এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫৬১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.63.212.86 | ২৮ জানুয়ারি ২০১৩ ১০:২১530998
  • পাই আবার কার শোকে মুহ্যমান হলো?
    মেলা সমাচার কই?
  • siki | 132.177.216.71 | ২৮ জানুয়ারি ২০১৩ ১০:২৩530999
  • ওহো কল্লোলদা, তোমার সাথে সুইসাই হবে না। আমি গেলে সোম্বার সকালে যাবো, আর শুক্কুরবার সন্ধ্যের ফ্লাইটে ফিরে আসব। এ সপ্তাহে তো হল না, পরের সপ্তাহে ডাক আসতে পারে। নইলে তার্পরের সপ্তাহে।
  • কল্লোল | 111.63.212.86 | ২৮ জানুয়ারি ২০১৩ ১০:২৯531000
  • যাঃ মাইরী এট্টা সুইসাই করার চান্স ফস্কে গেলো।
  • গান্ধী | 213.110.247.221 | ২৮ জানুয়ারি ২০১৩ ১০:৩৩531001
  • আমার ছবি নেই কেন?
  • শিবাংশু | 127.197.240.97 | ২৮ জানুয়ারি ২০১৩ ১৩:২৭531002
  • গান্ধী,

    সেইদিন পাইদিদির বিষাদিত সাঁঝে তোলা তোমার দুয়েকটি ছবি আসিতেছে। অবশ্য এই পাতায় কীভাবে তাকে পত্রস্থ করবো, জানা নেই। ঃ-(
  • | 214.130.244.200 | ২৮ জানুয়ারি ২০১৩ ১৪:০৭531003
  • বাহ বাহ শিবাংশু দাও ওখানে। তোমার জাদু কলমে একটু গুছিয়ে লেখ না প্লিজ।
  • de | 69.185.236.52 | ২৮ জানুয়ারি ২০১৩ ১৪:২৪531004
  • দারুণ!! মনে মনে সঙ্গে রইলাম -- প্রায় তেরো বচ্ছর বইমেলা দেখি না ঃ((
  • গান্ধী | 213.110.243.22 | ২৮ জানুয়ারি ২০১৩ ১৭:২৭531005
  • শিবাংশুদা,

    অপেক্ষায় রইলামঃ)
  • rabaahuta | 208.175.62.19 | ২৮ জানুয়ারি ২০১৩ ২১:৫৮531006
  • নতুনতম কাগুজেগুরু কবে জন্মাচ্ছে?
  • siki | 132.177.216.71 | ২৮ জানুয়ারি ২০১৩ ২২:০৫531008
  • প্রসবব্যাদনা উঠে গেছে, ভূমিষ্ঠ হলেই জাগিয়ে দেওয়া হবে খন। :)
  • TGKaju | 69.93.195.177 | ২৮ জানুয়ারি ২০১৩ ২২:১১531009
  • দেখো বাপু সাবধানে কোরো, গেঁয়ো ধাই টাইয়ের হাতে ছেড়ো না ! ভালো নার্সিং হোমে ডেলিভারি করিও।
  • rabaahuta | 208.175.62.19 | ২৯ জানুয়ারি ২০১৩ ০১:২৬531010
  • চটিরা কি সব বেরিয়ে পড়েছে? স্টল কি এদানীং পরিচ্ছন্ন ছিমছাম? বিক্রীবাটা শুরু হয়ে গেল?

    ভীড় ভাট্টা ধূলি ধূসর ক্রেতাসমুদ্র ঝালমুড়ি এইসবে আমার বিশেষ রুচি নাই, এবং অর্থকরী বাঞ্ছিত প্রবাস, তবু, হায়, দূর কলিকাতা।
  • pi | 132.163.27.140 | ২৯ জানুয়ারি ২০১৩ ০১:৩৬531011
  • না। ঃ( কল্য দুইপাটি চটি মেলায় পা রাখতে চলেছে।ঃ)

    না। ঃ(

    হ্যাঁ। ঃ)
  • শিবাংশু | 127.197.241.45 | ২৯ জানুয়ারি ২০১৩ ০১:৪৪531012
  • বইমেলার প্রথমদিন ও প্যাঁচাদের ওড়াউড়ি

    তৃতীয় সপ্তাহে কলকাতা যাওয়ার ছিলো, আত্মীয়স্বজনের অনন্ত বিবাহসিরিজে তাঁদের ব্রহ্মভোজের পুণ্য অর্জনে সাহায্য করতে ( তাও শ্রীমান ভূতোর নিমন্ত্রণ রক্ষা করতে না পারার মর্মপীড়ায় নিতান্ত গ্রস্ত আছি)। কথা ছিলো ২৬শে ফিরে আসবো। কিন্তু পাইদিদি জানালেন বড়োদিদি নাকি ভেটো লাগিয়ে ২৬শেই মাইকের সামনে বইবিষয়ে তাঁর গ্যানগম্যি প্রচার করতে চা'ন, তাই বইমেলাকে সিজারিয়ান করে ২৬শেই ভূমিষ্ট করা হবে। অতএব ফেরাটা একদিন পিছিয়ে দেওয়া গেলো।

    কলকাতায় আমার যে গোডাউনটি আছে সেখান থেকে নেহাৎ দ্বীপান্তর না হলে কোনও সুস্থ মানুষ ( তৎসহ যে লোকটি গত বছর পঁচিশ বাসবাহনে সওয়ার হয়না) মেলার নতুন মাঠে আসার প্রয়াস যে নিতে পারে, এটাই বিদ্যাসাগরের আত্মাকে ওবলাইজ করার জন্য যথেষ্ট। তবু একবার গুরুর আখড়ায় উঁকি দেওয়ার প্রভূত বলবতী প্রলোভন শেষ তক জয়ী হলো। ফোনে পাইদিদিকে শুধাই কখন আসবে? সে জানায় দুটোআড়াইটার মধ্যে যথাস্থানে পৌঁছে যাবে। আমিও দুপুরের ভোজনটি সেরে বেরিয়ে পড়ি। বেহালাবাজার থেকে অটোয় রাসবিহারি। সেখান থেকে পাতালরেলে পার্কস্ট্রিট। সেখান থেকে টেস্কিতে মিলনমেলা। স্থলচর বাহনের মধ্যে শুধু রোডরোলার চড়াই বাকি রয়ে গেলো মনে হয়।

    মেলায় ঢুকতে গিয়ে দেখি শুধু কলকাতা কেন, সারা পশ্চিমবঙ্গে যতো রোগামোটা লোকজনকে সরকার থেকে খাকি জামাকাপড় দিয়েছে, সব্বাই সারি দিয়ে রাইটার্সের মহামানবীর অপেক্ষায় বাঁশ হাতে দন্ডায়মান ( নাহ, বাঁশগুলি বোধ হয় তাঁর জন্য নয়, তার জন্য আমরা তো আছি)। সে এক দারুণ সাজানো ব্যাপার। একটু এগিয়ে সম্প্রতি যতো প্রধান বাঙালিরা গত হয়েছে, তাঁদের সবার নামে এক একটি মন্ডপ। সেখানে সুনীল-সিরাজের সঙ্গে পন্ডিতজীও আছেন। একটি জটিল মানচিত্রের সামনে দাঁড়িয়ে খুঁজতে থাকি চন্ডালদের জন্য হরিশ্চন্দ্র ঘাট ত্রিদিববাবু কোথায় নসিব করেছেন? মনে পড়ে গেলো, বছর দুয়েক আগে বইমেলার উদ্বোধনদিনে কাবলিদার আমাকে হায়দরাবাদে উদ্ব্যস্ত ফোন। সুধাংশু দে'কে প্রভাবিত করে গুরু'র জায়গা জোগাড় করতে শিবাংশু দে'কে আদেশ। নামের কিঞ্চিৎ মিল ছাড়া ঐ মহাপুরুষকে আমি কখনও চোখেও দেখিনি। সেও এক অনন্য 'সাজানো ব্যাপার'।

    কোনও হদিশ করতে না পেরে আবার পাইদিদির শরণ নিই। সে বলে বাংলাদেশ মন্ডপের পাশে লালমাটির দোকানের দিকে পিছন ফিরে লিটল ম্যাগের শামিয়ানার ভিতর দিয়ে নাক বরাবর গেলে গুরু'র ঠেক পাওয়া যাবে। পুরো ডিফারেন্শিয়াল ক্যালকুলাস। দুজন খাকিজামা ও চটিপরা রোগা রোগা নিরাপত্তারক্ষীকে জিগাই, ভাই, লিটল ম্যাগাজিনের তাঁবুটা কোথায়? তারা বলে, ও ল্যাটিন ম্যাগাজিন? হুই ওদিকপানে পেরথমে বাঁয়া তাপ্পর ডানদিকে চার নম্বর গেটের দিকে যান। উটা পেয়ে যাবেন। আর অপেক্ষা না করে এগোতে থাকি। অবশেষে লালমাটির দোকান পাই এবং তার দিকে পিছন ফিরে প্যাঁচা খুঁজতে থাকি। পুনঃ পাইদিদি শরণম। তিনি কান ধরে ( মানে কানের ফোন ধরে) ধারাবিবরণী দিতে থাকেন এবং আমি শেষ পজ্জোন্তো বিশ্বনাথের গলির সুলুক পেয়ে যাই।

    পৌঁছে দেখি শুধু তিনিই ধুনি জ্বালাইয়া দাঁড়াইয়া আছেন। বিশেষ বিপর্যস্ত, কারণ কাউন্টারটি চুরি গিয়াছে। কে বা কাহারা বিনা অনুমতিতে সেটিকে পগারপার করিয়াছে ঠাহর হইতেছে না। ভিতরে উঁকি দিয়ে দেখি এক সশ্মশ্রু যুবক বইগুলিকে সাজাবার কাজে ব্যস্ত। পাইদিদি পরিচয় করিয়ে দেন, এ হলো তাপস। নামটা মনে হয় শোনা ছিলো তাই ঘাবড়ালুম না। তার অনুমতি নিয়ে আমিও করসেবায় নামলুম। সব বইই সাজানো হবে, কিন্তু পুরাতন অভিজ্ঞতা অনুযায়ী ফোকাস থাকবে 'হাম্বা' ও 'আমার যৌনতা'র উপর। তার মধ্যে কার্পেট বিছোবার লোকজন চলে আসতে বাইরে এসে দাঁড়াই। একজন ভদ্রলোক দেখি খুব মন দিয়ে একটি ছাপা গুরু'তে নিবিষ্ট এবং পাইদিদি একটু দূর থেকে ক্যামেরায় তাঁকে ফোকাস করছেন। তার পর তাঁকে বইটি বিক্রি করা হলো। মাটিতে থেবড়ি খেয়ে বসে পাইদিদি রসিদ কাটলেন। ভদ্রলোক বই নিয়ে বিদায় হলেন। হঠাৎ আমার মনে হলো ইনিই তো এবারের মেলায় গুরুর প্রথম মাউজ এবং এঁর সঙ্গে লক্ষ্মীপ্যাঁচা পাইদিদির একটি স্মারক ছবি বাংলাসাহিত্যের স্বার্থে ডকুমেন্ট করে রাখা প্রয়োজন। পাইদিদিকে এই কথা বলতে তিনি রাজি হলেন এবং আমি ততোক্ষণে বেশ কিছুদূরে চলে যাওয়া সেই ভদ্রলোককে 'ও দাদা' বলতে বলতে পিছু ধাওয়া করি। তিনি পিছন ফিরে একটা দাড়িওয়ালা দশাসই লোককে তাঁর দিকে ওভাবে ছুটে আসতে দেখে বিশেষ ভড়কে যান এবং অষ্ফুটে বলতে থাকেন, 'কী হলো ? কী হলো?' আমি বিগলিত হয়ে বলি, কিছু নয়। আসলে আপনি তো এবার আমাদের প্রথম গ্রাহক, তাই আপনার একটা ছবি তুলে রাখতে চাই, যদি অনুমতি করেন। তিনি আশ্বস্ত হ'ন, কিন্তু ছবি কিছুতেই তুলবেন না ( জানা নেই, দিদির রাজ্যে এভাবে ছবি তুলে হয়তো কেউ ফেঁসেও যেতে পারে) । তখন আমার থাট্টি ফাইভ ইয়ার্সের মার্কেটিং ইসে লাগিয়ে তাঁকে কাৎ করে ফেলি এবং তিনি রাজি হ'ন। আমি তো ক্যামেরা নিয়ে যাইনি, তাই ফোনক্যামেরায় পাইদিদির পাশে দাঁড় করিয়ে ইস্মাইল পিলিজ বলে তাঁর হতভম্ব চেহারা ধরে রাখি।

    ২.
    ইতোমধ্যে সেই হারিয়ে বা চুরি হওয়া কাউন্টারটি ফিরে আসে। মানে সেটার উপর কে বা কাহারা এমন আঁকিবুঁকি কেটে রেখেছিলো যে অন্য কোনও স্টলওয়ালাই সেটিকে পরিপাক করতে পারেনি। আমি মন দিয়ে ঐ তুলির দাগগুলি বোঝার প্রয়াস পাই, কিন্তু তা ছিলো বজ্রযানের মন্ত্রগুপ্ত তান্ত্রিক নক্শার মতো ভয়াল ও অবোধ্য। তবে যাই হোক সেগুলির জোরেই যে কাউন্টারটির পুনরুদ্ধার হয়েছে সে বিষয়ে আমি ও পাইদিদি নিঃসন্দেহ হই। সেদিন প্রথম থেকেই পাইদিদিকে দেখি একটু অন্যমন ও বিষণ্ণ । হঠাৎ তিনি আমাকে আগের দিন রাতে যাওয়ার সময় স্টলটির যে চেহারা তিনি দেখে গিয়েছিলেন, ক্যামেরায় সেটি আমাকে দেখান। বেশ পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রূপ ছিলো তার। কিন্তু পরবর্তীসময় সেগুলির উপর বেশ কিছু তুলি চলেছে এবং শেষ পর্যন্ত সেই সব আঁকিবুঁকি কোথাও গিয়ে পৌঁছোয়নি। অন্ততঃ আমার তো তাই মনে হচ্ছিলো। তিনি বুঝতে পারছিলেন না কীভাবে ব্যাপারটিকে ম্যানেজ করা যায়। এই সময় ঈশানবাবু এসে পৌঁছোন। পাইদিদি তাঁর সঙ্গে আমার আলাপ করিয়ে দেন। তিনি এক প্রত্যাশিত গৃহিণীপনায় দক্ষ উৎকেন্দ্রিক প্রতিভা। অন্ততঃ সে রকমই লাগছিলো তাঁর ওয়ান লাইনারগুলি ও হাঁকডাক। অবশ্য ওদিকে মঞ্চে তাঁর প্রত্যাশিত বীরত্বের সঙ্গে সশব্দ গর্জন শুনতে পাচ্ছিলুম। তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী মহোদয়া। কী বলছিলেন তিনি নিজেই শুনছিলেন, কারন আমলকীবনের শিরশিরে হাওয়ায় ভেসে যাচ্ছিলো সেই দুর্মদ জ্ঞানের ঝর্ণাধারা। মাঝে মধ্যে কাজি সব্যসাচীর নকল করা উচ্চারণে ঘোষকমশায় যোগেন চৌধুরির অক্লান্ত গুণগান করে যাচ্ছিলেন। বাঙালি ঘোষকরা মাইকের সামনে সম্ভ্রান্ত হতে গিয়ে কেন এমন এফিমিনেট ভঙ্গিতে কথা বলেন, বুঝতে পারিনা। ইতোমধ্যে আসেন সোসেন। তাঁর সনিষ্ঠ শাড়ি ও সপ্রতিভ চলাফেরা ভালো লাগে। আজকাল কত কম বাঙালিনিকে শাড়ি পরতে দেখি, আজ কিন্তু পাইদিদি ও সোসেন ব্যতিক্রম। আসলে সোসেনের লেখা পড়ে আমি একটু ভয়েই থাকি। তিনি আমাদের মস্তিষ্কের সব কোষের খবরটবর রাখেন বোধ হয় । তুমি আমার অন্তস্তলের খবর জানো, ভাবতেই প্রভু লাজে মরি...। এর পর এসে পৌঁছোয় দুটি ছেলেমেয়ে, 'প্রায়' বালকবালিকা, গান্ধী ও দেবপ্রিয়া। আসলে মোহনবাবুর এরকম বয়সের কোনও ছবি দেখিনিতো, তাই মিলিয়ে দেখতে পারিনি। ক্রমশঃ সাঁঝ নাবে, আসেন সামরান, সোমনাথ। আরেকটি মেয়ে আসে এক শ্মশ্রূমান যুবকের সঙ্গে। পাইদিদি জানান তার নাম শ্রীপর্ণা, সে ছবি আঁকে। সে আমাকে বলে আমাকে তার চেনাচেনা লাগছে। স্টলের পাশের দেওয়ালটির পঙ্কোদ্ধারে নেমে পড়ে শ্রীপর্ণা, গান্ধী, দেবপ্রিয়া প্রমুখ কচিকাঁচার দল। সোসেন, পাইদিদি নির্দেশকের ভূমিকায়। কিছুক্ষণ পরে তার একটা ছিরি ফেরে, ঈশানবাবু সেই রূপ অনুমোদন করেন। কিন্তু সামনের দেওয়ালটি নিয়ে কী করা যায় সে চিন্তায় বিষণ্ণ পাইদিদি ক্রমশঃ বিমর্ষ হয়ে পড়েন। এমতাবস্থায় মঞ্চে আগমন সুমেরু'র। তিনি এসে গভীর 'পর্যবেক্ষণে' মগ্ন হয়ে যান। তার পর অবশিষ্ট রং-তুলি হাতে বসেন সামনের দেওয়ালটির কায়াপলট করতে। প্রচুর সবুজের ঝাপটা মারছিলেন, তা দেখতে পাই। ইতোমধ্যে সাড়ে আটটা বাজে। আমি ও সোমনাথ ইধরউধর ঘুরে দুচারটে স্টল ঘুরতে যাই। কিন্তু ততোক্ষণে সব বন্ধ হয়ে গেছে। গান্ধীযুগল, সামরান বিদায় নিলেন। পাইদিদি, সোমনাথ আর আমি দাঁড়িয়ে গল্প করি আর সুমেরুর তুলির আঁচড় দেখতে থাকি। ভিতরে কাউন্টারে ঈশানবাবু ল্যাপটপে গবেষণায় মগ্ন। শ্রীপর্ণা ক্যাসাবিয়াংকার মতো মইয়ে চড়ে নিজের কাজ করে যাচ্ছে। চারদিকে ধুলোর কুয়াশা আর কলকাতার তুলনায় বেশ হিম উত্তুরে হাওয়া। সামনেই কৌরবের স্টল। ছোটোবেলায় পড়া কমলদার একটা কবিতার প্রথম লাইন মনে পড়ে যায়, ' গোলাপবনের দিকে উড়ে আসে চৈত্রের খড়, এবার যাবার সময় হলো....'

    পাইদিদি, সোমনাথের থেকে বিদায় নিয়ে বাইরের দিকে পা বাড়াই। এবারের মতো আমারও যাবার সময় হলো।
  • কল্লোল | 125.242.129.57 | ২৯ জানুয়ারি ২০১৩ ০৯:২৩531013
  • গতকাল কি খুব অল্প সময়ের জন্য স্টল খোলা হয়েছিলো? একজন "গম্ভীর সুন্দরী" স্টলে বসেছিলেন - আমার এক বন্ধু উবাচ।
  • নেতাই | 131.241.98.225 | ২৯ জানুয়ারি ২০১৩ ০৯:৪৮531014
  • শিবাংশুদার লেখাটা খুব ভালো লাগলো।
  • raatri | 24.99.29.240 | ২৯ জানুয়ারি ২০১৩ ১১:১১531015
  • শিবংশুদা,
    অনবদ্য!!
  • | 214.130.244.200 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৪:০০531016
  • শিংবাশু দার লেখা অসাধারন। কিচ্ছু বলার থাকে না । শুধু পড়ে মুগ্ধ হতে হয়।

    কিন্তু অন্য শিবিরের হওয়ায় কৌশলে বর্তমান দল কে একটু হালকা করে চাটা উপভোগ করলাম। খানিক জায়্গায় কবি আপন মনের মাধুরী মিশিয়েছেন মনে হচ্ছে । যেমন ও ই "ল্যাটিন ম্যাগাজিন" ঃ))
  • TGKaju | 131.242.160.180 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৪:০৭531017
  • গুরু কি আর লিটিল ম্যাগাজিন আছে গো? স্টল করে টরে পুরো কমার-'শিয়াল'। পরেরবার দেখব দে`জ আনন্দ-র মত লাইন দিয়ে লোক দেঁইড়ে আছে ঘন্টার পর ঘন্টা !
  • কমার-'শিয়াল' গুরু | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৫:০৭531019
  • কাল রাত আটটার কিছু মিনিট আগে বন্ধ হয়েছিল স্টল, এটা জানা আছে, কটায় খোলা হয়েছিল জানা নাই। বন্ধ করার সময় ছিল শুধু মামু আর পাইদিদি, স্বেচ্ছাসেবক কাউরে দেখি নাই। তার আগে এক ভারিক্কিমতো লোক বসে তাদের সাথে কিছু হিসেবপত্র করছিলেন। কাউন্টারে রাখা মোটা মতো "অপর" টা বিষয়ে প্রশ্ন করতেই মামু সেটা প্রানপণে শুধু চেপে ধরে নয়, একেবারে বুকের কাছে নিয়ে এসে বললে - না, না, এটা আমার কপি। এটা আমি বাড়ি নিয়ে যাব। এই অবধি শুনে লোকটাকে সোমনাথ মুখুজ্জে ভেবে আমি কেটে যাই, তবে খেয়াল করতে ভুলি নাই, মুহ্যমান দশা কাটিয়ে পাইদিদির মুখে হাসি ফুটেছে। বিক্রিবাটার কারণে হলেই ভালো। তবে কে বা কারা অপোপ্পোচার চালাচ্ছে আসলি মেলা ৩০ থেকে শুরু, যেহেতু ইন্টার্ন্যাশানাল ক্যালেন্ডার (বইমেলার সাইটেও তাই লেখা), এখন শুধু নাম কা ওয়াস্তা মেলা খোলা, কারণ ২৬ তারিখ উদ্বোধন না হলে মুখ্যমন্ত্রী থাকতে পারতেন না উদ্বোধনে, তিনি এখন আউট অব স্টেশন। অথচ সব স্টল রেডি। সব স্টলে বই সাজানো কমপ্লীট। শুধু লোকে বসে বসে মাছি তাড়াচ্ছে।
  • de | 69.185.236.53 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৫:৫৯531020
  • আহা -- মেলায় পৌঁছে গেলাম শিবাংশুদার লেখা পড়ে -- দেখেও এলাম সব্বাইকে!
  • TGKaju | 131.242.160.180 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৬:১১531021
  • আমি একটা ছোট্ট রিকোয়েস করব, রাখবে বলো।

    পেঁচার কাট-আউটের সাথে এবার এই পোমোশানের কারণে আরেকটা থাকলে ভালো হত। বড়সড় একটা কমা মুখে করে একটা নধরতনু শিয়াল বসে থাকবে স্টলের গেটের কাছে। 'কমা'-র 'শিয়াল'।

    এত কষ্ট করে লিখলাম, কতাটা রেকো।
  • TGKaju | 131.242.160.180 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৬:১৪531023
  • *পাইপের মত
  • TGKaju | 131.242.160.180 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৬:১৪531022
  • কমাটা মুখে পাপিএর মত ধরা থাকবে শিয়ালের।
  • কমার-'শিয়াল' গুরু | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৭:২৩531024
  • সে তো শিয়ালের কমা হল। একটা কমা, যার হাতে বকলসে বাঁধা থাকবে শেয়ালটা। তবেই না কমা'র-'শিয়াল' ।
  • TGKaju | 131.242.160.180 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৭:২৪531025
  • সে তো আরো ভালো। করা যাবে?
  • siki | 132.177.220.229 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৯:৩৩531026
  • আমার হাই টেনশনের বন্ধু চিররঞ্জন ফোন করে জিগাচ্ছে, তোমরা এইবারে করসেবা দিচ্ছো না? আমি পুউরো লিটিল ম্যাগাজিন তন্ন তন্ন করে খুঁজে তোমাদের দেখতে পেলাম না!

    তাকে আবার বলা হল, গুরু আর লিটিল নেই, মেগাম্যাগাজিন হয়ে গেছে। ঠিকানা দিয়ে দিলাম, কে জানে, গেছিল কিনা।
  • | 233.237.195.194 | ২৯ জানুয়ারি ২০১৩ ২১:২০531027
  • গুরু র স্টলের একটা ফটক এখানে দেওয়া হোক। ফেসবুকে শেয়ার করবো। গুরু প্রচার বাড়বে।
  • sosen | 125.241.45.91 | ২৯ জানুয়ারি ২০১৩ ২১:৪৯531028
  • শিবাংশুদার ছবি আমি ক্যানো দেখতে পাব না? কি অবিচার!
  • siki | 132.177.166.243 | ২৯ জানুয়ারি ২০১৩ ২২:০১531031
  • কিছুকিঞ্চিৎ তুলে দিলাম, শিবাংশুদার অ্যালবাম থেকে।













  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন