এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৬৪০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 60.82.180.165 | ১১ জানুয়ারি ২০১৩ ০৮:৪৭530798
  • নন্দন মেলায় দলমতনির্বিশেষে দলে দলে যোগ দিন। :)
  • pi | 127.194.12.216 | ১১ জানুয়ারি ২০১৩ ০৯:০৪530799
  • না, না তেমন কিছু না। কাব্লিদা এর মধ্যেও অনেক কিছুর ব্যবস্থা করে দিচ্ছে, যেগুলো না হলে কী যে হত ! আর মুশকিল-আসান শঙ্কর না থাকলেই বা কী যে হত ! সুমেরুদা, সামরানদি, মৃগাঙ্ক, সবাই সাহায্য করছে, আর কেলোদা নিজে যে কত কাজ করে দিচ্ছেন !

    সেদিনের বইমেলা নিয়ে তো আর লেখাই হলনা। কল্লোলদা, সুমেরুদা, ঋতেন, অরণ্যদা, রোকেয়া, নানা নীপা , নপা- সবাই মিলে দারুণ জমজমাট হয়েছিল। গুরু বিক্কিরিও হয়েছে হুহা। যা ম্যাগাজিন আনা হয়েছিলে, সব আগেই শেষ, কিছু চটিও।
    সবাই সামলালো বলে ফাঁকে তালে আমি দুপুরবেলায় টুক করে মহাবোধি সোসাইটি হলে ধর্ষণ নিয়ে একটা ইন্টারেস্টিং কনভেনশনেরও বেশ কিছুটা অ্যাটেন্ড করে এলুম।
    শেষপাতে শীতের রাতে স্যুটকেস নিয়ে রোকেয়া, অরণ্যদা, শুভর সাথে কলেজ স্কোয়ারের তিনতলা বাড়িসমূহে অভিযান, সেও এক অভিজ্ঞতা বটে ! সময় পেলে লিখবো খনে।

    আজ নন্দন বইমেলা। কাব্লিদার ব্যবস্থাপনায় মৃগাঙ্ক কাল রাত থেকে ভবানীপুরে। সকাল সাতটায় জানালো, টিকিট হয়ে গেছে। এবার সুমেরুদা গিয়ে স্টল নিয়ে ফেল্লেই কেলোদা, সামরান্দি , শঙ্কর চলে আসবে বইমেলার বাক্সপ্যাঁটরা,সাজসরঞ্জাম গুছিয়ে, কল্লোলদা গিটার নিয়ে। বাকিরা ? ঃ)
  • pi | 127.194.12.216 | ১১ জানুয়ারি ২০১৩ ০৯:০৬530800
  • ধুত্তোরি শেষ লাইন শেষ করার আগেই পোস্ট করে দিয়েছি !

    বাকিরা আসছো/আসছেন তো ?
  • Abhyu | 107.89.17.198 | ১১ জানুয়ারি ২০১৩ ০৯:১৫530801
  • ন্নাঃ আমি যেতে পারব না। আমার হয়ে তুমিই মশাদের শ্রদ্ধা জানিও। মাফলার ভালো আছে তো?
  • pi | 127.194.12.216 | ১১ জানুয়ারি ২০১৩ ০৯:২০530802
  • না, বলা হয় নাই। শোকে মুহ্যমান ছিলাম।তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। একুশ দিন আগে।
  • কেলো | 111.210.39.223 | ১১ জানুয়ারি ২০১৩ ০৯:৩১530803
  • সম্পূর্ন নির্মত, নির্দল ও নির্জোট মানুষ হিসেবে ম্যাগমেলায় যোগ দিতে একটু কুন্ঠাবোধ করছি। :)
    আমার কর্তব্য আমি কেবল সুমেরুদার হাতে গুরুর প্যাঁটরা তুলে দেবার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই।
    তবে এটাও ঠিক যে কল্লোলদার গান আর মিশ্রবাবুর লেকচার মিস করা যাবে না কিছুতেই।

    যাই- মির্জাপুরের তিনতলা বাড়িগুলোতে ফের কাউন্টার-অভিযান চালিয়ে গুরুর প্যাঁটরা উদ্ধার করিগে.....
  • pi | 127.194.12.216 | ১১ জানুয়ারি ২০১৩ ১০:৩৭530804
  • গুরুচণ্ডা৯ থাকছে ৮০ নং এ।
    আশিতে আসিও। ঃ)
  • Kaju | 131.242.160.180 | ১১ জানুয়ারি ২০১৩ ১২:০৭530805
  • কোথায়? নন্দনেরটায়?
  • kd | 69.93.216.68 | ১১ জানুয়ারি ২০১৩ ১২:১৩530806
  • পাইদিদির দেওয়া নংএর সঙ্গে ১,২ যোগ করে নিও/নেবেন কিন্তু। ওর দেওয়া ফোননম্বরে আমি তাই করি সাধারণতঃ।

    ও হ্যাঁ, পাইদিদির একজন (বা বেশী) লম্বা, জোয়ান পুরুষমানুষ চাই। ঠিক কেন শোনার আগে লাইন কেটে গ্যালো। তা যাক্‌গে, আমি কোয়ালিফাই কচ্ছি না। এনি ভলান্টিয়ার্স?
  • pi | 127.194.7.60 | ১১ জানুয়ারি ২০১৩ ১৩:০০530808
  • ঃ)

    কাজু, হ্যাঁ।

    জয়াদি জানালো, আজ বিকেলে অনুপম মিশ্রর বক্তৃতা আছে। এখানে sch সহ আরো যাঁরা মিশ্রজীর অনুরাগী আছেন, তাঁদের জানিয়ে দিলুম।
  • Ishan | 214.54.36.245 | ১১ জানুয়ারি ২০১৩ ২১:১৪530809
  • ছোট্টো আপডেটঃ আজকে নন্দন মেলার প্রথম দিনে গুরুর জয়যাত্রা অব্যাহত। এর বেশি ডিটেল আপাততঃ জানিনা। :)
  • কেলো | 111.218.1.96 | ১১ জানুয়ারি ২০১৩ ২৩:৫৫530810
  • কলেজস্কোয়ার ম্যাগমেলাশেষে পাইদিদিরা ঝড়তিপড়তি গুরু সমেত সুটকেসটি মির্জাপুর স্ট্রীটের গৌতমবাবুর জিম্বায় রেখে দিয়েছিলেন। ফেরত নিতে যেদিনই যাই, দেখি গৌতমবাবুর ঘর তালা মারা আর উল্টোদিকের নান্দীপটের ঘরে ধুন্ধুমার নাটকের রিহার্সাল চলছে। কিন্তু আজ তো ওগুলো ফেরত না নিয়ে উপায় নেই, না নিলে নন্দনের ম্যাগমেলা শুরু হবে কিসে? শুধু বই না, বিলবই টিলবইও তো ওরি মধ্যে। তাই ভোর ভোর আজ মির্জাপুরে হানা দেওয়া গেল।
    মির্জাপুরে কর্পোরেশন আপিসের পাশে পুরোন চারতলা ভাড়াবাড়ী, তার তিনতলায় গৌতমবাবু একটা ঘরে থাকেন। বাড়ির বাকি ভাড়াটেরা আগের অভিযানগুলো থেকেই আমাকে চিনে গেছিলেন, তারা খবর দিলেন যে গৌতমবাবু বাজারে বেরিয়েছেন। ওনার ফোন নম্বর আমার কাছে নেই শুনে বললেন যে সোজা বাজারে গিয়ে ওনাকে পাকড়াতে। কিন্তু... ওনার ফোন নম্বরের মত ওনার মুখচ্ছবিও তো আমার অজানা!
    বাড়ির নিচে ঘাপটি মেরে বসে রইলাম, বাজারের থলে হাতে কাউকে ঢুকতে দেখলেই ক্যাঁক করে চেপে ধরব। এ ঢুকছে সে ঢুকছে, বস্তা নিয়ে ঢুকছে, বাঁশ নিয়ে ঢুকছে, কিন্তু বাজারের থলে নিয়ে আর কেউ ঢোকে না। মিনিট পঁয়তাল্লিশ পরে সোয়েটার মাঙ্কিটুপি পরা কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ ঝোলান পুউরো কবি কবি চেহারার এক ভদ্রলোক ঢুকছিলেন। তাঁকেও ইগনোর করারই কথা, কিন্তু দেখি তাঁর ঝোলাব্যাগ থেকে কবিতার খাতার সঙ্গে শাকপাতা উঁকি দিচ্ছে। ব্যাস! ক্লু পেয়েই আমি ঝাঁপিয়ে পড়লাম। ঠিকই ছিল... ইনিই সামরানদি-সুমেরুদার বন্ধু আর্টিস্ট গৌতমবাবু। সুমেরুদাদের ফোন নম্বর ও নানারকম পাসওয়ার্ড ভেরিফিকেশনের পর একটা ছোট নোটবইয়ে আমার যাবতীয় ডিটেলস, মানে ঠিকানা, ফোন নং, জুতোর মাপ, কান কটকট্ করে কিনা ইত্যাদি টুকে রেখে তবেই মহামূল্যবান গুরুভর্তি সুটকেসটি আমার হাতে ছাড়লেন।

    একটা বেতো ট্যাক্সি ধরে নন্দন দৌড়ালাম, তার মধ্যে অবশ্য অনেকগুলো ইফ-বাট্ দেওয়া ইসট্রাকশন সেট কাব্লীদার কাছ থেকে এসে গেছে। বেতো ট্যাক্সি হাঁকিয়ে নন্দন পৌঁছালাম মোটামুটি বারোটা নাগাদ। সুমেরুদা দেখি বাঘের মত পায়চারী করতে করতে দুটো ফাঁকা স্টল পাহারা দিচ্ছে। একাশি আর বিরাশি।
    দুটো কেন? পরিস্কার হয়ে গেল সুমেরুদা বই সাজাতে যেতেই-
    সুমেরুদা দেখি একপাশে তিন ইঞ্চি জায়গা ফাঁকা রেখে দুটো স্টলের বাকি পাঁচফুট জায়গায় গুরু সাজাচ্ছে। আমি একটা আলোচাল ওই তিন ইঞ্চির দিকে ঠেলে দিতেই সুমেরুদা হাঁ হাঁ করে উঠল …. আরে করো কি করো কি ....
    -- মানে? ওইদিকে একটু ফাঁক দেখে সেখানে চটিগুলো সরিয়ে দিচ্ছিলাম। এই দেখুন না এইখান থেকে দাগ টানা, আপনি ভুল করে এদিকে তিন ইঞ্চি মতন জায়গা ছেড়ে রেখে বই সাজাচ্ছিলেন ….... তাই....
    কিচ্ছু ভুল করে নয়...... কিচ্ছু ভুল করে নয়। দেখছো না দুটো স্টল রয়েছে। আমাদের সঙ্গে জয়াদির ভুমধ্যসাগরও আছে যে, তাদের জন্য খানিকটা জায়গা ছেড়ে রাখতে হবে না? …... বলে সুমেরুদা একটা স্বর্গীয় হাসি দিলেন।
    মানে ভুমধ্যসাগরের জন্য পাঁচ ফুটের মধ্যে তিন ইঞ্চি!?!?!?!?!?!! ….গল্পানু হলেও নাহয় কথা ছিল।
    আমার টেলিফোন দিয়ে আমি ছবি তুলে রেখেছি, বিশ্বাস না হয়, আপনারা নিচের ছবিটি দেখলেই চিত্রটা পরিস্কার হয়ে যাবে আপনাদের কাছে।

    এর মধ্যে কোনদিকটা গুরুর সেটা আর ছবির মধ্যে লেখার চেষ্টা করে বৃথা পরিশ্রম করি নি।

    সুটকেস ভর্তি চটি সব টেবিলে সাজিয়ে সুমেরুদা এবারে একটা বিজয়ীর হাসি দিলেন। তারপর আমার দিকে চোখ পাকিয়ে বললেন – ম্যাগমেলা কিন্তু আজ বেলা দুটো থেকে শুরু।
    -- হুঁ জানি। …..তো ?????
    সাজানো এক সুটকেস গুরু আর চটির দিকে আঙ্গুল নাচিয়ে বললেন – বেলা দুটোর আগেই এই সব শেষ করে ফেলতে হবে কিন্তু.....
    আর কিছুক্ষন থাকলে সেটা সুমেরুদা নিঘ্ঘাত করেও ফেলতেন। 'সেটা' মানে বইমেলা শুরু হওয়ার আগেই বইয়ের স্টক শেষ করে ফেলা। আমার দুর্ভাগ্য, যে সে ইতিহাস আজ আর লেখা হল না, কোন একটা দেশ উদ্ধারে সুমেরুদাকে বেরিয়ে যেতে হল তো! তবে আমার দৃঢ় বিশ্বাস এমন ঘটনা শিগ্গিরই ঘটবে, কে জানে.. হয়ত আসন্ন গিল্ডের বইমেলাতেই।
    নিচের চিত্রে দেখা যাচ্ছে মেলা শুরুর ঘন্টা তিনেক আগে কিভাবে সুমেরুদা শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ছেন -

    এছাড়াও বিভিন্ন ভঙ্গীমায় ও ভূমিকায় সুমেরুদার আরও কিছু চিত্র -








    ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক দুটোয় সামরানদি হাসিমুখে এসে আমায় ছুটি দিয়ে দিলেন। ---- শুরু হয়ে গেল নন্দনের সরকারী লিটল্ ম্যাগাজিন মেলায় কাগুজে গুরুর সরকারী অভিযান.....








    এর মাঝের সময়টা আমি রফিকদা ও শঙ্করদা কে প্যাঁচা পোস্টার ইত্যাদি লাগাতে সাহায্য করছিলুম।
    শঙ্করদা ও রফিকদা, গুরুর পোস্টার সাঁটায় ব্যস্ত -


    আর হ্যাঁ, পোস্টার সাঁটায় গুরু ডঃ ডি.কে. লোধকেও ছাপিয়ে গেল। চিত্র দ্রষ্টব্য -



    এবার থেকে জোর গলায় বলা যেতেই পারে - দর্শনে গুরু কে.সি পালের অনুগামী এবং বিপননে ডঃ লোধের।
  • siki | 132.177.10.233 | ১২ জানুয়ারি ২০১৩ ১৬:১৩530812
  • জমে গেছে তো!

    বুএউ ঃ-(
  • kumu | 132.160.159.184 | ১২ জানুয়ারি ২০১৩ ১৬:১৯530813
  • দিল্লী বইমেলার জন্য কিছু কর্তে হবে?যখন যাব কালিবাড়ীতে?
  • pi | 127.194.0.25 | ১২ জানুয়ারি ২০১৩ ২২:১১530815
  • অতি উত্তম হইলো।
  • pi | 127.194.0.25 | ১২ জানুয়ারি ২০১৩ ২২:১১530814
  • অতি উত্তম হইলো।
  • Ishan | 60.82.180.165 | ১২ জানুয়ারি ২০১৩ ২২:১৯530816
  • আজকের ডিটেল আপডেট হোক।
    কুমুদি, মেলাবো।
  • pi | 127.194.0.25 | ১২ জানুয়ারি ২০১৩ ২২:২৭530817
  • বই বেচে বেচে হাত ব্যথা, আমাকে আজ আর টাইপাতে বলবেন না।
  • siki | 132.177.4.31 | ১২ জানুয়ারি ২০১৩ ২৩:৪৬530819
  • কাল টাইপালেও চলবে।

    দিল্লি বইমেলার খবরটা কাল জেনে জানিয়ে দেব। কেউ কি আসতে পারছে দিল্লিতে?
  • siki | 132.177.2.168 | ১৪ জানুয়ারি ২০১৩ ০৯:৩৮530820
  • বইমেলার আপডেট নেই ক্যানে?
  • Ishan | 60.82.180.165 | ১৪ জানুয়ারি ২০১৩ ০৯:৪৫530821
  • আমিই আপডেটিয়ে দিই।

    লিটল ম্যাগ মেলায় ঐতিহাসিক বিক্রিবাটা হয়েছে। মানে গুরুর ইতিহাসে। এমনকি প্রকাশিতব্য বইপত্তরও লোকে কিনতে চেয়ে গেছে। লোকজন বেচেবুচে স্লাইট কাহিল হয়ে পড়েছে। তাই আপডেটাতে পারছেনা। আর আমি অ্যাদ্দূরে বসেও বইমেলা নিয়ে কাহিল। আম্মো তাই আর ডিটেলে লিখতে পারছিনা। :)

    ওহো নন্দন মেলা এখনও শেষ হয় নাই। আজও আছে। তবে ছুটির দিন নয় বলে লোকে আজকে আশা করা যায় একটু বিশ্রাম পাবে। আপডেটও আসবে।
  • dd | 132.167.4.205 | ১৪ জানুয়ারি ২০১৩ ১০:৪২530822
  • পরের বইমেলাতেই নাকি গুরু আইপিও করে শেয়ার বেচে টেচে ফেসবুকের মতম করবে।

    মানে আমরাতো কানাঘুষোয় সেরমই শুনছি।
  • কুমু | 132.160.159.184 | ১৪ জানুয়ারি ২০১৩ ১০:৫৯530823
  • দিল্লী কালিবাড়ীতে যে বইমেলা হয় ,সেটি এ বছর হবে ৫ মার্চ,২০১৩ থেকে।
  • শ্রাবণী | 127.239.15.101 | ১৪ জানুয়ারি ২০১৩ ১২:৩৭530824
  • দিল্লীর জন্যে এবারে একটু আগে থেকে প্ল্যান করে নিলে হয় সবাই, উইক ডেজে নাহলে আগের বারের মত মিস হয়ে যাবে।
    সাত তারিখে আমার আর এইচ আছে, নিতে পারি,হয়ত আরো কারোর ছুটি হতে পারে, অন্য দিনগুলোও এক এক জন যে যেমন পারি।
  • kumu | 132.160.159.184 | ১৪ জানুয়ারি ২০১৩ ১২:৪৩530825
  • এই দিনটি কালিবাড়ীতে যিনি ফোন ধরেন,তিনি বল্লেন।তবে কথার সুরে মনে হল একটু দ্বিধাগ্রস্ত।
    প্রথমদিন স্টল সাজানো হয়ে গেলে (সিকি,অনির্বাণ,ফরিদা ইঃ দ্বারা) পরের দিনগুলো একজন একজন করে থাকতে হবে,আমি ৬ বা ৮ তারিখে থাকব।
  • siki | 132.177.24.249 | ১৪ জানুয়ারি ২০১৩ ১৩:২৪530826
  • নিউ দিল্লি বেঙ্গলি অ্যাসোশিয়েসনের বিমলেশ্বরবাবুর সাথে কথা হল এইমাত্র। উনি গুরুচন্ডালির ফোন নম্বর খুঁজে বেড়াচ্ছিলেন হন্যে হয়ে। গুরুচন্ডালি ছিল গতবারের সুপারহিট স্টল।

    বুধবার যাচ্ছি মুক্তধারায়, ফর্ম ভরতে। উনি নিজে থাকবেন বলেছেন।

    দিল্লির সমস্ত গুরু এবং চণ্ডালদের মেল করেছি। দেখে টেখে মতামত জানিও। নিজেদের সময় সুযোগ দেখে রেখো।
  • aranya | 154.160.226.53 | ১৪ জানুয়ারি ২০১৩ ২০:৫৩530827
  • কলেজ স্কোয়ারে লিটল ম্যাগ মেলায় ২য় দিন ১৩০০ টাকা মত বিক্কিরি হয়েছিল, তার অন্তত ৫০% একা সুমেরুর অবদান, বাকীটা পাই, রোকেয়া, আমি ই;।

    নন্দন মেলায় কবে কেমন বিক্রিবাটা হচ্ছে জানতে চাই।
  • siki | 132.177.62.138 | ১৪ জানুয়ারি ২০১৩ ২১:০৯530828
  • হুমেরু তো একাই একশো। কোনও কত্থা হবে না।

    নন্দন মেলার কোনও আপডেট কেউ দিচ্ছে না। ভেউ। ঠিক আছে, এর পরে আমিও কোনও মেলায় গেলে আর আপডেট দেব না।
  • aranya | 154.160.226.53 | ১৪ জানুয়ারি ২০১৩ ২১:১৩530830
  • আমি সবে আম্রিগায় ফিরে বড় বিষণ্ণ এবং কর্মভারে জর্জরিত অব্স্থায় আছি। সময় করে লিখব লিটল ম্যাগ মেলায় ২য় দিনের অভিজ্ঞতা + এবারের দেশভ্রমনের টুকিটাকি নিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন