এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫৭৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Siddhartha | 24.96.110.119 | ১৭ জানুয়ারি ২০১৩ ১০:৫০530898
  • যাহ, কলকাতায় থেকেও মিস করে গেলাম :(
  • কেলো | 59.136.95.159 | ১৭ জানুয়ারি ২০১৩ ১০:৫৭530899
  • সোসেন্দিও কুমুদির মতই একজন গেরেট সাইনটিস, স্থিতধী-গোম্ভীর, টেকনিকালি পার্ফেক্ট, ঠিক একজন পোকিতো গুরুর যেমন্টি হওয়া উচিত।

    না না, এমনি এমনি বলছি না, সোসেন্দির আঁকা কুমুদির ড্রইংটির পুঙ্খানুপুঙ্খ বৈগ্গানিক বিশ্লেষনের মাধ্যমে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি -


    ............................................................................................
    সুমেরুদা কি বুকমার্কের কপিতা কপি করার ধান্দা করছিলেন নাকি??
    আরে, ওগুলো থোড়াই আমার স্বরচিত কবিতা। ওগুলো সব কপিকৃত। আর বুকমার্কগুলোও আমার বানানো নয়কো। 'আমরা' র বানানো। আমরা তো ক্যালেন্ডার আর বুকমার্ক বেচে। আমি শিগ্গিরি গুরুচন্ডা৯ ছেড়ে আমরায় যোগ দেব তো! তাই আমরা র হয়ে কিছু কিছু ক্যানভাসিং প্র্যাকটিস্ করছিলুম---- আর সুমেরুদা ভাবলেন কিনা কবিতা লিখে-বুকমার্ক বানিয়ে আমি.......
    সব কৌশিক কি কাজুদা নাকি? আমাকে থার্ড ডিগ্রী দিলেও আমার বাটালি দিয়ে একটিও কবিতা বেরুবে না। আর, টুকতেই চান তো বুকমার্ক কেন! আমি সুমেরুদাকে ১০০আশি ডিগ্রী দিতে পারি।
  • sumeru | 127.194.85.23 | ১৭ জানুয়ারি ২০১৩ ১১:৪৪530900
  • থার্ড ডিগ্রি আর বাটালি কেস তো আমারো, কিন্তু মন তো মানে না। স্টলের সামনে চাদর ঝুলিয়ে আকাশের দিকে মুখ করে দাঁড়াব, আহা আমার কতদিনের স্বপ্ন! কঁধের ঝোলা থেকে নীলকন্ঠের ইস্টাইলে ঢকঢক।
    কয়েক গোছা বুকমার্ক থেকে একটা দুটো অখাম্বা বই নমাতে পারব না? আহা, নামে দু' চিমটি যৌনতার কোল্ডক্রিম।

    ওয়ার্ড বদলাতে গেলে বুঝি এখানেও ডাক্তারের পর্মিশন লাগে? না, দিদির?

    -----
    ফোর্জির দির সিক্রেট্টা এইমাত্তোর পিএন্পিসি করে তুল্লাম। বলব না। বলব না।
  • Kaju | 131.242.160.180 | ১৭ জানুয়ারি ২০১৩ ১১:৪৭530901
  • কাজুদা নয়, এটা ফরিদা হবে। পিন্টিং মিস্টেক।

    বলি খুব যে আমাকে এত বলছেন, যেটা কিনলেন এত দাম দিয়ে, গেছিলেন ৩৯ পাতায় ওপর থেকে নিচে? এরা একটা গোটা পাতা আমায় দিয়েচে, হেব্বি খুশি হইচি। ☺
  • siki | 132.177.254.217 | ১৭ জানুয়ারি ২০১৩ ২৩:৫২530902






  • achintyarup | 69.93.246.30 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৩:২২530903
  • সত্যি কথা বলতে কি, আমারও গুটি তিনেক পাকা চুল আছে।

    ফোর্জি জাপানি বুঝি? আবার তাই কুন্ডু স্পেশাল?
  • kumu | 132.160.159.184 | ১৮ জানুয়ারি ২০১৩ ১২:০৬530904
  • আরে,এমন মচৎকার,অনবদ্য,অসাধারণ কুমু কার্টুন আমি গতকাল দেখি নি কেন?
    সোসেন ও কেলো দুজনকেই অনেক অনেক ভালবাসা শুভেচ্ছা,থাংকু আর দুধ্পুলি।
  • | 24.97.27.186 | ১৮ জানুয়ারি ২০১৩ ২০:৫৫530905
  • আচ্ছা কুমুর কপালে কি ঘাসফুল ফুটেছে?
  • 4z | 132.163.46.2 | ১৮ জানুয়ারি ২০১৩ ২১:৪৭530906
  • বোঝো!!
  • কেলো | 59.136.149.229 | ২০ জানুয়ারি ২০১৩ ০০:১৪530908
  • আজ আমার চাকরীটি গেছে। তাই নতুন করে টেকনিক্যালি কারেক্ট একটা আবেদন লিখে ফেলা যাক -
    ____________________________________________________________

    এক কর্মপ্রার্থীর আবেদন-
    .............................

    আমি এমন কোন ক্ষুদ্র-পত্রিকাগোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে চাই....

    যে পত্রিকার সম্পাদক মন্ডলী আমাকে দিয়ে প্রিন্টারের কাছে পান্ডুলিপি পাঠানোর আগে ব্ল্যাঙ্ক চেক পাঠাবেন।

    যাঁদের সম্পাদকমন্ডলী আমার কাছে ছাপার অগ্রগতির খবর নেবার আগে প্রিন্টারের শারীরিক/পারিবারিক কুশল সংবাদ শুনতে চাইবেন।

    যে পত্রিকা আমাকে দিয়ে তাদের অসুস্থ প্রিন্টারকে ভরসা যোগাবে এই বলে - যতদিন না আপনি সুস্থ হন ততদিন আমাদের পত্রিকা বের হবে না। তা, সে এ বইমেলাই হোক বা পরের বইমেলা, বা তারও পরের বইমেলা বা তারও পরের... । আমাদের কাছে আমাদের প্রতিটি লেখক, পাঠক, প্রকাশনাকর্মীর শারীরিক সুস্থতা ও মানসিক শান্তি এবং সর্বাঙ্গীন সমৃদ্ধিই অগ্রগন্য …. 'সাহিত্য' নয়।
    _____________________________________________________________

    হাসছেন ??? জানেন এই বানিজ্যিক জগতে এরকমটি কিছুতেই পাব না? যা পাব সবই ছাতার চাগ্রী?

    সত্যিই এতদিন পাই নি, যা পেয়েছি সবই ছাতার। তা বলে হারব না কিছুতেই... আমার খোঁজ জারী থাকবে...

    বলতে পারেন এ আমার পাগলামী। :)
  • pi | 127.194.0.209 | ২০ জানুয়ারি ২০১৩ ২০:০৫530909
  • ঃ)

    বইমেলার সময়ে কে কে স্টলে একটু সময় দিতে পারবে(ন)? মেইল ক'রে দিলেও হবে।
  • I | 24.99.174.113 | ২০ জানুয়ারি ২০১৩ ২০:৪০530910
  • আমি ২৬-২৭ আসবো। তারপর পারবো না।
  • Abhyu | 107.89.17.57 | ২০ জানুয়ারি ২০১৩ ২১:১৪530911
  • আমি পারবো না, একেবারেই না। আগের থেকে জানিয়ে দিলাম।
  • কেলো | 111.210.155.48 | ২১ জানুয়ারি ২০১৩ ০৩:১০530912
  • গুরুচন্ডা৯ তে শুনলাম বাঘা বাঘা ব্যাতিক্রমী পত্রিকার সম্পাদককুল পায়চারী করেন।

    সেই ভরসায় কবে থেকে একখানি চাকুরী চাই বিজ্ঞাপন দিয়ে বসে আছি। কিন্তু কোথায় কি! কেউ বুক ঠুকে আমাকে রিক্রুট করতে চায় না।

    এটাই সার বুঝলাম সব্বাই বড়জোর ১০০ঊনআশি ডিগ্রী ঊনষাঠ মিনিট উনষাঠ সেকেন্ড....এই বানিজ্যিক দুনিয়ার প্রকৃত ১০০আশি ডিগ্রী কেউ নয়কো।

    যাই..অন্য কোথাও খুঁজে দেখি....
  • achintyarup | 69.93.242.110 | ২১ জানুয়ারি ২০১৩ ০৪:২৪530913
  • আমি পারব ন্না ন্না ন্না
  • kumu | 132.160.159.184 | ২১ জানুয়ারি ২০১৩ ১১:৪৬530914
  • আমিও পারব না।
    গতবার পনেরো মিনিটের জন্য স্টলের সামনে দাঁড়াতে পেরেছিলাম।
  • raatri | 24.96.39.47 | ২১ জানুয়ারি ২০১৩ ১২:০৪530915
  • আমি রোজই যাবো ভাবছি,ছুটি নেবার প্ল্যান আছে কিনা।তবে উইকডেতে বিকেল ৫টা অবধি থাকতে পারব।
  • গান্ধী | 213.110.247.221 | ২১ জানুয়ারি ২০১৩ ১২:৩৪530916
  • ২৬-২৭ যাব। কিছুক্ষণ সময় দিতে পারব
  • Kaju | 131.242.160.180 | ২১ জানুয়ারি ২০১৩ ১৩:৪৬530917
  • ২৬শে উদ্বোধন, ২৭-২৯ নাকি খোলা থাকবে, কিন্তু বইটই মিলবে না। ৩০ শে ঠিক করে শুরু হবে, এরম নাকি? কাল কাগোচে পড়লুম।
  • siki | 132.177.19.181 | ২১ জানুয়ারি ২০১৩ ১৪:৪৪530919
  • মার্চ মাসে চার পাঁচ দিনের জন্য কলকাতা থেকে কেউ দিল্লি আসতে পারবে না? বড় লোকবল কম হয়ে যাচ্ছে আমাদের!
  • kumu | 132.160.159.184 | ২১ জানুয়ারি ২০১৩ ১৪:৪৮530920
  • সিকি,রোজ সকালে বইপত্র বয়ে এনে সাজাতে হবে তো?না রাত্রে দোকান অম্নি সাজানোই থাকে?

    ঠিক মনে পড়চে না,গতবার কী হয়েচিল।
  • শ্রাবণী | 127.239.15.101 | ২১ জানুয়ারি ২০১৩ ১৫:০৬530921
  • সাজানো ছিলনা, ব্যাগে রাখা ছিল, চাবি ছিলনা। আমি যেদিন সকালে গেছিলাম, ব্যাগ থেকে বার করে সাজিয়ে ছিলাম।
    প্রথম দিন শমীক ( সুমন অনির্বাণ?) কোথাও থেকে নিয়ে আসে।
    দিল্লীতে উইক ডেজে খুব ভীড় হবে কি? উইকএন্ডে তো ফুল স্ট্রেন্থ, সবাই মোটামুটি থাকবে। উইকডেজে অন্তত দুজন করে দরকার।
    আমি কুমুদি সুমন নেতাই চারদিন থাকব, বাকিরা কে কবে পারছে সেটা দেখে নাও।
    আমার এমনিতে অসুবিধে নেই একদিন ছুটি নিতে হবে, সাত বলেছিলাম তবে অন্যদিন হলেও পারে। সবাই নিজেদের দিনটা বললে যেদিন কেউ পারবেনা সেদিন আমি চলে যাব।
  • siki | 132.177.19.181 | ২১ জানুয়ারি ২০১৩ ১৫:৪৩530922
  • বইয়ের জিম্মাদারি কালীবাড়ি কর্তৃপক্ষের। আমি বোধ হয় একটা সুটকেস নিয়ে গিয়ে রেখেছিলাম। বই সমস্ত ওখানেই থাকে। শেষদিন বইয়ের হিসেব সিকিওরিটিকে জানিয়ে সুটকেস নিয়ে বেরিয়ে আসা হয়েছিল।

    দ্যাখো, উইকডে-তে হয় তো দিনের বেলা ভিড় হবে না। কিন্তু সন্ধ্যের দিকে তো হবেই। অনেক বাঙালি যায় কালীবাড়িতে। নিউ দিল্লি এলাকা হল সমস্ত সরকারি অফিসপাড়া। পাশেই করোল বাগ, দুদিক থেকেই অনেক লোক আসে বিকেলের পরে। অবশ্যই উইকেন্ডের মত ভিড় হয় না। আর মন্দির মার্গ, গোল মার্কেট এলাকাতেও অনেক বাঙালির বাস। আশেপাশে সমস্ত গভর্নমেন্ট কোয়ার্টারে ঝাঁকে ঝাঁকে বাঙালি থাকে। মেলা চলে দুটো থেকে আটটা। অন্তত সাড়ে পাঁচটা থেকে আটটা দুজন করে লোক দরকার হবেই। নইলে একা হাতে হাঁকডাক করা, ক্রেতাদের সাথে কথা বলা, বইয়ের ওপর নজর রাখা, বিল কাটা, ক্যাশ সামলানো, সম্ভব হবে না। কেউই একা পারবে না। অন্তত দুজন চাই। প্রতিদিন। বিকেলের পরে।

    রোহন কুদ্দুস আসছে, আর আমার বন্ধু সৌরাংশু আসছে, তবে তারা আলাদা স্টলে বসবে। তাদের বই নিয়ে। সৌরাংশুর সাথে কথা হয়েছে, সে চেষ্টা করবে
  • siki | 132.177.19.181 | ২১ জানুয়ারি ২০১৩ ১৫:৫১530923
  • নেতাই, ফরিদা, স্বাগতা (নীপা), পটাশম্যাম, আর শ্রাবণী একদিন করে উইকডে-তে থাকতে পারবে/ন বলে জানিয়েছে/ন। স্বাগতা প্রেফারেবলি যেদিন পম্যা থাকবেন, সেদিনই থাকবে বলে জানিয়েছে।

    মঙ্গল, বুধ, বেস্পতি, শুক্র, চারটে উইকডে আমাদের সামলাতে হবে। প্রতিদিন দুজন করে আটটা নাম দরকার। দুপুরে একজন এল, দোকান খুলল, সন্ধ্যের মুখে আরেকজনকে জয়েন করতে হবে।

    নিয়ারেস্ট মেট্রো স্টেশন রামকৃষ্ণ আশ্রম, করোল বাগ -- ব্লু লাইনে। অথবা, রাজীব চক।
  • ব্যাং | 132.167.246.176 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:০৩530924
  • সিকি, এ কেমন একচোখোমি!! শুধু কোলকাতা থেকেই মহামানবদের দিল্লি আসার নেমন্তন্ন। যারা কোলকাতা-দিল্লিতে থাকার মতন কপাল করে জন্মায় নি, তাদের দিল্লির দোকানে বসার নেমন্তন্ন নাই??
  • siki | 132.177.183.239 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:২২530925
  • এক্সট্রিমলি সরি! আসলে লুরুর মানুষজন তো আবার দিল্লির থেকেও বেশি ব্যস্ত, তাই ভাবি নি :)

    মডিফাই করে দেব ওপরের রিকো-টা?
  • nina | 79.141.168.137 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:২৭530926
  • সিকি
    তুই কি দিল্লীতে এখন? আমার যে কি ইচ্ছে গুরুর স্টলে বসার--কবে যে হবে ঃ-(((
    কিন্তু হবেই হবে কোনো একদিন----
  • ব্যাং | 132.167.246.176 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:৩০530927
  • নাঃ এখন আর মডিফাই করে কী লাভ! শুধু জেনে রাখলাম যে আমাদের মনিষ্যি বলেও জ্ঞান করিস না।
  • I | 24.99.154.171 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:৩৪530928
  • কলকাতা বইমেলাতে বই বেচাকেনা কবে থেকে শুরু হবে? কেউ সঠিক জানেন?
  • শ্রাবণী | 69.94.104.83 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:৪৪530930
  • ব্যাং, দিল্লীতে আমরাও থাকি..................নেমন্তন্ন রইল স্টলে বসার ও আমার বাড়িতে থাকার!
    আমি তো পারলে আরো ছুটি নিতাম রাত্তিরের মতন কিন্তু তার কদিন আগেই কেরালা থেকে ফিরব তাই মুশকিল হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন