এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লক্ষণ শেঠ: একটি নির্মহ ব

    tatin
    অন্যান্য | ১৭ মার্চ ২০১২ | ৪৮৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 117.197.74.149 | ১৭ মার্চ ২০১২ ২৩:৪৮534094
  • দক্ষিণপূর্ব এশিয়ার বামপন্থী আন্দোলনে কমরেড লক্ষণ শেঠ বা সমখ্যাত (যথা মজিদ মাস্টার, সুশান্ত ঘোষ) সিপিআইএম নেতাদের অবদান নিয়ে নির্মোহ আলোচনা হউক
  • ppn | 112.133.206.22 | ১৮ মার্চ ২০১২ ০০:০০534105
  • দক্ষিণ পূর্ব এশিয়া তো আশিয়ান কাϾট্রজ।
  • tatin | 117.197.74.149 | ১৮ মার্চ ২০১২ ০০:১২534116
  • তাইলে মনে হয় দক্ষিণ এশিয়া হবে- মানে হাল্কা করে আন্তর্জাতিক আস্পেক্টেও বিচার করতে বলছি
  • ranjan roy | 14.97.99.90 | ১৮ মার্চ ২০১২ ০০:৪৯534127
  • কমরেডস্‌,
    উপরোক্ত তিনব্যক্তির পরিপ্রেক্ষিতে দক্ষিণ -এশিয়ার- কমিউনিস্ট- আন্দোলনে "" অবদান'' শব্দটি অ্যানাক্রনিজম্‌, ইহা আমার ব্যক্তিগত মত।
  • AB | 98.222.53.71 | ১৮ মার্চ ২০১২ ০২:০৭534138
  • কমরেড শেঠের গ্রেপ্তারি ও হাজতবাসে হলদিয়ার শিশু সমাজতন্ত্র ধাক্কা খেল। কিন্তু মানুষ পাশে আছে।
  • AB | 98.222.53.71 | ১৮ মার্চ ২০১২ ০২:১০534149
  • প্রসঙ্গত উল্লেখ্য যে মার্ক্সিয় তঙ্কেÄর কাঠামোর মধ্যে কমরেড শেঠের "লাভ দাই নেবার' উপতঙ্কেÄর প্রয়োগ ও পূনর্তঙ্কÄ¡য়ন ছিল দেখার মত।
  • Siddhartha | 131.104.241.62 | ১৮ মার্চ ২০১২ ০২:২৪534160
  • শেঠবাবু ইলেভেন্থ কমান্ডমেন্ট এনেছিলেন-` দাউ শ্যাল্ট রেসপেক্ট দাই এল সি`
  • SC | 96.235.41.90 | ১৮ মার্চ ২০১২ ০২:৫২534171
  • ওনার সম্বন্ধে আমার মতো লোক আর আলাদা করে কি বলবে। এক মহাপুরুষকে কোট করে বলি, "ওনার শ্রেণীটা তো ভালো"। :)
  • tatin | 117.197.68.185 | ১৮ মার্চ ২০১২ ০৮:১৫534182
  • আমার ব্যক্তিগত ধারণা, এরকম লোকের মধ্যেও কেউ কেউ অপরাধ ইত্যাদি যা করেন, সেগুলো নিজের পাতি লাভক্ষতির জন্য নয় বরং দলীয় স্বার্থ দেখতেই। সে হিসেবে দেখলে মজিদ মাস্টারের মতন লোকরা দলের নীলকন্ঠ। অমৃত অখন বুদ্ধবাবুদের, বিষের ভাঁড় এনাদের
  • Siddhartha | 131.104.241.62 | ১৮ মার্চ ২০১২ ০৮:৩৮534095
  • মজিদ এবং লক্ষণের মধ্যে তফাত আছে। মজিদ মাস্টারকে এভাবে অপমান করাটা হয়ত ঠিক না। বলব বলব ভাবছিলাম, তার আগেই তাতিন বাবু বলে দিলেন
  • SC | 96.235.41.90 | ১৮ মার্চ ২০১২ ০৮:৪১534096
  • তাতিন, সকলে নয়। লক্ষণবাবু তো বিরাট সাম্রাজ্য বিস্তার করেছিলেন, ব্যাক্তিগত সম্পপত্তি, জীবনযাত্রা নিয়েও অনেক প্রশ্ন ইত্যাদি।
    মজিদ মাস্টারের ব্যাপারে বিশদে জানিনা। এবার এখানে দুটো পরস্পরবিরোধী থিওরি আছে। একটা, যেটা তুমি দিলে। কারুর কারুর জন্য সত্যি। এবং অনেক ক্ষেত্রেই ব্যাক্তিগত স্বার্থ আর পার্টির স্বার্থ এক হয়ে যায়। অপরাধীরও নিজেকে বোঝানোর একটা লজিক থাকে, এবং লজিকটা হচ্ছে যে যা করছি, পার্টির স্বার্থে করছি, অবচেতনে সেটা হয়ত নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টা।

    আরেকটা থিওরি হচ্ছে, লক্ষণরাই যত নষ্টের গোঁড়া। পার্টির নীচের তলাটা পচে গেছিল। উপরের তলায় যারা, তারা তো ঘুষ খাচ্ছিলেন না, বুদ্ধ তো টাটার কাছে অনেক টাকা খেয়ে সুইস ব্যাঙ্কে লুকিয়েছে, এরাম মমতাও বলেনি। বুদ্ধ শিল্পায়ন করতে চেয়েছিলো, প: ব: র মানুষের ভালোর জন্যই, স্‌ৎ উদ্দেশ্য নিয়ে। কিন্তু একদম তৃণমুল স্তরে সেটাকে ইম্পলিমেন্ট করার ব্যাপারটাতে লক্ষণের মতো নেতারা নিজেদের মর্জি অনুয়ায়ী জোরজুলুম করেছে, উপরে বুদ্ধ না চাইতেও পার্টি তাকে রুখতে পারেনি। আবাপ সেরামই ইঙ্গিত করেছে।

    আমার ধারণা সত্যটা এই দুটো থিওরির মধ্যিখানে কোথাও।
  • Bratin | 117.194.97.61 | ১৮ মার্চ ২০১২ ১১:০২534097
  • এ কি , এই টই তে কমরেড রা কোথায় ?

    বিশেষ করে আমদের প্রিয় রাজদীপ। দীনেশ ত্রিবেদী কান্ডে তিনি অনেক সু-চিন্তিত মতামত দিলেন। লক্ষনের পাশে বিমান বাবু সমেত দলের দাঁড়ানো নিয়ে তঁর বক্তব্য শুনতে চাই। :-)))
  • Netai | 122.177.18.157 | ১৮ মার্চ ২০১২ ১১:৩৯534098
  • লক্ষণকে সিপিয়েমের অনেক আগেই বহিস্কার করা উচিৎ ছিল।
    সেটা যখন করা হয়নি তখন তো দলের লক্ষণের পাশে দাঁড়ানোর ই কথা।
  • PM | 86.96.160.43 | ১৮ মার্চ ২০১২ ১১:৪৪534099
  • আমিও নিতাই-এর লজিক এর সাথে একমত।
  • kc | 194.126.37.78 | ১৮ মার্চ ২০১২ ১২:০৩534100
  • বহিস্কার করতে হলে অনেক আগে, মানে জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনি বহিস্কার করা দরকার ছিল। তা হয়নি, উল্টে এই লোকগুলো কিন্তু মাওবাদী/নক্সাল/তিনোদের বেআইনি মস্তানি, মানুষ খুন করার রাজনীতিকে ওদেরই রাস্তায় ফাইট দিয়েছে। যেহেতু মাওবাদীদের মানুষ খুন করা বেআইনি, সেই একই কারনে এই প্রতিরোধও বেআইনি। কিন্তু এই প্রতিরোধে জন্যই কিন্তু অনেক জায়গায় ওদেরকে ঠেকিয়ে রাখা গিয়েছে।

    তাই সিপিএম পার্টিকে আইনি সহায়তা দেবার জন্য এদের পাশে দাঁড়াতে হবেই, না হলে ওইসব এলাকায় প্রায় যুদ্ধের পরিস্থিতিতে থাকা পার্টির লোকজনেরা সরে যাবে। একই সঙ্গে এইসব লোকদের রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করার কাজও চলবে। কারণ এই লোকেরা যা কাজ করেছেন সেগুলো আদতে বেআইনি।
  • PT | 203.110.243.21 | ১৮ মার্চ ২০১২ ১২:৩৯534101
  • লক্ষণের সঙ্গে দল দূরত্ব বাড়ায়নি? সম্প্রতি রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু দল থেকে কোন কারণে তাকে বহিষ্কার করা হবে?
  • dukhe | 117.194.228.10 | ১৮ মার্চ ২০১২ ১২:৫৩534102
  • দলের সম্পদ । বহিষ্কারের কথা ওঠে কীভাবে ? গোলাপফুল দিয়ে বরণ করা হোক ।
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ১৩:০৯534103
  • শুধু লক্ষণ একা কেন। সব পার্টির সব লেভেলেই কি দু/একটা লক্ষণ নেই? পার্টি বাদ দিয়ে যে দুনিয়া তাতেও কি নেই?
  • Bratin | 117.194.96.55 | ১৮ মার্চ ২০১২ ১৩:১০534104
  • PT দা 'সম্প্রতি'? যখন তার নামে হুলিয়া জারী করা হয়ে গেছে। পুলিশ খুঁজছে। তখন? :-)

    আর একে গুরুত্ব-পূর্ণ কমিটি তে নেওয়া হল না। কিন্তু পাশে পর্টি দাঁড়ালো।এটা কী দ্বিচারিতা নয় PT দা?

    এই রকম একজন অ্যান্টি -সোশ্যাল এলিমেন্ট কে যখন আপনার মতোন একজন লোক ডিফেন্ড করার চেষ্টা করে তখন বড় কষ্ট হয়। :-((

    কেসি, তোমার সাথে একদম একমত। ১০০%।
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১২ ১৩:২৮534106
  • ঐ যে একবার লিখেছিলাম - যিনি বোলপুরে পার্টি করেন আর যিনি সোনা গাছিতে জনসমর্থন জোগানোর চেষ্টা করেন - দুজনেই একই ভাবে কাজ করেন কিনা- সেই প্রশ্নটাই ফিরে আসছে আবার।

    মনে আছে সোদপুর স্টেশনের পাশের রাস্তায় ৭১-৭২ সালের কোন এক সময়ে সন্ধ্যে বেলায় হেঁটে যাচ্ছিলাম। একটা ফচকে ছেলে পকেট থেকে কালো মত কি একটা বের করে মুখের দিকে তাক করে বলল-"এই শালা এদিকে কোথায় যাচ্ছিস"? পরে জেনেছিলাম যে আগের দিন পিও-সুব্বত এসে ঐ গলিতে মিটিন করে মাল-পত্তর মজুত করে গিয়েছিল - আর ওখেনেই এশিয়ার মুক্তিসুজ্জের দলের শাখা খোলা হয়। তখন লক্ষণ-সুশান্ত ছিলনা কিন্তু পাড়ার কানু-দা শেষ মূহুর্ত পর্যন্ত দেশী পিস্তল নিয়ে লড়েছিল বলে শুনেছি। লক্ষণ-সুশান্ত না থাকলে বহুদিন আগেই মাওবাদীরা ছাড়া সব বাম দলই (শুধু সিপিএম নয়) এদ্দিনে পাপোষ হয়ে যেত। kc খানিকটা ঈঙ্গিত দিয়েছেন।

    তবে এত হুপলার পরে আশা করব যে লক্ষণ-সুশান্তর আইনমাফিক শাস্তির পরে প: বঙ্গে আর কোন রাজনৈতিক হত্যা হবে না।

  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১২ ১৩:৩০534107
  • ব্রতিন: বিধানসভা ভাঙ্গচূড়ের নেতৃত্ব দেওয়ার জন্য মমতাকে সমর্থন করা বন্ধ করে দিয়েছ তো?
  • dukhe | 117.194.233.47 | ১৮ মার্চ ২০১২ ১৩:৩২534109
  • তাহলে কি দাঁড়াল ? বোলপুরের জন্য গোলাপফুল ? লক্ষ্মণবাবুর জন্য মুণ্ডমালা ?
  • ranjan roy | 14.97.201.214 | ১৮ মার্চ ২০১২ ১৩:৩২534108
  • পিটির শেষ লাইনের সঙ্গে গলা মিলিয়েও বলব এটা দুরাশা। এই চেইন অনেকদিন চলবে। একই সঙ্গে বর্দ্ধমানের সিপিএম নেতা প্রদীপ তা ও তাঁর সাথীর ঘাতকদেরও একই ভাবে আইনানুযায়ী শাস্তি হওয়া উচিৎ।
  • Bratin | 117.194.96.55 | ১৮ মার্চ ২০১২ ১৩:৪১534110
  • PT দা আপনি বোধহয় ভাট পড়েন না। ওখানে আমি ক দিন আগে বাংলা করে লিখেছি কংগ্রেস, বাম বা তৃণমূল ছেড়ে অন্য কোন তৃতীয় দল খোঁজা উচিত।

    যার
    অ) কথায় কথায় সমর্থন তুলে নেবে না( বাম)
    আ) বা সমর্থন তুলে নেবার দাবী তে নিজেদের আখের গুছোবে না।

    আর লক্ষন শেঠ কবে কী করেছিল( তর্কের খাতিরে ধরে নিলাম সেটা ভালো কাজ) । তাহলে কী তার যা খুশী তাই করার রাইট জন্মায়? যদি জন্মায় তাহলে আর কিছু বলার নেই। :))
  • Bratin | 117.194.96.55 | ১৮ মার্চ ২০১২ ১৩:৪৩534111
  • বিধান সভার ভাঙচুড় তো বাম দল নেতা। আমরা তাদের কাছে শিক্ষানবীশ মাত্র। যাকে বাংলায় বলে ' still in learning curve' :-=))
  • kc | 194.126.37.78 | ১৮ মার্চ ২০১২ ১৩:৪৭534112
  • বিধানসভায় ভাঙচুড় বামদলের কাজ? না: বোতীন মিথ্যা কইছে কইতারিনা, তবে ব্রেনোলিয়া খেতে বলতেই পারি। স্মৃতি বিভ্রম কাটাতে হাতুড়ে দাওয়াই। বোতীন শুনছেন্নি?
  • Bratin | 117.194.96.55 | ১৮ মার্চ ২০১২ ১৩:৪৮534113
  • আমি এখানে সমর্থন তুলে নেবার কথা বলছি।
  • Bratin | 117.194.96.55 | ১৮ মার্চ ২০১২ ১৩:৫০534114
  • কেসি, একটু ব্যস্ত ছিলাম কালকে মাকে হঠাৎ হসপিটালাইজড করতে হয়েছে।

    কিন্তু কেসি রেগে গেলে বাঙাল ভাষা বলে ক্যান? :-))
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১২ ১৩:৫৭534115
  • ব্রতিন: না, যার যা খুশী করার অধিকার অবশ্যই নেই। কিন্তু একটা লোক রামখচ্চর বলেই সেই লোকটা খুনী হবে এমন ধরে নেওয়ার কোন কারণ নেই। তাই এই গোলমেলে সময়ে আদালতের ওপরে আস্থা রাখা ছাড়া কিছু করার নেই। কেননা সুশান্তর ছাড়া পাওয়ার দিন অর্পিতা তারানন্দে বসে জানিয়েছিল: "আমার ইচ্ছে করছে যে সুশান্তর গালে ঠাস ঠাস করে চড় মারি।" (কাকতালীয় কিনা কে জানে-তার পরদিন থেকে তারানন্দে অর্পিতা অদৃশ্য হয়ে গেল!!)

    তবে তোমার আশা পুর্ণ হবে না। এই কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃনমূল (যদি থাকে বছর দশেক বাদে) এদের নিয়েই আমাদের ঘর করতে হবে। দেখ বাম দলগুলোকে শেষ করে দেওয়ার একটা সহজ পদ্ধতি আছে - গড়ে পরিবার পিছু আয় মাসে ১০,০০০ টাকা করে দেওয়া। এই সহজ কাজটা কংগ্রেস, বিজেপি কেন যে করছে না এ আমার বোধগম্য হয়না।

    তোমার পরের পোস্টিংএর অর্থ ধরতে পরলাম না।
  • siki | 122.177.11.185 | ১৮ মার্চ ২০১২ ১৪:০২534117
  • ক্ষী চাপ! কেসির পোস্টে সব "বেআইনি'কে আমি ইউনিকোডে পড়ছি বৈনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন