এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২০১৬২ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 96.235.41.93 | ২৯ মার্চ ২০১২ ০৮:৪৯529126
  • টিম যেটা বললো, যে প্রফেসর বলেছে গণতন্ত্র নিয়ে, এগুলো তো স্টিরিওটাইপ। ভারত যেমন স্লামডগ দেখে
    স্টিরিওটাইপ হয়, তেমনি আমেরিকানদেরও ভারতীয়রা স্টিরিওটাইপ করে। নয়ের দশকে বড় হওয়া অনেকে যেমন ধারণ নিয়ে আসে আমেরিকা মানে পামেলা এন্ডারসন বা বেওয়াচ।
    অনেক ভারতীয় আমেরিকাতে থাকার পরেও দেশটা সম্বন্ধে কিছু জানেনা, কিছু স্টিরিওটাইপ নিয়ে বসে থাকে। আদ্দেক প্রবাসীকে ডেকে জিগান, গেটিসবার্গের যুদ্ধ, ফার্স্ট এমেন্ডমেন্ট, মায় সিভিল ওয়ার নিয়েও বিশেষ জানেনা। আফ্রিকান আমেরিকানদের সম্পর্কে অনেক ভারতীয়ের কাছে যা সব কথা শুনেছি, হাঁ করে তাকিয়ে থেকেছি। সুতরাং ভারতীয়রাও মনে হয় ঠিক একই দোষে দুষ্ট।
  • Tim | 98.249.6.161 | ২৯ মার্চ ২০১২ ১০:২৮529127
  • খাঁটি কথা। ক।
  • kd | 59.93.195.243 | ২৯ মার্চ ২০১২ ১১:১১529128
  • রিমি, ভেবে দেখেছো কি, তোমার ওই দ:ভা: প্রফেসরের হয়তো স্যাম্পল সাইজ ১। লিখেছো তো উনি শিবুর প্রাণের বন্ধু। নেহাৎ তোমাকেও দেখেছেন, নাহ'লে হয়তো এটাও বলতেন যে সব বাঙালী দাড়ি রাখে।

    ডি: ধরে নিচ্ছি তোমার দাড়ি নেই। :)
  • Du | 117.194.199.42 | ২৯ মার্চ ২০১২ ১৪:১৭529129
  • খালি ঐ নিউকের গল্পটা, ঐটা বোধয় পৃথিবীর কোন দেশের সাথে তুলনা করা যাবে না, আমেরিকাকে যদি একটা তুলনাহীন ব দেওয়া যায় তবে সেটা ঐ নিউক নিয়ে বাহাদুরি করা লোকেদের জন্যই দেওয়া যায়।
  • aka | 168.26.215.13 | ২৯ মার্চ ২০১২ ২০:৩৬529130
  • টেকনলজি নিয়ে চিন্তাভাবনার গ্লিমপ্স।



    এই যে ক্রমাগত চিন্তাভাবনা করে যাওয়া সেটাই প্লাস। থেমে থাকে না।
  • Nina | 12.149.39.84 | ২৯ মার্চ ২০১২ ২১:৩০529131
  • ধুর বাবা--শত শত আলুচানা পড়ে যা বুঝলাম--আমেরিকা একতি হাতি ও অন্ধ লোকেরা যে যেখানটায় হাত বুলিয়েছে --সে ভাবছে হাতিতা ঠিক সেই রকম ---অবশ্য সেটাই তো ঠিক---যে যেভাবে জেনেছে/জানতে বাধ্য হয়েছে /সুযোগ পেয়েছে ইত্যাদি প্রভৃতি!

    আমাদের বন্ধুদের (আমাদের সমকালীন) সব ইয়াব্বড়-বড় বাড়ী --আমাদের আকাশটাই বড় নীড় ছোট, ক্ষতি নাই! মাথার ওপর বিশাল ধারের বস্তা--ছেলেমেয়েকে তথাকথিত বেস্ট অফ বেস্ট এডুকেশন দিতে গিয়ে---কিছু জিনিষ ব্যাকফায়ার করেছে --প্ল্যানমাফিক সব কিছু হয় নাকি--তার জন্য আমেরিকাকে দোষ দিতেও পারি---কিন্তু কই আমাদের অনেক বন্ধুরই তো এই অবস্থা হয় নি--তাহলে?

    গতকাল লাঞ্চে দুই আমেরিকান কলিগের সঙ্গে কথা হচ্ছিল--একজনের শরীর বেশ কাহিল FMLA ছুটিতে আছে--ডাক্তার-বিভ্রাটের কথা শুনে আমি "থ!"
    অন্যজনের অবস্থা ও তথৈবচ---
    কিন্তু আবার কতজনকে তো দেখেছি কেমন মিরাকুলাসলি ঠিকঠাক সময় ঠিকথাক চিকিৎঅসায় পুরো ঠিকঠাক হয়ে গেছে--তাহলে?

    আমি ঘেঁটে "ঘ" !
  • aka | 168.26.215.13 | ২৯ মার্চ ২০১২ ২১:৩৭529132
  • নীনা দি ঘাঁটার কিছু নেই, আমেরিকা স্বর্গ নয় এখানে সবকিছু ঠিক হবে।

    ১। দেশ তুলনায় ধরলে শতকরা হিসেবে প্রতিটা জিনিষ অনেক ভালো হয়। মানে এই নয় সব ঠিক হয়।

    ২। এই যে এত কিছু ঠিক হয় তারজন্য অনেকটাই প্রচূর টাকার অবদান আছে। কিন্তু তারসাথে যেটা আছে সেটা হল একটা প্রপার সিস্টেম সর্বত্র, যা প্রায় অটোমেটিকালি ইভলভ করে। সেটাই এদের আসল স্ট্রেংথ।

    ৩। অন্য দেশের তুলনায় বিভিন্ন সেক্টরে আমেরিকা কোথায় দাঁড়ায় জানি না, কারণ অ্যাকসেস নেই। এখানে লাথ খেলে ভারতেই যাব মোস্ট প্রোবাবলি।

    আমেরিকার ডিটেল ট্রানজাকশন শিখে লাভ নেই, যেমন স্কুলে সিলেবাস কি হবে, পেডাগগি কেমন হবে, বরং যে সিস্টেম এগুলো ডিসাইড করে সেই সিস্টেমটা শেখা উচিত। নইলে মাছি মারাই হবে। আমেরিকার সিস্টেমের বড় দর্শন হল - "ইট ইজ ওকে টু বি ডিফারেন্ট"। সবাই এক নয়, সমস্ত দেশের প্রয়োজন এক নয়, সমস্ত দেশের কালচার এক নয়। আমেরিকার মতন একটা সিস্টেম গড়ে তোলাই লক্ষ্য হওয়া উচিত যা এগুলো নিজের মতন করে তৈরি করতে পারে, ক্রমশ এগিয়ে নিয়ে যাতে পারে। দ্যাটস অল।
  • Nina | 12.149.39.84 | ২৯ মার্চ ২০১২ ২১:৪৭529133
  • আকা
    ভাল বলেছ। সেটাই করা উচিৎ। এখানে জীবন যাত্রা সোজা , সবকিছু নিয়ে--এটা ঠিক!
    সেই মন্ত্র:
    Concentrate on what you can give , not what you can get "
    কেয়ং যেন গীতা গীতা শোনাচ্ছে--ফলের চিন্তা করিও না--নাহ! বয়েস হয়ে গেল :-(
  • rimi | 168.26.205.19 | ২৯ মার্চ ২০১২ ২২:০১529134
  • ও নিনাদি, তুমি যে কত কি লিখবে বলেছিলে, লিখলে না? আমি তো তোমার গল্প শুনব বলে বসে আছি।
  • Nina | 12.149.39.84 | ২৯ মার্চ ২০১২ ২২:০৬529136
  • রিমি
    এই অম্রিগায় , সব পেয়েছিস দেশে --যেটা সবথেকে কম আছে সেটা হল --সময় !
    ইচ্ছে তো আছে আমার অনুভবগুলো গুছিয়ে লেখার---কিন্তু কাল লিখব বলে একেবারে ঠিক করে রাখছি--কিন্তু ব্যাটা সব কাল গুলো হুস হুস করে আজ হয়ে যাচ্ছে
    :-(( কাল টা কিছুতেই ধরতে পরছিনা----
  • rimi | 168.26.205.19 | ২৯ মার্চ ২০১২ ২২:০৭529137
  • নিনাদি :-))))
    কিন্তু প্লিজ লিখে ফেল সময় করে। আমি অপেক্ষা করে রইলাম।
  • Nim | 72.89.196.48 | ১৫ এপ্রিল ২০১২ ০৪:০২529138
  • স্কুলের শিক্ষা সম্বন্ধে আমার আন্দাজ নেই কিন্তু একজন গ্‌র্‌যাড স্টুডেণ্ট হিসেবে আমার অভিজ্ঞতা আমাদের এখানে পাতি কুকুর বলে ধরে নেওয়া হয়, এবং অমানুষিক অবস্থার মাঝে কাটাতে হয়, ভারতে উচ্চশিক্ষার যেকটা প্রতিষ্ঠন আছে (যত কমই হোক না কেন) ব্যবস্থা এবং ছাত্রাবস্থা দুইই অনেক গুণে ভালো, এমনকি ব্যাঙ্গালোর TIFR যা দেয় সেটাও এরা দেবে না, ইউরোপে বরং অনেক ভালো

    আমি পড়াশুনা করবো নাকি দিবারাত্র এই চিন্তা করবো কিভাবে ২৫ সেণ্ট কম খরচা করলে মাসে ৫০ ডলার সাশ্রয় হবে! নাকি Tax এর Form ভরবো নাকি ছাত্রদের কি পড়াবো সেই নিযে দিনগত পাপক্ষয় করবো???

    আমাকে TAInterview দিতে ডাকা হয়েছিলো সকাল সাতটায়, গপপো এখানেই শেষ না! বলা হয়েছিলো আমি কোথায় থাকি জানালে কাছাকাছি ব্যবস্থা করা হবে, কিন্তু আমি Queens-Brooklynborder এ থাকি জেনেও পড়াতে পাঠানো হোলো Upperwestside এ যেখানে আমার শুধু যেতেই সময় লাগে দেড় ঘণ্টা, এবং তাতে সকাল সাতটায়, তার সাথে Addendum

    1. যেন আমি ৬:৩০ এর ভেতর ভদ্রলোকের আপিসে পৌঁছে যাই
    2. তিনি সকালে ট্রেন কম সেটাও consider করবেন না, ট্রেন লেট করলেও interview বাতিল!

    এদিকে সিকিউরিটি building এ ৭টার আগে ঢুকতেই দেবে না!!! এবং interview এর নামে যা হোলো তা প্রহসন মাত্র, সাতসকালে ওনার খিস্তি করার ইচ্ছে হয়েছিলো বোধহয় সেটা মিটিয়ে নিলেন (প্রসঙ্গত লোকটিকে আমি এর আগে বাপের জন্মে দেখিনি, অতএব ব্যক্তিগত খারাখারির প্রশ্ন নেই)

    আমার কাজ পড়া, ইউরোপ/ভারত কোথাও পড়া ছাড়া আর কিছু করতে হয়নি, কিন্তু এখানে আমাকে কিছু উদগাণ্ডু অর্ধশিক্ষিতদের পড়াতে হবে, পরীক্ষা নিতে হবে, এবং খাতা দেখতে হবে!!! এবং তারা কি করছে না করছে তার দায়িত্ব আমার!!! মাইনের তো মা বাপ নেই, বাড়িভাড়া দিতেই অর্ধেকের কাছাকাছি বেরিয়ে গেলো! কিছু studentdorm আছে বটে, কিন্তু unlikeIndiaandDenmark তার ভাড়া আমার বর্তমান বাড়ির দ্বিগুণ! মাসের শেষে জমেও না কিছু!!!

    সাদা বাংলায় অমানবিক!
  • Nim | 72.89.196.48 | ১৫ এপ্রিল ২০১২ ০৪:২১529139
  • আর এটা শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা না, আমার কিছু বন্ধু upstateNY তে পড়ায়, তাদের ক্লাস নিতে হয় সকাল ৭টায়!!! যখন বাসের সংখ্যা খুবই কম, এবং নিজের পড়ার জায়গা, এবং পড়ানোর জায়গার দূরত্ব অনেক, এদিকে গাড়ি কেনার মত পয়সাও নেই!

    আমার আরেক বন্ধু যে থাকে ব্রুকলিনে তাকে পড়াতে দেওয়া হয়েছে ব্রংক্সে!!!

    সবারই টানাটানির শেষ নেই! একটা সিগারেটের প্যাকেট কিনতেও দশবার ভাবতে হয়!
  • riddhi | 108.218.136.234 | ১৫ এপ্রিল ২০১২ ০৭:১১529140
  • নিমের লেখাটা পড়ে খুব কষ্ট লাগল।
  • kd | 74.66.241.238 | ১৫ এপ্রিল ২০১২ ০৮:১১529141
  • আহারে! বেচারা!
  • Biplab Pal | 68.33.140.55 | ১৫ এপ্রিল ২০১২ ০৮:৫৫529142
  • গুরুতে অনেকেই দেখছি লিখেছে আমেরিকান শিক্ষার বেহাল অবস্থা নিয়ে। আমি নিজে অনেকদিন তাই ভাবতাম। ওরা অঙ্কে এত কাঁচা কেন? কি শেখে ওরা?

    আমার বাড়ির পেছনে স্টিভ বলে এক ভদ্রলোক থাকে। কলেজ ডিগ্রি নেই। দিব্যি কোয়াটার মিলিয়ানের ওপর ইনকাম- গ্যাস ইন্ডাস্ট্রিজে সেফটি সিস্টেমের অনেক কাজ জানে। এরকম অনেক স্টিভ আছে আমেরিকাতে। সেলফ মেড।

    আমার ছেলে সবে স্কুলে যাচ্ছে। এখানে স্কুল বেশ ভাল। এখন থেকেই ওদের স্বাধীন ভাবে চিন্তা করা, সায়েন্স প্রজেক্ট করা, মার্কেট কাকে বলে-ইত্যাদি দেখছি শেখানো হচ্ছে। শিক্ষক০শিক্ষিকারা ভীষন ডেডিকেটেড। আলটিমেটলি বাঁচতে গেলে অঙ্ক বা পুঁথির বিদ্যার চেয়ে এসবই লাগে বেশী।

    আমেরিকা একটা মার্কেট প্লেস। এখানে ব্যাবসা এবং ধণবৃদ্ধিটাই অধিকাংশ লোকের মুখ্য। সেই শ্রোতে এলে, দেশটাকে বুঝতে অসুবিধা হয় না। এটা ব্যাবসায়ীদের দেশ। তাদের জন্যেই দেশটা এতটা এগিয়েছে। সুতরাং এখানে লেখাপড়াটা বেড়ে ওঠাও ঠিক সেই ভাবেই হবে। ভারতের মতন ডিগ্রি করে লালা কোম্পানীতে চাকরি করবে, সেটা এখানে রেওয়াজ না। উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে, এরা নতুন ব্যবসা তৈরী করবে-সেটা এখানের শিক্ষা। তার জন্যে গণিতজ্ঞ লাগলে, সে ভারত থেকে কাউকে হায়ার করবে-ক্ষতি কি। তাকে গণিত জানতে হবে তার কোন মানে নেই। কিভাবে গণিতজ্ঞকে কাজে লাগিয়ে নতুন ব্যবসা নামাতে পাড়বে-সেই শিক্ষাটাই এখানে আসল। কারন তাহাই ক্যাপিটালিজম।

  • riddhi | 108.218.136.234 | ১৫ এপ্রিল ২০১২ ০৯:০৬529143
  • অংক বা পুথির চেয়ে বাচতে গেলে অনেক কিছু বেশী লাগে- এই গভীর উপলব্ধি টা একটা খুব বাজে দেশীয় সিস্টেমে পড়ে আই আইটি জয়েন্ট পাগলার মত মারিয়ে, ভিসা বানিয়ে এদেশে এসে অনেক ভাল ভাবে সেটল করে তারপরে হয়। তাই না?
    তখন পুথি কে গুরুত্ব না দিলে তো আর আমেরিকায় আসাই হত না!! এই অমোঘ সত্য গুলো জানা বাকি থেকে যেত।
  • SC | 63.131.47.67 | ১৫ এপ্রিল ২০১২ ০৯:২১529144
  • এইটা বিপ্লববাবুকে ব্যাক্তি আক্রমণের জায়গায় চলে যাচ্ছে। আপনার কাছ থেকে এক্সপেক্টেড নয়, রিদ্ধি।
  • riddhi | 108.218.136.234 | ১৫ এপ্রিল ২০১২ ০৯:৩৭529145
  • কোন তথ্য যদি পাবলিক হয়, (যেমন বিপ্লব বাবুর আমেরিকায় থাকা, সেটল করা, যেটা নিয়ে উনি নিজেই অনেকবার এখনে লিখেছেন) সেটাকে ব্যবহার করা ব্যক্তিগত আক্রমণ কেন?

  • riddhi | 108.218.136.234 | ১৫ এপ্রিল ২০১২ ০৯:৪২529147
  • মানে ধরুন, আপনার দুটো কারখানা আছে, আপনি এগুলো নিয়ে লেখেন টেখেন, কোন একট পোস্টে বললেন 'ভিখিরিদের একটা পয়সাও না দেয়া আমার জীবনের প্রিনসিপল'
    আমি বলতে পারব না, 'এত বড়লোক হয়ে এতো কিপ্টেমি করছেন কেন?'
    এই সাইটের স্ট্যান্ডার্দে এটা 'ব্যক্তিগত আক্রমন' হলে আমি মেনে নেব। কিন্তু কেন সেটা জানতে চাইছি।
  • Nim | 72.89.196.48 | ১৫ এপ্রিল ২০১২ ১০:০০529148
  • সেদিন সকাল চারটেয় বেরিয়ে ছিলাম, ভয়ে রাতে ঘুমৈনি, আর ফুলটন স্ট্রীটে এসে ট্রেনের গোলমালে পড়ে ট্যাক্সি নিতে হয়েছিলো , সকাল সকাল ৪০ টাকা ধ্বংস! :(
  • SC | 63.131.47.67 | ১৫ এপ্রিল ২০১২ ১০:০৭529150
  • আমি এই সাইটের এডমিন নই, ম্যাঙ্গো পাব্লিক।:)
    সাইটের কি পলিসি জানি না। ইন্টারনেটে কেউ নিজের সম্পর্কে কিছু জানালে একটা গুড ফেথে জানায়,
    কেউ আক্রমণ করবে, এটা জানলে লোকে নিজের সম্পর্কে কিছু জানাতে চাইবে না। তাই আমার মনেহয়
    ব্যাক্তিগত ইস্যু তুলে আক্রমণ করলে তখন আলোচনার মেজাজ ক্ষতিগ্রস্ত হয়। তবে এটা একান্তই আমার মত।

    নিম, ন্যু ইয়র্ক গ্‌র্‌যাজুয়েট স্টুডেন্টের থাকার জন্য ভালো জায়গা নয় রে ভাই।

  • SC | 63.131.47.67 | ১৫ এপ্রিল ২০১২ ১০:০৭529149
  • আমি এই সাইটের এডমিন নই, ম্যাঙ্গো পাব্লিক।:)
    সাইটের কি পলিসি জানি না। ইন্টারনেটে কেউ নিজের সম্পর্কে কিছু জানালে একটা গুড ফেথে জানায়,
    কেউ আক্রমণ করবে, এটা জানলে লোকে নিজের সম্পর্কে কিছু জানাতে চাইবে না। তাই আমার মনেহয়
    ব্যাক্তিগত ইস্যু তুলে আক্রমণ করলে তখন আলোচনার মেজাজ ক্ষতিগ্রস্ত হয়। তবে এটা একান্তই আমার মত।

    নিম, ন্যু ইয়র্ক গ্‌র্‌যাজুয়েট স্টুডেন্টের থাকার জন্য ভালো জায়গা নয় রে ভাই।

  • riddhi | 108.218.136.234 | ১৫ এপ্রিল ২০১২ ১০:২৬529151
  • ওকে। আপনি আমাকে প্রাইভেট চ্যাটে কিছু বললেন। ইন গুড ফেথ। আমি সেটা সাইটে বললাম। এটা হারামীগিরি মানছি।
    এবারে আপনি একটা গ্রুপের সবার সাথে একটা তথ্য শেয়ার কর্লেন ওপেনলি। তখন ইম্পলিসিট ক্লস টা কি থাকে? হ্যান গ্রুপের বাইরে কাউকে বলব না। কিন্তু এই তথ্য টা গ্রুপের ভেতর আলোচনায় রেফার করা যাবে না কেন, স্ট্যান্ডের ইনকসিস্টেন্সি দেখাতে?

    আমরা জানি, পিটি ব্যক্তিগত ভাবে সিপিএম সমর্থক, সেটাকে পলিটিকাল আলোচনায় তুলব না! যদি বিপ্লব পাল এফ ডি এর চেয়ার্ম্যান হতেন, আমেরিকয় জালি ওষুধ খেয়ে পেট খারপ হলে, 'এই দাদা, কি হচ্ছেটা কি' বলতে পারব না? হ্যান এর মধ্যে কিছু সেন্সিটিভ টপিক থাকে, একবার কেউ আবেগের বশে কিছু বলল, পরের বার প্রসঙ্গ তোলাটাই ( আক্রমন বা ) খুব বেদনা দায়ক। আমেরিকায় সেটল করার প্রসঙ্গ টা কি সেই ক্যাটিগরিতে পরে?
  • riddhi | 108.218.136.234 | ১৫ এপ্রিল ২০১২ ১০:২৮529152
  • নিম, আর কটা বছর। দেখতে দেখতে পার হয়ে যাবে।
  • riddhi | 108.218.136.234 | ১৫ এপ্রিল ২০১২ ১০:৩৫529154
  • আর এটা আলটপকা একদিন বলে ফেললেন বা সেয়ার করে ফেললেন হলে আলাদা কেস। তাহলে আপনার পয়েন্ট টা অনেকটা ভ্যালিড। কিন্তু বিপ্লব বাবু একজন সোস্যাল ম্নিডিয়ার সুবিখ্যাত ব্লগার। সেই ভূমিকায় উনি তার রাজনৈতিক মতামত, সাথে সাথে তার আমেরিকায় আসা, থাকা সেটল করা নিয়ে বড় বড় প্রবন্ধ গল্প লিখেচেন।
  • Siddhartha | 131.104.241.62 | ১৫ এপ্রিল ২০১২ ১০:৩৫529153
  • বিপ্লববাবুর লেখাগুলো পড়লে আমার আঘাত লাগে। হয় হাসতে হাসতে বুকে ব্যাথা হয়ে যায়, নইলে প্রতি লাইনে একবার করে দুর বাল বলতে বলতে মুখে ব্যাথা হয়ে যায়।

    তো, আমিও তো অভিযোগ করতে পারি বিপ্লববাবু আমায় আক্রমণ করছেন এই লেখাগুলো লিখে! কি, পারি না?

    ব্যাক্তি আমাকে আক্রমণ করছেন, বুক ও মুখ আহত করছেন। তাহলে সেটাও তো ব্যক্তিগত আক্রমন-ই হল, না কি?
  • riddhi | 108.218.136.234 | ১৫ এপ্রিল ২০১২ ১০:৩৬529155
  • আগের পোস্ট এস সি কে।
  • SC | 63.131.47.67 | ১৫ এপ্রিল ২০১২ ১০:৩৯529156
  • ওকে। আপনার পয়েনটা বুঝলাম। তবে এটা ঠিক, বিপ্লববাবু এখন পাব্লিক পার্সোনালিটি।

  • tatin | 122.252.251.247 | ১৫ এপ্রিল ২০১২ ১১:৪০529158
  • এই দুনিয়া সর্বনেশে- যারা সাগর পেরিয়ে বোমা ফেলে আসে বীর্পুরুষের বেশে

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন