এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৬৪০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কেলো | 111.218.132.92 | ১৪ জানুয়ারি ২০১৩ ২১:১৫530831
  • হ্যাঁ হ্যাঁ, গুরুর শেয়ারগুলোও বেচবার দায়িত্ব সুমেরুদাকে দেওয়া হোক...

    আর, গুরুর প্রকাশিতব্য বইপত্তর ফিউচার ট্রেডিং এর কথাও ভাবা হোক..
  • kd | 69.93.207.53 | ১৪ জানুয়ারি ২০১৩ ২২:১২530832
  • বা কাগুজে-গুরুর নেক্স্ট ইস্যুর রিলিজ ডেট নিয়েও একটা ফাটকা?
  • siki | 132.177.62.138 | ১৪ জানুয়ারি ২০১৩ ২২:৩৩530833
  • উফ্ফ, আইপিও রিলিজের দিন থেকে নাম হবে গুরুচণ্ডালি প্রাইভেট লিমিটেড, ইশেন হবে তার ছিইও, ভাবা যায়?
  • siki | 132.177.62.138 | ১৪ জানুয়ারি ২০১৩ ২২:৩৪530834
  • প্রাইভেট লিমিটেড হলেই গুরু পাকাপাকি গেটেড কমিউনিটি বনে যাবে।
  • | 127.194.83.105 | ১৪ জানুয়ারি ২০১৩ ২২:৫৪530835
  • লিটল ম্যাগ মেলার দু-এক টুকরো-

    আজ কাবলিদা মেলায় হাজির হয়েছিলেন।

    যেখানে বসে থাকি, সেখানে ভূমধ্যসাগরের ব্যানার আমার পেছনে, তাতে সম্পাদকের নামও লেখা। সামনে দিয়ে লোকজন যেতে যেতে আমার দিকে হাত তুলে দেখিয়ে একজন আরেকজনকে বলে, ওই যে, জয়া মিত্র! শ্রীপর্ণা -অনমিত্র সাক্ষী।

    লোকজন পানু ভেবে শুধু আমার যৌনতা আর অন্য যৌনতা-ই কিনছে অন্য বই-ম্যাগএর দিকে বেশি তাকাচ্ছেও না।
    অন্য একটি দৃশ্যে এক ছেলে বাবাকে বোঝাচ্ছে, বাবা, আমাকে এটা কিনে দাও, তুমি নিজেও পড়ে দেখতে পারো, যা ভাবছ এ সেই বই নয়! বাবা কিছুতেই সে বই কিনে দিতে রাজি নয় কলেজে পড়া ছেলেকে।

    আজ খাতা খুলেছি হাম্বা দিয়ে। সোম্বারের বাজার, মন্দা। সন্ধের দিকে মেলায় একটু প্রাণ এলো। একদল ছেলেপুলে এসেছে বেলুড় বিদ্যামন্দির থেকে, তারা জানালো মামুর হাম্বা দিয়ে তারা নাটক নামিয়েছে যাদবপুরে গিয়ে। শ্রীপর্ণা তাদের ছবি তুললো। সকলেই শ্রীপর্ণার দিকে পেছন ফিরে বম্বেপির সঙ্গে কলকল করে কথা কইছিল।

    মামু ফোনে আপডেট নিচ্ছে বম্বেপির কাছ থেকে। বম্বেপি রাজ্যের সমস্ত খবরাখবর দিয়ে হঠাৎ বলল, আরে, তোমার হাম্বা নিয়ে নাটক হয়েছে। ঠিক ওই মুহূর্তে সামনে একজন এসে দাঁড়িয়েছে, ফোনে কথা বলতে বলতেই হাম্বা তুলে তার দিকে এগিয়ে দিয়ে বলল, হাম্বা নিয়ে নাটক হয়েছে, সৈকতদার হাম্বা নিয়ে নাটক হয়েছে! অনমিত্র সাক্ষী।

    আমি ছবি তুলতে পারছি না। আমার ক্যামেরার ব্যাটারি চার্জার হারিয়েছে। ক্যামেরা নেই, ক্যামেরাওয়ালা মোবাইলও হাত থেকে পড়ে গিয়ে প্রাণত্যাগ করেছে নইলে বম্বেপি যেভাবে বই-ম্যাগ বিষয়ে লোকজনকে বোঝায় আর তারপর বিক্কিরি করে সে আমি রেকর্ড করে রাখতামই রাখতাম।

    কাবলিদা জিজ্ঞেস করলেন কি কাটছে বেশি? বললাম দুই যৌনতা। তখন প্ল্যান করা হলো আগামী যা কিছু ছাপা হবে বা রিপ্রিন্ট হবে সবেরই নাম যৌনতা দিয়ে শুরু বা শেষ হবে।

    বম্বেপি আজ নিশ্চয়ই আপডেট দেবে।
  • pi | 127.194.6.156 | ১৪ জানুয়ারি ২০১৩ ২৩:১১530836
  • ঃ)

    তবে সিরিয়াসলি ঐ দুটো বই কিনেছেন, কিনে নিয়ে গিয়ে পরে এসে বা ফোনে আবার ফিডব্যাক দিয়েছেন, অন্যদের ঐ বইগুলো কিনতে পাঠিয়েছেন, এমন অনেক কেস ও আছে। আর এ বাদে অন্য অনেক কাব্লিদাকে নিত্যি রিফিল করতে হয়েছে।

    আর হাম্বা নাকি সত্যি সত্যিই নাটক হয়ে যাদবপুরে অভিনীত হয়েছে, সে নাকি আবার FDI নিয়ে নাটক, FDI এর ভূমিকায় ধবলী মানে জার্সি গরু ইঃ।

    বাকি গপ্পো পরে। আসছে বইমেলার বইপত্তর যারা আসছে, তাদের পর্ব চুকুক আগে।
  • sumeru | 127.194.83.105 | ১৪ জানুয়ারি ২০১৩ ২৩:৫৫530837
  • আমার চারটি বই রেডি, সব কয়টার নাম যৌনতা দিয়ে শুরু করতে রাজি।

    পাবলিক টাকা পাঠান।
    স্ফুর্তি কনফার্মড।
  • ranjan roy | 24.99.80.19 | ১৫ জানুয়ারি ২০১৩ ০১:৪২530838
  • এবার আমি লিখবো" বিপ্লব ও যৌনতা"ঃ)))))।
  • Abhyu | 138.192.7.51 | ১৫ জানুয়ারি ২০১৩ ০২:৪১530839
  • পালে পালে লোকে কিনবে আশা করছেন?
  • siki | 132.177.186.4 | ১৫ জানুয়ারি ২০১৩ ০৬:৫৪530841
  • রবীন্দ্রনাথ ও যৌনতা নিয়ে কি লেখালিখি হয়ে গেছে?
  • কেলো | 59.136.247.188 | ১৫ জানুয়ারি ২০১৩ ১০:৩৩530842
  • সামরানদিই যে আসল জয়া মিত্র সেটা তো আমার প্রথম দিনের আপডেট থেকেই পরিস্কার।
    শ্রীদি আর মিত্রদাকে সামরানদি খামোকা সাক্ষী খাড়া করেছেন।

    ১১ই জানুয়ারীর এই ফাইল-চিত্র টি ফিরে দেখুন..


    ............................................................................................
    হুঁ...আমিও নামাব কুড়ি ফর্মার- "যৌনতার উচ্ছেদ" , একুশ টাকা দাম করব। তখন দেখব সুমেরুদার চার ভল্যুম স্ফুর্তির যৌনতা আর সিকিদার ঠাকুরবাড়ির যৌনতা কোথায় থাকে!

    পরেরবার জয়াদিদের ভূমধ্যসাগরের সঙ্গ ছেড়ে স্যাফোর সঙ্গে স্টল নেওয়ার ব্যাপারে টাইআপ করা হোক। গুরুর লক্ষ্মী যৌনতাতেই...
  • de | 190.149.51.67 | ১৫ জানুয়ারি ২০১৩ ১০:৪৪530843
  • ঃ)))))))
  • কেলো | 59.136.247.188 | ১৫ জানুয়ারি ২০১৩ ১০:৪৫530844
  • আর একটা কথা মনে পড়ল..

    যে সব জায়গায় পোস্টার মেরিচি, তাতে তো নানারকম যৌনতা কেনার খদ্দের তো গ্যারান্টীড। আপনারা অবাক হচ্ছেন কেন? গুরুর বিপনন কৌশল সম্পর্কে কি আমার ১১ই জানুয়ারীর পোস্টটি আপনারা মিস করেচেন?

    যদি করে থাকেন তবে ফের মনে করিয়ে দিচ্ছি -

    নাক টিপে প্রাণ হাতে করে কলঘরে পোস্টারিং করার পরেও যদি গুরুর যৌনতার বিক্কিরি না বাড়ে তবে আর আমার কিছু বলার নেই ......
  • কৃশানু | 226.113.128.239 | ১৫ জানুয়ারি ২০১৩ ১১:১২530845
  • অভ্যু দা - ২:৪১ এ-এম -- খাসা!!!
  • ranjan roy | 24.96.40.225 | ১৫ জানুয়ারি ২০১৩ ২১:২৬530846
  • একটা কথা বলি। ১৩ তারিখের আবাপ'র রবিবাসরীয়্তে প্রথম পাতার একমাত্র লেখাটি "সেক্টর ফাইভ" ( বেশ বড়, ছয় কলাম) জনৈক সৈকত বন্দ্যোর। পড়ে মনে হল এক্কেবারে আমাদের মামুর সিগনেচার লেখা! যদি তাই হয় তাহলে বলতে হবে গুরু কর্পোরেট ম্যাগের পাঁচিল ধ্বসিয়ে দিয়েছে। "এই সময়" এ সোসেন, বৈজয়ন্ত আর প্যাঁচালি, উদিকে আবাপ'তে মামু!!! ইয়াঃ
    পাই, কনফার্ম কর।
  • ranjan roy | 24.96.40.225 | ১৫ জানুয়ারি ২০১৩ ২১:৩২530847
  • অভ্যু মহা মিচকে! এমন সময় আসে যে বইমেলা শুরুই হয় না। তবু প্রত্যেক বার পোচ্চুর বই কেনে। আর খুব খেতে ভালবাসে।
  • kd | 69.93.206.184 | ১৫ জানুয়ারি ২০১৩ ২২:০০530848
  • লিম্যামেলা তো শেষ। এ'বার মেলা-ভঙ্গ-ভাট একটা হ'লে কেমন হয়।
  • কেলো | 59.136.51.72 | ১৫ জানুয়ারি ২০১৩ ২৩:১৭530849
  • শেষদিন সন্ধের মুখে ম্যাগমেলায় গিয়ে উপস্থিত হওয়া গেল-


    দেখি গুরুর স্টলে একেবারে চাঁদের হাট বসে গেছে। পাইদিদি, সামরানদি, ফোর্জিদিদি, সোসেন্দি, শ্রীদি কে নেই সেখানে !! অনামিত্রদাও ছিলেন, কিন্তু তাঁকে ছবি তোলার মত টেলিফোনের রেঞ্জে পাই নি।

    পুরো ম্যাগমেলা একেবারে গুরু-দিদিদের হাসিতে ঝলমল করছে, এই দেখুন -


    শুধু এই ছবি দেখলেই মন ভাল হয়ে যায় তাই না?

    এই দেখুন শ্রীপন্নাদি পেঁচানীর সঙ্গে বসে বসে গুরু বেচছেন -


    অলোকদা বলেছেন - “গুরুর লোকজন ভারী 'প্যাঁচালো'”। আমি গুরুর লোক নই জেনেই আমার কাছেই সত্যি কথাটা সাহস করে বলেছেন। আমি অবশ্য পাইদিদির কাছে লীক্ করে দিয়েছি অলোকদার উক্তিটা।

    এই রইল অলোকদা এন্ড কোং এর ছবি -


    গুরুর ককপিটে, থুড়ি আউলপিটে সবাই পালা করে বসছিলেন।
    কখনও বা ফোর্জিদিদি - সোসেন্দি -


    আর কখনও বা শ্রীপন্নাদি - সামরানদি -


    পাইদিদি ফোর্জিদিদিদের তুলনায় সোসেন্দি একটু গম্ভীর হয়েই ছিলেন। আমিও ঘাঁটালুম না, কে জানে বাবা, মনে মনে হয়ত কোন গুরু-গম্ভীর পোবোন্ধো ফাঁদছেন।

    গুরুর এবারের প্রতিবেশী স্টল ছিল জ্ঞান বিচিত্রা। বিচিত্র তাঁদের বইয়ের সমারোহ -


    আর আমাদের চিরকালের প্রতিবেশী “আমরা” ছিল গুরুচন্ডা৯ র ঠিক ১০০আশি ডিগ্রী উল্টোদিকে -


    চিরকালের প্রতিবেশী বলার কারন হল, এঁদের স্টল প্রতি বছর প্রতি মেলায় পড়ে ঠিক গুরুর পাশে, নয়তো ঠিক গুরুর উল্টোদিকে। না. না, এতে জয়াদির কোন হাত নেই, এ একেবারে ঈশ্বরের লীলাখেলা...

    আমি অবশ্য কাজুদার কবিতা সম্বলিত একটা একশো আশি ডিগ্রী সংগ্রহ করে নিয়েছি গুরুর স্টলের ঠিক একশো ঊনআশি ডিগ্রী ঈশানকোনে গিয়ে। কৌশিকরা কৌশিকদের কবিতার মর্ম না বুঝলে …..... ইত্যাদি..

    মেলা ভাঙ্গলো ঠিক আটটায় -


    তার আগেই অবশ্য সুমেরুদা এসে সবাইকে একহাত নিয়ে নিয়েছেন – কয়েকটা গুরু আর চটি অবিক্রীত পড়ে থাকার জন্য। আটটার পর শঙ্করদা রফিকদা তো কাব্লীদার গাব্দা গাড়ীটা নিয়ে নন্দন চত্বরে ঢুকে আবাক্। বললেন যে “এই কটা বই ফেরত নেওয়ার জন্য গাড়ী আনতে বললেন ???? ও তো হাতে করেই ফিরিয়ে নেওয়া যেত“
    কথাটা কিছু ভুল না।

    মেলাশেষে আমরা সবাই একটা করে লিটল ম্যাগমেলা লেখা ফ্ল্যাগ মেমেন্টো হিসেবে পেলাম। তার মধ্যেও আমারটা সেরা, কারন সেটা নীলসাদা।
    এই ঝাড়লন্ঠনগুলোর একটা সুমেরুদা পাইদিদিকে মেমেন্টো হিসেবে দিতে চাইছিলেন, কিন্তু মেলা কতৃপক্ষ বোধহয় রাজী হলেন না -


    কতৃপক্ষের (মেলা, গুরু নয়) দেওয়া সিঙ্গাড়াটা অতি চমত্কার ছিল। সেটার ছবি পাইদিদির ক্যামেরায়। আমি অবশ্য তার মাত্র একটা কোনাই পেয়েছি। আর খানিকটা বাপুজী কেক্ মোম-কাগজ টাগজ শুদ্ধু সাঁটিয়ে দিয়েছি। ভূমধ্যসাগরের দিদিভাইও পাটিসাপ্টা খাইয়েছেন, সেও অতি অপূর্ব ছিল। যাই এখন চাট্টি ডিমের্ঝোল করিগে....... আপনারা মেলাভঙ্গ-ভাট করুন।
  • sosen | 125.184.5.210 | ১৫ জানুয়ারি ২০১৩ ২৩:৫০530850
  • কেলোদা আমাদের সকলকে একটি করে চমত্কার কবিতা লেখা বুকমার্ক উপহার দিয়েছেন।
    আমি গম্ভীর, একি বদনাম রে বাপু :)
  • sumeru | 127.194.86.87 | ১৫ জানুয়ারি ২০১৩ ২৩:৫৪530853
  • আমি বুকমার্ক পাই নাই। আরে পড়াশুনো না করি, কবিতাটাতো কোথাও টুকতে পত্তম।
  • pi | 127.194.10.40 | ১৫ জানুয়ারি ২০১৩ ২৩:৫৮530854
  • আরে, আমার বুকমার্কগুলো কই গেলো ! ক্ষীঃ কেলো !
  • কেলো | 59.136.51.72 | ১৬ জানুয়ারি ২০১৩ ০০:০৭530855
  • পাইদিদি ও সুমেরুদার বুকমার্ক আমার হেপাজতে নিরাপদে আছে...
  • কল্লোল | 125.242.189.159 | ১৬ জানুয়ারি ২০১৩ ০৬:৪১530856
  • নাহ। অনেক চেষ্টা করেও শেষদিনে হাজির হতে পাল্লেম না। শরীর আর মহাশয় নাই।
  • siki | 132.177.186.155 | ১৬ জানুয়ারি ২০১৩ ০৯:২০530857
  • আমারো কবিতা লেখা বুকমার্ক চাই।

    চাই কিন্তু কোথা পাই?
  • Kaju | 131.242.160.180 | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৫৩530858
  • কেলোদা ভারি ভালো তো, শেষে গিয়ে মাছি তাড়ানো ১০০ আশি ডিগ্রীতে গিয়ে আমার পচা কবতে লেখা বই কিনে নিয়ে গেল ! (অবশ্য অন্যগুলো বেশ শক্ত আর ভালো, মাইরি, দেখলাম তো, ৩০ টাকা জলে যাবে না।)

    আমাট্টায় দুটো প্রিন্টিং মিস্টেক করেচে এই যা দুখ্যু। :-(( দেখলেই লোকে বলবে, 'কাজু নাকি ছন্দ শিকেচে, এই তার নমুনা !' আট মাত্রার বারোটা বাজিয়েচে, আর একটা তো কিম্ভূত শব্দ বানিয়েচে ভাববে, 'ক্ষরিত'-কে 'ক্ষরিভ' করে দিয়েচে। তা আর ক্ষী করব, নিয়েচে এতেই আমি বর্তে গিছি।
  • Kaju | 131.242.160.180 | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৫৫530859
  • আর কেলোদা আমায় ওরম কাজুদা কাজুদা করেন কেন? আমি কত ছোট জানেন? এখেনে সদা আর গান্ধী ছাড়া আর কেউ কাজুদা বলার বইসি না।
  • siki | 132.177.186.155 | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:৩৯530860
  • কেলোদা আসলে সবার থেকে ছোট। মাইনর আর কি। এশিয়া মাইনর বললেও ক্ষতি নেই। সমগ্র এশিয়াতে সমস্ত মানুষজনকেই উনি দাদা এবং দিদি বলিয়া সম্বোধন করিয়া থাকেন।

    অন্যান্য মহাদেশের ব্যাপারে কবি বা কেলোদা কিছু বলেন নাই।
  • . | 127.194.84.80 | ১৬ জানুয়ারি ২০১৩ ১৪:০১530861
  • বিপ্লব
  • kumu | 132.160.159.184 | ১৬ জানুয়ারি ২০১৩ ১৪:৩০530862
  • কেলো,
    আমরা সাইনটিসরা অম্নিই হই।গুরুর পাতায় মাঝে মধ্যে এয়ার্কী মারি বটে,কিন্তু সাম্নাসাম্নি দ্যাখেন-স্থিতধী,গম্ভীর,কানের পাশে দুটি ৭৪% পাকা চুল উড়চে,ভুরুদুটি ৩৯ ও ৪১ ডিগ্রী কোণে স্থির হয়ে রয়েচে।
  • sosen | 24.139.199.1 | ১৬ জানুয়ারি ২০১৩ ১৪:৪০530864
  • ৭৪% পাকা চুল ???? :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন