এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২০২২০ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 178.26.215.13 | ২১ মে ২০১২ ২০:০৮529325
  • পৃথিবীর সমস্ত উন্নত দেশেই প্রোগ্রেসিভ ট্যাক্সো আছে কিন্তু তাতেও সেই দেশের মধ্যবিত্ত বাসন মাজার মাসি অ্যাফর্ড করতে পারে না।
  • Sibu | 218.54.5.153 | ২১ মে ২০১২ ২০:১৩529327
  • আম্রিগায় ইউনিয়ন নাই। আর আম্রিগান ট্যাক্স সিস্টেম বেশ রিগ্রেসিভ। সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স বড়লোকে বা উচ্চ মধ্যবিত্ত দেয় না (১০৬০০০ এর ওপর রোজগারে)। বাবার টাকায় বসে খেলে বা হেজ ফান্ডের ম্যাঞ্জার হলে ইনকাম ট্যাক্সো অদ্ধেকেরও কম। রিমেম্বার ক্যাপিটাল গেইনস ট্যাক্স!
  • Sibu | 218.54.5.153 | ২১ মে ২০১২ ২০:১৩529326
  • আম্রিগায় ইউনিয়ন নাই। আর আম্রিগান ট্যাক্স সিস্টেম বেশ রিগ্রেসিভ। সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স বড়লোকে বা উচ্চ মধ্যবিত্ত দেয় না (১০৬০০০ এর ওপর রোজগারে)। বাবার টাকায় বসে খেলে বা হেজ ফান্ডের ম্যাঞ্জার হলে ইনকাম ট্যাক্সো অদ্ধেকেরও কম। রিমেম্বার ক্যাপিটাল গেইনস ট্যাক্স!
  • aka | 178.26.215.13 | ২১ মে ২০১২ ২০:১৭529328
  • আর একটা কথা বড়লোকের ট্যাক্সো বাড়লে সরকারী চাকুরেদের মাইনে বাড়তে পারে কিন্তু সে আর কজনই বা। বাকিদের লাভ বলতে কিছু উন্নয়ন। কিন্তু বাসন মাজার মাসি কি হবে?
  • Sibu | 218.54.5.153 | ২১ মে ২০১২ ২০:১৯529329
  • বাকীদের জন্য ইউনিয়ন আর মাসী রাখার সাবসিডি।
  • ঢ্যাঁড়স | 220.210.15.150 | ২১ মে ২০১২ ২০:২১529330
  • কাজের মাসি চাই কেন? সবাই বুঝি ঢ্যাঁড়স।
  • aka | 178.26.215.13 | ২১ মে ২০১২ ২০:২৫529331
  • মানে বাসন মাজার মাসি রাখার সাবসিডি দেবার জন্য বড়লোকের মানে ধরা যাক বিল গেটস ট্যাক্সো দেবে? তাহলে আবার ফিলানথ্রপি কে করবে? চাকরিই বা কে তৈরি করবে? আমি হলে তো জামাইকায় দ্বীপ কিনে মনের সুখে অবসর জীবন যাপন করতাম। কষ্ট করে টাকা খাটিয়ে আম আদমীর কাজের মাসির জন্য সাবসিডি দিয়ে টাকা নষ্ট করতাম না।
  • Lama | 127.194.231.13 | ২১ মে ২০১২ ২০:৩০529332
  • ধনাঢ্য মার্কিন পরিবারে কাজের মেসো থাকিতে চাই।
  • Sibu | 218.54.5.153 | ২১ মে ২০১২ ২০:৩৭529333
  • প্লেনে উঠছি। সহজ উত্তর হল, হেব্বি ট্যাক্সো দিয়েও গেটসের লাইফ গুড লাইফ। সুতরাং মনের দুঃখে জ য়ামাইকা যাওয়া ইর‌্যাশনাল হবে। আর জ্যামাইকা থেকে ধরে এনে ট্যাক্সো আদায় করা যায় না নাকি?

    আকা আজকাল বহুত আয়ান র‌্যান্ড পড়ছে মনে হচ্চে। জন গল্ট শুধুই গপ্পো হে। আর র‌্যান্ডের চেলা গ্রীনস্প্যান ইকনমির কি করেছে খ্যাল রাখলে আর গল্টিয়ান ডিসটোপিয়া ইনডালজ করবে না কেউ।

    উড়ব এখন। বাকী কথা পরে হবে।
  • kc | 188.61.96.29 | ২১ মে ২০১২ ২০:৪০529336
  • যা বুঝেছি, সার বুঝেছি, যত পারেন খচ্চা কমান। স্বাবলম্বী হয়ে হোক, নিজের চাহিদা কম করে হোক যে ভাবে হোক খচ্চা কমান। এক টাকা খচ্চা কমালে ব্যান্কে একটাকা বেশী জমা হবে। ভবিষ্যতে কাজে দেবে। আর বেশী সঞ্চয় দিয়ে আপনার দেশও অনেক রকম উন্নয়ন্মূলক কাজ করতে পারবে। জালি কাজও করবে, তবে ওরই মাঝে অল্প কিছু সলিড ভাল স্থায়ী কাজ কত্তে পারা যাবে, যায়ও।
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ২১:০৯529337
  • হ্যাঁ কেসি, সকালে নানা কাজে ফেঁসে গিয়ে তোমাকে আর উত্তর দেওয়া হয়নি। তো, আমার বক্তব্য কি বোঝা গেছে নাকি আবার খাটাবে? ঃ)
  • kc | 188.61.96.29 | ২১ মে ২০১২ ২১:১৩529338
  • এক্দমই বুঝিনি যে!!! মানে এই আমাদের মতন ফিক্সড মাইনের চাকুরেদের জন্য, যাদের ওভারটাইম হয়না, মালিকের সঙ্গে প্রফিট শেয়ারিং এর গপ্প নেই, এরকম লোকেদের জন্য।
  • সোমনাথ২ | 217.239.86.106 | ২১ মে ২০১২ ২১:১৬529339
  • ইকিরে আম্রিগায় ডোমেস্টিক হেল্প দের 401k দেয় ?? ইদিকে আমাগো দোকানে (দেশি IT Co. ) যখন জিগাইলাম, কইল 401k চাইলে নিজের মাইনে থেকে কাটাও.. কর্তৃপক্ষ একট কানা পয়সাও দেবে না । হায় ছাতার চাগ্রি ... স্বর্গের দেশে কি ঘোর অবিচার , ভেউ।
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ২১:২৩529340
  • ওক্কে, কতগুলো সিনারিও ভাবো।

    ১) রামবাবু নতুন চাকরি নিয়ে অমুক শহরে বদল হয়ে এসেছেন। তো সীতাদেবীও এসেছেন তার সাথে। নতুন শহরে তিনি তাঁর যোগ্যতা অনুযায়ী চাকরি পেলেন, কিন্তু ছেলেমেয়েকে দেখার জন্য কাউকে চাই। তো, ভরসা বলতে ওই ক্রেশ বা ডোমেস্টিক হেল্প। না হলে সীতাদেবীকে বাড়িতে থাকতে হয়।

    ২) রামবাবুর অ্যাদ্দিন বাড়ির কাছে অফিস ছিল। নতুন একটা অফার আছে যেখানে মাইনে বেশি কিন্তু যাতায়াতে প্রচুর সময় বেরিয়ে যাবে। ধরো, দিনে ওই তিন থেকে চার ঘন্টা। অতক্ষণ ভরা ট্রাফিকে দিনের পর দিন গাড়ি চালানো চাপের বলে রামবাবুকে এইবার ড্রাইভার রাখতেই হবে।

    ৩) সীতাদেবীর ডেলিভারি ইউনিটে কাজ করার অভিজ্ঞতা আছে, এমনকী কাজকম্মো ভালো করার জন্য অ্যাপ্রাইজাল রেটিঙও খারাপ ছিল না। তবে সংসারের চাপ সামলাতে তিনি কোয়ালিটি ডিপার্টমেন্টে চলে যান, যেইখানে পাঁচটায় বেরিয়ে পড়লেও কোন চাপ নেই। এইবার নতুন জায়গায় এসে পরিবারের চাপ ইত্যাদির ফাঁস আলগা হওয়ায় তিনি আবার ডেলিভারি ইউনিটে ফিরতে চান। কিন্তু তার সাথে উপসর্গের মত আসবে অফিসে এক্সটেন্ডেড আওয়ার্স, রাতে কনকল, বাড়িতে অফিসের কাজ নিয়ে আসা ইত্যাদি। এই পরিস্থিতিতে সীতাদেবীকে কেরিয়ারের মোহমায়া ত্যাগ করতে হয় যদি না একখানা ডোমেস্টিক হেল্প পাওয়া যায় সবসময়ের জন্য (ধরে নিচ্ছি রামের টেক হোম সীতার থেকে বেশি, না হলে পাত্রপাত্রীর নাম উল্টে নিতে হবে।

    তো, মোদ্দা কথা হল খরচ কিছুটা বাড়িয়ে আয়ের পথ বাড়ানো। অথবা সেই সময়ে অন্য কোন কাজ করা যেটা নট নেসেসারিলি বাড়তি আয় জোগাবে না, কিন্তু আপনি সেটা অ্যাফোর্ড করতে পারেন।
    আর এইগুলি কিছু হল জাস্ট সিনারিও। কোন মানে নেই সবার ক্ষেত্রে প্রযোজ্য। ডিঃ দিয়ে রাখলাম।
  • aka | 178.26.215.13 | ২১ মে ২০১২ ২১:২৪529341
  • শিবুদা প্লেনে চড়ছে, পরে দেখে নেবেখন।

    আম্রিগায় পোগ্রেসিভ না রিগ্রেসিভ ট্যাক্সো, না বড়লোকের আরো ট্যাক্স বাড়ানো হোক, হলে কতটা ঠিক অপ্টিমাম।

    বাঙালীর হাতে হাতে কাজ করার জন্য কাজের মাসি রাখা।

    উন্নত ইকনমিতে সেই মাসি লোকে কি করে অ্যাফর্ড করবে এবং একই সংগে মাসিদের অবস্থারও উন্নতি হবে।

    ইত্যাদি সব আলাদা আলাদা বিষয় তো। সব একসাথে মিশে গিয়েছে।
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ২১:৪৩529342
  • উন্নত ইকনমিতে পাঁচটার মধ্যে বাড়ি চলে এলে, রোজকার ট্রাফিকে ঘন্টাখানেকের বেশি সময় না লাগলে, আপিসে আপিসে ক্রেশের বন্দোবস্ত থাকলে মাসি অপরিহার্য নয়।
  • aka | 178.26.215.13 | ২১ মে ২০১২ ২১:৪৭529343
  • কমরেড এগুলো নতুন রিকোয়ারমেন্ট। যাঁরা বলছিলেন কাজের মাসি অপরিহার্য তাঁদের যুক্তিটা ছিল যে যা ভালো পারে টাইপ। সবাইকে সব কিছু করতে হবে এমন নয় তো।
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ২১:৫০529344
  • স্টেকহোল্ডার অ্যানালিসিস ঠিক করে হয়নি, কমরেড। স্কোপ ক্রিপ অগত্যা।
  • kc | 188.61.96.29 | ২১ মে ২০১২ ২২:০২529345
  • বাঃ প্পনের কেসটাতো পুউরো উইন-উইন কেস তো। হেব্বি কিন্তু। ওরকম হতে গেলেতো সফোটফো, ডবল ইঞ্জিনের লাইফ এসবতো লাগবেই লাগবে দেখছি। তার মানে আমার মতন লোকেদের জন্যি নয়।
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ২২:০৪529347
  • হ্যাঁ, সেসব আছে। তাছাড়া কে অত টাকাপয়সার ভাবনা নিয়ে পড়ে থাকবে সারাদিন? ;-)

    তবে সফো কেন, তোমাদের চাকরি পাল্টানোর সুযোগ নেই নাকি?
  • kc | 188.61.96.29 | ২১ মে ২০১২ ২২:১১529348
  • আমাদের চাক্রি পাল্টানোর সুযোগ থাগবেনা কেন? আছে তো। তবে ছকরির ধরণ পাল্টাবার সুজোগ নাই। ফোঁস............. ফোঁস ফোঁস ফোঁস্‌স্‌স্‌স্‌স্‌। ঃ-(
  • প্পন | 122.133.206.25 | ২১ মে ২০১২ ২২:১৭529349
  • ছোকরিদের পাল্টানো যায় না, অবোধ বালক, ছোকরিরা সারা জীবন অন্যকে পাল্টানোর চেষ্টা চালিয়ে যায়! ;-)
  • kc | 188.61.96.29 | ২১ মে ২০১২ ২২:২০529350
  • এই হালার আইপ্যাডের মতন ন্যাকা** জিনিস দুটো হয়্না। হালা লেখার মানেটাই পাল্টে দিল। ঃ-(
  • সায়ন | 125.184.29.50 | ২১ মে ২০১২ ২২:২৮529351
  • সত্য কখনও চাপা থাকে না কমঃ কেশীদা', ঊর্মিলা মাতোন্ডকরই পারলো না শেষে গুলি খেয়ে মরলো.....
    শুনুন, ওই চ্যাষ্টা ভুলেও করেছেন কি ইয়েছেনঃ-প
  • xi | 161.141.84.239 | ২১ মে ২০১২ ২২:৩১529352
  • এই টই খুবই অড। উপরে দেখাচ্ছে সর্বোচ্চ সীমা পেরিয়েছে, কিন্তু সীমাহীন লেখা পোস্ট হয়ে চলেছে। ঃ-)
    এই দেখেই শিব্রাম কথিত সেই কবি লিখেছিলেন, "সীমের মাঝে অসীম তুমি বাজাও আপন সুর/ ধামার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর।"
  • Tim | 138.173.39.54 | ২১ মে ২০১২ ২২:৩১529353
  • ঃ-)
  • সায়ন | 125.184.29.50 | ২১ মে ২০১২ ২২:৩৩529354
  • সীমের মানে ডাবল বিনের মধ্যে বসে বাজানো মনে হয় একটু চাপ আছে। যদি ধামায় বসে বাজাতে চাও তাহলে অন্য কথা।
  • xi | 161.141.84.239 | ২১ মে ২০১২ ২২:৩৬529355
  • চিন্তা করুন মহায়রা, বাঙালির কী ক্যালি! আম্রিগার টইতে অবধি খাবার দাবার এনে ফেলেছে! এই জন্যেই অবাঙালিরা বলেন, বাঙালি ছুপা থা। ঃ-)
  • Abhyu | 107.81.100.31 | ২১ মে ২০১২ ২২:৫৬529356
  • নির্মোহ ব'তে খাবার তো থাকবেই
  • Sibu | 226.239.45.4 | ২২ মে ২০১২ ০১:০১529358
  • বড়লোকের ট্যাক্স কতটা বাড়ানো হলে অপ্টিমাম? ১০০-এপসিলন %।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন