এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লেখালেখি নিয়ে একটি প্রস্তাব: প্লিজ পড়ুন এবং বলুন

    r
    অন্যান্য | ২০ মার্চ ২০০৬ | ২৯৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • vikram | 134.226.1.234 | ০৬ জুন ২০০৭ ১৬:৩০497397
  • বুড়ো মাঠে নেমেছে!!!

    ডটর রঞ্জন,

    আমার যতটুকু ধারনা তা বলছি। এইসব সৎ উদ্দেশ্য নিয়ে কথাবার্তার পর যেটা মূলত: ঠিক হয় তার বটম লাইন ছিলো - কথা কম কাজ বেশি। সেটা করার জন্য প্রথমে ঠিক করা হয়েছিলো গুরুচণ্ডালীকে রেগুলার বার করতে হবে, বিভিন্ন লোকের থেকে ভালো লেখা পাবলিশ করতে হবে ইত্যাদি।
    আগেগ সেইটুকু এগুতে পাঅরলে তারপরে প্রিন্ট ইত্যাদি দেখা যাবে।

    লক্ষ্যনীয়, যে গুরুচণ্ডালী মোটামুটি রেগুলার বেরিয়েছে। কিন্তু একে নিয়মিত পত্রিকা বলার দিন এখোনো আসে নি। নতুন লেখক কিছু পাওয়া গেছে, কিন্তু খুব বেশি পাওয়া যায় নি।

    আপনারা যাঁরা পড়তে এসেছেন ও যাঁদের পড়ে ভালো লেগেছে (কাব্লে বুড়ো ইনক্লুডেড) সেইটা হলো আমার মতে গুরুচণ্ডালীর প্রধান প্রাপ্তি।

    মোদ্দা কথা - চেষ্টা বন্ধ হয় নি - কিন্তু খুব বেশিও হয় নি।

    তবে লেখা অনেক ভালো করতে হবে। একই লোক বার বার লিখছে, সেটা চেনজ হলেও ভালো হতো, কিন্তু লেখা আসতেই হবে।

    দেখা যাক কদ্দিন টিকে থাকে এটা। এখন তো যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি সহজ।

    বিক্রম

  • bozo | 129.6.123.128 | ০৬ জুন ২০০৭ ১৮:৩৭497398
  • গুরুচন্ডালী তে টইপত্তরে বা ভাটিয়ালী তে অনেকেই লেখেন। তাঁরা কেন ম্যাগের জন্য লেখা দেন না? সেটা হলে কিন্তু লেখক সংখ্যা কম হবার কথা নয়।
    উদা: দ্রি। আজ অবধি বুলবুল ভাজা অবধি লিখলেন না।
    পারমিতা দি, দু দি, মাঈমা.........

  • I | 172.188.222.21 | ০৬ জুন ২০০৭ ১৮:৪৩497399
  • বোজুয়া, ঝিলপিপি....
  • Arpan | 193.134.170.35 | ০৬ জুন ২০০৭ ১৮:৪৯497400
  • বোজুয়া জ্ঞানপাপী।

    মাঈমার লেখা গুচ প্রথম সংখ্যায় ছিল। তারপরে কী যে হল!! :-(

    অমিত খুব সুন্দর লিখত। সেই বা এখন কোথায়?
  • I | 172.188.222.21 | ০৬ জুন ২০০৭ ১৯:০৭497401
  • অমিত মনে হয় অ্যাকাডেমিক কাজকম্মে ব্যস্ত।

    মাইমার লেখা গুচ ১-এ? কোথায়? মাইমা কি সুমন রায়, না মহুয়া মল্লিক রায়? না, সৈকত বন্দ্যো?
  • Arpan | 193.134.170.35 | ০৬ জুন ২০০৭ ১৯:১০497402
  • গুচ ১ না ২। একটু ছড়িয়েছি।
  • bozo | 129.6.123.128 | ০৬ জুন ২০০৭ ২০:০১497403
  • সোমনাথ লেখে না। তনু লেখে না। সামরান লেখে না। আমাদের বোধি অবধি এই বার ল্যাখে নাই।
    ডি ডি ল্যাখে নাই।
    লিস্টি বানাও কে কে ল্যাখে নাই। পেয়াদা দিয়ে তাগাদা দাও।
    আমার মামু সব কিছু করবে না কি? এই চিইন্তায় মামু শুকিয়ে গেল বলে। সব ভাটাবে, কাজের ব্যালা নাই।
  • Arpan | 193.134.170.35 | ০৬ জুন ২০০৭ ২০:০৫497404
  • যাদের কাছে প্রচুর সময় তাদের লেখা বাধ্যতামূলক করে দেওয়া উচিত। যেমন কাব্লিদা।
  • tan | 131.95.121.135 | ০৬ জুন ২০০৭ ২০:১৯497405
  • বোজো,আমাদের গেরামে গান ছিলো-
    ""কাউয়া ধান খাইলো রে-এ-এ-এ
    খ্যাদানের মানুষ না-আ-আই
    খাওয়ার ব্যালায় আছে সবাই,
    কামের ব্যালায় নাই।
    কাউয়া ধান খাইলো রে-এ-এ-এ....

    অস্যার্থ,
    সকলেই খাইয়া যায়,সে রক্ষকই হোক আর ভক্ষক বা তক্ষক,ঘুষ থেকে পিঠা কিছুতেই অরুচি নাই-কিন্তু কাজের বেলায় সব হাওয়া।:-)))
  • Ishan | 71.239.32.103 | ০৭ জুন ২০০৭ ০০:৩৫497407
  • ভিকি মোটামুটি লিখেই দিয়েছে। প্রিন্টেড কাগজ বার করার ইচ্ছ ছিল, এখনও আছে। প্রচুর কথাচালাচালি ও হয়েছিল মূলত: দুটো কারণে হয়ে ওঠেনি।

    এক। লেখার লোক কম। সেই জন্য ভাট টইয়ে যাঁরা লিখছেন, তাঁরা অন্তত: নেট ভার্সানে রেগুলার লেখার চেষ্টা করুন। নেটে রেগুলার না হলে ছেপে বার করা যাবেনা।
    জাস্ট লিখে মেল করে পাঠিয়ে দিন। অনুরোধ করা সবাইকে সব সময় হয়ে ওঠেনা, কাজেই ঐ ফর্মালিটিতে আটকে থাকবেন না।

    দুই। লোকবল কম। বিশেষ করে কলকাতায়। ভাটে টইয়ে অনেকেই লিখছেন, তবে একটা, যাকে বলে বড়ো গোষ্ঠী সে অর্থে এখনও তৈরি হয়নি। সেটা বানাতে যারা আগ্রহী স্রেফ guruchandali অ্যাট gmail.com এ একটা মেল করে দিন। তারপর যোগাযোগ করে নেওয়া হবে। মাঝে সাঝে মেলের উত্তর দেওয়া হয়না, সেইসব ক্ষেত্রে "মেল করলাম, কিহল মশাই উত্তর দেবার প্রয়োজন মনে করেন না নাকি' বলে গাল দেওয়ার প্রয়োজনও পড়তে পারে :-)

    নিয়মিত গুরু, বড়ো আকারের গুরু, ছাপা গুরু, অন্যরকম গুরু সবকাটা করারই প্রবল ইচ্ছে আছে আমাদের। তার জন্য অনেক অনেক সাহায্যও দরকার। কিন্তু তার জন্য হাত বাড়ালে কাকে কাকে পাওয়া যাবে, এবং তাঁরা ঠিক কি কি সাহায্য করতে পারবেন এটা জানা জরুরি।

    মেল করুন। লেখা পাঠান। আলাপ আলোচনা চলুক। মেলে এবং এখানে। তারপর দেখা যাক কদ্দুর যাওয়া যায়।
  • Tim | 71.67.115.14 | ০৭ জুন ২০০৭ ১১:৪৭497408
  • হাত তুল্লাম। সবরকম সাহায্যের জন্য আছি।
    (কিছুই ভাল পারিনা বলে সবরকম) :-)
  • d | 122.162.105.91 | ০৩ জুলাই ২০০৭ ০৭:৫৬497409
  • টিম ছাড়া আরও একজন যোগাযোগ করেছেন। তা এই দুজন ছাড়া বাকী উৎসাহীরা কোথায়? নাকি ভেবেচিন্তে দেখা গেল যে কাজটাজ করাটা বেশ কঠিন ব্যপার, মাঝেমধ্যে স্ট্যাটাস জিগ্যেস করাই ভাল। :)
  • Arijit | 128.240.233.197 | ০৩ জুলাই ২০০৭ ১৩:৫৩497410
  • যাব্বাবা শুরুতেই তো বলে দিলুম কি কি পারবো, কি কি পারবো না।
  • tan | 131.95.121.132 | ০৪ জুলাই ২০০৭ ০০:৪১497411
  • আহা মাঝে মাঝে কুশল জিগ্গেস কর্বো না?
    সেই যে গান আছে না?
    "তোমার কুশলে কুশল মানি...."
  • tan | 131.95.121.132 | ০৪ জুলাই ২০০৭ ০০:৪৬497412
  • স্মাইলি দিতে ভুলে গেছিনু।:-))))
  • tan | 131.95.121.132 | ০৪ জানুয়ারি ২০০৮ ২০:১১497413
  • আবার তুললাম। প্রস্তাবের সর্বশেষ অবস্থান ও অবস্থা কি?
  • tan | 131.95.121.132 | ০৪ জানুয়ারি ২০০৮ ২০:১৬497414
  • জুলাইয়ের পর জানুয়ারী, ষাণ্মাসিক চেতাবনি।:-)))

    বলো বলো তব কুশল শুনি/তোমার কুশলে কুশল মানি...
    :-)))))))
  • kallol | 122.167.76.108 | ০৪ জানুয়ারি ২০০৮ ২০:৫৪497415
  • আমাদের গুরু কি দোষ করলো যে ছাপা কাগজ বার করতে হবে ?
    কলকাতা-ঢাকা-সারা বাংলায় এমনকি সারা পৃথিবী জুড়ে বহু উমদা উমদা বাংলা লিটিল-মিডিল-বিগ ম্যাগ বার হয়। তাদের পঁহুচ একেবারেই লোকাল বা সামান্য এদিক ওদিক। সেখানে গুরুর কোনো বিকল্প নেই।
    তার চেয়েও বড় কথা ছাপা পত্রিকায় এই খোলা আবহাওয়াটা রাখা বেশ দুষ্কর।
    বরং গুরুর পাঠক/লেখক বাড়ানোর কথা ভাবা হোক। আমন্ত্রিত লেখকদের সাম্মানিক দেওয়ার কথাটা মাথায় রাখা হোক। সেটা কাজের কাজ হবে।

  • tan | 131.95.121.132 | ০৪ জানুয়ারি ২০০৮ ২১:০২497416
  • গুরুভোজন যে সকলের সয় না!
    জোকস অ্যাপার্ট, প ব য়ের লক্ষ লক্ষ সাধারণ মধ্যবিত্ত বাঙালি যারা সকালে উঠে নেয়ে খেয়ে আপিসে যায় বাচ্চাকে ইস্কুলে পৌঁছে দেয় সন্ধ্যাবেলা ফেরে চা খেতে খেতে পত্রিকা বা খবরকাগজ পড়ে বা টিভি দ্যাখে, তাদের কাছে গুরু যে পৌঁছায় না! আর পব বাঙালির সিংহভাগ যে তারাই!
    মানছি হিল্লিদিল্লিবিলেতাম্রিগায় কেঁদো কেঁদো বাঙালি থাকেন, কিন্তু তারা কজন? সংখ্যায় মূল জনসংখ্যার সঙ্গে তুলনা করলে হয়তো হাজারে এক বা দশা হাজারে এক বা তারো কম! আর তারা মূলধারার সংস্কৃতির সঙ্গে কতটুকুই বা যুক্ত? তাদের দৈনন্দিন ক্ষেত্রে বাংলা ভাষা ও সাহিত্যের কতটুকুই বা যোগ শখের বাইরে?
  • arjo | 168.26.215.54 | ০৪ জানুয়ারি ২০০৮ ২১:২৮497418
  • গুরু কি আবাপ হবে নাকি?
  • tan | 131.95.121.132 | ০৪ জানুয়ারি ২০০৮ ২১:৩১497419
  • আবাপের বাপ ও তো হতে পারে!
    সেই যে প্রবাদে কয়,""বাপের ও বাপ আছে...""
  • arjo | 168.26.215.54 | ০৪ জানুয়ারি ২০০৮ ২১:৩৪497420
  • বাবাদের বড় ভয় লাগে। যত বড় বাবা ভয় তত বেশি। :-)
  • tan | 131.95.121.132 | ০৪ জানুয়ারি ২০০৮ ২১:৩৬497421
  • মনোপলি চালাতে চালাতে যারা কংস হয়ে যায়, তাদের জন্য নিশ্চয় একদিন কোনো মহামায়া এসে কয়ে যায়-
    তোমারে বধিবে যে/ গোকুলে বাড়িছে সে...
    খেলা খেলা করতে করতে ভানুমতীর খেল শুরু হয়ে যায়, হয়তো এগুরু নয়, হয়তো অন্য গুরু, তবু তো...
    বর্তমান অবস্থাটা অত্যন্ত দমবন্ধকর, এত নীচু হয়ে গেছে অবস্থা আবাপের চাপে যে পুরানো আমলে যারা ভালো লিখতেন তেনারাও এখন নর্দমার পাঁকের গল্প লেখেন ফর্মাশী লেখকদের মতন।

  • kallol | 122.167.76.108 | ০৪ জানুয়ারি ২০০৮ ২২:৩২497422
  • বুঝতে পারছি না। কি চাইছি আমরা ! প্রধান ধারার টক্কর নেওয়া ?
    দুভাবে হয় :
    ১) লক্ষ লক্ষ বাঙ্গালীর কাছে পৌঁছতে হবে। তাতে কাগজে ছাপা পত্রিকা ছাড়া এখনো কোন বিকল্প নেই। সেটা করতে গেলে যে ট্যাঁকের জোর দরকার তা গুরুর কারুর নেই বলেই আমার ধারনা। আমি বোধহয় খুব ভুল বলছি না। তারপর শুধু ট্যাঁকের জোর থাকলেই হবে না, বিজ্ঞাপন চাই, নইলে ""আজকাল""এর নিউজ প্রিন্ট কোয়ালিটির কাগজে দুপাতার বিক্রির দাম পড়বে প্রায় ৮ টাকা !!!
    তার পরেও আজকাল/বর্তমান/প্রতিদিন পাত্তা পায় না।
    ওদের মাঠে ওদের খেলায় ওদের হারাতে গেলে আমাদের ""ওরা"" হতে হবে। আমি কখনই তা চাই না।

    ২) আজ যেভাবে গুরু চলছে তার থেকে সামান্য বেশী নিয়মিত হয়ে। আর কিছু অন্য ভাবনা চিন্তা জুড়ে।
    শুনতে হয়তো ভাট লাগছে। কিন্তু নন্দীগ্রাম issueতে আজকাল যে ভাবে গুরুকে গুরুত্ব দিয়েছে (নাহয় শত্রুভাবেই) তাতে এটাই প্রমান করে যে আমরাও পারি।
    অন্য ভাবনা : ক) প্রধান ধারার কাগজে / চ্যানেলে গুরুর রিভিয়ু। এটা শুধু গুরুর জন্য হবে না - সামগ্রিক ভাবে ই-ম্যাগের রিভিয়ু চালু করা যায় কি না, সেটা দেখা। আমি দেখছি - জয়া মিত্র বা জয় গোস্বামীর সাথে কথা বলে - প্রতিদিন-এ এটা করা যায় কি না। তারাতেও কথা বলা যায়। আকাশ-বাংলায়ও কথা বলবো।
    খ) আমন্ত্রিত লেখকদের লেখা আনা। তাদের সাম্মানিক দিতে হবে। লেখা প্রতি প্রায় ৫০০ টাকা (""আজকাল"" তাই দেয়)।
    গ) গুরু চালানোর খরচ নিয়ে আমার কোন ধারনা নেই। নিয়মিত হতে গেলে (সাপ্তাহিক না হলেও, ""দেশ""এর মতো মাসে দুটো) - খরচ কি ? সেটা কিভাবে তোলা যায় - তা নিয়ে চিন্তা করা।
    আপাতত: এই মনে হলো।
  • tan | 131.95.121.132 | ০৪ জানুয়ারি ২০০৮ ২২:৪৩497423
  • কল্লোলদা,
    আপনার "অন্য ভাবনা"র তিনটি পয়েন্টই খুব জোরদার। ওয়েবপত্রিকার রিভিউ বা আলোচনা খুবই প্রয়োজন,তাতে করে আরো অনেক বেশী লোক জানতে পারবেন এরকম ব্যাপারগুলো আছ। তারপরে খুঁজেপেতে চেখে দেখে তারা বুঝবেন কোন্‌টা কি মানের।
    প্রসঙ্গত ওয়েব পত্রিকা বলতেই যে বেশ ভালো মানের তা তো নয়,ওয়েবে খুব বাজেমানের মালেরও ছড়াছড়ি রয়েছে। তবে সে কোথায়ই বা নেই?

  • d | 59.162.93.235 | ০৫ জানুয়ারি ২০০৮ ১০:২৩497424
  • কল্লোলদার কনসেপচ্যুয়ালি একটু গুলাইয়া গ্যাসে মনে হয়। গুরুচন্ডা৯ ওয়েবসাইট আর গুরুচন্ডা৯ ম্যাগাজিন এক্ষেত্রে সিনোনিমাস নয়। প্রিন্টে যেতে চাওয়ার অর্থ এই ম্যাগটাকে প্রিন্টে নেওয়া। খোলামেলা সাইট যেমন আছে থাকল ---- আর ম্যাগটা প্রিন্ট ও নেট হল।
  • kallol | 220.226.209.5 | ০৫ জানুয়ারি ২০০৮ ১১:৫৩497425
  • গোলনো আমার জন্মগত অধিকার। কিন্তু এক্ষেত্রে বোধহয় গোলাই নাই।
    ঐ যে ছাপা গুরু - তারে লইয়া কি করবা ? মাথায় দিবা না পাইত্তা শুবা ?
    মানুষের কাছে পৌঁছাতে লাগবে। সেটা কি ভাবে ? ছাপা গুরুতে টইপত্তর বা ভটিয়া৯ কি ভাবে থাকবে ? আমি মনে করি টইপত্তর আর ভটিয়া৯ই গুরুর প্রাণভোমরা।
    খরচ এবং তা তুলে আনা - কি প্রকারে ?
    যদি এর উত্তর হয় আর পাঁচটা ছোট পত্রিকা যেভাবে করে সেভাবে। তাহলে আমার মত - আর একটা ছোট পত্রিকা বাড়া ভালো। কিন্তু সেই খাটনি আর ভাবনা নেট গুরুর পেছনে দিলে অনেক বেশী কাজ হবে। আর যদি জবাব হয় - প্রধান ধারা যে ভাবে করে, সেভাবেই মানুষের কাছে পৌঁছাতে হবে - ওদের মাঠে ওদের খেলায় ওদের মারতে হবে - তবে আমার শুভেচ্ছা রইল। আগাম কাঁধ ও রইলো - যে অর্থেই ভাবো।

  • d | 59.162.93.235 | ০৫ জানুয়ারি ২০০৮ ১৩:৩৮497426
  • দিব্বি গুলাইসে দ্যাখতাসি।
    "টইপত্তর' আর "ভাটিয়া৯' হল গিয়ে এর usp। এই দুটি আনমডারেটেড বিভাগের সাথেই কিছু মডারেটেড বিভাগও আছে, যার একটি হল "গুরুচন্ডা৯ nn -- একটি অনিয়মিত সাময়িকী'। এই nn এর মান আপাতত "দশ'। তো "ছাপা গুরু' অর্থে "গুরুচন্ডা৯ nn'। "অনিয়মিতকে নিয়মে বেঁধে মাসিক অথবা ত্রৈমাসিক অথবা ষান্মাষিক করা যেতে পারে এরকম ভাবনা থেকেই শুরু হয়েছিল।

    তো, যে কোন মাধ্যমেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে। "ইন্ডিয়ান আইডল' এর মত অনুষ্ঠান যেমন দূরদর্শনের জন্যই হতে পারে, সংবাদপত্র অথবা ওয়েবসাইটে তেমন জমবে না, তেমনই ভাটিয়া৯ বা টইপত্তরও দূরদর্শনে বা সংবাদপত্রে খুব একটা জমবে না। তাছাড়া প্রত্যেক মাধ্যমের নিজস্ব টার্গেট অডিয়েন্সও আছে। আমি আবাপয় যা আশা করি, "দেশ' এ ঠিক তাই আশা করি না, এবং প্রায় একরকম দেখলে হতাশ হই।

    কাজেই ছাপা গুরু অর্থে "গুরুচন্ডা৯ nn'।

    আপনার বাকী বক্তব্যগুলোতে আপাতত ঢুকলাম না। ঈশানের ৭ই জানুয়ারী-২০০৭ এর 12.35AM এর পোস্টের ২য় পয়েন্টটা ভাল করে পড়তে অনুরোধ করছি।

    আপাতত এইটুকুই।
  • kallol | 220.226.209.5 | ০৫ জানুয়ারি ২০০৮ ১৪:২৭497427
  • না: ৭ জানুয়ারী ২০০৭ এর ঈশেন পেলাম না। তবে অনেক আগেকার ঈশেন-এর দুটো পোস্ট ১,২ আর এক, দুই করে লেখা পড়লাম।

    না আমি গোলাই নি। আমার ওটাই বলার ছিলো। ভাটিয়া৯ আর টইপত্তর ছড়া গুরু আর পাঁচটা ভালো ছোটো পত্রিকার চেয়ে আলাদা কিছু নয়। বরং পরিকথা, যোগসুত্র, অবভাস, কৌরব বা ধ্রুবপদের মান এখনো ছোঁয় নি।

    ভাটিয়া৯ আর টইপত্তরের যে space, যে openness তা আমি আর কোথাও দেখিনি। এই অবাধ প্রকাশিত হবার অধিকার আর কোথাও কেউ দেয় না। এটাই গুরুর জোরের জায়গা।

    যাই হোক - মনে হচ্ছে অনেকেই ছাপার পক্ষে। আমি বিপক্ষে থাকলুম, সহযোগীতার হাত বাড়িয়ে।
  • lcm | 71.132.135.49 | ০৫ জানুয়ারি ২০০৮ ১৪:৪৮497429
  • জ্যোতিষ চুড়ামণি ল্যাদোষ-বাবা র ভবিষ্যৎ বাণী

    :: -- সাল ২০২০ -- ::

    - টইপত্তর/ভাটিয়ালি-র জনপ্রিয়তা অটুট। বৃদ্ধ বুদ্ধ থেকে টেকো ঋতুপর্ণ নিয়মিত পড়েন।
    - বুলবুলভাজা বাৎসরিক। কিছু কিছু স্ফুলিঙ্গ বেরোয় এখনো, কালেক্টেবল আইটেম।
    - গুরু ওয়েব ম্যাগাজিন। পঞ্চবার্ষিকি। পরের সংখ্যা ২০২৫ তে।
    - গুরু প্রিন্ট ম্যাগাজিন : এই টইপত্তর থ্রেড আর্কাইভে চলে গেছে। শেষ পোস্টিং ৫ই জানুয়ারি, ২০০৮।

    :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন