এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এ পি ডি আর এবং একটি গণতান্ত্রিক তা

    Biplab Pal
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৮৪৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 117.194.44.52 | ২৮ নভেম্বর ২০১১ ১৪:৪২500973
  • আমি টিভিতে যা দেখেছি: মেদিনীপুর শহরে কফিনের সামনে ভারভারা রাও স্লোগান দিচ্ছেন, অনেকে গলা মেলাচ্ছেন। কোনো ব্যানার, ফ্ল্যাগ পতাকা দেখিনি। কাগজে পড়েছি, তাতে যাদবপুরের কিছু ছাত্রছাত্রী, মানবাধিকার সংগঠনের কিছু সদস্য ছিলেন। আমি জানিনা, এপিডিআর তার সদস্যদের জন্য কি গাইডলাইন দেয়, তবে আন্দাজ করতে পারি, সদস্যদের ব্যক্তিগতভাবে রাজনৈতিক স্লোগান দেওয়া থেকে বোধহয় আটকায়না।

    ওদিকে, কিষেণজির মৃতদেহ ঘুরপথে মাঝরাতে বাড়িতে আনা হয়েছিল। কোনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তা সত্বেও স্রেফ অন্ত্যেষ্টিতেই নাকি হাজার বিশেক লোকের সমাবেশ হয়ে গিয়েছিল। সেখানেও নানাবিধ লাল সেলাম স্লোগান ছিল, মানবাধিকার কর্মীরাও ছিলেন। দুই দলের দুরকম অ্যাজেন্ডা। কিন্তু উপস্থিতি এক জায়গায়। শুধু উপস্থিতি দেখেই খুব সহজে একে একে দুই বোধহয় করা যায়না।
  • dd | 124.247.203.12 | ২৮ নভেম্বর ২০১১ ১৪:৪৬500974
  • আজকের বর্ত্তমান দেখেন নি? ওতে কিষেঁজীর শেষযাত্রা ফ্রন্ট পেজে খুব বড়ো করে ছাবিয়েছে।

  • Ishan | 117.194.44.52 | ২৮ নভেম্বর ২০১১ ১৪:৪৮500975
  • আর মানবাধিকারের সমস্যা সত্যিই আছে তো। এই দেখুন, প্রতিদিন রীতিমতো হুমকি দিচ্ছে : http://epratidin.in/Details.aspx?id=5770&boxid=112137937

    এই খবরেই দেখলাম, পাঁচজন আদিবাসী যুবককে আটক করা হয়েছে। যাদবপুর থেকে। আমি তো কমপ্লেন করব এপিডিআর এর কাছে, এই নিয়ে কেন মিছিল মিটিং হচ্ছে না।
  • Ishan | 117.194.44.52 | ২৮ নভেম্বর ২০১১ ১৪:৫৫500976
  • তাইত্তো। আজাদের জন্য মমতা স্রেফ চোখের জল ফেলেছিলেন, আর এখানে কংগ্রেস এমপি মালাও দিয়ে গেছেন দেখছি। :)

    মমতা সাকসেসফুলি একজন ভারতীয় চে তৈরি করলেন। মমতার কপালে ভোগান্তি আছে এবার।
  • PT | 203.110.243.23 | ২৮ নভেম্বর ২০১১ ১৯:১৫500977
  • @dukhe
    প্রসূন, ছোট্‌ন আর সুজাত টিভির পর্দা থেকে প্রায় উধাও হয়ে গিয়েছে - ভোটের আগে বাম সরকারকে গাল দেওয়ার জন্য প্রায় প্রতিদিনই এদের কেউ না কেউ তারানন্দ বা কলতলা টিভিতে হাজির থাকত আর সুব্রত মুখার্জীর কথার সঙ্গে এদের কথার বিশেষ ফারাক করা যেত না। ছোটনের কথাবার্তায় কিছুটা সংযম ছিল কিন্তু প্রসূন বাম সরকারে বিরুদ্ধে যে সব শব্দ ব্যবহার করে মমতার পক্ষে সওয়াল করত সেগুলো শুনলে সে নিজেই লজ্জা পাবে এখন। আর গত তিন মাস ধরে সুজাত -""নিজেদের মধ্যে কথা বলে...."" লাইন নিয়েছে এবং সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে না। আমি এদের রাজনৈতিক ""নাইভিটি"" দেখে অবাক হয়েছি বরাবর। (এদের সঙ্গে আরো দুজন উধাও হয়েছে -শাঁওলী আর অর্পিতা- সে অবশ্য অন্য প্রসঙ্গ)।

    সিপিএমের খুন হওয়া লোকেদের মত তৃণমূলী বা কংগ্রেসের লোক খুন হলেও এপিডিআরের প্রতিবাদ জানানো উচিৎ, এ বলার অপেক্ষা রাখেনা। এই কম্মগুলো গত তিন বছর ধরে করলে আজকে এপিডিআরের বিশ্বাসযোগ্যতা অনেক বেশী হত এবং কিষেণজী সহ অন্যান্য মাওবাদীদের মৃত্যুর তদন্তের দাবীও তারা আরও জোর গলায় জানাতে পারত।
  • rupankar sarkar | 116.202.205.77 | ২৮ নভেম্বর ২০১১ ২৩:৩১500978
  • ঈশান - আমি তো মাঝে মধ্যে হঠাৎ টইতে আসি, তাই 'ক' কাকে বলে জানিনা, তবু আন্দাজ করে আপনার দ্বিতীয় লাইনটির জন্য একটা থাম্‌স আপ
  • dukhe | 122.160.114.85 | ২৯ নভেম্বর ২০১১ ১০:৪৫500979
  • PT, এবার প্রথম পাতায় - http://anandabazar.com/29raj1.html । এখনও কি 'সন্ধান চাই' বোর্ড লাগবে ?
  • PT | 203.110.243.23 | ২৯ নভেম্বর ২০১১ ১৫:৫৪500980
  • @dukhe
    আবাপ রোজ সকালে উঠেই পড়ি তাই আপনার লিংক দেওয়ার দরকার নেই। আপনি বোধহয় বুঝতে চাইছেন না যে আমি """""তুলনামূলক ভাবে""""" সুজাতদের বক্তব্যের গভীরতা এবং তীব্রতা মাপতে চাইছি। অর্থাৎ ভোটের আগে তারা কোন ডেসিবেলে আগের সরকারের মুন্ডপাত করত আর এখন কতটা ম্রিয়মাণ ভাবে সাংবাদিকদের এড়িয়ে (বা সাংবাদিক সম্মেলন না ডেকে) তাদের বক্তব্য লিখিতভাবে চ্যানেলে চ্যানেলে পাঠিয়ে দিচ্ছে সেটা বোঝার জন্য তক্কাতক্কি করার দরকার প্রয়োজন হয় না। ঐ গোটা খবরের প্রথম কয়েকটা লাইন (সুজাতদের লিখিত বক্তব্য) বাদ দিলে বাকি সবটা মধ্যস্থতাকারীদের নিয়ে আবাপ-র প্রথাগত ধারায় লেখা ভাব-সম্প্রসারণ। আর ঐ গপ্প পুরোটা পড়লে আমার বক্তব্যটাই প্রতিষ্ঠিত হয় যে কোন কারণে সুজাতরা প্রকাশ্যে মাও-মমতা-মহাশ্বেতা ইত্যাদি বিষয়ে মত প্রকাশ করা স্থগিত রেখেছে। মধ্যস্থতাকারীদের অন্তত: একজন জ্ঞানেশ্বরীর ঘটনার পরেরদিন ডাকা পকাবুদের সাংবাদিক সম্মেলনের সঞ্চালক ছিল। সব মিলেয়ে এদের বর্তমান অবস্থান আমার কছে বিশেষ আশ্চর্যের বিষয়।
  • dukhe | 122.160.114.85 | ২৯ নভেম্বর ২০১১ ১৬:০০500981
  • ই কী রে ! এই সেদিনই তো এপিডিআরের সাংবাদিক সম্মেলন নিয়ে এত কাণ্ড হল । পাবলিক মেমরি শর্ট জানি, তাই বলে -
    না: - হাল ছেড়ে দিলাম দাদা ।
  • PT | 203.110.243.23 | ২৯ নভেম্বর ২০১১ ১৬:০৬500983
  • সেই সম্মেলনে সুজত, ছোট্‌ন, প্রসূন ছিলেন?
  • dukhe | 122.160.114.85 | ২৯ নভেম্বর ২০১১ ১৬:০৯500984
  • জানি না । ছোটন বা প্রসূন কি এপিডিআরের সদস্য ? সুজাত থাকতে পারেন ।
  • PT | 203.110.243.23 | ২৯ নভেম্বর ২০১১ ১৬:১৯500985
  • তাহলে আরেকবার আমার Date:27 Nov 2011 -- 11:13 PM-র পোস্টিংটা পড়ে নিন। কি বলিতে কি বলিয়াছিলাম পরিষ্কার হয়ে যাবে।

    সাম্প্রতিক কালে এপিডিআরের কোন সাংবাদিক সম্মেলনে সুজাতকে দেখা যায়নি। সুজাতও ভোটের আগে থেকে এখনও পর্যন্ত - আমার দেখা সব টিভির আলোচনাতে - এপিডিআরের হয়ে কোন বক্তব্য রাখেননি। সুজাত আর ছোটন নাকি যথাক্রমে এপিডিআর বা বন্দীমুক্তি কমিটির প্রতিনিধি/সদস্য হিসেবে মধ্যস্থতাকারীর দায়িত্ব নেননি - নিয়েছেন ব্যক্তিগত ক্ষমতায়!!
  • dukhe | 122.160.114.85 | ২৯ নভেম্বর ২০১১ ১৬:২৩500986
  • PT-র বক্তব্য কি তাহলে APDR নিয়ে নয়, এই তিনজনকে নিয়ে ? আমি আগে ঐ পোস্ট পড়ে সেরকম কিছু বুঝিনি । এখনও তো দেখলাম APDR বামবিরোধী (এবং তিনো-কং ইত্যাদিরও বিরোধী, তাই তো ?) আর ঐ তিনজনের সন্ধান চাই ।
  • kallol | 119.226.79.139 | ২৯ নভেম্বর ২০১১ ১৬:২৫500987
  • যারা সিপিএম তথা বামফ্রন্টের বিরোধীতা করেছিলেন তৃণমূলকে সোজাসুজি সমর্থন করে বা না করে, তারা আর কোনদিন তৃণমূল বিরোধীতা করতে পারবেন না? বা কোন বিষয়ে কখনো সিপিএম বা বামফ্রন্টকে সমর্থন করতে পারবেন না? এটা কেমন কথা, বুঝলাম না।
    সিপিএমএ যে প্রচুর বাজে লোক জুটেছিলো সেটা তো সিপিএমই স্বীকার করছে। তাদের উপর ভরসা করে সিপিএম নেতৃত্ব প্রচুর বাজে সিদ্ধান্ত নিয়েছে। এখন সেই সব লোকেরা তৃণমূলে ঢুকেছে। নানান বাজে কাজ শুরু হয়েছে। বিরোধীতা হবেই।
    আজাদের বেলায় মমতা বলেছিলেন ভুয়ো সংঘর্ষ। তখন বামেরা উড়িয়ে দিয়েছিলেন সে সব কথা। আজ তাই বলে গুরুদাস দাশগুপ্ত কিষনজীর বেলায় ভুয়ো সংঘর্ষ বলতে পারবেন না?
  • q | 121.241.218.142 | ২৯ নভেম্বর ২০১১ ১৬:৩৬500988
  • দিদি বলেছেন পারবেন না। আপনি কে মশাই?
  • PT | 203.110.243.23 | ২৯ নভেম্বর ২০১১ ১৬:৫৭500989
  • আসলে বুদ্ধিজীবিদের দ্বিচারিতা মাপার চেষ্টা করছি। এপিডিয়ারের কর্মকর্তারা রাজনীতির ব্যাপারে সরলমতি অথবা খুব বেশীদূর দেখার ক্ষমতা নেই। কিন্তু তাদের ব্যাপারটা ভিন্ন - এ ব্যাপারে kallol-ও তাঁর নিজের মত লিখেছেন। এপিডিআরের প্রতিনিধিরা বহুবার জানিয়েছেন যে সুজাত এপিডিআরের সদস্য হলেও মধ্যস্থতাকারীর কাজটি এপিডিআরের প্রতিনিধি হিসেবে করছেন না। কাজে সুজাত, প্রসূনের আসল অবস্থানটা কি এবং বিশেষত: কিষেনজীর মৃত্যুর পরে সুজাত, প্রসূন কেন মৌনব্রত নিয়েছেন সেটা বোঝার চেষ্টা করছি।
  • kallol | 119.226.79.139 | ২৯ নভেম্বর ২০১১ ১৬:৫৮500990
  • কুত্তা লগ্নে জম্মানো হ:দা:পা:
  • q | 121.241.218.142 | ২৯ নভেম্বর ২০১১ ১৭:০৬500991
  • এই মরেচে। এই অ্যাব্রিভিয়েশনটা আবার কী?
  • PT | 203.110.243.23 | ২৯ নভেম্বর ২০১১ ১৮:২৯500992
  • বহুবার শোনার পরে এই ""কুত্তা লগ্নে জন্ম"" নিয়ে একটা কথা না লিখে পারছি না। এটা কেউ দয়া করে ব্যক্তিগত ভাবে নেবেন না। ভারতবর্ষের রাস্তা ঘাটে নেড়ির সংখ্যাই বেশী। অন্ধকে দিকনির্দেশ করে নিয়ে যাওয়ার মত নিষ্ঠাবান, শিক্ষিত কুকুরের সংখ্যা বিলক্ষণ কম। তার প্রভাব অন্যত্রও পড়ছে কিনা সেটা ভেবে দেখার বিষয়। কুত্তা লগ্নে জন্মে কেউ ঘেউ ঘেউ করলেই সেটা এমন কিছু মহৎ কম্ম হয়না।
  • S | 59.93.214.252 | ২৯ নভেম্বর ২০১১ ১৮:৪৯500994
  • ishan ji aapane ki boktobbo e byapare?
  • q | 121.241.218.142 | ২৯ নভেম্বর ২০১১ ১৮:৫৮500995
  • একটা "কে" দিলেই হচ্ছিলো আর কী!
  • Ishan | 117.194.38.240 | ২৯ নভেম্বর ২০১১ ১৯:০৩500996
  • ইকিরে ভাই। আমাকে মারবে নাকি? :(

    প্রসূনকে নিয়ে আমার কোনো বক্তব্য নাই। প্রসূন অতি ভালো ছেলে। এই ছাড়া।:)

    সমালোচনা করার মতো কিছু পেলে করব নিশ্চয়ই।
  • dukhe | 14.96.60.101 | ২৯ নভেম্বর ২০১১ ২১:২৪500997
  • PT কী বললেন ? সিপিয়েম বা তিনো নিতান্ত অন্ধ বলেই এপিডিআর তাদের রাস্তা চেনাতে ব্যর্থ ?
  • PT | 203.110.243.21 | ২৯ নভেম্বর ২০১১ ২২:০৭500998
  • আরো দুটো অপশন দিতে পারি:

    ১/ সিপিএম, তিনো অন্ধ নয় এপিডিআর অন্ধ।

    ২/সিপিএম, তিনো, এপিডিআর তিনটেই অন্ধ।
  • dukhe | 14.96.60.101 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৫৪500999
  • অন্ধ কুকুর আদি অ্যানালজিতে ছিল না । ইনভ্যালিড অপশন ।
  • PT | 203.110.243.21 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৩৩501000
  • ঘেউ ঘেউ করলেই চোখে দ্যাখে এমন ভাবার কোন করণ নেই। প্রচুর কুত্তা অন্ধ হয়েই জন্মায়। http://www.blinddogs.com/
  • kallol | 119.226.79.139 | ৩০ নভেম্বর ২০১১ ১০:৪০501001
  • কুকুর, তা সে দেশী-বিদেশী, শিক্ষিত-অশিক্ষিত যাই হোক না কেন, সন্দেহজনক কিছু দেখলে বা গন্ধ পেলেই ঘেউ ঘেউ করে। অন্ধ কুকুরেরাও করে। এটাই কুত্তা লগ্নে জম্মের পিছনের কথা।
    পথ দেখানো নয়, সতর্ক করাটাই কুত্তা লগ্নে জম্মোদের কাজ।

    পথ কে কাকে দেখায়।
  • lcm | 69.236.167.255 | ৩০ নভেম্বর ২০১১ ১০:৪৬501002
  • APDR হল Association for Protection of Democratic Rights। বাংলায়, গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি।

    কোনো দেশেই গণতন্ত্র পারফেক্ট নয়। তাই ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা আছে বই কি। সব গণতান্ত্রিক দেশেই আছে।
  • dukhe | 122.160.114.85 | ৩০ নভেম্বর ২০১১ ১২:১৪501003
  • তবে সমস্ত মানবাধিকার লঙ্ঘনের (প্রতিবেশী কর্তৃক শিশুহত্যা, তিনো কর্তৃক সিপিয়েম খুন, পণের দাবিতে অত্যাচার, পকেটমার সন্দেহে গণপিটুনি, বৃদ্ধা মাকে সন্তানের অবহেলা) ঘটনার প্রতিবাদ জানাতে হলে তাদের কমসে কম ৪৮ ঘণ্টার দিন দরকার ।
  • PT | 203.110.243.23 | ৩০ নভেম্বর ২০১১ ১২:১৯501005
  • এই ধরণের সংগঠনের অবশ্যই প্রয়োজন আছে সে ব্যাপারে আমিও একমত। কিন্তু এদের কাজের পরিধির কারণেই মূলস্রোতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিরাপদ দূরত্বে থাকা প্রয়োজন। এপিডিআর বা তাদের সদস্যরা ভোটের আগে ""সরকার বদলের"" কাজে সরাসরি যুক্ত থেকে এবং সাধারণভাবে মাওবাদীদের সঙ্গেও নিরাপদ দূরত্ব রাখতে না পেরে নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। কয়েকমাস আগেই বাম সরকারের কার্যক্রমের তীব্র বিরোধীতায় মুখর সুজাত এবং অন্যান্যদের বর্তমান নিরবতাও সাধারণভাবে মানবাধিকার নিয়ে যারা কাজ করে তাদের মোটেই সাহায্য করছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন