এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • janoika gurubhaginee | 122.178.229.83 | ৩১ মার্চ ২০১২ ০০:২৬533859
  • শ্রীজাতর কবিতার একটি লাইন আছে - ছ্যাঁকা যে কেমন লাগে সবাই তা জানে।

    তুষারপাতে তিনদিন ধরে হোটেলের ঘরে আটকে থাকতে পুঁচকি ছানার কেমন লেগেছিল তা আন্দাজ করতে পুঁচকি ছানাদের মাসি-পিসিদের আর যাই হোক কল্পনাশক্তির আশ্রয় নিতে হয় না, প্রকৃতি এমনিই বিনামূল্যে পুঁচকি ছানাদের মাসিপিসিদের ঐ বোধটি দিয়ে থাকেন। দু:খের বিষয় পুঁচকি ছানাদের মামা-কাকাদের দেন না, এমনকি বাবাকেও না। বরং পুঁচকি ছানাদের বাবাদেরই কল্পনাশক্তির পক্ষীরাজকে জিন লাগিয়ে গালাগালি-চীৎকারকে ভীতসন্ত্রস্ত আর্তনাদের ট্যাগ লাগাতে হয়।
  • ppn | 112.133.206.22 | ৩১ মার্চ ২০১২ ০০:৩১533860
  • ব্যাং বাংলাটা বেড়ে লেখে কিন্তু, জেনু রেগে গেলে। :))
  • ppn | 112.133.206.22 | ৩১ মার্চ ২০১২ ০০:৩৯533861
  • তা সত্যের খাতিরে জানাতেই হয় পুঁচকে হিমাচলের অ্যালবাম দেখে আবার কবে স্নো হাউজ যাবে প্রায়ই জিগ্যেস করে। আগেরবারের বানানো স্নো-ম্যানটাতে অনেক খুঁত থেকে গেছিল কিনা!

    তা বলতে নেই, আমাদের পরিবারের সবাই মোটামুটি বেড়াতে যাবার নামে ডরায় না। নেহাত স্কুলের অ্যানুয়াল ডে পড়ে গেল বলে হল না, নইলে এখন তাদের কোভালামে গিয়ে গায়ে ফোস্কা পড়ানোর কথা। :)
  • ppn | 112.133.206.22 | ৩১ মার্চ ২০১২ ০০:৪১533862
  • সেই শুনেও জনৈক মাসি/পিসি আঁতকে উঠেছিল থুড়ি রেগে গেছিল। :)
  • aranya | 144.160.226.53 | ৩১ মার্চ ২০১২ ০০:৫৪533863
  • চড়াই ভাঙবার জন্য হিলতোলা জুতো :-)
  • rimi | 75.76.118.96 | ৩১ মার্চ ২০১২ ০২:১৮533864
  • ভীতু ছেলেদের গপ্পের টইটা এখনো নেই রে। কেউ যদি বানিয়ে দেয় চুটিয়ে লিখব :-))
    তবে প্পন এমন চটে যায় গরু রচনা দেখলে, একদম টোটাল এনটার্টেইনমেন্ট। আর আকাকে দেখ ব্যাং, উৎসাহের চোটে সেমসাইড করল। এইরকম লেজবিশিষ্টচারপেয়েমাফিক কাজকম্মো দেখেও যদি কলম থেকে গরু রচনা না বেরোয়, তাহলে আমাকেই ধিক!!!!!

    ও অরন্যদা, চড়াই ভাঙা হবে সেইটা না জেনেই বেরিয়েছিলাম, তাই পায়ে হিল জুতো ছিল সেদিন। চড়াই ভাঙতে হবে অথচ পায়ে হিলজুতো বলে দলের অন্য মেয়েটি সেদিন হোটেলে ফিরে গেছিল। আমি যে সাহস করে হিল পরেই পাহাড় ভেঙে এলাম, তার জন্যে নিজেকে ১০০তে ১০০ দিচ্ছি।

    আর হ্যাঁ, মনে পড়ে গেল, সেই বিখ্যাত ট্রিপে আরেক গুরুভ্রাতা ছিলেন (আকা নয়), তিনি কোলাপুরি চটি পরে চড়াই ভেঙেছিলেন। তার উপরে সেই চটিতে আবার একটা পেরেক উঠেছিল। শেষ কয়েকমাইল তিনি খুঁড়িয়ে হেঁটেছিলেন। :-))
  • nk | 151.141.84.221 | ৩১ মার্চ ২০১২ ০২:২০533865
  • রিমি,
    :-)
    :-))
    :-)))
  • aranya | 144.160.226.53 | ৩১ মার্চ ২০১২ ০৪:৪৩533866
  • আমি আসলে রিমি-র কথা ভেবে হাসি নি। ওটা একটা সস্নেহ হাসির স্মাইলি, অন্য একটি চেনা মেয়ের কথা ভেবে। সে মোটেই হাঁটতে পছন্দ করত না, সর্বত্র হিল তোলা জুতো পড়ে যেত, কিন্তু স্পিরিট ছিল খুব, পথে চড়াই/উৎরাই পড়লে (আমার বেড়ানোর উৎসাহে তেমন মাঝেমাঝেই পড়ত) অম্লানবদনে হিল পড়েই ম্যানেজ করে দিত।
    রিমি-কে ইন ফ্যক্ট আমি বেশ শ্রদ্ধা করি - কাউচ টু ৫ কে দৌড়বে বলে + আকাকে সত্যের পথে (স্বাস্থ্যকর খাবার/এক্সারসাইজ ই:) এনেছে বলে। এই গপ্পে হিল পড়েও চড়াই ভাঙার অদম্য জেদের জন্য আমার খাতাতেও ১০০/১০০ পেল।
    কোলাপুরী চটি পড়া গুরুভাইয়ের নামটা জানতে চাই, যাতে তাকেও ১০০/১০০ দিতে পারি, শুধু মেয়েদের ঢেলে মার্কস দিলে ভগোমান পাপ দেবেন :-)
  • aranya | 144.160.226.53 | ৩১ মার্চ ২০১২ ০৭:৫৭533867
  • * হিল/জুতো পড়া নয়, পরা
    বানামের কোন মা-বাপ নাই :-(
  • janoika maasipisi | 122.172.250.89 | ৩১ মার্চ ২০১২ ০৯:২৮533748
  • কতই রঙ্গ দেখি টইয়ের পাতায়।
    গরুর রচনার কী ভয় রে বাবা! এরপর বলবে -
    কালিদাস (যে বিশেষ জাতির প্রতিনিধি হিসেবে) যে গাছের ডালটিতে বসেছিলেন সেই ডালটি কেটে ফেলার ঘটনাটি দেখেও কালিদাসের ছানাপোনার জনৈক মাসি/পিসি আঁৎকে ওঠার অধিকার নেই। নির্বোধদের জন্য জনৈক মাসি/পিসিদের মায়া-মমতা থাকতে নেই।
    জনৈক মাসি/পিসিদের ভয় কি আর নিজেদের জন্য? জনৈক মাসি/পিসিরা ডাবের ঘায়ে বাঘের মুন্ডু ফাটায়, গলার জোরে ভাল্লুক তাড়ায়, আর বুদ্ধিমান বিশিষ্টরা তাই দেখে বলে জনৈক মাসি/পিসিরা ভয় পেয়ে বাঘ-ভাল্লুক তাড়ায়, তারা এতই নিষ্পাপ-অবোধ যে বোঝে না কাদের জন্য মাসি/পিসিদের ব্যস্তসমস্ত (উল্টাবুঝিলিরামদের ভাষায় অবিশ্যি ""ভীতসন্ত্রস্ত'') হয়ে বাঘ-ভাল্লুক তাড়াতে হয়। এমনকি জনৈক মাসি/পিসিরা যদি ছানাপোনাদের বলে ""শুয়ে পড়, নয়তো গব্বর আসবে'' তারও অর্থ নাকি জনৈক মাসি/পিসিরা গব্বরকে ভয় পায়!! গব্বরকে ব্যবহার করে ভয় দেখিয়ে নিজেদের কার্যসিদ্ধি করে, সেটুকু বোঝার ক্ষমতাও যাদের নেই, তাদের আর কী বলা যায়!!!! :-))
  • ppn | 112.133.206.22 | ৩১ মার্চ ২০১২ ১১:০৪533749
  • বাব্বা, কী প্রাণান্তকর প্রচেষ্টা! বাংলার মাসিপিসিদের জন্য একটা কমিক্স স্ট্রিপের অর্ডার দিতেই হবে। নহিলে প্রচার সর্বত্রগামী হইতেছে না। :)
  • d | 14.96.148.137 | ৩১ মার্চ ২০১২ ১১:৪০533750
  • রিমি সেই ভদ্দরলোকের ওটা কোলাপুরি ছিল না হাওয়াই চটি?

    অজ্জিত সেই ঋকের কোন্‌ ছোট্টবেলা থেকে ঘুরে বেড়াচ্ছে। ঋতিবুড়ীও তো সেই কোথায় গিয়ে যেন অনেকটা হাঁটল, 'কে পটি করেছে? ইক পটি করেছে' বলতে বলতে। অজ্জিতই লিখেছিল। আর বাচ্চারা সাধারণত বরফ খুব ভালবাসে (অবিশ্যি আমি বুড়িও খুব ভালবাসি)।

  • d | 14.96.148.137 | ৩১ মার্চ ২০১২ ১১:৪৪533751
  • কিন্তু যা বুঝলাম, এই বাংরিপোসি জায়গাটা বেড়ানোর পক্ষে তেমন আহামরি কিছু নয়।
  • siki | 122.177.58.73 | ৩১ মার্চ ২০১২ ১৪:৪০533752
  • রিমি আমাকে দ্যাখে নাই। বোঝা যাচ্ছে।
  • kumu | 122.160.159.184 | ৩১ মার্চ ২০১২ ১৪:৫০533753
  • বাংরিপোসির গল্পটা এদের ক্যালোরব্যালোরের জন্য এগোতে পাচ্চে না।

    অ চিন্টুবাবু,এখনো ঘুম ভাঙে নি? ওঠো না!লুচিটুচি পরে খেও,আগে লেখো দিকি!
  • achintyarup | 141.0.11.49 | ৩১ মার্চ ২০১২ ২১:৩১533754
  • ও কুমুদিদি, ধরে নাও এই লেখাটা সেস হয়ে গেছে।
  • byaang | 122.172.249.91 | ৩১ মার্চ ২০১২ ২১:৩৩533755
  • কুমুদিদি মোটেই এরম কিছু ধরে নেবে না। তোকে লিখতেই হবে।
  • aka | 75.76.118.96 | ৩১ মার্চ ২০১২ ২১:৪৮533756
  • অচিন্টি এই বাংলার মাসি পিসিদের গরুর রচনায় কান না দিয়ে চালাও দিকি। এরা পোলাপান হলে এতক্ষণ জলপান করে ফেলতাম।
  • byaang | 122.172.249.91 | ৩১ মার্চ ২০১২ ২১:৫৭533757
  • ছ্যা: সেমসাইড করে আবার বড় বড় কথা!
  • sda | 117.194.202.192 | ৩১ মার্চ ২০১২ ২২:১৩533759
  • যাক, বইমেলায় প্রশ্নটা ঠিকঠাক লোককেই করেছিলাম !
  • Nina | 69.141.168.183 | ৩১ মার্চ ২০১২ ২৩:২২533760
  • চিন্টুবাবু
    বল্লেই হল--সেস হয়ে গেছে ?! আমি পোষ্কার দেখতে পাচ্ছি হয় নাই হয় নাই --ন্যাও সেস কর--
    উমকি গেল কই?

    (হিহি কুমু--ক্যালোরব্যালোর বেশ বলেচ--তবে বেশ কতা কয় মেয়েগুলো--ভাল্লাগে :D )
  • achintyarup | 59.93.240.46 | ০১ এপ্রিল ২০১২ ০১:২০533761
  • আরে ছি ছি ছি ছি! আমার পোস্টটা পড়ে মনে হচ্ছে যেন আমি নিদারুণ সেণ্টুতে ভুগতে ভুগতে মাঝপথে লেখা থামিয়ে দিয়েছি। তা মোটেই নয়। গতকাল বিকেলে সুকন্যার সঙ্গে অফলাইনে কথাবার্তা বলে আগেই আমরা ঠিক করে নিয়েছিলাম তো, ওই ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে লেখা শেষ করে দেওয়া হবে। কারণ, ওই জায়গাটা খুব সুন্দর লেখা হয়েছে এবং তার পরের দিনের কথা আমাদের দুজনেরই প্রায় কিছু মনে নেই। শুধু একবার পাহাড়ে গিয়ে ওঠা ছাড়া।

    আর ক্যালোরব্যালোরের কথা যদি বল, তাহলে জানাই ওইটের জন্যই আমি গুরুর টইয়ে লিখতে এত ভালবাসি। এত পাঠকের এত রকম বক্তব্য লেখায় অন্য একটা ইয়ে যোগ করে বলে আমার মনে হয় এবং সেইটেই আমার খুব ভাল লাগে। আমার ওই ধরে নাও লেখা সেস -- এই কথাটা লেখাই কাল হয়েছে। (অবশ্য আমারও এখন পোস্টটা পড়ে চোখ-ছলোছলো সেণ্টু মার্কাই মনে হচ্ছে। এই জন্যই টেলিফোং থেকে পোস্ট করা খারাপ। বাংলাও দেখা যায় না আর অর্ধেক মন থাকে টাইপ করার দিকে। কি লিখছি সেটাই সব সময় খেয়াল হয় না।)

    আশা করি আরও ক্যালোরব্যালোর চলবে। আমি মন্তব্য না করলেও মন দিয়ে সক্কলের পোস্ট পড়ছিলাম কিন্তু।

    আর, সেণ্টু খেয়ে লেখা বন্ধ করার বান্দা আমি মোট্টেই নই। বাংলা সাহিত্যের কোনো রকম ক্ষতি কেউ যাতে না করতে পারে সেদিকে আমার সর্বদা সজাগ দৃষ্টি, হুঁ।

    (বাংরিপোসির ছবিগুলো স্ক্যান করে আপলোড করার ইচ্ছে রয়েছে। কবে হয় দেখি।)
  • lcm | 69.236.169.38 | ০১ এপ্রিল ২০১২ ০২:০৬533762
  • হেব্বি শেষ হয়েছে। অডিয়েন্স বুঝতেই পারে নি কখন শেষ হল, মৃনাল সেনের সিনেমার মতন।
  • Nina | 69.141.168.183 | ০১ এপ্রিল ২০১২ ০২:২৭533763
  • :-) থামতে জানার আর্ট! তা ব্রেশ তা ব্রেশ---
    গ্রান্টেড।
    তাহলে এবার অন্য আর একটা হোক--যুগলবন্দীটা খুব ভাল লাগছে যে --প্লিজ--

    (lcm হে হে ঠিক ঠিক তাই বটে)
  • achintyarup | 59.93.240.46 | ০১ এপ্রিল ২০১২ ০৪:১৮533764
  • :-))))
  • byaang | 122.178.211.221 | ০১ এপ্রিল ২০১২ ০৫:৫৬533765
  • তবে আমি কিন্তু নিদারুণ সেন্টু খেয়ে ক্যালোরব্যালোর করা বন্ধ কল্লুম।

    দি এন্ড।
  • nk | 151.141.84.221 | ০১ এপ্রিল ২০১২ ০৬:১৫533766
  • ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ।
    ইতি-অডিয়েন্স

    :-)
  • aka | 75.76.118.96 | ০১ এপ্রিল ২০১২ ০৭:৩৮533767
  • হাহাহাহাহাহা

    এইটা দিব্য হয়েছে।

    মনে পড়ে গেল। সেবারে দিল্লিতে বার্তোলুচির ফিল্ম ফেস্ট হচ্ছে। কি জানি একটা আনতেল সিনেমা দেখতে গেছি- মাইরি নামটা ভুলে গেছি। তো প্রথম এক মিনিট কোন শব্দ নেই, তারপরে পাচ মিনিট কোন শব্দ নেই, একটু উশখুশ, চাপা গুনজন, প্রায় সাত মিনিট কোনো শব্দ নেই। দিল্লির সিরি ফোর্টের রীতিমতন পনিটেল বান্ধা আনতেলরা এবারে - শালা শব্দ দিবি না চেয়ার ভাঙ্গব মোডে - চেয়ার। বাজাতে শুরু করেছে। আরও প্রায় এক মিনিট বাদে নায়ক কান থেকে হেডফোন খুলল, সেই শব্দও শুরু হল।

    সেই দেখেছিলাম শুরু করার আর্ট আর এই দেখলাম শেষ করার আর্ট।

    ঘ্যাম হইছে। :)
  • siki | 122.177.58.73 | ০১ এপ্রিল ২০১২ ০৯:৪০533768
  • সুকন্যাদিদি ব্যক্তিটিকে আমি অফলাইনে হুমকি দেব ঠিক্করলাম।
  • ranjan roy | 122.168.20.111 | ০১ এপ্রিল ২০১২ ০৯:৫০533770
  • ডিডিকে,

    তিনটে মাতাল, একটা দাঁতাল বাংরিপোসির বনের কাছে,
    তিনটে মাতাল, একটা দাঁতাল চাঁদনিরাতে থমকে আছে।
    এইখানে ঠিক ধূমকি জ্বলে-উপন্যাসের সম্ভাবনা?
    এইখানেতে চুপকথারা?-- এর চে' আগে আর যাব না।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন