এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২০১৬৮ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 178.26.215.13 | ২২ মে ২০১২ ০১:০৭529359
  • এতো বড়লোকেদের ওপর পার্সোনাল ক্ষারের হিসেব হল।

    এই যে মার্ক জুকেরবার্গ ২৮ বছর বয়সে মাল্টি বিলিয়নিয়ার। সে কি জোচ্চুরি করে? নাকি ব্রিলিয়ান্স কাজে লাগিয়ে? আমি সত্যিই বুঝি না, শুধুমাত্র মাথা খাটিয়ে বেশি পয়সা রোজগার করছে বলে জুকেরবার্গ, ল্যারি বা সার্গেইকে কেন বেশি ট্যাক্সো দিতে হবে?
  • Sibu | 226.239.45.4 | ২২ মে ২০১২ ০১:১৫529360
  • নাঃ পার্সোনাল ক্ষারের হিসেব হল না। একটা লেভেলের পরে ওয়েলথ কনসেন্ট্রেটেড হলে সেটা ডেমোক্র্যাসির পক্ষে খারাপ। এছাড়া, একটা জুকারবার্গ/ল্যারি/সের্গেইকে কুমীরছানা হিসেবে দেখিয়ে হাজারটা হেজ ফান্ড ম্যাঞ্জার বা ব্যাঙ্কারের হাই পে-অফ জাস্টিফাই করা অন্যায়।

    জুকারবার্গ ও অন্যান্য ইনভেন্টরদের পে-অফ ঠিক রাখার জন্য অনেক ব্যবস্থা করা যায়। পেটেন্ট রয়্যালটি (উইথ হায়ার ট্যাক্স ডিডাকশন), সোশ্যালি ইউজফুল এন্টারপ্রাইজের জন্য হায়ার ট্যাক্স ডিডাকশন। অন্য দিকে ভেরী হাই ইনহেরিটেন্স ট্যাক্স, যাতে আইডল রিচ ক্লাস তৈরী না হয়।
  • aka | 178.26.215.13 | ২২ মে ২০১২ ০১:১৭529361
  • সেসব হোক না, ভালো ব্যপার তো। কিন্তু এইসব ট্যাক্সের টাকা যেন আইডল মধ্যবিত্তের কাজের মাসির সাবসিডিতে না যায় তাহলেই হল। গরীবদের অনেক উন্নতি বাকি আছে।
  • Sibu | 226.239.45.4 | ২২ মে ২০১২ ০১:২৫529362
  • হোয়াই নট? মধ্যবিত্তকে দেওয়া সাবসিডি তো মাসীর কাছেই ট্রিকল ডাউন করছে ;-)!
  • aka | 178.26.215.13 | ২২ মে ২০১২ ০১:২৭529363
  • দুর সেই থিওরি অনুযায়ী তো হেজ ফাণ্ডের প্রফিট তো ট্রিকল ডাউন করছেই। মধ্যে থেকে ফড়ে আইডল মধ্যবিত্তের কি দরকার।
  • Sibu | 226.239.45.4 | ২২ মে ২০১২ ০১:২৯529364
  • নোপ, হেজ ফান্ডের প্রফিট ট্রিকল ডাউন করছে না। কেন না সেই প্রফিট থেকে এমপ্লয়মেন্ট জেনারেটেড হচ্ছে না। কিন্তু মাসীর মাইনে একেবারে ডাইরেক্ট ট্রিকল ডাউন (কেনীসীয়ান স্ট্যান্ডার্ডেও)।
  • aka | 178.26.215.13 | ২২ মে ২০১২ ০১:৩৫529365
  • তাইলে আইডল মধ্যবিত্ত হেজ ফাণ্ড ম্যাঞ্জারদের সাথে জোয়াচুরিতে না পেরে সরকারের সাহায্যে তাদের টাকা মেরে কাজের মাসি রাখবে যাতে ট্রিকল ডাউন হয়। মার্ক্ষ সাহেব রোমাঞ্চিত হতেন খুব। ঃ)
  • Sibu | 226.239.45.4 | ২২ মে ২০১২ ০২:৪৩529366
  • কেইনস সাহেব হতেন ফর সিওর ঃ)।

    কেইনস কয়েচেন, কি করে খচ্চা হল হেইডা কথা না, যতক্ষণ ইনকাম জেনারেটেড হচ্ছে, মালটিপ্লায়ার এফেক্ট কাজ কচ্চে। তাতে গত্ত খুঁড়ে গত্ত বোজাও, তাই সই।
  • Sibu | 226.239.45.4 | ২২ মে ২০১২ ০৩:০৪529367
  • আইর একডা কথা। কেইনস কয়েছেন ইকনমিক্স মরালিটি প্লে না। কে জোচ্চোর তাই দিয়ে কি হবে? কথা হল, হেজ ফান্ড ম্যাঞ্জারের ইয়েতে লাথ মেরে নিম্ন/মধ্য-বিত্তকে টাকা দিলে মালটিপ্লায়ার এফেক্ট বেটার হবে।

    ইকনমিকস যে মরালিটি প্লে নয়, হেই কথাডা মার্ক্ষ সাহেব ভালই বুঝতেন। তাই ক্যাপিটালিজমের ক্রিটিকে ঐ ল্যাক অফ ডিম্যান্ডের কথাটাই বড় করে কয়েচেন।
  • aka | 85.76.118.96 | ২২ মে ২০১২ ০৫:০০529369
  • তা ইকনমি যখন মরাল প্লে নয় তাহলে জোর যার মুলুক তার। এই বাজারেও ব্যাঙ্কার, হেজ ফান্ড ম্যাঞ্জাররা মিলিয়ন ডলার বোনাস নেয়। আইডল মধ্যবিত্তের কাজের মাসির সাবসিডি ভার্সেস আইডল রিচ হেজ ফাণ্ড ম্যাঞ্জারের বর্ষপূর্তি মিলিয়ন ডলার বোনাস - যার লাথিতে জোর বেশি সেই জিতবে। এই বাজারেও ওবামাকে বলে বলে চড়িয়ে সেই একই বোনাস নিয়েছে। মধ্যবিত্ত টাকা পেলে কাজের মাসি চায়, আর হেজ ফাণ্ড ম্যানেজাররা আরও বেশি টাকা চায় - 'জননী জায়ার মাঝে ভেদাভেদ নাই' মনে পড়ে গেল। ঃ)

    এক্ষেত্রে নন আইডল খেটে খাওয়া গরীবরা আনবায়াসড, বরং লাথালাথি দেখে খানিক বাজি ধরতে পারে। ঃ)
  • Sibu | 226.239.45.4 | ২২ মে ২০১২ ০৫:২১529370
  • মার্ক্ষ সাহেব ঠিক এই কথাটাই বলেছেন। লাথি মেরে এইসব হারামজাদাদের তাড়াতে না পারলে ইছুই হবে না সাধারনের। ট্যাক্সপেয়ারের টাকায় ব্যাঙ্ক খাওয়ানোর (বা ডিফেন্স কন্ট্রাকটর খাওয়ানোর) মোচ্ছব যখন হয় তখন তো কোন &*^^&% কে নৈতিকতা নিয়ে চিন্তিত হতে দেখি না!!

    ফরাসী বিপ্লব আর গিলোটিন মনে কর।
  • Generic Letter | 77.171.97.37 | ২২ মে ২০১২ ০৫:২৮529371
  • কেইন্স সাহেবের গর্ত্ত খোঁড়াও গর্ত্ত বোজাও তত্ত্বে একটা assumption আছে - সেটা অনেক সময়তেই আলোচনাতে আসে না। কেইন্সের দুনিয়াতে সমস্ত রিসোর্সের ব্যবহার (সৎ বা অসৎ) হচ্ছে না। ধরা যাক লেবার রিসোর্সের কথা। এমন যদি হয় যে লেবার অলরেডি এমপ্লয়েড অন্য কোথাও, তাহলে গভর্নমেন্ট (লোকল অথবা ফেডারাল) এক্সট্রা টাকা ঢাললে ইনফ্লেশান ছড়া আর কিস্যু হবে না। অর্থাৎ কেইন্সের তত্ত্ব যতটা ভারতের মত ইকনমিতে খাটে (ধরেই নিচ্ছি আনেম্পলয়মেন্ট সেখানে কাঠামোগত), আমেরিকার মত ইকনমিতে কিন্তু ততটা খাটে না। ডিপ্রেশনের সময়ে ওষুধের কাজ করতে পারে (সেইজন্যেই স্টিমুলাস), কিন্তু ওষুধের কোর্স শেষ হয়ে যাবার পরেও চালিয়ে গেলে খারাপ সাইড এফেক্ট আছে। অস্যার্থ সেই একই, প্রেসক্রিপশন দেওয়ার আগে লোক দেখে দিতে হবে।
  • Sibu | 74.105.143.250 | ২২ মে ২০১২ ০৬:৫২529372
  • রিসোর্স ইউটিলাইজেশনের চেয়েও কেইনস এফেক্টিভ ডিম্যান্ড নিয়ে বেশী চিন্তিত। যেটা আমেরিকার মত উন্নত দেশের সমস্যা। কেইনসের প্রেসক্রিপশন, অবশ্যই টেম্পোরারি ফল দেয়। সরকারী টাকা খচ্চা করে ডিম্যান্ড চিরকাল বাড়িয়ে রাখা মুশকিল। অন্যান্য ভাবে ডিম্যান্ড বাড়ানোর চেষ্টা আম্রিকা কিভাবে করেছে সেটা রবার্ট রাইখ তার আফটারশক বইটাতে সুন্দর করে বলেছেন। মোদ্দা কথা হল, লেবারের আয় না বাড়লে ডিম্যান্ড ঠিক হবে না। সেটা কিভাবে এরা হ্যান্ডল করে সেটাই দেখার।
  • Generic Letter | 81.182.169.251 | ২২ মে ২০১২ ০৮:২০529373
  • না শিবুদা, কেইন্স তো ধরেই নিয়েছেন আন্ডারইউটিলাইজেশন অফ রিসোর্স - তাই আর ওটা নিয়ে চিন্তা করেননি। ফুল ইউটিলাইজেশনের কাছাকাছি চলে গেলে ডিমান্ড বাড়ালে শুধু ইনফ্লেশন হবে - এটাই কেইন্সের মেজর ক্রিটিক।
  • Sibu | 217.47.25.82 | ২২ মে ২০১২ ০৮:৩৯529374
  • আমি আসলে এই কনসেপ্টটার কথা বলছিলাম।

    http://en.wikipedia.org/wiki/General_glut

    his is a demand side theory, rather than the supply-side theory of classical economics; the fundamental ideas are that savings in a recession or depression causes the paradox of thrift (excess saving, or more pejoratively, "hoarding"), causing a deficit of effective demand, yielding a general glut. Keynes locates the cause in sticky wages and liquidity preference.
  • a x | 109.126.92.146 | ২৩ মে ২০১২ ০১:২৪529377
  • আকা ঠিক কোন আমেরিকায় বাস করে আমার বহুদিনের সন্দেহ। যে আমেরিকায় ৫০ মিলিয়ানের বেশি লোকের হেল্থ ইন্সুরেন্স নেই, সেই আমেরিকায় নিশ্চয়ই না।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০১:৩০529378
  • এর মধ্যে অনেকেরই বাই চয়েজ। স্বাস্থ্যবান যুবক হেলথ ইন্সিওরেন্সে টাকা দেবে না বলে।

    যাইহোক অনেকেই টাকা নেই বলেও কিনতে পারে না।

    তাও নাম্বারটা হল ১৬-১৭%। আকার আসলে চোখটা এখনও ভারতীয় তো কি আর করা যাবে। ঃ)
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০১:৩১529380
  • কিন্তু তার সাথে এখানের বক্তব্যের কি সম্পর্ক?
  • a x | 109.126.92.146 | ২৩ মে ২০১২ ০১:৩৫529381
  • একটা প্রথম বিশ্ব, যেখানে জনসংখ্যা এই, সেখানে ১৬-১৭% কম?!!

    সম্পর্ক, আনর্গানাইজড সেক্টরে নাকি লোকজনের ইন্সুরেন্স আছে, সেই প্রেক্ষিতে। একেবারে ভুল।
  • a x | 109.126.92.146 | ২৩ মে ২০১২ ০১:৩৭529382
  • আর বাই চয়েজ দেবেনা মানে? এম্প্লয়ার দিচ্ছেনা তাইলে, নিজেকে নিতে হচ্ছে?
  • প্পন | 122.133.206.25 | ২৩ মে ২০১২ ০১:৪০529383
  • কাইরি শেফার্ডের কেসটা জাস্ট শকিং।

    স্বর্গরাজ্যে চেন গুয়াংচেং যখন অ্যাসাইলাম পান সেই মহানুভবতার আলোতে অবশ্য এই খবরটা চোখে না পড়াই উচিত ছিল, কিন্তু মেয়েটার জন্ম ভারতে, রুট কলকাতা তাই এড়াল না আর কী!

    আশা করি, নরওয়ে কেসটার মত এইখানেও ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফায়ার্স মিনিস্ট্রি সদর্থক ভূমিকা নেবে। তবে এ তো আর নরওয়ের মত ছোটখাটো প্রতিপক্ষ নয়।
  • Sibu | 226.239.45.4 | ২৩ মে ২০১২ ০১:৪০529384


  • এই ক্লিন্টন লোকটা সব কিছুতেই জালি করেছে। হেলথ স্ট্যাটিসটিকসেও করেছে। ১৯৯৯-এর নোটটা দেখুন।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০১:৪২529385
  • আবার পার্স্পেকটিভটা ধরতে হবে।

    যদি শুধু আমেরিকার কথা ধরা হয় তাহলে অবশ্যই সংখ্যাটা গুরুতর। বিশেষত রিসেশনের সময়ে অনেক এমপ্লয়ারাই বেনিফিট কাট করেছে।

    কিন্তু যখন ভারতের সাথে কম্পেয়ার করা হচ্ছে তখন এখনও স্বর্গরাজ্য।
  • প্পন | 122.133.206.25 | ২৩ মে ২০১২ ০১:৪৪529386
  • "আম্রিকা সম্পর্কে নির্মোহ ব" মানে ইন্ডিয়া আর আম্রিকার তুলনা। এতো আম আর পানিফলের তুলনা হয়ে গেল, কমরেড।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০১:৪৬529387
  • না না অনেকে নিজেই হেলথ ইন্সিওরেন্স নিতে চায় না।

    কোথাওই হেলথ ইন্সিওরেন্স ১০০% নয়, বা বেশির ভাগ জায়গায় বলা ভালো মনে হয়। তো, সেক্ষেত্রে ইয়ং হেলদি লোকজন হেলথ ইন্সিওরেন্সের পেছনে পয়সা খরচ করা ফালতু খরচা মনে করে।

    আমাদের এখানেই হেলথ ইন্সিওরেন্স খানিকটা ইউনি দেয় খানিকটা নিজেদের দিতে হয়। সদ্য পাশ করা ছেলেমেয়েদের অন্তত দুইজনকে দেখেছি যাস্ট কাটিয়ে দিতে। কিছু হলে তারা এমার্জেন্সি রুমে যায়।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০১:৪৮529388
  • কি জ্বালা রে বাওয়া।

    হচ্ছিল মধ্যবিত্তর কাজের মাসি রাখা নিয়ে। সেই নিয়ে ভারত ভার্সেস আম্রিগা আসে।

    ক্ষেউ পড়েও না, ক্ষেউ না, শুধু অ্যাটিটুড। নাঃ আমি সন্ন্যাস নেব ভাবছি। ঃ)
  • a x | 109.126.92.146 | ২৩ মে ২০১২ ০১:৫২529389
  • তাহলে তো এই তর্কের প্রেমিসটা কি? নরওয়ে বা সুইডেন নয় কেন, কানাডা বা ফ্রান্স নয় কেন? ইভেন অস্ট্রেলিয়া নয় কেন?

    আর এইভাবেই যদি দেখব, তাহলে আমার মত কাজ করে এমন লোকের এখনও দেশে হেল্থ ইন্সুরেন্স ছাড়া ছোটোখাট অসুখ, চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার চলে যায়। এখানে তো অসম্ভব!
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০১:৫৩529391
  • বিশেষত ১৮-২৫ এই এজগ্রুপে যাদের ইন্সিওরেন্স নেই তাদের বেশিরভাগই অপট আউট করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন