এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানী নিয়ে কহানী

    saikat
    সিনেমা | ১৭ মার্চ ২০১২ | ৮১২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 117.194.239.121 | ১৭ মার্চ ২০১২ ২০:৫২534191
  • জ্জিও ।
  • saikat | 116.203.208.138 | ১৭ মার্চ ২০১২ ২২:৪৫534218
  • আগের টইটা শেষ হয়েও শেষ হইল না কেস হল।

    কারণ, মেট্রোর ঘটনাটিরই নিষ্পত্তি হয়নি।

    পাই বলবে ফাঁক। আমি বলব, তো ? :-)

    যাই হোক, অপ্পণ ইতিমধ্যে যে কম্মটি করে এসেছে, আমিও সেটা করব বলে, তার আগে সবাই আবার করে জানিয়ে দিন কোথায় কোথায় ফ্ল ধরতে হবে আর কীভাবে বুঝতে হবে ইহা একটি ফ্ললেস সিনেমা।

  • Siddhartha | 131.104.241.62 | ১৭ মার্চ ২০১২ ২২:৪৯534229
  • ১। স্টেজ ফ্রাইট দেখুন।

    ২। সাত্যকির চোখ দিয়ে পুরো গল্পটা বিনির্মান করুন।

    ফ্ল মিনিমাইজাড হয়ে যাবে
  • Tim | 98.249.6.161 | ১৭ মার্চ ২০১২ ২২:৫৬534240
  • দর্শকের চোখ দিয়েই দেখা উচিত। সাত্যকির চোখ দিয়ে কেন দেখতে হবে বুঝলাম না।

    ফ্ল খুঁজতে হবেনা। একটা থ্রিলার হিসেবে দেখতে চেষ্টা করলেই ফ্ল বেরোবে এমনি এমনিই। ফ্ললেস সিনেমা হয়না। সবই প্ল্যান করে করা হচ্ছে, শুরু থেকেই এটা জানা থাকলে আরোই খুঁত বেরোবে আমার মনে হয়।
  • rupankar sarkar | 116.202.220.199 | ১৮ মার্চ ২০১২ ০০:২৫534251
  • আমি একটা কথা চিন্তা করলাম, যদি ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে চেয়ে ছবিটা করে থাকেন, তবে আই বি তে আর্মি থেকে ডেপুটেশনে যাওয়া যায় কিনা, কালীঘাট থেকে শর্ৎ বোস রোড যেতে ভিক্টোরিয়া পড়ে কিনা, এসব কেউ জানবেওনা, মাথাও ঘামাবেনা। যত 'ভুল' নিয়ে এই সূতোয় আলোচনা হয়েছে, প্রথম কথা তার সিংহভাগ ভুলই নয়। দ্বিতীয়ত: ছোটখাটো 'স্লিপ'গুলো মাপ করে দেয়া যেতেই পারে। কেবল মাত্র মেট্রোর ব্যাপারটাই কেমন যেন হয়ে গেল। আমি আগেও লিখেছি, রুমকি চ্যাটার্জী সাউথ সিটি মলে এক তরুণীর সামনে পড়ে যেতে তিনি বললেন, আপনি কেন বোতলটা ব্যাগ থেকে বার করতে গেলেন ? রুমকি দেবী বললেন, তা না হলে তো গল্পটাই এগোতনা। এটা কেন হবে। একটা অ্যাকসিডেন্টাল ক্রাইমের ওপর কেন গল্প গড়ে উঠবে, এটাই প্রশ্ন।
  • rupankar sarkar | 116.202.220.199 | ১৮ মার্চ ২০১২ ০০:৩৩534262
  • একটা রিজয়েন্ডার দিই - তরনজিত (বাচ্চার মা) তো এটা করতে পারতেন, বাচ্চা কাঁদছে বলে, দুধের বোতল বের করে ঠিক নামবার আগে এই যযা:(বা হিন্দীতে সমতুল কিছু) বলে হাত থেকে বোতলটা ফেলে দিয়ে নেমে যেতে পারতেন। দরজা বন্ধ হয়ে যেত বাকি লোকদের নিয়ে -
  • ppn | 122.252.231.7 | ১৮ মার্চ ২০১২ ০০:৪১534284
  • * তরনজিতের
  • ppn | 122.252.231.7 | ১৮ মার্চ ২০১২ ০০:৪১534273
  • একটা ফুটোফাটা তঙ্কÄ দিয়ে ব্যাখ্যা করা যায়। যেটা রূপঙ্করবাবু বলেছেন অন্য টইতে। তরনজিত মেট্রোতে অ্যাটাক করা উদ্দেশ্য নাও হতে পারে। হয়ত সেটা অন্য কোথাও পৌঁছে দেওয়া ছিল তাঁর মিশন। কিন্তু সবচেয়ে বড় ফুটো যেটা তাহলে চোখে পড়ে যে দুধের বোতল কাঁচের কেন হবে?

    ব্যাগ ফেলে পালানো না কাঁচের বোতল কোনটা বড় ফ্ল?
  • rupankar sarkar | 116.202.220.199 | ১৮ মার্চ ২০১২ ০০:৪৭534295
  • সৈকতবাবুকে একটা সুঝাও। হলে বা মাল্টিপ্লেক্সে না দেখে বাড়িতে বারংবার দেখলে ভুল বা না-ভুল সব সামনে উঠে আসবে। যেমন আমি বার চারেক দেখার পর বুঝলুম বিদ্যা-অরূপ জুটি বিলেতে(লন্ডনে) যায়ইনি কখনো। ভারতেরই অন্য শহরে বাস করত, অরূপ মারা যেতে দর্শন জরিওয়ালা(বাজপেয়ী) বিদ্যাকে আলাদা করে ট্রেনিং দেন। আশ্চর্য, প্রথম তিনবার দেখে এটা বুঝিনি।
  • ppn | 122.252.231.7 | ১৮ মার্চ ২০১২ ০০:৪৮534192
  • :)

    বোঝেননি বলাটা ভুল হবে হয়ত আপনি এই দিকটা আগে তিনবার ভাবেননি।
  • rupankar sarkar | 116.202.220.199 | ১৮ মার্চ ২০১২ ০০:৫০534203
  • প্পন -ওটা দুধের বোতল নয় বলেই তো কাঁচের। জাস্ট ওপরে একটা নিপ্ল লাগিয়ে আপাতদৃষ্টিতে দুধের বোতল বলে চালানো।
  • saikat | 116.203.183.5 | ১৮ মার্চ ২০১২ ০১:১৯534210
  • অ্যাক্সিডেন্টাল ক্রাইমটা হলেই বা কী? পুলিশকে তো তদন্ত করতে হবে, তেমনি আইবিকেও তো বুঝতে হবে যে এর পেছনে কার হাত, অর্থাৎ দামজী, যাকে আর ক®¾ট্রাল করা যাচ্ছে না। "আসল" সিনেমাটা তো এর পরে শুরু হচ্ছে, যে ঐ দামজীকে ধরতে হবে। অত্যন্ত সঠিক ভাবে সংঘটিত নাশকতার ঘটনা আর ঘটে যাওয়া নাশকতার ঘটনা - দুটোর পেছনেই তো সেই দামজী/ভাস্করণ-ই থাকত, যাদের কাছে পৌছনর গপ্পই তো এই সিনেমাটা। সুতরাং অ্যাক্সিডেন্ট হলেই বা কী, না হলেই বা কী, দামজীর কুকর্ম কী কোনও ক্ষেত্রেই লাঘব হয়?

    আর এই মেট্রোর দৃশ্য নিয়ে আমার একটা তত্ব আছে। সেটা কী? আমি চিরকাল মনে করে এসেছি যে সিনেমায় এডিটিং মানে কাটা ও জোড়া। মেট্রোর এই দৃশ্য এডিটিং-এর সার্থক উদাহরন যেখানে বাচ্চা-আবীর-মহিলা-ব্যাগ-বোতল-ধাক্কা ইত্যাদি সব মিলিয়ে মিনিট কয়েকের দৃশ্যতে দর্শককে কনফিউজ করতে করতে (ঠিক কী ঘটতে চলেছে সেটা স্পষ্ট নয়) শেষ পর্যন্ত নিষ্পত্তি ঘটে দর্শককে ধাক্কা দেওয়া ট্রেন ভরা আহত/নিহ্‌ত মানুষ নিয়ে ট্রেনটার মিলিয়ে যাওয়ার ছবিতে। মিনিট খানেকের এই যে কনফিউশন তৈরী করা হল, সেটা যেন বাকী সিনেমার ট্রেলার, যেখানে কনফিউশনই ছড়িয়ে থাকবে সিনেমা জুড়ে, দর্শক বুঝে উঠতে পারবে না কী ঘটতে চলেছে এবং শেষে পৌছে ধাক্কা খাবে।
  • saikat | 116.203.183.5 | ১৮ মার্চ ২০১২ ০১:২১534211
  • রূপঙ্করবাবু, বুঝেছি । :-))

    র‌্যাদার বৌ বুঝতে পারছিল না বলে ক"দিন আগে বোঝালামও।:-)
  • kallol | 115.242.231.182 | ১৮ মার্চ ২০১২ ০১:২৪534212
  • আজ দেখলাম। বেশ ভালো লাগলো। ছোটখাটো ত্রুটি আছে। ইগনোর করাই যায়। বিদ্যা আর পরম অনবদ্য। পরমের আন্ডার অ্যাকটিং লা জবাব। ব্যক্তি জীবনে একটা তুখোর ফ্লার্ট নিজেকে ওরকম ক্যাবলা দেখাতে পারে। ভাবা যায় না। ঐ জায়গাটা - য়ে অ্যাসাইনমেন্ট তো আপকে লিয়ে হি লিয়া - বলতে গিয়ে আপকে-র জায়গাটা অল্প কেঁপে যায়। অসাধারণ।
  • aka | 75.76.118.96 | ১৮ মার্চ ২০১২ ০১:২৬534213
  • লক্ষ্যনীয় যে ট্রেনে মরে থাকা মানুষ গুলোকে কেমন যেন ঘুমোচ্ছিল বলে মনে হচ্ছিল। মিথ্যাচার? না ফ্ল? না ছিদ্র? নাকি সব একসাথে?
  • aka | 75.76.118.96 | ১৮ মার্চ ২০১২ ০১:৩০534215
  • এইটার কয়েকটি পয়েন ভ্যালিড। কয়েকটির উত্তর আছে।
  • ppn | 122.252.231.7 | ১৮ মার্চ ২০১২ ০১:৩৩534216
  • আজকে দ্বিতীয়বার দেখার পরে আরো দুটো ক্লু "চোখে' পড়ল।

    দুটোই ভিদ্যা আর সাত্যকির কথোপকথন। এক যখন ভালো নাম আর ডাক নামের পার্থক্য বুঝতে পেরে ভিদ্যা ঈষৎ তাৎপর্যপূর্ণ সুরে বলে দুই নামের আড়ালে দুই ভিন্ন ব্যক্তিত্ব। তখনও সে সাত্যকিকে "চেনে না'। আরো কিছু পরে যেখানে ভিদ্যা জিগ্যেস করে লালপাড় শাড়ির তাৎপর্য কী তখন পরমব্রত রিটার্ন দেয় যখন অর্ণবদা আপনার সামনে সে দাঁড়াবেন তখন আপনি এই শাড়ি পরে থাকবেন।

    বুঝহ সে জন যে জানে সন্ধান। ;-)
  • ppn | 122.252.231.7 | ১৮ মার্চ ২০১২ ০১:৩৪534217
  • * এসে দাঁড়াবেন
  • aka | 75.76.118.96 | ১৮ মার্চ ২০১২ ০১:৩৫534219
  • নরমব্রতর সাক্ষাৎকার দেখুন কমরেড। সিনেমা দেখে কি হবে? ;)
  • ppn | 122.252.231.7 | ১৮ মার্চ ২০১২ ০১:৩৭534220
  • নতুন করে মুগ্‌ধ হয়েছি শাশ্বতকে দেখে। কী আন্ডার অ্যাকটিং।

    চুল পড়ে যাচ্ছে বলে রামদেবের পরামর্শ মত নখে নখ ঘসে চলা সারাক্ষণ ধরে - জাস্ট টু মাচ। এর কৃতিত্ব অবশ্যই পরিচালকের।
  • rupankar sarkar | 116.202.198.157 | ১৮ মার্চ ২০১২ ০৯:২৬534223
  • ppn - আমি এই নটা প্রশ্নেরই সম্যক উত্তর দিতে পারি। যিনি লিখেছেন, বা যাঁরা লিখেছেন, তাঁদের ছবিটা ভাল করে কয়েকবার দেখা দরকার। ইন অর্ডার অফ প্রেফারেন্স, প্রথমেই সবচেয়ে গভীর প্রশ্ন, যদি ভাস্করণই নষ্টের গোড়া, তবে তিনি কেন খান কে পাঠালেন এই কেসে, এটা ভালভাবে জেনে, যে খান একজন দক্ষ অফিসার। উনি ভালভাবে ছবিটি দেখেননি। খান অর্ডার পেয়েছেন সরাসরি, আরও ওপরের কারো কাছ থেকে। তাই কর্তা 'মীটিং এ ব্যস্ত থাকলেও গেটক্‌র্‌যাশ করে ঢুকে তারপর হিসি করার অছিলায় খবরটা দেন। তাতে ভাস্করণকে বেশ 'চিন্তিত'ও দেখিয়েছে। তবে খুঁততো বেশ কিছু আছেই,সেটা এবার আমি বলি, খান একজন দক্ষ অফিসার যে বলা হচ্ছে, আমি ওঁর বস হলে আবার 'ট্রাফিক' ডিউটিতে পাঠিয়ে দিতাম। যার বুকের ওপর এত বড় বড় করে সাত্যকি সিনহা লেখা আছে, তার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কদিন কাটিয়েও - ইয়ে সাত্যকি কওন হ্যায়? - এ প্রশ্ন আসে ?
  • saikat | 116.203.199.69 | ১৮ মার্চ ২০১২ ০৯:২৬534222
  • এইটা ভাল হইসে। :-) অর্পণের দেওয়া ব্লগটা পড়ে মনে হল।একটা সিনেমা নিয়ে লোকের এত এত্ত পোশ্নো ও তার উত্তর, উফফ ভাবা যায় ! বাস্তবে যা হয়, সেইমত সিনেমাটা বানানো হয়েছে কীনা, সেই নিয়ে চাপান ও উতোর !
  • saikat | 116.203.199.69 | ১৮ মার্চ ২০১২ ০৯:৩১534224
  • তবে আমি কালকে মাঝরাতের পর ঘুমের ঝোঁকে রূপঙ্করবাবুর মূল আপত্তিটা ধরতে পারিনি। মানে, প্রথমে পেরেছিলাম কিন্তু তার পরে মিস করে গেছিলাম । :-)

    বক্তব্য হল যে বোতলটা বার না করলে কিছুই হত না, গপ্পের প্রয়োজনে সেটা করা হয়েছে (মানে, বাস্তবে ঠিক সেটা নাই হতে পারত?)। সেটা না করে নাশকতার ঘটনাটাকে আরও ভাল স্ক্রীপটের মাধ্যমে আরও plausible করে দেখান যেত।

    হুম !
  • d | 14.99.29.122 | ১৮ মার্চ ২০১২ ০৯:৩৫534225
  • বাব্বা এ তো দেখি পয়েন্টার ট্যু অ পয়েন্টার!!!

    আম্মো কাল দেখলাম এবং দেখার সময় ব্যপ্পোক লেগেছে। ভিদ্যিয়া বালানের জন্য আরেকবার দেখে নেব হয়ত।
  • saikat | 116.203.199.69 | ১৮ মার্চ ২০১২ ০৯:৪১534226
  • মেট্রোর দৃশ্যটা নিয়ে একটা কথা। মনে হতে পারে, ব্যাগটা রেখে নেমে যেতে তিনি যেতে মহিলাটি আবার ফিরে এলো কেন? পেছন থেকে ডাক শুনে ? এল বলেই না, ধাক্কাধাক্কি হল ইত্যাদি। কিন্তু উনি কি নিজের ইচ্ছেতে ফেরেন? নামতে গিয়ে স্টেশন থেকে উঠতে থাকা ভীড়ের ধাক্কাতেই কামরার মধ্যে ঢুকে এলেন, সেই সময়ে অন্যজনের সাথে ধাক্কা ও পরিণতি।
  • rupankar sarkar | 116.202.198.157 | ১৮ মার্চ ২০১২ ০৯:৪২534227
  • সৈকতবাবু - আপনার কথা একশভাগ ঠিক অ্যাকসিডেন্টাল হলেও তদন্ত হবে, মিলিন্দ দামজির পেছনে পুলিশ কিংবা আই বি ছুটবে - সব ঠিক। এটা বাস্তবে হলে, বা সত্যি এরকম কোনও ঘটনার ওপর ভিত্তি করে ফিল্ম বানালে সব ঠিকই ছিল। কিন্তু আমার কথা হল, এটা যেহেতু ফিকশন, এইরকম নোখ-চিবোনো ক্রাইম থ্রিলার একটা দুর্ঘটনায় ফেঁসে যাওয়া ক্রাইম দিয়ে শুরু হবে কেন। ওটা কিভাবে সহজেই করা যেত, তা তো আগে লিখলাম। খুব কনভিন্সিং-ও হত। আমাদের মন খুঁতখুঁত করতনা একদম, যদি তরনজিত বাচ্চাকে দুধ খাওয়ানোর অছিলায় পরের স্টেশন আসার আগেই বোতল বের করে, নামবার আগে ফেলে দিয়ে যেতেন।
  • aka | 75.76.118.96 | ১৮ মার্চ ২০১২ ১০:১৫534228
  • কে একটা সময় রেকো করেছিলেন। দেখে নিলাম। সুস্মিতা সেন ভালো অভিনয় করেছে, কিন্তু কহানীর সাথে তুলনা?? সময় সিনেমাটা ক্রিপি। কহানি যাস্ট অন্য লেভেলের। সময়ের থেকে একটু এগিয়ে অবশ্য। :)
  • aka | 75.76.118.96 | ১৮ মার্চ ২০১২ ১০:২০534230
  • শেষ কবে একটা সিনেমা নিয়ে চতুর্দিকে এমন উন্মাদনা দেখেছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন