এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রেসিজম :- পূর্বে ও পশ্চিমে

    Babaji
    অন্যান্য | ০৩ মার্চ ২০০৬ | ৫৭৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 128.240.229.67 | ০৩ মার্চ ২০০৬ ০১:০০498401
  • ইমিগ্রেশনের কাউন্টারে আলাদা লাইন নিয়ে কিছু বলার নেই - EU passport-এ ভিসার দরকার নেই, আমাদের আছে - তাই ওটা মানতেই হবে। সিকিউরিটি চেক নিয়ে দমদমে কম ঝক্কি হয় নাকি? আমার ক্যামকর্ডারের স্পেয়ার ব্যাটারী নিতে দিলো না, বল্ল প্লেনে তুলে দেবো, লন্ডন পৌঁছে নিও - সে আর পাই নি। বেহালার বাক্স তিনবার খুলে প্রায় শুঁকে দেখেছে, ধারের লাইনিং তুলেও দেখেছে...
  • Ishan | 24.166.170.155 | ০৩ মার্চ ২০০৬ ০২:০০498402
  • পালাইনি। ঘুরে এলাম মাত্র। মূলত: রঙ্গনের কথায় তাল দিচ্ছি। আলাদা আলাদা জিনিস কখনও সমান হয়না। একটা গরু আর একটা ইট সমান নয়। এমনকি দুটো গরু আর সাড়ে তিনখানা ইটও সমান নয়। কোনো তুলনা টুলনাই করা যায়না।

    তুলনা করতে গেলেই একটা কমন প্রপার্টি লাগে। যেমন ওজন। তেরোটা ইটের ওজন == একটা গরুর ওজন। এইরকম। এবার এইখান থেকে কেউ যদি সিদ্ধান্ত নেয় , যে তেরোটা ইট আর একটা গরু সমান, তাহলে তাকে প্রচুর দুয়ো দেব।

    একই ভাবে সাদা -কালো - নারী - পুরুষ -হিজড়ে - হিন্দু -কেরেস্তান কেউ সমান নয়। সব্বাই আলাদা। এদেরকে সমান বানানোর জন্য একটা অপার্থিব গুণাবলীর নির্মিত হয়েছে, যার নাম মনুষ্যত্ব।

    আপাতত: এইটুকু।
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ০২:১০498412
  • নিজের ইচ্ছেমতো সন্তানের নাম রাখতে পারে না ইমিগ্র্যান্ট বাপ-মা। ছেলের নাম খগেন বা মেয়ের নাম পৃত্থাপুলিমা রাখতে গেলে নাম রেজিস্টার হবে না। ওরা উরুশ্চারণ কত্তে পারে এমন "সহজ" নাম চাই। যে সব নাম ওরা আগে শুনেছে সেসব নাম দেয়া যাবে।
  • Arijit | 128.240.229.67 | ০৩ মার্চ ২০০৬ ০২:৫০498422
  • এটা নতুন - শুনিনি। ঋকের নাম তো দিব্যি "ঋতভাষ" রেজিস্ট্রি হল, নো কোশ্চেন...
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ০৩:০০498474
  • বাড়ী ভাড়া পাওয়া যায় না। এটা শুধু আমার নয়। অভিনেত্রী সুপ্রিয়াদেবীর জামাইকেও এরা বাড়ী ভাড়া দেয় নি। বাড়ী বেচতে চায় না আমাদের মতো কালা আদমিদের। গায়ের রং দেখে রাস্তায় পাসপোর্ট চেক করে। অথচ বর্ডার পেরিয়ে ইল্লিগাল ইমিগ্র্যান্ট হবার চান্স কালা আদমিদেরই সবচে কম। সবচে বেশি ইল্লিগাল ইমিগ্রান্ট সাদা।
  • Arijit | 128.240.229.67 | ০৩ মার্চ ২০০৬ ০৪:০০498485
  • ৯/১১ - আপিস ছিলো ডিসি থেকে মাইল দশেক দূরে - জলদি বিদেয় করে দিলো, আধ ঘন্টার রাস্তা দেড় ঘন্টায় বাড়ি ফিরলুম, মাথার ওপর ফাইটার চক্কর দিচ্ছে...কেবল সারাতে লোক আসবে...এলো একজন কালো লোক...আমার সাদা পাঞ্জাবী-পায়জামা দেখে জিজ্ঞেস করলো মুসলিম কিনা...ধর্ম মানি না শুনে অবাক, তাপ্পরে বেশ কিছুক্ষণ দু:খ করলো - যে কিছু গাঁটের গাঁটামোর জন্যে ওকে এবার কি কি ঝামেলা পোয়াতে হবে...তারপর যতদিন ছিলুম, আপিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড রোজ আই-কার্ড হাতে নিয়ে খুঁটিয়ে দেখতো (যদিও সে আমাকে চেনে, তার আগের এক বছর ধরে রোজ দেখেছে) - সাদা কারো কার্ড কিন্তু দেখতো না।

    ৯/১১-র কিছু পরেই - ভেরাইজনে প্রচুর ছাঁটাই চলছে, আমার এক বন্ধু গেলো, কিউবে বসতো একটা চীনে ছোকরা - সে গেলো...ক্যান্টীনের বাইরে বিড়ি ফুঁকছি, এক সাদা ধরলে - তুমি কে, কি করো, এখানে কেন এসেছ, তোমাদের দেশে কাজ নেই? ইত্যাদি ইত্যাদি...

    প্রথমটা আরো জবর - গাড়ি কিনবো, ওই চত্তরের সবচেয়ে বড় হন্ডার ডীলারের কাছে গেছি, সঙ্গে সুমনা, শ্যামলদা আর বৌদি...গাড়ি পছন্দ হল, টেস্ট ড্রাইভ করলুম - তাপ্পরে দাম ঠিক হবে। ওখানে গাড়ির জন্যে মাছের বাজারের মতন দরাদরি হয়...আমি তৈরী হয়ে গেছি, কেলিজ ব্লুবুক আর আরো অনেক সাইট থেকে মালপত্তর নিয়ে...লালমুখো তো সেসব দেখে একটু খচে গেলো, প্রথম কথা - তোমাদের নাম কি? উত্তর শুনে বল্ল "আমি যেখান থেকে এসেছি সেখানে এসব নামের লোকজন থাকে না"...শ্যামলদার গলাটা একটু ভাঙা, কথাগুলো ঠিক মসৃণভাবে বেরোয় না - হঠাৎ লালমুখো খচে ব্যোম - Don't raise your voice over me, I can throw you out of the shop" - আমি শ্যামলদাকে নিয়ে সোজা বাইরে, কিনবো না এখান থেকে - পিছন পিছন তেড়ে এসেছে, আমি বল্লুম আমি হন্ডার আপিসে কমপ্লেন করবো, এ কি ব্যবহার - শুনে আরো ক্ষেপে গিয়ে সোজা এসে আমার কলার ধরলো...মাথা আমারও কম গরম হয় না, চশমা খুলে সুমনার হাতে দিয়ে আমিও কলার ধরলুম...মার্কেটে দোকানের লোকজন এসে তাকে সরিয়ে নিয়ে গেলো, অনেক ভালো ভালো কথা বললো, এই ডীল দেবে, ওই ডীল দেবে বললো - আমি বল্লুম তোমার ডীলারশীপের প্যাডে ওকে দিয়ে লেখাও যে ও দু:খিত, তবে কথা...তো একটা চিট কাগজে লিখলো I am sorry - আমি বল্লুম ওতে হবে না, চল্লুম...পরেরদিন হন্ডার মেন আপিসে ফরমাল কমপ্লেন - দুদিনের মধ্যে হন্ডা থেকে ফোন, সব শুনলো, সরি-টরি বললো, এর দুদিন পর সেই লোকের ফোন...সে আবার একগুচ্ছ সরি বল্ল, বল্ল কেন এমন হল জানি না, ইত্যাদি ইত্যাদি...হন্ডা থেকে ফোন করে ভেরিফাই করলো যে ওই লোক ফোন করে সরি বলেছে কিনা...

    এদেশে একদিন বাড়ির দরজায় আরেকদিন গাড়ির ছাদে গ্রাফিটি দেখলুম...পড়তে পারি নি ঠিক, তবে মনে হল "মুহম্মদ"-জাতীয় কিছু লেখা - পাশের মুসলিম দোকানদারের দরজাতেও একই লেখা ছিলো...
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ০৪:৩০498496
  • এয়ারপোর্টে ব্যাগেজ চেক হয় শুধু কালো চামড়াদের। ইমিগ্রেশনে দুটো আলাদা লাইন। সেখানে সাদা-কালো ঠিক লেখা নেই। একটা লাইনে আছে EU or USA or Australia এইসব। অন্যটা আমাদের মানে বাকিসব নোংরা গরীব নিগ্রোদের। সব দেশে। লন্ডনেও। ব্রাসেলসেও। স্পেনে। ফ্রান্সে। সর্বত্র।
  • b | 194.202.143.5 | ০৩ মার্চ ২০০৬ ০৫:০০498499
  • আমরা কেউ কাল নই তাই গায়ে লাগছে না।
  • b | 194.202.143.5 | ০৩ মার্চ ২০০৬ ০৫:২০498500
  • কালো রেসিস্ট নেই কে বল্ল? তাই বলে nigger কথাটা গায়ে মাখ্‌ব না?
  • Arijit | 128.240.229.67 | ০৩ মার্চ ২০০৬ ০৬:০০498501
  • রোজা পার্কস কিন্তু গলাগলি বন্ধুত্ব চাননি - সমান অধিকার চেয়েছিলেন। গলাগলি করে দাঁড়ানোটা সবসময়েই মনে হয় কৃত্রিম।
  • b | 194.202.143.5 | ০৩ মার্চ ২০০৬ ০৭:০০498502
  • কোনো জাতের supermacist রাই সুবিধের নয়।

    রঙ, সংস্কৃতির পার্থক্য নিয়ে তো supremacist দের আপত্তি নেই। কালো রা অবমানব বোঝাতে তারা শুধু বলে ঐ গুলো কালো দের বেলায় খারাপ।

    শান্তিপ্রিয় ও ছিলেন ব্যক্তিগত ভাবে enoch powell
  • r | 85.100.122.49 | ০৩ মার্চ ২০০৬ ০৮:০০498503
  • গায়ে লাগবে না কেন? খুব লাগে। যখন অন্য লোকে বলে "বাঙালী অলস" তখন তেড়েমেড়ে তর্ক করি না? কিন্তু সেটা নিয়ে তো তক্কো হচ্ছে না। বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনে একবারও বলা হয় না, যে আমরাও তোমাদেরই মতো। বরঞ্চ বলা হয় যে, আমরা কালো এবং সেটা আমাদের গর্বের বিষয়। সমানাধিকারের অর্থ এই নয় যে, আমরা সবাই এক। নিজেদের ভিন্নত্ব স্বীকার করে নিয়ে যে সমানাধিকার- সেটাই সত্যিকারের সমান অধিকার।
  • bozo | 129.7.153.28 | ০৩ মার্চ ২০০৬ ০৮:২০498504
  • দীপ্তেন দা, বই এর নাম বদলে দিয়ে হয়েছিল 'And then there was none'

  • bozo | 129.7.153.28 | ০৩ মার্চ ২০০৬ ০৮:৪০498505
  • এই ঘটনা টা রেসিজম কি না জানি না, কিন্তু হয়েছিল। আমার খুব চেনা একজনের সাথে।
    ২০০৪ সালের মে অথবা জুন মাস। 'প' তখন মেরিল্যান্ডের গেথিসবার্গে National Institute of Science and Technology (NIST) এ কাজ করছে। সে সেখানে নতুন নয়, অনেকেই চেনে। ব্যাজ আছে, কাজ করার অসাধারন পরিবেশ আছে।
    এক সময় হল নতুন চিত্তির। প্রেসিডেন্ট রেগন পটকে গেলেন। মেমোরিয়াল সার্ভিসের জন্য সেই কফিন এলো ডি সি তে। রাতারাতি বদলে গেলো সবকিছু। যারা বিদেশী তাদের বলা হল নতুন সিকিউরিটি কোড (ওরেঞ্জ) এর জন্য সব সময় পাসপোর্ট রাখতে হবে আর সাথে একটা হলুদ রিবন পড়ে ঘুরতে হবে যাতে বোঝা যায় এ বিদেশী। এটা চলেছিল ততদিন যতদিন প্রেসিডেন্টের বডি ডি সি তে ছিল।
    ল্যাবের ভেতরের সহকর্মীরা অনেকেই গভীর দু:খ প্রকাশ করেছিলেন, কিন্তু রাতারাতি চেনা মুখের এই অচেনা পরিবর্তন খুব আঘাত দিয়েছিল 'প' কে।
    আমি খালি তার কাছে গল্প টা শুনেছি। যে বিল্ডিং এ দিনের পর দিন, রাতের পর রাত তুমি কাজ করেছ, জীবনের সেরা সময় টা দিয়ে চলেছ- সেখানে ঢোকার জন্য, কাজের জন্য যখন এত কিছু সহ্য করতে হয়, সেই দু:খ কোথায় বাজে, সে কি আর আমার জানা আছে?
  • Arijit | 128.240.229.67 | ০৩ মার্চ ২০০৬ ০৯:০০498506
  • NIST-এর পিছনে সুমনার আপিস ছিল। ৯/১১-র পর ওকে ওর আপিসের বস (ভারতীয়) সাবধান করে দিয়েছিলো - টিপ পরবে আর সালওয়ার-কামিজ কক্ষণো পরবে না...সুমনা আপিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকতো আমি তুলে নেবো বলে, তখন...
  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ০৯:৪০498507
  • বাড়ি ভাড়া নিতে গিয়ে ইংরিজি শুনে হয়তো ভারতীয় বুঝলো না, কিন্তু ভারতীয় শুনে তকখুনি উই উইল কল ব্যাক লেটার বলে কাটিয়েছে।

    হ্যাঁ সে পাবে তোমরা তো গোরু পুজো করো একথা চলে। তবে এগুলোর ওয়ান টু ওয়ান উত্তর আছে।

    সবথেকে খারাপ হয় ভিসা ও ইমিগ্রেশানে যেখানে অনেক সময় কিছু বলা যায় না।
    চেপে থাকতে হয়।

    সেই নিয়ে লোকে লিখুক।

    চিন্তা নেই ভারতীয়দের রেসিজম নিয়েও কথা হবে।

    বিক্রম
  • b | 194.202.143.5 | ০৩ মার্চ ২০০৬ ০৯:৫০498508
  • বোজো,
    আমার মতে এটা racism

    র,
    বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের নানা ধারা আছে।
    দক্ষিন আফ্রিকা আর আমেরিকা আর পশ্চিম আফ্রিকায় আলাদা আবার।

    সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের যেখানে ভিত্তি কড়া মত ছিল, আর যেখানে ছিল না, আলাদা হবেই।
  • r | 85.100.122.49 | ০৩ মার্চ ২০০৬ ১০:০০498509
  • অন্য রকম রেসিজ্‌মের কথা বলি। সৌদি আরবে তুমি সৌদি না হলে রাস্তার কুত্তা। ভারত-বাংলাদেশ-পাকিস্তান থেকে এলে তো কথাই নেই।

    আচ্ছা, আমরা যে তাজম্‌হল ইত্যাদি জায়গায় বিদেশীদের থেকে দশগুণ পয়সা নিই, সেটা কি রেসিজ্‌ম্‌?
  • r | 85.100.122.49 | ০৩ মার্চ ২০০৬ ১০:১০498510
  • অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কি মত? আর সংরক্ষণ? affirmative action বা positive discrimination?
  • t | 131.95.121.251 | ০৩ মার্চ ২০০৬ ১০:২০498511
  • দীপ্তেন্দা,
    জানামাত্র পত্রপাঠ জানাইয়া দিবো।
    প্রণামান্তে-
    তনু

  • Arijit | 128.240.229.67 | ০৩ মার্চ ২০০৬ ১০:৩০498512
  • এরকমটা সবখানে আছে - হোম স্টুডেন্ট ৩০০০ পাউন্ড, ওভারসীজ হলেই ৮০০০ পাউন্ড। এটা কি?
  • b | 194.202.143.5 | ০৩ মার্চ ২০০৬ ১০:৪০498513
  • আরব দেশে racism চুড়ান্ত রকম আছে

    প্রত্যেক দেশে pecking order আছে। প্রত্যেক টা orderracist.

    ইহ্যা আম ভারতী রা , শিক্ষিত ভারতীয় রা একট significant অংশে racist।আ

    ignorance এর লজিক চলে না।

    soniyaa বিতর্ক... স্মর্তব্য।
  • r | 85.100.122.49 | ০৩ মার্চ ২০০৬ ১০:৫০498514
  • সেটাই তো প্রশ্ন? এটা কি?

    কিন্তু আর কোনো দেশের ট্যুরিস্ট প্লেসে আমি ডিস্‌ক্রিমিনেশন দেখি নি।
  • b | 194.202.143.5 | ০৩ মার্চ ২০০৬ ১১:০০498515
  • এটা বাংলা racism
  • b | 194.202.143.5 | ০৩ মার্চ ২০০৬ ১১:১০498516
  • institutional racism নিয়ে কতা কইছে কিন্তু, কেউ অরিজিত কে বকছে না...

    ভ্যা আ আ আ।

    আর আমার বেলায় সবাই দুর দুর করে পালালো। মামু পজ্জন্ত। মামু তো এই জন্যেই institution নিজে;-)
  • ar | 141.154.220.170 | ০৩ মার্চ ২০০৬ ১১:২০498517
  • আপনাদের লেখাগুলো পড়ছিলাম।
    হঠাৎ এই কথাটা মনে হল ......

    আচ্ছা, এই যে আমাদের মধ্যে কেউ কেউ তথাকথিত বামুন বাড়ির ছেলে, মাঝেমঝেই ঘোষনা করে থাকি যে, ধর্ম বা জাতপাত কিছুই মানিনা, John Lenon গানই হল আমার জীবনের ব্রত এবং একই সাথে মাঝেমাঝে (ঠাট্টা করেই) পরিচিতদের বলে থাকি... "বাড়াবাড়ি কর্বি তো অভিশাপ দেব, বামুনের অভিশাপ, হুঁ"।

    এটাকে কি imprinted রেসিজিম্‌ বলব (বা superiority complex) .. গায়ে লাগে না, অথচ সময়ে অসময়ে জানান দিয়ে যায় যে আমি আছি!!!

    বি: দ্র:- দয়া করে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, এটা নিছকই আলোচনা।
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ১৬:৫২498400
  • পুবের রেসিজিম শুদু কালোপাত্রীর বিয়ে হয়নাতে আটকে থাকে না। রেসিজিম ঘরে ঘরে। সে অন্য ধাঁচের রেসিজিম।
    আর পশ্চিমে আমরা উঙ্কÄলশ্যামবর্ণ কালা আদমিরা ইয়েস সার নো সার থ্রি ব্যাগস ফুল সার করে কম্পিউটার পিষি বাজারদরের থেকে অনেক কম খরচে। দু একটা দৈনন্দিন ঝাড় ধমক হাসি মুখে এড়িয়ে যাই। শুনেও না শোনার ভাণ করি বুঝেও যেন বুঝি না। এ নিয়ে কেও পোশ্নো কল্লে আকাশ থেকে পড়ে বলি "কৈ নাতো! আমার সঙ্গে বদ ব্যাভার করেনিতো! ঐ ওর সঙ্গে কল্লেও কত্তে পারে, তবে আমি দেখিনি, আমি কিচ্ছুটি দেখিনি, আমি খুব ভালোমানুষ কিনা কারো সাতে নেই পাঁচে নেই"। এইভাবে আমরা নিজেদের চাকরী আর পেছন বাঁচাই, আর অপমান হজম করি, আর জিইয়ে রাখি রেসিজিম।
  • Arijit | 128.240.229.7 | ০৩ মার্চ ২০০৬ ১৭:৫৫498430
  • এক দিক থেকে দেখলে আমাদের বং-গুজ্জু-পাঞ্জুও রেসিজ্‌ম (আমার এখনও গা জ্বলে এই শব্দগুলো শুনলে - কেন গুজরাতী, পাঞ্জাবী, বাঙালী বলতে জিভে ব্যথা করে?), মহারাষ্ট্র থেকে বাংলাদেশী তাড়ানোও রেসিজম, অসম থেকে "বংগাল খেদাও" তাই। প্রাদেশিকতা আর রেসিজমে খুব তফাত আছে কি? এর সাথে জাতপাত জুড়ে দেখলে ব্যপ্তিটা কম নয়।

    বিদেশে এসে বুঝেছি যে কোম্পানীতে বিজ্ঞাপন দিয়ে বলতে হয় Equal Opportunity Employer - সেখানে রেসিজম প্রচণ্ডভাবে আছে বলেই এরকমটা বলা। আমেরিকায় সরাসরি বলেছে আজেবাজে কথা, বাজে ব্যবহার দেখেছি...ব্রিটিশরা তুলনায় ভদ্র, হয়তো তলায় তলায় বলে। জার্মানী, সুইজারল্যাণ্ডের কথা তো বাদই দিলুম। ফ্রান্সে তো প্রমাণ হয়ে গেলো সবই...এটুকু বলতে পারি এদেশে যত দক্ষিণে যাবে তত রেসিজম বাড়বে। তবে মিডিয়া এই ব্যাপারে দায়িত্বশীল - Wales Police Force-এ লুকনো ক্যামেরা নিয়ে স্টিং অপারেশন করে অনেক কিছু সামনে এনেছে। আইনের ফাঁক দিয়ে BNP-র পাবলিকগুলো পার পেয়ে গেলো বলে সেই ফাঁক বন্ধের চেষ্টাও হচ্ছে।
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ১৮:৫৬498441
  • কীকী দেখেছি সেসব নিয়ে তো বলবই, কিন্তু নিজের ওপরে কী কী হয়েছে সেগুলো নিয়ে মুখ খুলতে কেন লজ্জা পাই আমরা?
    আমি তো লিখবই। তোমরাও লেখ। আরে লজ্জা কীসের?
  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ১৯:১৪498452
  • কি কি দেখেছি লিখবো না। নিজের ওপর যা ঘটনায় কিছু মনে হয়েছে তা লিখবো। ঠিক বা ভুল হতে পারে।

    বাড়ি ফেরার পথে গাড়ি থেকে ডিম ছুঁড়ে মেরে রাতের অন্ধকারে পালানো।

    রাস্তায় ডেকে জিগেশ করা তুমি কি মুসলিম। ভালো ইংরিজিতে না বললে উত্তার এসেছে না না আসলে এই জামাটা দেখে খুব কিউরিয়াস লাগছিলো। পাকিস্তানি নয় শুনলে এরা খুব খুশি হয়। ভারতীয়রাও।

    লোকে আরো লিখুক এর পর স্পেন দেশের ঘটনা হবে।

    বিক্রম

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন