এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২০১৬৫ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 69.93.245.181 | ২৩ মে ২০১২ ১৮:৫৩529425
  • আজকে লোক আসে নি। চায়ের কাপগুলো নামিয়ে মাজলাম। কষ্ট হয় নি। দিনে টোস্ট খেলাম রাতেও টোস্ট। বেশ আছি কলকাতায়।
  • pinaki | 148.227.189.8 | ২৩ মে ২০১২ ১৮:৫৬529426
  • কাজ মানে কী কাজ? ঘর পরিষ্কার? সেটা তো লোক রাখলেও সে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করবে। কাচাকচি? সে-ও তো ওয়াশিং মেশিনেই করবে। শুধু সেটুকুর জন্যে তাকে ৩০০ ডলার দেব? তার চেয়ে নিজেই করে নেব। আমার ধারণা মধ্যবিত্তের আম্রিকাতে কাজের লোক না রাখার এটাও একটা কারণ। আর মেশিন হওয়ায় কাজগুলো দেশের মত অত কঠিন এবং সময়সাপেক্ষ নয়। নিজেই অনায়াসে করে নেওয়া যায়। সে কারণে এই ধরণের কাজের লোকের কোনো বাজারও গড়ে ওঠে নি। এখন কাজটা যদি বাথরুম পায়খানা পরিষ্কারের কাজ হয়, সেটা আম্রিকায় লোকে মিনিমাম ওয়েজের বিনিময়ে করবে কেন, যেখানে মিনিমাম ওয়েজে ওয়ালমার্টে বা গ্যাস স্টেশনে 'পরিষ্কার' কাজ পাওয়া যাচ্ছে? আর যদি কোনো কজের জন্য সংস্থার মাধ্যমে লোক নিতে হয়, সেখানে সংস্থার প্রফিটটা শিবুদার হিসেবের মধ্যে চলে আসবে। তখন এন্ড ইউজারকে কিন্তু মিনিমাম ওয়েজ প্লাস সংস্থার প্রফিট - পুরোটা পে করতে হচ্ছে। তখন সেটা আর ২০০/৪০০ র গল্প থাকবে না। আর ড্রাইভারিও মিনিমাম ওয়েজে হয় না, কারণ সেখানে ঝুঁকির কস্ট যোগ হবে।

    ছোটোখাটো সময়ের জন্য বাচ্চা দেখাশোনা স্টুডেন্টরা মিনিমাম বা প্রায় মিনিমাম ওয়েজে করে তো। আমি নিজে দেখেছি।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ২০:৩১529427
  • আমাদের এখানের হিসেব দিই

    ১। কোন মেইড সার্ভিস এজেন্সি থেকে সার্ভিস কিনলে - হপ্তায় একদিন ১০০ - ১২০ ডলার, হরেক রকম লোক গাড়ি করে এসে ঝাড়ন পোঁছন, বাথরুম পোস্কার, রান্নাঘর পোস্কার করবে। সময়ের গল্প নেই, আপটু কাস্টোমার'স স্যাটিসফেকশন।

    ২। সাইডে কাজ করে এমন লোক খুঁজলে - একাই ১ নংয়ের সমস্ত কাজ করবে ঘন্টা চারেক সময় নিয়ে, প্রতিবারে নেবে ৮৫ ডলার।

    এছাড়াও নিজের বাড়ি হলে লন কেয়ার ইত্যাদি আছে যা কিনা অন্য কস্ট।

    খরচা হল মিনিমাম মাসে ৩৫০ ডলার। যা কিনা একটা কার পেমেন্টের থেকেও বেশি। ৩০০০ ডলার মাস মাইনে ধরলে ১০% এর বেশি। মনে রাখা দরকার নন-রিস্কি মর্টগেজ হচ্ছে মাইনের ৩০%।
  • Sibu | 74.105.143.250 | ২৩ মে ২০১২ ২০:৩৪529428
  • অর্থাৎ সমস্যা মিনিমাম ওয়েজ নয়। সমস্যা হল মোর দ্যান মিনিমাম ওয়েজ।
  • নিনা | 22.149.39.84 | ২৩ মে ২০১২ ২০:৩৬529429
  • কে কোনটা বলছে আমি বুঝতে পারছিনা কারন ইংলিশ এখন অমার মেশিনে শুধুই চৌকো বাক্স---

    এখানে কজের লোকের বাজার হয়নি?? ঐ বাড়ী পরিষ্কার করার লোকরা সব হেভিলি বুক্ড--তাদের পওয়া বেশ শক্ত এত্ত ডিমান্ড!

    আর ঐ ভারি ভ্যাকুম চালাতে কষ্ট আছে--সারাদিন কাজের পর!
    মধবিত্ত দেশি আমেরিকানরা এখন তাই বেশ ওদের পকেট ভরছে আর নিজেরা নিম্নবিত্ত হচ্ছে--হোকগে সুখের চেয়ে স্বস্তি ভাল--
    (ডিঃ আমার মত)
  • অপু | 24.96.129.149 | ২৩ মে ২০১২ ২০:৫০529430
  • আহা হাল্কা ভ্যাকুয়াম কিনলেই হয় তো!! ঃ-))
  • Generic Letter | 146.142.168.156 | ২৩ মে ২০১২ ২০:৫৪529431
  • তর্কের বেসিক প্রোপোজিশানটা কি?
  • Ishan | 214.54.36.245 | ২৩ মে ২০১২ ২১:০৩529432
  • আমার আমেরিকায় সবচেয়ে বড়ো সমস্যা যেটা লাগে, সেটা হল লোকের দরজা খুলে দাঁড়িয়ে থাকা। রোজই দু-চারবার করে হয়। আজও হল। আমি সিঁড়ি দিয়ে দোতলায় সবে উঠে শুরু করেছি, একটি লোক তখন সিঁড়ি ভাঙা শেষ করে দোতলার দরজা দিয়ে ঢুকছে। আমার পায়ের শব্দ পেয়েই সে ঘাড় ঘুরিয়ে পিছনে দেখল, ব্যস আমি ফেঁসে গেলাম। সে দোতলার টঙে আমার জন্য দরজা খুলে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না আসি। আমাকেও সৌজন্যের ঠেলায় এই বুড়ো হাড়ে দুটো করে সিঁড়ি লাফিয়ে লাফিয়ে উঠে তারপর তাকে থ্যাঙ্কু দিতে হল।
    এই ভাবে রোজই নানা লোক ওই একই সিঁড়ি দিয়ে আমাকে রোজই দৌড় করায়। কি বিপদ কি বলব।
  • পাই | 138.231.237.7 | ২৩ মে ২০১২ ২১:০৮529433
  • এই সৌজন্য দেখানোটাও খুব কষ্টের। ঐ ভারি ভারি দরজা, হাতে হেব্বি ব্যথা হয়ে যায় ঃ(
    বিশেষ করে সেমিনারের আগে পরে যখন সবাই মিলে একসাথে ওঠা নামা করা হয়। এই জন্য,, হ্যাঁ, এই জন্যই আমি একতলা নামতে হলেও লিফ্ট নি। হাত দিয়ে ধরে অন্তত লিফটের দরজা তো খুলে রাখতে হবেনা ঃ)। এসব না বুঝে লোকে এই লিফটে ওঠা একতলার্র জন্য খামোখা আমাকে আলসে বলে গাল দ্যায় ঃ(
  • প্পন | 122.133.206.25 | ২৩ মে ২০১২ ২১:১১529435
  • দরজার সবচে বেশি চাপ হল স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ঃ(
  • Abhyu | 107.81.100.31 | ২৩ মে ২০১২ ২১:১৩529436
  • এবার বুঝেছি - কেন কিছু লোক দরজা খুলে ধরে থাকলেও শেষে থ্যাঙ্কু বলে না - আমি ভাবি অভদ্রতা করে বুঝি

    আর একবার আমি গ্যারাজ সেল থেকে দু টাকায় হালকা ভ্যাকুয়াম কিনেছিলাম - খুবই হালকা ছিল - কিছুই টানতে পারত না | আর একবার আমার এক বন্ধু ওই রকম গ্যারাজ সেল থেকে মাইক্রোওয়েভ ওভেন কিনেছিল - শেষে তার রুমমেট তাতে বই রাখত - শীতকালে নাকি বইগুলো ভালো গরম থাকত
  • Abhyu | 107.81.100.31 | ২৩ মে ২০১২ ২১:১৫529437
  • স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমাকে ওয়ালমার্টের ট্রলিও শক দেয়
  • অপু | 24.96.129.149 | ২৩ মে ২০১২ ২১:১৯529438
  • অভ্যু ঃ-))

    একবার আমি টার্গেট না ওয়ালমার্টে একটা ভ্যাকুয়াম নিয়ে বৌ র সাথে ডিসকাস করছিলাম কিনব কিনা । এক বিদেশী ভদ্রমহিলা স্বতঃপ্রবৃত্ত হয়ে বলে গেল ' plz do'n t buy it.

    কত কষ্ট পেয়েছিল ভাবো!!
  • অপু | 24.96.129.149 | ২৩ মে ২০১২ ২১:২১529439
  • ইশেন ভালো দিক টা দেখে না। ভুড়ি কমে যাচ্ছে এই করে !! ঃ-))
  • Generic Letter | 146.142.168.156 | ২৩ মে ২০১২ ২১:৪৭529440
  • আর আমার আম্রিগার সবচে যেটা ভাল্লাগে সেটা হল সুন্দরীরা চোখাচোখি হলে মিত্তি করে হাসে।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ২১:৫৩529441
  • আপাতত আমার সবচেয়ে ভালো লাগছে আমার নেবারকে।

    সারা পাড়ার হাঁড়ির খবর দেবার জন্য সে মুখিয়ে আছে। আমার বউকে বলেছে তোমরা সব আধুনিকা বরের পদবী ব্যবহার করো না। আমাকে বলেছে আমি আর তোমার মা একই বয়সী, আমিই তোমার মা। সেদিন বউয়ের কাছে ছেলের বউয়ের নামে নিন্দে করেছে।

    দেখা হলেই কার বাড়িতে কি হল না হল সে খবর হুড়হুড় করে বলতে থাকে। আমি নিশ্চিত আমার আর বউয়ের যে 'ভাব ভালোবাসার' কথা সে শুনতে পায় তাও নিশ্চয়ই অন্যদের বেশ রসিয়েই বলে।

    সব মিলিয়ে নেক্সট ডোর মাম্মা নেবার - সর্ব দেশে সর্ব কালে একই মনে হয়। আহা, আমি সময় পেলেই একটু করে ভাটিয়ে নিই। মুশকিল হল একবার ধরা পড়লে মোটামুটি আধা ঘন্টা।

    ও হ্যাঁ এখন ইন্ডিয়া সম্বন্ধে প্রচুর পড়াশুনো করছে, খুব নাকি জানার ইচ্ছে।
  • পাই | 138.231.237.7 | ২৩ মে ২০১২ ২১:৫৭529442
  • এখানে দেখি কিছু জেঠু জেঠী দাদু দিদা বাস স্টপে বসে থাকলে কি মেট্রোতে পাশাপাশি গেলেও হাঁড়ির খবর ন্যায় এবং দ্যায়।
  • Binary | 208.169.6.50 | ২৩ মে ২০১২ ২২:০২529443
  • আমর নেবার-ও দিব্বি। গরমে ড্রাইভওয়েতে গাড়ি ধোয়া-পাকলা করে। আমি ওর দেখা দেখি শিখেছি। একসঙ্গে গাড়ি ধোয়ার কাজটা কোয়েনসাইড কল্লে, আমায় বীয়ার খাওয়ায় (মানে গাড়ি ধুতে ধুতে বীয়ার খাওয়াটা ওর একটা লাক্সারি)। তাপ্পর পুরো শীতে নিজের আর আমার বাড়ির চাদ্দিকের বরপ পোস্কার করে দিয়েছে। তাপ্পর মাঝে মাঝে ইয়ার্ড পোস্কার রাখার টিপস ইত্যাদি শেয়ার করে।

    তবে ঐ, পাড়ার লোকের হাঁড়ির খপর সাপ্লাই করে।
  • Binary | 208.169.6.50 | ২৩ মে ২০১২ ২২:১১529444
  • আরে কাজের মাসির ব্যাপারটা এখানে এট্টু চাপের। এই শহরে আসার পর তিনমাস একটা অ্যাপর্টমেন্টে ছিলুম, তাতে মেডসার্ভিস ছিলো কোম্পানির পয়সায়। ফি বেস্পতিবার জিন্সপরা ম্যানিকিওর করা সুন্দরী কাজের মাসি, পিকাপ ট্রাকে, ছোটো-বড়-মাঝারি ভ্যাকুম নিয়ে ঘর আর বাথরুম পোস্কার কত্তে আসত। তো, ঘরে বই-পত্তর, মেয়ের খেলনা, জুতো-চটি এদিক সেদিক পরে থাকলে, সেগুলো উঠিয়ে, ব্যাকুম করে, আবার সেইখানে, এগজ্যাক্টলি সেই পজিসনে রেখেদিতো। শেষে, আমি আর বউ, বুধবার রাত্তিরে, "এইরে, কাল ঘর পোস্কারের লোক আসবে, শিগ্গিরি ঘর গুছিয়ে রাখি" এরম এট্টা অক্সিমোরনে দৌড়াদৌড়ি কত্তাম।
  • Generic Letter | 146.142.168.156 | ২৩ মে ২০১২ ২৩:১২529447
  • আমি যে বিল্ডিংয়ে থাকি সেখানে অনেক বুড়োবুড়ি। আমাদের পাশের বাড়িতে এরম এক দম্পতি ছিলেন। আমাকে লিটারালি নাতির মত ট্রিট করতেন - আর গিন্নিকে নাতবৌ। গাল টাল টিপে দেওয়া ইনক্লুডেড। একদিন দরজায় নক নক। দিদা ডাকলেন। দাদু সোফা থেকে পড়ে গেছেন - তুলে দিতে হবে। কিছুদিন বাদে আমাকে ডেকে কিছু কাগজপত্র দিলেন, রিকোয়েস্ট করলেন ফ্যাক্স করে দিতে। দেখলাম ইনশ্যুরেন্সের কাগজ। তখন জানালেন দাদু আগেরদিন মারা গেছেন - আমরা বেরিয়েছিলাম, জানতে পারিনি। সেইদিনও দিদার মুখ দেখে কিছু বোঝার উপায় ছিল না। সেই গাঢ় লিপস্টিক। শুধু মুখটা একটু বেশী শান্ত। বল্লেন, ষাট বছরের বিয়ে, আমাদের কদিন হল জিগ্গেস করলেন। পরের শনিবার আমাদের ডাকলেন - দেখলাম ঘরে পরিপাটি করে ভাঁজ করে রাখা দাদুর জামাকাপড়। আমার আর দাদুর মোটামুটি একই সাইজ, দাদুর কোন কোন জামা আমার পছন্দ আমাকে গুছিয়ে নিয়ে যেতে বল্লেন। নিলাম কয়েকটা।
    তার পরের শনিবার দেখি তালাবন্ধ। রাস্তায় দিদিমার সঙ্গে দেখা - জানালেন পাশের বৃদ্ধাশ্রমে মুভ করেছেন, এখানে আর ভাল্লাগছিলনা।
  • বাইনারি | 208.169.6.50 | ২৪ মে ২০১২ ০০:৫০529448
  • জেনেরিক-এর পোস্ট পড়ে, আমার নিজের-ই একটা পুরোনো টই মনে পড়ে গেল
  • Generic Letter | 81.182.169.251 | ২৪ মে ২০১২ ০১:২৬529449
  • কই সে টই?
  • riddhi | 74.134.148.140 | ২৪ মে ২০১২ ০১:৪৭529451
  • আমেরিকান বুড়ীদের মত অঢেল সময় ধরে নিরবচ্ছিন্ন ভাট বকতে খুব কম মানুষকে দেখেছি । তাই জন্য বলে, যেটার যখন কোটা সেটা তখনি করে নেওয়া বেটার। প্রাইম টাইমে চোখাচোখি হলে হেসে চলে যাবে, (ওদিকে ভেতরে ভেতরে ভাটের পর্বত তৈরী হচ্ছে), এখন বকে মরো।
  • Tim | 208.82.21.133 | ২৪ মে ২০১২ ০১:৫৮529452
  • প্রাইম টাইমে ওরা আরো ব্যস্ত থাকে, ভাট না বকে কাজের কাজ করে, বুইলে। এলেবেলে কেসে হাসি অবধি অ্যাফোর্ড করতে পারে, তার বেশি সময় কই? ;-)
  • Tim | 208.82.21.133 | ২৪ মে ২০১২ ০২:০০529453
  • জেনেরিক এত কম কম লেখেন কেন? দিব্য সাবলীল লিখনশৈলী। বাইনারিদাও এরকম ঝরঝরে লেখে।
    যদিও পড়ে মনটা খারাপ হলো। তবু আরো লেখা আসুক এমন।
  • hu | 22.34.246.72 | ২৪ মে ২০১২ ০২:০৫529454
  • হ্যাঁ, জেনেরিক দিব্য লেখেন। বেশি করে লিখুন।
  • Abhyu | 107.81.100.31 | ২৪ মে ২০১২ ০৫:২৫529455
  • জেনেরিক, আর তারপরে বাইনারি দার পুরোনো লেখাটা আবার পড়লাম - মন ভারী করে দেওয়া লেখাগুলো - আর তারপরেই এই রিদ্ধি কথামৃত !
  • Generic Letter | 77.171.97.37 | ২৫ মে ২০১২ ০৪:২৩529456
  • বাইনারিদা, অদ্ভুত মন-খারাপ-করা সুন্দর লেখা।

    আমি ঐরকমই একটা বাড়িতে থাকি তো, তাই এই ডায়ানেদের রোজ দেখি।

    মাঝে মাঝে এক্টা একটা করে লোক কমে যায়।

    আম্রিগার টইতে এই গল্পগুলৈ থাক।
  • a x | 138.249.1.202 | ২৬ মে ২০১২ ০০:০০529458
  • আকা, আমি তো বাকি বক্তব্য নিয়ে কিছু বলিনি। অনেক কথার মধ্যে একটা কথা বলেছ, হেলথ ইন্সুরেন্স সংক্রান্ত, যেটা ঠিক না। খালি ঐ জায়গাটুকু নিয়ে আপত্তি জানালে তা মিসকোট কেন বুঝলাম না।

    আর হ্যাঁ এই মিনিয়াল লেবারের কাজে আমাদের দেশ এবং আম্রিগার মধ্যে তফাৎ কিছুটা কালচারাল তো বটেই। এবং তার সাথে জাতপাত ভালোভাবে জড়িত। এই ব্যাপারে বরঞ্চ আমি একমত। কিন্তু ঐ নিয়ে লিখতে গেলে যা সময় লাগবে তা আপাতত বাড়ন্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন