এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫১৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 132.163.19.5 | ৩০ জানুয়ারি ২০১৩ ২৩:১৩531064
  • ছবি দেখা যাচ্ছে না ! যাচ্চলে !

    যাগ্গে, এখানে একখান রইলো।
    স্টল, এখন।


    আর আজ পদার্পণ করেছে দু'পাটি চটি। ঃ)
  • | 37.61.149.244 | ৩০ জানুয়ারি ২০১৩ ২৩:২২531065
  • তাদের ছবি দেওয়া হোক আমাদের মতো অভগা দের জন্যে।

    গাজর দিয়ে মুরগী?? আহা মুরগী গুলো মরেও সুখ পাবে না গা? ঃ((
  • rabaahuta | 208.175.62.19 | ৩১ জানুয়ারি ২০১৩ ০১:১৪531066
  • ছাপা কেমন হয়েছে? মলাট, ভেতরের পাতা? দেখতে ভালো? বাণিজ্য কেমন হচ্ছে? ভীড়, ধাকাধাক্কি?
    আমার বড় কৌতুহল।
  • সংকিত জন | 212.90.109.19 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৮:৫২531067
  • http://anandabazar.com/31edit3.html
    বইমেলা অংগনে গুরুচণ্ডালীর মঞ্চের গুরুজনদের কাছে একটি আবেদন।
    আবাপ-এ উপরে দেওয়া লিংকএর অশোক মিত্রের লেখাটি একটু সময় কোরে
    পড়ে নিজের নিজের ভিতর-বাগে চোখ ফিরিয়ে একটু ভাবুন না, এই মেলায় প্রথম
    পা রাখার দিন থেকে আজ পর্য্যন্ত আবর্তন-বিবর্তন-উত্তরনের পথে পা ফেলে
    গুরুচণ্ডালীর বর্তমান অবস্থান কোথায়, কতটা সঠিক?
  • pi | 132.163.19.5 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৯:০৪531068
  • হুতো, দিব্য, দিব্য এবং দিব্য ..... ঃ)
    ছবি ক্রমে আসিতেছে ....
    বাকিরা গপ্পোগাছ্হা করুক !
  • pi | 132.163.19.5 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৯:২১531070
  • aranya | 78.38.243.161 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৯:২১531069
  • কলেজ স্কোয়ার লিট্ল ম্যাগ মেলায় একজন প্রায় আধ ঘন্টা ধরে তর্ক করলেন - কেরানীদের জন্য কেরানীদের লেখা ছাপিয়ে কলকাতার বই মেলায় বিক্কিরির কোন মানে নেই, এইরকম কিছু। সংকিত জনের পোস্ট পড়ে মনে পরল।
  • sosen | 111.63.215.101 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৯:৩০531071
  • "সংকিত" মানে কি, বাই দ্য ওয়ে?
    পাড়ায় পাড়ায় বিরাট আকারে বার্নেস এন্ড নোবল কিংবা বর্ডার খুলে দিলে বইমেলা, কলেজ স্ট্রিট কোথাওই যাব না। বই পড়লেই বিদ্যা চর্চা হয় এ কথা কে কইলো? বরং হুজুগে বাঙালি চাট্টি বই কেনে, সে ক্রস স্টিচের বই ই হোক, কি রান্নার, কি সিনেমার। সেরেফ এন্টারটেইনমেন্ট হিসেবে কিছুকে নিতে বড় গায়ে লাগে, নাকি? অবিশ্যি তা লিখে আবাপর কাছ থেকে পয়সা মিলবে না। কাজে-
  • aranya | 78.38.243.161 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৯:৩৩531072
  • বাঃ, স্টলে সুন্দর সাজানো হয়েছে বইগুলো।
  • Ishan | 24.96.121.132 | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:০২531075
  • এবারের বইমেলা নিয়ে কী যে লিখি। যা দেখা গেল, তা হল, শ্রীপর্ণা আর্টিস্ট হলেও মইয়ে উঠতে ভয় পায়না। সোসেন কঠিন হৃদয় বিজ্ঞানী হলেও বিজ্ঞানী বলে ডাকলে লজ্জা পায়। ফোজ্জি জুডো-তাইকুন্ডু জানলেও লাজুকপারা। সুমেরু ইদানীং বইমেলায় স্রেফ নাইট ডিউটি দেয়। মানে আমরা যখন বইমেলা ছেড়ে আসি, তখন সে হোথায় প্রবেশ করে। কখন মাঠ ছাড়ে সে বিষয়ে কিছু জানা যায়না। কেলোবাবু বইমেলায় রিমোট সাপোর্ট দেন। কলেজ স্ট্রিট থেকে। কিছুতেই মেলায় পা রখেন না। সুমিত ডাক্তার কলকাতা বইমেলার সময় দিল্লী থেকে ভাঙা গলায় কথা বলে। মিঠু জ্বরে কাঁপতে কাঁপতে শিকাগো থেকে রোজ কি কি বই এল খোঁজখবর নেয়। শুদ্ধ আসলে নাটুকে হলেও ফ্লেক্স লাগানোর পন্ডিত। ইত্যাদি।:)

    কিছু জিনিস আব্শ্য অপরিবর্তনীয়। ইন্দো ডাক্তার যথারীতি লাজুক। সামরান যথারীতি রোজ যথাসময়ে আসে ও যায়। পাই যথারীরি সকালে কলেজ স্ট্রিট আর বিকেলে বইমেলা নিয়ে লড়ে নিজের অপটিমাইজেশন থিয়োরির প্রমান রাখে। আর আমি যথারীতি স্টলে বসা যথাসম্ভব এড়িয়ে চলি। ঠেকেই আমার মনোযোগ। কারণ স্টলের মাথায় পরিষ্কার লেখা আছে, আমাদের স্রেফ ঠেক আছে, অন্য কোনো ঠিক-ঠিকানা নেই।:)

    আমার বইমেলায় এবারের শ্রেষ্ঠ অ্যাচিভমেন্ট হল সামনের কফির দোকানের সঙ্গে একটি ডিল স্থাপন করা। রঞ্জনদা আবার সেখানে একটি খাতা খুলে দিয়েছিলেন। কিন্তু সে পয়সা একদিনেই ফুরিয়ে গেছে। ওদিকে সুদূর কানাডা থেকে এসেছে ফোজ্জি। কাজকস্তান থেকে হুচি। তবে সে একটি স্মাইল দেওয়া ছাড়া আমারে অর কিছু কয় নাই। দিল্লী থেকে এসেছে স্যান। ঝগড়া ঝাটির প্রবল পূর্বাভাস সত্ত্বেও কিঞ্চিৎ পারস্পরিক কথা-চালাচালি ও দুঃখপ্রকাশ পর্বের পর আপাততঃ শান্তিকল্যাণ। ওদিকে বুনান এসেছিল সম্ভবতঃ সিধে লাদাখ থেকে কাঁধে একটি রুকস্যাক নিয়ে। গুরুর স্টল খুঁজে পাচ্ছিলনা। স্বাভাবিক। লাদাখের ম্যাপে গুরুর স্টল নেই। সে আমার সঙ্গে পরে কথা বলবে জানিয়ে আবার সম্ভবতঃ জলদাপাড়া চলে গেছে। আশা করা যাচ্ছে আর তার টিকি দেখা যাবেন। :)

    সদা, কৃশানু ইত্যাদি নবীন পাইলটদের এখনও দেখি নই। তারা কি কাজকম্মে ব্যস্ত কি জানি। মিঠু, সুমিত ডাক্তার, আর কেলোবাবুকে মিসাচ্ছি। বাকিদেরও। যারা দূরে দূরে আছেন, ফুউর্তি-আনন্দ-রাগ-ক্ষোভের বান্ডিল সহ স্যাটাস্যাট চলে আসুন। বইমেলা জমে যাচ্ছে। কলকে ছিল রসবড়া আর মাংস। আজকে কি থাকবে জানিনা। একটু চেয়েচিন্তে খেয়ে নেবেন। পিলিজ।
  • ঢিংকাচিকা | 131.241.218.132 | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:০৫531077
  • কৃশানু চাদর-এ। ওপরে না চাপা পড়ে গেছে জানা নেই।

    এবার বইমেলা হবে না। রোব্বার নতুন ফ্ল্যাটে একটা পারিবারিক গেট্টুগেদার, শনিবার তার প্রিপারেশন। আর পরের হপ্তায় ভুবনেশ্বর। ফিরতে ফিরতে শ্যাষ।
  • | 60.82.180.165 | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:০৫531076
  • রঞ্জনদাকে, তোমার অনেককিছু গুলিয়ে গেছে। গতবার বইমেলায় চর্চাপদের স্টলের সামনে ঈশান , দময়ন্তী আর মিঠুর খুব আড্ডা জমেছিলো। সেখানে প্রবীরদা আর রাঘবদাও ছিলেন। তুমি ছিলে বলে মনে হচ্ছে কিন্তু সঠিক মনে পড়ছে নাঃ)
  • siki | 132.177.150.234 | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:০৭531078
  • ভেউভেউভেউভেউভেউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ :(
  • নেতাই | 131.241.98.225 | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:১০531079
  • না, আমি চেয়ে খেতে পারবোনা। বড় লজ্জা করে।
  • siki | 132.177.150.234 | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:১২531080
  • নেতাই, কবে যাচ্ছিস? বই আনতে পারবি? বান্ডিল?
  • | 60.82.180.165 | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:১৪531081
  • সিকির কান্না দেখে আমার গাপিত্তি জ্বলে যাচ্ছে। পেটাতে ইচ্ছে করছে।কেন রে বাপু- প্লেনের টিকিট কাটো, দুদিন ছুটি নাও- উইকেন্ডে ঘুরে এসো।
  • siki | 132.177.150.234 | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:১৭531082
  • ছুটি পেয়ে যাবো, কিন্তু পহা নাই। এখন দিল্লি কলকাতা এক এক পিঠে সাত আট হাজার করে। অত ট্যাহা থাকলে তো কিছু গুরুর ফান্ডেই জমা করে দিতাম।

    হায় হায়, কেন যে তখন টিকিটটা কেটে রাখি নি। আশার ছলনে ভুলি, ভেউভেউভেউভেউভেউউউউউউ ...
  • | 60.82.180.165 | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:২৩531083
  • মন টানেনি গো- টানলে পয়সার কথা মাথাতেই আসতো নাঃ)
  • নেতাই | 131.241.98.225 | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:২৬531084
  • আমি ১৫ তে যাবো ১৮ তে ফিরবো। বই বান্ডিল আনতে অসুবিধা হবেনা।
  • | 214.130.244.200 | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:৩৩531086
  • বই মেলা নিয়ে এই টই দেখলেই আমার দুঃখ হচ্ছে। নেহাত চাকরী এখন ও পাকা হয় নি। নাহলে....
  • শ্রাবণী | 127.239.15.101 | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:৪৯531087
  • আমার এক কলেজের বন্ধু, ফিজিক্সের মাস্টার, যার সঙ্গে আমার গত বিশ বছর দেখা হয়নি অথচ ফোনে প্রায় ফি হপ্তাতেই কথা হয়, সে গুরুর স্টলে গেছিল প্রথম দিন, বলল একজন ভদ্রলোক ও ভদ্রমহিলা ছিলেন, দুজনকে দেখে ঠিক এদিককার বাসিন্দা মনে হয়না, ওরা কি বাইরে থাকে।:)))
  • কল্লোল | 111.62.120.76 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:০৫531088
  • সংকিত জন।
    অশোক মিত্রের লেখা পড়লাম। ভদ্রলোকের (অবশ্য উনি নিজেকে ভদ্রলোক হিসাবে দেখতে চাইতেন না। এখনকার অবস্থান জানি না) আনন্দে (আনন্দবাজারে নয়) ভয় আছে। উনি পন্ডিত ও পড়ুয়া এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু, প্রথমবার নির্বাচনে জেতার পর ওনার বাসায় অভিনন্দন জানাতে গেলে বিরস বদনে আমাদের জানিয়েছিলেন, ওনার বই কেনার সঙ্গতি কমে যাওয়ায় মন ভালো নেই। ৭২-৭৭এর কালা দিনগুলির অবসান তাতো মনে ধরেনি ওনার।

    বই মেলা করে বাঙ্গালী বিরাট পড়ুয়া হয়ে যাবে, এমন আশা কে করে জানা নেই। যেমন, ঢাকায় প্রতি একবছর বাদে বাদে ছবি মেলা হয়। আকারে ও প্রকারে তা কলকাতার বইমেলার দশগুণ। সারা কলকাতা শহর জুড়ে যদি বইমেলা হতো, তাহলে যা হতো, ঢাকার ছবি মেলা তাইই। এবার সপ্তম ছবি মেলা চলছে (শুরু হয়ে গেছে)। তাতে তাবৎ ঢাকা শহরের মানুষে সাংঘাতিক ফোটোগ্রাফি করছেন বা ভীষন ছবিপ্রেমিক ও বোদ্ধা হয়ে গেছেন এমন জানা নেই।
    দুগ্গোপূজো থেকে চড়কের মেলা করে বাঙ্গালীর ভক্তিমার্গে বিচরণ বেড়ে গেছে এমনও শোনা যায় নি। বা চলচ্চিত্র থেকে বই ও সুফি উৎসব করে বাঙ্গালীর সংষ্কৃতি চর্চা আকাশ ছোঁয়া হয়ে গেছে এমন দাবীও কেউ করে নি।
    মেলা বা পূজো আসলে উৎসব। মানুষ আনন্দ করতে আসে। তা রথ টেনেই হোক বা বই ও তেলেভাজা কিনেই হোক। এতে দোষের কি আছে?
    উনি ফরমান দিয়েছেন বইমেলায় গরীব নিরক্ষরদের অ-আ-ক-খ শেখাতে। কথায় আছে চোর পাললে বুদ্ধি বাড়ে। উনি যেকবছর মন্ত্রী ছিলেন, তখন এসব উর্বর চিন্তা মাথায় আসে নি? কি জানি, হয়তো বই কেনার সঙ্গতি কমে যাওয়ায় এতো সব ভাবতেই পারেন নি হয়তো!!
    বছরে দশ বা বারো দিন ওনার কথামতো গরীব নিরক্ষরদের অ-আ-ক-খ শেখালেই বই মেলা ওনার পতে দেবার মতো হয়ে উঠবে? সরকারের (নাকি সরকারী মদতে বেসরকারী) নিরক্ষরতা দূরীকরণ প্রোগ্রাম বলে একটা বস্তু আছে, সেটার সারা বছর কাজ কি? অন্ততঃ যতদিন উনি মন্ত্রী ছিলেন ততোদিন মনে পড়ে নি এসব?
    আর তাছাড়া ওনার নিরক্ষরতা বা না-শিক্ষিতের ধারণা নিয়েও আমার আপত্তি আছে। সে তর্ক অন্য কোথাও হতে পারে। এই টইতে নয়।
  • dd | 132.171.4.24 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:৩৯531089
  • বইমেলা নিয়ে গায়ে পরে অহৈতুকী চটাচটি করতে দেখলে সুকুমার রায়ের খুঁতখুঁতে বুড়োর কথা মনে পরে।

    রামধনু দেখে সবাই,সব্বাই একগাল খুসী হলে সেই খুঁ খুঁ বুড়ো সবাইকে সাবধান করে দেন "দেখছো কি? ঐ রং পাকা নয় মোটে"।
  • TGKaju | 131.242.160.180 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:৫৩531090
  • আসলে টিভি চ্যানেলগুলো ইদানীং এত বেশী জায়গা দখল করে রাখে, হল্লা মচায়, সিরিয়াল নিয়ে কুইজ-টুইজ করে পেরাইজের লোভ দেখিয়ে, স্বভাবতঃ-ই জনতা সেখানে ভীড় করে, যাতায়াতের পথও আটকে যায় তাতে প্রায়ই, প্লাস আনুসঙ্গিক অনেক কিছুই যার সাথে বই-এর সম্বন্ধ নেই, সেরম অনেক কিছুই হাজির হচ্ছে, উত্তরোত্তর তার অধিকৃত জায়গা বেড়ে চলেছে। কিন্তু সে তো এ বছরই প্রথম তা নয়, গত ক বছর ধরেই, সুতরাং এখন এ প্রশ্ন তোলার কোনো মানে কী? যার যেমন অভিরুচি, সে যাবে। সবাই যে বই ছেড়ে ওদিকে জুটছে তা তো নয়।
  • J P Paul | 127.194.80.244 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:৫৯531091
  • শোকে মুহ্যমান। শিবাংশু যা দিল। আমাদের নিয়ে এত টানটানি কেন বাবা। কে জানে উইকিতেও এডিট করে দেবে রাগে মনে হচ্ছে।

    http://en.wikipedia.org/wiki/Jackson_Pollock

    কয়েকটা তো কাজ, এগুলো না মুছলে যদি চলে! রক্ষে কর বাবারা, সোনাদিদিরা। আমার হাতে তো অশোক মিত্তির নেই, নইলে তাকেই লিখতে বলতুম, শিক্ষে-টিক্ষে না, মাইরি বলছি। ও বাবা কল্লোল তুমিও তো লিখতে পার বাবা!

    কয়েকটা ছবির লিং দি। রাগ করব্বানা।









    আরো কিছু রং ছিটিয়েছিলাম, তোমাদের পেলে আর আঁকতুম না মাইরি। গান গাইতুম, লিখতুম, ভ্যরেন্ডা ভাজতুম কিন্তু হার্গিস আঁকতুম না।
  • শ্রী সদা | 132.176.98.243 | ৩১ জানুয়ারি ২০১৩ ১২:১৪531092
  • গত কয়েকদিন তীব্র শোষণ চলছে, তাই বইমেলা যাবো যাবো করেও গিয়ে উঠতে পারিনি।
    এই রোব্বার খুব সম্ভবতঃ যাচ্ছি।
  • কল্লোল | 111.62.42.207 | ৩১ জানুয়ারি ২০১৩ ১৬:০২531093
  • জেপি পল।
    ছবিগুলো কি আপনার? যারই হোক আমার তো বেশ লাগলো। রংএর চিন্তা বেশ মজার। প্যাটার্ণগুলো চোখের আরাম দেয়।
    কিন্তু আমি কি লিখবো, সেটা বুঝলাম না।
  • কল্লোল | 111.62.42.207 | ৩১ জানুয়ারি ২০১৩ ১৬:১২531094
  • কাজু। মেলা তো মেলার মতোই হবে। সেটা ময়দানে হতো ভালো। জয়গা ছিলো, তাই চ্যানেল-ট্যানেল গায়ে লাগতো না। এখানে জয়গার অভাব, তাই ওসব গায়ের ওপর উঠে আসে।
    তা না হলে, রথের মেলায় দোপাটি গাছ বা বুড়ির চুল কি ছুরি বঁটি থাকবে কেন - এ প্রশ্ন তুললে সেটা ঠাট্টা হয়ে যায় না কি?
    অবশ্য বছর দশেক ধরে বইমেলা আস্তে আস্তে মেলার চরিত্র হারাচ্ছে।
  • কল্লোল | 111.62.42.207 | ৩১ জানুয়ারি ২০১৩ ১৬:১৬531095
  • জেপিপল ভায়া।
    খেয়াল করিনি ওগুলো পোলকের আঁকা।
    কিন্তু আমায় লিখতে বলছো কেন?
  • TGKaju | 131.242.160.180 | ৩১ জানুয়ারি ২০১৩ ১৬:৩৪531097
  • রথের মেলায় তো এগুলো থাকেই, যেগুলো উল্লেখ করলেন, আমদের ওদিকে হয়, সেখানেও থাকে। মেলা যখন, সব কিছুই থাকবে। এ নিয়ে প্রশ্ন তুলতে কাউকে তো দেখিনি। কারণ তার মূল ফোকাস হল, মানুষকে আনন্দ দেয়া। সেখানে সবই চলনসই। কিন্তু তফাৎ হল, বইমেলা একটা আন্তর্জাতিক ব্যাপার, যার পুরো গ্ল্যামার সহিত্য আর মননশীল গদ্য, পদ্য, প্রবন্ধ সব কিছুর মহামিলনকে ঘিরে। সারা বিশ্বের লোক, নানা দেশের বহু জ্ঞানীগুণী বিদগ্ধ মানুষ বইয়ের টানে এখানে আসেন। সেখানে টলিউডের চ্যানেল যদি মাইক হাতে হাঁই হুই করে, একটু দৃষ্টিকটু লাগে। আগে থেকে ছিল তো বটেই, সয়েও যাচ্ছে, জোর করে। অনেক লোক আছে, এই ফাঁকে একটু লোক টানার চেষ্টা করা। খুব কাছের উদাঃ, ফেসবুকে বিশেষ কোনো বিষয়ের ওপর, যেমন ধরুন ফেলুদা গ্রুপে, যদি কেউ দেবের আপকামিং সিনেমা নিয়ে ছবি দিয়ে পোস্ট করতে শুরু করে, সেটা যেরকম, বইমেলাতেও অপ্রাসঙ্গিক জিনিস এনে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করাও খানিকটা তাই। তবে বন্ধ করতে তো কেউ বলেনি, কর্তৃপক্ষ-ও নয়, চলুক। ভিন্নরুচির্হি লোকাঃ ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন