এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২০১৬৯ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ১০:২৫529292
  • এঁদের অসংগঠিতই থাকতে হবে, এটা কেমন কথা হল ?বরং দাবী তো উল্টোই। সংগঠিত হোন, ভাল মাইনে পান। বেনিফিট পান। এই কাজের জন্য সম্মান পান। সেটা দিতে গেলে অংকের হিসেবে শাইনিং দের জমার খাতাটা একটু কম মোটা হবে। তাতে সমস্যা আছে ?

    যে কাজের চাহিদা আছে, সেই কাজ খামোখা কেটেই ফেল্লে তাঁদের বুঝি বেশি উপকার হবে ? ঃ)
    ৫-৬০০০ টাকা পাচ্ছেন, সেটা এক্সপ্লয়েটেশন হচ্ছে বলে, নিজের সব কাজ নিজে করে এরকম চাকরির সুযোগই উড়িয়ে দাও ? ঃ)
    মাথাব্যথা হলে মাথাটাই কেটে ফ্যালো, কেমন ? ঃ)
  • aka | 85.76.118.96 | ২১ মে ২০১২ ১০:২৭529294
  • ড্রাইভারদের শুধু লাখ লাখ টাকা পাওয়া সফোরা পোষে এ ভুল ধারণা কলকাতার কলেজ প্রফেসররাও পোষে। একাধারে ড্রাইভারদের ফুল বেনিফিট, ন্যায্য মাইনে দেব এবং কলেজ প্রফেসররাও ড্রাইভার পুষবে এই হিসেবট বুঝিয়ে দেওয়া হোক। শুধু ড্রাইভার না, সাথে বাসন মাজার মাসি, রান্নার মাসি ইত্যাদি ইত্যাদি। দুটো বিপরীত ধর্মী চাহিদা দেখে অবাক হলাম।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ১০:২৭529293
  • হোম সার্ভিস মানেও তো কারুর কর্মসংস্থান। রান্নার লোককে হোম সার্ভিসপ্রদানকারীর মত ট্রিট করলেই হয়। আয়াকে এখানের বেবিসিটারের মত ইত্যাদি।
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ১০:৩০529295
  • অবাক হবার কী আছে? আস্তে আস্তে অন্যদিকে অপেক্ষাকৃত বেশি মাইনের কর্মসংস্থান তৈরি হলে প্রোফেসরদের ওপরেও চাপ আসবে বেশি না হোক, ভদ্রস্থ মাইনে দেবার। নইলে ওই দামে স্কিলড লেবার পাওয়া মুশকিল হবে। তো, এইটা আস্তে আস্তে হচ্ছেও।

    এটা তো বিপ্লব নয়, টুপ করে একদিন আকাশ থেকে খসে পড়বে সকলের পাতে।
  • kc | 204.126.37.78 | ২১ মে ২০১২ ১০:৩১529296
  • পাই কেমন ঘেঁটে আছে মনে হচ্চে। যে লোক একলাখ টাকা মাইনে পায়, তার সেই একলাখ টাকার মতই কমিটমেন্টও থাকে, কারুর হোম লোনের কমিটমেন্ট, কারুর ক্রাই এর কমিটমেন্ট, কারুর বিভিন্ন লেভির কমিটমেন্ট। এইসবের মধ্যে যদি তার কাছে দশ হাজারি ডোমেস্টিক হেল্পের কমিটমেন্টের গল্প আসে তো সে ঘেঁটেতো যাবেই। অসুবিস্তা কোথায়?
  • Sibu | 118.23.41.126 | ২১ মে ২০১২ ১০:৩২529298
  • সিম্পল। আম্বানীদের ওপর ৯৯% ট্যাক্স বসিয়ে কলেজ প্রফেসরদের মাসে দুলাখ টাকা মাইনে দেওয়া হলেই সব সম্ভব হবে।
  • riddhi | 107.77.242.138 | ২১ মে ২০১২ ১০:৩২529297
  • জেনারিক, ভাল লাগে কারণ আপনি ভেরিয়েশান আনার সুযোহ পান বলে। আপনি সেটা নিজেই বললেন। সাংসারিক ম্যানুয়াল কাজের অনেক পার্ট আছে, যেখনে সেই সুযোগটা নেই। আমার মতে টেকনোলজি= রিপ্টিটিভ কাজের পার্ট টা শূন্য করে দেয়া। আর প্রযুক্তির সামাজিক এক্সেপ্টিবিলিটি এটাই বলে, একটা কাজের শুধু রেপেটিটিভ অংশ সমাজের অধিকাংশ মানুষের পছন্দ নয়।

    পাই, গৃহবধূ পূরো অন্য ইস্যু হয়ে গেল। অনেকে গৃহবধূ হতেই পারে বাইরের রেপেটিটিভ কাজ , ধরা যাক সেক্রেটারিশিপ, এসবের থেকে মুক্তি পাবে বলে। ওটা

    এই ধরনের অনেক কাজ যাস্ট ইতিহাস লাথ মেরে ফেলে দিয়েছে। এন্ড নোবডি কম্প্লেনড।কিছু বছর আগে একদাল লোক সাহেবদের পাখা করে যেত ২৪/ ৭। রেপেটিটিভ কাজ। বৌরা বর দের পাখা করে যেত হরদম। এখন পাখা করা যদি সত্যি মানব প্রকৃতির একটা অবিচ্ছেদ্য ভাল লাগার ব্যপার হত, কবিতা বা গান লেখার মত, সময় নির্বিশেষে অন্তত ১০ পার্সেন্ত লোক এটা কন্তিনিউ করত, আত্মতৃপ্তি লাভের জন্য।
  • biplab | 78.33.140.55 | ২১ মে ২০১২ ১০:৩৭529299
  • যতটা পারা যায় নিজের কাজ নিজের করা উচিৎ। আমেরিকাতে এত মেশিন চারিদিকে না করার কারন নেই। এবার পূর্ণ উদ্যোগে সব ধরনের সব্জীর চাষ করছি- হ্যান্ড ট্রাক্ট্রর কিনে এনে। সফল হলে আলু পেঁইয়াজ ও লাগাব। আর একটা ছোট্ট পুকুর কেটে মাছ ছাড়ব।

    খাওয়াটা সমস্যাই না যদি বিদেশী স্টাইলে আমরা নিজেদের অভ্যস্ত করে নিতে পারি। আমি যেমঞ মেডিটেরিয়ান খাবারের ভক্ত- ঘরে পিটা, হামাস, বাবা হানুষ আর স্যালাড পাতা থাকলে ফার্স্ট ক্লাস লাঞ্চ ব্রেকফার্স্ট হয়। পিটার বদলে নান থাকলেও চলবে। এটা আমি আমার মধ্যপ্রাচ্যের বন্ধুদের কাছ থেকে শিখেছি-খেতেও দারুন লাগে। এবং পুষ্টিকর। এছারা বার্গার বানানোর জন্যে প্যাটিস, ক্রীম, স্যালাড থাকলে, সেটাও দ্রুত বানানো যায়-পাচ মিনিট। সেটাও কোন ফ্যাক্টর না। বাঙালী খাবার বানাতে বড্ড টাইম লাগে। তাই ওই দিকে নেই। শুধু উইকেন্ডে বউ বানালে খেয়ে থাকি। ঘরের মধ্যে ওয়াশিং মেশিন থাকলে কাপড় কাচার জন্যে সব মিলিয়ে উইকে ২০ মিনিট খরচ। তার জন্যে এত কথা কেন? ডিশ ধোয়ার জন্যে ত ওয়াশিং মেশিন আছে। খাবার খেয়ে ধুয়ে মেশিনে দিয়ে দাও। এটা কি কাজ?

    কাজের লোক কেন লাগে সেটাই ঠিক বুঝি না-শুধু বাঙালী রসনার স্বাদটা উইকেন্ডে রাখতে হবে। আমি ত সব্জি থেকে মাছ, সব কিছুই নিজে নিজে বানাব ঠিক করে ফেলেছি। মাছটা হবে না-তবে সব্জির বাম্পার ফলনের জন্যে ট্রাই মারছি। সেখানেও আমেরিকান মেকানাইজেশনের জন্যে কোন লোক লাগে না। একটা ৩০০ স্কোয়ারফুটের বাগানে রেলিং দিতে আমার ৩০ মিনিট লাগল। সব প্রায় রেডিমেড পাওয়া যায়। সব্জি চাষের জন্যে মাটি খুড়তে হ্যান্ড ট্রাক্টরটা ২০০ স্কোয়ারফুটের প্লট একঘন্টায় নেমে গেল। দোকানে গেলে সব সব্জির চারা পাওয়া যায়-এনে লাগিয়ে জল দাও। মাটী দাও। মেশিন দিয়ে মাটি কাটা যায় খুব তাড়াতাড়ি-ফলে বড় বড় গাছ ধরে লাগানোও খুব সহজ কাজ।

    আসলে এখানে মেশিন চারিদিকে এত সহজলভ্য যে, লোকের দরকার হয় না। তবে হ্যা, এবার সব্জি লাগাতে মেশিন সহ আমার খরচ হচ্ছে প্রায় ২০০০ ডলারের ওপরে-তাতে ১০০০ ডলারের সব্জি নামবে কি না আমার সন্দেহ আছে। বাট, লোক লাগে না এখানে প্রায় কোন কাজেই যদি মেশিন চালানোটা শেখা যায়।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ১০:৩৯529300
  • কলেজ প্রফেসর যাঁরা রান্নার মাসি রাখেন, তাঁদের পার্টনাররাও সচরাচর চাকুরে হন ঃ)। যৌথ আয় কত হয় ? আর সব মিলিয়ে ৬০-৭০০০০ টাকা মাইনে হলেও মাসে ৮০০০-১০০০০ টাকা এঁদেরকে দেওয়া যায় না ?
    তবে যে শহরে ভালো পাবলিক ট্রান্সপোর্ট আছে, সেখানে ড্রাইভার ক্যানো, গাড়ি পোষার ব্যাপারই আমার মাথায় ঢোকে না। আর পুষলেও কেন দেওয়া যাবেনা, বুঝিনি।
    কেউ যদি না দেন, নিজের টাকা জমানোর/বাঁচানোর জন্য দেবেন না। সেটা কেউ করতেই পারে। এই কাজগুলো কারুর নিজের করতে ভালো লাগে বলেও করতেই পারে। তাই নিয়ে কোন বক্তব্যই নাই। কিন্তু সেটা ঐ এক্সপ্লয়েট করবোনা, বর্ণাশ্রম প্রথা রাখতে চাইবো না, সেই মহান আদর্শের বশবর্তী হয়ে করছি, এরকম দাবী না করলেই হল ঃ)
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ১০:৪০529302
  • আর স্বাবলম্বী হবার শিক্ষা? দ্যাখেন এইখানে যারা আড্ডা মারেন পড়েন ল্যাখেন তক্কো করেন সবাই তো মূলত বংসন্তান? তার মধ্যে হাতে গোনা ক'জন প্রবাসী হবেন, বাকিরা সবাই পঃবঙ্গের এবং তার থেকেও বড় কথা মধ্যবিত্ত। মূল মটো হল পড়ব, ওগরাবো, জিতব। তিতব মানে একটা শাঁসালো চাকরি বাগাবো। তো, বাপে মায়েও তালে তাল মিলিয়ে নাড়ুটা, দুধটা, দইটা এগিয়ে দেন। ফলত যা হবার তাই হয়।

    বাংলার বাইরে দেখেছি মাধ্যমিক পরীক্ষার্থীও পরীক্ষার আগের দিন ছাদের জমা জল সরাচ্ছে, বাগানের আগাছা সাফ করছে। আমরা দেখে আঁতকে উঠেছি এ ছেলের ভয়ডর কিছু নেই নাকি? তো, পরীক্ষার ফল বেরোল সে ছেলে দিব্যি ৮৫% না ৮৭% পেল। তার বাপের নিজস্ব ব্যবসা আছে, তারাও চেয়েছে ছেলে মোটামুটি কেলানে কাত্তিক হয়ে তাতে যোগ না দেয়।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ১০:৪৫529303
  • নাঃ, কেশীদা, আপনিই ঘেঁটে দিলেন ঃ(
    যার কাছে যা প্রায়োরিটি। কেউ টাকা জমিয়ে ভালো বাড়ি দামী গাড়ি করতেই পারে। প্রত্যেকের কাছেই জীবনের এক মানে, এক চাহিদা, তা তো না। কেউ এই সব কাজ নিজে না করে সে সময় নিজের পছন্দ মত অন্য কিছু করতে চাইতেই পারে, তাতে তার টাকা কম জমবে, দামী গাড়ি না হতে পারে, বাড়িও, কিন্তু সেগুলো তার চাহিদাতে নাও থাকতে পারে। সবার চাহিদাই একটা রুটিন অনুসরণ করে হতে হবে, এমন তো নয়।
    আর ডোমেস্টিক হেল্প নিতেই হবে, এমন কোন দাবীদাওয়া এখানে কেউ করেছে বলে মনে হয়না।
    এক্সপ্লয়েট করা হয়ে যাবে বলে এই হেল্প নেওয়া উচিত না, নিজের কাজ নিজের করা উচিত, আমার আপত্তি এই পয়েন্টে।
  • ব্ল্যাঙ্ক | 69.93.192.145 | ২১ মে ২০১২ ১০:৪৬529304
  • কলেজ প্রফেসদের একটা ব্যাচ প্রাইভেট টিউশনের পয়সায় খান দুই ড্রাইভার রাখা যায়। আর ড্রাইভারদের average rate ৬০০০ মতন মাসে। তার ওপর ওভারটাইম, পুজোয় বোনাস, এপ্রিলে মাইনে বাড়ানো। এটা দিতে না পারলে প্রোফেসররা ড্রাইভার রাখবেন না। যারা রাখেন তারা এইভাবেই নিশ্চয় রাখেন, অথবা বহু পুরনো ড্রাইভার হয়ত- কাজ ছেরে যায় নি অল্প মাইনেতে, তাই আছে।
  • ব্ল্যাঙ্ক | 69.93.192.145 | ২১ মে ২০১২ ১০:৪৭529306
  • আর আকাদার ঐ কথাটা মানা গেল না যে আম্রিকার ড্রাইভাররা বেনিফিট পায়। ছোট ছোট কোম্পানি গুলোতে (১০ জন এমপ্ল্পয়ী) কোনো বেনিফিট থাকে না, এতো চোখের সামনে দেখা। সেক্ষেত্রে ড্রাইভার দের বেনিফিট থাকে বলে মনে হয় না।
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ১০:৪৭529305
  • প্রাইভেট টিউশনের গল্পটা ইচ্ছে করে আনিনি। ও টাকার ওপর তো ট্যাক্সো দিতেও কেউ জোর করে না। করে কি?
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ১০:৪৮529307
  • বিপদার পোস্টগুলো পড়ে বৌদিকে ডাকতে ইচ্ছে করছে ! x-(
  • kc | 204.126.37.78 | ২১ মে ২০১২ ১০:৪৯529309
  • না পাই, আমি মজা করছিনা। সিরিয়াসলি বুঝতে চাইছি।
    আমার কথাই বলি, আমার নিজের কাজ নিজে কত্তে একদম ভাল লাগেনা কিন্তু ওই 'এক্সপ্লয়েট করা হয়ে যাবে বলে এই হেল্প নেওয়া উচিত না, নিজের কাজ নিজের করা উচিত' এই মতবাদে সাবস্ক্রাইব করে স্বাবলম্বী হয়ে দিন কাটাই। অসুবিধা কোথায়? ঃ-)
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ১০:৪৯529308
  • কেসি ঘেঁটে আছে। আমি যদি দেখি দশ হাজারের ডোমেস্টিক হেল্প কমিট করে আমি নিশ্চিন্ত মনে আরো তিরিশ হাজার উপার্জনের দিকে মন দিতে পারি, তাহলে সেটাই করব। নিট লাভ হল বিশ হাজার টাকা।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ১০:৫২529310
  • নিজের ভালো লাগার জন্য, নিজে কমফোর্ট জোনে থাকার জন্য মানুষ যা ইচ্ছে করতে পারে, যা ইচ্ছে ভাবতে পারে, তাই নিয়ে কোন অসুবিধে নেই তো ঃ)
  • kc | 204.126.37.78 | ২১ মে ২০১২ ১০:৫৪529311
  • আর ইয়ে, বেশীরভাগ কলেজ প্রোফেসরই কিন্তু প্রাইভেট টিউশন করেন না। এটা খুব ভাল করে জানি বলেই বলছি।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ১০:৫৬529313
  • আর হ্যাঁ, প্পন যেটা বল্লো, টুপ করে তো বিপ্লব হবেনা। আমিও তেমনি মনে করি। আর মনে করি, আস্তে আস্তে ব্যাপারটাএমন দিকে এগোবে, র‌্যাদার এগোনো উচিত যেখানে এই অসাম্যটা কমে। আমার রান্না ভালো না লাগলে সেটা কাউকে দিয়ে করানোর ফ্লেক্সিবিলিটি, আমার পাছন্দের কাজ করার চয়েস , ফ্লেক্সিবিলিটি যেমন আমার থাকবে, তেমনি যাঁর রান্না ভালো লাগে তিনিই রান্নার কাজ করবেন। সেটা নিজের সংসারের জন্য হোক। অন্যের জন্য জীবিকা হিসেবে হোক। সেটা বেছে নেবার ফ্লেক্সিবিলিটিও তাঁর থাকবে।
  • kc | 204.126.37.78 | ২১ মে ২০১২ ১০:৫৭529314
  • চাকুরি করে প্পন কথিত আরো ত্রিশ হাজার ক্ষি করে বেশী উপার্জন করা যায় বুইতে পারলাম না। প্রাইভেট সেক্টরে, ওভারটাইম না নিয়ে? তবে কি প্রফিট শেয়ারিং এরকম হ্যানত্যান? তা সেটা আর কজনা পায়? অ্যাঁ?
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ১০:৫৯529315
  • আয় বাড়ানোর উপায় হিসেবে বলেছি। পরে বুঝিয়ে বলব। এখন মিটিনে যেতে হবে।
  • kc | 204.126.37.78 | ২১ মে ২০১২ ১১:০১529316
  • না না আগে বোঝাও। তারপরে মিটিনে যাও। নয় তো সকালের চা তেতো লাগবে।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ১১:০২529317
  • প্পনের ১০ঃ৪৯ কে এক্ষটেন্ড করে বলি, কেউ সে সময়টা আরো ত্রিশশহাজার উপার্জনের জন্য দিতে পারে,নিট বিশহাজার লাভের কথা ভেবে, কেউ সেটা অন্য কোন পছন্দের কাজেও দিতে পারে, যাতে নট নেসেসারিলি আয় বা হলেও অত আয় হবেই। সেই বিকল্প উন্নয়নের টইটা রেফার করবো। জেলিফিশ ও কেউ কেউ হতে চায় ঃ)

    আর , কারুর পছন্দের কাজটা নিজের কাজ ও হতেই পারে। যেমন রান্নাবান্না ইত্যাদি। তালে তো কোনো দ্বন্দ্ব, কোন ল্যাঠাই নেই। সিম্প্লেস্ট কেস।
  • aka | 85.76.118.96 | ২১ মে ২০১২ ১১:০৪529318
  • কমরেড প্পন, আস্তে আস্তে অসংগঠিত লেবার উঠতে থাকলে যা দাঁড়াবে তা এই আম্রিগান সিস্টেমের খুব কাছাকাছি কিছু একটা হবে। যেখানে বেশিরভাগ লোকই আর এই সার্ভিস গুলো পয়সা জনিত কারণেই নিতে পারবে না। অনেক রাত হয়েছে, কলেজ প্রফেসরদের মাইনে এমনি বাড়তে পারে না, বাড়বে যদি অন্যান্যদের ট্যাক্সো বাড়ে। অন্যান্যদের ট্যাক্সো বাড়লে তাদের আয়ে টান পড়ল ইত্যাদি। একটা সিস্টেম কিন্তু এইসবের মধ্যে দিয়েই ইভলভড হয়েছে। বেঞ্চমার্ক হিসেবে খুব খারাপ না।

    মূলত এই উন্নত বর্ণাশ্রম (ঃ)) আসলে একটি এলিটিয় চিন্তাভাবনা যাকে নাকি আমর অন্যান্য মানে সাম্যের টইতে গালি দিয়ে থাকি। বিশদে নাহয় কাল সময় পেলে লেখা যাবে।
  • biplab | 78.33.140.55 | ২১ মে ২০১২ ১১:০৮529319
  • পাই
    আসলে এই আলোচনাটা কেন হচ্ছে-সেটাই ত বুঝছি না। বাঙালী খাওয়া কমাতে পারলে, এখানে কাজের লোক লাগে না।

    আর বৌদিকে ডেকে লাভ নেই। আমি বাড়ির কি কি কাজ করি না -তার লিস্টি দেবে।

    ভারতে কাজের লোকের দরকারের মূল কারন বাড়িতে প্রচন্ড ধুলো-প্রতিদিন বাড়ি পরিস্কার করতে হয়। আর কার্পেট বা উডেন ফ্লোরের চল নেই-ফলে ভ্যাকুয়াম ক্লিনার এফেক্টিভ না-প্রতিদিন বাড়ি মুছতে হয়। এর পর যাতায়াতে লাগে ২+২= ৪ ঘন্টা। এর ওপর বাতাসে অক্সিজেন কম, ঘরে এসি থাকে না -ফলে এফিসিয়েন্সী ও কম থাকে। এর ওপর প্রতিদিন বাঙালী রান্না। ফলে একটা না দুটো লোক লেগেই যাবে।

    আমেরিকাতে হার্ডলি সপ্তাহে ২-৩ ঘন্টার কাজ বাড়ির। তার জন্যে লোক লাগে না। শুধু বাঙালী খাওয়াটা কমাতে হবে।

    তবে দাঁড়াও-আমার সব্জি বাগানটা দাঁড়িয়ে যাক-তারপর বাগানের সব্জী খাওয়াতে একটা পার্টি দেব।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ১১:০৯529320
  • এদিকে আম্রিগাতে অসাম্যের চূড়ান্ত। গত কুড়ি তিরিশ বছর ধরে একদম নিচুতলার আয় কোনোরকম বাড়েই নি। সেটাকে যদি বেঞ্চমার্ক ধরতে হয় !!
  • aka | 178.26.215.13 | ২১ মে ২০১২ ১৮:০৮529321
  • কারণ এই অসাম্য থেকেও বর্তমানে ভারতের থেকে এখানকার আনস্কিলড লেবাররা অনেক ভালো অবস্থায়। গত ৫৩ বছরে সাধারণ আমেরিকানের রিয়েল ওয়েজ বাড়ে নি এও হার্ভার্ডের পেপার আছে, তার সাথে এই বিষয়ের খুব সম্পর্ক নেই।

    যেকোন উন্নত দেশকেই বেঞ্চমার্ক নেওয়া যায়। সর্বত্রই উন্নতির সাথে সাথে লেবারদের অবস্থার উন্নতি হয়েছে, সাধারণ মধ্যবিত্তকে নিজের কাজ নিজে বেশি করতে হয় কারণ সেই লেবার অ্যাফর্ড করার সামর্থ্য নেই।

    তাই লং টার্মে আমার সুবিধা হবে বলে ডিভিশন অফ লেবার চাইব কথাটার মানে হল মধ্যবিত্ত যাতে অ্যাফর্ড করতে পারে এমন চিপ লেবার চাইব আবার উল্টোদিকে সেই চিপ লেবারদের উন্নতি হোক সেটাও চাইব দুটো পরস্পর বিরোধী। একটা হলে অন্যটা হতে পারে না, লজিকালি।
  • ঢ্যাঁড়স | 220.210.15.150 | ২১ মে ২০১২ ২০:০৪529322
  • kc রে একদম কয়ের ঝর্ণা দিলাম। প্রোফেসরদের দুঃখ আর কজনায় বোঝে। আর ১ লাখ মাইনে হলে কেটেকুটে হাতে ৭০-এর বেশি আসবেনা। তার থেকে বাড়ির লোন আর insurance এর প্রিমিয়াম দিয়ে হাতে থাকে তাতে আর যাই হোক ড্রাইভার পোষা যায় না।

    শিবুদার মুখে ফুল চন্দন কবে যে আম্বানিদের ট্যাক্সো বাড়িয়ে প্রোফেসরের মাইনে বাড়বে।
  • Sibu | 218.54.5.153 | ২১ মে ২০১২ ২০:০৫529324
  • মধ্যবিত্ত অ্যাফর্ড করতে পারে মানে জোড়ালো ইউনিয়ন আর বড়লোকের ওপর হাই ট্যাক্সো বসিয়ে মধ্যবিত্তের রোজগার বাড়ানো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন