এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এ পি ডি আর এবং একটি গণতান্ত্রিক তা

    Biplab Pal
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৮৪৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • saikat | 116.203.214.185 | ২৬ নভেম্বর ২০১১ ১৯:৪৬500940
  • কিন্তু ঈশান কি সবকটা চ্যানেলের খবর নিয়ে আপডেটেড?

    এই যেমন, কলকাতা টিভিতে দেখছিলাম, ১১খানা চিঠি পাওয়া গেছে, কিষানজী ও সুচিত্রা মাহাতোর মধ্যে। তার মধ্যে ২-তো তে "প্রেম প্রেম" গন্ধ আছে। গোয়েন্দাদের অনুমান, ২৪শে নভেম্বর, কিষানজীর জন্মদিনে সুচিত্রা মাহাতোর ডাকে সাড়া দিয়ে কিষানজী পশ্চিমবঙ্গে ঢুকেছিলেন। এবং ঐ জঙ্গলেই তাদের দেখা হওয়ার কথা ছিল !

    অন্যদিকে আবাপ ও TOI পড়ুন, কিষানজীর আগমন নিয়ে দুটো মত আছে। আবাপ অনুযায়ী, পার্টির শীর্ষস্তরে নিজের কতৃত্ব কায়েম রাখার জন্য এবং অপর এক নেতা "কিষানদাদা"-কে চাপে রাখার জন্য পশ্চিমবঙ্গে ঢোকেন নিজের ঘর গোছাতে।

    আর TOI অনুযায়ী, এই রাজ্যের মাওবাদীদের মধ্যেকার ফাটল মেরামত করতে, বিকাশ-আকাশের সম্পর্ক ঠিক করতে, স্কোয়াড সদস্যদের দায়িত্ব বোঝাতেই তিনি ঐ অঞ্চলে আসেন।

    এবার বেছে নিন যে কোন মতটিকে। প্রেমের তত্ব বা রাজনীতির তত্ব। তবে যেভাবে বাকী দলটার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না কিন্তু যৌথবাহিনী খুব সাবধানে জঙ্গল ঘুরে দেখছে তাতে মনে হয় কলকাতা টিভির মতটিই প্রাধাণ্য পাবে !
  • ppn | 112.133.206.18 | ২৬ নভেম্বর ২০১১ ২০:১১500941
  • হ্যাঁ, সৈকত, এইখানে আপডেট দিয়ো তো। তারানন্দ আর ২৪ ঘন্টা ছাড়া এখানে কিস্যু আসে না।
  • maximin | 59.93.193.150 | ২৬ নভেম্বর ২০১১ ২০:২০500942
  • তারানন্দ মানে কি স্টার আনন্দ? যে চ্যানেলের এত নিন্দে? তা সেই চ্যানেল দেখা কেন?
  • maximin | 59.93.193.150 | ২৬ নভেম্বর ২০১১ ২০:২৬500943
  • দিল্লিতে কিশেনজি নিহত হলেন, মুখ্যমন্ত্রী দিল্লিতে, মুখ্যমন্ত্রীর ফার্স্ট রেস্পন্স দেখানোর ক্ষমতা হয়নি স্টার আনন্দর। 'এই তো অবস্থা' (জ্যোতিবাবুর ভাষায়।)।
  • siki | 122.177.251.103 | ২৬ নভেম্বর ২০১১ ২০:২৯500944
  • পোস্ট মর্টেমের খবর দেখানো হয়েছে টিভিতে। কিন্তু বিশদ জানা যায় নি। জাস্ট স্ক্রোলিং দেখলাম পোস্টমর্টেম শেষে রিপোর্ট তুলে দেওয়া হয়েছে সরকারের হাতে।
  • maximin | 59.93.193.150 | ২৬ নভেম্বর ২০১১ ২০:৩০500945
  • এদিকে আমিও লিখে ফেলেছি দিল্লিতে কিশেনজি নিহত হলেন। (এই তো অবস্থা। :P)
  • siki | 122.177.251.103 | ২৬ নভেম্বর ২০১১ ২০:৩১500946
  • ঐ আর কি, দিল্লিতে স্ক্রিপ্টটা লেখা হয়েছিল। একই ব্যাপার। :-)
  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ২০:৪৬500947
  • সৈকতদা, :)

    কিন্তু ওদিকে যে DNA লিখে দিল, সুচিত্রাকে সঙ্গী করে ঘোরা হল মাওবাদীদের মেয়েদের এক্সপ্লয়টেশনের 'প্রমাণ'? ওদেরকে কোলকাতা টিভি দেখতে বলতে হবে।
  • dukhe | 117.194.248.215 | ২৬ নভেম্বর ২০১১ ২১:০৩500948
  • তবে APDR কি আর একাই মাওবাদীদের মুখোশ ? মাও-ফাও কিছু নেই, কিংবা আজাদের মৃত্যুর তদন্ত চাই যিনি বলেছিলেন, তিনিও তখন মাওদের মুখোশ ছিলেন । এখন অন্যের মুখোশ হয়েছেন । এই তো জীবন ।
    তকমা লাগানো যে রেটে এগোচ্ছে, মাও আর তাদের মুখোশ মিলে জনসংখ্যার চেয়ে বেশী না হয়ে যায় !
  • Shubha | 59.93.254.103 | ২৬ নভেম্বর ২০১১ ২১:১০500950
  • ekta jinis amar poriskaar hochhe na jodi maarbei tobe aage dhorbe keno? dhorar aagei to mere debe. aar jekhane onner hate astra aache se to guli churbei noi ki?

    guruadas dasgupta bolechen je 12 tai dhoreche 4 te te mereche.. tar mane specific evidence aache kono eye witness... segulo hint to deoya jeto...

    aar jodi dhorloi tobe maar be keno? jyanto dhorte paarle tader credit besi...


    mini di avro load korechi kintu jyo fola r -fola aasche na bidghute sob banan aasche dekhi arekbaar kore
  • byaang | 122.167.120.172 | ২৬ নভেম্বর ২০১১ ২১:১২500951
  • আমি জাস্ট বুঝতে পারছি না, অত অত পুরনো চিঠির তাড়া নিয়ে এরা জঙ্গলে ঘুরছিল, এটা মানুষকে বিশ্বাস করতে হবে!! তার উপর সুচিত্রা মাহাতোর ব্যাগ বলে যে শান্তিনিকেত্নী চামড়ার পার্সটি দেখানো হচ্ছে - জাস্ট কিছু বলার নেই।
  • dukhe | 117.194.248.215 | ২৬ নভেম্বর ২০১১ ২১:১৯500952
  • এবং বিপবাবুর জ্ঞাতার্থে - বিনায়ক সেনেরও মাওবাদী তকমার অভাব হয়নি । গোটা দেশ নাকি তাঁর হয়ে গর্জে উঠেছিল ? এই দ্যাহেন -
    ThemootpointisthatwhetherBinayakSenwasaMaoistornot? IfhewasaMaoistthentheawardofthesentencecannotbedisputedalthoughitsquantummaybedebateduponinthehighercourts.IfhewasnotaMaoistthenwhysofarhehaskepthimselfawayfromanycampaignagainstMaoist-Naxalviolence? AsanactivistheshouldhavebeenontheforefrontofthemovementagainstMaoistviolencebuthewasnot.HeisbeingportrayedasanactivistDoctorworkingintribalareasservingthepoortherebuthisactivitiesintheareawasalwaysreportedshowinghimassomeonelinkedwithMaoistmilitiainthearea.
    http://voi.org/20101231599/editorial/editorial/editorial:isbinayaksenamaoist.html
    এরকম বহু স্যাম্পল নেটে (এবং নেটের বাইরেও) পাবেন । দেখবেন কি না আপনার ওপর ।
  • dukhe | 117.194.248.215 | ২৬ নভেম্বর ২০১১ ২১:২২500953
  • বেঙীও যেমন ! সি বি আই তদন্তে যখন ওগুলোর যাথার্থ্য প্রমাণ হবে, তখন মানবেন তো ? যত্ত সন্দেহবাতিক !
  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ২১:৩০500954
  • অতদূর কেন ? ফেক এনকাউণ্টার কিনা প্রশ্ন তুল্লেই তো এই গুরুতেই তো প্রশ্ন এসে যায়, কোন বিবেচনায় মানুষ খুন সমর্থন করা হয় :)
  • Shubha | 59.93.254.103 | ২৬ নভেম্বর ২০১১ ২১:৩৪500955
  • byaang thik bolechen etto chithhi niye keu ghore naki? tao abar baktyigoto ogulo CRPF e likhe rekehe diyeche. aar suchitra santiniketani bag use korben!!!!

    obosso ajkal oi dhoroner chamrara bag onek jaogaitei paoya jai.... tobu... suchitra mahator kache ei baag bhaba jaai na sajateo paare na ekta jinis thik bhabe.. ei to abastha.

  • Ishan | 117.194.36.23 | ২৬ নভেম্বর ২০১১ ২১:৫৫500956
  • আমাদের কোলকাতা টিভি আর চ্যানেল টেন দেয়না। হায়। :(
  • Shubha | 59.93.254.103 | ২৬ নভেম্বর ২০১১ ২১:৫৮500957
  • Ishan da otaao tomaar gonotratrik adhikaar er modhye pore
  • saikat | 116.203.208.9 | ২৬ নভেম্বর ২০১১ ২২:০৩500959
  • আপনার কী জানেন যে এই ভারভারা রাও এত বড় বড় কথা বলছেন, অথচ সোম্যজিৎ বসুর পরিবারের লোকেরা সৌম্যজিৎ অপহৃত হওয়ার পরে তাঁর কাছে গেলে তিনি কিছুই করতে পারেন্নি, অর্থাৎ মাওবাদীদের থেকে সৌম্যজিৎকে মুক্তি দেওয়াতে পারেননি। এটাও জেনে রাখুন, APDR, মহাশ্বেতা দেবী সবার কাছেই তাঁরা গেছিলেন কিন্তু কেউই কিছু করেননি। অথচ আজ সবাই তড়পাচ্ছেন !

    চ্যানেল 10-এর বক্তব্য এরকম, সৌম্যজিতের দাদার সাথে সাক্ষাতকারের ভিত্তিতে।

    ভাবখানা এমন যে APDR, ভারভারা রাও, মহাশ্বেতা ইত্যাদিদের সাথে কিষেনজীর কংকল হত, প্রতিদিন না হোক, সপ্তাহে একদিন অন্তত, স্ট্যাটাস আপডেট গোছের।

  • dukhe | 117.194.239.103 | ২৬ নভেম্বর ২০১১ ২২:২০500961
  • নাকি বলতে চাইল এঁরা যতই লাফান, আসলে (কাজের বেলায়) মাওবাদীদের সঙ্গে এঁদের কোন সম্পর্কই নেই ? :)
  • dukhe | 117.194.225.127 | ২৭ নভেম্বর ২০১১ ১১:৪৭500962
  • প্রতিদিনে দেখলাম সূর্যকান্ত বিমান ফরোয়ার্ড ব্লক সবাই মাওবাদীদের মুখোশ হয়ে গেছে । তাহলে বাকি কে ?
    হাতে রইল চিদম্বরম, আর, ইয়ে, পেন্সিল ।
  • rokeyaa | 203.110.243.21 | ২৭ নভেম্বর ২০১১ ১১:৫৪500963
  • চড়াই
    মদ না খেলেও
    স্ট্রোক না হলেও
    আমার পা টলে যায়
    ভূমিকম্প উঠে আসে বুকে ও মাথায়

    মোবাইল টাওয়ার চিত্‌কার করে
    চড়াই পাখীরা পরে থাকে মরে
    ওদের আকাশ ফুরিয়ে গেছে
    আকাশ চুরি করেছে তস্করে

    পরে থাকে, বড়ই একাকী
    চড়াইপাখি
    পালকে কী জংলি ছাপ
    ঠোঁটে, চোখে লেগে ও কি নীল
    পাশে থাকে খড়কুটো, একে ফর্টিসেভেন
    এভাবেই শেষ হলো এবারের লেনদেন

    একটু চুপ করবেন, বিশিষ্ট শকুনেরা
    থামাবেন আপনাদের কর্কশ হাঁকডাক
    কিছুক্ষণ, বিনা শ্রবনযন্ত্রে, চড়াইয়ের
    কিচিরমিচির
    শোনা যাক

    নবারুন ভট্টাচার্য
    ২৫ নভেম্বর
  • Biplab Pal | 69.250.67.136 | ২৭ নভেম্বর ২০১১ ১২:১৪500964
  • কবিতার কর্কশ আওয়াজে
    ধর্ষকরাও আজকাল চড়ুইপাখি
    কল্পনার ডাঙাভাঙা পাখিগুলো
    সার্কাসের টিয়াপাখি।
  • h | 117.194.224.101 | ২৭ নভেম্বর ২০১১ ১২:৩৩500965
  • শোভা মান্ডির ডাইরি নতুন কিসু না, বহুদিন ধরে এর টেকস্ট অ্যাভেলেবল। এটা সিরিয়ালাইজড হয়েছে , এক্সার্পটস বেরিয়েছে। জেনেরালি ডায়রি টা র অথেন্টিসিটি কতটা তাই নিয়ে প্রশ্ন আছে, খুব বেসিক প্রশ্ন হল, মাওবাদীদের নিয়ন্ত্রিত এলাকা বা পুলিশের নিয়ন্ত্রিত গরাদ, দুটোর কোথাও কি এই বাজারে খুব একেবারে নিজস্ব ভাষ্য আসা সম্ভব? তাছাড়া রাজ্য রাজনীতির উতার চাঢ়াও অনুযায়ী পক্ষে বিপক্ষের ন্যারেটিভ বদলেছে, সুক্ষ্ম বা স্থুল ভাবে। বার বার। আরো কত খেল বাকি কে জানে। মানুষের জীবন তো ক্ষমতার লোভের কাছে কিসুই না।

    বিশেষ করে জেল অথরিটি কে লুকিয়ে যদি কিসু লেখা হত তাইলে বোঝা যেত এটা র ভাষ্য প্রশ্নহীন না। এমনিতে বিপ্লবী মহলে পৌরুস কেসটা একটু বিরক্তিকর ভাবে বেশি। লাতিন আমেরিকার এন্টায়ার রিভোলিউশনারি লিটেরেচার প্রায়শ নারীবিরোধী, পুরুষ বিপ্লবীরা আলুমূলক ব্যবহার করেছেন, পার্সোনার আকর্ষণ ইত্যাদি এর সঙ্গে রয়েছে।

    তবে এই নিহত মাওবাদী নেতা পার্সোনালি এই প্রক্রিয়ায় উৎসাহ প্রদান করেছেন, আমি সিওর নই। একটা মৃত লোক সম্পর্কে একটা পরিচিত রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ নিয়ে থাকা একটা বালের কাগজ এনকাউন্টার এর জাস্টিফিকেশন তৈরি র জন্য পাঁচটা কথা বললেই সেটা নিয়ে আমাদের সুরসুড়ি মার্কা আলোচনা করতে হবে? হতাশাজনক টই। একই পদ্ধতিতে গণপিটুনি র জাস্টিফিকেশন তৈরি হবে। এই সব বিপদ কি আপনারা জানেন না?

    ফালতু কোয়ালিটির আলোচনার প্রচেষ্টা।
  • PT | 203.110.243.21 | ২৭ নভেম্বর ২০১১ ২৩:১৩500966
  • এপিডিআর এবং অন্যন্য মানবাধিকার সংগঠনগুলোর প্যথোলোজিকাল সিপিএম বিরোধী অবস্থান এবং বহু বছর ধরে সিপিএম তথা বাম সমর্থকদের খুনের কঠোরভাবে প্রতিবাদ না জানানোর জন্য আজকে তাদের মানবতাবাদী অবস্থানকেই প্রশ্ন করাটা অত্যন্ত সহজ হয়ে দাঁড়িয়েছে। মমতা এবং তার তল্পিবাহক সাংবাদিকরা এই প্রশ্নই বারংবার করে যাচ্ছে আর ঐসব সংগঠনের প্রতিনিধিরা হাবিজাবি উত্তর দিয়ে যাচ্ছে। প্রসঙ্গত সুজাত, ছোটন আর প্রসূন কোথাও কেউ কি খবর রাখেন?
  • dukhe | 122.160.114.85 | ২৮ নভেম্বর ২০১১ ০৯:৫৫500967
  • ছোটন তো কিষেণজির মৃত্যুর তদন্তের দবি তুললেন । সুজাত বলেছেন নিজেদের মধ্যে কথা বলে জানাবেন শান্তিপ্রক্রিয়া চলবে কিনা। PT সত্যিই পিছিয়ে পড়ছেন ।
    এপিডিআর কি তিনোমুলীদের মৃত্যুতে শোকসভা করে ? কংগ্রেসীদের ?
  • kallol | 119.226.79.139 | ২৮ নভেম্বর ২০১১ ১২:২৩500968
  • পিটির Date:27 Nov 2011 -- 11:13 PM পোস্টের সাথে আংশিকভাবে একমত।
    প:ব:র মানবাধিকার সংগঠনগুলোয় ঐতিহাসিকভাবে নকশাল ও প্রাক্তন নকশালদের প্রাধান্য। আমি মাত্র একজনকে জানি যে প্রাক্তন সিপিএম। সে এপিডিআরের প্রাক্তন,এখন মাসুমের কর্মী কিরীটী রায়।
    ৭২-৭৭এ এপিডিআর তার সাধ্যমত চেষ্টা করেছে সিপিএমকে সাথে পাবার। সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে, সিপিএমএর শীতলতায়। আমি ব্যাক্তিগতভাবে সেসব প্রচেষ্টার সাক্ষী। ৭৭এর পর গোটা পরিপ্রেক্ষিতটাই পাল্টে যায়। সিপিএম তখন রাষ্ট্রের অংশ। তবু ১৯৭৮এ স্রেফ সিপিএমএর ওপর বিশ্বাসের জেরে এপিডিআর মরিচঝাঁপি নিয়ে প্রায় কিছুই করেনি। আমরা ভাবতেই পারিনি ১৯৭৮এর সিপিএম এরকম কিছু ঘটাতে পারে।
    পরের দিকে সিপিএম আর রাষ্ট্রের (সরকারের) মধ্যে ফারাক মুছে গেলে, একের বিরোধীতা স্বাভাবিক ভাবেই অন্যের বিরোধীতায় দাঁড়িয়ে যায়। এর পর থেকে এই প্রবনতাটা লক্ষ করা যায় যে সিপিএমের ওপর অন্যায়-অত্যাচার হলে প্রতিবাদটা একটু নীচু স্বরে হয়।
    এটাও ঠিক যে,ঐ প্রেস বিবৃতিগুলো কাগজগুলোতে পাঠানো হলেও, তা ছাপা হতো না। কিন্তু এপিডিআর তো রাস্তায়ও নামতে পারতো। তা, তারা করেনি। ফলত: নিজেদের নিরপেক্ষতার মুখে নিজেরাই কালি মাখিয়েছে। আজ তার ফল ভুগতে হবে। সেটাই স্বাভাবিক।
  • PM | 86.96.228.84 | ২৮ নভেম্বর ২০১১ ১২:৪৯500969
  • কল্ললদা , APDR এর "কিষেন্‌জী লাল সেলাম"/"কিষেন্‌জী অমর রহে ধ্বনির ব্যপারে আপনার কি মত।
  • kallol | 119.226.79.139 | ২৮ নভেম্বর ২০১১ ১৩:৪৫500970
  • কিছু আগেকার কথা বলি, বুঝতে সুবিধা হবে।
    ১৯৭২-৭৩ সাল। সবে এপিডিআর তৈরী হয়েছে। নকশালদের মধ্যে যারা, খতম ও বদলার রাজনীতির বিরোধীতা করছেন, গেরিলা লড়াইয়ের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার কথা বলছেন, তারাই এপিডিআরের পতাকার তলায় জড়ো হচ্ছেন। এরা কেউ কেউ জেল ফেরৎ, কেউ কেউ তখনও পালিয়ে বেড়াচ্ছেন।
    তখন মিছিলে স্লোগান উঠতো - কাশীপুর-বরানগরের গণহত্যার বিচার চাই। হঠাৎ হাঠাৎ কেউ স্লোগানটাকে পাল্টে দিতেন কাশীপুর-বরানগরের গণহত্যার বিচার নয় বদলা চাই। সারা মিছিল যেন ফেটে পড়তো জলন্ত আগ্নেয়গিরির মতো। বড়রা ছুটে এসে সামাল দিতেন। বকতেন আমাদের ওরকম স্লোগান দেবার জন্য। পরে বোঝাতেন কেন সাময়িক উত্তেজনার আগুনে মনকে সেঁকার চাইতে অনেক জরুরী রাজনৈতিক সততা বজায় রাখা। যে রাজনৈতিক লাইনের উল্টোদিকে দাঁড়িয়ে বিরোধীতা করে আজ প্রকাশ্য মিছিলে সামিল হচ্ছি, তাকেই তো তবে অস্বীকার করা হয়। কিন্তু এতো সব স্বঙ্কেÄও হঠাৎ হঠাৎ ঐ স্লোগান উঠেই পড়তো।
    এখন এপিডিআরে প্রচুর মাওবাদী ও মাওবাদী সমর্থক আছেন, এটা অস্বীকার করলে অণৃতভাষনের দায় পড়তে হবে। আবার তার পাশাপাশি অন্য অনেক মতাবলম্বীও রয়েছেন যাঁরা কোন না কোন রংএর নকশাল রাজনীতির সাথে জাড়িত আছেন বা ছিলেন। সদ্য এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। তার ওপর এপিডিআর দাবী করছে কিষনজীকে ভুয়া এনকাউন্টারের নামে খুন করা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে ভরভরা রাওয়ের মতো কেউ স্লোগানটি তুলে দিলে, স্বতস্ফুর্তভাবে সেই স্লোগানে গলা মেলানোর মানুষ ""কম পড়িবে না""।
    কিন্তু বিষয়টা মোটেই কাম্য নয়। এপিডিআরের জায়গা থেকে একেবারেই নয়।
    আমি জানি না মঞ্চে থাকা এপিডিআরের নেতৃত্ব ঐ স্লোগানে গলা মিলিয়েছিলেন কি না।
    এরকম হয়েছে, প্রায় ১০/১২ বছর আগে,বই মেলায় বাল থ্যাকারের একটা বই নিয়ে প্রতিবাদ হয়। বইটার বিষয়বস্তু ছিলো খুব খারাপ ধরনের সাম্প্রদায়িক। হঠাৎ আমাদের এক বন্ধু, বইটার এক কপি কিনে এনে তাতে আগুন লাগিয়ে দেন। আমি আর কিরীটি সেই প্রতিবাদের মঞ্চে সামিল ছিলাম। আমরা ঐ বই পোড়ানোর থেকে আমাদের উপস্থিতি প্রত্যাহার করে নেই। মঞ্চ থেকে নেমে আসি। আবার যখন বইটির বিরুদ্ধে মিছিল হয় তাতে যোগ দেই।
  • bb | 122.248.161.59 | ২৮ নভেম্বর ২০১১ ১৪:২৬500972
  • @ Kallol ভাল লাগল আপনার এই লেখা যেখানে আত্মসমালোচনা আছে। আজকের দিনে এটা বিরল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন