এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫০৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | 69.94.106.45 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:০৫531164
  • পাই, বইটা এবার বাদই দিয়ে দাও, আমার মনে হয়, এত সমস্যা! এমন কিছু তো নয়, সাধারণ গল্প, মহাভারত নয়, না পড়লেও কিছু নয়, লোকে পড়বেও না অন্য ভালো লেখার ভিড়ে।
  • cb | 47.190.212.214 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:২৮531165
  • আচ্ছা এই প্রেসের প্রবলেমটা হল কি করে? শুনেছিলাম প্রিন্টার ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছেন, সেই সংক্রান্ত?
  • 4z | 109.227.143.99 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪০531166
  • ও শ্রাবণীদি, পড়বেনা! কি বলছো! জানো পাইএর কাছে প্রিঅর্ডার করা আছে!
  • সামরান | 127.194.88.53 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৯531167
  • আজ সুপার বাম্পারঃ-)
    বাকি কথা প্রত্যক্ষদর্শীরা জানাইবেন।

    গত দুই বছর সুফী সুত্র শুনব শুনব করেও মেলা ছেড়ে বেরুইনি তাই শোনাও হয়নি কিন্তু গান শোনার দুক্ষু রয়েই গেসল। এবার তাই দু'দিন ধরে সন্ধে সন্ধে বেরিয়ে পড়ে সোওওজা মোহর কুঞ্জ। আর ইদিকে গুরুর স্টলে মার-কাটারি, ধুন্ধুমার, বাম্পার, সুপার বাম্পার সব হয়ে গেছে। সেই দৃশ্য দর্শন হয় নাই, মিস হয়ে গেছে আড্ডাও। ঘনাদা, রূপঙ্করদা, শ্রীসদা, নীপা দীপ্ত এদের সঙ্গে শুধু চোখের দেখাটুকুই হয়েছে। নো আড্ডাঃ-(

    এছাড়া বাদবাকি সব ফাস্টোকেলাসঃ-)

    ও শ্রাবণী,
    কাল সক্কালবেলায় চলে আসবে। পাই আবার যাবে প্রেসে যুদ্ধ করতে। কেউ পড়বে না মানে? ধরে ধরে পড়াব না? আমরা রয়েছি কি কত্তে!
  • সামরান | 127.194.88.53 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২৬531168
  • ইদিকে আমার সব হরি বোল, বল হরি কেস।
    হাত থেকে পড়ে গিয়ে দেহ রেখেছেন E72। ক্যামেরার চার্জার হারিয়ে ক্যামেরাখানি বাক্সবন্দী। ফ্ল্যাশ দিলে ক্যামেরা ধোঁয়া ছাড়ত বটে কিন্তু বিনা ফ্লাশে দিব্যি ছবি তলা যেত। লেখা-পত্তর সব উড়ে গিয়ে ভোঁ ভাঁ। নো ফটো তোলা।নো আপ্লোডিং, নো রিপোটিং। লিচ্চিন্তিঃ-)
  • ranjan roy | 24.96.35.171 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:০৪531169
  • (বুক চাপড়ে) হায়! হায়! হায়!

    আর পারি না! কাল অবশ্যি যাবো, তিনটে নাগাদ।
  • siki | 132.177.210.155 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:১২531170
  • ভেউভেউভেউভেউভেউউউউউউউউউ ...
  • আম আদমী | 69.160.210.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৬531171
  • শুদ্ধসত্ত্বদা এসেছিলেন, খানিকক্ষণ ছিলেন কাল। ওয়ার্কশপ ছিল, ছেলেরা দূর দূর থেকে আসবে, তাই চলে গেলেন। রঞ্জনপ্রসাদ এসেছিলেন, কিছুক্ষণের জন্য। গীটার যোগাড় হয়নি বলে গান হল না। দীপ্তায়ন দার সাথে দেখা হল। অনুসূয়া দি এসেছিলো। স্যান এসেছিলো। অমর মিত্র এসেছিলেন। সুমেরুদা একটু ছিলো, লোক বেরোনোর ভিড় শুরু হওয়ার আগেই চলে গেলো, পিঠে ব্যথা। নীপা দীপ্ত-র সাথে অনেক আড্ডা হল, প্রাচীণ বালা থেকে গুরুর পুরোনো সেই দিনের কথা, ইত্যাদি। সদার সাথে মেলা ঘুরে মনীষা (৪৩২) থেকে কিছু রাশিয়ান বই পেলাম। NBT তে একেবারে কুচোদের জন্যে ফাটাফাটি ছবি টবি দিয়ে গল্পের বই করেছে দেখলাম। লালমাটি নারায়ণ দেবনাথ -৩, ময়ুখ চৌ-২, লী ম -৬ এসব করেছে।

    গতপরশুর সারপ্রাইজ ছিলেন কান্তি দা, সম্পূর্ণ পলিতকেশ।

    স্টলের ঠিক পেছনেই সিগ্রেট খাওয়ার ঠেক, সামনেই লিটল ম্যাগ প্যাভ, রাস্তা পেরোলেই টয়লেট, ফুডকোর্ট, জলের পাউচ। ৪ নং গেট (ধাপার দিক থেকে ঢুকে রাস্তা দিয়ে কোনো দিকে না কাট মেরে রাস্তা ধরে চলতে চলতেই, রাস্তার সাথে সাথে বেঁকে এসে একেবরে স্টলের মুখে আসতে মাত্র সাড়ে চার মিনিট লাগছে। সামনে গান বাজনা করার জন্যেও আদর্শ চিলতে জায়গা, অথচ গীটার বা বাজাবার মতো যন্ত্রের অভাবে, আর খালি গলায় গাওয়ার টেম্পোর অভাবে ঐটের একটু অভাব বোধ হচ্ছে।

    আর কি? গতকাল গুরুর ইতিহাসে একদিনের রেকর্ড বিক্রি হইলো।
  • quark | 24.139.199.1 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৮531172
  • শনিবার যেন সামনেগোড়ায় পুলুশ ফুলুশ দেগলুম! অবিশ্যি কিছু পোস্টারও ছিল।
  • kumu | 132.176.32.39 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৫531174
  • কল্লোলদা,বালাই ষাট,সগ্গোবাসী হোক আপনার শত্তুর,(সগ্গে কথাটি ওভারলুকিয়ে গেসলুম)।
    আসলে মনোশ্চক্ষে পরিষ্কার দেখতে পেলুম,বসন্তের হাওয়ায় কল্লোলদার চুল পত পত করে উড়ছে,প্রবল প্রাণের জয়ধ্বজা।

    আর ইয়ে,পুলুশরা কর্ডন করে বইমেলাপরীদের আটকে রাখার বৃথাচেষ্টা কচ্চে।
  • Ekak | 69.99.230.125 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৬531175
  • পত পত করে উড়বে ক্যামনে ? ঝুঁটি বাঁধা তো !
  • TGKaju | 131.242.160.180 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৭531176
  • 'ওভারলুকিয়ে' কেন আবার, এমনি লুকিয়ে রাখলেই কেউ হদিশ পেত না। আর ওভার লুকিয়ে রাখা যায় কি? স্কোরবোর্ডে উঠবেই। অবশ্য ডাকওয়ার্থ লুইস লাগালে অন্য কথা।

    আর বইমেলাপরী কারা? সেদিন লিটিল ম্যাগের সামনে কত পরী স্টিম ইঞ্জিনের মত ধোঁয়া ছাড়ছিলেন, আহা ! এই এসডিয়েফ অঞ্চলে বড়জোর একজন আধজন স্টীম-ইঞ্জিন-পরী কালে ভদ্রে দেখিচি। ওখানে এতজন দেখে চক্ষু সাত্থোক হল। তাঁরা ঘাসে বসেছিলেন। দূর থেকে ছবি তোলা গেল না। :-(
  • Ekak | 69.99.230.125 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩৩531177
  • মেয়েদের সিগারেট ফোঁকা হটাত ছবি তলার বিষয় মনে হলো ক্যানো ? অনেকেই খান । ইটা কি কোনো দুর্লভ ব্যাপার নাকি ?
  • ক্যামেরা | 69.160.210.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪১531178
  • আগে গাঁগঞ্জ থেকে মানুষে শহরে এলে ট্রাম, বাস, ট্যাক্সি থেকে শুরু করে ৩-৪-৫ তলা বাড়ি সবের দিকে হাঁ করে তাকিয়ে থাকত, এখন নির্ঘাৎ মোবাইল বের করে ফোটো তোলে।
  • TGKaju | 131.242.160.180 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪৫531179
  • না ঠিক স্পেসিফিক নয়, খন্ডচিত্র তুলতে গিয়ে তার মধ্যে ঢুকে পড়েছে দেখলাম দূর থেকে। খুব একটা দেখিনি এতজন একত্রে 'স্টীম-ইঞ্জিন-পরী'। তাই নতুন লাগল। কেউ আবার অন্যভাবে নেবেন না।
  • sch | 132.160.114.140 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫১531180
  • বাবা কাজু, কোনো দিন সন্ধের দিকে TCS, Wipro অঞ্চলে একবার ঘুরে এসো - তাহলে আর এত বিস্ময় লাগবে না। বা সল্টলেকের বৈশাখী খেয়াঘাটের দিকে যেয়োখনি...আহা শক লেগেছে বাছার।
  • Ekak | 69.99.230.125 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫৩531181
  • আরে না "অন্যভাবে " নেই নি । তোমার চোখে লেগেছে যখন নিশ্চই কিছু ফ্যাকচুয়াল দেতা আছে , তাই স্যাম্পলিং তা বোঝার চেষ্টা করছিলুম । কলকাতার সঙ্গে অনেকদিন যোগাযোগ নেই তো । যা চোখে আলাদা করে লেগেছে বলে দিয়েছ । কেন বললে হ্যানত্যান ওসব মোড়ল গিরি আমি করিনা :)
  • TGKaju | 131.242.160.180 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১১531183
  • sch-কাকু, না জেঠু, না দাদু, কী যে সম্বোধন করি ! শক লাগেনি মোটেও। বরং বেশ ভালোই লাগল। পরের লংস পরমানন্দ, যত ঝাঁঝরা হয় ততই আনন্দ। সে পরীদের লাংস হলে তো আরো ভালো। আর সোন্দেবেলা ওই দেখতে আবার ১৪ তলা ভেঙে নাবব? নতুন একটা কিছু থাক না, চোখে যেন ছাতা পড়ে গেল, কিছুতেই চমক লাগে না !

    আর ইয়ে Cameraa-দা, মানে সোমুদা, আমিও যেখানে থাকি, সত্যিই গাঁগঞ্জ বলেই মনে হয়। ইনডাইরেক্টলি গেঁয়ো ভুত বললেও ভুল কিছু নয়।
  • InternationalKolkataBookFair-3 | 69.160.210.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১১531182
  • http://www.kolkatabookfair.net/#
    এখানে Participants এ ক্লিক করে "Ground Layout Plan" (এটা ডাউনলোড করতে হবে, পিডিএফ ফাইল) , "Participants of Open ground", "Participants of Inside Hall" খুলে word/excel বা notepad এ copy paste করে নিন।

    ভেবে রাখুন কোন কোন স্টালে যবেন। গ্রাউন্ড লে আউট প্ল্যানের প্রিন্টাউট নিতে পারলে তাতে দাগিয়ে রাখুন। মেলায় ম্যাপ খুব কম সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যাচ্ছে। আগে থেকে প্রস্তুতি নিয়ে গেলে ভালো।
  • ?? | 69.160.210.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪০531186
  • "পরীদের লাংস হলে তো আরো ভালো" - কেন? একেবারে স্পষ্টভাবে জেন্ডার ডিস্ক্রিমিনেশন এর চার্জে পড়ে যাচ্ছে যে।
  • TGKaju | 131.242.160.180 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪৭531187
  • বলছি।

    কারণ, পরীরা তো অক্ষয়, অবিনশ্বর। পুং-রা তো হেলাফেলা, 'বিষ খেয়ে ওর হয়নি মরণ' টাইপ। যেভাবে গড়িয়ে দাও, গড়িয়ে যাবে। তাই তোমাকে একটিবার মর্ত্যভূমের কাদাজলে দেখতে চাই, পরী ! এই জন্যেই আর কি। এত অধরা মাধুরী সয় না পেরাণে। ;)

    বাবারে জেন্ডার ডিস্ক্রিমিনেশন টেশন কী সব এনে দিল !
  • কল্লোল | 111.62.87.76 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২০531188
  • কুমু। নাহ। আজকাল ওসব আর টানে না। ঐ পরী-টরী আরকি। দুচ্চার পিস প্রাণানন্দে আড্ডা দেওয়ার মতো মানুষ পেলেই বেশ খুশী।
    এইত্তো গতোকাল বোতীনের বাসায় দিব্য আড্ডা হলো। আমিই বরং এট্টু রসভঙ্গ করেছি, অন্য আরেট্টা আড্ডায় যাবার তাড়ায়।
    ভালো কথা ৮ আর ৯ ফেব্রু দিল্লীতে আছি। ৮ সন্ধ্যে আর ৯ রাতে ফিরি। এট্টা কচি করে ভাট হব্বে?
  • kumu | 132.176.32.39 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৭531189
  • হওয়ালেই হবে।অ সিকি,শ্রাবণী,নেত্য,রাজদীপ-
  • নেতাই | 131.241.98.225 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৩531190
  • আমি তো আছি ই। তোমার ই তো দেখা মেলেনা কুমুদি।
  • kumu | 132.176.32.39 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৭531191
  • হুঁ,আপিসের দিন,ঠিকাছে,বলো কোথায়?
  • kumu | 132.176.32.39 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৮531192
  • মহাকবি-ই-ই!রেশমী-ই-ই-ই
  • Suvajit | 24.98.235.103 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৫৭531193
  • কল্লোলদা আপনার গান শুনতে যাব।
    ৮ তারিখ কোথায় থাকবেন? আপনার নং টা দিন। (নয়ত পাইদিদির কাছে যদি থাকে তাহলে, ওর থেকে নিয়ে নেব।)
  • Suvajit | 24.98.235.103 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:০২531194
  • ভালো কথা, দিল্লিতে 'World Book Fair' এখন প্রতি বচ্ছর হবে। এ বছর হচ্ছে ৪-১০ই ফেব্রুয়ারি।
    কলকাতার পাব্লিক যতই বইমেলা বইমেলা করে হইচই করুক, সাইজের দিক দিয়ে World Book Fair এর কাছে পাত্তাও পাবে না ঃ-))
  • jhumjhumi | 127.194.229.67 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:০৮531195
  • @কাজু, দুখেদার সাথে আর কাউকে দেখেন নি মানে? তার বড় কন্যেটি তো ছিলেন ।
    ছোটোকে নিয়ে যাওয়া যাবে না, তাই আমার ও যাওয়া হবে না। ঃ-(
  • TGKaju | 131.242.160.180 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪১531197
  • হুম বড় কন্যে ছিলেন দেখলাম তো, আপনি ছিলেন না সে বুঝতে পারিনি। অন্য কেউ বলতে এখানে যাঁরা আমাকে সামনে পেলে জ্যান্ত ফেরাবেন না, তাঁদের কেউ ছিলেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন