এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানী নিয়ে কহানী

    saikat
    সিনেমা | ১৭ মার্চ ২০১২ | ৮১২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 117.194.227.216 | ১৮ মার্চ ২০১২ ১৮:০৫534264
  • যেমন ভালোনাম ডাকনামের সংলাপ । ওটা আমার নিতান্ত ছড়ু লেগেছে । আরে বাঙালীর বৌ নাকি ভালোনাম ডাকনাম জানে না ? (দক্ষিণীদের ডাকনাম হয় না ? ডিডিস্যার কোথায় ?)
    তবে - যে যেভাবে দেখবেন । আমার খটকা লাগলেও পুলিশের তো লাগেনি, কাজেই ।
  • dd | 122.167.20.119 | ১৮ মার্চ ২০১২ ১৯:০৯534265
  • মান্দ্রাজীদের নামগুলো বড়ো হয়। গোটা দু তিনেক দেবতা থাকে - যেমতি সোমসুন্দরম উমামহেশ্বরম। লোকে উমা বলে ডকবে নয়তো মগেশ। ঠিক ডাক নামের কনসেপ্ট নেই। সবই তো ঠাকুরের নাম, বিকৃত করবে কে?
  • dd | 122.167.20.119 | ১৮ মার্চ ২০১২ ১৯:৫২534266
  • কহানী আপনেরা দেখলেন ঠিকই,কিন্তু একটা গভীর ভাবনা ও অনুভূতির অভাব আপনদের রয়েছে। আমি তো দেখতেই পারছি।

    দেখুন বিষ্ণু বলে একটা বাচ্চা ছেলেকে দেখানো হয়েছে হোটেলে ফাই ফরমাস খাটতে। এটি একটি ধারালো রাজনৈতিক স্টেটমেন্ট। মমতার আমলে এরকম হতেই পারে না। বলতে পারেন বাম আমলেও এমনটাই হোতো আর তখন বাচ্চাগুলো আরো বাচ্চা ছিলো। কিন্তু এই রাম রাজত্বে কি ভাবে এসব চলে ?

    আসলে কি হয়েছে জানুন। বিষ্ণু একটি বামন অবতার, শিশু মোটেই নয়। ছোটোবেলায় খাট থেকে পরে গিয়ে কনজেনিটাল ডিফেক্ট হয়েছিলো। আর বার বাড়ে নি। এদিকে কিন্তু দুঁদে জ্যোতিষী। কিন্তু চেহারার জন্যে চেম্বারে বসে প্র্যাকটিস করে না।

    ঐ যে হাই ফাইভ দিলো ভিদ্যার সাথে? তখনি এক ঝলকে বিদ্যার খপর জেনে গেলো। ভিদ্যার রাহুতে ইরিমিরিকিরি আছে, নেপচুনে ন্যাবা রোগ। রেডিওর মধ্যে অশ্বগন্ধার শিকড় আর আদ রতি প্লুটোনিয়াম দিতেই বিদ্যার সব পথ ঠিক হয়ে গেলো। মিলন মরেই গেলো।

    এর পরের সিকোয়েলে এই রহস্য উন্মোচিত হবে। দেখবেন মাদুলি,হোম এইসব করে বিষ্ণু কেমন পররাষ্ট্রলোভীদের সায়েস্তা করে। এক জোতিষ থ্রিলার।
  • dd | 122.167.20.119 | ১৮ মার্চ ২০১২ ১৯:৫৬534267
  • রোম্যান্টিক অ্যাংগেলও বাদ যায় নি।
    ভিদ্যা যখন দেখলো নরমব্রতের পায়ে নাথি টাথি মেরে সুবিদে হচ্ছে না , তখন সে হাল ছেড়ে দিলো। কুয়াসা হয়ে গেলো।

    ফলত : আর কোনো ডিসট্রাকশন থাকলো না। খান আর নরমব্রতের যুগল সংসার জমে উঠলো। এখন খান আর সিগ্রেট খায় না।
  • i | 122.177.11.185 | ১৮ মার্চ ২০১২ ২১:৩৫534268
  • উফ। গুরুর লোকজন শেষমেষ দেখিয়েই ছাড়ল।
    মুভি থিয়েটারে গিয়ে সিনেমা দেখা মানেই হ্যারি পটার, টিনটিন, কার, স্মার্ফ- এইসব-বহুদিন যাবত। শেষ কবে একলা দেখেছি? বোধ হয় রীডার । না: ওয়াটার ফর দ্য এলেফ্যান্ট। না কি।অ। যাগ্গে-
    গুরুতে হু হা পোস্ট পড়ছে-বেহালার শো টাইম জানাচ্ছে আম্রিগা-ইউ টিউব, ব্লগ-তক্কো-আর পারা গেল না।
    জন্মদিনের পার্টিতে প্যাক করে পাঠিয়ে দিলাম দুজনকে। তাপ্পর চার দেওয়ালের মধ্যে শুধু লাইসা আহমেদ, অদিতি মহসীন আর আমি।অকচাকচ ফুলকপি, ঝপাং তেলে শুকনো লংকা, গোটা জিরে , আদা- মশলা খুঁজে কে সময় নষ্ট করে-হাতের কাছে আনারদানা পাউডার, অল্পেকটু চানা মশালা-তাই ঢাল-নুন, লংকাগুঁড়ো, ওহো এই তো কিচেন কিং-ফ্রোজেন মটর্শুঁটি। ও কড়াইতে ছোলা বসাই-তেলে শুকেনা লংকা, আদা কষি, পেয়ঁআজ .... টমেটো দিলাম, ছোলা-এই যা: মশলা তো ফুলকপিতে দিয়েছি-কুছ পরোয়া নেহি-কিমা মসলা আছে কি করতে -তার খানিক হাঁড়ি চিকেনের মসলা খানিক-আর একটু আনারদানা আবার-ব্যাস।
    দুড়ুম দাড়াম ভ্যাকুয়াম। হু হা ইস্ত্রি।অআর কি আর কি বাকি-ও: দুপুরের খাওয়া। মারো গোলি।
    আস্তানার কাছাকাছি চ্যাট্‌সউডের মাল্টিপ্লেক্স। সেখানে আসে নি কহানী। যেতে হবে দূরে। সেই বারউডে। পুরোনো ভাঙা কারখানা, মরা কাশ, গ্রাফিতি টাফিতি ..
    অন লাইন টিকেট কাটা। ভাগ্যিস। হাউস ফুল। শাড়ি, জিনস, বৃদ্ধ, মধ্যবয়সী, তরুণ দম্পতি, অটিস্টিক কিশোর।
    আমার মাথার মধ্যে গুজগুজ করছে এবি পির রিভিউ, গু চ র জনতার প্রায় বলে দেওয়া গপ্প আর চশমা পরা শক্ত চোয়ালের একটি মেয়ে-হু কিলড জেসিকার সাব্রিনা।

    হাল্কা আলোয় পর্দায় হলিউডি , বলিউডি ট্রেলার- এক গন্ডা শ্বশুর, এক গন্ডা জামাই-জমজমাট হল। কোক পপকর্ন।
    আলো নিভে ছবি শুরু হোলো ত্রিনয়নীর মোটিফ নিয়ে।

    প্রথমেই তো সেই গিনিপিগ মারার দৃশ্য। গুরুবাক্য সব মাথায় গিজ গিজ করে। অ তার মানে এ হোলো ... হুঁ .. দেখি তো নিজের মত কোরে-মাস্কের বাইরে দাড়ির আভাস .. মাস্কের ভেতর বড় বড় ভাসা ভাসা চোখ-
    পলকেই মেট্রোর দুর্ঘটনা ঘটে যায়। মৃতের স্তূপ নিয়ে টিউব রেল টানেলে ঢুকছে।
    বিদ্যা এলেন কোল্কাতায় -এই দৃশ্য এই বিবরণ পড়া/ শোনা হয়েছে বহুবার-জানা আছে এর পর উনি থানায় যাবেন।অজল খাবেন ঘন ঘন। সই করতে গিয়ে মাথা ঘুরবে।
    জানা ছিল না সিস্টেম এররের মজাটা।অজানা ছিলনা খরাজের সংলাপ্সমূহ। জানা ছিল না সারা কলকাতা ড্যাবডেবিয়ে বিদ্যাকে দেখবে।
    উঁহু, বিদ্যা না ভিদ্যা।
    বি নয় ভি।

    বব বিশ্বাস এন্টি নিলেন। আবার মাথায় গুরুবাইক্য গজগজ। শ্বাশ্বতর ইনটারভিউও। বৌ নাকি ভয়ে খামচে ধরেছিল-
    তার মানে এখন হেব্বি ভয়ের কিছু হবে-আমি এখন তবে কাকে খামচাই-আড়চোখে ডাইনে দেখি পাশে তন্বী শ্যামা নিরাবরণ হাত । অগত্যা বাঁ দিকেই সিটের হাতল।

    তো কই ভয় তো তেমন পেলাম না। বব এর চশমার আড়ালের চোখ বহুকাল আগের ঝুটি সিনেমার ছানিকাটা চশমা পরা ভিলেইন মদনপুরীকে মনে করালো।

    মোনালিসা গেস্ট হাউসের ম্যানেজারের ভূমিকায় কে? গুরুরা কেউ কিছু বলেছেন বলে মনে পড়ছে না ..
    জয় বাবা ফেলুনাথ মনে পড়ল। এবিপি লিখেই দিয়েছে অবশ্য-ট্রিবিউট তো রে নাকি। কানে কানে কয়ে দিয়েছে হয়তো।

    খান এর ভূমিকায় কে চিনলাম না। শুরু থেকেই ফাটিয়ে অভিনয়, গুরুতেই বলেছিল। জানতাম। কল্যাণ চ্যাটার্জী আছেন, জানতাম। গুরু বলেছিল।
    পরমব্রতর আনডার অ্যাক্টিং। এইটাও তো জানতাম। গুরু বলেছিল। পরমের ইন্টারভিউও।
    বিদ্যা বালন যে অসা-এইটা জেনেও বুঝি নি। যে সিনে বিদ্যা, সেই সিনে শুধুই বিদ্যা শুধুই বিদ্যা শুধুই বিদ্যা।
    ট্রামে পরমের পাশে বসে দুষ্টুমি, একলা ঘরে কেঁদে ওঠা, খানের সামনে বুদ্ধির দীপ্তি, তুখোড় স্মার্টনেস-
    বিদ্যা বিদ্যা বিদ্যা।
    না, বি নয় ভি । ভি।
    ক্যা ফারাক ...

    ক্লাইম্যাক্সে লাল পাড় শাদা শাড়ি হারিয়ে যাচ্ছে সিঁদুরখেলা এয়োতীর দঙ্গলে-ঢাক বাজছে, নৃত্য উদ্দাম, প্রতিমার বিসর্জন ..

    সিনেমা শেষ । মোবাইল অন করি। নীলকন্ঠ পাখিটি উড়ান দেয়-"ফিরেছ? আমিও এই বেরোবো। "
    বচ্চনের ভয়েস ওভারের দরকার ছিল না-ডিডি যথার্থ কয়েছেন।
  • Paramita | 198.95.226.40 | ১৮ মার্চ ২০১২ ২২:০৪534269
  • কি দাঁড়ালো শেষমেশ? ও ছোটাই?
    আর টই পাখিপড়া করে দেখতে গ্যাচো - তালে আর কি, কোন আশাভস্‌সা নেই।
  • i | 137.157.8.253 | ১৯ মার্চ ২০১২ ০১:২৬534270
  • এখানে আবার কপি করেছে কেন রে বাবা! ভাটেই লিখতে চেয়েছিলাম তো-

    পারমিতা,
    শেষমেষ দাঁড়ালো এই যে এত সব গল্পগাছা জেনে টেনেও ( খুব যে পাখি পড়া করেছি তা নয়-এ পোড়া চোখে যা পড়েছে তাতেই মোটামুটি আউটলাইন হয়ে গেছে গল্পের)সিনেমাটা ভালো লেগেছে। গল্প না জানা থাকলে দেখতে দেখতে মগজও খাটাতাম। তাতে অন্য একটা মজা থাকে। সেইটা হয় নাই। অনন্য, অনবদ্য কিছু নয়। কিন্তু সব মিলিয়ে বেশ । আর ঐ ভিদ্যিয়া। ডার্টি পিকচার দেখা হয় নি। হু কিলড জেসিকা দেখে ওকে আর পাঁচজন অভিনেত্রীর থেকে আলাদা লেগেছিল। এই সিনেমায় যা অভিনয় করেছে, শুধু ওর অভিনয় দেখার জন্যই আর একবার দেখা যায়।
    কাল থেকে একটা দৃশ্য খচ খচ করছে মাথায়-ঐ যে বব ভিদ্যাকে ঠেলে দিয়েও ধরে নিলো-এই রকম একটা ব্যাপার কোথায় যেন দেখেছি-মনে পড়ছে না।

  • Tim | 128.173.38.150 | ১৯ মার্চ ২০১২ ০১:২৯534271
  • ম্যাট্রিক্সে দেখেছো :-)
  • i | 137.157.8.253 | ১৯ মার্চ ২০১২ ০২:১১534272
  • হ্যাঁ তাই। কাল প্রথমটায় ওডেসা ফাইল মনে হয়েছিল। সেই ট্রেন আসছে আর পেছন থেকে ধাক্কা। তাও খচখচানিটা থেকেই গেল ঐ টেনে নেওয়াতে।। এখন গেল। থ্যাংক্স টিম। কাজে মন দিতে পারব।:))
  • ppn | 112.133.206.22 | ১৯ মার্চ ২০১২ ০৮:৫৬534274
  • ও ইন্দ্রাণীদি, দাবাং দেখো নাই? ;-)
  • ppn | 112.133.206.22 | ১৯ মার্চ ২০১২ ০৯:১৩534275


  • ১:১৯-এ দেখো।
  • kallol | 119.226.79.139 | ১৯ মার্চ ২০১২ ১০:৫৪534276
  • সুজয় যদি ছড়িয়েছে তো দার্শনিক হতে গিয়ে ছড়িয়েছে।
    ঐ সব এক আদমী দো পহেচান-টান খুবই কাঁচা গবেট মার্কা কথা। মানে, ঐ আরকি হিন্ট দিচ্ছে বিদ্যার আরও একটা পরিচয় থাকতে পারে - ভিদ্যা
    আর সাত্যকী নাকি অর্জুনের সারথী - গান্ডু অ্যারেই কয়। মানে, ঐ আরকি হিন্ট দিচ্ছে সাত্যকী খানের হয়ে কাজ করছে।
    দুটো হিন্টই খুব আতাক্যালা মার্কা। একটা পরিচালক আরএকটু স্মার্ট আর একটু পড়াশোনা করা হবে ভেবেছিলাম।
    তা না হলে সিনেমাটি খুবই ভালো।
    আবারও খরাজ, পরমব্রত, বিদ্যা ফাটাফাটি। শাস্বত প্রেডিকটেবল। খান ঠিক আছে।
    হ্যাঁ, বচপন সায়েব - সহ্যসীমার ঠিক একচুল তলা দিয়ে গেছেন, ভুল সুরে গেয়ে।
  • kumu | 122.160.159.184 | ১৯ মার্চ ২০১২ ১১:৩১534277
  • হে,হে,রাজার যা মনে হয়েচে,টুনটুনিরো তাই।

    আমি বচ্চনজীর গানটুকুই শুধু দেখেছি এযাবৎ,বাকী মঙ্গলবার দেখব।তবে সুরে এট্টু ভুল আচে এটা মনে হয়েচিল,সাহস করে বলতে পারিনি।এখন কল্লোলদাও বলেচেন,তাই----
  • tatin | 122.252.251.244 | ১৯ মার্চ ২০১২ ১২:০৬534278
  • খান কী গান্ডু! আইবির দ্বিতীয় অফিসার এরকম গাধা অর গাম্বাট হয় নাকি? সিনেমার সবচেয়ে ঝুল পার্ট খানের মাথামোটামো।
    নাহলে বাকিটা বেশ লাগছে
  • Somnath | 59.160.210.2 | ১৯ মার্চ ২০১২ ১২:১৩534279
  • কহানী। ঠিকঠাক থ্রিলার। প্রচন্ড ভালো ক্যামেরা। প্রায় ঈশ্বর। এডিটিং কেতের। ভালোই, তবে কাটগুলো বড বেশি ছোটো হওয়ায় স্পীড এসেছে, যা কাঙ্খিত, কিন্তু আমার একটু বেশিই ছোটো লেগেছে। অ্যাটাচমেন্ট তৈরি হয় নি, আর একটু অস্বস্তিকরও। সিনেমা হিসেবে তত ভালো নয়। অভিনয়ে যদিও বিশেষ নম্বর কাটার জায়গা নেই।
  • PM | 86.96.163.10 | ১৯ মার্চ ২০১২ ১২:৩৭534280
  • “Kahaani” is a rare film which registered huge jump even on 2nd weekend almost similar to 1st weekend. Saturday was just amazing and shows were full all over I high end multiplexes and urban centers.

    Film is now over 30 cr nett and will easily touch 40 cr nett. Now it is marching towards blockbuster status and that is possible if it crosses 45 or 50 cr nett. “Kahaani” establishes Vidya Balan as only female lead in country who can assure box office success not once or twice but with certain amount of consistency."


    এটা সিনমা সংক্রান্ত নয়, সিনেমার ব্যবসা সংক্রান্ত। এটা বোঝা গেলো ভালো সিনেমা লোকে নেয় , স্টার -বাজেট নিরপেক্ষ ভাবে। ভালো সিনেমা করতে পারে না সেটা পরিচালক প্রযোজক দের ব্যর্থতা। দোষ টা চাপানো হয় দর্শক দের ওপোর .... দর্শক নয় না।"
  • lcm | 69.236.163.198 | ১৯ মার্চ ২০১২ ১৩:২৩534281
  • - রহস্য করতে গিয়ে ভাল খাবার দাবার দেখাল না। শুধু কয়েক গেলাস চা, গেলাস আবার ক্লু। একটা চকোলট প্যাকেট ছিল বোধহয়। মোকাম্বো-তে খাবার দেখিয়েছিল কি?
    - বিষ্ণু-র চরিত্রে বাচ্চা ছেলেটাকে ভাল লাগল। আবাপ-তে দেখলাম লিখেছে ও হল শান্তি-র (শ্রীধর) ছেলে।
  • Somnath | 59.160.210.2 | ১৯ মার্চ ২০১২ ১৩:৩৩534282
  • প্রথমে অ্যাকসিডেন্টের/ক্রাইমের মেট্রো স্টেশনে, ২০০৮ এ, "কবি নজরুল" দেখিয়েছিল। মেট্রো সম্প্রসারণের আগে!!

    এই ফ্লটা বউ ধরেছে।
  • tatin | 122.252.251.244 | ১৯ মার্চ ২০১২ ১৩:৪৫534283
  • বিদ্যকে প্রেগ্ন্যান্ট দ্যাখানোয় ক্লিভেজের দিকে চোখ যাচ্ছেনা

    (এটাও কি দর্শকের সংগে cheating?)
  • S | 99.26.200.89 | ১৯ মার্চ ২০১২ ১৪:৩১534285
  • একটা প্রিকোয়েলের কথা ভাবুন, ভালো জমবে।
  • siki | 155.136.80.36 | ১৯ মার্চ ২০১২ ১৫:০১534286
  • ২০০৮টা কোথায় মেনশনড ছিল?
  • tatin | 117.197.75.30 | ২০ মার্চ ২০১২ ০০:৩৩534288
  • বিদ্যা বাগচির কিউরিয়াস কাহানি: সত্যের নির্মাণ ও বিনির্মাণ

    নিশ্চিতভাবে সুজয় বাসুর ‘কাহানি’ ছায়াছবির ‘রিভিউ’ করতে বসিনি, যদিও ছবির ন্যারেটিভটিকে অবলম্বন করেই এগোনো হবে এই লেখায়। কিন্তু মূল প্রতিপাদ্য শিরোনামের দ্বিতীয় বাক্যাংশটি- ‘সত্য’ কী? কিম্বা সত্যের বিপরীর ‘মিথ্যা’ ধরলে মিথ্যাই বা কী? ডেফিনিশন খুঁজতে গেলে ‘সত্য’ বেজায় কঠিন। ছোটবেলা থেকে জেনে এসেছি আলোর মতন জোরে কেউই দৌড়য় না, হঠাৎ দেখলাম সেই সত্যিটা পালটে গ্যালো। আবার কদিন বাদে জানা গ্যালো সে পাল্টানোটা ঠিক সত্যি ছিলো না। কিন্তু, জ্ঞানের ইতিহাসে সূর্যের পৃথিবী পরিক্রমণের মতন সত্যি দিব্যি পালটে গ্যাছে। এসব তো ভারী ভারী ব্যাপার- পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত ইত্যাদি লাগে, কিষেণজি বা লাদেনের শেষ পরিণতির কোনটা সত্যি কোনটা মিথ্যে জিগেশ করতে গেলে জ্ঞানী মাত্রেই বলবেন সত্য আপেক্ষিক, জর্জ বুশের সত্য আর হুগো শ্যাভেজের সত্য এক হতে পারে না, এনিওয়ে। এ নিয়ে বেশি ভাটানোর আগে বাংলার আদিকবি লুইপাদ লিখে যাচ্ছেন ‘উদক চান্দ জিম সাচ না মিছা’–জলের মধ্যে চাঁদ দ্যাখা গেলে চাঁদ তো সত্যি দেখছি না, আবার রিফ্লেক্টেড হয়ে তো সত্যি চাঁদকেই দেখছি। ‘সত্য সত্যিতে কী’ এই অসম্ভব প্রশ্নের উত্তর খোঁজার জন্যে বাঙালির ঋদ্ধতম উইকি বঙ্গীয় শব্দকোষ ধরেও চাপে পড়তে হয়, সত্য শব্দে প্রথম অর্থ দেওয়া আছে ‘সত্যযুক্ত’!!! সত্যের কাছাকাছি যে শব্দ পাওয়া যাচ্ছে স্‌ৎ-এর ভাব (স্‌ৎ+ষ)। এই স্‌ৎ শব্দের প্রথম অর্থ দেওয়া রয়েছে বিদ্যমান। অর্থাৎ যা আছে, রয়ে যাচ্ছে। এইখানে সত্যির সঙ্গে অসত্যের একটা পার্থক্য আনা যেতেও পারে। সত্য আপেক্ষিক, জ্ঞান-বিশ্বাস-ইন্দ্রিয়শক্তি অনেক কিছুর ওপর তার স্থিতিকেন্দ্র নির্ভর করে। কিন্তু না-সত্যির সঙ্গে বা ধরুণ স্বপ্নের সঙ্গে সত্যের একটা পার্থক্য পাওয়া যেতে পারে। সত্য যা তা আছে, থেকে গ্যাছে, রয়ে যাচ্ছে। অর্থ্যাৎ স্বপ্নে কাল রাতে যে বিরিয়ানিটা খেয়েছি ঘুম ভাঙার পর মুখে তার ঘ্রাণ বা হাতে তার তেল কিছুই নেই। কিন্তু আজ সকালে যে ট্যালট্যালে ডাল দিয়ে ভাত খেলাম, তার প্রতিটি অণুর একএকটি ইলেকট্রন বিগ ব্যাং-এর সময় থেকে কোনো না কোনো ফর্মে থেকেছে। বস্তু ও ক্রিয়ার এক নিরবিচ্ছিন্ন পরম্পরায় সত্যের প্রতিটি উপকরণ বাঁধা রয়েছে। আজকে সত্যিই যেটা হলো, নিশ্চিতভাবে তার এক ইতিহাস আছে, নিশ্চিতভাবে তার একটা ভবিষ্‌য়্‌ৎও থাকবে। এই ইতিহাসে কী ছিল বা ভবিষ্যতে কী থাকবে বা এখন কী সে সব অনিশ্চিত আপেক্ষিক। আমার সত্যি আমার কাছে আর আপনার টা আপানার কাছে সত্যি। কিন্তু আমার যা সত্যি তার পিছনে গত ১০ মিনিট আগের ঘটনার কার্যকারণ রয়েছে, ১ ঘন্টা আগের ঘটনার রয়েছে, ১ দিন, ১ বছর, ১ সহস্রাব্দ থেকে ১ বিগ ব্যাং আগে অবধি নিরবিচ্ছিন্ন ঘটনাপ্রবাহের কার্যকারণ রয়ে গ্যাছে। আর, এই কারণমূলক কার্যের নিরবিচ্ছিন্ন জাল তৈরি করে ফেলেছেন বিদ্যা বাগচি, সাত্যকি রাণার সত্য নির্মিত হয়েছে। রাণা এদিকে নতুন জমানার পুলিশ অফিসার। ফলে সত্যের আপেক্ষিকতা থেকে বেরিয়ে আসতে চায়, বিনির্মাণ করে চলে বিদ্যা বাগচির তুলে দেওয়া সত্যি। সিনেমা এগোয়।

  • Siddhartha | 131.104.241.62 | ২০ মার্চ ২০১২ ০০:৪৪534289
  • সত্যি বলে কিছু নাই। থাকে শুধু ইন্টারপ্রিটেশন।
  • Tim | 198.82.24.253 | ২০ মার্চ ২০১২ ০০:৪৮534290
  • তাতিন ক্ষি ক্ষটিন করে লিকেচে!
  • kc | 178.61.96.29 | ২০ মার্চ ২০১২ ০০:৫৩534291
  • কালেজে পড়াতে ঢুকেছে যে!!
  • nk | 151.141.84.239 | ২০ মার্চ ২০১২ ০১:১৬534292
  • তাতিন কোন্‌ কালেজে পড়াতে ঢুকেছেন?
  • nk | 151.141.84.239 | ২০ মার্চ ২০১২ ০১:১৭534293
  • কী পড়ান? ফিলোসফি?
  • pi | 128.231.22.249 | ২০ মার্চ ২০১২ ০১:২০534294
  • হিট ট্রান্সফার ।
  • Siddhartha | 131.104.241.62 | ২০ মার্চ ২০১২ ০১:৩৫534296
  • বদলিঁদার পড়ুন কমরেড। আমরা যখন দোকানে পেট ফোড কিনতে যাই তখন আসলে আমরা কুকুরের খাবার কিনি না, কিনি আসলে ঐ খাবার খেয়ে একটা হৃষ্‌ট্‌পুষ্ট কুকুরের ইমেজ।

    কহানীতে আমরা যা দেখি সব-ই ইন্টারপ্রিটেশন। পরিচালক দর্শককে ঘাড় ধরে ইন্টারপ্রেট করান। ভাবাতে বাধ্য করেন যা ভাবাতে চান। ঐ পেট ফুড শপের মালিকের মতৈ।

    বাস্তবের কাছাকাছি ইন্টারপ্রিটেশন আড়ালে থেকে যায়। সেটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আল্টিমেটলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন