এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানী নিয়ে কহানী

    saikat
    সিনেমা | ১৭ মার্চ ২০১২ | ৮১২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 194.126.37.78 | ১৮ মার্চ ২০১২ ১০:২৮534231
  • ধুর!! কোথায় উন্মাদনা? শুধু এই গুচর টইপাড়াতেইতো উন্মাদনা। তারও আবার বেশীরভাগটাই যেন ঠিক উত্তেজনা নয়। অন্তহীন 'রেফারিং' আর 'আঁতলামির' ভসভসে বহি:প্রকাশ। :-)
  • aka | 75.76.118.96 | ১৮ মার্চ ২০১২ ১০:৩৩534232
  • দুর কেসি খবর রাখে না। চতুর্দিকে চলছে এই একই জিনিষ। তবে সাত্যকি, ভিদ্যা যোগসাজগটা গুরু স্পেশাল। ;)

    খাসা হয়েছে কিন্তু।

    ভালো সিনেমা। যত প্রশ্নের উত্তর দিয়েছে তার থেকে বেশি ওপেন রেখেছে। হুহা টিআরপি। লোকে একবার দেখে খানিক তক্কাতক্কি করে আবার দেখছে। আবার খানিক তক্কাতক্কি করে ইউটিউবের মাল ঘুরেফিরে দেখছে। এ সচরাচর দেখা যায় না। নতুন জনরা। অডিয়েন্স ইমাজিনেশন। জ্জিও মামা।
  • ppn | 122.252.231.7 | ১৮ মার্চ ২০১২ ১০:৪০534233
  • ইউটিউবের মালটা ভুসি। কয়েকটা ইম্পর্ট্যান্ট সিন বাদও গেছে। ওইটা দেখে কিছু কনস্ট্রাক্ট না করাই ভালো।
  • aka | 75.76.118.96 | ১৮ মার্চ ২০১২ ১০:৪৭534234
  • বোঝো!!! গ্রামে গঞ্জে আইনক্স থাকে না কমরেড, থাকলেও সেখানে হিন্দি মুভি চলে না।
  • rupankar sarkar | 116.202.199.94 | ১৮ মার্চ ২০১২ ১০:৫৮534235
  • তক্কাতক্কি চলছে, চলবে। কাল একটা প্রশ্ন রেখেছিলাম, কেউ উত্তর দেননি। বোধহয় 'পাগল' ভেবেছেন। আজ আবার রাখছি - কহানী ছবিতে 'মিঠুন চক্রবর্তী' কোন ভূমিকায় অভিনয় করেছেন???
  • ppn | 122.252.231.7 | ১৮ মার্চ ২০১২ ১০:৫৯534236
  • আরে সে দেখুন না যেখান থেকে। আমি ইউটিউবের ভার্সনটার কথা স্পেসিফিকালি বলছি। হল প্রিন্ট, জায়গায় জায়গায় সিন মিস, কথা বোঝা যায় না। মানে থ্রিলারের জন্য একদম যা যা হওয়া উচিত নয় তার সবই আছে।

    টরেন্ট থেকে নামিয়ে দেখুন, কোয়ালিটি ভালো হলেও হতে পারে।
  • aka | 75.76.118.96 | ১৮ মার্চ ২০১২ ১১:০৩534237
  • বেটার কোয়ালিটি মাল আছে তো। কোত্থেকে জানি একটা দেখলাম। ডাউনলোডাতে হয় নি। টরেণ্টে যাই না, প্রথম বিশ্ব কমরেড, পাইরেসিতে আটকে যাব। ঐ মেট্রোর সিনটা ইউটিউব থেকে দেখা। সেইজন্য আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে সবই। তবে মেট্রোর সিনটা তো যাকে বলে নেসেসারি বাকি সিনেমাটার জন্য। হয়েছে ধরে নিলেই হল। এমনকি না দেখিয়ে খবরের কাগজের কাটিং দেখালেও পারত। বাকি সিনেমার ইমপ্যাক্ট একই থাকত, খানিক প্রিন্ট বাঁচত।
  • AS | 50.45.135.142 | ১৮ মার্চ ২০১২ ১১:১২534238
  • এই print-টা ভালো:


  • rupankar sarkar | 116.202.199.94 | ১৮ মার্চ ২০১২ ১১:১৩534239
  • যা:, আমার উত্তরটা কেউ দিচ্ছে না। নির্ঘাৎ পাগল ভেবেছে :(
  • sda | 117.194.195.89 | ১৮ মার্চ ২০১২ ১১:১৬534241
  • রূপঙ্করবাবু , অনেক ভেবেও মনে পড়ছে না যে কে হতে পারে :(
  • rupankar sarkar | 116.202.199.94 | ১৮ মার্চ ২০১২ ১১:২৮534242
  • sda - যাক, তাও আপনি একটা উত্তর দিলেন। দেখা যাক আর কেউ দেন কিনা। মিঠুন চক্রবর্তী এই সিনেমায় আছেন এটা ১০০% ঠিক।
  • PM | 86.96.160.43 | ১৮ মার্চ ২০১২ ১১:৩৪534244
  • রুপংকরবাবু,
    ভবতে চেষ্টা কর্ছিলাম। কিন্তু বার কর্তে পার্লাম না।
  • ... | 59.93.255.73 | ১৮ মার্চ ২০১২ ১১:৩৪534243
  • অভিনেতা হিসেবে নেই
  • aka | 75.76.118.96 | ১৮ মার্চ ২০১২ ১১:৩৬534245
  • আচ্ছা গেস করি। কোন ছবিতে আছে, নিশ্চয়ই কর্ণেলের ছেলেবেলা।
  • ppn | 122.252.231.7 | ১৮ মার্চ ২০১২ ১১:৪১534246
  • কণ্ঠদান?
  • rupankar sarkar | 116.202.199.94 | ১৮ মার্চ ২০১২ ১১:৪৭534247
  • আসলে এই প্রসঙ্গ উত্থাপন করেছিলাম ppn এর কিছু মরামতের সূত্র ধরে। কেন, তা পরে বলছি। একটা ক্লুও দিচ্ছি, না, ছবি টবি নয়, রীতিমত অভিনয় করেছেন, তবে প্রায় নন স্পীকিং ক্যারয়াকটার। এবার নিশ্চয়ই পারবেন। তারপর ppn এর কথার উত্তর দেব।
  • rupankar sarkar | 116.202.199.94 | ১৮ মার্চ ২০১২ ১১:৪৮534248
  • * মতামতের
  • siki | 122.177.11.185 | ১৮ মার্চ ২০১২ ১১:৫৩534249
  • একটা পয়েন। শৌভ না কে যেন লিখেছে, ল্যান্সডাউন থেকে ক্যামাক স্ট্রীট যেতে মাঝে ভিক্টোরিয়া মেমোরিয়াল কী করে আসে।

    এটা সিনেমাটিক জাস্টিস, জাস্ট কলকাতা শহরের একটা দ্রষ্টব্য ইমারত দেখানো জন্য দেখানো। এ রকম অজস্র উদাহরণ আছে হিন্দি সিনেমায়। রং দে বাসন্তী, থ্রি ইডিয়টস ইত্যাদি সিনেমায় এমন অনেক যাতায়াতের শটে ইন্ডিয়া গেট / রাষ্ট্রপতি ভবন দেখানো হয়েছে, যে যাতায়াতে ঐসব পড়েই না, জাস্ট দিল্লিতে শুট করা হয়েছে এই অছিলায় ঐ এলাকাটা একবার বিগ স্ক্রিনে দেখিয়ে দেওয়া হয়।

    এই লোকেশনের গল্পটা অনেক আগে সত্যজিতের নায়ক ছবির ক্রিটিসিজমেও ব্যবহার হয়েছিল। তুফান না রাজধানী এক্সপ্রেসে হাওড়া থেকে ছাড়ার অনেকক্ষণ পরে দেখা যাচ্ছে উত্তমকুমার খন্যান স্টেশনে দাঁড়িয়ে চা খাচ্ছেন, যেটা লজিকালি অসম্ভব।

    তো, এটা জাস্ট সিনেমার মাধ্যমে শহর দেখানোর অছিলা ছাড়া আর কিছুই না।
  • Siddhartha | 131.104.241.62 | ১৮ মার্চ ২০১২ ১১:৫৮534250
  • বর্ষায় কখনো ধান তোলা হয় না। তা সত্বেও দাদু এক পিস আস্ত সোনার তরী বাজারে ভাসিয়ে দিল।

    ইহারে কয় পোয়েটিক লাইসেন্স

  • siki | 122.177.11.185 | ১৮ মার্চ ২০১২ ১২:০৪534252
  • হুঁ। দাদুর পোয়েটিক লাইসেন নিয়ে কথা বললে আবার অনেক কথা হয়। সে আলাদা সুতো। ;-)
  • kc | 194.126.37.78 | ১৮ মার্চ ২০১২ ১২:০৮534253
  • বর্ষায় ধান তোলা হয়। বরিশালে। বর্ষায় চরাচর জলে ঢেকে যায়, জেগে থাকে ধান গাছের মাথা। চাষীরা সেই ধান কেটে নেয় ছোট চোট ডিঙি নৌকায় চড়ে।
  • rupankar sarkar | 116.202.199.94 | ১৮ মার্চ ২০১২ ১২:১০534254
  • siki - এই ব্যাপারটা কিছুক্ষণ আগেই আলোচনা করেছিলাম। ছবিটা ত শুধু কলকাতার লোকেদের জন্য বানানো হয়নি, বাকি দুনিয়া ভিক্টোরিয়া, শরত বোস আর কালীঘাটের কিস্যু জানেনা, জানার দরকারও নেই। সে কথা বললে, ট্রায়াংগুলার পার্কে তো শুটিং-ই হয়নি। ওখানে দেখানো হয়েছে বালীগঞ্জ কালচার আর সিংহী পার্কের প্যান্ডাল ( আরো বিভিন্ন পূজোর টুকরো)
  • rupankar sarkar | 116.202.199.94 | ১৮ মার্চ ২০১২ ১২:৩০534255
  • এইবার ppn এর নিম্নউদ্ধৃত 'ক্লু' এবং মিঠুন চক্রবর্তী রহস্য - ppn লিখেছেন -

    " দুটৈ ভিদ্যা আর সাত্যকির কথোপকথন। এক যখন ভালো নাম আর ডাক নামের পার্থক্য বুঝতে পেরে ভিদ্যা ঈষত তাত্‌পর্যপূর্ণ সুরে বলে দুই নামের আড়ালে দুই ভিন্ন ব্যক্তিত্ব। তখনও সে সাত্যকিকে "চেনে না'।
    আরো কিছু পরে যেখানে ভিদ্যা জিগ্যেস করে লালপাড় শাড়ির তাত্‌পর্য কী তখন পরমব্রত রিটার্ন দেয় যখন অর্ণবদা আপনার সামনে সে দাঁড়াবেন তখন আপনি এই শাড়ি পরে থাকবেন। "

    প্পন , আপনি ভাল করে দেখেননি, আমি এতবার দেখেছি যে মুখস্থ হয়ে গেছে। 'দুই নামের আড়ালে দুই ভিন্ন ব্যক্তিত্ব' একথা বলেননি বিদ্যা। বলেছেন - "একহি ইনসানকে দো দো নাম", মানে একই ব্যক্তির দুটো করে নাম। খুব স্বাভাবিক, এখানকার ডাক নাম-ভাল নামের গল্প শুনে। ওখানে ক্যামেরা এগিয়ে ঐ কথাটা হাইলাইট করার উদ্দেশ্য অর্ণব-অরূপ এর সিম্বলিকাল হিন্ট। আর দ্বিতীয়, যখন অর্ণবদা সামনে ...ইত্যাদি বললেন, রাণা তা-ও বলেনি। বলেছে, শাড়ির ক্যাশ মেমো আমি বাঁচিয়ে রাখছি, যখন অর্ণবদা কে পাওয়া যাবে, তখন তাঁর কাছ থেকে নিয়ে নেব। এবার মিঠুন প্রসঙ্গ -

  • rupankar sarkar | 116.202.199.94 | ১৮ মার্চ ২০১২ ১২:৩৫534256
  • এইবার বলি, একহি ইনসানকে দো দো নাম যদি হতে পারে, দো দো ইনসানকে এক হি নাম হবেনা কেন ? হ্যাঁ, রাজদীপ শর্মা বলে যে আইবি অফিসারের জিম্মায় রাণাকে রেখে খান সরে গেলেন এবং চ্যাটার্জী (খরাজ) উদ্ধার করলেন, সেই রাজদীপের ভূমিকায় যিনি অভিনয় করেছেন, তাঁর নামও মিঠুন চক্রবর্তী। দো দো ইনসানকে একহি নাম।
  • siki | 122.177.11.185 | ১৮ মার্চ ২০১২ ১৪:০৭534257
  • ধুর, লোকেশন নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। রোজাতে সেই বিখ্যাত অ্যাবডাকশনের শুটিংটা হয়েছিল মানালির হাড়িম্বা মন্দিরে। যদিও প্লটটা শ্রীনগরের।
  • dukhe | 117.194.233.47 | ১৮ মার্চ ২০১২ ১৪:৪২534258
  • অথচ সেরা ডায়ালগটা নিয়েই কেউ কিছু বলে না । সেই খরাজের - প্রেগন্যান্ট করে ভেগে গেছে । দু বছরের মধ্যেই । আর আমি তিরিশ বছর ধরে ভেবে যাচ্ছি !
  • ppn | 112.133.206.22 | ১৮ মার্চ ২০১২ ১৬:০২534259
  • রূপঙ্করবাবু,সিনেমাটা ডাউনলোড করে আবার দেখতে হল আপনাকে উত্তর দেবার জন্য। যা দেখলাম আবার লিখে দিচ্ছি।

    প্রথমটি ভিদ্যার জবানিতে : "এক হি ইনসান কে দো দো নাম। অলাগ অলাগ পহেচান'। এই অলাগ অলাগ পহেচান কথাটি হাইলাইট করা ছিল আমার উদ্দেশ্য। কারণ এইটি অনেকগুলি চরিত্রর জন্যই খাপে খাপে বসে যায় - অর্ণব ও ভিদ্যা তো বটেই এমনকী সাত্যকি ওরফে রাণা সম্বন্ধেও।

    দ্বিতীয় কথোকথনটি দশমীর দিন নয়, তারও আগের ঘটনা। যখন ভিদ্যা প্রথম শহরের রাস্তায় লালপাড় সাদা শাড়ি পরিহিত মহিলাদের দেখে। সাত্যকি তখন চা খেতে খেতে এনডিসি নিয়ে কিছু আলোচনা করছিল ভিদ্যার সাথে। অত:পর আবার একটি ফ্ল্যাশব্যাক সিনের অবতারণা হয় পর্দায় এবং তার পরে সাত্যকি বলে কিছু মনে না করলে সে একটি কথা বলতে চায়। যেদিন অর্ণববাবু ফিরে আসবেন সেদিন যেন ভিদ্যা ওই শাড়িই পরেন, কারণ ওইটিই শুভদিন।
  • rupankar sarkar | 116.202.204.158 | ১৮ মার্চ ২০১২ ১৬:১৮534260
  • ppn - হ্যাঁ ওটা আমিও দেখলাম। তবে প্রথমে আপনি যা লিখেছিলেন, -যখন অর্ণবদা সামনে এসে দাঁড়াবেন, তখন আপনি এই শাড়ি পরে থাকবেন - থেকে একটু অন্যরম। আসলে এগুলো সিম্বলিক হিন্ট, পরে যা ঘটতে যাচ্ছে তার আগাম সূচনা। খুব ভাল ভাল মিস্ট্রি ছবিতে এরকম দেয়া থাকে। হিচ্‌কক তো ভালই ব্যবহার করতেন। ঐ যে বিদ্যাকে অসুরদলনী দূর্গা সাজানো হবে শেষে, তারই আগাম খবর। আবার পাইয়ের কথা ধরলে খানিক ধোঁকা দেয়াও বটে। যে দর্শকরা সূচনাটা ধরতে পারলেন, তাঁরা ভাবছেন মিলিন্দ এর ডাবল রোল, এইবার বুঝি অর্ণব রূপী ইন্দ্রনীল হাজির হল, যেহেতু লাল পাড় সাদা শাড়ি। তবে আমি বলছিলাম, আপনার যে মুখ্য উপপাদ্য, সেই রাণা-বিদ্যার অলিখিত যোগসাজস, আমার মনে হয়না সুজয় ঘোষ সেদিকে কিছু ঈঙ্গিত করেছেন।
  • ppn | 112.133.206.22 | ১৮ মার্চ ২০১২ ১৬:২৭534261
  • আরে আমার কাছে আজ অব্দি ইউটিউবের অপশন ছিল না। কাজেই থিয়েটারে মুভি দেখে আসার অনেকক্ষণ পরে স্মৃতি থেকে লেখা। তবে মানে তো কিছুই পাল্টায়নি। :)

    হ্যাঁ, সিম্বলিক হিন্টগুলি দেখে আমার মনে হয়েছে ঘটনাক্রমগুলিকে এইভাবে ব্যাখ্যা না করে ওইভাবেও ব্যাখ্যা করা যায়। দুটোই সম্ভব। সুঘো ভেবেছেন কি ভাবেন নি সেইটা খুব ইম্পর্ট্যান্ট নয় আমার কাছে।
  • ppn | 112.133.206.22 | ১৮ মার্চ ২০১২ ১৬:৩৬534263
  • এই যেমন সিস্টেম এররের ব্যপারটা। আগে লিখব বলেও ভুলে গেছি। হয়ত অরিজিনাল স্ক্রিপ্ট অনুযায়ী অ্যাক্সিডেন্টাল, কিন্তু টেকস্টের ভিতরে গিয়ে পড়লে একটা অদ্ভুত মজা হয়। খালি মনে হতে থাকে এইটাকেও তো দিব্যি সিমুলেট করা যায় (যারা কম্পুটারে লোড করা নতুন একটা সফটওয়্যার নিয়ে খুটুর খাটুর করেছেন তারাই পারবেন)।

    তো, এইরকম অসংখ্য ক্লু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ক্লু অথবা ডাবল মিনিং ওলা সংলাপ বা সিকোয়েন্স। এইবার যে যেভাবে ন্যারেট করবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন