এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লক্ষণ শেঠ: একটি নির্মহ ব

    tatin
    অন্যান্য | ১৭ মার্চ ২০১২ | ৪৮৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.22 | ২১ মার্চ ২০১২ ১০:৪৪534151
  • @ aranya
    আমি যেটুকু বুঝি তাতে অনেক দিন ধরেই মনে হচ্ছে (আগেও লিখেছি) যে ভারতের আর্থ-সামাজিক নীতি একটা static জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছে। ইন্দিরার socialism-socialism খেলার পরে গত দুদশকে বাজার অর্থনীতির প্রতিশ্রুত জাদু ভারতের বেশীর ভাগ মানুষেরই কোন কাজে লাগেনি। একটি রাজ্যের সরকারের তাই হাজার সদিচ্ছা থাকলেও বিশেষ কিছু করা সম্ভব নয়। স্বাস্থ্যের ক্ষেত্রে তো আরও প্রযোজ্য। বড়জোড় একটু ঝুল ঝেড়ে বা ঝাঁট দিয়ে হাসপাতাল গুলো আরেকটু সাফ সুতরো রাখা যায়।। কিন্তু ৬ লাখ ডাক্তার আর ১০ লাখ নার্সের অভাব দিল্লির সরকারের আর্থিক-সামাজিক নীতির কোন বৈপ্লবিক পরিবর্তন ছাড়া অসম্ভব।
    সেই কারণেই আমাদের ট্রেনগুলো গড়ে ১০০ কিমি বেগেও চলবে না আর ৬০% লোক খোলা আকাশের নীচে মাঠ-ময়দান টয়লেট হিসেবে ব্যবহার করবে। কাল শুনলাম যে যোজনা কমিশনের নতুন নিয়ম অনুসারে দিনে ২৮ টাকা রোজগার করলে তাকে আর গরীব বলা যাবে না। এবং সেই হিসাব অনুসারে ৫ কোটি ভারতীয় দারিদসীমার ওপরে উঠে এসেছে। কাজেই satuation point-এর সঙ্গে স্মাইলি দেওয়ার কোন কারণ ছিল না।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১০:৫৪534152
  • ধুস্‌, পিটি কি যে বলে... ইন্দিরা দক্ষিণ এশিয়ার মুক্তিসূর্য।

    - বাংলাদেশের মুক্তি,
    - গরীব মানুষের মুক্তি -- eradicate poverty, গরীবি হঠাও (দুর্জনেরা বলে থাকে একটি হ্রস্যইকার বেশী ছিল এই স্লোগানে)
    - দুর্নীতি মুক্তির জন্যে চালু করলেন জরুরী অবস্থা
    - স্বর্মকন্দির থেকে অস্ত্রশস্ত্র মুক্তির জন্যে ব্লু স্টার

    কিন্তু, ভালো করার স্যাচুরেশন পয়েন্টে চলে গেছিল ইন্দিরা, শেষমেষ ভালো করতে করতে বেঘোরে প্রান হারালেন।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১০:৫৫534153
  • *স্বর্ণমন্দির
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১০:৫৯534154
  • অবশ্য সিপিএম সেই ১৯৬৯ এই ইন্দিরার ভালো করার ট্যালেন্ট বুঝতে পেরেছিল, তাই প্রধানমন্ত্রী পদে রাখার জন্যে সাপোর্টো দেয়।
    ভালোরাই ভালোদের মর্ম বোঝে।
  • kc | 194.126.37.78 | ২১ মার্চ ২০১২ ১১:২২534155
  • লসাগুদাও আস্তে আস্তে বাইনারি মোডে চলে যাচ্ছে। বলি ও দাদা, পিওর সাদা-কালো তো হয়না। সব ধুসরের রাজত্বে ক্ষে কম ধুসর আর ক্ষে বেশী ধুসর এই লিয়েই তো চলতে হবে। আবার এই কমবেশীটাও ডিপেন্ড করবে ক্ষীরকমের চশমা লাগিয়ে দেখছি এবার জগৎটাকে। সাদা-কালো যেমন হয়না আবার সাদা চোখও আর হয়না। চশমা লাগাতেই হবে।

    কিন্তু আপনিতো এসব জানেননা তা তো নয়। তবে কেন এই বৃথা পরিহাস?
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১১:৩৪534156
  • জানি, জানি বন্ধু জানি
    ...
    তাই তো ভাবি, বাম আর ডান - আজ আর ফারাক কই? বা, কবেই বা ছিল।

    কিন্তু, তবু মনে হয় আজ, এই ২০১২ তে, বোধহয় ফারাকটুকু বেশী রকমের দরকার।
  • kc | 194.126.37.78 | ২১ মার্চ ২০১২ ১১:৩৯534157
  • :-)
    হ্যাঁ, লোকে তো আর দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা।
    লসাগুদাকে বললাম।
  • abastab | 14.139.163.29 | ২১ মার্চ ২০১২ ১১:৪৩534159
  • ভাল করার saturation point-এ পৌঁছবার জন্য বামেরা হারেনি। শিল্পায়নের মাধ্যমে এক আপাত স্যাচুরেশনের বাইরে টেনে আনার চেষ্টা করার দরুণই এই বিপত্তি। যদি কোন মুভ না করে চুপচাপ বসে থাকত তাহলে এসব কিছুই হতনা। সেটাই বর্তমান সরকারের নীতি ঐ দেয়াল রং করার চেয়ে বেশি কিছু মনে হয় এরা করবেনা।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১১:৪৩534158
  • দাঁত, মানে ঐ ধূসর সোস্যালিস্ট ইন্দিরার কথা বলছ তো। :)
  • Papiss | 121.241.218.132 | ২১ মার্চ ২০১২ ১১:৪৭534161
  • হুঁ, ইউপিএ-১ আর ২-এর তুলনা করলেই দাঁতের মর্ম পরিষ্কার হয়।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১১:৫০534162
  • কেন, এখন তো চমৎকার চলছে।
    উন্নয়নের তাম্বু আছে,
    কারাট-এর বদলে মমতার বাম্বু আছে।

  • tatin | 122.252.251.244 | ২১ মার্চ ২০১২ ১১:৫৩534163
  • কদিন আগে এটা মনে হচ্ছিল, ১৯৯০ থেকে ২০০৪ অবধি যেরকম এগ্রেসিভ সংস্কার চলেছে তার প্রেক্ষিতে ইউপিএ ওয়ান হয়তো কিছু রিলিফ এনেছিল। নরেগাম মিড ডে মিল ইত্যাদি করে-
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১১:৫৪534164
  • কিন্তু সিরিয়াসলি, দিল্লীতে লেফ্‌ট এম্‌পি র সংখ্যা কম মোটেই ভাল লক্ষণ নয়, অন্তত এই জমানায়।
  • tatin | 122.252.251.244 | ২১ মার্চ ২০১২ ১২:০৪534165
  • ঐ জন্য আমাদের উনিশ জন যথাসাধ্য ফাইট দিয়ে যাচ্ছেন। রাজ্যসভার চারজনও এসে গেলে বামশক্তি আরেকটু বাড়বে।
  • Papiss | 121.241.218.132 | ২১ মার্চ ২০১২ ১২:১৮534166
  • ফাইট বলে ফাইট!
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১২:২০534167
  • পঞ্চাশ/ষাট জন হলে ভালো।
  • Papiss | 121.241.218.132 | ২১ মার্চ ২০১২ ১২:২১534168
  • একদম ফ্রাইট। freight-ও হতে পারে।
  • PT | 203.110.246.22 | ২১ মার্চ ২০১২ ১২:৪০534169
  • লক্ষণ ভাল হোক বা না হোক দিল্লীতে বামশক্তি কমানোটাই তো বিশেষ এজেন্ডা ছিল ভোটের আগে। সেইজন্যেই তো পরিবর্তনের নামে রামধনু জোট - পাহাড় থেকে জঙ্গল, আবাপ থেকে চ্যানেল টেন। ""বামেরা তো যাক তার পরে দেখা যাবে কি হয়""-এই তত্ব তো উচ্চশিক্ষিত , অল্পশিক্ষিত সকলের মাথায় পেরেক মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তখন বোঝা যায় নি যে শুধু লোক সভায় নয়, বিধান সংখ্যায় প্রতিনিধি কমে গেলে রাজ্য সভাতেও বামেদের সংখ্যা কমে যাবে? এদেশের সংসদীয় বামদল গুলোর বাম চরিত্র নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন - কিন্তু এই বামই দিল্লীর আর্থিক আইন প্রণয়নের কর্তাদের কাছে বেশ সমস্যার কারণ। সে কারণে মমতা বেশী গ্রহণযোগ্য - বেশ বাম-বাম ভাবও আছে আবার কারণে-অকারণে একটু শোর মাচিয়ে সব কিছু মেনে নেওয়ায় আছে। রেলে দিনেশ না মুকুল তাতে মনু-চিদু-আদবাণী-আলুওয়ালিয়া-আম্বানি-টাটার কি-ই বা আসে যায়। তারা আবার শেষ কবে ট্রেনে চড়ল?

    এই সব লোকেদের প্রতিনিধি প্রনব মুখুজ্জে নন্দীগ্রামের মৃত মানুষদের জন্য একফোঁটও চোখের জল ফেলেনি - তার কাছে নন্দীগ্রাম কোন ইস্যু নয়। বামেরা তাদের অর্থনীতি নিয়ে বড় বেশী বাগড়া দিচ্ছিল, আমেরিকার সঙ্গে চুক্তির বিরোধীতা করেছিল - সেইগুলৈ বড় ইস্যু। সেই বামেদের ঠান্ডা করার জন্য প্রণব মমতাকে সহ্য করছে। তার জন্য যদি প:বঙ্গের কংগ্রেস দলতা সাইনবোর্ডও হয়ে যায় তাতেও তার কিছু আসবে যাবে না।
  • tatin | 122.252.251.244 | ২১ মার্চ ২০১২ ১২:৪৪534170
  • "এদেশের সংসদীয় বামদল গুলোর বাম চরিত্র নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন - কিন্তু এই বামই দিল্লীর আর্থিক আইন প্রণয়নের কর্তাদের কাছে বেশ সমস্যার কারণ।"

    একজাক্টলি কী কী আইন প্রণয়নে বামরা সমস্যা হয়েছেন একটু জানাবেন।

  • abastab | 14.139.163.29 | ২১ মার্চ ২০১২ ১২:৫৩534172
  • পেনশন বিল, তবে এই বিলের ক্ষেত্রে এখন তৃণমূল বামেদের রোলে খেলছে।
  • PT | 203.110.246.22 | ২১ মার্চ ২০১২ ১২:৫৫534173
  • আপনার 11:53 AM-এর পোস্টিংএই তার কিছু উত্তর আছে। গরীবের জন্য টাকা বের করতে গেলে অন্য কারো পকেটে হাত দিতে হয় - সেই পকেট টা কার সেটা আপনিও জানেন - আমার উত্তরের অপেক্ষা করার দরকার নেই।

    এই প্রশ্নের আরেকটা উত্তর হয় পাল্টা প্রশ্ন করে- বামেরা কোন অসুবিধের কারণ যদি নাই হবে তাহলে বামেদের হারানোর জন্য এই বিপুল প্রচেষ্টা নিল কেন প্রণব মুখুজ্জে?
  • ranjan roy | 115.118.214.172 | ২১ মার্চ ২০১২ ১২:৫৭534174
  • পিটি,
    আপনার মুখে ফুলচন্দন পড়ুক, বা আমাদের গো-বলয়ের লিংগো'য় -- আপকে মুঁহ মেঁ ঘি-শক্কর!
    হায়! যদি সত্যিই বামেরা এতটা শক্তিশালী হত!
    প্রকাশবাবুরও আপনার মত নিজেদের ক্ষমতা নিয়ে বাড়া বাড়ি ছিল। ফলে ভাবলেন সমর্থন সরিয়ে নিলে সরকার পড়ে যেতে পারে। ফল হল উল্টো। মমতা এসে গেল। খেয়াল কর্বে দেখুন এত বছর আপনার বক্তব্যের বিপরীত কেন্দ্রের কংগ্রেস সরকারের মমতার থেকে সিপিএম বেশি পছন্দ ছিল। তাই জোট করেনি। নইলে অনেক আগেই বাম সরকার উড়ে যেত। গত নির্বাচনগুলোয় সিপিএম বিরোধী ভোটের যোগ দেখলেই পেত্যয় হবে।
    এই ভুল নিয়ে কারাতের সমালোচনা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক রিপোর্টে এসেছে, তাই বলছি।
    দুই, সত্যিই দীনেশ কি মুকুল নিয়ে পোনোবদের কোন মাথাব্যথা নেই। কিন্তু মমতাকে ভয় খাচ্ছে। মনমোহন নিজে স্টেটমেন্ট দিয়েছেন। তাই মুলায়াম-মায়াবতীর হাত ধরে মমতার হাত ছাড়ার ধান্ধা।
    এই দন্তনখহীন বামদের কে ভয় পায়?
    সেটাই দুক্কু!
  • ranjan roy | 115.118.214.172 | ২১ মার্চ ২০১২ ১৩:০৩534175
  • পিটি,'
    ঠিক যে কারণে অ্যাদ্দিন মমতার সঙ্গে প্যাক্ট না করে সারা ভারতে বিজেপির বিরুদ্ধে সিপিএমের সঙ্গে প্যাক্ট করেছিল।ইউপিএ-১ এভাবেই গেল। তাতে সিপিএম নিজেদের ক্ষমতা বেশি ভেবে ওদের pain in the ass হয়ে দাঁড়াল। আজ মমতা একই রোল করছে, বামেদের থেকে বেশি, হুড়কো ও বেশি দিচ্ছে। সংসদে ভোটেও আলাদা থাকছে। তাই ওর থেকেও আলাদা হওয়ার রাস্তা খুঁজছে কংগ্রেস।
  • lcm | 69.236.163.198 | ২১ মার্চ ২০১২ ১৩:০৫534176
  • তিনোমুল যেটা করছে সেটা হল যে জেনারেলি যে ইস্যুতে বামেরা কেন্দ্রের সমালোচনা করে থাকে, সেই সব ইস্যুতে বামেরা কিছু করবার আগেই ঝাঁপিয়ে পরে পোতিবাদ করে দিছে। বেসিক্যালি, বামেদের পোতিবাদের জমি দেবে না। তিনোমুলের লক্ষ্য পোতিবাদ নয়, লক্ষ্য হল বামেদের জায়গা না দেওয়া।

    কিন্তু, দিল্লীতে বামেদের দরকার শুধু কংগ্রেসের বিরোধিতার জন্যে নয়। যে সরকারই আসুক, বাজারনীতির এই মহিমা এখন চলতে থাকবে। এর থেকে বেরোনোর সহজ রাস্তাও নেই। কিন্তু, স্ট্রং চেক পয়েন্ট থাকা উচিত। শিক্ষা আর স্বাস্থ্যের মতন জিনিসও যদি বাজার নিয়ন্ত্রিত হতে থাকে তবে খুব মুশকিল।
  • Bratin | 14.99.137.156 | ২১ মার্চ ২০১২ ১৩:০৭534177
  • ঠিক। সেই বামে দের যারা প্রনব জিঅতে কিনা সেই নিয়ে কংগ্রেসের থেকে বেশী চিন্তিত ছিল।
  • dukhe | 122.160.114.85 | ২১ মার্চ ২০১২ ১৩:১১534178
  • যত্ত বলি সিপিয়েম ভুল করে না, এরা কিছুতেই মানবে না দেখি - http://www.anandabazar.com/archive/1120320/20desh7.html

    ক্ষী নাইভ !
  • PT | 203.110.246.22 | ২১ মার্চ ২০১২ ১৩:২৪534179
  • RR
    বামেরা ক্ষমতাশালী এ কথা কোন দিনই বলিনি। উল্টে দিন দুয়েক আগেই লিখেছি যে বিরোধীরাই বামেদের ক্ষমতা বাড়িয়ে বলেছে (উদা: কম্পু ইস্যু)। কিন্তু সমস্যা ঐ saturation point- কোন ভাবেই আর কংগ্রেস বিজেপি সারা ভারতের মানুষকে ঢপ দিয়ে convince করতে পারছে না। লোকে সেইজন্য কাদাখোঁচা মায়াবতী, জয়ললীতা ইত্যাদিক ভোট দিচ্ছে। তাও ভোটের % অন্য গপ্প বলে: সপা ৩০% ভোটও পায়নি, মায়াবতীও ঐরকম % নিয়ে রাজত্ব চালিয়েছে। আর ""অনেক আগে"" মমতা ছিল কোথায় যে জোট করবে? এখনও % হিসে করলে মমতার নিজস্ব ভোট বোধহয় ৩৫-৩৭% হবে। কাজেই কংগ্রেস বামেদের ছুঁচো গেলা করে UPA-1 চালিয়েছে। কিন্তু আপনার লেখা থেকে বুঝতে পারলাম না যে বামেরা যদি নখদন্তহীনই হবে তাহলে তাদের সঙ্গ ছাড়ার কি প্রয়োজন ছিল প্রনবের। নাকি মমতার সব দাবিই মানা যায় কিন্তু বামেদের আমেরিকা বিরোধী অবস্থান কোন মতেই মানা সম্ভব নয়?
  • Papiss | 121.241.218.132 | ২১ মার্চ ২০১২ ১৪:০৩534180
  • ইয়ে - রঞ্জনদা - হুড়কোগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে।

    এই যেমন ধরেন freight মাসুল - নো হুড়কো। তারপর এর আগে তেলের দামের রেগুলেশন তুলে দেওয়ায় তাঁরা আনন্দে সই করে এসেছিলেন। NCTC নিয়ে সংহতিতে বেরনো লেখাটা পড়ে দেখবেন। বা মন্টেকীয় নিদান - মানে ওই ২৮/২২ টাকা আর কী - নো হুড়কো, রাদার মুখে কুলুপ। এরকম আরো গুচ্ছ গুচ্ছ লেখা যায়।

    হুড়কো না বলে নওটঙ্কি বলতে পারেন - মানাবে বেশি - বোতীন চেঁচালেও। ছত্তিসগড়ে নওটঙ্কিকে যা বলে তাও বলতে পারেন;-)
  • PM | 86.96.163.10 | ২১ মার্চ ২০১২ ১৪:১২534181
  • UPA-১ এর সময় চিদু প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলো যে বামেদের ৬০+ আসন দেশের প্রগতির জন্য মোটে ভালো নয়। কারুর মনে আছে?
  • tatin | 122.252.251.244 | ২১ মার্চ ২০১২ ১৪:১৯534183
  • এফ ডি আই নিয়ে হুড়কোটা মমতা যতটা দিয়েছেন, এই সময়ের বামরা দিতে পারত কিনা সন্দেহ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন