এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫১৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদ্ধা | 69.160.210.2 | ৩১ জানুয়ারি ২০১৩ ১৬:৩৭531098
  • বক্তব্য হল, স্টলের গায়ের ঐ রংএর কারুকার্য অনিয়ন্ত্রিত অ্যানার্কি বা ইয়ার্কি ছিল না। সুচিন্তিত শিল্পকর্ম ছিল। পাবলিক না বুঝে হ্যাটা দিল, ও ড্যামেজ কন্ট্রোল ও মেক ওভারের নামে ঢেকে দিল।
  • Ekak | 24.99.239.130 | ৩১ জানুয়ারি ২০১৩ ১৭:২১531099
  • শিল্প ব্যাপার তা তো কি কিভাবে নেবে বা নিতে চাইবে তার ওপর নির্ভর করে । সব ফর্ম সবার ভাল্লাগেনা । সেটা বোধ হয় অপেনলি বলে দেওয়াই ভালো । যাদের ভাল্লাগবে তারাও বলবেন ।
    ফটোগ্রাফ এ ওই গ্রাফিক আর্ট দেখে আমার ভাললেগেছে , সে পৃথিবীবিখ্যাত কোনো শিল্পী র থেকে আঁকা হোক বা হরিদাস পাল । মেলার পরিবেশ - আলো কোনদিক থেকে পড়ছে । স্টল এর বক্তব্যের সঙ্গে কোনো উপভোগ্য দ্বন্দ তৈরী করছে কিনা সেটা এই অনলাইন এ বসে ফটোগ্রাফ দেখে বলা সম্ভব নয় । বলব উ না ।

    আজকের এই মিউচুয়াল পিঠ চুলকানোর যুগে না বুঝে ভালো বলার চেয়ে হ্যাটা দেওয়া অনেক দামী অর্জন মশাই :)
  • sosen | 111.63.153.129 | ৩১ জানুয়ারি ২০১৩ ২২:৩৫531100
  • আজকে ইস্টলে মিলল পাটিসাপটা ও চাউমিন। সাথে বেনফিশের মাছভাজা এবং "নেসকফি" ।
    যারা যাচ্ছ না এখনো ভেবে দেখো!
    এত সব খেয়ে দেয়ে বহুত বকে ফেলেছি মনে হচ্ছে এখন । ডাক্তারবাবুকে আসার পথে খুবসে বোর করেছি। সরি :(
  • aranya | 154.160.226.53 | ৩১ জানুয়ারি ২০১৩ ২২:৩৯531101
  • আমারও সিকির মত কাঁদতে ইচ্ছে করছে :-(((
  • Abhyu | 107.89.20.78 | ৩১ জানুয়ারি ২০১৩ ২২:৪২531102
  • আমিও তো বারো বছর বইমেলা যাই না, তাই নিয়ে কান্নাকাটি করেছি কি?
  • aranya | 154.160.226.53 | ৩১ জানুয়ারি ২০১৩ ২২:৫০531103
  • বারো বছর ধরে তো গুরুর স্টল ছিল না, নিজেদের স্টল থাকা একটা আলাদা ব্যাপার।
  • I | 24.99.154.50 | ৩১ জানুয়ারি ২০১৩ ২৩:০২531104
  • আমি গেলেই গুরুর চটির কাটতি পড়ে যায়। তাই আমি আর যাবো কিনা কনটেম্পলেট করছি।
  • Abhyu | 107.89.20.78 | ৩১ জানুয়ারি ২০১৩ ২৩:০৭531105
  • দ্য ডক্টর হু কন্টেমপ্লেটেড? বাব-আজিজ?
  • siki | 132.177.52.246 | ৩১ জানুয়ারি ২০১৩ ২৩:১৫531108
  • নাহ। বাবা ইয়াগা।
  • Abhyu | 107.89.20.78 | ৩১ জানুয়ারি ২০১৩ ২৩:১৫531106
  • আচ্ছা গুরুর বই/পত্রিকা ফ্লিপকার্টে তোলা যায় না?
  • I | 24.99.154.50 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৭531109
  • আজকে বইমেলায় ভারি আমোদ হল। অনেক লোকজন হল। ইশেন, পাই, সামরানদি কমন, তা বাদে এসেছিলেন ইশেনের মা, পাইয়ের সাসুমা, পাইয়ের বর ত্রিদিব, বর সমেত রাত্রি, স্যান, সুষেণ,সুমিত ডাগদার, রঞ্জনদা। একফাঁকে sch এসে টুক করে কুলদা রায়ের চটি কিনে নিয়ে গেলেন। সুষেণ তাঁকে আনকোরা ভেবে ইশেনের খাণ্ডবদাহন গছাতে চাইছিল, তাতে sch মুচকি হাসলেন। পাই এসে আলাপ করিয়ে দিল।ত্রিদিবকে জনৈক ট্রটস্কাইট ছিনতাই করে নিয়ে দূরে কোথায় চলে গেলেন। পাই বর হারিয়ে চিন্তিত বিষণ্ণ মুখে ঘুরে বেড়াল ও জনে জনে -"আমার বরকে দেখেছ?' বলে প্রশ্ন করতে থাকল।

    জয়াদি (মিত্র) এসেছিলেন মস্ত এক টিপিন কৌটো ভর্তি মটরশুঁটি ও আলুসেদ্ধ নিয়ে, তাই তারিয়ে তারিয়ে খাওয়া হল। নোংরা হাত বলে জয়াদি কিছুতেই আমার হাতে দিচ্ছিলেন না। বাকিদের হাত যে পরিষ্কার এমন নয়, তবে তাদের মুখে ঠুসে দেওয়া হচ্ছিল। পাই ভারি চমৎকার পাটিসাপটা এনেছিল। তদুপরি আমি ও সুষেণ দুই পেটরোগা বেনফিশের ভুলভাল ফিশ ফ্রাই খেলাম।রাত্তির , ইশেন ও সামরানদিও খেল, তবে তারা কিনা পাথর হজম কত্তে পারে। সুমিত ডাগদারও পেটপাতলা, কিন্তু সে লোভ সামলাতে জানে। আর ইশেন আমারে কফি খাওয়ায় নাই।
    লোকের গনেশ উল্টোয়, গুরুর স্টলে পেঁচা উল্টে গেল। সৌজন্য রঞ্জনদা। কোটের হাতলে যেই না হাত গলিয়েছেন অমনি পেঁচা পপার চ। বেত ইত্যাদি দিয়ে একটি ছোট ঠেকনা মত বানিয়ে তাতে নারকোলের পেঁচা বসানো আছিল। রঞ্জনদার হস্তাঘাতে ঠেকনা গেল খুলে, পেঁচা গেল ঝুলে।
  • জ্যা পো শ ক | 127.194.81.70 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১২531110
  • ফালতু/মাননীয়া,

    জ্যাকসন পোলক শতবর্ষ কমিটি ঠিক করেছিল, গত ২৮ জানু উৎসবের। গুরু শত্রুপক্ষ তা বানচাল করে দিয়েছে, খবরে প্রকাশ। দিদির হুকুম জ্যাকসন পোলকের নামে স্টল ইন্সটল করতে হবে, গুরুতেই গুরুত্ত্ব সহকারে। আপনাদের সহায়তায়। এই স্টলকে পুনরায় পুনরাবস্থায় ফেরত আনুন। অবিলম্বে। দিদি ফিরে সরোজমিনে দেখবেন।

    গুড়ুম।

    জ্যা পো শ কমিটি
  • I | 24.99.154.50 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১৮531111
  • আবার ????
  • JPP | 127.194.81.70 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২২531112
  • হ্যাঁ রে। লিখে সব ফেলা যায় না রে বড় আই।
  • | 233.228.168.50 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৪১531113
  • কী কান্ড ইন্দো আর রাত্রি র বর দু জনেই এয়েছে।

    আর বেনফিস গুলো পেটরোগা এ ব্যাপারে যথেষ্ট প্রমান আছে কি? ঃ))
  • ranjan roy | 24.99.104.139 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২৭531114
  • সবার মন খারাপ। রঞ্জন গুরুর মা-লক্ষ্মীর প্যাঁচাকে উল্টে দিয়েছে। বেশ বুঝতে পারছি যে আজ যদি বিক্রিবাটা কমে যায় তবে পাব্লিক আমাকে ক্যালাবে। বুড়ো হাড়ে সইবে না। আজ বিক্রির রিপোর্ট নিয়ে তবে কাল আসবো।
    কিন্তু ঈশেন নাকি বেসুতে অভিযান্ত্রিকী পড়েছে? একটা প্যাঁচাকে ব্যালান্স করতে পারছে না? সুমিত ডাক্দার পিজিতে এত লোকের পেট কেটে ঠিক করে? এই প্যাঁচার পা কেটে ঠিক করে স্ট্যান্ডে বসাতে পারছে না? আর সোসেন মানিকতলায় এত বায়ো রিসার্চ করে, প্যাঁচাটার জেনেটিক কোন গন্ডগোল আছে কি না বলতে পারছে না?
    আমি সিওর এরা পয়সা দিয়ে লেখাপড়া শেখে নি, ধান দিয়ে শিখেচে।
    লেখাপড়া হত বটে আমাদের সময়ে। তাই তখন বইমেলা হত, এখন হয় আনন্দমেলা!
  • Abhyu | 107.89.20.78 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৯531115
  • আমাকে জিগ্গেশ করলেই বলে দিতাম ঠিক কতবারের চেষ্টায় প্যাঁচাটাকে ঠিক করে বসানো যাবে। উইথ প্রোব্যাবিলিটি ওয়ান।
  • kumu | 132.160.159.184 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৭531116
  • প্যাঁচা ব্যালেন্স হারায় ক্যান?নিউট্রিশনের অভাব?ডায়েট কী দেওয়া হচ্চে/হচ্চে না?সে কি পাটিসাপটা ইঃ পায়?
  • kumu | 132.160.159.184 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫০531117
  • দিল্লীগুরুরা,
    -আমাদের স্টলে রাখার জন্য প্যাঁচার কাট আউটের ব্যবস্থা কর্তে হবে ।
    -ভিঃ কার্ড তৈরী হয়ে গেছে।
    -
  • siki | 132.177.243.232 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২০531119
  • জয় গুরু।

    গুরুর স্টলের কিছু ছবি বড় বড় প্রিন্ট আউট পেলে আরও ভালো হয়।
  • kumu | 132.160.159.184 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৯531120
  • কয়েকটি প্যাঁচালির হার্ড কপি।
  • শ্রাবণী | 127.239.15.101 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪০531121
  • দিল্লী বুক ফেয়ারের আগে সবাই বসতে হলে আমি ২৪ তারিখের আগে ফ্রি হচ্ছিনা। তার আগে বসতে চাইলে (মানে শমীকের যাওয়ার ডেট এসে গেলে) আমাকে ১৬ তারিখের মধ্যে জানিয়ে দিও, বই পত্তর দরকার হলে নিতাইকে দিয়ে যাব।
  • TGKaju | 131.242.160.180 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪০531122
  • আমাদের দেবাশীষদার (জানা) ছেলে কেলাস থ্রিতে পড়াকালীন একটা সুন্দর পেঁচার ছবি এঁকেছিল। টেলিকিডে বাহির হয়েছিল বছর সাতেক আগে। দেখেই মনে হল গুরুজীদের বলি।
  • TGKaju | 131.242.160.180 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:২২531124
  • আবার একটা প্রশ্ন ছিল।

    ওখানে 'শব্দ' নামে তো লিটিল ম্যাগ বসেছে কিনা, একটু জানাতে পারবা?

    যদিও গুরুজী এখন ওই চত্বর থেকে পোমোশান পেয়েছেন, তবু জানালে যারপরনাই বাধিত হব।

    উত্তর পাব না জানি, তবু আশা করছি।

    নিজে এসে দেখে যাও বলবেন না, কাল যাবার আগে জানা থাকলে সুবিধে হত, তাই। অত ঢুঁড়ে বেড়ানো মুস্কিল। ঃ)
  • TGKaju | 131.242.160.180 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:২৫531125
  • *কোনো

    [সেকেন্ড লাইনে]
  • pi | 132.163.42.187 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৫531126
  • রঞ্জনদা, দুক্ষু করবেন না। উল্টুনো পেঁচায় নোক্খী এলেন ঃ)
  • TGKaju | 69.93.200.238 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৪২531127
  • 'শব্দ' থাকছে ৮৩ নম্বর টেবিলে,
    নবতম সংখ্যাটির সাথে রহিবে
    ১৯৮২-র বিগত ও এতদিন অব্দি শেষ সংখ্যাটি, বাই ওয়ান গেট ওয়ান ফিরি !!!
    ৩১ বছর পর যে ফিরিছে ঘরে
    বরণ করিয়ো আদর করে

    আমি আছি কিনা জানি না, এখনো সাসপেন্স ধরে রাখছেন সম্পাদক মশাই । উফ ! পরীক্ষার রেজাল্ট না কী?
  • Abhyu | 138.192.7.51 | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৬531130
  • এই ছবিগুলো সর্বসাধারণের দেখার মতো করা যায় না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন