ওয়ার্ক থাকা জরুরী। এবং এই জায়্‌গায় যারা একমত হতে পারবে না বা common minimum ground এ আসতে পারবে না, তাদের roleredefine করতে হতে পারে নিজেদের ই।
    ৪। funding - একটা বিরাট প্রশ্ন। corporate মালিক হলে তার সংগঠনে আমাদের মাথা ঘামানোর দর্কার কম, কারণ corporate এর ই নিজেদের managerial লোক থাকবে বা থাকে।
    কেন কার কাছে পৌছোতে চাই তার উপরে সাধারনত ad নির্ভর করে মোটের উপোরে। কার কার ad নেবো বা নেবো না এই য়পারে মাঝে মাঝে policy change করে দেকেছি।

    ব্যক্তি গত ভাবে আমি নিজেরা চাঁদা করে funding করার পক্ষে। তার ceiling বা band থাকতে পারে, তবে এটা প্রথম থেকে দয়ালু corporate এর উপরে নির্ভর করা টা কত টা সঙ্গত জানি না।

    উদা: যদি আমার ছোটো বেলার দু একজন বন্ধুর পত্রিকা চালিয়ে দু পয়্‌হা করার ইচ্ছে থাকত, তাহলে তারা আমার মত অনামী লেখক দের লেখা নিতো না। same for ঈশান।

    ৫। favourable review পাওয়া টা খুব ই আনন্দের কিন্তু সেটা normal process এই হওয়া দরকার, তদ্বির এ সাহিত্য টেকা মুশকিল।

    ৬। নিজেরা কাজ করার ক্ষেত্রে conviction ই সবে্‌চয়ে দামী বস্তু। অন্য পত্রিকা র মত হবার চেষ্টা করে লাভ নেই। দেশ যেতা পারে, এক্ষণ সেটা পারে না বা করে না কারণ দেশ সেটা better পারে।

    নতুন লেখা, নতুন বিষয় বা শৈলী তে লেখা, বড় ডিবেট এর নতুন interpretation, নতুন ছোটো বা বড় ডিবেট এই সব করার জন্য পত্রিকা দরকার থাকে সব সময়েই।

    ইতিহাসে বা এই সময়ে পত্রিকা টার long term ভুমিকা কি সেইটে সম্পর্কে খুব কম হলেও কত গুলো ছোটো আদর্শে তে পৌছোনো জরুরী। অদর্শ বদ্‌লাতেই পারে তাতে alignment ও বদ্‌লাবে এটা ধরে রাখাই ভালো।

    ৭। এই যে মামুর কল্যানে এত বকলাম, এটা কি গুরু copor র পয়্‌সায় চললে বকা যেত?

    ৮। স্বচ্ছ সমালোচনা খুব জরুরী। কিন্তু জতটা লেখা পড়া থাকলে অন্যএর লেখার সমালোচোনা সত ভাবে করা যায়, আমার সেটা নেই।

    আমার নিজের গুরু ৭ সমর্কে ছোটো করে দু কথা(!!!) অন্য thread এ বলছি।

    ৯। ছাপা মাল বার করার গুরুঙ্কেÄর ব্যাপারে র ও বিক্রম এর কথা মানি।
  • r | 202.144.91.204 | ২২ মার্চ ২০০৬ ১৭:২৮497378
  • ব,

    উদ্দেশ্য: আমরা আর ভালো লেখা পড়ি না। যা হাতে পাই, তা ভালো না। যা ভালো, তা হাতে পাই না। এইরকম অবস্থায় দেখলাম আমরা নিজেরাই ভালো লিখতে পারি। শুধু সবার হাতে তুলে দিতে পারি না। কাজেই ভাবলাম, ভালো লেখা সবার হাতে তুলে দেওয়া দরকার। শুধু এইটুকু যারা বিশ্বাস করেন, তারাই এই পথের সাথী। এর থেকে বেশি কোনো আদর্শগত বাধানিষেধ আরোপ করতে চাই না।

    ফান্ডিং: চাঁদার পয়সায় শুরু করা অবশ্যই সম্ভব। কিন্তু যদি দেখি আরও অনেক রাস্তা যেতে পারি, অবশ্যই নিজস্ব ফান্ড চাই যাতে চাঁদা ছাড়াও অনেকটা পথ হাঁটা যায়। চাঁদার পয়সায় সরস্বতী পুজো হয়, দুর্গাপূজা হয় না।

    কনভিকশন: কনভিকশন আর আত্মরতির মধ্যের ভেদরেখা খুবই সূক্ষ্ম। আত্মবিশ্বাস জরুরী। কিন্তু তার থেকে একধরনের অনড়তা জন্ম নিতে পারে- "আমরা যা করছি ঠিক করছি, এই তো কতজনে আমাদের পিঠ চাপড়াচ্ছে, যারা পিঠ চাপড়াচ্ছে না তাদের কেয়ার করি না"। লিট্‌ল ম্যাগাজিনের ক্ষেত্রে এই অনড়তা লক্ষ্য করি। নিজেকে ছাপিয়ে যাওয়ার অনীহা। তার সাথে জন্ম নেয় মাইনরিটির নিরাপত্তার অভাববোধ এবং একধরনের মিথ্যা অহং নিয়ে নিজেদের সুরক্ষাবোধ সুনিশ্চিত করি। এটা চাই না।

    কর্পোরেট: কর্পোরেট সেক্টর আপাতত: সব থেকে উদ্ভাবনী সেক্টর। কাজেই এরা কখন কিসে টাকা ঢালে তা নিয়ে ভবিষ্যৎবাণী করা কঠিন। আপাতত: সাবীর ভাটিয়া টাকা ঢালছেন ব্লগে, যেখানে তুমি নিজের ইচ্ছামত ভাটাতে পার। কর্পোরেট ধনতন্ত্র হল হিন্দুধর্মের মতো, যেখানে নাস্তিকও সেই ধর্মের আওতায় পড়ে যায়। কাজেই কর্পোরেট সাহায্য একেবারে উড়িয়ে দিতে চাই না। তবে আপাতত: তার কোনো আশাও দেখছি না।
  • r | 202.144.91.204 | ২২ মার্চ ২০০৬ ১৭:৪৯497379
  • এইবার বলি, এই চিন্তাভাবনার সময় একটা পত্রিকার কথা সবসময় মাথায় খেলা করেছে। সেটা এক্ষণ। ক্লাস এইট থেকে নিয়মিত পড়েছি। দেশ যা করেছে এক্ষণ তা করে নি। আবার এক্ষণ যা করেছে দেশ তা করে নি। কিন্তু এক্ষণ যা করেছে তা করতে পারলে একটা কাজের মতো কাজ হবে। শুধু দুটো একটা জিনিষ মনে রাখতে বলি:

    ১) এক্ষণের মাথায় এক হিমালয়সমান মুরুব্বি ছিলেন- সত্যজিৎ রায়। এক্ষণের প্রতিটি প্রচ্ছদ তাঁর করা। সত্যজিৎ রায়ের বেশির ভাগ চিত্রনাট্য এক্ষণে বেরিয়েছে।

    ২) এক্ষণের দুই অসম্ভব প্রভাবশালী সম্পাদক- নির্মাল্য আচার্য্য এবং সৌমিত্র চট্টোপাধ্যায়।

    ৩)এক্ষণের অসম্ভব ভালো মুদ্রণ পারিপাট্য। মুদ্রণপ্রমাদ প্রায় অনুপস্থিত।

    ৪) বছরে খুব কম সংখ্যা। কিন্তু প্রত্যেক সংখ্যা কালেক্টর্স আইটেম।

    শুনেছি সুধীর চক্রবর্তীর "ধ্রুবপদ" অনেকটা এই মানের উচ্চতা রক্ষা করছে। কিন্তু চোখে দেখি নি।
  • b | 194.202.143.5 | ২২ মার্চ ২০০৬ ১৭:৫৪497380
  • র,

    উদ্দেশ্য:

    এই নিয়ে যত টুকু বলেছো, পরিমিতি পছন্দ করি বলে খুশি হয়ে গেলাম। মানছি।

    দুটি কিন্তু:

    সম্পাদক বা পরিচালক বৃন্দ র ছোটো ভালো লাগার বাইরে পত্রিকা কে বেরোতে গেলে কত গুলো বড় ভালো লাগা সম্পর্কে হয় common minimum approach দরকার হয়, নতুবা তর্কে বিশ্বাস করা উচিত। এবং realignment হবে বার বার এই টী মাথায় রাখা র কথা টুকু বলতে চেয়েছি।

    আসলে হতে পারে আমি নেতি বাচক মানুষ বলে আর প্রচুর প তে লাথ খেয়েছি বলে অন্য রকম শুনিয়েছে।

    ফান্ডিং:

    হক কথা। কিন্তু যেহেতু ফান্ডিং এর সংগে পত্রিকার নেচার বদলায়, আর উদ্দেশ্য: বদলায় তাই দু কথা কয়েছিলাম, নিজেদের চাঁদা সম্পর্কে। নিজেরা বদলাবো না বলিনি, রোজ ই বদ্‌লাচ্ছি।

    কনভিক্‌শন:

    যে কোনো সিরিয়াস সৃজনশীল প্রচেষ্টায় লেখকের, সম্পাদাকের নিজের সংগে পারি পার্শিকের একটা বোঝা পড়ার , স্থান নির্ণয় এর পদ্ধতি থাকে। না থাকলে ভালো লেখা বা ভালো সম্পদনা হয় না, মানে যা এখনি হাতে পাওয়া যায় ন!

    আর আমরা নতুন যারা লিখতে শিখছি তাদের কার কাছ থেকে কেনো শিখবো আর কেন শিখবো না সম্পর্কে তার সম্পর্কে কড়া পছন্দ অপছন্দ টা valid

    মিথ্যা অহং ঠিক নয়। কিন্তু কত জনপ্রিয়তার পেছোনে দৌড়োবো, বড় monopoly পত্রিকার তইরী করে দেওয়া frame of debate সম্পর্কে বার বার আলোচনা করার জায়গাটার কথা বলতে চেয়েছি।

    কর্পোরেট:
    সৃজনশীল শক্তি হিসেবে মানা কঠিন। যদি না যা হচ্ছে তাতেই খুশি থাকি।

    আমাদের দেশে যেখানে শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে বা middle class তৈরী হয় নি, ট্রেড বা exclusion দিয়ে হয়েছে সেখানে corporate কে সিভিল সমাজের সংগে গোলালে মুশকিল, তবে এতো কথা ভেবে মাল নামে না এটাও ঠিক।

    ছাপা:

    ছাপা কাগজ জরুরী, কিন্তু সম্পাদনার একট ন্যুনতম মানে পৌছোনোর জন্য অনেক সাবধানতা জরুরী বলে মনে হয়।

    আমি:
    যেহেতু আমি বাতেলা ছাড়া আর কিছুই পারি না, মানে আগে যা যা চেষ্টা করেছি সব ই দারুণ ব্যর্থ হয়েছে, আমি মনে হয় চাঁদা দেওয়া আর জোগাড় করার চেষ্টা ছাড়া কিছু পার্বো না কজের কজের মধ্যে।
  • r | 202.144.91.204 | ২২ মার্চ ২০০৬ ১৮:৪৫497381
  • সারসংক্ষেপ:

    কি হবে এবং কি ভাবে হবে- এই দুই নিয়েই বহুমত। দুই মেরুর এক মেরুতে যদি দীপ্তেন্দা তো আর এক মেরুতে ঈশেন। আমি মাঝে কোথাও ত্রিশঙ্কু হয়ে ঝুলে আছি যথারীতি। কিন্তু এই মতামতের আনাগোনায় অনেক নতুন চিন্তা মাথায় আসছে। কাজেই এই দেওয়ানেওয়া প্লিজ চালিয়ে যান। বিশেষত: ইন্দ্রনীল এবং টি:বৌয়ের বিস্তারিত মন্তব্যের অপেক্ষায় থাকব। আমি একটু চুপ করে ভাবি আর এই নিয়ে কিছু কাজকর্ম করি। প্লিজ আলোচনা বন্ধ করবেন না।
  • b | 194.202.143.5 | ২২ মার্চ ২০০৬ ১৮:৫০497382
  • র,
    good.
    আমি ও ঝুলে। অন্য সবা র মত শুনবার জন্য বসে থাকি।

    যদিও আজ আমি আর কিছুই কর্বো না ঠিক করেছি, বসের উপরে খচে গিয়ে।

    আর দিক, সম্পর্কে আমি ঈশান এর দিকে বেশি টা।
  • b | 194.202.143.5 | ২২ মার্চ ২০০৬ ২০:৩২497383
  • র,
    আরেকটা কথা। অনুবাদ সাহিত্যের একটা জায়গা থাকা দরকার।

    (কোনো কাজ না থাকাতে আমি বেশি বকছি কেউ রাগ কোরো না, করলেও বোলো না।)
  • vikram | 82.22.227.88 | ২২ মার্চ ২০০৬ ২৩:৪১497385
  • শুন্য থেকে কয়েকজনে শুরু করে লড়ে গিয়ে একটা অবস্থায় পৌছেছে যারা পরিযায়ী। এই পত্রিকাটি দাম বেশি রাখে, খুব ভালো জিনিস রাখার চেষ্টা করে, কাগজ গেট আপ কোয়ালিটি দারুন রেখে বেচে দেয়।
    তবে এরা সব মিডিয়ার লাইনে।
    এভাবে টইপত্তরে হেজিয়ে হবে না। মিটিং এর দিনক্ষন ঠিক করো।
    বাজে ভাট হচ্ছে আর আলোচনা হচ্ছে।
    এজেন্ডা বানাও, কথা বলো, ডিসিশান নাও, কাজ শুরু করো।

    তারেককে অনেক ধন্যবাদ।

    বিক্রম
  • indrani | 202.128.112.252 | ২৫ মার্চ ২০০৬ ১৩:৩৬497386
  • তবে সরস্বতীপুজোর মতই এগোনো যাক না কেন-

    ১। যারা পরিযায়ীর সঙ্গে কথা বলে ওদের অভিজ্ঞতা জানতে পারলে ভালো হয়।

    ২। আপাতত: বছরে ৬টা কি তারো কম সংখ্যায় বেরোক-সেইটুকুর জন্য কিরকম খরচ পড়তে পারে সে ব্যাপারে দময়ন্তী, তারেক আর যাঁদের এব্যাপারে অভিজ্ঞতা আছে তাঁরা একটা হিসেব দিন।

    ৩। যদি কোনো existing set up/ infrastructure পাওয়া যায় মানে হয়তো তাদের পত্রিকা বন্ধ হয়ে গেছে বা চালাতে পারছে না, তাহলে কিছু সুবিধে হয় কি?
    আজকাল এব্যাপারে সাহায্য করতে পারবে?

    ৪। আমাদের বন্ধুগোষ্ঠীর বাইরের লেখকও আনতে হবে -সেজন্য টাকাকড়িও দিতে হবে-বাজেটে সেটাও মাথায় রাখতে হবে।

    আপাতত: এইটুকুই ভাবতে পারলাম।
  • trq | 210.9.180.208 | ২৫ মার্চ ২০০৬ ১৯:৪৯497387
  • কাজ কদ্দুর এগুলো?

    খরচ:-
    আমাদের পত্রিকার কথা বলছি-
    প্রচ্ছদ ছিল দু রংএর। সাদা কাগজ [ হোয়াইট প্রিন্ট] - এ , তিন ফর্মা , মানে ২৪ পৃষ্ঠার একটা ম্যাগাজিন, মোট ১৫০০ কপি ছপাতে লেগেছে ১২০০০ টাকা।
    এটা অবশ্য ডিপেন্ড করে। মানে, প্রথম ১০০০ কপির জন্যে ধরেছিল ১০০০০, অর পরে যখন আরো ৫০০ রিপ্রিন্ট করিয়েছি, তখন চার্জ করল মাত্র ২০০০ টাকা। কারন তখন অলরেডি সব প্লেট বানানো হয়েছিলো, সব রেডি, শুধু কাগজ,কালি আর বাইন্ডিং এর খরচ দিতে হয়েছে।

    --------
    আচ্ছা, কদ্দুর কি প্ল্যান হলো, কিছুই তো জানতে পারছি না, নাকি আলোচনা এখানেই আটকে আছে? প্রয়োজনে মেল কোরো আমাকে।
  • trq | 210.9.180.208 | ২৫ মার্চ ২০০৬ ২০:০৩497388
  • এটা খুবই সত্যি, শুধু আলোচনায় কিছুই হবে না। খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিয়ে অল্প কিছু হলেও কিছু কাজ, হাত-কলমে, এগিয়ে রাখতে হবে।

    ------------

    স্বাক্ষর মধ্যবিত্তকে টার্গেট পাঠক করার একটা বিপদও কিন্তু আছে। প্রায় সব প্ত্রপ্ত্রিকাই এই শ্রেণীকেই টার্গেট করে। অবশ্য এ ছাড়া গতিও নেই।
    "যুযুধান' বের করবার সময়- আমি একটা ব্যাপারেই জোর দিয়েছিলাম, এটা যেন ইউনিক কিছু হয়, ঠিক আর সব লিটল ম্যাগ নয়, কিংবা আর সব ক্যাম্পাস ম্যাগ এর মত নয়, কেউ যেন একবার হাতে নিয়েই বলে না দ্যায়, আরে এটা তো তমুক পত্রিকার মত!

    -------------

    শুধু এটার খবর নিতেই ডায়াল আপের বাধা পেরিয়ে রাত দুপুরে নেট খুলে বসেছি। ভাট,এমনকি নতুন গুরু ৭ ও পরছি না, খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
  • trq | 210.9.180.208 | ২৫ মার্চ ২০০৬ ২০:০৭497389
  • ধুত্তোর, ডানে বাংলা নেই, ঐ কিম্ভূত শব্দটা হলো - "পত্রপত্রিকা"।
    বাকি বানানগুলো ঠিকঠাক বুঝে নিও প্লীজ।
    নিজের কম্পু নয়, তাই বাংলা আনার পারমিশানও নেই :-(
  • Shuchismita | 141.213.240.90 | ০৭ এপ্রিল ২০০৬ ০৫:২১497390
  • আজ এখানে প্রথম। পত্রিকার ব্যাপারে হাত তুললাম। কতটুকু উপকারে আসবো জানিনা। তবে টাইপ করা, প্রুফ দেখা এইসব কাজ করে দিতে পারি। আর ছাপার ব্যাপারে বাবার সাথে কথা বলতে পারি। বাবা সারাজীবন ধরে এই কাজ প্রচুর করেছেন। বঙ্গভাষা ও সংস্কৃতি চেতনা মঞ্চের সাথে যুক্ত। যদি কোনো সাহায্যে লাগে সেই ভেবে লিখলাম।

    আর কোনো কাজেই না লাগলেও শুভেচ্ছা তো রইলই :)
  • Milli | 131.95.121.135 | ০৫ জুন ২০০৭ ২০:১০497391
  • এই নিয়ে নতুন কিছু ভাবনাচিন্তা কি হলো? নাকি ভেবে টেবে দেখা গেলো ব্যাপারটা দুরায়াসসাধ্য?
  • Dr. Ranjan | 203.145.188.130 | ০৬ জুন ২০০৭ ০০:৪৮497392
  • আমি টই-পত্তর এ নতুন।

    এই সুতো টি পড়তে পড়তে এমন সৎ সংকল্প দেখে যারপরনাই আনন্দিত হচ্ছিলাম।......কিন্তু, এই সদুদ্দেশ্য-প্রণোদিত আলোচনা'য় অকস্মাৎ বৎসরাধিক কালের বিরাম দেখে ততোধিক বিস্মিত এবং আহত বোধ করছি।

    অত:পর কি হ'লো কেউ কি এই সুত্রেই জানাবেন ?
  • byaas | 24.60.249.125 | ০৬ জুন ২০০৭ ১২:৩০497393
  • little mag করতে গেলে : কলকাতায়

    ২ ফর্মার কাগোজ ৩০০ কপি ছেপে দেবে ১০০০ থেকে ১৩০০ টাকার মধ্যে (কত রঙ্গের মলাট, কেমোন কাগজ ইত্যদির উপোর নির্ভর করে ) এর মধ্যে ৩০০ থেকে ৫০০ টাকা ডিটিপি চার্জ (সেটা মনে হয় আপনারাই করে দিতে পারেন )। এর পর কাগজ এর সাইজ এর উপোর নির্ভর করে প্রত্যেক বাড়তি কপি পিছু একটা ফিক্সড চার্জ।

    আর বানিজ্যিকভাবে করতে গেলে জানিনা, হর্ষ দত্ত কে জিগ্গেস করুন।

    ম্যাগ কোনোদিন ফ্রি তে দেবেন না কাগজ (little ) এর নাম খারাপ হয়ে যাবে।
  • byaas | 24.60.249.125 | ০৬ জুন ২০০৭ ১২:৩৯497394
  • যেটা বেশি দারকার আমার মাতে সেটা হল পত্রিকাটির চরিত্র কেমন হবে সেটা খুব ভালো ভাবে ঠিক করে নেওয়া। এইটা little mag এর জন্য খুব জরুরি। কেমন লেখা ছাপবেন, কেমন ছাপবেন না, কোন কোন ম্যাগ এর সাথে লড়াই করতে হবে। এইসব না জানা থাকলে পরে ম্যাগ এর চরিত্র দোষ ঘটতে পারে। যেটা বজার খারাপ করবে।
  • kd | 96.224.102.213 | ০৬ জুন ২০০৭ ১৩:২৭497396
  • প্রথমেই disclaimer দিই যে এই ব্যাপারে আমি একেবারেই আনাড়ী বললেও কম বলা হবে। তবে বাঙালী হয়ে জন্মেছি তো তাই সবজান্তা না হলেই নয়।

    ১) print edition এর প্রয়োজন কী? e-magazine নয় কেন?

    ২) যদি print mediaতে যেতেই হয়, তবে একটা niche areaতে ফোকাস করলে কম্পিটিশন কম। তোমারা কী কেউ The Onion পড়েছ? এখানে এটা subwayতে ফ্রী দেয় - অবিস্যি ওদের এমনি publication আছে, যেগুলো বিক্রী হয় - আমার ফেবারিট our dumb century (অ্যামাজনে ৫ ডলারে নতুন, ১ ডলারে পুরোনো) - এই টাইপের থিমে বাঙলায় কিছু আছে বলে জানিনা - এরকম কিছু ভাবা যায় কী? (এখানে যাদের লেখা পড়ি, তাদের কাছে এর'ম লেখা নাবানো নস্যি)। আমাদের ছোটবেলায় দিপ্তেন স্যান্যালের 'অচলপত্র' ছিল - এরকম নয়, কিন্তু যাকে বলে alternative reading

    ভিকিদা,our dumb century পড়েছ? আমি কল্পনাচক্ষে দেখতে পাচ্ছি তোমার reaction
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন