এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২০২১৯ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 85.76.118.96 | ২১ মে ২০১২ ০৬:০৩529259
  • বিশেষ কিছু বলার নেই। খুব বেসিক জায়গা থেকে শুরু হয়েছে। প্রায় হায়ার সেকেণ্ডারি লেভেলে। ঃ)

    কাপড় কাচা, বাসন মাজা ইত্যাদি ইত্যাদি কাজের সাথে চাষবাস ইত্যাদির কোন সম্পর্ক নেই। আমেরিকায় সমস্ত কিছুর মতন বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদিও অর্গানাইজড লেবারের মধ্যে পড়ে। ফলত ইন্সিওরেন্স ইত্যাদি বেনিফিট তাদের থাকে (বেশির ভাগ ক্ষেত্রে, ইল্লিগাল গ্রেগোরিওদের ধরছি না), মিনিমাম ওয়েজ রেট মেন্টেইন করতে হয়। চাষবাসের ক্ষেত্রেও তাই। ফলে এক্সপ্লয়টেশনের গল্প কম। তাই ভারতের মতন এখানে কাপড় কাচা, বাসন মাজা চীপ নয়, ফলে সাধারণ মধ্যবিত্ত এফর্ড করতে পারে না। তাই নিজের কাজ নিজে করে নিতে হয়। এত কাজ নিজে করতে হয় যে খুব অর্গানাইজড হতে হয়। আমাদের মতন আতুপুতু বাঙালীদের খুব অসুবিধা হয়। বোস্টনে তো ভাত ঠিক থাকলে ডাল পুড়ত, ডাল ঠিক থাকলে ভাতটা রাঁধাই হত না। আর কঙ্কল থাকলে তো টেক আউটই ভরসা ছিল। এখন হয়েছে প্র্যাক্টিস, অনেক বেশি অর্গানাইজড। আমার জীবনের সব থেকে বড় শিক্ষে।

    নিজের কাজ নিজে শিখতে হলে আমেরিকায় আসার কোন দরকার নেই, কিন্তু মধ্যবিত্ত হিসেবে আম্রিগায় থাকতে হলে নিজের কাজ নিজে করতেই হবে। না পোষালে দেশের চীপ লেবার আছে।
  • Sibu | 118.23.41.126 | ২১ মে ২০১২ ০৬:২৩529260
  • kArekashan. kAjer loker helath insyurens bA 401ke deoyA bAdhyatAmUlak nay. minimAm oyejao bAdhyatAmUlak nay, Jadi emaplayi nA bale inDipenaDenT kanTrAkTar bal. minimAm oyej dile 7 TAkA ghanTA dhare mAse oi 1200 TAkA, JeTA uchcha madhyabittaraa anekei ayApharD karate paare, kareo. tabe emaplayi balale oi oyArkaples lAyAbiliTi insyurens kinate hay Ar emaplaynenT TyAks (soshyAl sikiuriTir emaplayAr myAch) dite hay.
  • riddhi | 118.218.136.234 | ২১ মে ২০১২ ০৬:২৪529261
  • পাই, আমার লেবার নিয়ে একটা থিওরেম আছে । কোন ধরনের রেপিটিটিভ কাজ , সে ছেলে হোক মেয়ে হোক, , সমকামী, উভকামী, যেই হোক, ,করতে চাইবে না। এটার ওপরেই পুরো সভ্যতা চলছে, প্রযুক্তি তৈরি হচ্ছে। ঘর ধোয় কাপড় কাচা, ইত্যাদির জন্য কেউ কম দক্ষশীল বা বেশী আগ্রহী নয়। সকলেই মোটামুটি একি পরিমান দক্ষশীল আর আগ্রহের লেভেল ও এক। জিরো। সুযোগ পেলে কেউ করবে না। আমার যদি এসব কাজে খুব ঝাট জ্বলে , আমার এমন পার্ট্নার নির্বাচন করা উচিত, ১) যে এসব কাজ হল কি হল না, তা নিয়ে মাথা ঘামাবে না, বা ২) এই ডিফারেন্শিআল দক্ষতা ব আগ্রহের থিওরীটা খাবে।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ০৬:২৬529262
  • বুঝলাম না। এই পয়েন্টগুলো নিয়ে ামি তো অন্তত দ্বিমত পোষণ করি নি। দেশেও মিনিমাম ওয়েজ দেওয়া, সেটাকে বাড়ানো, অন্য বেনিফিট দেওয়া, আর সব থেকে বড় কথা, কাজগুলোকে সম্মান দেবার কথা বলছি। এই টইতেই কিম্বা অন্য কোথাও হবে, আগে লিখেছিলাম, দেশের বাইরে এসে আমার জন্য অন্তত সবচে বড় প্রাপ্তি, এই সব রকম কাজের মানুষকে অন্তত বেসিক সম্মানটুকু দেওয়া হয়। আমাদের দেশে বহুক্ষেত্রে সেটা দেখি নি।

    তবে আম্রিগায় এলে শিখতে হবেই কিনা বা সেই শেখাটাই সবচে বড় প্রাপ্তি, জীবনের সবচে বড় শিক্ষা, সব কাজ নিজে করার মধ্যেই সকল সার্থকতা কিনা, সেটাই কাম্য কিনা এনিয়ে ব্যক্তিবিশেষে দ্বিমত থাকবে। কারণ, অনেকের মতেই না শিখলেও যেভাবে থাকতে হবে, তাতে চলে যাবে, অসুবিধে নেই, বা সেটা পোষাবে না বলেই এখানে থাকতে চাইবে না, বা করতে হলে তাই নিয়ে অভিযোগ করবে।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ০৬:২৭529263
  • ওহ, উপরের পোস্টটা আকাদার পোস্টের উত্তরে।
  • aka | 85.76.118.96 | ২১ মে ২০১২ ০৬:৩২529264
  • আর আমার পোস্টটা পাইয়ের জন্য নয়। ঃ)
  • Tim | 108.249.6.161 | ২১ মে ২০১২ ০৬:৪৮529265
  • আমেরিকার সাথে এই স্বাবলম্বী হওয়ার কিসের সম্পর্ক বুঝলাম না। যে গুজরাটে বা মধ্যপ্রদেশে একলা থেকেছে (এবং ধরে নিচ্ছি সব কাজ নিজেই সামলেছে) তাকেও তো জিনিসগুলো শিখতে হয়েছে।
    আকাদা যা বললো, অর্গানাইজড হওয়া, সময়ের কাজ মনে রেখে করা ইত্যাদি বেসিকালি সব দেশেই কাজে লাগা উচিত। ভারতে অনেক সময় সেগুলো অবশ্য লাগেনা, চলতা হ্যায় ইয়ার, বাঙালীর টাইম ইত্যাদি প্রভৃতি দিয়ে ম্যানেজ করা যায়। অন্য দেশে (যেখানে সময়ের কাজ সময়ে করা হয়) সেটা চলেনা, তাই বেশি অর্গানাইজড হওয়ার প্রয়োজন হয়। আমি ব্যক্তিগতভাবে একটু অগোছালো, কিন্তু তবুও মনে করি ঐ স্কিলটা থাকলে ভালো বই খারাপ হয়না।

    মায়েরা রান্না করতে ভালোবাসে, ভালো পারেও, তাইলে ঘেমেনেয়ে, কেরিয়ার বিসর্জন দিয়ে রান্না করে ধেড়ে ছেলেপুলেদের খাওয়ালে তবে সেটা নিয়ে এত চোখের জল ফেলা হয় (রেফঃ মায়ের হাতের রান্না) কেন? কেন সেক্ষেত্রে তাদের ইচ্ছে হয়েছে, প্রায়োরিটির কাজ বলে রান্না করাটাই উচিত মনে হয়না?
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ০৭:০১529266
  • রিদ্ধি, এ নিয়ে আমার থীয়োরি আবার কিছু প্র্যাকটিকাল অভিজ্ঞতা থেকে এসেছে ঃ)
    ঘর দোর গুছিয়ে চলা, রান্না বান্না কি অন্য ঘরের কাজ, সে যত রিপিটিটিভ হোক না কেন, অনেকেই সেটা 'প্রেফার' করেন। প্রেফারটা বোল্ড এন্ড আন্ডারলাইন। ( ডিঃ আরেকটা কথাও বোল্ড এন্ড আন্ডারলাইন করে বলে দি, প্রেফার না করলেও অনেকে করতে বাধ্য হন, সে সংখ্যা নেহাত কম নেই। তাঁদের কথা এখানে বলছি না )
    মানে, তাঁদের কাছে অন্য কিছু করার অপশন ছিল/আছে, এগুলো করে চলাটা বাধ্যতামূলক বা কোনোরকম চাপে নয়, সেরকম ক্ষেত্রেও করেন। ভালোবেসে করেন। ভালোবেসেটাও বোল্ড এন্ড আন্ডারলাইন। এবার এই ভালোবাসাটা পুরুষতান্ত্রিক সমাজের দ্বারা কন্ডিশনড, 'নিজস্ব' কণ্ঠস্বরের বক্তব্য নয়, এই চেনা পাল্টা যুক্তিও এসে পড়বে হয়তো এখুনি ঃ)। সেক্ষেত্রে দুটো কথা বলব। এঁরা অন্য অপশনগুলোও ভাল করেই জানেন, আর সেগুলোও এঁদের কাছে যথেষ্ট গ্লোরিফায়েড হয়েই উপস্থাপিত হয়েছে। সংসারের কাজকর্মকে খুব মহিমান্বিত করে দেখিয়ে কন্ডিশনিং করা হয়েছে, এমন না। আর, এই ইচ্ছেটা শুধু মেয়েদের মধ্যেই না, কিছু ছেলেদের মধ্যেও তো দেখেছি।
    আমার ধারণা, এঁরা নিশ্চয় এই কাজগুলোর মধ্যে রিপিটেটিভনেসের বাইরেও অন্য কিছু খুঁজে পেয়েছেন বা অন্য কিছু মাত্রা যোগ করেছেন। আমি যে কাজগুলো করা পছন্দ করব, 'প্রেফার' করব, বা অনেক নন-রিপিটেটিভ কাজ্ফি তাঁদের অনেকের কাছে অর্থহীন, সময় নষ্ট, ভুলভাল মনে হতে পারে। এই আর কি।

    আর আগের ডিঃ টা আবার দি। এই নিজস্ব প্রেফারেন্স অনুযায়ী কাজ বহুজনেই করতে পারেন না বা যা করেন, সেটা সেই প্রেফারেন্সকে স্যাক্রিফাইস করে। বা, অনেকের ক্ষেত্রেই একেবারে এক্সট্রীম না হলেও, কিছুটা প্রেফারেন্স অনুযায়ী কাজ, কিছুটা স্যাক্রিফাইস, মিলে মিশে থাকে।
    সেটা সে রান্নাবান্ন, ঘরকন্না হোক কি বাইরের অন্য কাজ।
    তাই ঐ ওভাবে জেনেরালাইজ করে কিছু বলা যায়না। কোথাও মায়ের হাতের রান্না নিয়ে আহারে, কী স্যাক্রিফাইস, সেটা হয়তো কিছুটা ভ্যালিড, কোন ক্ষেত্রে নয়। অন্ততঃ আমি এইভাবেই দেখি।
  • riddhi | 107.77.242.138 | ২১ মে ২০১২ ০৮:৪২529267
  • পাই, এনেকডোটের উত্তরে তর্ক চলে না। আমার বিশ্বাস কেউ এগুলো নিজে থেকে করতে পছন্দ করেন না। যুক্তি দিয়ে বলব, মেজরিটি না। না হলে ওয়াশিং মেসিন ইত্যদি প্রোডাক্তের কোন মার্কেট থাকত না। আজ যদি ভ্যাকাম ক্লিনার বিনামূল্যে পাওয়া যায়, আপনি কি বলবেন অধিকাংশ মানুষ সেটা নেবে না?? আমার বক্তব্য,অন্তত সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ধরনের কাজ, (সংসারের জন্য কায়িক পরিশ্রম) পছন্দ করেন না।
  • aka | 85.76.118.96 | ২১ মে ২০১২ ০৮:৫৩529269
  • হ্যাঁ পাইয়ের আগের পোস্ট পড়ে দেখলাম। আমার আগের পোস্ট পাইয়ের উদ্দেশ্যেও বটে।

    মধ্যবিত্ত হিসেবে ডিস্ট্রিবিউশ অফ ওয়ার্ক ইত্যাদি এফর্ড করতে পারা সম্ভব দুটি ক্ষেত্রে - এক, নিজে বিল গেটস, দুই, একটি শ্রেণী চিপ লেবার হিসেবে কাজ করে যাবে। সবাই বিল গেটস নয়, হবেও না। তাই কেউ দাবী যদি করে মাসে সে কাজের লোক রেখে বাসন মাজা, কাপড় কাচা করাবে সে তাহলে চিপ লেবার চাইছে। আবার একাধারে সেটা এবং সবার বেনিফিটস ইত্যাদি চাইলে তো যোগবিয়োগ ঘেঁটে ঘ হয়ে গেল।
  • aka | 85.76.118.96 | ২১ মে ২০১২ ০৮:৫৬529270
  • হ্যাঁ বর্ণাশ্রম ইত্যাদি হল এই "ডিস্ট্রিবিউশন অফ লেবার"" এফর্ড করার সহজ উপায়। শালা চাষার ছেলে চাষা হবে, বাসন মাজার মাসির মেয়ে বাসন মাজার মাসি হবে ইত্যাদি ইত্যাদি। আরে সেকালে লোকে কম ভেবে ইমপ্লিমেন্ট করেছিল নাকি? মানে এটাই একমাত্র পন্থা নয়, কিন্তু এটা একটা পন্থা তো বটেই।
  • Abhyu | 107.81.100.31 | ২১ মে ২০১২ ০৯:০০529271
  • *বাসন মাজার মাসির মেয়ে বাসন মাজার মেয়ে হবে (ছোট থেকেই মাসি হবে কি করে?)
  • নিম | 82.89.200.226 | ২১ মে ২০১২ ০৯:০১529272
  • Generic

    আমারও এখন মনে হচ্ছে ঐরকম কিছু একটা ছিলো, তবে আমি কোনদিন কাপড় কাচতে দিইনি, সেজন্য খেয়াল ছিলো না, আমার আদত কাপড় কাচার হাতেখড়ি বাড়িতেই, আগে ফাইভ সিক্সে মা দু হপ্তার কাপড় নিয়ে আসতো এবং নিয়ে যেত প্রতি ভিজিটিং ডেটে, মায়ের লণ্ড্রীতে বিশ্বাস ছিলো না।

    কিছুদিন পরে মা আবিষ্কার করলো আমি কিন্তু কাপড় কাচা শিখছি না, ফলে এক পূজোর ছুটিতে আমাকে নিযে কুয়োতলায় বসে গেঞ্জী দিয়ে হাতে সাবান করায়। আমি তো না পারছি থুপতে, না পারছি ঘষতে,

    মা খচে আদা হয়ে ভুঁড়ো শিয়াল বলে, এবং তারপর রাজনৈতিক গালাগালি দেয়, তার ফলে আমার নৈতিকতা ফিরে আসে এবং আমি ক্রমশঃ শিল্পটি আয়ত্তে আনি। :)
  • Abhyu | 107.81.100.31 | ২১ মে ২০১২ ০৯:০২529273
  • আর স্ট্যাটিস্টিশিয়ানের ছেলে স্ট্যাটিস্টিশিয়ান হবে - এইটা এতো কম হয় যে বর্ণাশ্রম প্রথার উপর সব আস্থা হারিয়ে ফেলেছি।
  • sosen | 125.241.78.166 | ২১ মে ২০১২ ০৯:২৪529274
  • পুরো ব্যাপারটাই ঘেঁটে ঘ।
    আমার কাপড় কাচতে ভালো লাগে না আর ফোল্ড করতেও ভালো লাগে না। ওদিকে পোষ্কার বাতিক ষোলো আনার জাগায় আঠার আনা। আম্রিগা য় থাকতে ভালো না লাগা সত্ত্বেও রাশিকৃত কাপড় কাচ্তাম, কাচা কাপড় ও কেচে ফেলতাম বড় বড় ওয়াশার পেয়ে। ভাঁজ করে করে হাঁপিয়ে যেতাম। এমন কোনো ম্যানুয়াল লেবার নয় ব্যাপারটা, জাস্ট ভালো লাগে না বলেই হাঁপাতাম। ওদিকে দশ পনের জনের রান্না রেঁধেও খুব একটা বিরক্ত হতাম না, কারণ রাঁধতে ভালোবাসি। রিপিটেটিভ কাজ হলো তো কি হলো। সে কাজে প্রত্যেক দিন আলাদা মাত্রা যোগ করা যায়, যদি সেই কাজটা আমার ভালো লাগে। হেল্প করার লোক ( কাজের মাসি) থাকলে আরোই ভালো, আর একটা লেন্ডিং হ্যান্ড মেলে। এবার কাজের মাসি র কাজটা ভালো লাগছে কিনা সে প্রশ্ন অবান্তর। আমায় আমার বস ছ'শ ক্লোন করতে বলেছিল একবার। দুমাস ধরে রোজ যন্ত্রের মত ১০ টা করে ক্লোন করেছি। অন্য কাজের পাশাপাশি। ভালো লাগে নি, কিন্তু করতে হয়েছে, উপরওয়ালার হুকুম। আর আমি তার কাজের মাসি।
    ডোমেস্টিক হেল্প নেওয়া মানেই স্বাবলম্বিতা কমে গেল এমন কিন্তু নয়। কিন্তু ডোমেস্টিক হেল্প afford করতে না পারা মানুষকে বহু প্রকারে স্বাবলম্বি করে। আম্রিগা সেটা ভালো করে জানান দেয়। আর দেশে বিভিন্ন জায়গায় গ্রুপ করে থাকা চাকুরে ছেলেপুলে রা একটি combined হ্যান্ড রেখে নেয়। চিপ লেবারের availability একটা determining factor সুতরাং সেটাকে বাদ দিয়ে আলোচনা হবে না। প্রেফারেন্স সব কিছু নয়, কখনো ছিল না।
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ০৯:২৮529275
  • ৩০০০ টাকায় মুখে জলের গ্লাস অব্দি তুলে ধরবে এইটা কি কলকাতার হিসেব?
  • riddhi | 107.77.242.138 | ২১ মে ২০১২ ০৯:৪৬529276
  • সোসেন, ইচ্ছে করেই রান্নার ব্যাপারটা আনিনি, কেননা ওখানে অনেক শিল্প করা যায়। রান্না টা অটোমেটেদ করার চাপ আছে। কাপড় কাচায় আপনি কি নতুন মাত্রা আনবেন যদি জানান। ওটা পসিবল না , যাস্ট হয় না। কাপড় কাচতে 'ভাল লাগে' যাদের তারা ওয়াশিং মেশিন পেলেই লাথ মেরে পালাবে। একি ব্যাপার ভ্যাকাম ক্লিনার পেলে।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ০৯:৪৯529277
  • রিদ্ধিকে যেটা বলার ছিল, রিপিটেটিভ কাজ , সেটা ভাল লাগা না লাগা নিয়ে তার অনেকটাই সোসেন বলে দিয়েছে। ঘরকন্নার বাইরে বহু কাজও রিপিটেটিভ হয়, আর রিপিটেটিভ বা কায়িক হলেই খারাপ লাগে আর না হলেও ভাল লাগে, এমনও না।
    কোনরকম অপ্রেশন , সাপ্রেশন ছাড়াও অনেককেই স্বেচ্ছায় গৃহবধূ হয়ে থাকতে দেখেছি। স্টাডি হলেও সে সংখ্যাটা নেহাত কম হবেনা কিন্তু। হতে পারে, সেক্ষেত্রে কেউ কেউ ( সবাই বলছি না), হয়ত বাইরে কাজ করার চাপটা নিতে চান নি। কিন্তু তাদের ক্ষেত্রে কেরিয়ার বিসর্জন দিয়ে স্যক্রিফাইস করছেন বলে চোখের জল ফেলতে হবেই বা কেন ?
  • ব্ল্যাঙ্ক | 69.93.192.145 | ২১ মে ২০১২ ০৯:৫৩529278
  • আম্রিকান রুল অনুসারে এই একজন দুজন এমপ্লয়ী (যারে ডোমেস্টিক হেল্প কয়) রাখলে তার জন্য মিনিমাম ওয়েজ রুলের অনেক এক্সসেপশান আছে। আর ৪০১কে , ইন্সুরেন্স এসব দেওয়ার কোনো বাধ্যবাধ্যকতা নাই।
    টিমকে ক। আমি এটাই বলছিলাম যে বাড়ি ছেরে বাইরে থাকা শুরু করলেই এগুলো শিখে যায় সবাই। আম্রিকা হোক বা আন্দামান হোক।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ০৯:৫৭529280
  • আর একটা যেটা বলার ছিল, সেটাও সোসেনের পোস্টে এসেছে। ওয়াশিং মেশিন এসে গেলেই রিপিটেটিভ কাজের থেকে ছুটি নাকি ? মানে, কারুর কাচা কাপড়ই আবার কাচার শখ থাকলে সে কাজ রিপিট হয়েই চলবে। কায়িক শ্রমটা কমবে, এইটুকু। ভ্যাকুয়াম দিয়েও একই ব্যাপার।
    মোদ্দা কথা, সে তার পছ্ন্দ মত ব্যাপারটা করে শান্তি পাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে একেবারেই এরকম না হতে পারি, কিন্তু অন্য কেউ না করলে আপত্তি করার ও কিছু নেই, এটা ভুলভাল কি অর্থহীন বলারও কেউ না। অবশ্যই যতক্ষণ অব্দি, আমার উপরে এটার আঁচ না পড়ছে ঃ) । মুশকিল হয়, নিজেদের এইসব কাজের কি শুচিবায়ুগ্রস্ততার বাতিক থাকলে, আর তার জন্য অন্যজন যে এটা করছে না, কারণ তার এগুলো না করলেও চলে বলে মনে হয়,তাকে এই নিয়ে কথা শোনালে ঃ)। এই অন্যজনে কাজ করছে না বলে কী চাপ, খেটে খেটে মরতে হল, অন্যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে , এইসব ঘ্যানঘ্যানাদি :P
  • Generic Letter | 81.182.169.251 | ২১ মে ২০১২ ০৯:৫৮529281
  • ঋদ্ধির থিয়োরির উল্টোপিঠে একটা কথা। কোন বিষয়ে ইন্টারেস্ট নিলে সেটা আর রিপিটিটিভ মনে হয় না।

    ধরা যাক, রান্না। আমার ডাল রান্না করতে ভাল্লাগে। রোজ রোজ করতে ভাল্লাগে। রোজকার সামান্য ভ্যারিয়েশনেই আমি অনেক নতুনত্ব পাই। কোনদিন মুসুরডালে রাঁধুনিফোড়ন দেই, তো কোনদিন পাঁচফোড়ন। কোনদিন আগে জল ফুটিয়ে তাতে ডাল দেই, কোনদিন ঠান্ডা জলে ডাল দিয়ে ফোটাই। কোনদিন তেলে লংকা দেই, কোনদিন এক্কেবারে লাস্টে বাটিতে লংকা ঘষে তারপর রান্না ডালটা ঢালি। কোনদিন পেঁয়াজ দেই, কোনদিন দেই না। কোনদিন টমেটো ভেজে দেই, কোনদিন ডালের সথে সেদ্ধ করে দেই।

    কি, খুব বোর লাগছে তো? সেটাই পয়েন্ট। যে ভালবাসে তার লাগে না। ইন ফ্যাক্ট যেকোন কাজই নিপুণভাবে করতে গেলে বারবার রিপিট করতে হয় - সেকাজ সায়েন্সের এক্ষপেরিমেন্টই হোক আর অন্কের এপসাইলন-দেল্টাই হোক। যে ভালবেসে করে সে ঐ minutiaeতেই রস পায়। বাকিদের কাছে সেটাই রিপিটিটিভ লাগে। আমি সিওর ভালো accountantও তাঁর কাজ ভালোবাসেন, বাকীরা যতই দুচ্ছাই করুক।

    আমার উপর লাফিয়ে পড়ার আগে ডিঃ কারো কারো অপশন থাকে না - মেথরের কাজ নিয়ে কিছু জানি না, তাই বল্ছি না।
  • generic letter | 81.182.169.251 | ২১ মে ২০১২ ১০:০০529282
  • এবাবা, আগের পোস্টগুলো না পড়ে লিখেছি। আমার কথাটি ফুরালো।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ১০:০৫529283
  • দেশে যাদের মাসে লাখ টাকার কাছে রোজগার, তাদের পক্ষে দশ হাজার টাকা দিয়ে ঘরের কাজের জন্য কাউকে কি ড্রাইভার রাখা মানে অংকের হিসেব ঘেঁটে ঘ হয়ে যাওয়া ? ঃ)

    বিটিডব্লু, কোলকাতায় কিন্তু এবারেও দেখলাম, সারাদিনের কাজের জন্য আয়া, ৩-৪০০০ টাকা মাস মাইনে, ড্রাইভার ৫-৭০০০ টাকা ( দুটৈ হপ্তায় ৫-৬দিন) । মিনিমাম ওয়েজের হিসেব বোধহয় ভায়োলেট করে না। তাও বেশ কম নয় কি ?

    কোলকাতার বাইরের হিসেবগুলো বেটার লাগলো।
  • ব্ল্যাঙ্ক | 69.93.192.145 | ২১ মে ২০১২ ১০:১০529284
  • ওভারটাইম চার্জ আলাদা। ঘন্টায় তিরিশ করে, ১২ টা বেজে গেলে ৫০ করে
  • aka | 85.76.118.96 | ২১ মে ২০১২ ১০:১২529285
  • দেশে ঘরে ঘরে ড্রাইভারদের বেনিফিটস দেওয়া হয় না। আম্রিগায় হয়।
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ১০:১৫529286
  • সেইটাই বলছি। বিবি যে হিসেব দিলেন সেইটাতে রান্নার মাসির পরের প্রজন্মের জন্য মোটামুটি একটা শিক্ষার সংস্থান করা যায় এবং তা দিয়ে রান্নার মাসি ছাড়াও অন্য বিকল্পের পথ আসে।

    এইবার যদি জিগ্যেস করেন শতাংশের হিসেবে এরা কত বলতে পারব না। তবে যেখানে যেখানে ইন্ডিয়া শাইনিং হয়েছে বলে দাবি করা হয় সেইখানে তো এই হিসেবই চলে।
  • aka | 85.76.118.96 | ২১ মে ২০১২ ১০:১৭529287
  • হ্যাঁ একটু বেশি মাইনে দিয়ে নিজের কাছে ক্লিয়ার থাকা যায়। অসংগঠিত শ্রমিক দের নিয়ে শাইনিং ইন্ডিয়ার কুফল নিয়ে প্রবন্ধ লেখার সময়ে আমরা যা লিখে থাকি আর কি। টই বদলে গেলে সমস্যা তো বদলে যায় না। ঃ)
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ১০:১৮529288
  • সমস্যা তো আছেই। কিন্তু দশ বছর আগে দেখা বর্ণাশ্রম ব্যবস্থা এখনো সব জায়গাতে অজর অক্ষয় হয়ে আছে এই দাবিটা চাপের।
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ১০:২২529289
  • সমস্যার চরিত্রও মোটামুটি একই। এই যেমন দেশে প্রাইভেট সেক্টরে চাকরি করি, ওভারটাইম বলে কোন গল্ল্পো নেই, এগগাদা ট্যাক্সো দিতে হয়, কিন্তু কোন পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট নেই। এইরকম। ঃ)
  • kc | 204.126.37.78 | ২১ মে ২০১২ ১০:২৪529291
  • হোম সার্ভিস থাকতে রান্নার লোক রাখার কোনও দরকারই নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন