এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৬৮০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 155.136.80.36 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৮531640
  • কারাগার বধ্যভূমি দশ বারো কপি কল্লোলদাকে পাঠাতে হবে। কেউ কি এর মধ্যে কলকাতা থেকে লুরুতে যাচ্ছে? তা হলে ইমিডিয়েটলি কাবলিদার সঙ্গে যোগাযোগ করুন।
  • pi | 72.83.80.169 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৪531651
  • সামনের শনি কি রবিবার যাদবপুরে গুরুর স্টল সেবা করতে পারবেন, এমন কেউ থাকলে একটু হাত তুলবেন।
  • tatin | 117.197.68.20 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৩531662
  • দোলের সপ্তাহের শনি রোব্বার- এফবিতে পোস্ট করা হোক।
  • sumeru | 117.194.98.245 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৩531673
  • ২ মার্চ। জেসি ভাই কলকাতা থেকে ঢাকা ফিরে
    যাবেন। কাল আমার সঙ্গে দেখা হবে।
  • kd | 59.93.213.223 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৮531684
  • বাবা! সুমেরুর কী জানাশুনো! তা বলি কি, উনি কি ঢাকা হয়ে জেরুজালেম যাচ্চেন? :)

    শমীক, কল্লোলের জন্যে কুড়িটা জেল পাঠিয়ে দিয়েছি কাল কল্লোলের এক বন্ধুর কাছে। আমাদের পাড়াতেই থাকে, রিসেন্টলি লুরু যাবে মনে হয়।
  • pi | 72.83.80.169 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৬531695
  • :))
  • sumeru | 117.194.98.245 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৪531706
  • আরে তোমাদের ঢাকা লাগছে না ? কী প্লানিং তাতো জানি না, মস্করা করো ক্যা?
    লাগলে জানিও। প্রডিউসার মানুষ, এসেছেন কিছু মেকাপের রঞ্জন কিনতে। কাল বন্ধের বাজারেও সৌজন্য ইস্কচ খাইলাম :)

    দেখ বাপু তোমরা, হিসাব কইরা।
  • siki | 155.136.80.36 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৫531717
  • তিন চারটে ক্যালেন্ডার বেঁচে রয়েছে এখনো আমার কাছে। দিল্লিতে কারুর লাগলে জানান। কুড়ি টাকা, কুড়ি টাকা, কুড়ি টাকা।
  • kd | 59.93.213.223 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৯531728
  • আরে ও'গুলো ডিসকাউন্টে দিচ্ছো? তুমি যে বল্লে ও'গুলো হাইফাই কোয়ালিটি, দাম কমসে কম চল্লিশ/পঞ্চাশ হওয়া উচিত।

    বানাতে কত লেগেছে কেউ বলতে পারবে শমীককে/আমায় ইমেলে? আমায় জিগিয়ে ছিলো, বলতে পারিনি। ও'গুলো তো মনোজ ছাপাননি, তাই না? উনি তো কুড়ি টাকার গুলো ছাপিয়েছিলেন।
  • kd | 59.93.213.223 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৫530472
  • ও হ্যাঁ, মার্চের দশ-এগারো তারিখে গুরু স্টল দিচ্ছে JUর ফেস্টে। তাতিন শনিবার থাকছে, সুমেরু রোব্বার। আর রোকেয়া দু'দিনই। আরও কিছু ভলান্টিয়ার লাগবে। মানে যত ভলান্টিয়ার, তত প্রচার, তত বিক্রি।

    জ্জয় গ্গুরু!
  • sumeru | 117.194.98.245 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৮530483
  • কাব্লিদা, টাইমিং জানিও। আর একটু ভাল দেখে বেছে বেছে ভলেন্টিয়ার দিও।
  • kd | 59.93.213.223 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৩530494
  • হোগা, হোগা, হোগা। টাইমমতো সব হো জায়েগা।
  • siki | 155.136.80.36 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৯530505
  • এই রে! আমি অলরেডি তিনটে হাইফাই ক্যালেন্ডার বেচে দিয়েছি কুড়ি টাকায়। সেই বইমেলাতেই।

    আরো তিনখানা পড়ে রয়েছে।

    ব্ল্যাকে বেচব? তাইলে আগের লসটা পুষিয়ে যাবে। :)
  • kd | 59.93.213.223 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৭530516
  • ব্ল্যাকগুলো ব্ল্যাকে, ব্লুগুলো ব্লুতে, আর গ্রীনগুলো গ্রীনে।
    তবে কুমুদিদিরে সাদা।
  • siki | 155.136.80.36 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৮530527
  • কুমুদিদিরে একটা নীল, সাদা দামে বেচে দিয়েছি। রয়েছে পড়ে দুটো নীল একটা সাদা।

    তাইলে এগুলো ব্ল্যাকে বেচা যাবে না? :-(
  • pi | 72.83.80.169 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৪530538
  • শ্রীপর্ণা, অনমিত্ররা তো দু'দিনই থাকছে।
  • pi | 72.83.80.169 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১১530549
  • দুই নং আগে চলে এসেছিল। :( একটু উলটে পালটে পড়ে নেবেন খন :)

    বাঘাদার বইমেলা অভিযানের প্রথম কিস্তি :
    ---------------------------------
    দুস্ত সৌমেন ভদ্র ভদ্রলুকের ন্যায় কইল, বাগুইহাটি থিক্যা সুজা গেলে যে টাইম লাগব, নিউ টাউন দিয়া ঘুইরা বইমেলায় গেতে একই টাইম লাগব। মুফতে তোরে কলকাতার দুই ডাবল বড় নিউ টাউনডাও ঘুরিয়া দেখানো গেল।

    ঝাড়া হাতপাউ লুকের কাছে বিছা কলা খাউয়া আর সমুদ্র কদলী ভক্ষণের প্রস্তাব মূলত একই। ফলে সৌমেন ভদ্রর প্রস্তাব মানিতে দ্বিধা করিবার প্রশ্নই নাই। খালি কহিলাম, চল তো যাই।

    কিন্তু দোস্তো, সমস্যা একটাই। কহিয়া সৌমেন আমা মুখপানে তাকাইল।

    কহিলাম, কী?

    কহে, আমাগো ইকটু পিছনে যাইয়া গাড়িতে উঠিতে হইবে যে!

    কহিলাম, উঠিব, সমিস্যা কী?

    কহিল, তবে চ।

    রাস্তা ডিঙ্গাইয়া উল্টো প্রান্তে এচে একটা বাচ ধরলুম। বাচ দচ মিনিট পরই নামিয়ে দিল একটা টেচনে।

    সৌমেন কইল, চ, একটু সিগ্রেট পান করি। দুই জনে দুইটা গোল্ডফ্লেকের পেটের ধুমাগুলি ইচ্ছামতো বায়ুতে বাইর করা শুরু করলাম।

    তাহাদে একটা আমাগো দ্যাশের বিআরটিসির ন্যায় বাসে চড়িয়া বসিলাম। বাস অস্তে অস্তে চলিতে নাগিল।

    বিরান প্রান্তরে নানাধরনের আধুনিক দালান সাপের ন্যায় মাথা তুলিয়া খাড়া হইতে শুরু করিয়াছে, ঘ্যামা ঘ্যামা শরীর লইয়া। সৌমেন হামাক নানা তথ্য বলিয়া যাইতে নাগিল, নিউ টাউনের।

    আমি হুহা করিয়া তাহার কিছুই শুনিতে ছিলাম না। আসলে পারিতেছিলাম না। বাসের ঘরঘর শব্দে।

    বাস ছুটিয়া চলিতেছে। একটার পর একটা টেচন অতিক্রম করিতেচে। কিন্তু বুক মেলার টেচন আর আহিতেচে না। কহিলাম, আর কত দূর? সৌমেন কহিল, আর বিশ মিনিট।

    হঠাৎ একদল দুর্গন্ধ আসিয়া নাকে ঘুষি মারিয়া বসিল। সামনের লোক নাক ধরিয়া কহিল, ধাবায় চলে এসচি।

    অন্যলুকটা কহিল, আগে তো আরও দুর্গন্ধ চিল।অএকন কিচু কমেচে।

    যেখানে ব্যাঘ্রের ভয়, সেখানেই রাত্রি হয়, এই আপ্ত বাক্যকে শুদ্ধ প্রমাণ করিয়া গাড়িও শ্লথগতির হইয়া পড়িল, গন্ধ শুকিয়া। সামনে যানের জট বাঁধিয়া গেছে।

    বন্ধু সৌমেন কহিল, বইমেলার ভিড় শুরু হইলরে।

    তো, ধীরে ধীরে গন্ধ পান করাইতে করাইতে আগাইতে নাগিল গাড়িখান। গন্ধ উধাউ হইতেই কোথা যেন ভাসিয়া আসিল, ডাইলের মেন্দির গান, ছাইয়া ছাইয়া। শব্দের উৎস খুঁজিতেই দেখিলাম, একদল বড়নুক গানের তালে তালে নাচিতাছে।

    সৌমেন কহিল, বিয়ার প্রগ্রাম।

    মাথা ঘুরিয়া যাইবার ন্যায় জৌলুস। কইলাম, মুসলিম বিয়া নাকি?

    কইল, আরে না, মাড়োয়ারি।

    হুম, কইয়া বাস আইগাইতে লাগিল। সাইন্স সিটিতে আমাগো নামাইয়া দিল। দূর হইতে বইমেলার প্যান্ডেল দেখিয়া মন আমোদে নাচিয়া উঠিল। কিন্তু তখন কি বুঝিতে পারিয়া ছিলাম, এইরূপ হইবে?

    নামিয়াই টের পাইলাম, বাসের অর্ধেক যাত্রীই ছিল বইমেলা পার্টি। তো, তাদের সাথেই পা মিলাইলাম। কিন্তু এ কোথায় যাইতেছি? সামনে হাজার হাজার নর-নারী। সঙ্কীর্ণ পথে হাঁটিতেছি। বাঁশ দিয়া পথটাকে আরও সঙ্কীর্ণ করিয়া ফেলা হইছে। কী আর করা, সম্বুক গতিতে সমুখে চলিতে লাগিলাম। কিন্তু ঘণ্টা পার হইয়া যায়, বাঁশের বেড়ার শেষ মাথা আর আসে না।

    হাঁটিতে হাঁটিতে পাদুকা ব্যথা হইয়া যায়, তবু মানুষের এ জ্যাম ফুরায় না। এরই মধ্যে নাকে হাজার পাওয়ারের বিট লবণের গন্ধ আসিয়া জান জেরবার করে দিল। ঢাকায় হলে ফাঁক ফোকর গলে হয়তো বেরিয়ে যেতাম, কিন্তু কলিকাতার রাস্তা বলে সেসবে গেলাম না। এরই মধ্যে উল্টো ফের সাইন্স সিটি এসে পড়লাম, রাস্তা ডিঙিয়ে। ওমা কোথায়, বইমেলা, আবার নতুন করে হাঁটা শুরু হলো। আরও প্রায় আধামাইল হেঁটে রাস্তা পার হয়ে, তবে বই মেলা।

    ভেতরে ঢুকে স্টলের ঘ্যামা ঘ্যামা সাইজ দেখে আমাগো বাণিজ্য মেলার কথা মনে পইড়া গেল। বইয়ের মতো এত ছোটো জিনিসের জন্য এত বৃহ্‌ৎ স্টল! এ যেন কলিকাতা বইমেলার বৃহ্‌ৎ কাণ্ডকারখানার কথাই শরম করিয়ে দিল।

    বুঝলাম, গুরুচণ্ডালিদের খুঁজে পেতে ঢের গিয়ানজাম পুহাতে হবে। আর হলূ তাই, যখন ঈপ্সিতা, শ্যাজা, সোমনাখ, মিঠু, কেলো আর সৈকতদাদের লগে দেখা হইল, তখন আমার পাদুকাগুলো, ব্যথায় চড়চড়িয়ে কাঁদছে,,,উ উ উ।

    http://unmochon.net/node/1362
  • kallol | 119.226.79.139 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৮530560
  • পাই, মেইল দ্যাখ।
  • pi | 72.83.80.169 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৫530571
  • এই উত্তর দিলুম :)
  • kallol | 119.226.79.139 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ২০:১৬530583
  • ওদের পাঠিয়ে আমায় মেইল করিস।
    তাহলে আমি ওদের মেইল করে দেবো।
    ওরা তো রোজ গাদা গাদা বই পায়, হয়তো খেয়াল করবে না।
  • pi | 72.83.80.169 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ২০:১৯530594
  • যথাজ্ঞা :)
  • sumeru | 117.194.102.77 | ০১ মার্চ ২০১২ ১১:৫২530605
  • কাব্লিদা এই বুঝলাম, জেসি ভাই-এর সঙ্গে ঢাকা যাওয়ার মত কিসু নাই। আমরা আজ ভবানীপুরেই থাকব, নতুন ম্যাগাজিন এলে জানিও।
  • kd | 59.93.241.17 | ০১ মার্চ ২০১২ ১২:৩৪530616
  • আজ নতুন ম্যাগ পাওয়ার চান্স খুবই কম। মনোজ সকালে বললো, বিকেলের দিকে একবার আসুন, একটু বাকি আছে, মনে হয় ততক্ষণে হয়ে যাবে। আগে এই কথা লিটারালি নিয়ে শিক্ষা হয়েছে, তাই যতক্ষণ না জানছি পুরো রেডি, যাচ্ছি না। কত টাকা দিতে হবে জানতে চেয়েছি, তাও বলেছে, পরে জানাচ্ছি।

    ঢাকায় কাকে, কী বই, কতগুলো পাঠাতে হবে, সামরান (বা তুমি) জানতে পারো। আমার কাছে কোন আলাদা খবর নেই।
  • pi | 72.83.80.169 | ০১ মার্চ ২০১২ ১৭:৩০530627
  • মেইল দেখো কাব্লিদা।
  • sumeru | 117.194.100.186 | ০২ মার্চ ২০১২ ১৯:৩০530638
  • জে সি ভাই ঢাকা পৌঁছেগেছেন। এই মাত্র ফোন দিসিলেন।

    কাল তসলিমা আখতার ঢাকা যাবে। ঢাকায় সে অ্যা®¾থ্রাপলজি পড়ায়। সামরানেরও সে পরিচিত। এক্সাইডের কাছে চৌধুরীতে আছে, দেখ কী করবা।
  • kelo | 117.254.253.116 | ০৭ মার্চ ২০১২ ১৫:০৮530649
  • ভক্তিভরে কলেজস্কোয়ার ম্যাগমেলায় গুরুচন্ডা৯র স্টলদর্শন -

    IPAddress:117.254.241.145Date:23Feb2012 -- 08:15PM
    কলেজ স্কোয়ার লিটল ম্যাগাজিন মেলার প্রথমদিনেই গুরুচন্ডা৯র স্টলে পায়ের ধুলো দিলেন মুম্বইয়ের বিখ্যাত ফিল্ম ডিরেক্টর, এডিটর,রাইটার ও প্রোডিউসার ওনির। শুধু পায়ের ধুলৈ দিলেন না - হাতে করে একখানি আমার যৌনতা নিয়েই স্টলত্যাগ করলেন। নিম্নে গুরুচন্ডা৯র স্টলের সামনে আমার যৌনতা হাতে তাঁর প্রফুল্ল মুখচ্ছবি-
    http://goo.gl/JkbCO

    এবং তার ফলাফল -

    goo.gl/XO0FB
  • kelo | 117.254.253.116 | ০৭ মার্চ ২০১২ ১৫:০৯530660
  • লিঙ্কটা হবে -
    http://goo.gl/XO0FB
  • pi | 72.83.76.34 | ০৭ মার্চ ২০১২ ২১:১৩530671
  • কেলোদা, :D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন