এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২০১৬৪ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Zzzz | 99.228.82.46 | ১৮ এপ্রিল ২০১২ ০৬:৫৭529192
  • ও শিবুদা,

    এখন আমরা নদী পেরিয়ে বাফেলো যাচ্ছি বাজার করতে। আর এবারে বাজেটে তার জন্য আবার সুবিধেও বাড়িয়ে দিল তো।
  • Binary | 70.76.78.47 | ১৮ এপ্রিল ২০১২ ০৮:১১529193
  • বর্গিজ, কানাডায় থাকেন নাকি ? বাপেলো যখন কইলেন, তকন পুবপারে নাকি ?
  • Zzzz | 99.228.82.46 | ১৮ এপ্রিল ২০১২ ০৮:২২529194
  • হ্যাঁ বাইনারিছার,

    পূবপারে বৈকি... তা আপনেগো প্রেইরি অঞ্চল নাহি?
  • Binary | 70.76.78.47 | ১৮ এপ্রিল ২০১২ ০৮:৫২529195
  • এই যে নিম বল্ল, 'নিজে রেঁধে খেতে হয় না' বা 'ঘর পরিস্কার করার লোক পাওয়া যায়' এতেই একটা দেশী স্টুডেন্টের পরিচয় স্ট্যাম্প হয়ে গেল। ঠিক এই মানসিকতাতেই আমরা আম্রিকা ইত্যাদি দেশের থেকে ১০০ গজ পিছিয়ে আছি। এটাই টেম্পারামেন্টের পার্থক্য। এখানে, হাই স্কুল থেকে হোম-ইকোনমিক্স শেখায় তাতে রাঁধা থেকে নিজের বাড়ীর ইলেক্ট্রিকের কাজ পজ্জন্ত শেখায়।

    চ্যাপেল ভায়া খারাপ কি বলেছিলো ? ভারতীয়রা, জন্মথেকে-ই পরমুখাপেক্ষী ওয়ার্কার। প্যাম্পার না করলে ফার্স্ট গিয়ার থেকে নড়তে চায় না।
  • aka | 75.76.118.96 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:০৫529196
  • বাইনারিদারে ক দিলাম। ভারত যদি কোনোদিন এঅই স্তরে আসে যেখানে যেকোনো ম্যানুয়াল লেবারের দাম এতই বেশি যে নিজেদের কাজ করে নেওয়াই ভালো সেদিন যে কি হবে?

    বোতিন জানে।
  • Tim | 128.173.35.132 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:১৩529197
  • চিন্তা নেই, ঐ জায়গাটায় পৌঁছবার আগেই জনতা টিউনড হয়ে যাবে। হুঁ হুঁ বাওয়া চাপে পড়লে কি না হয়!
  • aka | 75.76.118.96 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:১৮529198
  • আমার এক বন্ধু বলেচুইল। রকেট কেন অত জোরে ছোটে বল দিকি? আমি বললাম কেন? বলল, পেছনে আগুন আছে বলে।
  • Jhiki | 182.253.0.99 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:২২529199
  • ভারতে তাও অনেক কাজ নিজে করতে হয়, এই দেশে একটু পয়সা থাকলেই খাওয়া-হাওয়া-শৌচকর্ম ইত্যাদি খালি নিজের হাতে করলেই চলে যায়!!

    তাই এখানকার খুঁটি কিছুতেই ওপড়াতে পারছি না!
  • Sibu | 108.23.41.126 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:২৬529200
  • এই বাজেটে vat বাড়ল নাকি?
  • Sibu | 108.23.41.126 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:২৭529202
  • শৌচকর্ম হাতে করে না তো।
  • Binary | 70.76.78.47 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:৩৪529203
  • নব্বই-এর দশকে যখন দেশের দিল্লি-বোম্বে-হাদারাবাদ কত্তাম, প্রতিটা শহরে একটি করে আরাম-কেদারা গেস্টহাউস থাকত। তো সন্ধ্যে বেলা অপিশ করে এসে, গেস্ট হাউসের পল্টুকে দিয়ে বীয়র-সিগারেট-রুটি-তরকা-এন্টারোকুইনল সব আনাতাম। অপিশের কারপুল না এলে ট্যাক্সি ধরে দিতো।

    আর বিগত ৮/৯ বছরে অ্যামেরিকা-কানাডা-ইউরোপের প্রতিটা শহরে চরকি বাজি করে, স্টুডিও হোটেল, ১০/১২ ঘন্টা অপিশ করে বাজার করে হোটেলে এসে রান্না করে, কঙ্কল করে, পিপিটি বানিয়ে, খেয়ে পরদিন সক্কাল আট্টায় মিটিম কত্তে হয়েছে। -৩৫ -এও আবার +২৫ -এও।
  • abastab | 14.139.163.29 | ১৮ এপ্রিল ২০১২ ০৯:৪৫529204
  • গত দশ বছরে অঙ্কের সেরা কাজ মনে হয় ইনি করেছেন http://www.math.ucla.edu/~shekhar/ , আর TCS ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট যেই কারণে ওরা ফিল্ডস মেডাল পায় না, ওদের জন্য নেভানলিনা।
  • tatin | 122.252.251.244 | ১৮ এপ্রিল ২০১২ ১০:১৩529205
  • আচ্ছা, সবাইকে নিজের রান্না নিজে করতে হবে, নিজের কাপড় নিজেকে কাচতে হবে, নিজের গাড়ি নিজে চালাতে হবে এগুলো খুব অভিপ্রেত ব্যাপার কি? রিসোর্স এনার্জি অর্থ এইসবের দিক থেকেই পাব্লিক ট্রান্সপোর্ট, বড় কিচেন, লোন্ড্রি/ধোপা সিস্টেম মানে মাস স্কেলে কাজ করার উপায় গুলো অনেক সাশ্রয়ী এবং প্রফেশনাল ছোঁয়া থাকায় কাজের কোয়ালিটি বেটার হয়।

    আমেরিকা অবশ্যই ব্যাক্তি-স্বাতন্ত্র্যের নামে অন্য মডেলটাকে হেইল করে- কিন্তু উল্টো মডেলটাও নেহাৎ ফেলে দেওয়ার মতন নয়।
    এবং ইন্টারেস্টিংলি, ঐতিহ্যমন্ডিত সভ্যতাগুলিতে এই কমিউনিটি-র ধারণা অনেক বেশি করে স্ট্রং হয়েছে, আমেরিকান ইন্ডিভিজুয়ালিজমের উল্টোদিকে। মানুষ মানুষের ওপর নির্ভর করবেই, সেইটা খুব বাজে কিছু তো নয়- বরং সেটাই সমাজ জিনিসটাকে মান্যতা দ্যায়। আইনস্টাইন যেমন একটা স্পিচে বলেছিলেন, আমার হোয়ে ওঠার পেচানে যে আমর জামা সেলাই ইস্তিরি করে দিচ্ছে, যে আমার জন্য ফসল ফলাচ্ছে এদের সকলের অবদান আছে- কৃতিত্ব এঁদের সকলের সংগে ভাগ করে নেওয়ার মতন। এই কানেক্টেডনেসটাকে আত্মনির্ভর হওয়ার নামে বিসর্জন দেওয়া ভয়ংকর।
  • Tim | 128.173.35.132 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৩০529207
  • আম্রিগায় মানুষকে ফসল ফলিয়ে, জামা বুনে খেতে হয়না। শুধু দৈনন্দিন নিজেকে এবং নিজের জামাকাপড় পরিষ্কার রাখার কথা হচ্ছে। আর সময়মতন কাজে যেতে গেলে যা যা করার ( এবং সঙ্গে প্ল্যানিং) সেইগুলো খ্যাল করার কথা হচ্ছে।

    আর তাছাড়া, ভারতের ব্যাপারটা তো শুধুই প্রফেশনাল টাচ নয়। ইন জেনেরাল বাড়ির স্নেহশীল আত্মীয়/আত্মীয়া এই বোঝাগুলি বহন করেন। এবং এঁদের মধ্যে অনেকেরই নিজস্ব কাজ থাকে, তার উপরেও শাকের আঁটির মত খোকনের হাগুর নিমিত্ত চা, শৌচকর্মের নিমিত্ত জল ইত্যাদি প্রভৃতি সারাদিন ধরে জুগিয়ে চলতে হয়। আমার এমতি বহু খোকন বন্ধু আছে দেশে, এর মধ্যে একজনের দিদিকে এই ৩৪ বছর বয়সেও জুতোর ফিতে বেঁধে দিতে হয়, তারপর সেই খোকন বাড়ির উঠোন থেকে রিকশা চেপে কালেজে পড়াতে যান। এই নির্ভরশীলতাকে কানেক্টেডনেসের শাক দিয়ে ঢাকা যায়?
  • riddhi | 108.218.136.234 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৩০529206
  • ততিনকে ডবল ক।
    আর্মানসিকতায় '১০০ গজ পিছিয়ে থাকা' কেন? ম্যানুয়াল লেবারের চীপ মার্কেট এভেল করা পিছিয়ে পড়া?? এই মার্কেট ভারতে আছে কেন, 'ভারতীয় মানসিকতার' জন্য?
    তাহলে বারো দুগুনি চব্বিশ না করতে পেরে আউটসোর্সিং দিয়ে কাজ করানো পিছিয়ে পড়া?
    আকাদার কোশ্চেন টা যদি উল্টিয়ে দেয়া হয়, আমেরিকায় হঠা।ত লেবার খুব চিপ কয়ে গেলে, আমেরিকানরা কি করবে, বিশাল স্বাবলম্বী আদর্শে টিকে থেকে বাড়িতে চাকর বাকর রাখবে না?? হেবি বড়লোক যারা শোফার রাখার আউকত আছে আর রাখে, তারা গান্ডু?
  • Tim | 128.173.35.132 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৩১529208
  • প্রথম লাইনে ""সমস্ত মানুষকে"" হবে।
  • riddhi | 108.218.136.234 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৩২529209
  • পয়েন্ট এটাই, আমেরিকাতে কোন আকাশ থেকে পড়া ভ্যালু-সিস্টেম আসেনি, যার প্রসাদ লাভ করে মনের দরজা খুলে যাবে । এটা ঐ মায়ের রান্না তেও বলার ছিল। মেয়েদের ছোট করা যেন একটা ওরিএন্তাল ব্যাপার, প্রাচ্য মানসিকতায় স্ট্যাম্প মারা আছে। মধ্যযুগ তো ছেড়েই দিলাম, এই তিনে্‌শা বছর আগেও কি ভাবে ইউরোপ আমেরিকায় মেয়েদের দেখা হত, এই আমেরিকাতে তো ১৯২০ এর আগে মেয়েরা ভোট ই করতে পারত না। এয়াত এয়তো বড় বড় মানবতার কথা লিবার্টির আদর্শ হেনা তেনা এত দিন কি হচ্চিল? তার্পার যুদ্ধ ফুদ্ধ হল, মেয়েদের আরো বেশী করে কাজে আসতেই হল জানলা খুল্ল। আমাদের দেশভাগ হল, রুটির জন্য বাধ্য হয়ে রিফিউজি পরিবারের মেয়েরা আরো বেশী করে চাকরি বাকরি করতে বেরোলো। ভারতীয় জাপনি বা মার্শিয়ান কোন মনসিকতায় এইসব পরিবর্তনের জন্য দায়ী নয়।

    শারীরিক বা মনসিক ভাবে দূর্বল মানুষ সে বৌ বাচ্চা , গরিব বা ফার্স্ট ইয়ার, যাই হোক,তার মাথায় চাটি মারা, নিজের আরামের জন্য ব্যভার করা এতা সুযোগ পেলেই যে কোন দেশের যে কোন বেশীর ভাগ মানুষ করবে।
    একটা লোক যার রন্ধ্রে রন্ধ্রে হারমীপনা, যে অন্য দেশের গরিবদের গাড় মেরে লুঠ করে ফুর্তি করে, সে মেয়েদের কে মানুষ ভাবছে বাধ্য হয়ে , নিজের দেশে সেই ওবজেক্তিব অবস্থা নেই বলে, কোন উন্নত মনসিকতা থেকে নোয়। তার ভেতরের এগ্রেসান, স্বার্থ বা লোভ, বহাল তবিয়তে আছে, আর যে কটা চ্যানেল খোলা, সেই সব খাতে ঝর্ণার মত প্রবাহিত হচ্ছে। অবস্থা পালটালে, সুযোগ এলে, চীনে হোক বা আমেরিকান পায়ের ওপর পা তুলে বৌকে দিয়ে লুচি বেলাবে।
  • lcm | 69.236.168.55 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৩৯529210
  • আম্রিগাটা এক্কেবারে জঘইন্য। সাহেবদের দেশ গুলাই বাজে। খুবই বাজে। একডা ভালো কিস্যু নাই। অত্যাচারী, নীচ, জ্‌ঘইন্য প্রবৃত্তির গা-ঘিনঘিনে সাদা মানুষের দল।

    সাহেবের পা-চাটা হইল মুদ্রার এক দিক, আর, যে কোনো হুজুগে সাহেবরে গাল দেওয়া হইল অন্য দিক।

    বাকী সব মুদ্রাহীনতায় আক্রান্ত।
  • tatin | 122.252.251.244 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৪৩529211
  • না পরিবারতন্ত্রের মধ্যেও একভাবে ডিভিশন অফ লেবার আছে। এবং নেসেসারিলি সেই ডিভিশনটা খুব খারাপ নয়, আমেরিকান সিস্টেমেও মা 'আহারে বাবুটা' করেন, দিদিমা নাতির জন্য কুকি বানিয়ে পঠিয়ে দ্যান। সেগুলো আনন্দের জয়্‌গা থেকেই তাঁরা করেন এমন কী আম্রু প্রফ-এর হাউসমেকার বউও আমরা অনেকেই দেখেছি। আমাকে আমার সংসারের ঘরকন্না করতে হবে, যদি আবশ্যিক ভাবে খারাপ হয়, আবশ্যিকভাবে ১০-৫ অফিস না মারালে আমি খেতে পাবোনাও খারাপ।

    বা পরিবারতন্ত্র বাদ দিয়ে ভাবলে গণহারে কিছু কাজ ভাগ করে নেওয়ার ব্যপারটা আছে। বেস্ট এক্সাম্পেল পাব্লিক ট্রান্সপোর্ট, হস্টেল মেস, পাইস হোটেল, ধোপা এরা।
    আমার যেটা খুব অবাক লাগতো, যে রেটে বার্গার কিং বা সাবওয়ে খাবার দিতে পারতো, ইউনিভার্সিটির ডাইনিং কেন অন্তত: সেই রেটে খাওয়াতে পারেনা? পরে মনে হল, ব্যাপারটারিসোর্সের নয়, পলিসির
  • lcm | 69.236.168.55 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৪৭529213
  • তাতিন ভাই,
    বার্গার কিং তো ব্যব্‌সা। বোঝো তো। যত বিক্রি তত লাভ।
    উইনিভার্সিটি তো তা নয়, অনেক ক্ষেত্রেই ভর্তুকি থাকে।
  • Tim | 128.173.35.132 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৫০529214
  • একদম। কিন্তু সেটা তো প্রফিটের গল্প।

    যেমন একইভাবে শেয়ার্ড রিসোর্সের সাথে পর্সোনাল ইনকামের অ্যাঙ্গেল আসে, এবং সেই টাকাটা খরচ না করে সেমি-নির্ভরশীল কারুর ওপর বর্তায় সেইটাও একটা দিক।

    ভালোবেসে করাও জাস্ট আরো একটা অ্যাঙ্গেল। যিনি করছেন তিনি ভালোবেসেই নিজের কষ্ট হলেও করছেন জেনেও অনেকে চুপচাপ বসে থাকে। এইটা মানসিকতার দিক।
  • Tim | 128.173.35.132 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৫২529215
  • আমার আগের পোস্ট তাতিনের ঠিক পরেই। ইউনির পলিসির ব্যাপারে এগ্রি করলাম।

    ল্যাদোষদা, ইউনির খাবারের দাম বেশি হয় বাইরের থেকে। মানে একটু না অনেকটাই বেশি হয়। তার সবটাই কোয়ালিটির জন্য না।
  • tatin | 122.252.251.244 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৫৬529216
  • আমার মনে হয়েছে, অনেকগুলো কিচেন, অনেকগুলো লোক রান্না করছে, অনেক গ্যাস কানেকশন, অনেক ফ্রিজ, অনেক এসি, অনেক টিভি, আলাদা আলাদা কম্পু, অনেক অনেক সেল ফোন, অনেক গাড়ি, অনেক ওয়াশিং মেশিন- প্রকৃত অর্থে যেটুকু হলে চালিয়ে নেওয়া যায়, তার থেকে বেশি জিনিসকে 'প্রয়োজন' করে তোলাটাই পলিসি।
  • lcm | 69.236.168.55 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৫৯529218
  • উইনি-তে অত শস্তা হইব কি কইর‌্যা। কম্পিটিশন নাই, প্রফিট নাই। বোরিং একটা ব্যাপার।
  • Tim | 128.173.35.132 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৫৯529217
  • আরে কি মুশকিল সেরকম তো খেটে করতে হবে তাই সব কাটিয়ে দিয়ে, অনেকগুলো লোক কিচেন ব্যাভার না করে, লন্ড্রিতে খচ্চা করে, পাবলিক ট্রান্সপোটে যাতায়াত করে জীবন কাটিয়ে দিচ্ছে। সেল অবশ্য সবার আছে। কানেক্টেড দেশ ভারতেও আজকাল লোকের দুইখান করে সেলফোন।
  • tatin | 122.252.251.244 | ১৮ এপ্রিল ২০১২ ১১:০২529219
  • পাব্লিক ট্রন্সপোর্ট ঠিক কটা জয়গায় আছে গুণে বল?

    আর, ভারত তো এখন তেড়েফুঁড়ে আমেরিকা হতে চাইছে।

    ল্যাদোষদা, সভ্যতার একমাত্র মোক্ষ কি মুনাফা?
  • Tim | 128.173.35.132 | ১৮ এপ্রিল ২০১২ ১১:০৩529220
  • আর রান্না করানোর পলিসিতে কিসের লাভ? বরং গুচ্ছ লোক ম্যাকে খেয়ে ওবিস হবে, তারপর আরো গুচ্ছ ডাক্তার-ওষুধে ওড়াবে, তারপরে আরো বেশি করে এক্সারসাইজের নিমিত্ত ওড়াবে- এইটাই তো লাভ। রান্না করে খেলে দামেও কম পড়ে, শরীলও ভালো থাকে। কোল্যাটেরাল খচ্চা কম। রান্ধলে লোকে ফেসবুক চ্যাট ফোন ইত্যাদিতে খানিকটা কম সময় থাকতে পারে। ওতেও খরচ বাঁচে।
  • Tim | 128.173.35.132 | ১৮ এপ্রিল ২০১২ ১১:০৫529221
  • পাবলিক ট্রান্সপোর্ট অনেক জায়গায় নেই। কিন্তু সেটা খানিকটা তো শহরের জনসংখ্যা ইকোনমি এইসবের ওপরেও নির্ভর করে মনে হয়। আমি যেমন ওহায়োতে খুব দরকার এমন একটা শহরে বাস পাইনি। ওদিকে সেখানে বরফ পড়ে পাহাড় হয়ে থাকতো। আবার এখেনে দিব্য বাস চলে, তাও ফ্রিতে।
  • Bratin | 122.248.183.1 | ১৮ এপ্রিল ২০১২ ১১:০৬529225
  • আহা আমি ব্রেন ট্রি তে ছিলাম কিছু দিন । গ্রীন লাইনের ট্রেন পাল্টে। রেড লাইনে লেচমিয়ার যেতাম। তার পরে আর পোষাল না। লেচমিয়ার এ ফ্ল্যাট নিলাম । আপিস ফার্স্ট ব্লকে। বাড়ি থার্ড ব্লকে। পৌনে নটায় ঘুম থেকে উঠতাম । মস্তি।
  • lcm | 69.236.168.55 | ১৮ এপ্রিল ২০১২ ১১:০৬529226
  • আগের পোস্ট - তাতিনভাই এর উদ্দেশ্যে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন