এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আই আই টি - একটি নির্মোহ ব

    shanku
    অন্যান্য | ২৬ মার্চ ২০১২ | ৮৫৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Shanku | 117.241.66.231 | ২৬ মার্চ ২০১২ ১৮:০১541105
  • আজকেই আর এক টইতে পড়ে খুলে দিলাম।
    আমি খড়গপুর আই আই টি-র বিদ্যুৎ ইঞ্জিনীয়ারিং-র এক অক্ষম স্নাতকোত্তর, ৮৪ সালের। কিছুই করতে পারিনি, আই আই টি নামের কলঙ্ক।
    কিন্তু আমাদের সময়ে ছিল পাঁচটা, বর্তমানে পনেরোটা। এখন কি চলছে? উৎকর্ষতার লঘুকরন? শিক্ষার প্রসার? ভারতীয় শিক্ষার বিশ্বায়ন? নাকি আরও কিছু?
    আমি জানি না। আপনারা, যারা আজকের যুগের আই আই টি-র পতাকাবাহক, তাদের কাছ থেকে শুনতে চাই ভেতর বাইরের নানান কথা। শোনান, প্লীজ।

  • | 203.110.247.221 | ২৬ মার্চ ২০১২ ২১:৪২541142
  • PT | 203.110.243.21 | ২৭ মার্চ ২০১২ ১০:২৬541153
  • সেই অর্থে ঔৎকর্ষ ছিল কবে? যে হাজার হাজার ইঞ্জিনিয়ার পাস করে বেড়িয়েছে তাদের মধ্যে থেকে ভূবন কাঁপানো কোনো technology-র উদ্ভাবন করেছে এরকম জনা ছয়েকের নাম পেলে অন্য ভাবে ভাবা যায়।
  • Bratin | 122.248.183.1 | ২৭ মার্চ ২০১২ ১৪:০৫541164
  • Quality এবং quantity classical conflict ছিল এবং আছে।আমরা যখন HS পাস করেছি ৯১ এ। তখন মেডিক্যাল আর ইঞ্জিনিয়ারিং মিলে কম/বেশী ২০০০ জন মত পড়ার সুযোগ পেত। এখন জানি না তবে সংখ্যা ট কম/বেশী ৬০,০০০-৬৫০০০ হবে। আগের তিন টে ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর,যাদব পুর আর জলু। পরে RE College। আর এখন প্রায় সব জায়গা তেই ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে উঠেছে। সবাই খরাপ বলচি না। নিশ্চিত ভাবেই অনেকে এ ভালো আছেন। এই কিছু কিছু মান বেষ খারপ। প্রজেক্টে মাঝে মাঝে এমন কেউ কেউ আসে। একটা বাক্য এমন ভাবে রচনা করে যার অ:ন্তত তিন রকম মানে হতে পারে। গ্রামারের কথ তো ছেড়েই দিলাম আর এদের IQ লেভেল দু:খের সাথে বলাতে হচ্ছে বেশ নীচের দিকে। সাধারণত কথা বাংলা করে বলে বলেও বোঝানো যায় না। কোডিং র গল্প তো ছেড়েই দিলাম।
  • Ben Arfa | 121.241.218.132 | ২৭ মার্চ ২০১২ ১৪:১৩541175
  • আইআইটি প্রসঙ্গে এগুলো কোদ্দিয়ে এলো?
  • Bratin | 122.248.183.11 | ২৭ মার্চ ২০১২ ১৪:২৭541186
  • Quantity vs quality প্রসঙ্গে। আরো আসছে।সঙ্গে থাকুন।:-))
  • shanku | 117.207.229.81 | ২৭ মার্চ ২০১২ ২২:২৪541197
  • উত্‌কর্ষ যে ছিল না তা কিন্তু নয় | অবশ্য উত্‌কর্ষ কি জানি না, কিন্তু কিছু সত্যিকারের ভালো ফ্যাকাল্টি মেম্বার ছিলেন |
    এমনই একজন ছিলেন প্রো কেশবমূর্তি | যার কাছে আমার পড়বার সৌভাগ্য হয়েছিল |
  • sda | 117.194.193.43 | ২৭ মার্চ ২০১২ ২২:৪৮541208
  • ব্রতীনদা একদম ঠিক লিখেছে, আমি জাস্ট আর কয়েকটা পয়েন্ট যোগ করতে চাই।
    ১। জয়েন্টে ১৫ হাজার বা তার উপরে র‌্যাঙ্ক মানে নেগেটিভে নাম্বার এসেছে ধরে নেওয়া যায়। তার মানে প্রতি বছর যত ছেলেমেয়ে ইনজিনিয়ারিং পাস করে তার অর্ধেকের বেশী এইচ এস স্তরের পড়াশোনা কিছুই শেখেনি।
    ২। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনলজি বা WBUT একটা বা* এর ইউনিভার্সিটি বললে কম বলা হয়। প্রতি বছর গন্ডায় গন্ডায় ইনজিনিয়ারিং কলেজকে এরা ছাড়পত্র দিচ্ছে এটা না ভেবেই যে এই নতুন কলেজগুলোতে যারা পড়তে যাবে তাদের আদৌ যোগ্যতা আছে কি না এইচ এস পাশ করার।
    ৩। WBUT কলেজের ফি যেভাবে বেঁধে দেয় তাতে কলেজগুলোর পক্ষে ভালো ফ্যাকাল্টি আনা বা ল্যাব বানানো অসম্ভব। JU র একজন প্রফেসরের মুখে শুনেছিলাম যে একজন ইলেক্ট্রনিক্স ইনজিনিয়ার তৈরি করতে সরকারের গড়ে খরচ হয় চার বছরে আট লাখ টাকার কাছাকাছি। প্রাইভেট কলেজগুলোকে সেই কোর্স করাতে হয় চার বছরে দু লাখ টাকায় (২০১১ র হিসেব)। স্বাভাবিকভাবে ভালো ফ্যাকাল্টির পেছনে খরচ না করে কলেজগুলোর ধান্দা থাকে যে ভাবে হোক একটা আই টি র চাকরি মাথাপিছু পাইয়ে দিয়ে সেই সাকসেস দেখিয়ে পরের বছর ছাত্র যোগাড় করা। এম টেক বা কোর সেক্টর জবে প্রাইভেট কলেজের লোকজন খুব কম দেখা যায় ঠিক এই কারণে- বেশীর ভাগ ছাত্র নিজের সাবজেক্টটার কিছুই জানেনা বলতে গেলে।
    ৪। WBUT কে যত খিস্তিই মারি না কেন শেষ হবেনা। এত বছরে শালারা একটা স্ট্যান্ডার্ড সিলেবাস বানাতে পারলো না, কোশ্চেন আউট না করিয়ে একটা সেমেস্টার পরীক্ষা অর্গানাইজ করতে পারলো না।
  • pi | 128.231.22.249 | ২৭ মার্চ ২০১২ ২২:৫৫541219
  • সদা, আই টি র এই চাকরি তারা তাহলে পায় কীকরে ? জব ইন্টারভিউ তে স্ক্রিনিং হয়না?
  • sda | 117.194.193.43 | ২৭ মার্চ ২০১২ ২৩:০২541106
  • আই টির চাকরি পাওয়ার জন্যে হাতি ঘোড়া কিছু জানতে হয় না, প্রথমে একটা অ্যাপ্টি টেস্ট হয় যেটা সবাই আগের দশ বছর মুখস্ত করে উতরে যায়। তার পর ইন্টারভিউতে এক খামচা সি, এক খামচা জাভা আর একটু স্মার্টনেস উগরে দিলে হয়ে যায় (এখানে বেশী ফান্ডা দেখাতে গেলে বিপদ , R&D তে ইন্টারেস্ট আছে বলায় আমার টিসিএস হয়নি)। আর আই টি র চাকরি মোটামুটি সিওর থাকে প্রথম সারির প্রাইভেট কলেজে পড়লে , একটু পেছনের দিকের কলেজগুলোতে ভালো আই টি কম্পানিগুলো (CTS, INFY, TCS, TECH MAHINDRA, ACCENTURE) আসেইনা , লোকজন আট-দশ হাজার টাকার কল সেন্টার জব পেলেই অনেক পেয়েছি ভাবে।
  • bb | 117.195.185.161 | ২৭ মার্চ ২০১২ ২৩:০৫541117
  • এই WBUT টা কি?
  • Sibu | 74.125.59.177 | ২৭ মার্চ ২০১২ ২৩:০৯541135
  • সদার কথা প্রসঙ্গে মনে পড়ে গেল। পিওর আইটি-র লোকের সাথে টেকনিক্যাল কথা বলা খুব মুশকিল হয়। পার্টিকুলারলি প্রাইভেট কলেজের ছাত্তর হলে। এ বাবদে কলকাতা, অন্ধ্রা, বাংলুর, সব্বাই সমান।

    এক সময়ে আমি প্রাইভেটাইজড এডুকেশনের ভক্ত ছিলাম। এখন এই সব প্রাইভেট কলেজ, আর আম্রিগাতে ইউনিভার্সিটি অফ ফিনিক্স দেখে ১৮০ ডিগ্রী ঘুরে গেছি।
  • pi | 128.231.22.249 | ২৭ মার্চ ২০১২ ২৩:১৩541136
  • বাইরের দুনিয়া সম্বন্ধে জানা মানেই দেখি চাদের রাজধানী কি ঘানার প্রেসিডেন্টের বাবা কে সেটা জানতে হবে এইসব এক্সট্রীম উদা: চলে আসছে :)

    যাই হোক, আমার একটা প্রশ্ন ছিল। এদেশে নিজেদের ইতিহাস ঠিক করে জানা নিয়ে। থ্যাঙ্কস গিভিং এর ঠিক ইতিহাস কি পড়ানো হয় ? যদ্দুর জানি, হয়না।
    রেসিয়াল ডিসক্রিমিনেশন নিয়ে ? এটা সঠিক জানা নেই,জানতে চাইছি।

    আর তাতিন। ঋদ্ধির গোড়ার দিকের কিছু পোস্ট পড়ে মনে হয়েহি্‌চল স্কুল লেভেলে অতিরিক্ত প্রোজেক্ট ইত্যাদি নির্ভরতা ইত্যাদি নিয়ে আপত্তি করেছে। আমেরিকার কথা জানিনা। কিন্তু দেশের কিছু পশ স্কুলে 'অন্যরকম' শিক্ষার নামে যেগুলো চলে তাতে যা দেখেছি, অনেক সময়ই এগুলো বেশ অর্থহীন মনে হয়েছে। আগেও বলেছিলাম, ভারি , হাল্কার কন্সেপ্ট বোঝাতে বাড়ির লোককে যদি পাখির পালক, নুড়ি এসব যোগাড় করে পাঠাতে হয়, সেটা কতটা ফান বা দরকার সে নিয়ে রীতিমত সন্দেহ আছে।

    সবই কেমন ঐ ওয়ার্ক এডুকেশনের প্রোজেক্ট বলে মনে হয় :(
    জানিনা, ঐ বিষয়টাতে আমি বিশেষ কাঁচা ছিলুম বলে হয়ত নেগেটিভ বাঅয়াস আছে।
  • lcm | 128.48.44.141 | ২৭ মার্চ ২০১২ ২৩:১৪541137
  • হে হে, ইউনিভার্সিটি অফ্‌ ফিনিক্স নিয়ে শিবুদার সাথে একমত। আমাকে একজন একবার বলেছিল, যে উইনিভার্সিটি অফ ফিনিক্স-এর এত গাদা গাদা ব্রাঞ্চ, কোথাও ম্যাকডোনাল্ড্‌স্‌ থাকলে আশপাগে ওদের একটা ব্রাঞ্চ পাওয়া যাবে।
    ইদানীং, ওরা খুব প্রফিট ডিক্লেয়ার করেছে।
  • Tim | 128.173.35.179 | ২৭ মার্চ ২০১২ ২৩:১৭541138
  • পাই শিবুদার বক্তব্যটা বুঝলো না। চাদ বা ঘানার প্রসঙ্গ ভারতের থেকে ইনফিরিয়র দেশের হিসেবে আসে। আম্রিকানরা মনে করে বাকি পিথিবি ওদের চেয়ে ইনফিরিয়র, পাত্তা দেবার দরকার নেই।
    আমরাও যাদের ইনফিরিয়র মনে করি তাদের সম্পর্কে জানা দরকার মনে করিনা। এইটাই শিবুদা বলতে চাইলো মনে হয়। একস্ট্রিম উদাহরণ না।
  • sda | 117.194.193.43 | ২৭ মার্চ ২০১২ ২৩:১৯541139
  • শিবুদা, প্রাইভেটাইজ্‌ড এডুকেশন খুব চাপের জিনিস তো বটেই, কিন্তু সরকার নিজে কোনো উদ্যোগ না নিলে আর কি করা যাবে ? গত তিরিশ-চল্লিশ বছরে কোনো নতুন সরকারী ইনজিনিয়ারিং কলেজ খোলেনি পশ্চিমবঙ্গে, কিন্তু ইনজিনিয়ারিং পড়ার ক্যান্ডিডেট বহুগুণ বেড়েছে।
  • Sibu | 74.125.59.177 | ২৭ মার্চ ২০১২ ২৩:২১541140
  • হ্যাঁ তিমি, আমি এইটেই বলতে চেয়েছিলাম।

    দেয়ার ইজ এ রীজন, কেন আমি পাইয়ের সাথে আলোচনায় আসি না।
  • pi | 128.231.22.249 | ২৭ মার্চ ২০১২ ২৩:৪২541141
  • টিম, আমার পয়েন্ট সেটা ছিলনা। তবে শিবুদার সঙ্গে আলোচনায় আমিও উৎসাহী নই।
  • Shanku | 117.207.229.81 | ২৭ মার্চ ২০১২ ২৩:৪৭541143
  • ও দাদা, আই আই টি কোথায় ?
  • Tim | 128.173.35.179 | ২৭ মার্চ ২০১২ ২৩:৫২541144
  • আই আই টি কোথায় নেই, বললেই ভালো হয়। ;-)
  • Tim | 128.173.35.179 | ২৭ মার্চ ২০১২ ২৩:৫৪541145
  • পাই, পয়েনটা গুছিয়ে লিখে দিও সময় করে। আমার মনে হলো চাদ বা ঘানা কে এক্সট্রিম উদা: বললে। মানে কিনা, চাদ বা ঘানা এমনই সব দেশ যে কারোরই জানার দরকার নেই।

    আম্মো এবার কাজে লাগি।
  • Sibu | 74.125.59.177 | ২৮ মার্চ ২০১২ ০০:০৪541146
  • শিক্ষা, চিকিৎসা, কারা এইসব প্রাইভেটাইজ করার জন্য একটা দুষ্টচক্র কাজ করে। ক্রুগম্যানের এই লেখাটা বেশ ভাল রেফারেন্স। http://www.nytimes.com/2012/03/26/opinion/krugman-lobbyists-guns-and-money.html

    মোটামুটি ছকটা এই রকম। হাওয়া তুলে দেওয়া হয় সরকার কোন কিছুই ঠিক মত করতে পারে না। এই কাজে আবাপ, ফক্সের মত পেটোয়া/কর্পো-দাস মিডিয়া হাউসগুলো খুব জোরে ঢাক বাজায়। কনজার্ভেটিভ লেজিসলেটরেরা সরকারী ফান্ড এই সব সামাজিক-ভাবে দরকারী প্রকল্প থেকে মিলিটারী ইত্যাদি আনপ্রোডাকটিভ খাতে সরিয়ে দিতে থাকে। তখন পাবলিক বীতশ্রদ্ধ হয়ে প্রাইভেটাইজেশনের দিকে ঝুঁকে পড়ে। অবশ্যই পেটোয়া মিডিয়া হাউসেরা প্রাইভেট অর্গনাইজেশনের ইনএফিসিয়েন্সি, অপদার্থতা এই সব নিয়ে স্টোরী করে না, বা বুড়ি ছোঁয়ার মত ছুঁয়ে যায়।

    তথাকথিত সুশীলদের অর্গানাইজ করা হয় এই সবে মদত দেবার জন্য। তারা মোমবাতি জ্বালিয়ে মমতা-মার্কা ফ্যাসিস্ট শাসকদের পথে আলো দেয়। তাপ্পরে সুমনের মত কারো-কারো বোধোদয় হয়, কেউ মুখ্যমন্ত্রীর কনভয়ে চড়ে পরম আহ্লাদ বোধ করে
  • pi | 128.231.22.249 | ২৮ মার্চ ২০১২ ০০:০৭541147
  • না, আদৌ তা বলিনি। যে পোস্টগুলোর রেফারেন্সে এক্সট্রীম বলা, নিজেই একবার দেখে নিও।
  • a | 65.204.229.11 | ২৮ মার্চ ২০১২ ০০:১৭541148
  • দুটি কথা, সদা কে

    ১। হেইচেস পাশ না করলে আর কলেজে পড়ে কি করে? সেক্ষেত্রে প্রশ্ন করা উচিত এই সব ছাত্ররা হেইচেস পাশ করল কি করে।

    ২। আইটির চাকরি পাবার প্রসঙ্গে, ঠিকই বলেছেন খানিকটা। তবে তাদের দিয়ে কাজ তো চলে যাচ্ছে, না কি? তাহলে এত সমস্যা কিসের? কে হেইচেস পাশের যোগ্যতা রাখে বা না রাখে, তা দিয়ে আমার কি যদি সে ছেলে/মেয়ে আমার প্রোজেক্টে এসে ঠিকঠাক কাজ নামাতে পারে? বাই দি ওয়ে, কল সেন্টার জব কি ডেরোগেটরি সেন্সে বল্লেন? সেরকম লাগল শুনতে
  • sda | 117.194.205.34 | ২৮ মার্চ ২০১২ ০০:৩০541149
  • a,
    ১। জয়েন্টে নেগেটিভে মার্ক্স যারা পায় তারা এইচ এস পাস করে হয় ভাগ্যের জোরে (সাজেশন, গ্রেসমার্ক) আর নয়তো টুকে। আর কোনো উপায় আপাতত: দেখতে পাচ্ছি না।
    ২। কোনো সমস্যাই নেই। আমি আই টি র প্রসঙ্গ তুললাম কলেজগুলোর দূরদর্শীতার অভাব বোঝাতে। একটা কলেজের ৬০ জন ইলেক্ট্রনিক্স ইনজিনিয়ারের মধ্যে একজনও নিজের ফিল্ডে করে খাওয়ার মতো ফান্ডা অর্জন করতে পারেনি চার বছরে, এটা সত্যিই লজ্জার বিষয়। অথচ প্রাইভেট কলেজগুলোতে আকছার দেখা যায় এরকম অবস্থা।
    ৩। ডেরোগেটরি না, তবে চিপ জব তো বটেই। মুড়ি- মিছরি এক দর।
  • sda | 117.194.205.34 | ২৮ মার্চ ২০১২ ০০:৩৫541150
  • শিবুদা, আমার একটাই প্রশ্ন - ১৯৮০ সালে পশ্চিমবঙ্গে যতজন ইনজিনিয়ারিং পড়তে চাইতো , সেই সংখ্যাটা কি ২০০০ সালেও একই ছিল ? যদি না হয় তবে সরকার কি করেছিল তার জন্যে ? (সরকার বলছি, সিপিয়েম তিনোমূল না)।
  • nk | 151.141.84.239 | ২৮ মার্চ ২০১২ ০০:৫৩541151
  • জনসংখ্যা, ওহে জনসংখ্যা কত ছিলো ১৯৮০ সালে? আর ২০১০ সালে?
  • sda | 117.194.205.34 | ২৮ মার্চ ২০১২ ০০:৫৫541154
  • জনসংখ্যা বাড়লে তো নতুন ইস্কুল- কলেজ খোলা উচিত বলেই জানতাম। :O
  • Sibu | 74.125.59.177 | ২৮ মার্চ ২০১২ ০০:৫৫541152
  • সরকার যা করেছিল সেটা তুমি-আমি সবাই জানি। সরকার ফর প্রফিট শিক্ষাপ্রতিষ্ঠানদের ফ্রী-হ্যান্ড দিয়েছিল। সেটা আমার একটা বড় চক্রান্তের অংশ বলে মনে হয়। তাই আমি লিখেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন