এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লেখালেখি নিয়ে একটি প্রস্তাব: প্লিজ পড়ুন এবং বলুন

    r
    অন্যান্য | ২০ মার্চ ২০০৬ | ২৯৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 59.162.93.235 | ০৫ জানুয়ারি ২০০৮ ১৫:০৯497430
  • না: সরি। ৭ই জুন ২০০৭ হবে ওটা।

    ল্যাদোশ, :)))))))))
  • a x | 207.69.137.41 | ০৫ জানুয়ারি ২০০৮ ২২:২৫497431
  • কল্লোলদার একটা কথার সাথে আমি একমত। গুরুচন্ডা৯ সাময়িকীর লেখার চেয়ে টই'এর অনেক লেখার মান আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেক উঁচু লাগে। কিছু ব্যতিক্রম অবশ্যই আছে। ছাপা গুরু এই টই-এর'ই কিছু লেখার সংকলন করে হতে পারেনা?
    কল্লোলদার সাথে আরেকটা ব্যাপারে আমি ভয়ানক ভাবে ভিন্নমত। প্রতিষ্ঠিত লেখকদের সাম্মানিক দিয়ে লেখানো। আমার ধারণা সেটা সম্পূর্ণ ভাবে গুচ'র বেসিক আইডিয়ার উল্টো। তাছাড়া প্রতিষ্ঠিত লেখক/লেখিকাদের যেসব লেখা পড়ি আজকাল, তার চেয়ে এখানের অনেকের লেখা আমার ভালো লাগে। "ওদের জমিতে ওদের হারাতে" - ওদের মত না হয়েও কি ভাবে সেটা সম্ভব সেটাই ভাবা হোক না?
  • kallol | 122.167.104.168 | ০৫ জানুয়ারি ২০০৮ ২৩:১৩497432
  • অক্ষ - আমি প্রতিষ্ঠিত লেখকদের কথা বলিনি। আমন্ত্রিত লেখক-এর কথা বলেছি। যারা গুরুতে লেখেন না, কিন্তু অন্য জয়গায় লেখেন (ছোট পত্রিকাগুলোতে প্রচুর ক্ষমতবান লেখক আছেন)। বা ধরুন গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তি, সুধীর চক্রবর্তি, জয়া মিত্র, রাঘব বন্দোপাধ্যায়, শক্তিনাথ ঝা - যারা সেই অর্থে ""প্রতিষ্ঠিত"" নন, কিন্তু নিজেদের বিষয়ে যথেষ্ঠ নাম ডাকওয়ালা, এঁরা যদি লেখেন (লিখতেই পারেন), তবে তাদের একটা সাম্মানিক দিলে ভালো হয়।

    আর ছাপা গুরুতে টইয়ের লেখার সংকলন নিশ্চই থাকতে পারে। তাহলে সেটা আর টই থাকে না। কোন লেখা যাবে আর কোনটা যাবে না - তাতে সম্পাদকীয় হাত পড়বেই। মতপ্রকাশের এই অবাধ স্বাধীনতা ক্ষুন্ন হবে।
  • DC | 71.140.115.126 | ০৬ জানুয়ারি ২০০৮ ০২:১৩497433
  • কল্লোল্‌দা আপনার লেখাটা কবে কম্পলিট হবে?
    গু চ: আমার একটা প্রস্তাব আছে:
    ১)২০০৮ এর পুজোর আগে গুচ এর একটা বার্ষিকি বার করা।
    ২)আমি এর জন্য সময় দিতে রাজি আছি
    দেবু
  • Suvajit | 60.229.20.154 | ০৬ জানুয়ারি ২০০৮ ০৯:৪২497434
  • এব্যাপারে আমার মতামত।
    গুরুর পরিচয় একটি ওয়েব ম্যাগাজিন হিসাবে। আপাতত: এর লেখক সংখ্যা সম্পর্কে একটা স্পষ্ট ধারনা আছে, কিন্তু পাঠক সংখ্যা সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারনা নেই। অনুমান নিয়মিত ও অনিয়মিত লেখক ছাড়াও গুরুর অনেক পাঠক পাঠিকা আছেন, যাদের উপস্থিতি জানা যায় না। কিন্তু আবার অনুমান যে এই পাঠককুল মূলত 'হিল্লিদিল্লিবিলেতাম্রিগার কেঁদো কেঁদো বাঙালী'রা। তো গুরুর সম্পাদকমন্ডলীর স্বাভাবিক অভিলাষ যে গুরুকে আরও বৃহত্তর পাঠককুলের কাছে পৌঁছে দিতে হবে।
    তাই এখন প্রশ্ন যে এই বৃহত্তর পাঠককুলের ডেমোগ্রাফিক্স কি? যদি এই টার্গেট রিডারশিপ একই থাকে তাহলে গুরুকে একটা মাসিক পত্রিকা করা যেতে পারে। আলাদা করে ছাপানোর কোনো দরকার নেই। pdf ফর্মাটে ডাউনলোড করা যেতে পারে। যার প্রয়োজন সে প্রিন্ট আউট নিয়ে বাড়ীতে পড়তে পড়াতে পারে। গ্রাহক সংখ্যা নির্ধারনের জন্য একটা লগ-ইন ব্যাবস্থা করানো যেতে পারে, যাতে যে ডাউনলোড করবে তাকে লগ ইন করতে হবে। পত্রিকাতে গল্প, কবিতা, প্রবন্ধ, গতমাসের সব বুলবুলভাজা, কুটকচালি ইত্যাদি তো থাকবেই। থাকবে জব্বর একটা সম্পাদকীয়। থাকবে এ মাসের বিতর্ক। থাকতে হবে প্রচুর ছবি, হাতে আকাঁ বা ক্যামেরায় তোলা, অবশ্যই সম্পাদনার সংগে জড়িত সদস্যদের হাস্যমুখর ছবি। তার সাথে এমাসের সেরা / সর্বালোচিত ৩-টে টই। পাঠাকের মতামতের বিভাগ থাকা দরকার যেখানে পাঠক দরকার হলে গুরুর সম্পাদকদের ঝেড়ে কাপড় পরিয়ে দিতে পারেন, গুরুর সম্পাদকের একটা প্রশ্নোত্তর বিভাগ রাখা যেতে পারে, যেখানে সম্পাদক আক্রমনাত্তক সব প্রশ্ন ফ্রন্ট ফুটে সামলাবেন। আরও অনেক কিছু, যেমন একটা ছোটোদের বিভাগ, শব্দছক, সুডোকু এসবও দেওয়া যেতে পারে। মোটামুটি বিশ পাতার মতো ম্যাগাজিন।
    প্রচারের দায়িত্ব লেখক আর পাঠকেরা নিতে পারেন। তাদের ভালো লাগলে, ইমেলে তাদের বাংলাভাষী বন্ধুবান্ধবদের মধ্যে সাইটের অ্যাড্রেস পাঠাতে পারেন।
    তবে গুরুকে বেশ কিছু স্মার্ট চেন্‌জ করতে হবে। ছবি আপলোড করার ব্যবস্থা করতে হবে, টই বা ভাটে সার্চ ফেসিলিটি দিতে হবে। পাঠাকের মতামত বিভাগ খোলাতে হবে। (যদিও এটা বর্তমানে একটা টই হিসাবে আছে) আর এর সংগে গুরুর একটা জাগতিক ঠিকানা দিতে হবে। যাতে চিঠি পাঠানো যায় আর প্রয়োজন হলে কোথাও একটা সশরীরে গিয়ে হুজ্জুতি করা যায় :-)
    মোট কথা আমি দেখতে চাই যে লেখা / বিষয়ের উৎকৃষতায় গুরু এমন ইমেজ তৈরি করুক, যাতে যাঁর বাড়ীতে কম্পিউটার বা নেট কানেকশন নেই, সে ও কোনো একটা সাইবার ক্যাফেতে ঢুকে এ মাসের গুরুর প্রিন্ট আউট নিয়ে বাড়ী আসছে।
    অর্থনৈতিক ব্যাপারে সদস্যদের বাৎসরিক চাঁদার ব্যাবস্থা করা যায়। ডোনেশনের ব্যবস্থা করা যায়। ভবিষ্যতে এমনও করা যায় যে ডাউনলোড করতে গেলে কিছু কাঞ্চনমুল্য পে পাল জাতীয় ফেসিলিটির মাধ্যমে ট্রান্সফার করতে হবে।
    ব্যাবস্থাপনায় সব রকম সাহায্য করতে হাত তুল্লাম।
  • kallol | 220.226.209.2 | ০৭ জানুয়ারি ২০০৮ ১৩:৫৯497435
  • তারা-য় কথা হয়েছে। লোকজন চেষ্টা করছে ই-ম্যাগের রিভিয়ু অনুষ্ঠানের TRP কর্তা-কত্রীদের বোঝাতে।
    জয়া মিত্রের সাথে কথা হয়েছে। জয়া আনন্দবাজারে ইন্দ্রজিতের সাথে কথা বলতে বলল। কপাল ঠুকে কথা বলেই দেখি। তাছাড়া - প্রতিদিন-এ আর দৈনিক স্টেটসম্যানে ও নিজেই কথা বলবে বলেছে।
    আর লেখা যাচ্ছে না - কারন fingure cross করে বসে আছি।
  • Ishan | 12.163.39.254 | ০৮ জানুয়ারি ২০০৮ ০৩:০১497436
  • থ্যাঙ্কু কল্লোলদা। আমার এই নিয়ে দু-চাট্টি কথা বলার আছে। পরে লিখছি।

    শুভজিত আর DC র মেল আইডি কি?
  • Suvajit | 60.229.38.197 | ০৮ জানুয়ারি ২০০৮ ১৫:২২497437
  • ইশান: আমার মেল আইডি [email protected]

  • Arijit | 128.240.229.68 | ০৮ জানুয়ারি ২০০৮ ২০:৩১497438
  • অনিবার্যকারণবশত: ইহাকে ওপরে তুলিলাম।
  • n | 131.95.121.107 | ২০ জুন ২০০৮ ০০:০৪497308
  • তারপরে কি হলো?
  • kallol | 220.226.209.5 | ২০ জুন ২০০৮ ২০:০৬497309
  • এটা গুরুর একটা ষান্মাসিক ল্যাদ খাওয়ার প্রকল্প। কাজেই তার আর পর নেই.......

  • n | 131.95.121.107 | ২০ জুন ২০০৮ ২১:৫৩497310
  • সেকী? আফনে যে তারায় কথা কইলেন!
  • n | 131.95.121.107 | ২০ জুন ২০০৮ ২২:০৪497311
  • তারা বুঝি শুনলো না?
    স্বগত: হি হি হি হি
  • kallol | 220.226.209.5 | ২১ জুন ২০০৮ ১১:২৯497312
  • না: তারায় কেউরেও হেইডার টিআরপি বোzআইতে ফারলাম না।

  • h | 125.18.104.1 | ২১ জুন ২০০৮ ১১:৪৫497313
  • বেসিকালি পড়ুয়া লোকজন ওয়েব ম্যাগ নিয়ে হাসাহাসি করে। কেউ মোটে পাত্তা দেয় না।
  • sucheta | 202.63.56.114 | ২১ জুন ২০০৮ ১২:১৩497314
  • না, সব পড়ুয়া লোকজন ওয়েব ম্যাগ নিয়ে হাসাহাসি করেন না। বহু বিশিষ্ট পড়ুয়া ও লেখকের সাথে কথা বলেই বলছি। এর মধ্যে উত্তরবঙ্গ ও কোলকাতার পড়ুয়ারাও আছেন। বিদেশের পড়ুয়াদের কথা বাদ দিচ্ছি, এই প্রসঙ্গে। প্রধান সমস্যা হলো, এনাদের বেশিরভাগ নেটে অভ্যস্ত নন, কমফোর্টেবল নন। বিশেষ করে বয়স্করা। আর একদল হাসতেই পারেন ভাল যেকোন ব্যাপারেই।
  • h | 125.18.104.1 | ২১ জুন ২০০৮ ১৩:০৮497315
  • তা হবে। হতে পারে উদার লোকজনের সঙ্গে আমার দেখা টেখা হয় না।

    আমি নেটে লিখি শুনে কঠিন প্যাঁক দিল কিছু লোক জন। বল্লো নেটে আবার পত্রিকা হয় নাকি ইত্যাদি। গুরুর কয়েকজনের কয়েকটা লেখা পড়ালাম। কিসুই পাত্তা দিল না। নিজেরা লেখাও দিল না।
  • kallol | 220.226.209.5 | ২১ জুন ২০০৮ ১৫:৫৮497316
  • ধুর, হ্যারায় zআনল না হ্যারায় কি হারাইল।
  • sucheta | 202.63.56.114 | ২১ জুন ২০০৮ ১৭:১৫497317
  • উদার!!! সে আমিও খুঁজছি।

    নেটের পত্রিকা সম্পর্কে সন্দেহতো খুব স্বাভাবিক। নতুন যেকোন ব্যাপারেই এরকম হয়। আর প্যাঁক মারা বহু পুরোন, হেজে যাওয়া নিয়মাবলির একটা নিয়ম নতুন কিছুকে হটিয়ে দেওয়ার। বেশিরভাগ সময়েই বন্ধুদের কাছ থেকেই আসে।
    তবে নেটে আকছার যা ঘটছে, তাতে লেখকদের ঠিক দোষ দেওয়াও যায় না। একটা খোলা জায়গায় নিজের লেখা ফেলে দেওয়া যেন। চ্যালেঞ্জটা এখানেই, বিশ্যাসযোগ্যতা তৈরী করা।
    তাছাড়া, নির্ভর করছে কাকে লিখতে বলছেন, কি চাইছেন তার ওপর।

    আমি নিজেই এখানের (গুরুর লেখকদের) যাদের লেখা আমি পছন্দ করি সেরকম বেশ কয়েকজনকে লিখতে বলেছি আমাদের ম্যাগাজিনে। কিন্তু সকলেই এড়িয়ে গেছেন ভদ্রভাবে, লিখবেন না বলেই।
    তবে আমি আশাবাদী, এই সমস্ত নতুন ওয়েব ম্যাগাজিন ও চলবে যেমন সেরকম অন্য ম্যাগাজিনও চলবে। নতুনও আসবে। ব্লগগুলো দেখলেই বোঝা যায় নিত্যনতুন লেখক কেমন তৈরী হচ্ছে। একটু সময়তো লাগবেই।
  • h | 220.225.2.203 | ২২ জুন ২০০৮ ১৬:০৪497319
  • মাধ্যম হিসেবে যে কটি নিজস্বতা ইন্টারনেটের আছে আপাতত ওয়েব ম্যাগের রিডারশিপ সেইটার দ্বারা একটু বেশি রকম সীমাবদ্ধ বলে মনে হয়েছে আমার, আর কিছু না। রিডারশিপ কথাটা ইউজ করলাম, বাজার কথাটা ইউজ করলাম না, কারণটা অবভিয়াস। এই সীমাকে অতিক্রম করার কি উপায় বা এই সীমা টা নিজে নিজেই ব্যাপ্তি লাভ করবে যে ভাবে তার উপরে ওয়েবম্যাগ কতটা নির্ভরশীল এইসব আমার একেবারেই জানা নেই। আমি ওয়েব পত্রিকা কখনো চালাই নি। ভবিষ্যতেও হয়তো পত্রিকা করলেও প্রিন্টে করবো মূলত:। অতএব সংগঠনের দিক টা সম্পর্কে জানি না।
  • d | 59.161.39.216 | ২২ জুন ২০০৮ ১৬:০৭497320
  • বোধি হে,
    লোকের কাছ থেকে লেখা যোগাড় করতে গেলে চাই অসীম, অনন্ত ধৈর্য্য। যেমন সেই জলস্তর সম্পর্কে লেখাটার জন্য বুনুর পেছনে ৬ মাস লেগে থাকতে হয়েছিল।
    তোমার যা রাগী মেজাজ তাতে যোগাড় করা ব্যথা আছে।

    সুচেতাদি,
    গুরুর লোকজন যাঁরা লেখেন টেখেন, জেনেরালি ল্যাদখোর টাইপের। তুমি যেটাকে "এড়িয়ে গেছেন ভদ্রভাবে' ভাবছ, সেটা কিন্তু বিশুদ্ধ ল্যাদও হয়ে থাকতে পারে। মানে আমার অভিজ্ঞতায় দেখি লোকে লিখবেন না বলে নয়, জাস্ট ল্যাদের জন্যই এড়াবার চেষ্টা করেন।
    দেখো না, সম্পাদক নিজেই নিজের ম্যাগাজিনে সেকেন্ড হ্যান্ড লেখা দিয়েছে।
  • h | 220.225.84.122 | ২২ জুন ২০০৮ ১৬:৫০497321
  • এটা ডেমোগ্রাফির উপরে নির্ভরশীল। তুমি হয়তো যাদের কাছে লেখা চেয়েছো তারা ইন্টারনেট বা ওয়েব ইত্যাদির সঙ্গে পরিচিত। বা নিয়মিত ব্যবহার করে। আমার ক্ষেত্রে সেটা হয় নি। যাক কাটাও।
  • n | 131.95.121.107 | ২২ জুন ২০০৮ ২২:১৬497322
  • আমার জানিত একটি ওয়েব পত্রিকা আছে, প্রায় সাত বছর এরা পাক্ষিক হিসাবে পত্রিকা বের করে চলেছেন,খুব রেগুলার। অবশ্য পত্রিকা ছাড়াও এদের অন্যান্য বহুরকম জিনিস যেমন খবর,বিজ্ঞাপণ,ইমেল,চ্যাটরুম,খাবার সরবরাহ,জিনিসপত্র বিক্রি,ই-কার্ড ইত্যাদি প্রভৃতি বহুকিছু রয়েছে-সম্ভবত এগুলিও এই ওয়েব পত্রিকার কন্টিনুয়াস আর রেগুলার প্রকাশিত হবার একটা সহায়ক।যতই যাই হোক কমার্শিয়াল ভেঞ্চার বলে কথা!
    কিন্তু ওয়েবে ছাড়া এদের পত্রিকা বেশী কোথাও জানাশোনা ও আলোচিত কিনা আমার ধারণার বাইরে। যা শুনি তাতে মনে হয় অনেকেই নেটের সুবিধা পান না।সেই হিসাবে পশ্চিমবঙ্গের সাধারণ পাঠক যারা নেট থেকে অনেক দূরে থাকেন, তারা এইসব ওয়েব-পত্রিকার(নিয়মিত বা অনিয়মিত পত্রিকার)কিছুই পান না,আর না পেলে অ্যাপ্রিশিয়েট করার প্রশ্ন কোথায়?(এই ব্যাপারে সমীক্ষকেরা আরো ভালো বলতে পারবেন)
    নেট থেকে দূরে থাকা পাঠক তাই প্রিন্টে বেরোনো পত্রিকা ছাড়া অন্য কিছু চেখে দেখার সুযোগ কম পান,তাই প্রিন্ট ও ওয়েব পত্রিকার তুলনা করতে গেলে সেটা ঠিক সমানে-সমানে তুলনা হয় কি?
    এই অবস্থাটার পরিবর্তন হতে গেলে দুভাবে হতে পারে-১।পাঠক সাধারণের বিরাট অংশের কাছে কাছে নেটের আনইন্টারাপ্টেড সুবিধা পৌঁছে যাওয়া(যেটা হওয়ার চান্স অদূর ভবিষ্যতে খুবই কম )
    ২।ওয়েবে বেরোনো পত্রিকার প্রিন্ট ভার্সন করা যা কিনা রিজনেবল দামে সাধারণ পাঠকের কাছে পৌঁছতে পারে(এই অপশনেও বহু যদি আছে,বাজার কিরম,কারা ইনিশিয়াল খরচ দেবেন,কতজন কিনবে হ্যানো ত্যানো)

    এর বাইরে আরো কিছু অপশন যদি থাকে, সেটা চেক করে দেখা দরকার।

    আরো একটা ব্যাপার-বিভিন্ন ব্লগ ফোরামগুলোতে প্রচুর লেখা বের হয়(বেশীরভাগ সাহিত্যব্লগ ফোরাম বাংলাদেশের বাঙালিদের কনট্রিবিউশান ),ভালো ভালো মানের লেখা-সেখান থেকে বাছাই সংকলন এনারা প্রিন্ট এ বের করে দেশের মানুষের কাছে পৌঁছে দেন। এটাও একটা উল্লেখযোগ্য মুভমেন্ট।
  • n | 131.95.121.107 | ১২ আগস্ট ২০০৮ ০০:১১497323
  • এটা একটা ব্যাপার। সদ্য দেখলাম একটি বাংলা ব্লগ ফোরাম থেকে বাংলা বই প্রকাশ হয়েছে ঐ ফোরামে প্রকাশিত নির্বাচিত লেখা নিয়ে।

  • n | 131.95.121.107 | ১২ আগস্ট ২০০৮ ২১:৪৫497324
  • "মানুষের কাছে পৌঁছতে হবে" অ্যাজেন্ডাধারীদের খবর কি? এইসব ভালো ভালো জিনিসপত্র যদি লোকে না পায়,তাইলে কিসের কি?

    ডি:মাঝে মাঝে টইটারে টেনে তুলি, ফলো-আপের জন্যে আরকি। আর কোনো উদ্দেশ্য নাই।
  • kallol | 122.167.117.184 | ১২ আগস্ট ২০০৮ ২১:৫৯497325
  • মাননীয় গুরু এবং চন্ডালগণ। এই টইটারে ক্ষ্যান্ত দিলে হয় না। এ যেন ষান্মাসিক বাহ্যের বেগ।
  • n | 131.95.121.107 | ১২ আগস্ট ২০০৮ ২২:০৭497326
  • সে কী??????????????????
    ফলো-আপ দরকার নেই??????????????????
  • kallol | 122.167.117.184 | ১২ আগস্ট ২০০৮ ২২:১০497327
  • হ্যাঁ, তাতো দরকারই। জানুয়ারীর পর জুনে পেয়েছিলো। জুনের পর আগষ্টে। তা বলতেই হবে এটা ফলো আপ?
  • n | 131.95.121.107 | ১২ আগস্ট ২০০৮ ২২:৩৪497328
  • আরো একটু পিছিয়ে যান। দেখবেন প্রথমবার ফলোয়াপ ছিলো একবছর পরে।
    ফলোয়াপ বের হতেই মহারথীরা রেগে চতুর্ভুজ!
    :-)))))))))))))))))))
  • n | 131.95.121.107 | ১২ আগস্ট ২০০৮ ২২:৪১497330
  • আমাদের রাজনৈতিক বক্কাবাজীর মতন আরকি! কাজের কাজ কদ্দুর কি হয় ভগা জানেন,সন্ধ্যেবেলায় চা তেলেভাজা নিয়ে নেতাদের একচোট গালাগালি দিয়ে মধ্যবিত্ত দেশকৃত্য করেন আর তারপরে খেয়েদেয়ে ঘুমলাগান।পরেরদিন খেয়ে দেয়ে আপিস যান।তারপরে আবার সন্ধ্যেবেলার দেশকৃত্য।এই সার্কেল চলতে থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন