এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২০১৬৩ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 226.239.45.4 | ২৩ মে ২০১২ ০১:৫৫529393
  • http://en.wikipedia.org/wiki/Health_insurance_coverage_in_the_United_States

    Beginning with wage and price controls during World War II, and cemented by an income tax exemption ruling in 1954, most working Americans have received their health insurance from their employers.[21] However, recent trends have shown an ongoing decline in employer-sponsored health insurance benefits. In 2000, 68% of small companies with 3 to 199 workers offered health benefits. Since that time, that number has continued to drop to 2007, when 59% offered health benefits. For large firms with 200 or more workers, in 2000, 99% of employers offered health benefits, and in 2007, that number stayed the same at 99%. On average, considering firms of all numbers of employees, in 2000, 69% offered health insurance, and that number has fallen nearly every year since, to 2007, when 60% of employers offered health insurance.[22]
  • a x | 109.126.92.146 | ২৩ মে ২০১২ ০১:৫৫529392
  • হ্যাঁ এখানে যে মেইড সার্ভিস পাওয়া যায়, তাদের হেল্থ ইন্সুরেন্স আছে বলে ধারণা?
    ইভেন কলেজ, ইউনি, হাসপাতালে যাঁরা ট্র্যাশ পরিষ্কার, ঘর মোছা ইত্যাদি করতে আসেন, তাঁদের সবার হেল্থ ইন্সুরেন্স আছে বলে ধারণা?
  • প্পন | 122.133.206.25 | ২৩ মে ২০১২ ০১:৫৬529394
  • অক্ষদাকে ক। (ভারতীয় নাকি বাঙালি) মধ্যবিত্তের কাজের মাসি রাখার টপিক আম্রিকার নির্মোহ ব টইতে আসবে কেন? আসলেও তো সেটা একটা অফ-টপিক।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০২:০১529395
  • অক্ষ পড়ে নি।

    ছোট্ট করে বলি।

    কেউ একজন দাবী করেছিল যার যার নিজের কাজ করার দরকার নেই। ভারতে যেমন কাজের মাসী, রান্নার মাসী, ড্রাইভার ইত্যাদি আছে সেটাই বেশ ভালো বন্দোবস্ত। আমেরিকায় নেই, বেশ অসুবিধাজনক।

    তো আমার বক্তব্য ছিল আমেরিকায় নেই কারণ এখানের লেবাররা ভারতের মতন চীপ নয়। তাই এখানকার মধ্যবিত্ত ড্রাইভার বা কাজের মাসি অ্যাফর্ড করতে পারে না। ভারতও যদি কোনদিন উন্নত হয় তাহলে সেখানকার এই ধরণের লেবারও সাধারণ মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে হবে। আর দ্বিতীয় দফা বক্তব্য ছিল একাধারে এইরকম ওয়ার্ক ডিভিসন এবং লেবারদের ভালো থাকা দুটো পরস্পরবিরোধী চাহিদা। সেটা যেকোন উন্নত দেশ বেঞ্চমার্ক নিলেই বোঝা যাবে।

    এর সাথে আম্রিগার হেল্থ কেয়ার কতটা খারাপ তা কূনোই সম্পর্ক নেই। ঃ(((
  • Sibu | 226.239.45.4 | ২৩ মে ২০১২ ০২:০১529396
  • http://voices.washingtonpost.com/health-care-reform/2009/06/new_study_shows_medical_bills.html

    ixty-two percent of all bankruptcies filed in 2007 were linked to medical expenses, according to a nationwide study released today by the American Journal of Medicine. That's nearly 20 percentage points higher than that pool of respondents reported were connected to medical costs in 2001.

    Of those who filed for bankruptcy in 2007, nearly 80 percent had health insurance. Respondents who reported having insurance indicated average expenses of just under $18,000. Respondents who filed and lacked insurance had average medical bills of nearly $27,000.

    Since 2007, the number of Americans without insurance has increased and filing for bankruptcy has become more difficult due to more stringent laws, according to the report.

    The authors of the study, David Himmelstein, Deborah Thorne, Elizabeth Warren and Steffie Woolhandler, say their findings "reflect the U.S. health care financing system is broken." Middle class families, they conclude, "frequently collapse under the strain of the health care system that treats physical wounds, but inflicts fiscal ones."
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০২:০২529397
  • অক্ষদা এবারে বলতে পারে বক্তব্য।
  • a x | 109.126.92.146 | ২৩ মে ২০১২ ০২:০২529398
  • ল্লেহঃ তার সাথে তো এটাও এসেছিল যে এই কাজের মাসি, ড্রাইভার দাদা, বাচ্চা-দেখন দিদি এদের নাকি হেল্থ ইন্সুরেন্স আছে!
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০২:০৬529399
  • আবার এবং আবার কম্পেয়ার করলে এখানে অনেক বেশি সংখ্যক লোকের ইন্সিওরেন্স আছে। সবকটা লেখা কি ফেসভ্যালুতে পড়তে আছে।

    যখন আমি দেশ এবং আমেরিকার কম্পেয়ার করছি তখন আমেরিকার এক্স্যাট পার্সেন্টেজ দিলাম কিনা সেটা খুব বেশি মাইনে রাখে না। কারণ ৯৯% বা ৯০% আর ১৬% মধ্যে পার্থক্যটা এতই বেশি রিয়েলি ডাজ নট ম্যাটার।
  • a x | 109.126.92.146 | ২৩ মে ২০১২ ০২:০৬529400
  • Name: aka

    IP Address : 85.76.118.96 (*) Date:21 May 2012 -- 06:03 AM

    বিশেষ কিছু বলার নেই। খুব বেসিক জায়গা থেকে শুরু হয়েছে। প্রায় হায়ার সেকেণ্ডারি লেভেলে। ঃ)

    কাপড় কাচা, বাসন মাজা ইত্যাদি ইত্যাদি কাজের সাথে চাষবাস ইত্যাদির কোন সম্পর্ক নেই। আমেরিকায় সমস্ত কিছুর মতন বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদিও অর্গানাইজড লেবারের মধ্যে পড়ে। ফলত ইন্সিওরেন্স ইত্যাদি বেনিফিট তাদের থাকে (বেশির ভাগ ক্ষেত্রে, ইল্লিগাল গ্রেগোরিওদের ধরছি না), মিনিমাম ওয়েজ রেট মেন্টেইন করতে হয়। চাষবাসের ক্ষেত্রেও তাই। ফলে এক্সপ্লয়টেশনের গল্প কম।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০২:০৮529402
  • এবারে যদি কানাডা বা নরওয়ে বা সুইডেনের সাথে আম্রিগার হেলথ কেয়ারের তুলনা করা হয় তাহলে গল্পটা অন্য।

    অন্য সিস্টেমগুলো সম্বন্ধে এতই কম জানি যে খুব বেশি মন্তব্য করতে পারি না। বারবারই ভারতে আর আম্রিগায় তুলনা হয়।

    যে জানে সে করতেই পারে, মাক্কালি মন দিয়ে শুনব। ঃ)
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০২:০৯529404
  • অক্ষদা কি বলছে ভারতে এখানের থেকে এক্সপ্লয়টেশন কম?
  • পাই | 138.231.237.7 | ২৩ মে ২০১২ ০২:০৯529403
  • হাত নিশপিশাচ্ছে, কিন্তু লিখবোনা ঃ)
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০২:১২529405
  • মাক্কালি কোয়ারি করে দেখলাম। এখানে প্ল্যান অপসের সবার বেনিফিট আমার সমান।
  • a x | 109.126.92.146 | ২৩ মে ২০১২ ০২:১৫529406
  • আকা, গোলপোস্ট সরিও না। প্রথমে বললে কোনো সম্পর্ক নেই হেল্থ ইন্সুরেন্সের, তারপর খুঁজে পেতে পোস্ট এনে দেবার পর এখন এক্স্প্লয়েটেশন।

    আমি এক্সপ্লয়েটেশনের কথা বলিনি। আমি তোমার উল্লিখিত কাজগুলো করেন যাঁরা তাঁদের হেল্থ ইন্সুরেন্স আছে তোমার এই দাবীটা ভুল এইটে বলেছি।

    আর মেক্সিকানদের সম্পর্কে এই সুইপিং এবং ডিরোগেটরি স্টেটমেন্টগুলো আরেকটু ভেবে দিলে ভালো হয়। টেক্সাসে থাকার দরুন প্রতিনিয়ত বিভিন্নভাবে আমি মেক্সিকান ওয়ার্কিং ক্লাসকে দেখি। এদের মত অমায়িক, অসম্ভব কর্মঠ, এবং বেসিকালি ভালো লোক ছাড়া আমি আজ অবধি অন্যথা দেখিনি। আমার মেয়েকে যেকজন মেক্সিকান মহিলা দেখ-ভাল করেছেন তাদের প্রত্যেকের সম্পর্কে আমার অভিজ্ঞতা ককেশিয়ান কাউন্টারপার্টের থেকে হাজার গুণ ভালো।
  • a x | 109.126.92.146 | ২৩ মে ২০১২ ০২:১৮529407
  • কোয়ারি করে কি করে দেখতে পাবে, কন্ট্রাক্টেড লেবারকে কি দেওয়া হচ্ছে? আমেরিকায় বেশির্ভাগ জায়গায় এই কাজ গুলো কন্ট্রাক্টার দিয়ে হয়। মাঝে মাঝেই বদলে যায়, যে সস্তায় করবে, তার কাছে যায়। ইউনি/ইন্স্টি/হস্পি - এদের ডিরেক্ট এম্প্লয়মেন্ট না।
  • a x | 109.126.92.146 | ২৩ মে ২০১২ ০২:১৯529408
  • এখন কাটতে হবে। পরে দেখব আবার।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০২:২২529409
  • অক্ষ একটুও গোলপোস্ট সরাই নি। টই তো বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে বক্তব্য এস্টাবলিশড হয়। আর একটু পড়তে হবে।

    মূল বক্তব্য সবার হেলথ কেয়ার আছে কিনা তা নয়। আবার বলি আম্রিগায় লেবার চীপ নয় তাই মধ্যবিত্ত কাজের মাসি অ্যাফর্ড করতে পারে না। অনেক ডেভলপড দেশের মতন। ভারতে পারে কারণ ভারতে এক্সপ্লয়টেশন বেশি।

    হঠাৎ করে একটা পোস্ট তুলে নিলে মিসকোটের মতন হবে ব্যপারটা।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০২:২৪529410
  • না আমার কর্মস্থলে এই কাজ ডিরেক্ট এমপ্লয়ীরা করে। একদম পোস্কার কোন সন্দেহ নেই। রোজ দেখি, কথাও হয় দুইবেলা। ঃ)
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ০২:২৭529411
  • অক্ষ ঐ পোস্টের শেষ লাইনটা পড়ো নি। সেখানে এক্সপ্লয়টেশনেরই কথা বলা আছে। কি হল আজ?
  • Sibu | 226.239.45.4 | ২৩ মে ২০১২ ০২:২৮529413
  • http://www.investopedia.com/terms/o/organizedlabor.asp#axzz1vdMS6EAW

    An association of workers united as a single, representative entity for the purpose of improving the workers' economic status and working conditions through collective bargaining with employers. Also known as "unions".

    http://www.bls.gov/news.release/union2.nr0.htm

    In 2011, the union membership rate--the percent of wage and salary workers who
    were members of a union--was 11.8 percent, essentially unchanged from 11.9
    percent in 2010, the U.S. Bureau of Labor Statistics reported today. The number
    of wage and salary workers belonging to unions, at 14.8 million, also showed
    little movement over the year. In 1983, the first year for which comparable union
    data are available, the union membership rate was 20.1 percent and there were
    17.7 million union workers.

    বেশীরভাগ অ্যামেরিকান লেবার অর্গানাইজড না।
  • Sibu | 226.239.45.4 | ২৩ মে ২০১২ ০২:৩৫529414
  • জর্জিয়ার ইউনিতে কন্ট্রাক্টেড আউট কাস্টডিয়াল সার্ভিস আছে।

    http://po.columbusstate.edu/riverpark/custodialservices.php

    Contract custodial services is provided by FP Facility Services, LLC.
  • aka | 85.76.118.96 | ২৩ মে ২০১২ ০৪:৩১529415
  • শিবুদা কনট্র্যাকটেড এমপ্লয়ী সর্বত্র আছে আমরা যেখানে কাজ করি সেখানেও আছে। তার মানে এই নয় যে বেশির ভাগই কনট্র্যাকটেড এমপ্লয়ী। এখানে বেশিরভাগই এমপ্লয়ী।

    সে যাইহোক অক্ষদার দাবীটা বুঝতে পারি নি এখনও। মানে আমেরিকার অবস্থা অন্য অনেক দেশের থেকে খুব খারাপ - যদিও লোকে সেই আমেরিকাতেই থাকতে, পড়তে, শিখতে আসে - কিন্তু তাতে কি?

    খারাপ তো খারাপ, আমি কখনোই দাবী করি নি আমেরিকার সমস্ত কিছু পৃথিবীর সবথেকে ভালো। পুরো বক্তব্য পড়ে যদি কিছু বলার থাকে সেটা নিয়ে বলতে পারি। এই নিয়ে আপাতত কিছু বলার নেই।

    আর যদি কেন আমেরিকার সিস্টেম নরওয়ে, সুইডেন বা কানাডার থেকে খারাপ সেটা নিয়ে কেউ কিছু বলতে চায় তাহলে লিখলেই পারে। আমি সেই নিয়ে কিছু বলিও নি, কোন বক্তব্যও বিশেষ নেই। যদি কেউ লেখে, তখন যদি বক্তব্য পায় লিখব।
  • aka | 85.76.118.96 | ২৩ মে ২০১২ ০৪:৩৪529416
  • শিবুদার এই তথ্য আমার আগের ক্লেমের সাথে মেলে না। সেক্ষেত্রে, হ্যাঁ আমি জানতাম না এটা জানলাম এখন। সো?
  • pinaki | 148.227.189.8 | ২৩ মে ২০১২ ১৪:০৩529417
  • আমার ধারণা ইন্সিওরেন্স এর চেয়েও যে কারণে এই কাজের লোক আম্রিকাতে এফোর্ডেবল থাকে না সেটা হল মিনিমাম ওয়েজের তুলনামূলক স্ট্রিক্ট রেগুলেশন। এর সাথে ইন্সিওরেন্স যোগ হলে এই কাজের লোক যে আরও দুর্লভ হবে সে নিয়ে সন্দেহ নেই। আমার ধারণা সুইডেন বা নরওয়ে যেখানে এসব সামাজিক সুরক্ষা আম্রিকার চেয়ে আরও ভালো, সেখানে কাজের লোকের চল আম্রিকার চেয়েও কম। এখন মাসখানেক সুইডেনে থাকব তো, ব্যাপারটা তবু খোঁজ নিয়ে দেখব।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ১৭:৩৯529418
  • এই তো অন্তত পিনাকি ঠিকঠাক ধরেছে। এটাই বক্তব্য ছিল। আজকাল সহজ কথাবার্তা না বুঝতে চাইবার একটা কম্পিটিশন চলছে। এ বলে আমাকে দেখ ও বলে আমাকে।
  • Sibu | 74.105.143.250 | ২৩ মে ২০১২ ১৭:৪৩529419
  • আম্রিগায় মিনিমাম ওয়েজ হল ঘন্টায় ৭ ডলার। দিনে দু'ঘন্টা ধরলে মাসে ৪০০-৪৫০ ডলারে ঠিকে কাজের লোক পাবার কথা। সেটা অনেক মধ্যবিত্তই অ্যাফর্ড করতে পারে। কাজেই কাজের লোক অ্যাফর্ড করতে না পারার কারন মিনিমাম ওয়েজ নয়।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ১৭:৪৬529420
  • মধ্যবিত্তের ডেফিনিশন মানে আয়ের হিসেবটা কি?
  • Sibu | 217.47.25.82 | ২৩ মে ২০১২ ১৭:৪৯529421
  • বছরে ৫০০০০+, তোমাদের পাড়ায়।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ১৭:৫২529422
  • ৫০০০০ বা ৫৫০০০ মানে মাসে সব কেটেকুটে ৩০০০ এর একটু বেশিতে এ ৪০০-৪৫০ ডলারে ঠিকে লাগবে লোকে?

    তাহলে নিশ্চয়ই ঠিকে না রেখে লোকে সেই টাকাটা সেভ করে এখন?
  • Sibu | 217.47.25.82 | ২৩ মে ২০১২ ১৭:৫৮529424
  • সেভিংস আম্রিকানরা করে না। ওর চারগুন মাইনে পেয়েও অনেক লোক কিচ্ছু সেভিংস করে না, নিজের চোক্কে দেখা, মাইরি বলছি। কেন করে না সে অন্য গল্প।

    মাসে ৩০০০ টাকা পেলে ইচ্ছে করলে ৪০০-৪৫০-তে কাজের লোক রাখা যায়। কম করতে হলে হপ্তায় তিনদিন ধর। তাহলে খচ্চা মাসে ২০০ ডলার হয়ে গেল। সেটা তো অবশ্যই অ্যাফর্ডেবল। আমি তো এক সময় ঐ টাকা পেতাম। তখন মাসে ২০০-৪০০ টাকায় লোক পেলে আমি অবিশ্যি রাখতাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন