এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রেসিজম :- পূর্বে ও পশ্চিমে

    Babaji
    অন্যান্য | ০৩ মার্চ ২০০৬ | ৫৭৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ১৯:২৬498463
  • আমাকে বলেছে তোমাদের দেশে খুব গরীব তাই কাঁটাচামচ দিয়ে খায় না। কালার টিভি আগে দেখেছি কিনা একজন জিগ্গাসা করেছিলো বেলজিয়ামে।
    সবচেয়ে বেশি রেসিজম দেখেছি দ্বিতীয় প্রজন্মের ইমিগ্র্যান্টদের মধ্যে। ওরা হিংস্র হয়ে ওঠে। গায়ের রং সব একরকম ঝট করে কে কোন দেশের বোঝা শক্ত।
    তবে ইতালীয়ান মজুরদের দ্বিতীয় প্রজন্মের যারা এখন হোয়াইট কলার জব পেয়েছে তারা খুব হিংস্র।
    হোয়াইট কালার জব করে মানে কিন্তু খুব একটা উচ্চশিক্ষিত নয়। অধিকাংশই টায়ে টুয়ে স্কুলের গন্ডি পেরোয়।
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ১৯:৪৯498423
  • সেটা তবু ভালো USA বলে।
    এখানে এক ভদ্দরলোকের মেয়ের নাম "সেটা"SETA. নাপ মেয়ের নাম দিতে চেয়েছিলো শ্বেতা, সেটা হয়েগেল "সেটা"। খোরাক আর কাকে বলে।
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ১৯:৫১498424
  • তাই দেখে অন্যরা আওয়াজ দিলো আরো দুটো মেয়ে হলে নাম রাখতে "এটা" আর "ওটা"।
  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ১৯:৫৩498425
  • এটা শুনিনি- কোন দেশে?

    তবে স্পেনে আমার আইরিশ ভিসা থাকা সঙ্কেÄও জিগেশ করেছিলো আমার কাছে আর কি প্রুফ আছে। আঅমার সাথে অরেকটি লিবিয়ান স্টুদেন্ট কে আরো হ্যারাস করছিলো মুসলিম বলে। সংগে দুজন আইরিশ ছিলো একই গ্রুপে তাদের তো কিছু বলবে না। তখন আমি জানতে চাইলাম এভাবে হ্যারাস কেন করা হচ্ছে তখন আমাদের একগাদা প্রশ্ন করতে লাগলো। তখন আমি বললাম আমি আর উত্তর দেবো না কারন আইরিশ ভিসার ব্যাপার অয়ার্ল্যান্ড বুঝবে। কিন্তু লিবিয়ান ছেলেটি অনেক উত্তর দিলো। আমাদের জন্য লাইন আটকে গেলো। অনেক পরে ঝগড়া ঝাঁটি করে বেরোলাম। কিন্তু ওদের যতটা হ্যারাস করার ছিলো সেটা পুরোটাই করেছিলো।

    ভারতের এমব্যাসি এসব ব্যাপারে অদ্ভুত নীরব। এমব্যাসি সংক্রান্ত বহুত মজার অভিগ্গতা আছে।

    ভিসা নিতে গেলে সবসময় তক্কে তক্কে থাকে টাইট দেবার। কিন্তু নাম্বার অফ ভিসার সাথে সেটা ইনভার্সলি প্রোপোর্শানাল হতে দেখেছি।

    বিক্রম
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ১৯:৫৭498426
  • যেকোনো কিছুর জন্যেই পুলিশ চেক। পুলিশের থেকে কাগজ নিয়ে এসে প্রমাণ করো তুমি নির্দোষ। প্রত্যেকবার এই কাগজের জন্যে প্রচুর টাকা গচ্চা। এমনকি বাড়ীভাড়া নিতে গেলেও পুলিশের কাগজ। আর ভিসার অফিসে তো টেম্পার লুজ করে শালা বাঞ্চোৎ করে খিস্তি দেওয়া যায় না। সেখানে ঘাড় হেঁট করে ভালোমানুষ সাজতে হয়। তাসত্বেও তো ইমিগ্রেশনে গাদা প্রশ্ন করে।
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ১৯:৫৯498427
  • সুইজারলান্ডে "এটা, ওটা, সেটা" নাম দেখলে অবাক হোয়ো না। সহজ সরল নাম।
  • Arijit | 128.240.229.67 | ০৩ মার্চ ২০০৬ ২০:০০498428
  • কলকাতা ইউনিভার্সিটিও নাম বদলায়। তবে সোজা না করে আরো কঠিন করে...

    সে যাক - ওপাসওয়েভে ম্যানেজার মিমি শুধিয়েছিলো "do you guys date?" আর "do indian women work?" - তবে সেটা যতনা রেসিজম থেকে তার থেকে বেশি অজ্ঞানতা থেকে।

    বরং লিজা আসল মাল ছিলো - ওর করা ডিজাইন একটা মীটিংয়ে পয়েন্ট দিয়ে দিয়ে কাউন্টার করে পুরো বদলে দিয়েছিলুম বলে খচে ছিলো - আরেকতা মীটিংয়ে ওর কথাকে কাটতেই বলেছিলো "then you can go home" - পরে আমার নামে লিজা বলেছিলো আমার নাকি "অ্যাটিচ্যুড প্রবলেম" আছে:-))

    ওপাসওয়েভে ঘটা করে জিম উদ্বোধন করে গণমেল করলো - ইহা শুধুমাত্র এমপ্লয়ীদের জন্যে, বহিরাগত ঠিকেদারদের জন্যে নহে"। তার বছরখানেক আগে নোকিয়াতে পুরো ঝকাস ট্রীটমেন্ট পেয়ে এসেছি - TCS-কে বল্লুম, বল্লে ক্লায়েন্ট ভগবান...সেই ইয়েস সার...

    ইয়ে - ঋকের জন্ম USA-তে কি করে জানলে হে?

    এই শালা আরেক জ্বালাতন - ভারতীয় কনস্যুলেট বল্ল পাসপোর্ট দেবো, ঝামেলা নেই, আমেরিকান নিয়ম শালা বাওয়াল দিলো...এদেশে বরং অনেক ভালো, এডিনবরা থেকে পাসপোর্ট করিয়ে আনা যায়...এখন থাকো পনেরো বছর বসে...ভিসা করিয়ে বাড়ি যাও, আর ওখানে থাকতে হলে পুলিশের খাতায় নাম লেখাও...
  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ২০:০০498429
  • তারপর অনেক্ষন ধরে তোমার ভিসা খুঁটিয়ে দেখএ চোখ বড় করে ছোটো করে।

    অনেকগুলো ভিসা নিলে মনে বেশ প্রভুভক্তি তইরি হয়। বাবাজীদের চেলাফেলা থাকলে তাদের যেমন হয়। সাক্ষাৎ ভগবান।

    তবে একটা খারাপ ব্যাপার, যে ভারতে ঢুকতে এবং বেরোতে গিয়ে আমাকে খুব ভালো ব্যবহার পাই নি। ভারতে সংগে সাদা চামড়া নিয়ে ঘুরলেও খুব কামফার্টেবল হয় না। শেয়ালদা স্টেশানে খুব খারাপ অভিগ্গতা আছে।

    বিক্রম
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ২০:০৩498431
  • ভারতের এম্ব্যাসিতে গেলে বাড়ীতে নেমন্ত করে। সেখানে গেলে চাকরি চায়। তার দাবি "আমাকে চাক্রি দিতে হবে না, বৌটার একটা কিছু ব্যবস্থা করে দিন, আমি বৌয়ের ডিপেন্ডেন্ট হয়ে এখানে থেকে যাবো"।
    ইচ্ছে ছিলো বলি, "বৌকে এদেশের কারো সাথে বিয়ে দিয়ে দিন বৌয়ের চাক্রী হয়ে যাবে"। এম্ব্যাসিতে কনসুলেটে গেলে গুচ্ছ খোরাক পাব্লিক দেখা যায়।
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ২০:০৭498432
  • USAর রেসিজিম নিয়েই তো শুনলাম। তা জন্ম দেশে হলে নিশ্চয় USA তে গিয়ে নাম পাল্টাতে হতো না।
  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ২০:০৯498433
  • একটা কথা।
    আমাদের অন্তত একটা দিক বা পুরোটা বোধ হয় জেনেটিকালি রেসিস্ট।
    কিন্তু আরেকটা দিকের বোধ হয় নতুন জিনিসের দিকে আকর্ষণ আছে।

    দুটো মিলে শিক্ষিত অবস্থায় কি দাঁড়ালো এবং তা একটা প্রিসিলেক্টেড লেভেল পেরোলো কি না সেইটে পোশ্নো।

    একটা জিনিস জিগেশ করি? জাস্ট জানতে চাই। ধরা যাক কোনো ইস্কুলে সব বাচ্চা সমান হয় না। লম্বা দৌড়ে জেনেটিকালি আফ্রিকার লোক যারা প্রত্নতাঙ্কিÄক ভাবে আলাদা তারা এগিয়ে। কালো লোকেদের রক্তে ম্যলেরিয়ার প্রতিরোধ বেশি, অনুচক্রিকাগুলির(?) শেপটাই আলাদা। তেমন বুদ্ধি বা স্বার্থপরতা বা টেকনিকাল বুদ্ধি বা অংক করা বা আর্টিস্টিক হওয়া ফাইন কাজের ক্ষমতা গোদা কাজের ক্ষমতা সেনসিটিভ হওয়া এগুলিতে কি রেসিয়ালি ঠিক ঠাক কিছু বলা যায়?
    আবার এটাও দেখো, যে খেটে খেটে কিন্তু অনেক সাদা লোকেরা লম্বা দৌড়ে আস্তে আস্তে কালোদের সাথে অ্যাভারেজ দূরত্ব কমিয়ে আনছে। তো খেটে এসব ডিফারেন্স কতটা ম্যানেজ দেওয়া যায়? অ্যাভারেজে কথা বলবে, সিংগল উদাহরন দেবে না।

    বিক্রম

  • Arijit | 128.240.229.67 | ০৩ মার্চ ২০০৬ ২০:১৭498434
  • এটা আম্মো শুনেচি। গড়পড়তা ভারতীয়দের জিন নাকি অ্যাথলেটিক নয় (জিনের সাথে মাসল ফাইবারের কি সব যোগসাজশ আছে - তার ওপরেই নাকি অ্যাথলেটিসিজম নির্ধারিত হয়), তার সাথে খাদ্যাভ্যাস তো আছেই - তাই ভারতীয়রা অ্যাথলেটিক হয় না...কিন্তু বিশেষ ব্যায়াম করলে আর খাদ্যাভ্যাস বদলালে নিশ্চয় মাসলের গঠনও বদলানো যায়...

    জিমে যাওয়া পাবলিকেরে শুদোও - খিক খিক :-)
  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ২০:২১498435
  • আমি তি নিজেই জিমে যাই রেগুলার। আর সাঁতার, খুব ভালো লাগে ঘাম ঝরাতে।

    বিক্রম
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ২০:২৪498436
  • এভারেজ নিয়েই বলি। চামড়ার রংএর সঙ্গে টেকনিকাল বুদ্ধির কোনো যোগ নেই। কে কতটা সুযোগ পাচ্ছে সেটা অনেকটা নির্ভর করে। কালোরা অধিকাংশইতো আফ্রিকায়। সবচেয়ে পিছিয়ে পড়া কন্টিনেন্ট। তবু যারা সুযোগ পাচ্ছে অন্য দেশে গিয়ে লেখাপড়া শিখছে। মেধাবী ছাত্র আমি দেখেছি ওদের মধ্যে প্রচুর। এমনকি পার্সেন্টেজে সাদাদের থেকে বেশিই। আর সাদারাও সুযোগ পেলে পড়াশুনো করে। সাদারাও প্রচুর নিরক্ষর আছে জার্মানীতে।
    জিনের সঙ্গে এসবের সেরম রিলেশান আমি মানি না। তবে "ব্লন্ডি" মেয়েরা নাকি ইভল্‌ভ্‌ড হয়েছিলো বেশি এট্রাকটিভ আর সেক্সি হবার জন্যে। পুরুষদের আকর্ষণ করবার জন্যে। সেটা প্রাগৈতিহাসিক যুগে যখন এসব দেশে পুরুষের খুব অভাব ছিলো। শিকারে গিয়ে অনেক পুরুষই আর ফিরে আসত না।

  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ২০:২৬498437
  • জিম আর জিন এক জিনিস নয়। আর এদুটোর সংএ রেসিজিমের কোনো যোগ আছে বলে আমার বিশ্বাস হয় না।
  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ২০:৩২498438
  • চমড়ার রঙের সাথে নেই সেটা আমি মানি। বেশ কথা।

    আচ্ছা দেশে দেশে তফাত??? সেইভাবে যদি দেখা যায়? একটা ক্লাসে যেমন কিছু এগিয়ে কিছু পিছিয়ে কিছু মাঝারি থাকে?
    তবে এ হয়তো এইটেতে বেশি ভালো ও ঐটেতে, কিন্তু সবাই সমান এগিয়ে এ কথাও তো ঠিক না।

    ইন্টারন্যাশেনাল লেবার প্রতিষ্ঠান একটা রিপোর্ট বার করে এখন পর্যন্ত আমেরিকার রেসিজম আর ইউরোপের রেসিজম প্র্যাক্টিসিং সায়েন্সে কিভাবে অ্যাফেক্ট করেছে তার কাছা খুলে দিয়েছে। পঢ়ে দেখা যেতে পারে। আমি নেট থেকে নাবিয়েছি। চার্‌ল্‌স ডারউইনের নাম অবধি আছে কিন্তু।

    আরেকটা কথা, এই যে সাদারা দেশে দেশে গিয়ে সেগুলোকে এতদিন দখল করে ফেললো, ওদের মধ্যে স্পেশাল কি ছিলো বলো দিকি? গেলো আলাদা কথা, কিন্তু বেশিরভাগ জায়গাতেই জিতে গেলো। তাও ফরেন সয়েলে। আর এদের দেশ সুরক্ষিতই থাকলো এক প্রকার। কেসটা কি?

    বিক্রম
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ২০:৩৬498439
  • রেসিজিম জেনেটিক ব্যাপার নয় তবে বাচ্চা বয়েস থেকে চারপাশে রেসিজিম দেখে দেখে বাচ্চারা এটা শিখে যায়। দেশেও শেখে এখানেও শেখে। এবং জানেও না যে সে রেসিস্ট। বিধবারা নিরিমিষ খায় সাদা কাপড় পরে গুরুজনদের প্রণাম করতে হয় এগুলো যেমন দেখে শেখা ঠিক তেমনি অন্য রেসিজিম গুলো ও দেখে শেখে বাচ্চারা। আমরা বামুন ওরা মুচি। আমরা পরিষ্কার ওরা নোংরা ওদের ছোঁবো না। বামুনের সাথে বামুনের বিয়ে হয়। বামুনের সাথে মেথরের বিয়ে হলে সেই নিয়ে বাড়ীতে কথা হয় এগুলো দেখা যায়। বলতে গেলে সহজাত এইসব রেসি্‌জম নিয়েই আমরা বড়ো হই পরে টেরও পাই না। এখানেও কালো দেখলে এরা ঘেন্না করতে ভয় পেতে শিখেছে বাচ্চা বয়েস থেকে। তাই কালোমান্বুষের পাশে বাসে বসতে চায় না।
  • r | 62.108.64.1 | ০৩ মার্চ ২০০৬ ২০:৪০498440
  • কুণাল বসুর নতুন বইটার রিভিউ পড়লাম। সেটা এক অদ্ভুত এক্সপেরিমেন্ট নিয়ে। একটা সাদা বাচ্চা আর কালো বাচ্চাকে সব সামাজিক প্রভাবের বাইরে একটা নির্জন জায়গায় হুবহু একভাবে বড়ো করে তোলা। কি হয় দেখার জন্য।
  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ২০:৪১498442
  • বেশ ভালো পয়েন্ট।
    ওদিকে ভাটিয়ালিতে রংগন ভালো পয়েন্ট তুলেছে। আমি খালি কোট করছি:

    ১)বিভেদ দেশ ভাষা জাতি রং ইত্যাদি ইত্যাদিতে। এগুলোর মধ্যে কোন ধরনের অ্যাটিচুড কে রেসিজমের আওতায় ফেলবো?

    ২) ধনধান্যপুষ্পেভরাও তো বাকি দেশের তুলনায় নিজের দেশ অনেক ভালো একথা বলে। এটাকে কি করে হ্যন্ডেল করবো?

    রংগনের থেকে আগেই সরি চেয়ে রাখলাম ওর কথা কোট করাএ জন্য। কিন্তু এখানে থাকলে বেটার আরকাইভড থাকে আলোচনাটা।

    বিক্রম

  • t | 131.95.121.251 | ০৩ মার্চ ২০০৬ ২০:৪৩498443
  • কারা এদের বড়ো করবে? অভিভাবকত্ব দেখাশুনো করা পড়াশোনা শেখানো-কারা করবে? বেতাল? গুরাণ? মজ খুড়ো? ডায়না?
  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ২০:৪৬498444
  • দেখতে দেখতে হয়।
    আমাদের ডিপার্টমেন্টে যে কটা লিবিয়ান আছে সবকটা তাদের ইউনিভার্সিটির ফাসসেকেন পাব্লিক আর সব অগা। গত পাঁচ বছরে একটাও ভালো আসেনি।
    আমার মনে আনকনশাসলি কিন্তু লিবিয়ান স্টুডেন্ট দের ব্যাপারে একটা দুচ্ছাই ভাব এসে গেছে। গ্রুপে লিবিয়ান ছেলে ঢুকলে অল্প চিন্তা হয়, দেখো কি মাল আসছে।

    এগুলো দেখতে দেখতে হয়েছে। কিন্তু আমার মধ্যে অবশ্যই কোথাও এটা তইরি করার বীজ ও ছিলো। তা নয়তো অগা পাব্লিক গুলো কে অগাই ভাবতাম। লিবিয়ান না জাপানী তা ভাবতাম না।

    বিক্রম
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ২০:৪৭498445
  • বিক্রমের পয়েন্ট দুটো আলাদা। কালোসাদাআর ইন্ডিজিনিয়াসে একাকার হয়ে গেছে ল্যাটিন আমেরিকায়। সেখানে কি ওরা খুব এগিয়েছে?
    দুই দেশ দখলের পেছনে ছিলো সার্ভাইভাল ইন্স্‌টিংট। প্রাকৃতিকভাবে মনোরম দেশগুলোই কিন্তু আক্রান্ত হয়েছে। এসব দেশ ছিলো ঠান্ডা বেশি খাবার নেই শীতে মাথার ওপর ছাদ না থাকলে চলবে না। তাই এরা ঘরদোর বানিয়েছে। অস্ত্র বানিয়েছে অন্যদের থেকে কেড়ে খাবে বলে। সেতুলনায় সেসব দেশের জলবায়ু মনোরম ভালো শস্য হয় গরু বাছুর মাছ সব আছে তারা অস্ত্র বেশি বানায় নি। আক্রমনের সময় অনেক রিলাক্‌ট্যান্ট ছিলো। শতরঞ্জ কে খিলাড়ির নবাবের মতো।
    ভারত আজ অব্দি কটাদেশে আক্রমণ করেছে?
    কিন্তু এর সংগে রেসিজিমের কি যোগ?
  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ২০:৪৭498446
  • কার্টুনে রেসিজম নিয়ে হার্জে আর বেতাল কে দেখলাম প্রচুর বাওয়াল দেওয়া হয়েছে।

    বিক্রম

  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ২০:৪৯498447
  • রেসিজমের ওপর যোগ এই যে তোমার সাথে ফিজিওলজিকালি আলাদা চেহারার একদল মানুষকে অনেক বছর ও জেনারেশান ধরে মানুষের থেকে একটু নীচে মনে করতে থাকলে তার থেকে অতি সহজে মাস রেসিজম তইরি হয়।

    বিক্রম
  • Babaji | 213.173.163.2 | ০৩ মার্চ ২০০৬ ২০:৫২498448
  • লিবিয়ানরা বোধয় দেশ থেকে স্কলারশিপ নিয়ে পড়তে আসে। ওদের আগে থেকে পড়াশুনোর বেস খুব খারাপ। লিবিয়ায় স্কুলের স্টান্ডার্ড খুব বাজে। কিন্তু একটা লিবিয়ান বাচ্চা আয়ারল্যান্ডে বা ফান্সে জন্মে সেখানের স্কুল পেরিয়ে কী করছে সেটা দিয়ে বিচার করলে সুবিধা। ফ্রান্সের মুসলিম সেকেন্ড থার্ড জেনারেশান দেখিয়ে দিয়েছে না? গাড়ী পোড়ানো হোলো কতো সেই নিয়ে। সেসব সেলিব্রেশন তো এখনো তেমন বাসী হয় নি।
  • t | 131.95.121.251 | ০৩ মার্চ ২০০৬ ২০:৫২498449
  • একটা নাটকে গুরাণ বলছিলো যে সেই নাকি বেতালের সব ভালো ভালো কাজগুলো করে দিয়েছে,কিন্তু কলোনিয়ালিজমের চাপে কোনো ক্রেডিট পায়নি।

  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ২০:৫৭498450
  • ফ্রান্সের ব্যাপারটে যে কেউ পারলে প্লিজ হ্যনেকের তইরি ক্যাশে বলে সিনেমাটা দেখো। এ বছরে রিলিজ। অদ্ভুত, অদ্ভুত পোর্ট্রেয়াল এতক্ষন যা বলা হচ্ছিলো সবটার।

    বাবাজী,
    এই যে বললে লিবিয়ানদের অবস্থা বাজে পড়াশুনোর। সেরকম কেউ যদি বলে তোমরা তো গরীব লোকজন খেতে পাও না, তোমাদের তো এত নিরক্ষর সেটাও কি রেসিজম হবে না।
    আমি এটাই জিগেশ করছে, এই যে লিবিয়ান স্টুদেন্ট এলেই আমার একটা অবগ্গা তইরি হয় এটা কি আমার দিক থেকে রেসিজম নয়?

    বিক্রম

  • t | 131.95.121.251 | ০৩ মার্চ ২০০৬ ২১:০৫498451
  • ভালো স্টুডেন্ট ভালো,বাজে স্টুডেন্ট বাজে। এই নিয়ে আবার এত রেসিজম কিসের?
    যারা ভালো তারা ভালো,সাদাই হোক বা কালো।
  • vikram | 147.210.156.39 | ০৩ মার্চ ২০০৬ ২১:০৬498453
  • দাবিটা ধরতে পারলে না। আবার পড়ো।

    বিক্রম
  • t | 131.95.121.251 | ০৩ মার্চ ২০০৬ ২১:০৯498454
  • বিক্রম,অন দ্য অ্যাভারেজ বলতে চাইছো?মেজরিটি? মাইনরিটি?
    তাই বা কিকরে হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন