এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • মানিকদার গোয়েন্দা গপ্পো - একটি নির্মোহ ব

    sda
    বইপত্তর | ২০ ফেব্রুয়ারি ২০১২ | ৬০৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 129.115.2.75 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৭530043
  • একটা গল্পে বা সিরিজে একজনের সবকিছুই থাকতে হবে তার কি মানে আছে? একটা বিশেষ দিক নিয়ে লেখা হয়েছে।

    আর আমার মনে হয় স:রা: বাঙ্গালী কিশোরদের একটা ডিরেক্সন দিতে চেয়েছিলেন থ্রু তোপসে। মানে কি কি খাওয়া enjoy করা যেতে পারে, ঘুরতে যাবার আগে বই পড়ার দরকার আছে, কোলকাতার রাস্তাঘাট, তার ইতিহাস, কি কি বই পড়া উচিত ইত্যাদি। এমনকি কিছু কিছু কথা আমাদের মধ্যে গেঁথে গেছিলো। আমার কিছু বন্ধু স্কুলে হঠাৎ করে "গেছিলাম' থেকে 'গেসলাম' হয়ে গেল।
  • sda | 117.194.200.239 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩৯530044
  • যখন ছোটো ছিলাম, তখন যাদের ভালো লেখক বলে জানতাম, এই ধেড়ে বয়সেও তাদের একটা অংশ মনের মধ্যে স্বমহিমায় বিরাজমান। সময়ের সংগে সংগে খসে গেলেন যারা, তাদের সৃষ্টিতে খামতি আছে মানতে দোষ কোথায় ?
  • T | 14.139.128.11 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০১:৫২530045
  • খামতি আছে আগে এটা প্রমান করা হোক। (যদিও সেটা কিভাবে হতে পারে মাথায় আসছে না)।
  • Tim | 198.82.20.250 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:০৪530046
  • খামতি কেন? সত্যজিৎ সব বয়েসের মানুষদের জন্য লেখেন্নি। অন্য কেউ কেউ সেইরকম লিখেছেন।

    টেনিদা কেন ভালো লাগে? সেখানে তো একপাল ছেলে মাধ্যমিক দিয়ে, কলেজে পড়ার সময়ও পজ্জন্ত মেয়েদের নিয়ে আলুচানা করেনা, প্রেমের উল্লেখমাত্র নেই, বয়:সন্ধিজনিত এবং/অথবা খানিকটা বখাটেপনার কারণেও কেউ কুকথা মনে/মুখে আনে না। সেটায় কোন গোলমাল নেই কেন?
  • tatin | 117.197.71.120 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৫২530047
  • সত্যজিৎ তো ভালো কাজই করেছিলেন, সমস্যাটা আমাদেরই। আমরা আজও ফেলুদা নিয়ে যতটা ন্যাকামি মারি সেটার। টেনিদার তুলনায় ফেলুদা অনেক বেশি লার্জার দ্যান লাইফ- রেফারেন্স, কোটেশনে বারবার ঘুরে ফিরে আসে।এই আর কী!
  • Tim | 98.249.6.161 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১০:১০530048
  • এরও কারণ আছে। ফেলুদা, ঐ রিমিদি যেমন বললো, বা আমিও আগে মনে হয় বল্লাম, খুবই আকর্ষনীয় ব্যক্তিত্ব ও স্মার্ট একটা ব্যাপার। কেতই আলাদা। আর টেনিদা ফ্যা ফ্যা করা বখা, যার পিঠে বড়োসড়ো করে লেখা আছে গোল্লা। তাকে বড়োজোর আহাউহু করা যায়, কিন্তু তাকে রোল মডেল করা যায়না। কেউ আজ অবধি তেনিদা বা প্যালা হতে চেয়েছে বলে শুনিনি, এমনকি ক্যাবলাও না, কারন তার মধ্যে ম্যাচৈজম কিসুই নাই। কিন্তু বহু ছেলেপুলে সন্তু বা তোপসে হতে চাইবে। কারণটা সহজেই বোঝা যায়। সক্কলে জানে সন্তু বা তোপসে হলে অনেক কিছুই পাওয়া যায়। ফিরিজ টিভি ওয়াশিং মেশিন থেকে সুন্দরী বউ। তুমহারে পাস কেয়া হ্যায় এর উত্তরে প্যালা হয়ত মা বলবে। বা বড়োজোর ইঞ্জেকশন নিয়ে তেড়ে আসা মেজদা।

    তো, প্যাকেজ হিসেবে স্মার্ট বা স্মার্ট হতে চাওয়া, ব্যর্থ হয়ে হ্যাটা না খেতে চাওয়া ছেলেমেয়েদের কাছে ফেলুদার আবেদন সার্বজনীন। প্লাস ফেলুদার সেক্ষ অ্যাপিল।এই কারণে, খেয়াল করলে দেখা যাবে ( আমার যা মনে হয়েছে আসেপাশে দেখে) মেয়েদের মধ্যে টেনিদার জনপ্রিয়তা অনেক কম।

    তাপ্পর ধরা যাক, ফেলুদার যে প্লাসপয়েন্ট, সিনেমা, সেইটায় টেনিদার দিকটা দেখুন। টেনিদার সিনিমা মানে কমিক অ্যাডভেঞ্চার, যেখানে কমেডিটা বেশি। এবং সেটা পর্দায় দাঁড় করানো হেব্বি চাপের বলে ঠিকঠাক হয়ওনি। অন্যদিকে ফেলুদার সিনেমার মার্কেটিং ভ্যালু বিশাল।

    তাই তুলনাটাই চলেনা। একজনের ইউএসপি তার পরোয়া করিনা, ফেল করেছি তো বেশ করেছি অ্যাটিচুড। অন্যজনের মেপেটেপে চলা, আপাদমস্তক মিডিওক্রেসিকে আমি একটি হনু বলে চালানোর মার্কেটিং স্ট্র্যাটেজি। বলা বাহুল্য, শেষের লোকটির সাথেই মেজরিটি নিজেকে আইডেন্টিফাই করবে। নিরাপত্তাকেই জীবনের ধ্রূবতারা করা বাঙালী কালচারে খাপেখাপ বসে যায় ফেলুদার মডেল।

    তাই, পাবলিক ফালতু ন্যাকামি কচ্ছেনাকো। আমাদের দেশে যদি সত্যজিতের ক্যালিবারের কেউ টেনিদা/ঘনাদা করতেন তাইলে এই ইতিহাস অন্যভাবে লিখতে হতো। সেটা আমাদের দূর্ভাগ্য হতে পারে, কিন্তু তাই বলে ফেলুদার গপ্প ও ছবি খাজা হয়ে যায়না।

    ডি: এইখানে আমি এখনো আমার ব্যক্তিগত পছন্দের কথা কিসুই কই নাই। নির্মোহ ব দিলাম। এই নিয়ে যত লিখছি ততই আরো লেখা পাচ্চে। শেষকালে কি কাজে জলাঞ্জলি দিয়ে টেনিদার মত ফেল কব্বো? হা ভগা।
  • dukhe | 202.54.74.119 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৩530049
  • আরে ঘনাদাকে এর মধ্যে টানা কেন ? উনি হলেন দ্য গ্রেট।
  • dukhe | 202.54.74.119 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৪530050
  • আর ঐ 'হট্টমালার দেশে' নিয়ে তো বাদলবাবুর নাটকও আছে - হট্টমালার ওপারে ।
  • siki | 155.136.80.81 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৫530051
  • :)
  • ranjan roy | 121.245.141.240 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:০০530053
  • দুখে,
    নাটকটা দেখে আমার মনে হয়েচে যে ওটা লীম/প্রেমি'র গল্পের ছায়ায় তৈরি।
  • dukhe | 202.54.74.119 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৫530054
  • রঞ্জনদা, সেটাই হবে। আমি আগে নাটকটাই পড়েছিলাম, পরে গল্পটা পড়ি।
    ঘনাদা এবং ইন জেনারাল প্রেমেন মিত্তিরকে খুবই আন্ডাররেটেড লাগে। 'সুর্য কাঁদলে সোনা'-র মত লেখা আর কটা হয় ।
  • phutki | 121.241.218.132 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:২১530056
  • হালকা করে আমার একটা মন্তব্য। আমার মনে হয়েছে ফেলুদার মধ্যে বিনয়ের অভাব। কেউ কিছু না জানলে তাকে অশ্রদ্ধা কর যায়, এইরকম একটা মেসেজ আমার মনে হয়েছিল ছোটোবেলাতেই আমি ধরতে পেরে গেছিলাম। যেটা আমার ভাল লাগেনি। সেই তুলনায় পড়াশুনোতে ভালো ক্যাবলা আর গাড্ডু মারা টেনিদার সহাবস্থান আমার বেশ লাগত। ফেলুদার কোনো বন্ধু নেই কেন? অমন একলা চরিত্র আমার ভাল লাগেনি।
  • siki | 155.136.80.81 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:২১530055
  • ক।

    আহা, ভালো মনে করালেন। বাড়ি গিয়ে আরেকবার পড়তে হবে।
  • Tim | 128.173.39.5 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:২২530057
  • দুখেদা,
    আন্ডাররেটেড হিরোদের কথাই হচ্ছে তো। তাই টেনিদা/ঘনাদা লিখলাম। টেনিদা কেন আন্ডাররেটেড লেখার চেষ্টা করলাম।

    ঘনাদা আন্ডাররেটেড কেন সেকথা বলতে গেলে অবশ্য বাঙালীর আ-মরি সাহিত্যবোধ নিয়ে নির্মোহ ব করতে হয়। সে ভারি বিপজ্জনক কাজ। ;-)

    পরিশেষে: সূর্য্য কাঁদলে সোনার মত লেখা হয়না - এই কথাটায় বিশাল করে ক।
  • Tim | 128.173.39.5 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৫530058
  • ফুটকির কথাটা খুবই ঠিক। ফেলুদা বেশ অ্যারোগেন্ট টাইপ, মাঝেসাঝে সস্নেহ পিঠ চাপড়ানি সঙ্কেÄও সেটা বেশ ভালোই চোখে লেগেছিলো।
    পরের দিকে অবশ্য কখনও সখনও সত্যজিত ম্যানেজ করার প্রয়াস করেছেন, কিন্তু মোটের ওপর জটায়ুর জ্ঞানগম্যির প্রতি ফেলুদার পুরোনো অশ্রদ্ধাটা একেবারে মুছে ফেলা যায়নি।
  • dd | 59.97.120.21 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৬530059
  • ঘনাদার গল্পোগুলো আমার কাছে কঠিন লাগতো এই কেলাস সেবেন এইট অব্দি। টেনিদা বেটার লাগতো।

    আর একটু বয়স হতেই স্রেফ উল্টোটা হোলো। এমন কি এখনো ঘনাদার গল্পোগুলো ফিরে পড়ি। কিন্তু টেনিদার কথা আর পড়তে ইচ্ছে হয় না।

    ইহার দ্বারা কি প্রমান হইলো কে জানে, তাও দিলাম লিখে।
  • phutki | 121.241.218.132 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৯530060
  • এটা শঙ্কুরও ছিল তিলুবাবুর প্রতি। বরং তারিণীখুড়ো ভাল লাগত। আর ঘনাদার ব্যাপারটা আমার ও একটু ডিডিদাদার মত। বড় হয়ে ভাল লেগেছে আর সেটা থেকেও গেছে।
  • Tim | 128.173.39.5 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩২530061
  • হুঁ আমারও তাই। ছোটবেলায় টুকটাক পূজাবার্ষিকীতেই খালি ঘনাদা পড়েছিলাম। অত ভালো লাগেনি। পরে বিস্তারিত যখন পড়ছি, সেটা অনেক পরের কথা।
  • demba ba | 121.241.218.132 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৫530062
  • ঘনাদা আমার এখনও খুব বেশিক্ষণ পড়তে ভালো লাগে না। একঘেঁয়ে লাগে। বরং টেনিদা আর ফেলুদা এখনও বেড়ে লাগে।

    তা এইগুলোকে একটু বাদ দিলেই বা ক্ষতি কী ছিলো? নারকেল নাড়ু, মুড়ির মোয়া, ফুচকা, কাঠিবরফ, আলুকাবলি, নলেন গুড়ের সন্দেশ - এরকম সবকিছুকেই নির্মোহ করে দিলে পানসে হয়ে যাবে না?
  • phutki | 121.241.218.132 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:২১530064
  • নলেনগুড়ের সন্দেশ আর নির্মোহ?? আ-আ-আ-পনি বলতে পারলেন?
  • demba ba | 121.241.218.132 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩০530065
  • এরা যে রেটে চলছে তাতে অচিরেই নলেনগুড়ের সন্দেশ, করিম্‌সের বিরিয়ানি, সাবিরের রেজালা - এ সব নামিয়ে দেবে।

    তখন আর এ পোড়া জীবনে সুখ বলে কিছু থাকবে না।
  • dukhe | 122.160.114.85 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৯530066
  • নিশ্চিন্ত থাকুন । আম্মো ভেবেছিলাম পাই ইলিশের ব নামাবে, কিন্তু সিকি পালোয়ান এমন হুমকি দিল যে কেউ খাপ খুলতে সাহস পেল না । এতজোড়া রক্তচক্ষু আর বরপশীতল পেরিয়ে নলেনগুড় কি রেজালায় হাত দেবে এমন বুকের পাটা কার ?
  • siki | 155.136.80.81 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫০530067
  • কী হয়েছে? নলেনগুড় বা করিমসের বিরিয়ানি নিয়ে কেউ যদি কেউ নির্মোহ ব খুলেছে তো গুরুর সার্ভার আমি হ্যাক করব। টই উড়িয়ে দেব।

    জাস্ট, উড়িয়ে দেব। মুহাহাহাহহাহাহা।
  • lcm | 69.236.174.254 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০২530068
  • নলেনগুড় ইস হাইলি কোয়ালিফায়েড ফ নির্মোহ ব... শীত এলেই নলেনগুড়ের জন্য বাঙালী পাগল, ঠিক যেমন ফেলু মিত্তির-কে নিয়ে ক্রেজ...
    বাঙালী ডিজার্ভ্‌স নলেনগুড়, কালোজামের ঘুগনি তাদের কাছে শক্‌, সাবালক খাবার..
  • de | 180.149.51.67 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৩530069
  • ফেলুদা সমগ্রের প্রথমে একটা প্রীফেস আছে না? লী ম র লেখা -- ওটা ফেলুদার গল্প সম্বন্ধে লেখা সবচে ভালো নির্মোহ ব' --
    ফেলুদা এই জেনারেশনের বাচ্চাদের মধ্যেও দারুণ জনপ্রিয়, অন্য যেকোন বাংলা বইয়ের থেকে বেশী ভালোবেসে পড়ার মতো, এটা অনেক চেষ্টা আর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বল্লাম :))
  • lcm | 69.236.174.254 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১১530070
  • দে, ঐখানেই তো প্রবলেম - ঐ যে জনপ্রিয়। বুঝলে না, যাহা কিছু খুব জনপ্রিয়, তাহাই ... ....
  • de | 203.197.30.4 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪০530071
  • তাহাই নির্মোহ :))
  • ppn | 202.91.136.71 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০০530072
  • তাই ফেলুবাবুর কোন বান্ধবীও নাই। ;-)
  • de | 203.197.30.4 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৭530075
  • বাংলা শিশু/কিশোর সাহিত্য বান্ধবী সম্বন্ধে নির্মোহ -- টেনিদা, ঘনাদা কারুরই বান্ধবী নাই - ব্যোমকেশকে আমি ঠিক শিশু/কিশোর সাহিত্য বলবো না!

    বেম্মোচারীদের বাঙালী বরাবরই বড় ভালোবাসে :)
  • maximin | 59.93.202.212 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৭530073
  • টিমের ১০-১০ এর বক্তব্য কী? ঠিক বুঝলাম না। প্রচুর নিন্দেমন্দ করার পর শেষে গিয়ে 'কিন্তু তাই বলে ফেলুদার গপ্প ও ছবি খাজা হয়ে যায়না।

    আর 'আপাদমস্তক মিডিওক্রেসিকে আমি একটি হনু বলে চালানোর মার্কেটিং স্‌ট্‌র্‌যাটেজি' -- কে মিডিওকার? ফেলুদা মিডিওকার?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন