এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এ পি ডি আর এবং একটি গণতান্ত্রিক তা

    Biplab Pal
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৮৪৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 69.250.67.136 | ২৪ নভেম্বর ২০১১ ২৩:০০500909
  • সম্প্রতি দিদির সাথে কূট কাচালে, তৃণমুলের অতীত সহচর এ পি ডি আর ( গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি
    http://apdr.org.in/index.html) নামে একটি সংগঠনের ভূমিকা কিছুটা মিডিয়া লাইমলাইট টানছে। অতীতে সিপিএমের অভিযোগের সূত্র ধরে এবার তৃণমূলীরাও বলছে এটি মাওবাদিদের মুখোশ-একটি মাওবাদি সহানুভূতিশীল শাখা সংগঠন।

    অতীতে এই সংগঠনটির বিরুদ্ধে একই অভিযোগ এনেছিল সিপিএম। তখন তৃণমূল, এর উল্টোগীত গেয়েছিল। এখন দায়ে পড়ে এপিডিয়ারের বিরোধিতা করছে। এমন ভাব যেন তৃণমূল এতদিন জানত না, এ পি ডি আর মাওবাদি বা মাওবাদি সহানুভূতিশীলদের মুখোশ মাত্র। সিপিএমের লাঠি আর বন্দুকের বিরুদ্ধে তখন তৃণমূলের দরকার ছিল সশস্ত্র সাপোর্ট-সেটা ভারতে একমাত্র মাওরাই দিতে পারত দিদিকে। দিয়েও ছে। এখন যখন আর প্রয়োজন নেই, সংঘাত সামনা সামনি।

    এপিডিআরের কার্যকলাপ পর্যবেক্ষণ করলে, এটা খুবই পরিস্কার তারা মাওবাদিদের শাখা সংগঠন এবং পশ্চিম বঙ্গে মাওবাদিদের রক্ষা করা তাদের প্রথম কাজ। গণতান্ত্রিক দাবিটা মুখোশ-কারন মাওবাদের মতন বা কমিনিউমের মতন বা লেনিন বাদিদের মতন চূড়ান্ত অগণতান্ত্রিক বা গণতন্ত্র বিরোধি মতবাদের বিরুদ্ধে তারা কোন দিন একটাও বিবৃতি দেয় নি। মাওদের বিরুদ্ধে তাদের কোন বিবৃতি নেই-কোন কোন নক্সাল আমাকে বলেছিল, এটা মিডিয়ার চাল। এপিডিয়া মাওদের বিরুদ্ধেও "নাকি" বিবৃতি দিয়েছে-মিডিয়া সেসব নাকি প্রচার করে না!!!

    এটা হচ্ছে এপিডিয়ার সাইটের প্রেস রিলিজ-এখানে মাওদের বিরুদ্ধে কোন বিবৃতি পাবেন না

    http://apdr.org.in/index.html

    এর পরেও আছে। গত ছমাস তৃণমূলীদের অত্যাচারে অনেক সিপিএম কর্মী মারা গেছেন-অনেকেই ঘর ছাড়া। এপি ডিয়ার সেসব নিয়ে চিন্তিত না। তাদের চিন্তা কি করে মাওবাদিদের বাঁচানো যায় যৌথবাহিনীদের হাত থেকে। এখনত জলের মতন পরিস্কার সিপিএমের পতনের পর গ্রামবাসীরা আর মাওবাদিদের চাইছে না-তারাই ইনফর্মাএরের কাজ করে মাওদের ধরিয়ে দিচ্ছে। আগে সিপিএমের অত্যাচারের হাত থেকে বাঁচতে তারা মাওদের আশ্রয় দিত-এখন আর দিচ্ছে না। ঠিক এই জন্যেই ধরা পরে মারা গেলেন কিশানজী।

    এপিডিয়ার যুদ্ধ "বিরতি" নিয়ে বেশী ব্যস্ত ছিল। কিসের যুদ্ধ? মাওবাদিরা কি সংবিধানিক শক্তি যে তাদের সাথে টেবিলে বসতে হবে? তারাত ঘোষিত গণতন্ত্র বিরোধি শক্তি-তাদেরকে কি করে রক্ষা করার কথা ভাবতে পারে সুজাত ভদ্রর দলবল?

    সরকারের শক্তি কমিয়ে জনগনের হাতে শক্তি তুলে দিতে গেলে শুধু গণতন্ত্রের মাধ্যমে হবে না। ভোটের মাধ্যমেও হবে না। উৎপাদন ব্যবস্থার ওপর জনগনের অধিকার আনতে হবে। তার জন্যে বন্দুকের নলের ডগায় বিপ্লবের দরকার নেই-কোয়াপরেটিভ আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে কমিউনিটি লিডারশীপ আনা যেতে পারে। রাষ্ট্রের উৎপীড়ন কমানোর একটাই রাস্তা-সেটা হচ্ছে রাষ্ট্রের হাত থেকে উৎপাদন ব্যবস্থার কতৃত্ব কেড়ে, তা আস্তে আস্তে কমিউনিটিকে দেওয়া। কোয়াপরেটভ কে দেওয়া।

    রাষ্ট্রের হাত থেকে ক্ষমতা কমানোর জন্যে কমিনিউস্ট গেরিলাদের সাহায্য করার চেয়ে বড় মূর্খামি আর কি হতে পারে? কারন কমিনিউস্টরাই সব থেকে বড় অত্যাচারি রাষ্ট্রে দমনমূলক রাষ্ট্রে বিশ্বাস করে। সুতরাং এপিডিয়ারের কাজকর্ম হচ্ছে মশা মারতে বাঘ ডেকে আনা। সুতরাং সবদিক দিয়েই প্রমাণিত এপিডি আর নামেই গণতান্ত্রিক রক্ষা সমিতি-এটি আসলে মাওবাদিদের আখড়া। এবং সেই ভাবেই এদের দেখা উচিত।
  • ranjan roy | 14.99.138.149 | ২৪ নভেম্বর ২০১১ ২৩:১৬500927
  • বিপ্লব সংবিধানসম্মত কোন সংগঠন ছাড়া কারো সঙ্গে রাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনার টেবিলে বসা অনুচিত মনে করছেন। এটা ওনার মতে আলোচনার পূর্বশর্ত।
    আমার বিনীত প্রশ্ন:
    এক, তাহলে ভারত সরকার বিদ্রোহী নাগা-মিজো- কামতাপুরি-বোড়ো সবার সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনায় বসেছেন কেন?
    দুই, দুটি যুদ্ধরত রাষ্ট্র ( ধরুন ভারত-পাকিস্তান, চীন-ভারত বা পিএলও এবং ইজরায়েল) কেন আলোচনায় বসে? ওরা কেউই তো একে অপরের সংবিধান মানে না?
    এগুলোর সামান্য লক্ষণ দেখলে একটা সিদ্ধান্ত টানা যেতে পারে।
    তাহল,এক, দুই বিপরীত স্বার্থের পক্ষ যুদ্ধের মাধ্যমে চটজলদি সমাধান না দেখতে পেলে আলোচনার মাধ্যমে অল্পকালীন বা ক্ষণস্থায়ী শান্তির রাস্তা খুঁজছে।
    দুই, এর মাধ্যমে একে অপরের দৃষ্টিকোণ আরও ভাল করে
    বুঝে কিছুটা লেন-দেন-আপোষের মাধ্যমে স্থায়ী শান্তির রাস্তা সহজ করছে।
    তিন, এর মধ্যে দিয়ে একে অপরের দৃষ্টিভঙ্গীতে কিছু পরিবর্তন আনছে।
    উদাহরণ , নেপালের মাওবাদী গ্রুপ। অন্য রাস্তা পেঁদিয়ে এসপার-ওসপার। তার অবার দীর্ঘকালীন সামাজিক রাজনৈতিক মূল্য চোকাতে হয়। উদাহরণ, শ্রীলংকা-লিট্টে।
  • biplab pal | 69.250.67.136 | ২৫ নভেম্বর ২০১১ ০০:২২500938
  • Humanrightsactivistandpro-MaoistSujatoBhadra, whoheadsthegovernment-appointedteamofinterlocutorsfortalkswithMaoists, demandedthatincompliancewiththeNationalHumanRightsCommission'sdirectives, acriminalcaseshouldberegisteredagainstthepartywhichkilledKishenji.
  • ranjan roy | 14.99.138.149 | ২৫ নভেম্বর ২০১১ ০১:০৪500949
  • তো?
  • Shubha | 59.93.241.74 | ২৫ নভেম্বর ২০১১ ০১:১০500960
  • Biplab Pal er lekhati jukti nirbhar o somoyupojogi. kintu kichu prosno theke jaai
    1) apni bolechen trinamul er sasatra support dorkaar chilo jeta diyechilo maao badira.

    kintu soti bhebe bolun to maoo badira emon kono ktha boleche jeta CPM er sorasori bipokhee jaai. tara vote boycott kore CPM ke pokhantore jitiye diyeche ekhadhik baar. kisenji emon o swikar korechen je tara kespur e vote er somoy CPM ke sohayota diyechilo.... jongal mohole maao ra chilo bole CPM taao kichu asone jete... sara poschimbonge aar kothaao kintu eta hoy ni..

    2) Gyaneswari kandar kothaai bhabun... mamata banerjee sobcheye bipode porer moto obostha.. puro nirbachan er ager din... sei maaobadi.. aaar todonteo ta promanito. er poreo ki bolben maaobadira didi ke somorthan koreche.

    ha aaj maaobadidr dhora porer pechone aapnaar karon jothajotho ontoto aar mone hoy. aar tara sotti kono unnooner pothe na hete badhuker nal diye khamata dokhler uddyesei eguchhe ta niye bopdh hoy dwimot thake na.

  • kallol | 119.226.79.139 | ২৫ নভেম্বর ২০১১ ১১:২৭500971
  • বিপ্লববাবু।
    আপনার দেওয়া লিংক থেকে : http://apdr.org.in/press/lal.pdf
    মাওবাদীদের বিরুদ্ধে এপিডিআরের প্রেস বিবৃতি।
    একটা লিংক দিয়ে দিলেন আর তাতে কি আছে দেখলেনই না। হাওয়ায় ভাসিয়ে দিলেন সুকৌশলী মিথ্যাচার।
    এপিডিআর বা ঐ জাতীয় সংগঠন তাদের সাইটকে আপডেটেড রাখবে সেটা আশা করা যায়। কিন্তু বাস্তবে তা ঘটে না।
    এই বিবৃতিটি এপিডিআরের সাইটে আপডেটেড হাওয়া শেষ বিবৃতি(২৪ এপ্রিল ২০০৯) যা ঐ পাতার প্রথমেই রয়েছে। সেটাও দেখার প্রয়োজন মনে করেন নি আপনি।
    এই বিবৃতিতে মাওবাদীদের দ্বারা অনুষ্ঠিত গণ-আদালতের মাদ্যমে বিরোধী রাজনীতির গলা টিপে ধরার নিন্দা সহ, সিপিএম কর্মীদের ওপর হামলার ও নিন্দা করা হয়েছে।
    এপিডিআরে মাওবাদীদের লোকজন রয়েছে সন্দেহাতীতভাবে। তারা চেষ্টাও করেন এপিডিআরকে ব্যবহার করতে। কিন্তু এপিডিআরে শুধু মাওরাই নেই। আরও অনেক গণতান্ত্রিক মনোভাবাপন্ন মানুষও আছেন।
    সত্য উম্নোচিত হোক। অসত্য দূর হোক।

  • prateek | 180.151.34.130 | ২৫ নভেম্বর ২০১১ ১১:৪০500982
  • অন্য টইতে এই প্রশ্নটা করেছিলাম কল্লোলদা। APDR তাদের ওয়েবসাইট আপডেটেড রাখবে সেটাই প্রত্যাশিত,নইলে কথা উঠবেই।
  • dukhe | 122.160.114.85 | ২৫ নভেম্বর ২০১১ ১১:৪৪500993
  • এইটা মনে পড়ল -
    We believe that
    ultimately people have to take up armed struggle to seize power. But this does not
    mean we take up armed struggle at the cost of all other forms of struggle and
    thereby invite the state to unleash its brute force on the people. On the contrary, it
    is only when all other forms of struggle fail to achieve the objective, when these
    are crushed under the iron heels of the state that we resort to non-peaceful and
    armed forms of struggle. It is very important to understand this as it has become a
    common practice for some so-called political analysts and representatives of the
    ruling classes to charge the Maoists as responsible for all the violence since their
    very ideology talks of armed struggle. Hence, they conclude, there is no use of
    talks with the Maoists. These simpletons resort to the method of simple
    reductionism: Maoists believe in violence and armed struggle to overthrow the
    state; hence they indulge in endless violence; there is no use of talking to people
    whose very ideology is rooted in violence; and hence there is no other way than to
    crush the Maoists with all the means at the disposal of the state. Such goes their
    argument.


    http://www.thehindu.com/multimedia/archive/00103/Edited_text_of_12_2_103996a.pdf
  • dukhe | 122.160.114.85 | ২৫ নভেম্বর ২০১১ ১১:৪৮501004
  • আরেকটু -
    It has now become a fashionable thing for some human rights groups and
    the media personnel to play the role of referees in a sports event. By criticizing
    both sides equally they imagine they are being impartial or neutral in the war. If
    someone says that both Indians and the British were responsible for the violence
    in India during the two centuries of British rule would you accept it? Or that both
    Iraqis and the American occupiers are responsible for the violence in Iraq? Any
    freedom-loving person would unequivocally say it was the British colonialists that
    caused the blood-shed in India and it is the American aggressors that are the cause
    for the unending violence in Iraq.

  • kallol | 119.226.79.139 | ২৫ নভেম্বর ২০১১ ১১:৫১500910
  • প্রতীক। আপডেটেড থাকলেও প্রশ্ন উঠতো। কারন যে বিবৃতিটার লিংক দিলাম, সেটা তো সাইটেই আছে।
    আসলে কিছু মানুষ নিজেদের তৈরী করা ধারনাতে থেকে যেতে স্বচ্ছন্দ বোধ করেন। তাই যা প্রমাণ দেন না একবার খুলে দেখারও দরকার অনুভব করেন না। ধরেই নেন তার ধারনাই সার সত্য।
    আশা করি এপিডিআর তার সাইটা আপডেট করেনা বলেই তারা মাওবাদীদের পুতুল - এরকম অভিযোগও আসবে। খোরাক হিসাবে ভালই।
  • kallol | 119.226.79.139 | ২৫ নভেম্বর ২০১১ ১১:৫৩500918
  • হ্যাঁ ভালো কথা, এই বিবৃতিটা নিয়ে কিছু বলার আছে কি? এপিডিআর নাহয় সাইট সময়মতো আপডেট না করে সাতদিনের ফাঁসী ও তিনদিনের জেলের যোগ্য হয়েছে।
  • prateek | 180.151.34.130 | ২৫ নভেম্বর ২০১১ ১৩:১৯500919
  • বলতে দ্বিধা নেই যে APDR অ্যাজেন্ডা সম্পর্কে আমার ভ্রান্ত ধারণা ছিল- সাইটটা ভাল করে দেখার পরে কল্লোলদার সাথে একমত।
  • kallol | 119.226.79.139 | ২৫ নভেম্বর ২০১১ ১৩:২২500920
  • ধন্যবাদ প্রতীক।
  • pobitro | 115.242.132.219 | ২৬ নভেম্বর ২০১১ ০০:৪৮500921
  • ঠ্যাং গড [ব্যক্তিগত পছন্দ অনুযায়ী গডের স্থানে মাননীয় মূখ্যমন্ত্রীও অথবা বু/বি যে কোন গুরুজনকে ধরে নেওয়া যেতে পারে], এরকম কিছু লেখা গুরুতে থাকে। নইলে যে কোনদিন দাবী উঠতে পারে, গুরুও “মাওবাদিদের শাখা সংগঠন” বা প্রমাও।
    আমিও এবিষয়ে একমত। APDR নিশ্চৈ মাওবাদিদের শাখা সংগঠন। তবে APDR–এর ওয়েব পেজ-এ কারা যেন লিখে রেখেছে, “Estabishedon25June1972”, আবার উইকি বলছে, CPI (Maoist), foundedon21September2004, তার আগে অবশ্য পিপলস ওয়ার, mcc কিসব জানি ছিল, তবে কোনটাই ১৯৭৫ এর আগে নয়। সুতরাং আমার তো মনে হয়, মাওবাদীরাই APDR এর শাখা সংগঠন। আর কেবল মাওবাদী কেন? কাশ্মীরি জঙ্গী, মনিপুরী বন্দুকবাজ থেকে শুরু করে পাতি খুনের আসামীদের হয়েও ওরা নাকি আন্দোলন করে। কেন করে? আসলে সবকিছুই ওদের কারসাজি। যাকে পাতি খুনের আসামী ভাবছেন, সে আসলে APDR এর আন্ডা-র কভার এজেন্ট। খোঁজ নিলে দেখা যাবে, ওদের পিছনে নিশ্চয় পাকিস্তান, না না পাকিস্তান নয় চাইনা, না চাইনাও নয় আমেরিকা, সি আই এ, আল কায়েদা, অমরেশ পুরী সব্বার হাত আছে।
  • biplab pal | 69.250.67.136 | ২৬ নভেম্বর ২০১১ ০৫:৪২500922
  • এপিডি আরের মুখ ও মুখোশ:

    এপিডিআরের বিরুদ্ধে আগের লেখাটা লিখে আমি দেখিয়েছিলাম, এই সংগঠনটি মাওবাদিদের ছায়া সংগঠন ছারা কিছু না। কারন ওদের কোন প্রেস রিলিজ নেই মাওবাদিদের নিষ্ঠুরতার ও নির্মম হত্যাকান্ডের বিপক্ষে। এই খানে আছে তাদের প্রেস রিলিজ:

    http://apdr.org.in/press.html

    এর বিরুদ্ধে গুরুচন্ডালীতে এক ভদ্রলোক লিখলেন, আমি নাকি মিথ্যেচার চালাচ্ছি। এপিডিআর নাকি মাওবাদিদের হত্যাকান্ডের বিরোধিতা করে!
    তার উদাহরণ স্বরূপ, আমাকে ঐ প্রেস রিলিজ পেজের প্রথম লিংকটা ধরালেন-যেখানে নাকি মাওবাদি কার্যকলাপের বিরোধিতা করা হইয়াছে!

    http://apdr.org.in/press/lal.pdf

    প্রেস রিলিজটাতে কি লেখা আছে- গুরুচন্ডালীর এই ভদ্রলোক পড়েন নি। অথবা তিনি বাংলা ভাষাটি শেখেন নি। দেখুন একদম প্রথম লাইনেই আছে

    "মাওবাদিদের নাম করে"

    মানে মাও এরা এই কাজ করে নি। তাদের নাম করে কিছু বদমাইস অপকর্ম করেছে-তার বিরোধিতা করছে এপিডিআর।

    এই হচ্ছে এপিডিআরের মাওবাদি বিরোধিতা!!!

    অশ্বত্থামা হত ইতি গজ!!! ঐ প্রেস রিলিজটা আসলেই সব থেকে বড় প্রমান এপিডিআরের মাওবাদি প্রীতির।

    সে যাইহোক। পচামাছ যেমন শাক দিয়ে ঢাকা যায় না- এপিডিআরের মাওবাদি মুখোশও বেশীদিন রাখা সম্ভব না। আজকেই কোলকাতার এপিডিআর মিছিল থেকে কোটেশ্বর রাও এর মৃত্যুতে কিসেন জি লাল সেলাম শব্দে মঞ্ছ মুখরিত হয়েছে ( সূত্র আজকের, ২৬ শে নভেম্বর, ২০১১ এর আনন্দবাজার)। আবেগ আর কতদিন ঢেকে রাখা যায়।

    এরপরে কিছু প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন।

    গুরু চন্ডালীতে একজন দাবী করেছেন, কেন গৃহযুদ্ধের মর্যাদা দেওয়া যাবে না মাওবাদি দের সাথে যুদ্ধের। এটা যদি শ্রীলঙ্খা এবং নেপালে হয়-ভারতে কেন নয়?

    প্রথমত ভারত নেপাল বা শ্রীলঙ্কা নয়। ভারতের মিলিটারির কাছে মাওবাদিরা শিশু। শুধু রাজনৈতিক কারনে, জঙ্গলে যুদ্ধ সম্ভব না-কারন তাহলে কোল্যাটেরাল ড্যামেজ হবে। নইলে, এটা কোন যুদ্ধই না। ক্যোল্যাটেরাল ড্যামেজ মানলে মাত্র এক সপ্তাহেই শেষ করে দেওয়া সম্ভব মাওবাদিদের। কিন্ত তা পভিপ্রেত না। কারন সমস্যাটি রাজনৈতিক- এবং শ্রেনীযুদ্ধ। শ্রেনীদ্বন্দ কিভাবে কমানো যায়, সেদিক দিয়েই সমাধান খোঁজা উচিত। কিন্ত মাওবাদিদের বন্দুকের জন্যে বিনায়ক সেন বা হিমাংশুদের মতন গান্ধীবাদিদের ও মাওবাদি তকমা লাগানো হচ্ছে। এতে শাসক এবং অত্যাচারী শ্রেনীর লাভ হচ্ছে। আদিবাসিদের এই আন্দোলনকে সম্পূর্ন গান্ধীবাদে পরিণত না করতে পারলে, এবং দেশের জনগনকে যদি এই আন্দোলনে সামিল না করা যায়- মাওবাদের পথ সম্পূর্ন ভ্রান্ত। বিনায়ক সেনের জন্যে গোটা দেশ গর্জে উঠেছিল -আর আজকে কিশেনজীর মৃত্যুতে গোটা দেশ আনন্দ করছে [ কিছু চরম বাম ছারা]। অথচ কিশেনজি লোকটার উদ্দেশ্য খারাপ ছিল না- তিনিও শোষনের বিরুদ্ধেই দাঁড়িয়েছেন। কিন্ত অজান্তেই শোষনের হাতকে শক্ত করেছেন বন্দুক তুলে নিয়ে।

    দ্বিতীয় সমস্যাটা এই যে, মাওবাদিরা অস্ত্র ত্যাগ না করলে, সমাধানের বা আলোচনার পথ খোলা যায় না। অস্ত্র ত্যাগ করে সাংবিধানিক রাজনীতিতে ফেরা প্রথম শর্ত। এই শর্ত ছারা, আলোচনা শুরু করলে, মমতা সংবিধানচ্যুত হবেন। আমি মনে করি না সেটা কাম্য। সংবিধান একটা দেশের ভিত। সেটাকে কেটে বাড়িতে প্লাস্টার করা যায় না-উচিত ও না।

    আরেকটি কুযুক্তি চোখে পড়ল। সেটি হচ্ছে একজন লিখেছেন, ভারতের বিপ্লবীদের সাথে বৃটিশদের যুদ্ধে সময়, আমরা কি বিপ্লবীদের হিংসার বিরোধিতা করি?

    ভারতের স্বাধীনতা যুদ্ধের বিপ্লবীদের সাথে মাওদের তুলনা, আর মমতার সাথে বৃটিশদের তুলনাটা যারা করতে পারেন, তাদের বিদ্যাবুদ্ধি কেমন সেটা পাঠকদের হাতেই ছেড়ে দিলাম। কিন্ত এটাই এপিডিআর করেছে। তাতে পছা মাছের গন্ধ কিছু বেশী হয়েছে, শাক কিছু কম পড়িয়াছে। এবং আরো দৃঢ়ভাবে প্রমানিত হয়েছে এপিডিআর মাওবাদি দের শাখা সংগঠন ছারা কিছু না।
  • bb | 117.195.161.188 | ২৬ নভেম্বর ২০১১ ০৮:৪৬500923
  • একজন মাওবাদী নেতার মৃত্যুতে, যিনি তার আদর্শের জন্য ৭টি রাজ্যের পুলিশ আর অনেক সাধারণ মানুষের হত্যার জন্য দায়ী, তার মৃত্যুর অত্যুসাহী বিরোধিতা এপিডিয়ারের "মাও সমর্থক' দিকটা আরও প্রকট করে তুলল।
    এই ভরাভরা রাও আর গদর অন্ধ্রের দুজন পরিচিত মাও সমর্থক। প্রাক্তন মুখ্যমন্ত্রী YSR এদের দুজনকে উপেক্ষা করে মাওবাদী সমস্যা থেকে অন্ধ্রকে মুক্ত করে তুলেছিলেন।
    যেকন মৃত্যু দু:খের এই কথা মাথায় রেখেও বলা যায় যে এই মৃত্যু অনিবার্য ছিল। তার তথাকথিত আদর্শের জন্য যে নার্স বা পার্থ বাবুর মত নিরীহ মানুষ মারা গেছিলেন তাদের জন্য কিন্তু এই দরদ দেখিনি?
  • Bratin | 117.194.97.176 | ২৬ নভেম্বর ২০১১ ১১:১৯500924
  • তার মানে কি কিষেন জী ক্ষুদিরাম নন? আমি কাল থেকে খুব ঘেঁটে আছি। ভাবছিলাম আমার বোঝার ভুল হচ্ছে। উনি আসলে ক্ষুদিরাম র সাথে এক লাইনে উচ্চারিত হবার মতন একটা নাম।
  • bb | 117.195.161.188 | ২৬ নভেম্বর ২০১১ ১২:২৩500925
  • @Bratin দেখুন ক্ষুদিরাম আমাদের কাছে দেশপ্রেমী বিপ্লবী হলেও ইংরেজদের কাছে টেররিস্ট ছাড়া কিছুই নয়। এছাড়া কিংসফোর্ডের বদলে যে দুজনকে তিনি মারেন (১ ইংরেজ মহিলা ও তার মেয়ে - যতদূর মনে পড়ে মিসেস কেনেডি) তাদের ব্যাপারে আমাদের ইতিহাস নীরব। কিন্তু নিরপেক্ষভাবে দেখলে সেটা অন্যায় ছিল।
    তাই এই লেবেলিংটা অনেকটা নির্ভর করে আপনি কার দিক থেকে দেখছেন।
    তাই বলে আমি মনে করিনা কিষেণজীকে আমি ক্ষুদিরামে সমগোত্রে ফেলতে মোটেই রাজী নই।
  • Bratin | 117.194.96.191 | ২৬ নভেম্বর ২০১১ ১২:৩৭500926
  • @bb, আচ্ছা। হ্যাঁ আমি সেই ইতিহাস টা জানি। কিংসফোর্ডের আসার আগে একটি ঘোড়া র ঘাড়িতে দু ভদ্রমহিলা আসছেন। বিপ্লবী রা কিংসফোর্ড কে মারছেন ভেবে বোমা ছুঁড়তে ওনারা মারা যান। নিশ্চিত অপারাধ।

    কিন্তু তার সঙ্গে রেল লাইনে ফাটল ধরিয়ে লোক খুব ( যাঁদের আমি নিরপরাধ লোক বলে জানি। কনফিউশনের কোন অবকাশ নেই), বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা বা শুধু খবরী এই অজুহাতে নিকাশ কার দলের নেতা কে এক করতে পারছি। তাতে আমর দৃষ্টিভঙ্গী যদি ভুল হয় তো হোক।
  • bb | 117.195.173.221 | ২৬ নভেম্বর ২০১১ ১৩:০৮500928
  • আমি আপনার সঙ্গে এই ব্যাপারে একমত।
  • kd | 59.93.193.144 | ২৬ নভেম্বর ২০১১ ১৫:০৩500929
  • মাওবাদী ""সিমপ্যাথাইজার''দের কিষেনের মৃত্যুর তদন্ত নিয়ে এই চিল্লাচিল্লি আসলে নিজেদের বাঁচানোর চেষ্টা বলেই মনে হয়। ডেডবডির কাছে সিমকার্ড, ডিস্ক ইত্যাদির সাহায্যে ওদের সঙ্গে মাওবাদীদের ঘনিষ্টতা প্রকাশ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা - তার থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্যেই এ'সব। এরা তো আরামের জীবনে অভ্যস্থ - সত্যিকারের মাওবাদীদের মত জঙ্গলে জঙ্গলে লুকিয়ে থাকার মুরোদ নেই।
    অপেক্ষা করছি কবে এদের একে একে ধরে মুখোশ খুলে নেওয়া হবে।

    আর গুরুর পাব্লিককেও বলিহারি। ক্ষুদিরাম = কিষেন! মাইরি!
    না না, ঠিকই তো আছে। যেখানে হিট্‌লার = মমতা বলা যায়, সেখানে এই তুলনা তো এক্সপেক্টেড হওয়াই উচিত।
  • Ishan | 117.194.36.23 | ২৬ নভেম্বর ২০১১ ১৫:২৪500930
  • গেরিলা যুইদ্ধ অমনই হয়। ক্ষুদিরামটা যথাযথ উদাহরণ নয়। পরাধীন ভারতে গেরিলা যুদ্ধ হয়েছিল চট্টগ্রামে। সূর্য সেনের নেতৃত্বে। সেইটের সঙ্গে তুলনা করতে পারেন।
  • Sayon | 117.194.96.148 | ২৬ নভেম্বর ২০১১ ১৬:০৭500931
  • APDR এর দুটো দল আছে, একটি অংশ কট্ট্রর মাওবাদী ও অপর অংশ কট্ট্রর মাওবিরোধী। বর্তমানে মাওবাদী ও মাওবাদী সহানুভূতিশীলদের রমরমা।
    তাই প্রকাশ্যে এক ঘৃণ্য খুনীর পক্ষে "অমর রহে" স্লোগান দিতে তাদের কোন আপত্তি নেই, এটা জানা সত্তেও অসংখ্য নিরপরাধ সাধারন মানুষ কে হত্যা করেছেন ঐ কিষেনজী। APDR এর মূল আদর্শ রাস্ট্রের বিরোধিতা করা,
    তারা মনে করেন, মাওবাদীদের হাতে নিহত মানুষদের পরিবার পরিজনদের পাশে দাটালে নাকি আদতে রাস্ট্রের হাত শক্ত হয় - জানি না এ কোন যুক্তি তবে যুক্তি হবে। খেলো হলেও সে যুক্তি তো যুক্তি।

    এতবড় একজন আদর্শবাদী নেতাকে মেরে ফেলা হল। কিন্তু যে দলের ইনি নেতা, সেই দলের ঘোষিত রাজনীতি মেরে ফেলারই রাজনীতি। নেতা হিসেবে কিশেনজীর আদর্শও তাই। তাহলে তার বিরোধিতা কোথায়?
    কোথায় হয় পার্থ-সৌম্যজিৎ, বাকু সিং-সর্দার, জ্ঞানেশ্বরী, লালমোহন মাহাতদের জন্য প্রকাশ্য মিছিল? কোথায় হয় দান্তেওয়াডার ৭৬ জন, গড়চিলরৌরীর ৩৮ জন, শিলদার ২৪ জনের জন্য প্রকাশ্য ধিক্কার? কোথায় করে APDR ?
    কেন যে শিলদা বা দান্তেওয়াডা তে যাদের মেরে ফেলা হল তাদের কি মানবাধিকার ছিল না না তাদের ফাদে ফেলে ঠান্ডা মাথায় হত্যা করা হয় নি? যে রাস্ট্রের কাজে হত্যার তদন্ত দাবী জানাচ্ছেন, মাওবাদীদের ক্যাঙ্গারু কোর্ট নিয়ে কেনই বা তারা নিসগচুপ, সেখানে বুঝি খুব মানবাধিকার রক্ষা হয়?
    এটা হয়ত যুদ্ধ, যুদ্ধে দু-পক্ষের ই প্রান যাবে, তাহলে এই একচোখামীটা কেন? APDR বলে তাদের বিবৃতি মিডিয়া ষড়যন্ত্র করে ছাপে না/দেয় না, প্রশ্ন হচ্ছে দেবে কেন - যদি এক মাওবাদির মৃত্যুতে মিছিল করা যায়, সভা করা যায়, আর উলটোটা করা যায় না, উলতে নাম কে ওয়াস্তে একটা বিবৃতি পাঠানো হয়, দেবে কেন?
    এতেই কিরকম নিরপেক্ষতা সেটা তো স্পস্ট মালুম হচ্ছে।

    অবে আশার আলূ আছে, 'কিষেণজি' ওরফে কোটেশ্বর রাও-এর মৃতদেহ মর্গ থেকে নিয়ে যাওয়ার সময় ভারভারা-দীপা সহ এপিডিআর সদস্যরা "কিষেণজি অমর রহে" শ্লোগান দিতে থাকলে তাদের স্থানীয় মানুষের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল আজ।অবিক্ষোভের মুখে পড়ে পুলিশি নিরাপত্তার আড়ালে তড়িঘড়ি গাড়িতে উঠে তারা স্খানত্যাগ করতে বাধ্য হলেন ভারভারা সদলবলে।

    য: পলায়তি স: জীবতি। এই গণবিক্ষোভটা ওঁদের বাস্তবটা বুঝতে কিছুটা সাহায্য করবে। এরকম আরও দরকার আছে ভারভারা আর এপিডিআর নামের খুনির দালালগুলোর জন্য।

    তবে আশ্চর্য্য লাগে এপিডিআর সরকারের কাছে বিচার চেয়ে রাষ্ট্রের হাত শক্ত করার মত বিরাট ভুল করছে কী করে? হত্যাকারী রাষ্ট্র নিজের বিরুদ্ধেই নিরপেক্ষ তদন্ত করবে এটা কখনো সম্ভব? তথাকথিত "নিরপেক্ষ" লোকেদেরও ঠিক ম্যানেজ করে নেবে ট্রিলিয়ন ডলারধারী সাম্রাজ্যবাদের দালালরা। তার চেয়ে তদন্ত, বিচার এবং শাস্তি এই তিনটের দায়িত্বই মাওবাদীদের নিতে অনুরোধ করুক এপিডিআর।

  • Shubha | 59.93.209.131 | ২৬ নভেম্বর ২০১১ ১৬:১৯500932
  • salkat da guerrilla judhho jodi aman e hoy tale abar gerila judder sainiker mrittur bichaar keno? guerrilla juddhe to emon e hoy.
  • maximin | 59.93.218.236 | ২৬ নভেম্বর ২০১১ ১৬:২৪500933
  • আমার পোস্ট তো বেশি কেউ পড়েও দেখেনা। সায়ন দেখছি পড়েছেন। সে জন্যে ধন্যযোগ।
  • Ishan | 117.194.36.23 | ২৬ নভেম্বর ২০১১ ১৬:৪৮500934
  • যুদ্ধে মারা গেলে বলার তো কোনো প্রশ্নই নেই। জালালাবাদের যুদ্ধে যাঁরা মারা গিয়েছিলেন, তাঁরা জেনেশুনেই গিয়েছিলেন। কিন্তু সূর্য সেনকে ফাঁসি দেবার আগে নাকি মেরে সব দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। সব নখ উপড়ে নেওয়া হয়েছিল। তারপর অচৈতন্য দেহটাকে তুলে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। আপনি বৃটিশ হন কি নিকারাগুয়ান, বিপ্লবী কি মানবাধিকার কর্মী, এই নৃশংসতার প্রতিবাদ তো করাই উচিত।

    মাওবাদীরাও গণ আদালতের নাম করে ক্যাঙারু কোর্টে লোকজনকে পিটিয়ে মারে বা মারত। সেটাও চূড়ান্ত নৃশংসতা। এর প্রতিবাদ করার জন্যও কোনো দলভুক্ত হবার প্রয়োজন হয়না।
  • PM | 2.50.40.193 | ২৬ নভেম্বর ২০১১ ১৬:৫৬500935
  • APDR এর ফান্ড কোথা থেকে আসে? এটা জানলে অনেক প্রশ্নের উত্তর পাওয় জাবে। কেউ কি জানেন?
  • maximin | 59.93.218.236 | ২৬ নভেম্বর ২০১১ ১৭:৩২500936
  • পোস্ট মর্টেম রিপোর্ট অনুসারে এটা ফেক এনকাউন্টার ছিল না। অর্কুট থেকে জানলাম এইমাত্র।
  • Ishan | 117.194.36.23 | ২৬ নভেম্বর ২০১১ ১৮:২৬500937
  • মিনিদির পোস্ট পড়ে লাপ মেরে টিভি খুললাম। পোস্ট মর্টেমের কোনো খবর পাই নাই। তবে তারানন্দে শুনলাম যুদ্ধের রোমহর্ষক বর্ণনা।

    মোট নাকি তিনজন লোক ছিল দলে। সুচিত্রা, কিষেণজি, আর একজন দেহরক্ষী। আহত কিষেণজি বাকি দুজনকে পালাতে বলেন। তারপর উইঢিবির পিছনে পোজিশন নেন। গোটা যৌথবাহিনীকে তিনি একাই আধঘন্টা আটকে রাখেন। সেই ফাঁকে বাকি দুজন পালিয়ে সোজা বেলপাহাড়ি।

    এই গপ্পের শুরুতে আরেকজনও নাকি মারা গেছেন বলে শোনা যাচ্ছিল। তার কথা সেই ডিডিদা বলার পরে আর শোনা যায়নি। তিনি এখন বোধহয় জ্যান্ত। স্কোয়াডের সদস্যের সংখ্যাও কমতে কমতে এখন তিনে ঠেকেছে। আর কিষেনজি, বীরত্বে, যা বুঝলাম, পুরো অরণ্যদেব। :)
  • maximin | 59.93.193.150 | ২৬ নভেম্বর ২০১১ ১৯:৩১500939
  • ব্রেকিং নিউজে স্ক্রোল করছে। গুলিই লেগেছে, ধারালো অস্ত্রের আঘাত নয়। গ্রেনেডের সেলের টুকরো নীচের চোয়ালে ... থাক আর।

    কিষেন জি অমর রহে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন